কেন নেতাজির কথা ভেবে আনন্দবাজারে চাকরি না করার এত বড় সিদ্ধান্ত নিলাম ? কী ছিল কারণ? Kunal Bose

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @biswaruphalder2477
    @biswaruphalder2477 Рік тому +101

    কুনাল, লক্ষী ভাই আমার, তোমার এই সৎ ও দুঃসাহসী বক্তব্যের জন্য আমার তরফ থেকে অনেক অনেক আশির্বাদ, তোমরাই তো দেশের প্রকৃত সোনার টুকরো ছেলে, ভগবান তোমার মঙ্গল করুন।

    • @sankargopaldutta3236
      @sankargopaldutta3236 Рік тому

      জি ২৪ ঘন্টা ও তো তোলামূলের ঘেঁসা চ্যানেল,, নেতাজীর আদর্শের কণা মাত্র মানে?

    • @sarmisthakoley6607
      @sarmisthakoley6607 Рік тому +1

      Thx. Kunal for your dedication to Netaji Subhash Chandra Bose who also sacrificed for our Country. Blessing 😊for your great and successful Jorney!

  • @avijitkhanrah3421
    @avijitkhanrah3421 Рік тому +117

    'আদর্শ ও সত্যের জন্য সবকিছু ত্যাগ করা' যায়'... অনেক শ্রদ্ধা বেড়ে গেল আপনার প্রতি।

  • @sabyasachichakraborty8600
    @sabyasachichakraborty8600 Рік тому +161

    নেতাজি যদি আদর্শ হয়
    তবে কোথাও আপোষ নয়।👍💯👍

    • @jkroy3929
      @jkroy3929 Рік тому +2

      Thik

    • @shiprakarmakar4697
      @shiprakarmakar4697 Рік тому +1

      তোমার ভিডিও দেখি। খুব গর্ব হয়। আমার মা নেতাজীকে নিয়ে অনেক পড়াশুনা করতেন। আমরাও শুনতাম মার কথা। তোমার সাথে আছি।মা থাকলে তোমার কথা মুগ্ধ হয়ে শুনতেন।

    • @sanjibadhikary5686
      @sanjibadhikary5686 Рік тому

      Kunal da jai hind ,sumeru Roy cowdhury ke chenen netajike niye kaj korche?

    • @sanjibadhikary5686
      @sanjibadhikary5686 Рік тому +1

      Uni bolchen netaji naki biman durghotonay Mara gechen .uni bolchen11ta Toronto commitee naki biman durghotonay Mara gechen bolchen tini

    • @sanjibadhikary5686
      @sanjibadhikary5686 Рік тому

      Keshob bhattacharyya gobeshok )ke tini joker bolchen sumeru Roy cowdhury bolchen uni naki onar theke bhege geche.mane bolte chai sumeru Roy cowdhury keshob bhattacharyya ke bolchen mane joker bole sommodhon korechen

  • @rajarshidattagupta8768
    @rajarshidattagupta8768 Рік тому +15

    এক আপসহীন সংগ্রামের আরেক নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। ধন্যবাদ এবং অভিনন্দন কুনাল সবরকম প্রলোভন ছাপিয়ে আদর্শের পথ বেছে নেওয়ার জন্য। এরকম দৃষ্টান্ত আজকের দিনে বিরল।

  • @pradipbhattacharyya8369
    @pradipbhattacharyya8369 Рік тому +44

    বহু দিন পর একজন বাঙালির মুখ থেকে এমন সব কথা শুনলাম যে থেকে বোঝা যায় যে সে একজন প্রকৃত নেতাজী প্রেমী । ধন্যবাদ ভাই।

    • @showkatzaman9781
      @showkatzaman9781 10 місяців тому +1

      আপনার ব্যক্তিত্বে ভালবাসায় পড়ে গেলাম

  • @suparnamukherjee853
    @suparnamukherjee853 Рік тому +207

    বাবা কূণাল তোমার এই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না ... বাবা তুমি আমার ছেলের বয়সী হবে এটা তোমাকে আগের করা কোন কমেন্টে বলেছিলাম ... তুমি নতুন প্রজন্মের ছেলে হয়েও নেতাজী কে এতো ভালোবাসো এতো ভক্তি করো শ্রদ্ধা করো যে ওনার মতো মহান নেতার জন্য তুমি এতো বড়ো সিদ্ধান্ত নিয়েছো ভাবতেই চোখে জল চলে এল ... আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ... ওনার দৃঢ় বিশ্বাস ছিল নেতাজী একদিন ঠিক ফিরে আসবেন ... আমারা ভাইবোনরা সকালে ঘুম থেকে উঠেই ঘরে ঘরে টাঙানো নেতাজীর ফোটাতে প্রণাম করতাম এটাই বাবার নির্দেশ ছিল ... তোমার ভিডিও দেখতে দেখতে কখন যে তোমাকে ছেলের আসনে বসিয়ে দিয়েছি আজ সেটা মনে পড়ে না ... আমি মায়ের মতো হলেও তোমার পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছা করছে ... নেতাজীর ফিরে আসার অপেক্ষায় আজ ও বসে আছি .... তুমি পশ্চিমবঙ্গে বাস আর আমিও সেই পশ্চিমবঙ্গে থাকি এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার ... খুব ভালো থেকো বাবা অনেক অনেক শুভকামনা রইলো

