দেবীর কাছে কে প্রাণ দিল?

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @keyadaspaul6799
    @keyadaspaul6799 Рік тому +968

    গতবারের রামের সুমতি তোমার কণ্ঠে শোনবার পরেই বলেছিলাম ,,,, এখন আবারো বলছি আমাদের আধুনিক ডিজিটালাইজেশন
    এর যুগের অন্ধ জোয়ারে প্রায়ে সম্পূর্ন রূপে হারিয়ে যেতে বসা বাংলা সাহিত্যের স্বর্ণ অধ্যায় কে তোমার মাধ্যমে ফিরে পেয়ে ভীষণ ভালো লাগছে,,,,,,,,,,,,আর তাছাড়া এখনকার নবীন ছেলেমেয়েরা যারা আমাদের বাংলা সাহিত্যের সেই স্বর্ণযুগের সময়কে কখনোই অনুভব করতে পারেনি তাদের জন্য তুমি এক অনবদ্য সৃষ্টি তৈরি করেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ,,,, ভালো থেকো মীর দা,,,,🙏🏽🙏🏽

  • @saumenroy8710
    @saumenroy8710 Рік тому +23

    আমাদের অনেকের চোখেই সানডে সাসপেন্স অডিওস্টোরির শেষকথা। কিন্থ উভয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গপ্পো মীরের ঠেকের গল্প নির্বাচন এবং এই প্রেজেন্টেশন এ মির্চিকে ছাড়িয়ে গেছে।
    কতবার যে এক অনির্বচনীয় অনুভবে মন ছেয়ে দিয়েছ এই গল্পে, মীরদা!! যুগ যুগ জিও।

  • @surupachakraborty7037
    @surupachakraborty7037 Рік тому +210

    অনির্বাণ ভট্টাচার্য ও সুভাশিষ মুখোপাধ্যায় দুজনেই নিজ চরিত্রে অনবদ্য । মীর স্যার তো বরাবরের মতোই "অতুলনীয়" । ❤❤❤

    • @skaltabali9602
      @skaltabali9602 4 місяці тому

      শুভাশীষ মুখোপাধ্যায় এতো ভালো চরিত্রে অভিনয় করবেন আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি।

  • @sumanamondal9116
    @sumanamondal9116 Рік тому +24

    রবীন্দ্রনাথের 'রাজর্ষি' আমার অন্যতম প্রিয় উপন্যাস। আরও একবার 'রাজর্ষি'-র প্রতি ভালবাসা বেড়ে গেল। ধন্যবাদ গপ্পোমীরের ঠেক ❤️

  • @salehahmed8281
    @salehahmed8281 Рік тому +11

    তিন জন এখানে অসাধারণ অভিনয় করেছেন। শুভাশিস মুখার্জি, বিপ্লব দাসগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য।
    আর মীরের কথা কি আর বলবো। জীও গুরু।

  • @souravkar1615
    @souravkar1615 Рік тому +43

    কি অসাধারণ ভাষা কি অসাধারণ তাৎপর্য ! ❤
    The line_ "নিজের রুচি অনুসারে সবাই শাস্ত্রের ব্যাখ্যা করে থাকে" that's 100% true.
    ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং মীর'দা আপনাকেও ধন্যবাদ এই সুন্দর গল্প পরিবেশন করার জন্য।

  • @anileshpramanik1728
    @anileshpramanik1728 Рік тому +14

    দিদি আর ভাই ( হাসি আর তাতার) ভালোবাসা দেখে নিজের অজান্তেই চোখের কনে জল চলে আসলো।
    ভগবানের কাছে পার্থনা করি, যেন এই রকম মায়ের সমান দিদি যেনো সবার জন্ম দেই

  • @tuhindas3258
    @tuhindas3258 Рік тому +23

    প্রত্যেকজন অভিনেতার কণ্ঠই অনবদ্য... এমনকি ছোট্ট বাচ্চা মেয়েটিও কি সুন্দর... আর সবার পিছনে আমাদের ক্যাপ্টেন ভালোবাসার মীর দা... ঠেক এভাবেই চলতে থাকুক... একরাশ শুভেচ্ছা গোটা দলকে....🥰

  • @debarghabhattacharjee4000
    @debarghabhattacharjee4000 Рік тому +19

    ত্রিপুরার একজন প্রবাসী বাঙালি হিসেবে খুবই গর্ব অনুভব করছি। এ রাজ্যের গৌরবময় ইতিহাস কবিগুরুর কলমে এবং মীর দা, অনির্বাণ দাদের কণ্ঠে অমর হয়ে ওঠেছে।

  • @nirajpal31
    @nirajpal31 Рік тому +58

    আমি ত্রিপুরা থেকে শুনছি,
    রাজর্ষি থেকে আমার জেঠু আমার ডাক নাম রেখেছিলেন তাতা..আজ উনি অসুস্থ..
    অসংখ্য ধন্যবাদ Goppo mirer thek কে রাজর্ষি তুলে ধরার জন্য❤️

    • @realmir
      @realmir  Рік тому +44

      ভালো থাকো তাতা, তোমার জেঠু, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

    • @akshaybanerjee5183
      @akshaybanerjee5183 Рік тому +1

      ​@@realmir Selam Alekum Mir Vai.Tumi Kemon Acho?Tomar Golpoguli Sune Golper Songhe Nijeke Hariye Felechilam.Jeno Golper Choritro Guli Ke Choker Samne Dekhte Parchi Ato Tai Sundor Tomader Obhinoy.Ami Tomar Ekjon Gunomugdho Vokto Hisabe Tomar Channel Er Sunaam O Samridhi Kamona Kori.Khoda Hafeez.Khub Bhalo Thekeo ❤❤❤❤