    • @ashokghosh1203
      @ashokghosh1203 Рік тому +4

      ভালোবাসা ও শ্রদ্ধা জানাই

    • @pradipkumarbandyopadhyay9785
      @pradipkumarbandyopadhyay9785 Рік тому +6

      একদম ঠিক ছিল ❤

    • @tusharkantidas5280
      @tusharkantidas5280 Рік тому +3

      আদর্শ ছাড়া মানুষ হয় না কি ! আপনার মত আদর্শবান মানুষ আজকের দিনে বিরল !

    • @kidsfun6034
      @kidsfun6034 Рік тому +3

      একদম ঠিক দিদা

    • @sukanya18583
      @sukanya18583 Рік тому +4

      তোমার আদর্শ কে কুর্নিশ জানাই। মনে আছে তোমার সঙ্গে আমার আলাপ ও ওনার জন্যই! উনি আজ যেখানেই আছেন, তোমাকে প্রাণভরে আশীর্বাদ করছেন।

  • @shyamalinandi5862
    @shyamalinandi5862 Рік тому +8

    কুণাল,তোমাকে চিনতাম না কিন্তু 'সুভাষ চন্দ্র বসু' নামের সূর্য কে ঘিরে তোমার এই পরিক্রমা তোমার উজ্জ্বল উপস্থিতি তোমাকে আলাদা ভাবে চিনিয়ে দিল।ঐ নাম টি শুনলে,৭৩ বছরের আমিই নই আপামর বাঙ্গালী জাতি শিহরিত হই, আশায় আছি কবে সেই সূর্যোদয় দেখব!!!🌻🌻🌻

  • @SKDB13
    @SKDB13 Рік тому +44

    তোমার মতন মানুষ চার দেওয়ালের মধ্যে মানায় না, সত্যি বলতে আজ দাদা, তোমার মতন নিরপেক্ষ মানুষের খুবই দরকার আমাদের এই রাজ্যের।।। ❤

  • @akashojha4469
    @akashojha4469 Рік тому +35

    আপনার সিদ্ধান্ত কে স্যালুট জানাই 🫡 sir behind this reason. ❤

  • @prasantakumarmukhopadhyay4004
    @prasantakumarmukhopadhyay4004 Рік тому +5

    আপনার এই সিদ্ধান্তর জন্য আমি কৃতজ্ঞ, কারণ এর ফলে আমরা নেতাজি সম্পর্কে এই সব মনি মুক্ত গুলো পাচ্ছি।

  • @thecuriousboy_
    @thecuriousboy_ Рік тому +19

    আপনার সিদ্ধান্তের জন্য আপনাকে স্যালুট।
    আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল 🙏🏼🙏🏼

  • @abirmondal0832
    @abirmondal0832 Рік тому +17

    আপনার সিদ্ধান্ত কে স্যালুট জানাই। জয় হিন্দ🔥 সুভাষ চন্দ্র বোস এর জয়🙏🏻

  • @papridas6783
    @papridas6783 Рік тому +13

    এখনোও এরকম দৃঢ় মানসিকতা কারো আছে, যে তার নীতি আদর্শের সঙ্গে সমঝোতা করেনা তথাকথিত ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে, সত্যি জেনে খুব ভালো লাগছে। তোমার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেলো ভাই। আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। আগামীর জন‍্য অনেক শুভেচ্ছা রইলো।

  • @wingsofmathematicsbytanush2507
    @wingsofmathematicsbytanush2507 Рік тому +16

    এটা কোনও childish thought নয়। মানুষের মন আর মুখ খুব কম ক্ষেত্রেই এক হয়েছে, যাদের মেরুদণ্ড সোজা তাদের কাছে এই সিদ্ধান্ত সম্ভব। আপনাকে স্যালুট জানাই।

  • @debdeepbishayee2909
    @debdeepbishayee2909 Рік тому +21

    একদম ঠিক ছিল।আমার মনে হয় কোনো কিছুর বিনিময়ে নিজের আদর্শ থেকে সরে আশা উচিত নয় বিশেষ করে যেখানে নামটা নেতাজী সুভাষ চন্দ্র বসু❤

    • @amlankumardasgupta998
      @amlankumardasgupta998 Рік тому

      If possible,pl make a program with scientist Satyan Bose & his contribution with Einstein works.

  • @basudevtarafder530
    @basudevtarafder530 Рік тому +2

    কুনাল দা আপনাকে সম্মান দেওয়ার। একটাই ভাষা মাথায় আসছে সেটা হল - জয় হিন্দ ,জয় হিন্দ , জয় হিন্দ ❤

  • @narenkumardasroy2040
    @narenkumardasroy2040 Рік тому +16

    একদম ঠিক সিদ্ধান্ত ছিল। ভাগ্যিস আপনি এবিপি আনন্দে যান নি। না হলে আজ আপনার পিঠেও সুমনের মত দালালের স্ট্যাম্প পড়ে যেত। A great decision! Thank you! Take care.

  • @susamaparia7524
    @susamaparia7524 Рік тому +32

    "সত্যকে আশ্রয় করিয়া, মহত্ত্বে উন্নীত হইয়া, সরলভাবে দাঁড়াইয়া ঝড় সহ্য করিব সেও ভালো, তবুও মিথ্যায় সংকুচিত হইয়া, সুবিধার গর্তে প্রবেশ করিয়া নিরাপদ সুখ অনুভব করার অভিলাষে আত্মার কবর রচনা করিব না।"🙏🏼🤍

  • @paramitamukherjee9376
    @paramitamukherjee9376 Рік тому +17

    নিজের মতাদর্শের সাথে আপোষ না করাটা অত্যন্ত সম্মানের এবং শ্রদ্ধার। আপনার সিদ্ধান্ত তাই নিশ্চই ঠিক ছিল।

  • @tapasray8919
    @tapasray8919 5 місяців тому +2

    আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ, বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা অটুট থাকুক। আপনি এগিয়ে চলুন আপনার পথে। ধন্যবাদ।

  • @swapankumardas1294
    @swapankumardas1294 Рік тому +4

    সঠিক সিদ্ধান্ত। বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোন কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যই হোক আপনার জীবনের ধ্রুব তারা।

  • @hrishikesmisra8563
    @hrishikesmisra8563 Рік тому +1

    একদম সঠিক সিদ্ধান্ত। দেখুন জীবনকাল সীমাবদ্ধ। যত বিচিত্র সম্ভব অভিজ্ঞতা অর্জন ও অনেকের সঙ্গে এতটা সাফল্যের সাথে শেয়ার করা একটা বড় প্রাপ্তি। এবং এর জন্য নিজের ব্যাক্তিত্বের সাথে কম্প্রোমাইজ না করেই, এর জন্য অনেক অভিনন্দন। ভালো থাকুন ও এভাবেই আমাদের আলোকিত করুন।

  • @theeyesofindians4588
    @theeyesofindians4588 Рік тому +3

    তোমাকে যতো দেখি ,শুনি, জানি,তোমার প্রতি আরো আদর ও সন্মান বেড়ে যায়। সুস্থ থাকবে। আমাদের আরো পাওয়ার আছে।।জয়হিন্দ ❤

  • @SandipPaul-xq5rm
    @SandipPaul-xq5rm Рік тому

    Ekdom thik bolechen...ABP Neheru supporter...ABP r theke apnar I AM BOSE information ta khub unic....

  • @P.D886
    @P.D886 Рік тому +7

    ABP Ananda নেতাজির পরিবার বলতে শুধু সুগত বসু এবং তার স্ত্রী বা বাবা মা বোঝে।সে যাই হোক TV 9 ছাড়লেন কেনো?শুধু নেতাজির উপর কাজের জন্য নয়, ABP Ananda ছাড়তে পারার জন্য এবং তার কারণ ইউটিউবে জানানোর জন্যেও অনেক অনেক ধন্যবাদ ।

  • @maharajmaharaj1282
    @maharajmaharaj1282 Рік тому +1

    আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাদের মতো মানুষদের জন‍্যই স্বামীজী বলে গেছেন "" সত‍্যের জন‍্য সবকিছু ত‍্যাগ করা যায় কিন্তু সবকিছুর জন‍্য সত‍্যকে ত‍্যাগ করা যায় না ""

  • @subhrachatterjee1177
    @subhrachatterjee1177 Рік тому +3

    আপনি একদম ঠিক ডিসিশন নিয়েছিলেন। আপনার ভয়েস স্ট্রাকচার টা অসাধারণ tv9 বাংলাতে যখন আপনার প্রোগ্রাম দেখতাম খুব ভালো লাগতো। তার একটাই কারণ আপনার ভয়েস টা।

  • @shyamalghoshal1308
    @shyamalghoshal1308 Рік тому

    একদম সঠিক সিদ্ধান্ত। আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। জয় হিন্দ।

  • @sumitamukherjee3447
    @sumitamukherjee3447 Рік тому +3

    স্বার্থহীন ভাবে ভাবতে এখন প্রায় সবাই ভুলে গেছে, আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ 🙏🏻