    • @ambikaray6339
      @ambikaray6339 Рік тому +5

      আজ আপনার জেঠু গল্পটা এভাবে শুনলে আরো খুশি হবেন

    • @aratinath2595
      @aratinath2595 5 місяців тому

      দ্বিতীয় বার শুনছি। অনেক ভালোবাসি এই গল্প।

  • @kothikadas
    @kothikadas Рік тому +104

    এই পর্ব শুনে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছে। এতো ভালো বাচনভঙ্গি, সুর, আর আবেগ ঢেলে গল্প বহুদিন শুনিনি।

  • @sachindeuri8346
    @sachindeuri8346 Рік тому +46

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক তার লেখা উপন্যাস ও গল্প যেমন তুঙ্গ ভদ্রার তীরে, তুমি সন্ধ্যার মেঘ, চুয়াচন্দন, বিষকন্যা, মৃৎপ্রদীপ, এগুলোও আমাকে মুগ্ধ করেছে, আমি চাই তেনার এরকম উপন্যাস ও গল্প। মীর দা আমাদের শোনার সুযোগ করে দিন। চন্দন মূর্তি গল্প টা কি হবে কোনোদিন? ❤

  • @bengaltiger7582
    @bengaltiger7582 Рік тому +12

    সকল বাঙালী শ্রোতাদের কাছে অনুরোধ এই চ্যানেলটির ভিউস যেন mirchi bangla এর থেকেও বেশি হোক কারন এটি আমাদের বাংলার সন্তান মীর দার চ্যানেল। আমরা সকলে আপনার পাশে থাকবো মীর দা এগিয়ে চলো। চ্যানেলটি দীর্ঘজীবী হোক। #জয়_বাংলা #mirafsarali

    • @bengaltiger7582
      @bengaltiger7582 Рік тому +2

      @Sourav Das হ্যাঁ, সব প্রোগ্রাম বাংলাতেই হয় তার জন্যই tag line mirchi sunnewale always khus..

  • @Dipti0512
    @Dipti0512 Рік тому +535

    গপ্প Mir এর ঠেকে এখন স্বর্ণযুগ চলছে ❤😌

    • @Devilcrybaby_123ddf
      @Devilcrybaby_123ddf Рік тому +2

      ​@@Manas-44valo to copyright thaka

    • @miraseal6941
      @miraseal6941 Рік тому +3

      স্যার আমি একজন কে সেয়ার করেছি সে কিন্তু আগে সানডে সাসপেন্স শুনতো তবে চাকুরী না পাওয়ার কারণে টিউশনি করে বলেছে আজ রাতে ঘুমানোর আগে শুনবে 🙏🙏🙏

    • @Ruhi___9246
      @Ruhi___9246 Рік тому +1

      😂😂😂😂😂😂😂

    • @debayanchatterjeesarkar5770
      @debayanchatterjeesarkar5770 Рік тому +1

      মানে ভবিষ্যত এ থাকবে না বলছেন?????

    • @debjanikolay930
      @debjanikolay930 Рік тому +2

      মীর দা মানেই স্বর্ণ যুগ

  • @dkbala1769
    @dkbala1769 Рік тому +6

    গপ্পো মীরের ঠেকের প্রত্যেক শিল্পী এবং কলাকুশলিকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রদুত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীদের অসংখ্য অভিনন্দন। রেকর্ডিং স্টুডিওর সবাইকে জানাই অভিনন্দন।

  • @Jolphoring.13
    @Jolphoring.13 Рік тому +22

    স্পেশালি অর্নিবাণ❤ কী করেছে সে! আর কত মুগ্ধ হবো এই মানুষটার প্রতি🙂❤️
    মনে থেকে যাবে উপস্থাপনাটি❤ অসাধারণ.... এক কথায় অসাধারণ ❤

  • @akashscreatives7173
    @akashscreatives7173 Рік тому +7

    রবিঠাকুরের এই উপন্যাস আসলেই সেরা তালিকায় থাকবে চিরজীবন। অসাধারণ একটা উপন্যাস। আর প্রেজেন্টেশন কি বলবো গপ্পো মীরের ঠেকে আমরা হতাশ হবো না। একদম জমপেশ উপস্থাপনা হচ্ছে।

  • @Golpodiganta
    @Golpodiganta Рік тому +41

    গল্পের মধ্যে প্রতিটা কথা বজ্রপাতের মত আঘাত করছিল । যখন রাজ রক্তের জন্য ছুরি টা নিজের বুকে গেঁথে দিল আমার শরীরের প্রতিটা রুম দাঁড়িয়ে গিয়েছিল। চোখের জল আর ধরে রাখতে পারি নি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে , সকলের অভিনয় জ্বলন্ত আগুনের মত প্রতিটা শব্দ প্রতিটা কথা জানো আমাকে ঝলসে দিচ্ছিল অপূর্ব 🙏

  • @rumide1967
    @rumide1967 Рік тому +13

    অনবদ্য,কাকে ছেড়ে কার প্রশংসা করবো বুঝতে পারছি না।বাকরুদ্ধ হয়ে গেছি। শুধু মুগ্ধ হয়ে শুনেছি।আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ঠেক এর যেনো আরো উন্নতি হয় ও এ যেনো দীর্ঘায়ু লাভ করে।👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @juiadhikary5407
    @juiadhikary5407 Рік тому +6

    জয় সিংহ তমার ভয়েস এ পাগোল আমি।ধন্যবাদ অনির্বাণ দা।আবারো তমার গলায় এমন চরিত্র সোনার জন্য।

  • @satarupamodak2321
    @satarupamodak2321 Рік тому +20

    বহু মানুষের কাছে শুনেছিলাম, @Mir Afsar Ali নিজেই একজন institution. আজ তার সন্তোষজনক প্রমাণ পেলাম। এত গুনীজনের সংগতে সেই সফল প্রয়াসে আরও স্বাদ যোগ করেছে। background music এর কোন তুলনা আমার ভাষায় নেই। আপনি দীর্ঘজিবী হোন,আর আমাদের সমৃদ্ধ করুন।