  • @kamalenduhazra3039
    @kamalenduhazra3039 Рік тому +1

    অসাধারণ প্রতিবেদন, অসংখ্য ধন্যবাদ শুধু মাত্র আমার প্রিয় নেতাজীর প্রতি এতো শ্রদ্ধা ও ভালবাসার জন্য।
    আমার দেবতাদের নাম- বিবেকানন্দ, রামকৃষ্ণ, সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, রতন টাটাজী।
    প্রণাম- ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজী সুভাষচন্দ্র কে।
    নেতাজী অমর রহে।
    আমার সব দেবতাদের প্রণাম।
    🙏🙏🙏

  • @rajatroy5268
    @rajatroy5268 Рік тому +8

    আদর্শের কোন পরিমাপ হয় না।ছোট বড় কোনটাই নয়। ব্যক্তিগত জীবনে আমি মনে করি, যত তুচ্ছই হোক, একটা আদর্শ সকলের জীবনই থাকা উচিত। আর সেটা না থাকলে মানুষটার থাকা না থাকা একই ব্যাপার। এই চূড়ান্ত ভোগবাদের যুগে আদর্শ টিকিয়ে রাখা খুব কঠিন। যে পারে সে অবশ্যই মনুষ্য পদবাচ্য, আর বাকিরা...অনেক অনেক শুভেচ্ছা রইলো কুনাল তোমার আগামী দিনের জন্য।

  • @abhishekmukherjee7133
    @abhishekmukherjee7133 Рік тому +1

    Kunal Babu,,
    Ekdom correct and perfect decision apnar,,Long live Sri Netaji S.C.Bose
    Apni kunu bhul korenni
    We are proud of you
    Warm regards
    Capt Abhishek Mukherjee

  • @arunava_das_23
    @arunava_das_23 Рік тому +4

    চোখে জল চলে এল 😢
    ভালো থাকবেন, অনেক দূর এগিয়ে যান আপনি ❤ শুভেচ্ছা রইল

  • @tapaskumarsingha1086
    @tapaskumarsingha1086 Рік тому +2

    Salute you Kunalda ! নেতাজীর থেকে কোনও সংবাদ মাধ্যমের নেতাজী সম্পর্কে কোনও রকমের মিথ্যা সংবাদ প্রচার বড় হতে পারে ? আমি তো অনুজ স্যার এবং চন্দ্রচূড় স্যারের ভিডিও দেখার পর থেকে খবরের কাগজ পড়াই বন্ধ করে দিয়েছি। আমরা পাশে আছি। আপনি এগিয়ে চলুন। আপনার এত বড়ো স্বার্থত্যাগের অনেক ধন্যবাদ আপনাকে।

  • @soumyadip8179
    @soumyadip8179 Рік тому +3

    Salute দাদা.... খুব সাহসিকতার দরকার পড়ে.... এটা করতে 🇮🇳

  • @rajkumarpal1137
    @rajkumarpal1137 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ কুনাল দা স্যালুট আপনাকে

  • @suklaadhikary4955
    @suklaadhikary4955 Рік тому +3

    Khub valo laglo sune. Khub sundor video👍 👌👌👌👌

  • @britterbaireybengaliaudio2000
    @britterbaireybengaliaudio2000 Рік тому +1

    আপনিই প্রকৃত সাংবাদিক কুনালদা।সাংবাদিক সবসময়ই সত্যের কাছে দায়বদ্ধ থাকবে এটাই কাম্য। সেখানে আপনার দেখানো পথ আমাদের মতো কোটি কোটি সুভাষভক্তের প্রাণে আশার সঞ্চার করবে।শ্রদ্ধা জানাই আপনাকে।❤

  • @firojshaikh6364
    @firojshaikh6364 Рік тому +18

    একদম ঠিক ছিল দাদা,মনহীন দেহ বয়ে নিয়ে বেড়ানো খুব মুশকিল।

  • @gautambiswas5441
    @gautambiswas5441 Рік тому +2

    তোমার আদর্শ , মূল্যবোধ দেখে অবাক হলাম। তোমার মত মানুষ আছে বলে পৃথিবী টা এখনও এতো সুন্দর।
    অনেক বড়ো হও কুণাল, ঈশ্বর তোমার মঙ্গল করুন এই কামনা করি।

  • @rishinroy9268
    @rishinroy9268 Рік тому +3

    একদম সঠিক পদক্ষেপ। Bravo! 🧡🤍💚

  • @dipakroy6091
    @dipakroy6091 Рік тому +1

    কুনাল , তুমি ২০০%সঠিক কাজ করেছো। এর জন্য তোমার প্রতি আমার অনেক গুন শ্রদ্ধা বেড়ে গেল।।। তুমি হয়তো খানিক টা আর্থিক খতি মেনে নিয়েছো।। তবুও বলছি নেতাজী র জন্য সব কিছুই ত্যাগ করা যায়।। নেতাজী সুভাষচন্দ্র বসু আমাদের কাছে শুধুই আদর্শ নয়, ভগবানের থেকে ও কম নয়।।।।সব শেষে, তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুদীর্ঘ আয়ু কামনা করি।।।।। জয়তু নেতাজী।।

  • @akashekdeewana9279
    @akashekdeewana9279 Рік тому +8

    Very inspiring Life story ❤ আমি তোমাকে অনেক দিন ধরেই follow করি দাদা ❤ এতো বড়ো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মন থেকে স্যালুট জানাই ❤❤

  • @rajkumarpal1137
    @rajkumarpal1137 Рік тому +2

    কুনাল দা আপনাদের মত মানুষকে আজকে অনেক বেশি প্রয়োজন । কারণ এখন কেউ নিজের ইচ্ছে এবং মনুষ্যত্বকে দাম দেয় না,বহু মানুষই এখন পয়সার জন্য অনেক কিছুই করতে রাজি । আর এই কারণগুলো তো তাদের কাছে কিছুই না । আজকে থেকে আপনার প্রতি আমার ভালোবাসা অনেক অনেক অনেক বেড়ে গেল ।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhaskarsinharoy10
    @bhaskarsinharoy10 Рік тому +6

    চাকরি করার জন্য আপোষ করতেই হয়। কিন্তু কতটা আপোষ করবেন সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। নেতাজি আমার কাছেও আবেগ ভালোবাসা ব্যক্তিত্ব চরিত্র সংগ্রাম সাহস আরো অনেক কিছু। আপনার এই সিদ্ধান্তকে অন্তঃকরণ থেকে সম্মান জানাই।

  • @sudiparoychowdhury3048
    @sudiparoychowdhury3048 Рік тому +2

    তুমি বয়সে আমার সন্তানতুল্য,কিন্তু আজ তোমার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা শতগুণ বেড়ে গেল ।তুমি অনেক এগিয়ে চল তোমার পথে।

  • @keshabchandradey1999
    @keshabchandradey1999 Рік тому +5

    সঠিক সিদ্ধান্ত ধন্যবাদ, জয় হিন্দ।
    নেতাজী পড়তে গেলে আজও চোখে জল আসে। সত্যি ভাবা যায় না নেতাজী কি ছিলেন।

  • @debasisdas3293
    @debasisdas3293 5 місяців тому

    কুনাল বোস আপনাকে স্যালুট(🎩’s Off)…🙏💕

  • @almostviral4199
    @almostviral4199 Рік тому +6

    একটা "না" বলার ব্যাখ্যা মাত্র ১২ মিনিটে তুলে ধরার যে অদম্য খিদে, তাকে আমি কুর্নিশ জানাই।🙏

  • @মহকপুরুলিয়া

    গর্বিত হলাম শুনে স্যার ।

  • @babumasay20
    @babumasay20 Рік тому +3

    কি বলবো দাদা, এমন চিন্তা ভাবনা আজও আছে? স্যালুট ✊✊✊✊✊

  • @pritamghosh2412
    @pritamghosh2412 5 місяців тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️ সকল ভারতীয় নাগরিক কে তোমার মতো হওয়া উচিত Kunal da❤....

  • @HinduRashtraBharat1947
    @HinduRashtraBharat1947 Рік тому +7

    দাদা আমি বহুদিন ধরেই আনন্দবাজার পড়িনা এবিপি আনন্দ দেখিনা। এটা কংগ্রেস পন্থী চ্যানেল। নেতাজির সর্বনাশের জন্যে সম্পূর্ণভাবে কংগ্রেস দায়ী। আনন্দবাজারের মনোপলি খুব তাড়াতাড়ি লুপ্ত হবে। জয় হিন্দ্! ভারতমাতার জয়! 🇮🇳

  • @PothikCholche
    @PothikCholche Рік тому +1

    অনেক দিনের নিজের মনের জানতে চাওয়া একটা প্রশ্নের উত্তর পেলাম কুনাল।
    মুক্তমনা মানুষ কখনোই বন্দী থাকতে পারে না বা চায়ও না।
    এজন্যই তুমি ইউনিক "কুনাল"...
    ঈশ্বর তোমায় অনেক অনেক সফলতা দিক এই কামনা করি।
    💝

  • @akashmajumder19
    @akashmajumder19 Рік тому +18

    অদম্য ইচ্ছাশক্তিই পারে জীবনের কঠিন সময়গুলোকে পার করাতে।

  • @sumantheextrovert
    @sumantheextrovert Рік тому +2

    নিজের মনুষ্যত্বের বিবেকের সঙ্গে কোনো কিছুর জন্য আপোস করো নি,,,hats off Kunal da,,, ei jonno tomake valo Lage,,,tomar decision ekdom e thik chilo..we support you dada always ..