    • @debaryakarak8116
      @debaryakarak8116 Рік тому +2

      একদম ঠিক বলেছেন
      👍👍👍

  • @jasimsheikh9061
    @jasimsheikh9061 Рік тому +20

    বাংলাদেশ থেকে নিয়মিত শুনি মীর ভাই। আল্লাহ আপনার কন্ঠে কি একটা যাদু শক্তি দিয়েছেন। এতো শ্রুতিমধুর রুচিসম্মত আহ বলে বুঝানো যাবে না দাদা।

  • @PayelBhattacharjee
    @PayelBhattacharjee Рік тому +9

    আমি আগরতলা, ত্রিপুরা থেকে। থাকি দিল্লী তে। রাজর্ষি আমার চিরকালের সর্বপ্রিয় রবীন্দ্র-ক্লাসিক, মূলত দুটো কারণের জন্যে।
    ১. রাজর্ষি (1885) হল রাজর্ষি সিরিজের রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় উপন্যাস। এর প্লটের কেন্দ্রীয় সূত্রটি ত্রিপুরার ইতিহাস থেকে নেওয়া হয়েছে এবং স্রষ্টা তার কল্পনাশক্তি এবং উদ্ভাবনী শক্তির সাহায্যে এটিকে একটি উপন্যাসের রূপ দিয়েছেন। সমস্ত ঘটনা গোবিন্দমাণিক্য এবং রঘুপতিকে ঘিরে আবর্তিত হয়। এই দুটি চরিত্র আসলে দুটি ভিন্ন ধারার প্রতিনিধি। নক্ষত্রমাণিক্য, বিল্বন ঠাকুর, জয়সিংহ, শাহ সুজা, কেদারেশ্বর তাদের নিজস্ব উপায়ে উপন্যাসের প্লটে জলপ্রপাত, নদী, কেপ, গুহা প্রভৃতি দৃশ্য-অদৃশ্য অবস্থার সৃষ্টি করেছেন। হাসি এবং তাতা মনকে সবচেয়ে বেশি নাড়া দেয়।
    ২. আমি বাংলা অডিও বুক্স এর এক আকুল শ্রোতা। মতামত সব কোটা popular autio story channel কেই সাবস্ক্রাইব করেছি, UA-cam Premium use করছি, বেঘাত-হীন অডিও এক্সপেরিয়েন্স এর জন্যে। Sunday Suspense-এর একটাও episode miss করিনি গত ১১-১২ বছর ধরে। কিন্তু, আজ এই সব সার্থক হলো... মীর দা'র গলায় রাজর্ষি শুনে। এ এক অনবদ্য পাওনা। বলে বোঝানো যাবে না। আপনারা সব্বাই একবার ত্রিপুরা ঘুরে যান, গোমতী নদী, ভুবনেশ্বরী মন্দির... একবার নিজের চোঁখে দেখে যান। নিমন্ত্রণ রইলো।

  • @raziyasultana7849
    @raziyasultana7849 Рік тому +11

    এটা আমাদের তৃতীয় বর্ষের সিলেবাস ছিলো তখন এটা পড়েছি আর ঠিক ১৪ বছর পরে মীর ভাই এর মাধ্যমে বাংলাদেশ থেকে শুনছি। ধন্যবাদ ভাইজান এই সমস্ত কালজয়ী সাহিত্যের রস আস্বাদনে আমাদের কে সাহায্য করার জন্য। আমরা সকল শ্রোতা আপনার কাছে চির কৃতজ্ঞ

  • @sportsman247
    @sportsman247 Рік тому +18

    আমি সাধারণত কমেন্ট করি না
    কিন্তু গোটা দেশ জুড়ে ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে,সেটা এই গল্পে জলের মত প্রতিফলিত হয়েছে,কি সুন্দর ভাবে তুলে ধরেছেন রবি ঠাকুর,এই জন্যই হয়তো তিনি সবের ওপরে বিরাজ করেন,প্রণাম রইলো রবি ঠাকুরের প্রতি,
    আর অসংখ্য ধন্যবাদ মির দা কে এই গল্পঃ তার জন্য🙏

  • @pranaykumarghorui5201
    @pranaykumarghorui5201 Рік тому +29

    মীর দা তুমি সত্যিই অনবদ্য । Sunday suspense কে ভালোবাসতে বাধ্য হয়েছিলাম তোমার গলায়, আর আজ এই তোমার ঠেক .. সেই ভালোবাসার নিজস্ব ঠেক ❤..
    বাংলার সাহিত্য কে যেভাবে তুলে ধরছো..speechless and lots of Support & Love

  • @kazirezaulkarim4375
    @kazirezaulkarim4375 Рік тому +3

    বাংলা সাহিত্য এতো সুন্দর, আমার বাংলা এতো সুন্দর যেন প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়। এতো সুন্দর উপস্থাপনের জন্য আপনাদের প্রত্যেক কেই সাধুবাদ জানাই।

  • @tanmoymajhi7601
    @tanmoymajhi7601 Рік тому +3

    এই সবে 1 ঘন্টা শুনছি। কবিগুরুর এই সুন্দর সাহিত্যকর্ম কে আমাদের কাছে এত নিপুণ ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ মীর দা কে। আর প্রতিটি চরিত্র র মধ্যে যারা পাঠ করছেন তাদের কোন তুলনা হয় না। আর আমাদের সকলের প্রিয় অনিবান দার তো কোন জবাব নেই। দাদা তোমার প্রতিটি শব্দ কান দিয়ে গিয়ে হৃদয়ে আঘাত করে ।