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 Рік тому +10

    কোনো দ্বিধা বা দ্বন্দ্ব মনে স্থান দেবেন না । অত্যন্ত বলিষ্ঠ একটি সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন। এটা ঠিক আনন্দ বাজার একটি বড় সংবাদ মাধ্যম কিন্ত সেটাই শেষ কথা নয় । প্রত্যেকের একটা নিজস্ব মতাদর্শ আছে । তরুণ প্রজন্মের কাছে নেতাজীকে তুলে ধরার জন্য আপনাকে আন্তরিক সাধুবাদ জানাই। আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যান। শুভ কামনা রইল।

  • @debasissarkar25
    @debasissarkar25 Рік тому +1

    Kunal da excellent thinking 👍👍👍👍👍 you made the right decision at the right time.Lot of thanks for your right decision.

  • @sanjibmaiti8967
    @sanjibmaiti8967 Рік тому +66

    ABP চিরকাল কংগ্রেস পন্থী,আর কংগ্রেস চিরকাল নেতাজি বিরোধী।
    কংগ্রেস তো ইংরেজ কে ভারতে থাকতে সাহায্য করতো।
    নেতাজির বাড়ির লোক যেখানে বিক্রি হয়ে গেছে,সেখানে আপনার এই লড়াই কে স্যালুট জানাই।💐💐

    • @sikhachakraborty7445
      @sikhachakraborty7445 Рік тому +2

      একশো নয়, এক হাজার বার সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি, কুনাল

    • @sumitanandy3077
      @sumitanandy3077 Рік тому +1

      Thik

    • @tusharbarua4320
      @tusharbarua4320 Рік тому +1

      ব্রিটিশরাই তো নিজেদের স্বার্থে কংগ্রেস কে বানিয়েছিল সেই ভাইরাস 140 কোটি দেশবাসী এখনও বহন করে চলেছে প্রত্যক্ষ-পরোক্ষভাবে তা আমরা অনুভব করছি রইল এই এবিসিডি এরাও সুবিধাবাদী

  • @diliproy340
    @diliproy340 Рік тому +2

    প্রনাম বোস সাহেব। খুব খুবই ভালো লাগলো। স্বামী বিবেকানন্দ কথিত ★সত্যের জন্য সব ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না★ এই মহাগুরুর মহান কথাকে আপনি চরিতার্থ করেছেন। অবশ্য ই শিক্ষনীয়। সর্ব মঙ্গল কামনা করি। খুব ভালো থাকবেন ও বীর ভাবে থাকবেন স্যার🙏❤❤❤ 🪔🪔🪔🛐জয়হিন্দ🇳🇪

    • @suprovatchakrabarty6405
      @suprovatchakrabarty6405 Рік тому

      এটা বিবেকানন্দ নয়, মহাত্মা গান্ধীর বানি।

  • @kaustavray32
    @kaustavray32 Рік тому +3

    Sotti apnar moto 🥺 journalist dorkar banglay future amader moto aspirants apnake k dekhe onek kichu shikte parbo 🥺❤️❤️

  • @bikash620
    @bikash620 Рік тому +1

    Ohh,
    Excellent,
    Mind blowing Analysis & Presentation 👍.
    I do agree with you.

  • @ayanpramanik2343
    @ayanpramanik2343 Рік тому +3

    Big fan sir apner, সাংবাদিকতা নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। 🙏🙏🙏

  • @akashroy3286
    @akashroy3286 Рік тому +2

    আজকাল মেরুদন্ড সোজা, নীতি আদর্শ নিয়ে চলা মানুষের সংখ্যা ক্রমহ্রাসমান।. সেখানে আপনার নিজস্ব, অকপট কথাগুলো শুনে খুব
    ভালো লাগল। অনেক ধন্যবাদ।❤❤

  • @nanditaganguly6420
    @nanditaganguly6420 Рік тому +3

    Rarest but right decision 👍👍👍

  • @saikatkundu838
    @saikatkundu838 Рік тому +1

    Akdom thik decision niachen Dada.

  • @sanjibsarkar2139
    @sanjibsarkar2139 Рік тому +10

    একদম সঠিক সিদ্ধান্ত, নিজের মুল্যবোধকে বিসর্জন দেওয়া একদম ঠিক না।

  • @ratansarkar5689
    @ratansarkar5689 Рік тому +1

    খুব ভাল লাগল

  • @arunava_das_23
    @arunava_das_23 Рік тому +16

    এক সুভাষ দেশান্তরে
    লক্ষ সুভাষ ঘরে ঘরে 🔥

    • @bikachprasunchandra4023
      @bikachprasunchandra4023 11 місяців тому

      ঘর থেকে বেরিয়ে আসতে হবে সময় এসেছে জয় হিন্দ জয়তু নেতাজি সুভাষচন্দ্র বসু

  • @safatsdiary8520
    @safatsdiary8520 Рік тому

    স্যালুট কুনাল দাদা 🙏
    জয়তু নেতাজী সুভাসচন্দ্র 🇧🇩🇮🇳

  • @Amaresh.Banerjee30
    @Amaresh.Banerjee30 Рік тому +6

    মেরুদন্ড সোজা থাকলে এই সিদ্ধান্ত নেওয়া যাই। 👍👍👍

  • @tarunsaha2699
    @tarunsaha2699 Рік тому +1

    প্রতিটি মানুষ খেয়ে,পরে বেঁচে থাকার জন্য কিছু না কিছু করে সেটা চাকরি হোক বা ব্যবসা কিন্তু প্রতিটি মানুষের নিজের একটা স্বাধীনসত্তা আছে ,ভালো লাগা আছে আর এর উর্ধে গিয়ে যখন আমরা কোনো কাজ করি তখন সেটা আমাদের একটা বোঝা হয়ে দাঁড়ায় সেই কারণে আমার মতে আপনি যা করেছেন তা একদমই সঠিক করেছেন । আর এই কাজের জন্য কারো মতামতের অপেক্ষা করা উচিত না।

  • @mrtanmoy
    @mrtanmoy Рік тому +4

    "কদম কদম বাড়ায়ে যা "

  • @kalpanadas2336
    @kalpanadas2336 Рік тому

    তোমার প্রতি ভালোবাসা ছিল। এই ভিডিওটি দেখার পর শ্রদ্ধায় পরিনত হল।

  • @pointofnature5502
    @pointofnature5502 Рік тому +3

    Shune khub bhalo laglo. Thank you.

  • @AnimaDebnathJoardar
    @AnimaDebnathJoardar 4 місяці тому

    খুব খুব ভালো লাগলো ।ধন্যবাদ, ঠিক dicison নিয়ছো কুণাল নেতাজী সুভাষচন্দ্র আমাদের আদর্শ ‌আমাদের গর্ব

  • @bireswarmusic6704
    @bireswarmusic6704 Рік тому +5

    সত্যের জন্যে সবকিছু ছাড়া যায়, কোনো কিছুর জন্যে সত্যকে ছাড়া যায়না।

  • @prakashnandi5573
    @prakashnandi5573 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ । আপনাকে শ্রদ্ধা জানাই । নেতাজী অমর রহে ।

  • @English-pk3ec
    @English-pk3ec Рік тому +3

    বুকে হাত রেখে বললাম
    আমি গর্বিত আমি বাঙালী
    আমি গর্বিত নেতাজি🙏 বাঙ্গালী।
    আমি গর্বিত আপনি বাঙ্গালী

  • @subhrakantitewary5547
    @subhrakantitewary5547 Рік тому

    অসংখ্য ধন‍্যবাদ সত‍্যের পথে থাকার জন‍্য। ভালো থাকুন।

  • @pratibha_swapandutta947
    @pratibha_swapandutta947 Рік тому +5

    তখন হলে কি বলতাম জানি না। কিন্তু এখন বলি সঠিক সিদ্ধান্ত। আজকাল নিউজ চ্যানেল দেখতে ইচ্ছা করে না। ABP তো দেখতেই ইচ্ছা করে না। তাত অনেক কারণ আছে। কিন্তু সবকিছু সর্ব সম্মুখে বলা যায় না। কিন্তু আপনার মনের জোর অনেক যে নিজের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন নি। এখন যে কাজ করছেন সেটাতে আপনি সার্থক। এগিয়ে যান। কিন্তু একঘেয়ে করে দেবেন না। নতুনত্ব রাখবেন। শুভকামনা রইল।

  • @soumenporel9869
    @soumenporel9869 Рік тому +1

    খুব ভালো

  • @amitkundu6525
    @amitkundu6525 Рік тому +6

    দাদা তোমাকে অনেক অনেক অনেক প্রণাম তোমার প্রতি সন্মান 1000 গুন বেড়ে গেলো । আমার আর তোমার ফিলিংসটা নেতাজি সুভাষচন্দ্র বসু র প্রতি হয়তো অনেক টা এক।❤❤❤❤🙏🙏🙏🙏🙏 তোমার সিদ্ধান্ত ১০০% সঠিক ছিল

  • @sanan550
    @sanan550 Рік тому +1

    Kunal da.....Ami probasi bangali..... Subhash Chandra Bose is my emotions.....tomar decision ekdom thick chilo. I am proud of you dada.