  • @dipayangoswmi2016
    @dipayangoswmi2016 Рік тому +4

    মীর দা'র কন্ঠ যেন নিজেই এক একটা বিশাল আয়োজন। এই যাদুকরী কন্ঠস্বর দীর্ঘজীবী হোক,এটাই কামনা করি।সাথে অনির্বাণ আর শুভাশীষ কর্তার কন্ঠ যেন অন্য মাত্রায় নিয়ে গেছে এই গল্প।সত্যিই অসাধারণ। ❤❤❤

  • @sudakshinachatterjee4330
    @sudakshinachatterjee4330 Рік тому +4

    কতদিন আগের এক মুগ্ধ করা গল্প, তবু কি অসম্ভব contemporary. এত রক্ত কেন? আজকের দিনেও কি অসম্ভব প্রযোজ্য এক শব্দবন্ধ। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, অপেক্ষায় রইলাম।

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Рік тому +40

    ধর্ম ,অর্থ, কাম, ও মোক্ষ অর্থাৎ মুক্তি, এই মুক্তির পর জীবনের কামনা বাসনা বলে কিছুই থাকে না। আর দুঃখ তো আমাদের জীবনের চির সঙ্গী ,,কিন্তু তাও এই দুঃখের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ায় তো জীবন । সত্যি বলতে কি, আর আমি সেই আনন্দ খুঁজে পাই গপ্প মীর ঠেক এ। অনেক ভালোবাসা রইল মীর স্যার এবং অন্যান্য সবাই কে ।। ❤️💙🙃

  • @kankansarkar8438
    @kankansarkar8438 Рік тому +14

    ত্রিপুরার নাম শুইনা ওই মনটা খুশি হইয়া গেলো , প্রতি সপ্তাহ শেষে প্রতীক্ষায় থাকি , keep up the good 👍

  • @user-mh1fn3sn9h
    @user-mh1fn3sn9h Рік тому +3

    যতবার পড়েছি চোখের জল আটকাতে পারি নি। শুনতে গিয়ে আবার একই অনুভূতি হলো। সবাই অসাধ্য সাধন করেছেন। এই গল্পকে যে বেতার রূপ দেওয়া যায় আর এইভাবে যে তা পুরনো অনুভূতি গুলোতে আবার জলসঞ্চার করতে পারে, অভাবনীয়।।।।।❤

  • @jayatridatta3609
    @jayatridatta3609 Рік тому +4

    অসাধারণ অনবদ্য।। কি দূর্দান্ত পড়া। সত্যি এক কথায় অতুলনীয়। যেমন ভালো অনির্বান দা,তেমন অসাধারণ শুভাশিষ বাবু, মীর দার তো কনো কথা হবে না।। অপেক্ষায় রইলাম আরো ভালো সৃষ্টির।। ❤❤

  • @abhiruparupjhinuk997
    @abhiruparupjhinuk997 Рік тому +4

    অনেক দেরি তে শুনছি
    চোখের জল বড় বালাই 😭😭🙏🙏 কেন যে শুধু কেঁদে ফেলি
    জয় হোক বাংলা সাহিত্যের
    জয় হোক ঠাকুরের ❤❤❤❤❤🙏🙏🙏
    জয় হোক মীর ও টিম 🙏🙏🙏🙏🙏

  • @musicchannel1980
    @musicchannel1980 Рік тому +7

    What a story!!! Hats off to Rabindranath tagore 🙏

  • @nil6437
    @nil6437 Рік тому +47

    রাজর্ষি ছোটো বেলায় পড়েছিলাম তখন এত মজা পাই নি আজ যে মজা পাচ্ছি..... ধন্যবাদ মির দা, অনির্বাণ দা সুভাসীষ স্যার

  • @Jolphoring.13
    @Jolphoring.13 Рік тому +102

    দ্বিতীয় বার শুনছি, একটা কথা বলতেই হয়, হাসি আর তাতার ভূমিকায় যে দুজন অভিনয় করেছে, তারা প্রশংসার দাবি রাখে❤❤

  • @srabonichowdhury3943
    @srabonichowdhury3943 Рік тому +4

    Trust me Mir da shomosto choritrogulo chokher shamne jibonto hoye uthche। Darun darun Mir da 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 shotti boss, kono kotha hobe na। Love you r ekta big muuuuuuahhhh 😘😘😘

  • @arghadeep_das
    @arghadeep_das Рік тому +2

    কবি গুরু শাশ্বত চিরকালীন প্রনাম । ধন্যবাদ mir afsar ali and team

  • @historicalindia2497
    @historicalindia2497 Рік тому +5

    বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। সন্ধ্যেবেলা। কোন কারেন্ট নেই। নিঃশব্দে একলা ঘরে রাজর্ষি শুনছি।অতুলনীয় যেমন লেখা তেমনি অসামান্য পরিবেশনা। দুটোর কম্বিনেশনে মুখরিত সন্ধ্যা। 🖤 এই সন্ধ্যা এই রাজর্ষি আমার সারা জীবন স্মৃতিতে তোলা থাক। 🙏

  • @tinkuhalder9988
    @tinkuhalder9988 Рік тому +59

    মীর‌ দা... প্রায় ১২-১৩ বছর আপনার কন্ঠ শুনে কৈশোর থেকে আজ বড়ো হয়েছি... একটা ইচ্ছে ছিল... বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান-টা যদি উপস্থাপনা করতেন খুব ভালো হতো... এটা শুধুমাত্র আমি নয় আপনার ভক্তদের একটি ছোট ক্লাবের তরফ থেকে জানানো একটা অনুরোধ... প্লিজ স্যার একটু দৃষ্টি দেবেন আমাদের এই আবেদনে...❤

    • @aninditade5040
      @aninditade5040 Рік тому +1

      আমিও এটাই কমেন্ট করতে যাচ্ছিলাম। দেবযান শুনতে চাই মীর দা। 🙏

  • @ভাবেরবাতিঘর

    গল্প যার লেখাই হোক না কেন। মীর দার রহস্যময় সুন্দর কন্ঠ দিয়ে গল্পটাকে প্রানবন্ত করে তুলেন-🥰🌺

  • @Orkidvlogs2024
    @Orkidvlogs2024 Рік тому +7

    অনির্বাণ দার অভিনয় অসাধারণ। যখনই অনির্বাণ দার কন্ঠ শুনছি গায়ের লোম খাড়া হয়ে উঠছে।

  • @BhajGobindamHindi
    @BhajGobindamHindi Рік тому +162

    সময় সীমা 02:15:08
    "দস্তার আংটির" মতো অসাধারণ গল্পের পর আবার অনির্বাণ, শুভাশীষ এবং মীর আরও একটা অসাধারণ গল্পে ।
    রবীন্দ্রনাথ ঠাকুরের "রাজর্ষি"... অসাধারণ 😊

    • @santunubera
      @santunubera Рік тому +3

      Mir da Sob theke kotha gulo osadharon bishal r anirban da r suvashish dar kono kotha hobe na

    • @brishtiroy7209
      @brishtiroy7209 Рік тому

      ​@@santunuberaড়দ

    • @brishtiroy7209
      @brishtiroy7209 Рік тому

      দড়াম

    • @surojitkayal299
      @surojitkayal299 Рік тому

      ❤❤

    • @mostafamoinuddin8384
      @mostafamoinuddin8384 Рік тому

      মীর ভাই,আপনার জন্য, আপনাদের সকলের জন্য প্রাণ ভরা ভালবাসা ও দোয়া রইলো। সত্যিই এত সুন্দর রাজর্ষি! মহারাজের ভরাট কন্ঠ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের চমৎকার মিশেলে প্রতিটি অংক যেন জীবন্ত ছবি। মুগ্ধ হয়ে শুনছি!
      একটা অনুরোধ করব, সম্ভব হলে হুমায়ূন আহমেদ এর উপন্যাস থেকে যদি কিছু পছন্দ করতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর তার কিছু অনবদ্য উপন্যাস আছে।
      ভালো থাকবেন সবসময় এই দোয়া করি। বিনীত

  • @ricci1729
    @ricci1729 Рік тому +157

    tears dropping down incessantly at the description of Hashi's death -- never felt it so alive while reading at school days -- salute to Mir sir and team--love from Madras

    • @nagrajthakur9282
      @nagrajthakur9282 Рік тому +4

      😮Wr😮😊zz😊😮🦽😢😢😮😮🏍️🥢😢😢😢🙌😢😢😢😮😢🛞😢😮😮😮😢🚛😮😢😢🚈😮🚲😢😮😢😢😢😢🚈😢🛟🎍😢😢😢😮😢🚄🚂😢🚄🚂🚛🚊🚲🚄😢🚄🚃🚛🚊🚲🛟😢😢😮😢😢😮😢😢😢😢😮😢😢😢😮😮😢🚊😢😢😢😮😮😢😮😢😮😮😢😢😢🧭😢😢😢🚄🚘🚈🛥️😮😮😮😢😢

    • @nagrajthakur9282
      @nagrajthakur9282 Рік тому +2

      Z KM

    • @payelroy5686
      @payelroy5686 Рік тому +1

      Same here..

    • @sitifatima6346
      @sitifatima6346 Рік тому

      But what happened to Hashi is not clear to me 😢

  • @aritramandal6194
    @aritramandal6194 Рік тому +67

    হাসির চলে যাওয়ার দৃশ্যটা অনেক টা দুর্গার কথা মনে করিয়ে দিলো , সেও যেমন ছোট্ট অপু কে রেখে চলে গিয়েছিল , এখানে তাতাকেও যেনো হাসি একা ফেলে চলে গেছে ...

  • @shyamalighosh7538
    @shyamalighosh7538 6 місяців тому +1

    অসাধারণ পরিবেশন । অনির্বাণ দা আর শুভাশীষ দা নিজ নিজ চরিত্রে অনবদ্য। সত্যি মির দা কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপন করার জন্য।

  • @Travel_with_us4ever
    @Travel_with_us4ever Рік тому +4

    কবিগুরু রবীন্দ্রনাথ কে শতকোটি প্রণাম 🙏🏼🙏🏼🙏🏼 🙏🏼🙏🏼

  • @sumanhazra1053
    @sumanhazra1053 Рік тому +9

    Subhashis Sir's Voice is ❤
    Onar Mahalaya cinema tar kotha Mone pore gelo .❤

  • @shambhunathpal774
    @shambhunathpal774 Рік тому +7

    অনবদ্য উপস্থাপনা , গল্প মীরের ঠেক না থাকলে এই রকম উপন্যাস যে পৃথিবীতে আছে জানতেই পারতাম না।অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য।❤❤❤

  • @parvez301
    @parvez301 Рік тому +1

    WOW. কিছু বলার নাই। Making and Sound Effect + Mir = অপূর্ব

  • @chandnisomu8894
    @chandnisomu8894 Рік тому +7

    শুভাশীষ মুখোপাধ্যায়, মীর আফসার আলী এবং অনির্বাণ ভট্টাচার্য্য একসঙ্গে থাকলে এতো সুন্দর উপস্থাপনা অসম্ভব কিছু নয়! ♥️🔥
    রাজা গোবিন্দমানিক্যের চরিত্রে বিপ্লব দাশগুপ্তের অভিনয়ও অসাধারণ! ♥️
    ছোট্টো হাসি ও তাতা - র চরিত্র ও তাদের দুজনের সম্পর্ক খুবই মিষ্টি মধুর! 🥰♥️
    হাসি এবং জয়সিংহের মৃত্যুতে সত্যিই মন ভেঙ্গে যায়! 😔💔
    সব চরিত্রই অসাধারণ কিন্তু রঘুপতি চরিত্রটি অন্য সকল চরিত্রকে ছাপিয়ে গেছে!
    শুভাশীষ বাবু বাস্তবে খুবই সুন্দর মনের মানুষ, কিন্তু এখানে তার অভিনয় শুনে যে তাকে সত্যিকারের একজন অমানুষ বলে মনে হয়েছে একথা একদমই অস্বীকার করা যায় না! 😅🔥

  • @snehasisdas3779
    @snehasisdas3779 Рік тому +19

    শরৎচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, পরশুরাম সাহিত্যের সমস্ত অলংকার সাজানো মীরদার গল্পের ঠেকে ❤

  • @sukhendupramanik6261
    @sukhendupramanik6261 Рік тому +3

    আমার এই গল্পটা পড়া হয়নি কিন্তু এটা প্রথম শুনলাম মনে হলো যেন চোখ বন্ধ করে দেখলাম। এর সম্পূর্ণ কৃতিত্ত্ব মীরদা ও তাঁর ঠেকের দলের। সবাইকে স‍্যালুট।

  • @pritilatab
    @pritilatab Рік тому +4

    বহুত দিন পর অনির্বাণ। একটা ইচ্ছা আছে অনির্বাণ and গৌরব চ্ক্রবর্তি কে একসঙ্গে চাই। অনেক ভালোবাসা রইলো মির আফসার আলী অ্যান্ড টীমের জন্য। We Love you Mir...❤

  • @jaydeepchanda4939
    @jaydeepchanda4939 Рік тому +8

    সত্যি আমি গর্বিত আমি বাঙালি ❤️।
    সত্যি কবিগুরু তুমি শ্রেষ্ঠ 💗

  • @MehebubRahaman-x1y
    @MehebubRahaman-x1y Рік тому +8

    উফফ নাটক টা শুনে আধঘন্টা হলো শেষ হয়েছে প্রথম পর্ব। কিন্তু এখনও ধ্বনিত হচ্ছে শুভাশিস মুখোপাধ্যায় আওয়াজ। অনির্বাণ দা তোমাকে আমরা বড্ড ভালোবাসি।

  • @rumide1967
    @rumide1967 Рік тому +50

    গল্পটা অনেকদিন আগে পড়েছিলাম,তখন একরকম লেগেছিল,কিন্তু আমি নিশ্চিত আজকে এতগুলো দক্ষ ও অভিজ্ঞ কণ্ঠের জাদুতে এই একি গলপো শ্রোতাদের কাছে প্রানবন্ত হয়ে উঠবে।অপেক্ষায় রইলাম 👍👍👍👍👍

  • @lavinasarkar4548
    @lavinasarkar4548 Рік тому +1

    সুদূর মুম্বাই তে বসে ছেলেকে নিয়ে রোজ শুনছি এই অপূর্ব প্রতিস্থাপন
    আমার ছেলে 3 বছর বয়স থেকে মুম্বাই বাসী ওর বাঙলা ভাষা শোনা বা শেখা অনেকটাই কম সুযোগ
    তোমাকে অনেক অনেক ধ্যানবাদ মির দা আমার ছেলের এই ভালোলাগা টুকু দেবার জন্য ❤🙏👏 ছেলে এখন 13 বছর বয়স তাও ওর ভালোলাগা টুকু এই বাংলাতেই ❤

  • @sanghamitraghosh8615
    @sanghamitraghosh8615 Рік тому +4

    এরকম ইউনিক মাস্টারপিস গুলো জন‍্যই এত আনকমন আমাদের ঠেক। ধন‍্যবাদ মীর দা❤❤❤❤

  • @SoumenDas-fn8lm
    @SoumenDas-fn8lm Рік тому +13

    আমাদের বাংলার গরবো কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর ।এরকম কবি না থাকলে আমার এতো সুন্দর গল্প শুন্তে পেতাম না ❤

  • @swajalgiri255
    @swajalgiri255 Рік тому +4

    অসাধারন গপ্প খুব সুন্দর লাগলো একে তো রাজা নিয়ে তার সাথে পুরনো মন্দির নিয়ে ❤️❤️❤️🥰

  • @rantu22
    @rantu22 Рік тому +5

    👍👍 এখনও বুঁদ হয়ে আছি!! অ... সাধারণ - অনন্য - এটুকুই আমার ভাষার প্রকাশ। ঈশ্বর তোমার সদা মঙ্গল করুক ❤️..

  • @duijayerrannaghar7207
    @duijayerrannaghar7207 Рік тому +7

    এতো মনোযোগ ইদানিং কালে আর কিছুতে দিতে পারিনি যতোটা গপ্পো মিরের ঠেকে দিচ্ছি। 🙏🙏

  • @anubhavsrimani1267
    @anubhavsrimani1267 Рік тому +1

    কি অসামান্য প্রোডাকশন প্রত্যেকটি আর্টিস্ট দুর্দান্ত । একেই বলে দুর্দান্ত শ্রুতি নাটক মন ভরে গেলো।

  • @munnabanerjee3739
    @munnabanerjee3739 Рік тому +7

    সত্যি অসাধারন.মীর ভাইয়ের হাত ধরে কবিগুরু কে নতুন করে আবিস্কার করলাম

  • @AnandaMondal-h9p
    @AnandaMondal-h9p Рік тому +7

    গপো মিরেরটেক এর গল্প শুনে খুব ভালো লাগলো কিন্তু এর সাথে আমার একটা অনুরোধ আছে অনুরোধটি হলো এরকম বিভিন্ন চরিত্রে যারা যারা অংশগ্রহণ করে গল্পের শেষে বা কোন সময় তাদের নাম গুলো বললে বা জানালে ভালো হয় চরিত্র গুলো খুব ভালো ফুটে ওঠে তাই যারা এইসব চরিত্রে অংশগ্রহণ করে থাকে তাদের নাম গুলো জানার ইচ্ছা হয়😊😊

    • @realmir
      @realmir  Рік тому +2

      End credit, এবং description link-এ পাবেন।

  • @salinakhatun1110
    @salinakhatun1110 Рік тому +17

    অপূর্ব গল্প বলার আর অভিনয়ের মুগ্ধতার শেষ নেই।

  • @souravsaha4076
    @souravsaha4076 8 місяців тому +1

    আমি ত্রিপুরা থেকে দেখছি মীর দা ❤️❤️❤️। অসংখ্য ধন্যবাদ রাজর্ষিকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

  • @sssa9633
    @sssa9633 Рік тому +4

    অসাধারণ।
    রবীর কলমে আর তোমাদের কণ্ঠে সত্যি জাদু আছে।দুটোর সংমিশ্রণ মানেই অন্যবদ্য ।💓

  • @anjan_paul
    @anjan_paul Рік тому +3

    অনির্বাণ দা, শুভাশিস দা আর সাথে মীর দা প্রত্যেকেই অতুলনীয়, অনবদ্য.. ❤❤❤

  • @asishpo
    @asishpo Рік тому +7

    স্যার, অনেক ধন্যবাদ।
    কোন কথা হবে না, কিছু বলার ভাষা নেই।
    সামনের সপ্তাহের আশায় থাকলাম।🙏

  • @pintumistry1457
    @pintumistry1457 Рік тому +37

    I can say with sigh that we are very proud for being part of bengali culture...There are many sybolism in the novel...হে ঠাকুর তুমিই শ্রেষ্ঠ।
    And very very thank you #Mir sir for such wonderful presentation...😍😍

  • @ayanikaayanika1170
    @ayanikaayanika1170 Рік тому +21

    এরকমই চলতে থাকলে সানডে সাসপেন্স ছেড়ে বেশিরভাগ সময়ে এখানে গল্প শুনতে হবে, এমনিতেই এখন তাই হচ্ছে ❤️😌। মীর দা ছাড়া আমার কাছে গল্প ব্যাপারটা কিরম অসমাপ্ত। 🍀

  • @satyajitbiswas4297
    @satyajitbiswas4297 Рік тому +1

    উফফঃ আমি বাকরুদ্ধ, অসাধারণ, যেমন ব্যাকগ্রাউন্ড সাউন্ড তেমন অভিনয় কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ অসাধারণ 🥰😍

  • @thedeadline7709
    @thedeadline7709 Рік тому +12

    আমি tripura থেকে ভালো লাগলো আমাদের এখানকার গল্প তুলে ধরার জন্যে ❤

  • @mesoumi6186
    @mesoumi6186 Рік тому +6

    প্রতিটা গলা মন ছুঁয়ে যায়.... মুগ্ধ হয়ে শুনলাম...😌

  • @banethebot1690
    @banethebot1690 Рік тому +32

    রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমসাময়িক
    'বিসর্জন' নাটক টি সোনার অপেক্ষায় রইলাম।

    • @soumalyaseal
      @soumalyaseal Рік тому +2

      রাজর্ষি উপন্যাসের নাটকীয় রূপ বিসর্জন

  • @dipenparali
    @dipenparali Рік тому +7

    সেই বই পড়া থেকে শুরু। এবার ঠেকে কলাকুশলীদের ঘনঘটা । প্রতিটা পর্ব জমে ক্ষীর। অসংখ্য ধন্যবাদ মীরদা।

  • @swarnendukhanra699
    @swarnendukhanra699 Рік тому +7

    এর থেকে ভালো ঠাকুরপ্রণাম আর কিই বা হতে পারে ❤

  • @supriyoghosh2110
    @supriyoghosh2110 Рік тому +2

    এক কথায় অনবদ্য, অসাধারণ, এত সুন্দর প্রচেষ্টা কে আমার কুর্ণিশ।
    মীর দা কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্পটিকে পরিবেশন করার জন্য।❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Рік тому +12

    আহা-হা,, গপ্পো মীর এর ঠেক এমন অসম্ভব কে সম্ভব করছে.. ধন্যবাদ এর ঊর্ধ্বে.. 🙏👍🙏👍🙏 রাজা গোবিন্দ মানিক্য , এবং নক্ষত্র রায় এর অভিনয় যেন গম্ভীরে আসক্ত,জ্বলন্ত, উদ্ধত... কি দুঃসাহসের অমায়িক সাহসী বলন-চলন রাজার .. awesome 👍 👍 👍🙏💚🙏💚❤️❤️🔥🔥🔥

  • @debangdas4379
    @debangdas4379 Рік тому +4

    গল্প প্রিয় উৎসাহিত মুহূর্ত, টিম সানডে সাসপেন্স মিরচি, আড্ডা মিরের ঠেক, আর প্রেতকথা গৌরব তপাদার 😊😊

  • @chinmaydhar7602
    @chinmaydhar7602 Рік тому +60

    আমি ত্রিপুরার ছেলে।।।
    গোবিন্দ মানিক্য সত্যিই উদার মানসিকতার রাজা ছিলেন।।

    • @shibamdhara1916
      @shibamdhara1916 Рік тому +3

      বলছি গোবিন্দ মানিকের এর Wp নম্বর টা পাওয়া যাবে🤣

    • @chinmaydhar7602
      @chinmaydhar7602 Рік тому +3

      @@shibamdhara1916 হে আছে।।।। আপনার লাগবে???

    • @ROUNAK.
      @ROUNAK. Рік тому +3

      ​@@shibamdhara1916 🤣🤣🤣🤣

    • @pushkardas6607
      @pushkardas6607 Рік тому +4

      ​@@shibamdhara1916mathai bichi ache na ki🙄

    • @snigdhaghosh5874
      @snigdhaghosh5874 Рік тому +8

      ​@@shibamdhara1916 sob bepare yarki kora ta ki banchoniyo

  • @pubalide353
    @pubalide353 Рік тому +4

    কতদিন পরে আপনার কণ্ঠ শুনলাম। মনটা ভরে উঠলো 🙏 Sunday suspense আর শুনতে ইচ্ছে করেনা আপনাকে ছাড়া যেন অসুম্পূর্ন লাগে। সেই ক্লাস 5 থেকে শুনছি আপনার কণ্ঠে। ভীষন ভালো লাগছে স্যার। Sunday suspense শুরুই হতো আপনার কণ্ঠে অনেকদিন পরে আবার শুনলাম, আপনার সেই মন্ত্রমুগ্ধকর কণ্ঠস্বর। 🙏

  • @saptatirthamondal3694
    @saptatirthamondal3694 Рік тому +9

    সকল সানডে সাসপেন্স এর দর্শক এখন
    "গপ্পো Mir এর ঠেক " এ।
    এক নতুন যুগান্তকারী অধ্যায়।
    আবারও রোমাঞ্চকর আবহাওয়া ফিরে পেলাম বিশিষ্ট শিল্পী দের বাচনভঙ্গি তে।
    ❤❤️❤️❤️❤️❤️

  • @sunandade1427
    @sunandade1427 8 місяців тому

    আগেই শুনেছিলাম, আবার শুনলাম, ভবিষ্যতে শুনবো,, তবে একটা কথা না বলে পারছি না,, সূচনায় হাসির মৃত্যু যেন বারবার দূর্গার মৃত্যুর দৃশ্য মনে করিয়ে দিল ।।
    গল্পটা কতটা প্রভাব ফেলেছে তা ভাষাহীন।❤

  • @souravmajhi6528
    @souravmajhi6528 Рік тому +16

    Thank you Goppo Mir er Thek for this presentation…. Nostalgic indeed …. Class 11 , 2014 , upornash ta puro recall korte parchi 🥹❤

  • @sanchaligupta3416
    @sanchaligupta3416 Рік тому

    প্রত্যেকে নাম jada শিল্পী।সত্যি কাকে ছেড়ে কার কথা বলবো?
    Mir , my gratitude to you for sharing with us.
    You are toooooo good.
    Kichhu balar nei.

  • @miraseal6941
    @miraseal6941 Рік тому +4

    কবিগুরু রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন দন্ডিতের সাথে দন্ড দাতা যখন কাঁদে সমান আঘাতে এখানেই তাই শুনলাম নক্ষত্ররায়কে দন্ড দিয়ে যখন জড়িয়ে ধরে বিলাপ করলেন ধন্যবাদ জানাই স্যার আবার একবার সময় করে শুনবো♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌

  • @myvlog8934
    @myvlog8934 Місяць тому +2

    I am from Tripura ❤.I read in class 10 and I have studied about this novel which is about our state king❤and love from Tripura. ❤

  • @ankitadebnath2247
    @ankitadebnath2247 Рік тому +4

    আমি Tripura থেকে। খুব সুন্দর। আর ভাল লাগলো এই platform e TRIPURA র নাম শুনে। Request - একবার পারলে ভূবনেশ্বরী মন্দিরে ঘুরে আসবেন। এখন সব কিছু changed... MIR DA- অসাধারণ

  • @buchki1209
    @buchki1209 Рік тому

    উফফফ অসাধারণ অসাধারণ। গায়ে কাঁটা দিয়ে উঠল। 😯😯😯❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @PakhiKar
    @PakhiKar Рік тому +7

    পৃথিবীর প্রতিটা গুরু শিষ্যর উচিৎ একসঙ্গে বসে এই রাজর্ষি শোনা .... 😊❤️🌸🙏

  • @demonSlayer4563
    @demonSlayer4563 Рік тому +4

    প্রথম ১৩ মিনিট ১০ সেকেন্ড শুনেই চোখে পানি গড়িয়ে পড়লো। বাকি গল্পটা কিভাবে শুনবো কে জানে!!

  • @tripankardey8983
    @tripankardey8983 Рік тому +4

    আমি ত্রিপুরা থেকে, এই গল্পের রাজ বাড়িতে বসে রোজ আড্ডা দেই,আজ গল্প টা শুনলাম, কি অসাধরণ অনুভূতি হল। ধন্যবাদ মির দা, অনির্বাণ দা❤

    • @rajlaxmikundu3445
      @rajlaxmikundu3445 4 місяці тому

      রাজবাড়ির নাম কি?

    • @rajlaxmikundu3445
      @rajlaxmikundu3445 4 місяці тому

      পাবলিক এলাউড সেখানে?

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 Рік тому

    রবীন্দ্রনাথ ঠাকুর এর- রাজর্ষি__ একটি অসাধারণ পরিবেশনা করলেন মীর সাহেব এবং গপ্পো MIR- এর ঠেক। পরিচালনা এবং লেখক, গল্প চয়ন অসামান্য ভূমিকা রাখে, বাংলা গল্পের উপস্থাপনায় ।

  • @padyricemill980
    @padyricemill980 Рік тому +5

    ২ ঘন্টা ১৫ মিনিট উফফ! এক কথায় অনবদ্য দলিল ❤❤।

  • @TheTheCriticX
    @TheTheCriticX Рік тому +7

    প্রথমে "বছর-পঞ্চাশ" আর এবার " রাজর্ষি " দু'টোই আমার Class 5 এর পাঠ্য বইয়ে পড়েছি ৷
    মনে হল যেন সেই আবার ২০১২ এ ফিরে গেলাম ৷