  • @kkaushik007
    @kkaushik007 Рік тому +7

    নেতাজি শেষ জীবনে সব কিছু মুখ বুজে মেনে নিয়েছিল। সেটাই ওনার মহাত্য প্রমান করেছে। তুমি দাদা সেই আদর্শ ফলো করো। এই আশাই রাখব। এই দেশের ভালো হবার কিছু নেই😁😁✊✊ Long live Netajiii❤❤❤

    • @amritakumar5343
      @amritakumar5343 Рік тому

      প্রথম বাক্যটার "নেতাজী শেষ জীবনে সব কিছু মুখ বুজে মেনে নিয়েছিলেন " , থুরি মেনে নিয়েছিল -এর অর্থ বুঝলাম না ।
      একটু দু চারটে উদাহরণ দিলে , ভালো হয় ।

    • @kkaushik007
      @kkaushik007 Рік тому

      @@amritakumar5343 উদাহরণ 😃😃😃
      গুমনামী বাবার বেশ ধরে যে বাকি জীবন কাটিয়ে দিলেন, তার থেকে বড় উদাহরন কি হতে পারে। চাইলেই কয়লা পাচার বাংলা পাচার গরু পাচার করে কয়েকশো কোটি কামাতে পারতেন। ব্রিটিশদের সাথে সেটিং করলে হয়তো PM হতে পারতেন‌। তা না করে মানুষের ভালো করতে গিয়ে নিজেকে শেষ‌ করলেন। আর মুদীর মতো একটা বরাহ নির্লজ্জ এর মতো PM হয়ে বসে আছে। দেশের গাঢ় মারছে আর আমরা হাততালি দিচ্ছে 😎😎

  • @mrinmoybanerjee7281
    @mrinmoybanerjee7281 Рік тому +2

    অসংখ্য ধন্যবাদ। আমরা আনন্দ বাজার বয়কট করেছি অনেক বছর আগে থেকে।

  • @Atanu_Acharjee
    @Atanu_Acharjee Рік тому +4

    ABP ANANDA er ei partiality niye ei ake kotha keshab Bhattacharjee sir bolechen...tomar chinta ke kurnish janai...❤️❤️

  • @kalyanikundu7566
    @kalyanikundu7566 7 місяців тому

    ধন্যবাদ কুনাল তোমার এই মতামতের জন্য

  • @anjee1438
    @anjee1438 Рік тому +4

    Appreciate your views !

  • @nirmalkumarsarkar5272
    @nirmalkumarsarkar5272 Рік тому +1

    নেতাজি সুভাষচন্দ্র বসু কে নিয়ে একটা আবেগ বেশিরভাগ বাঙালিদের মধ্যে ছিল, আছে, থাকবে। তবুও বলি, অল্প বয়সে চাকরি ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া, সবাই পারে না, এত গভীরভাবে চিন্তাও করে না। খুব খুব ভালো লাগলো।

  • @laltumajumdar4672
    @laltumajumdar4672 Рік тому +4

    ABP Ananda কংগ্রেস পার্টির চ্যানেল, তাই নেতাজী সুভাসচন্দ্র নিয়ে কোনো খবর করে নি

  • @ashokghosh1203
    @ashokghosh1203 Рік тому +2

    Salute❤ আপনাকে কুনাল

  • @rupalichakraborty3907
    @rupalichakraborty3907 Рік тому +9

    আত্মসন্মান ও নিজের সুচিন্তিত মতামত কে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আজকাল দেখা যায় না। অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।

  • @smritidasmojumdar1054
    @smritidasmojumdar1054 Рік тому +1

    তোমার জন্য আমি গর্বিত।

  • @sumansarkar3333
    @sumansarkar3333 Рік тому +3

    আপনাকে দেখে গুমনামি সিনেমার চন্দ্রচুরের মত মনে হয়।। বিশ্বাস করুন, আপনি অনেক বড় হবেন।। সফলতা, নেতাজি যে নিয়ে পাবেন ই পাবেন।।ভালো থাকবেন।। প্রশস্ত রাজপথ আপনার জন্য খোলা থাকবে।।

  • @tapasshome2304
    @tapasshome2304 Рік тому +2

    সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ধন্যবাদ।

  • @UNCUTChandrashis
    @UNCUTChandrashis 5 місяців тому

    Just আমি বাকরুদ্ধ। নত মস্তকে শ্রদ্ধা জানাই। ভালবাসা ও সম্মান আরোও বেড়ে গেল এই ভিডিওটি দেখে

  • @shyambanerjee96
    @shyambanerjee96 Рік тому

    আপনার কথা গুলো তে আদর্শ রইছে।আর আপনি যে আদর্শের সঙ্গে কোনো রকম সমযোতা করননি এর জন‍্য আমার খুব গর্ববোধ হচ্ছে। কুনাল দা🙏🙏🙏

  • @sukumarbharati7368
    @sukumarbharati7368 Рік тому

    অসাধারণ এবং সঠিক সিদ্ধান্ত । আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেলো । ভালো থাকবেন ।

  • @bbiiplab
    @bbiiplab Рік тому

    আপনার মেরুদন্ড সোজা। এইরকম সোজা মেরুদন্ডের মানুষ আর সমাজে বড়ই কম। তাই আপনার প্রতি রইল অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন।