আমি একজন সাইক্লিস্ট, এইবার বেঙ্গল টিম এ সিলেক্ট হওয়ার পরও ন্যাশনাল এর একমাস আগে এক্সিডেন্ট এ হাত ভেঙে, ন্যাশনাল এ যেতে পারলাম না। আজ কব্জিতে বসানো রড সাপোর্ট দুটো বার করা হয়েছে! অসহ্য ব্যথা সহ্য করছি আর এই গল্পটা শুনে কাঁদছি! পরের বছরটা আমাকেও দেখিয়ে দিতে হবে! হবেই!! মীর দা আর গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ, এই গল্পটা দরকার ছিলো।
গল্প তো নয়,যেন বাবা-ঠাকুরদার মুখে শোনা সেই রক্তউত্তাল করা radio commentary🔥। আর গল্পের প্রথমাংশ যেন ভারতবর্ষের প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত খেলা প্রেমী পরিবারের জীবনকাহিনী🥲। লেখক মতি নন্দী কে প্রণাম🙏 আর মীর দা কে অসংখ্য ধন্যবাদ এই উপস্থাপনার জন্য❤।
'স্ট্রাইকার' কোনো গল্প না, হাজার হাজার হেরে যাওয়া লড়াকু মানুষের গল্প। যারা দাঁতে দাঁত চিপে পরে থাকে, যারা জয়ী হয়, তারাই অনুপ্রেরণা জোগায় হাজারো পরাজিত স্বপ্নকে। ধন্যবাদ মীর দা।
চোখের কোন জ্বালা করে মীর দা, সেই কোনকালে এই গল্পগুলো পড়েছিলাম ... সেদিনও বাংলার হতভাগ্য গরীব ঘরের খেলোয়াড়দের নিশ্চিত মর্মন্তুদ নিয়তির কথা ভেবে চোখ ঝাপসা হয়ে আসতো; নিজেও এককালে খেলোয়াড় ছিলাম, এমনই এক পরিবারের
বুড়ো ঘোড়া, স্টাইকার মতি নন্দীর এই গল্পগুলো শুধু গল্প নয়, হাজার হাজার হেরে যাওয়া খেলোয়াড়ের আবেগ তুলে ধরে। Thank You Mir Daa গল্পগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
গল্পটা প্রত্যেকটা আমার মতো ক্রীড়াপ্রেমী মানুষ শুধু শুনবেনা, অনুভব করবে.. যারা একবার হলেও বলে লাথি মেরেছে তারা এই গল্পটা শুনতে শুনতে প্রত্যেকে প্রসূন হয়ে উঠবে..অনেক ধন্যবাদ মীরদা, মতিবাবুর এই অনবদ্য সৃষ্টি তুলে ধরার জন্য ❤️
মীর দা কে অসংখ্য ধন্যবাদ...❤️ ধন্যবাদ ছোটবেলায় পড়া মতি নন্দীকে সবার সামনে উপস্থাপিত করার জন্য, স্পোর্টসের অনুপ্রেরণা তথা জীবনের অনুপ্রেরণা আজকাল সমাজ থেকে প্রায় অন্তর্হিত, যুব সমাজ বিপথগামী, তাই এই গল্প উপন্যাসগুলোর ফিরে আসা খুব দরকার পরপর সব গল্পগুলো আসুক এটুকুই চাইবো "জীবন অনন্ত", "মিনুর চিনুর ট্রফি", "তুলসী" ইত্যাদি
Just অসাধারণ। ফুটবলের উন্মাদনা যেটা নয়এর দশক পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি সেটা আবার ফিরে পেলাম। পুরো Team কে জানাই অনেক সাধুবাদ ও অভিনন্দন। গড়ের মাঠে খেলা ও খেলতে যাওয়ার কথা মনে করিয়ে দিল। একটি আবদার কোনী টা হয়ে যাক। ক্ষিদ্দা :বেণুদা দারুণ জমবে।
বিশ্বাস করবেন কিনা জানিনা শেষ মুহূর্তে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে! ধন্যবাদ, মীর স্যার (স্ট্রাইকার) গল্পটা শোনানোর জন্য। এক কথায় অসাধারণ উপস্থাপনা 🥰
ক্লাস 8 বা 9 এ স্ট্রাইকার বইটি প্রথম পড়ি... আজ প্রায় 33-34 বছর বাদে আপনাদের দৌলতে আবার সেই অনুভূতি ফেরত পেলাম। পুরো বুঁদ করে দিয়েছিলেন। গাড়ি চালিয়ে ফিরছিলাম কাঁকড়াঝোর থেকে... সঙ্গে ছেলে, ক্লাস 9... চলালো আপনাদের এই নাটকটা... তার পরেই ম্যাজিক... বাড়ির গ্যারেজে গাড়ি পার্ক করার সময় বুঝলাম কোন রাস্তায় কি ভাবে গাড়ি চালিয়ে এলাম কিছু মনে নেই... মাথা জুড়ে কেবল স্ট্রাইকার... ❤️❤️❤️❤️❤️❤️❤️
just darun,... ছোটবেলায় প্রথম যেটা পড়ি সেটা হলো মতী নন্দীর 'কোনি ' ক্লাস ১০ a পড়ি তখন, স্পোর্টস নিয়ে কেউ এত সুন্দর লিখতে পারে তা সত্যিই জানা ছিল না, জতই তার লেখা পড়ি আর শুনি ততই মুগ্ধ হয়ে উঠি, আর সর্বোপরি মীর স্যার এবং তাঁর টিম এর উপস্থাপন.. অসাধারণ ।। অনেক অনকে ভালোবাসা ♥️
' ছেলে বেলায় 'মতি নন্দীর কলমে' - "স্ট্রাইকার" উপন্যাসটি পড়েছিলাম , ' (63টি পাতা , পশ্চিমবঙ্গের উপন্যাস ) | এবার সেটা ভালোভাবে উপলদ্ধি করার সময় গল্প শোনার মধ্যে দিয়ে,,, , এই গল্পে Emotin ও অনুভূতির combinaton রয়েছে,, এই রকম সুন্দর সুন্দর গল্প দেওয়ার জন্য [ (Thank you so much "SIR' ❤ & (Ananda publishers 📌) ]
গল্প শুনছি না গ্যালারিতে বসে বসে ফুটবল খেলা দেখছি সেটাই বুঝতে পারছিলাম না। বারবার শুনতে-শুনতে চোখ বেয়ে জলের ফোটা পড়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মীর দা এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য।আমার মনে হয় আপনার এই গল্পটা সব থেকে সুন্দর গল্প।
এটা শুধুমাত্র একটা গল্প নয়,এটা তাদের গল্প যারা বারবার হেড়ে গিয়েও থেমে যায় না,উঠে দাঁড়িয়ে লড়াই করে,জেতে,যারা দাঁতে দাঁত চেপে শেষ অবধি মাঠে থেকে সমস্ত অন্যায়ের জবাব দিতে জানে।যারা সৎ ও পরিশ্রমী,এটা সেই শ্রেণীর অপরাজেয় লড়াই এর অসাধারণ উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ মীর দা❤
অসাধারণ বললেও কম বলা হয়.... চোখের কোণ মাঝে মাঝেই ভিজে উঠছিল গল্প শুনতে শুনতে.....খেলার মাঠ আর প্রসুনের লড়াই যেন চোখের সামনে ভেসে উঠছিল। অনবদ্য উপস্থাপনা, কোন কিছু বলার ভাষা নেই। অপূর্ব !!!😊👏👍
কত যে কাঁদলাম শুনতে শুনতে বুঝিয়ে বলতে পারবো না। লেখকের কলম তো অসাধারণ সৃষ্টি রেখে গেছেন কিন্তু ঋতব্রতর অনবদ্য পাঠ কি যে মোচড় আনলো বুকে তা ভাষায় প্রকাশ করা আমার সাধ্য নয়। ধন্যবাদ গপ্পো মীরের ঠেক।
চোখের সামনেই পুরো ঘটনাটা দেখতে পারছিলাম।আমার বাবাও অনেক ভালো খেলতেন।বাবার কথা মনে পড়ে গেল। অসাধারণ মীর দা। বাংলাদেশ এ আসলে দেখা করার খুব ইচ্ছে আপনার সাথে। ধন্যবাদ মীর দা ও তাঁর পুরো টীমকে।
Bus a boseo chokhe jol ese galo. Pagoler moto Goal bole chechiye uthechilam. Ki osadharon golpo. Ki osadharon uposthapona. Mir Da tumi na thakle Bangla Sahityo osompurno e theke jeto. Tumi jug jug dhore Bangla Sahityo ke bachiye rakho. Kichu bolar vasa nei r ❤❤❤
অনবদ্য ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে কি অসম্ভব সুন্দর পরিবেলনা!!! চোখ বন্ধ করলে যেন পুরো গল্পটাই বাস্তব হয়ে উঠছিল, আর আমি প্রসূন হয়ে বল পায়ে গোলবারের দিকে ছুটে যাচ্ছিলাম। ধন্যবাদ, গপ্পো মীরের ঠেকের কলাকৌশলীদের।
Jara maath e 90 minute kheleche taara jaane eai golpo ta thik kon jaaygay giye aagahat koreche.... Moti babu k nomoskar... Osadharon uposthiti... Dhonnobaad Mir sir k❤
Legendary writer bte Moti Nondi .....onar cricket story Buro Ghora toh darun legechiloi...ebr ei football er upor lekha glpo Striker o durdanto laglo emnio soccer amr favourite game and CR7 is my fav player 😍😍😍....Thank u Mir Daa 💗💗💗 ei sob sports story gulo tmr channel e present krar jnoo
গল্পটা শুনতে শুনতে কতবার যে চোখটা ঝাপসা হয়ে উঠলো। মনে হচ্ছিল যেন আমি মাঠেই বসে উপভোগ করছি এই দারুন লড়াকুদের লড়ে যাওয়া। জীবন যুদ্ধে জীততে হলে আমাদের ও স্ট্রাইকার হতে হবে। দারুন গল্প মীরদা💙❤️💙
কি দারুন উপস্থাপনা।কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে স্নিগ্ধ নদীর স্রোতের মতন প্রবাহমান কিছু ভয়েস।চোখ বন্ধ করে শুয়ে থেকে মনে হচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া একটা বায়োগ্রাফি যার প্রতিটা মুহুর্তের সাক্ষী আমি!! বেচে থাকুক এই গল্পগুলা প্রজন্মের পর প্রজন্ম।
স্ট্রাইকার মীর । অসাধারণ উপস্থাপন ক্ষমতা । team work করাতে সবাই পারে না । কিভাবে সট নিলে গোল হবে না হেডে, কাকে কোন চরিত্রে মানাবে-- এটা দারুণ বোঝেন । তাই গপ্প মীরের ঠেক নতুন খেলতে নেমেও শীল্ড জিতে নেয় বারংবার।
Just onobodhyo uposthapoba. I can’t believe I listened this story free. Superb work Mir da. Tomar goppo Mir er thek banano ta sarthok holo. lots of love to Mir da (captain) and the team.❤
আমি যখন মীরের কণ্ঠে গল্প শুনি তখন মনে হয় উনি যেন পাঞ্জাবী পরা একজন নান্দনিক ব্যক্তিত্ব ,একজন কাব্যিক সংমিশ্রণ… একজন প্রাপ্ত বয়স্ক গম্ভীর প্রতিচ্ছবি। উপন্যাস মহাকাব্য যেন উনার কণ্ঠেই জায়গা পায় ♥️
গল্পের শেষ টা তে এত চমৎকার হবে আমি সত্যি ভাবতে পারিনি। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল ❤।মনে হল আমি যেন খেলার মাঠে রয়েছি। খুব খুব সুন্দর পরিবেশনা করেছেন ❤।
অনেক তো শুনলাম তারানাথ ফেলুদা।তবে এগুলো সোনার আগে কি ভেবেছিলাম শুনে তারপর কি মনে হলো ।গায়ে কি শিহরণ খেলছিল প্রতি মুহূর্তে। সত্যি মির দা এই গল্প গুনো শোনানোর জন্য ।মির্চি ফুল টিম স্যালুট । একবার না বল্লে নয় প্রসূন এর চরিত্রে যে করেছ অসাধারণ👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
Mir da, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর একটা উপন্যাস যদি সম্ভব হয়....... অনেক দিন ধরে আশায় রয়েছি ❤❤ 'গপ্পো মির এর ঠেক ' এর সব্বাইকে আমার ভালোবাসা রইলো ❤❤
গল্প শুনতে শুনতে খুব খুব কষ্ট লাগছে আমার বাবার জন্য ভীষণ মিল আমার বাবার জীবনের সঙ্গে 1957 লীগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টার্ন রেল মোহন বাগান কে এক গোল এ হারিয়ে আর সেই গোলটা করেছিল আমার বাবা দিনু দাস । পরবর্তীকালে কাস্টমস ফুটবল টিম এ অনেকবছর কোচিং করেন এবং ওনার কোচিং এর টাইম এ পুরো সময় টা কাস্টমস 1st division টিম ছিল ।কাস্টমস থেকে অনেক সম্মান পান তিনি।proud of you Babi ❤
আমি জানি না কবে আপনার গলায় এই গল্পটি শুনতে পাবো, তবুও আপনাকে আবার ও অনুরোধ করছি শরৎচ্দ্র চট্টোপাধ্যায় এর লেখা" দত্তা " গল্পটি শোনানোর জন্য 🥰, আর এটা ছাড়াও রইলো অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন #GoppoMirerThek কে।
Aaj sunlam r onek gulo bochor back e chole gelam. Kotho vule jawa naam.... Sei maidan er golden days.... Thank you mir and his team for such a wonderful mesmerizing audiobook.
অনেক অনেক ধন্যবাদ শুনতে শুনতে চোখের জল আটকে রাখতে পারলাম না এত বড় না হলেও ছোট ছোট কাহিনী গুলো নিজের সাথে মিল পাচ্ছিলাম তাই একটু বেশি ইমোশনাল হয়ে গেল ধন্যবাদ মীর দা ❤
শেষে চোখে জল এসে গেল এত্ত সুন্দর এই গল্পটা বই এ পড়েও যেমন ভালো লাগতো শুনেও আরো বেশি করে ভালো লাগলো ... সকলে ভীষণ সুন্দর করে উপস্থাপন করেছেন ... খুব খুব খুব ভালো লেগেছে ...
Thank You Mir Da ei Golpo ta upohar debar jonyo. Bas etotukui karon ar kichu likhte gele sob ghete jabe, tai ar noy. Thanks to you and your whole team❤❤❤❤
সত্যি বলছি গল্প টা শুনে গায়ে কাঁটা দিলো। গলা চোকড হয়ে যায়। খুব ভালো লাগলো। আলাদা একটা অনুভুতি। খুব ভালো লাগলো। অনেক দিন পর খুব ভালো একটা গল্প শুনলাম। জানিনা কেনো এতটা ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাদের সমর্পণ টিমকে।।
Tumi bhabte parbena Mir da koto boro ekta emotional gift krle tumi ojantei eta. Amr acl ligament injury er jnno amr sob cheye priyo ei khela ta chharte hyeche. tumi virtually sei emotion ta firiye dile❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Shotokoti pronam tomay. Thank you Mir da. Thank you very much.❤️❤️.
সত্তর দশকের কথা মনে করিয়ে দিল। মতি নন্দীর অনবদ্য আর এক লেখা মনে হয় "স্টপার"। একদিন সেটাও শুনতে পাব মনে করি। এখন আর সেইদিনগুলোর মতো রক্তে উত্তেজনা কাজ করে না। শেষ সময় কান্ননের কাছে শুনেছিলাম কি কষ্ট করে দিন কাটছে।খুব কষ্ট পেয়েছিলাম। এরা ফুটবলের শিল্পী, কিন্তু অবহেলিত। ধন্যবাদ মীরসাহেব এই গল্প তুলে ধরার জন্য। নমস্কার।
আমি একজন সাইক্লিস্ট, এইবার বেঙ্গল টিম এ সিলেক্ট হওয়ার পরও ন্যাশনাল এর একমাস আগে এক্সিডেন্ট এ হাত ভেঙে, ন্যাশনাল এ যেতে পারলাম না। আজ কব্জিতে বসানো রড সাপোর্ট দুটো বার করা হয়েছে! অসহ্য ব্যথা সহ্য করছি আর এই গল্পটা শুনে কাঁদছি! পরের বছরটা আমাকেও দেখিয়ে দিতে হবে! হবেই!! মীর দা আর গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ, এই গল্পটা দরকার ছিলো।
Best of luck bhai/dada 👍
Bhai tumi egiye jao, tumi parbei parbe, Best of luck 👍
অসংখ্য ধন্যবাদ সৌম্য/সৌম্যা এবং সপ্তক বাবু! পারতে আমাকে হবেই!
তুমি ঠিকই পারবে ! শুভেচ্ছা রইলো !
আপনি ঠিক পারবেন
গল্প তো নয়,যেন বাবা-ঠাকুরদার মুখে শোনা সেই রক্তউত্তাল করা radio commentary🔥। আর গল্পের প্রথমাংশ যেন ভারতবর্ষের প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত খেলা প্রেমী পরিবারের জীবনকাহিনী🥲। লেখক মতি নন্দী কে প্রণাম🙏 আর মীর দা কে অসংখ্য ধন্যবাদ এই উপস্থাপনার জন্য❤।
'স্ট্রাইকার' কোনো গল্প না, হাজার হাজার হেরে যাওয়া লড়াকু মানুষের গল্প। যারা দাঁতে দাঁত চিপে পরে থাকে, যারা জয়ী হয়, তারাই অনুপ্রেরণা জোগায় হাজারো পরাজিত স্বপ্নকে। ধন্যবাদ মীর দা।
Khub valo golpo mir da aro ay dharanar golpo sonta chai❤❤
""গরীবদের নিষ্ঠুর হতে হয় যদি বড়ো হতে চাও"" সত্যি লাইনটি বাস্তব😊
Baje kotha bolona
তবে অন্যের পকেট মেরে নয়
চোখের কোন জ্বালা করে মীর দা, সেই কোনকালে এই গল্পগুলো পড়েছিলাম ... সেদিনও বাংলার হতভাগ্য গরীব ঘরের খেলোয়াড়দের নিশ্চিত মর্মন্তুদ নিয়তির কথা ভেবে চোখ ঝাপসা হয়ে আসতো; নিজেও এককালে খেলোয়াড় ছিলাম, এমনই এক পরিবারের
Akdam thik
Apni footballer chilen??
বুড়ো ঘোড়া, স্টাইকার মতি নন্দীর এই গল্পগুলো শুধু গল্প নয়, হাজার হাজার হেরে যাওয়া খেলোয়াড়ের আবেগ তুলে ধরে। Thank You Mir Daa গল্পগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
Stopper golpo tao.
বুড়ো ঘোড়ার পর স্ট্রাইকার ❤, শিরায় শিরায় উত্তেজনা অনুভব করলাম। ধন্যবাদ মীর আর তার টিমকে এবং অবশ্যই ঋতব্রতকে।❤🎉
ঠিক, ঋতব্রতর লম্বা রেসের ঘোড়া।
'striker' একটা অনবদ্য সৃষ্টি। মীর দা ভাবতে পারিনি যে এত সুন্দর একটা প্রতিস্থাপনা দেবেন। ঋতব্রত দা ফাটাফাটি নারেট করেছেন। গল্পঃ শুনতে শুনতে কেঁদে ফেল্লাম অনেকবার। জাস্ট অনবদ্য।
ট্রেন থেকে কখন মাঠে পৌঁছে গেছিলাম জানি না...12th Fail যেমন দেখা দরকার...তেমনই দরকার মতি নন্দীকে জানা...অসাধারণ স্ট্রাইকার অসাধারণ...
১০০ভাগ সত্যি 12th Fail দেখে মনে হয়েছিল এখন ও সবটা শেষ হয়ে যায় নি ,স্ট্রাইকার সেই কবে পড়েছিলাম, এখনো শুনে মনে আশা হয়
গল্পটা প্রত্যেকটা আমার মতো ক্রীড়াপ্রেমী মানুষ শুধু শুনবেনা, অনুভব করবে.. যারা একবার হলেও বলে লাথি মেরেছে তারা এই গল্পটা শুনতে শুনতে প্রত্যেকে প্রসূন হয়ে উঠবে..অনেক ধন্যবাদ মীরদা, মতিবাবুর এই অনবদ্য সৃষ্টি তুলে ধরার জন্য ❤️
কানে earphone + কম্বল + মতি নন্দীর আরও এক অসাধারণ সৃষ্টি + নতুন narrator এর কণ্ঠে গপ্পো পাঠ + মীর sir = peace ❤️
Ekdom!
ঋতব্রত এর গল্প পাঠ ভীষণ সুন্দর❤❤❤
Same..same...apni kombol, ami mota comforter...
সহমত
মীর দা কে অসংখ্য ধন্যবাদ...❤️
ধন্যবাদ ছোটবেলায় পড়া মতি নন্দীকে সবার সামনে উপস্থাপিত করার জন্য, স্পোর্টসের অনুপ্রেরণা তথা জীবনের অনুপ্রেরণা আজকাল সমাজ থেকে প্রায় অন্তর্হিত, যুব সমাজ বিপথগামী, তাই এই গল্প উপন্যাসগুলোর ফিরে আসা খুব দরকার
পরপর সব গল্পগুলো আসুক এটুকুই চাইবো
"জীবন অনন্ত", "মিনুর চিনুর ট্রফি", "তুলসী" ইত্যাদি
জানি না কি আছে এই গল্পে তবে বার বার চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় জল পরে গেছে.... love you মীরদা❤️❤️🇧🇩
Satti eirokom uposthapona , gaye jeno kanta diye uthchilo
Struggle
Sotti❤
Same😢
Choke jol asche taholei tumio r ami striker r tomar amar baba ra holen stopper
Just অসাধারণ। ফুটবলের উন্মাদনা যেটা নয়এর দশক পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি সেটা আবার ফিরে পেলাম।
পুরো Team কে জানাই অনেক সাধুবাদ ও অভিনন্দন। গড়ের মাঠে খেলা ও খেলতে যাওয়ার কথা মনে করিয়ে দিল।
একটি আবদার কোনী টা হয়ে যাক।
ক্ষিদ্দা :বেণুদা দারুণ জমবে।
"মতি নন্দী" আমার প্রিয় একজন লেখক, তার কলমের ছোঁয়ায় "স্ট্রাইকার" আজ শুনবো। আমার কাছে এ এক পরম প্রাপ্তি। ধন্যবাদ ক্যাপ্টেন।🙏🏻🙏🏻
জীবনে প্রথমবার নিজেকে গল্পের একজন দর্শক হিসেবে অনুভব করলাম
Lot's of love mir da & team 💗
Make more heart touching story like this ❤❤❤
বিশ্বাস করবেন কিনা জানিনা শেষ মুহূর্তে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে!
ধন্যবাদ, মীর স্যার (স্ট্রাইকার) গল্পটা শোনানোর জন্য। এক কথায় অসাধারণ উপস্থাপনা 🥰
Ish💋
ক্লাস 8 বা 9 এ স্ট্রাইকার বইটি প্রথম পড়ি... আজ প্রায় 33-34 বছর বাদে আপনাদের দৌলতে আবার সেই অনুভূতি ফেরত পেলাম। পুরো বুঁদ করে দিয়েছিলেন। গাড়ি চালিয়ে ফিরছিলাম কাঁকড়াঝোর থেকে... সঙ্গে ছেলে, ক্লাস 9... চলালো আপনাদের এই নাটকটা... তার পরেই ম্যাজিক... বাড়ির গ্যারেজে গাড়ি পার্ক করার সময় বুঝলাম কোন রাস্তায় কি ভাবে গাড়ি চালিয়ে এলাম কিছু মনে নেই... মাথা জুড়ে কেবল স্ট্রাইকার...
❤️❤️❤️❤️❤️❤️❤️
Carefully driving its just a story not real life
@@Sam-mr8kh I know... But I was helpless... That was a nostalgic moment of my lost childhood...
just darun,... ছোটবেলায় প্রথম যেটা পড়ি সেটা হলো মতী নন্দীর 'কোনি ' ক্লাস ১০ a পড়ি তখন, স্পোর্টস নিয়ে কেউ এত সুন্দর লিখতে পারে তা সত্যিই জানা ছিল না, জতই তার লেখা পড়ি আর শুনি ততই মুগ্ধ হয়ে উঠি, আর সর্বোপরি মীর স্যার এবং তাঁর টিম এর উপস্থাপন.. অসাধারণ ।। অনেক অনকে ভালোবাসা ♥️
আমি একজন শিক্ষিকা।বাংলা আমার বিষয় মীর কে ধন্যবাদ তুমি এ যুগের ছেলে মেয়ে দের মধ্যে বাংলা গল্পের জন্য আগ্ৰহ তৈরি করছ, তুমি একজনsilent reformer
❤
ঋতব্রতর গল্প পাঠ এক অসাধারণ চিত্রকল্প সৃষ্টি করেছে, হৃদয় দিয়ে অনুভব করলাম। সাবাশ 👏
' ছেলে বেলায় 'মতি নন্দীর কলমে' - "স্ট্রাইকার" উপন্যাসটি পড়েছিলাম , ' (63টি পাতা , পশ্চিমবঙ্গের উপন্যাস ) | এবার সেটা ভালোভাবে উপলদ্ধি করার সময় গল্প শোনার মধ্যে দিয়ে,,, , এই গল্পে Emotin ও অনুভূতির combinaton রয়েছে,, এই রকম সুন্দর সুন্দর গল্প দেওয়ার জন্য [ (Thank you so much "SIR' ❤ & (Ananda publishers 📌) ]
সত্যি মীর দা তুমি সেরা গল্পকার❤
ভেবেছিলাম নিছক একটা গল্প শুনবো, কিন্তু এটা গল্প কোথায়, এটা তো একটা অনবদ্য কাল্পনিক চিত্রনাট্য, চোখ বুজেই একটা গোটা সিনেমা দেখে ফেললাম ❤️❤️❤️❤️
অসম্ভব ভালো একটা গল্প সিলেক্ট করার জন্য ঠেক 'কে অভিনন্দন । এই গল্পে প্রসূন নায়ক হলেও নিমাই ও আনোয়ারের অবদান মন ছুঁয়ে যায় ।
গল্প শুনছি না গ্যালারিতে বসে বসে ফুটবল খেলা দেখছি সেটাই বুঝতে পারছিলাম না। বারবার শুনতে-শুনতে চোখ বেয়ে জলের ফোটা পড়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মীর দা এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য।আমার মনে হয় আপনার এই গল্পটা সব থেকে সুন্দর গল্প।
মতি নন্দীর স্যার এর গল্প আজীবন স্মরণীয় হয়ে থাক❤
অসাধারণ একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ মীর দা & ওনার টীম ❤
এটা শুধুমাত্র একটা গল্প নয়,এটা তাদের গল্প যারা বারবার হেড়ে গিয়েও থেমে যায় না,উঠে দাঁড়িয়ে লড়াই করে,জেতে,যারা দাঁতে দাঁত চেপে শেষ অবধি মাঠে থেকে সমস্ত অন্যায়ের জবাব দিতে জানে।যারা সৎ ও পরিশ্রমী,এটা সেই শ্রেণীর অপরাজেয় লড়াই এর অসাধারণ উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ মীর দা❤
অসাধারণ বললেও কম বলা হয়.... চোখের কোণ মাঝে মাঝেই ভিজে উঠছিল গল্প শুনতে শুনতে.....খেলার মাঠ আর প্রসুনের লড়াই যেন চোখের সামনে ভেসে উঠছিল। অনবদ্য উপস্থাপনা, কোন কিছু বলার ভাষা নেই। অপূর্ব !!!😊👏👍
আবারও বলতে বাধ্য হলাম, ঋতব্রত একজন অসাধারণ বাচিক শিল্পী। Striker এর মত অসাধারণ লড়াই আর বন্ধুত্বের গল্পগুলো আবার তুলে ধরার জন্য ধন্যবাদ টিমকে।
একজন ফুটবলার হয়ে ফুটবলের গপ্পো শুনতে দারুন লাগে। ধন্যবাদ ক্যাপ্টেন।।❤
"ময়দানে দারুন বৃষ্টি ধৈর্য্য ধরে বসুন,
ইস্টবেঙ্গলের প্রশান্ত আর মোহনবাগানের প্রসূন"❤❤
কত যে কাঁদলাম শুনতে শুনতে বুঝিয়ে বলতে পারবো না। লেখকের কলম তো অসাধারণ সৃষ্টি রেখে গেছেন কিন্তু ঋতব্রতর অনবদ্য পাঠ কি যে মোচড় আনলো বুকে তা ভাষায় প্রকাশ করা আমার সাধ্য নয়।
ধন্যবাদ গপ্পো মীরের ঠেক।
ফুটবল খেলা নিয়েও যে এতো ভালো গল্পো শুনবো ভাবতেও পারি নি ,এমন টা mir দা আর গপ্পো mir এর ঠেকেই সম্ভব ❤🙏
চোখের সামনেই পুরো ঘটনাটা দেখতে পারছিলাম।আমার বাবাও অনেক ভালো খেলতেন।বাবার কথা মনে পড়ে গেল।
অসাধারণ মীর দা।
বাংলাদেশ এ আসলে দেখা করার খুব ইচ্ছে আপনার সাথে।
ধন্যবাদ মীর দা ও তাঁর পুরো টীমকে।
অপুর্ব হয়েছে মীর দা। মতি নন্দীর এমন সুন্দর লেখাটি তোমরা সবাই আরও বেশী করে ফুটিয়ে তুলেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং গপ্পো মীরের সমস্ত সদস্য দের।
Bus a boseo chokhe jol ese galo. Pagoler moto Goal bole chechiye uthechilam. Ki osadharon golpo. Ki osadharon uposthapona. Mir Da tumi na thakle Bangla Sahityo osompurno e theke jeto. Tumi jug jug dhore Bangla Sahityo ke bachiye rakho. Kichu bolar vasa nei r ❤❤❤
Same here❤️
Mir Sir, a request to you... Please make some stories of Kiriti Roy(forgotten detective character)... Lots of love ❤❤
এটার কপি রাইট সাহিত্য সমাহার এর কাছে।।
ওখান থেকে শুনতে পারেন।।
@@IAmSamitkon channel?
Movie was made,so many audio stories,but I want to know who forgot?
সাহিত্য সমাহার channel e ache kiritir golpo
ফেলুদা গল্প চাই 😊
অনবদ্য ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে কি অসম্ভব সুন্দর পরিবেলনা!!!
চোখ বন্ধ করলে যেন পুরো গল্পটাই বাস্তব হয়ে উঠছিল, আর আমি প্রসূন হয়ে বল পায়ে গোলবারের দিকে ছুটে যাচ্ছিলাম।
ধন্যবাদ, গপ্পো মীরের ঠেকের কলাকৌশলীদের।
উফফ কি অসাধারণ গল্প। দারুন লাগলো। অনবদ্য উপস্থাপনা ❤️। মনে হচ্ছিলো গ্যালারি থেকে ফুটবল ম্যাচ দেখছি। গপ্পো মীর এর ঠেক এর সবাই কে ধন্যবাদ,🤗👍❤️
একেই বলে খেলা। কত আদর্শ , কত আনন্দ , কত তিতিক্ষা। গোষ্ঠ পাল খেলা র মাঠে ছেলে দের চোখে আগুন জ্বালিয়ে সারামাঠ ঘুরে বেরিয়েছি।
Jara maath e 90 minute kheleche taara jaane eai golpo ta thik kon jaaygay giye aagahat koreche.... Moti babu k nomoskar... Osadharon uposthiti... Dhonnobaad Mir sir k❤
জয় ইস্টবেঙ্গল ❤💛
মীর দা তোমাকে সেলুট 🤘 এই গল্প টা মন ভরিয়ে দিলো
Captain is as always excellent but Rwitrobroto's performance is beyond all expectations. Amazing experience.
অসাধারণ ♥️ এমন গল্প আরও চাই।। মনে হচ্ছিল চোখের সামনে খেলা দেখছি।। অসাধারণ ♥️♥️♥️
Legendary writer bte Moti Nondi .....onar cricket story Buro Ghora toh darun legechiloi...ebr ei football er upor lekha glpo Striker o durdanto laglo emnio soccer amr favourite game and CR7 is my fav player 😍😍😍....Thank u Mir Daa 💗💗💗 ei sob sports story gulo tmr channel e present krar jnoo
গতো ১ বছরে ৫৩টা পর্বই শুনেছি।”গপ্পো মীরের ঠেকে” এর গল্প সিলেকশন,সাউন্ড ইফেক্ট,পাঠ এককথায় ❤❤❤।।আমার সেরা ১০....
১।শার্লক হোমস/তারানাথ তান্ত্রিক ( এই কাল্পনিক চরিত্র দুটি আমার সব সময় বাস্তব চরিত্র মনে হয়🙂)
২।শ্রীকান্ত সিরিজ(ইন্দ্রনাথ ❤️❤️)
৩।মাস্টার মশাই
৪। দেবদাস
৫।রাজর্ষী
৬।চিড়িয়াখানা
৭।বেতাল
৮।বুড়ো ঘোড়া
৯।লালু
১০।আনন্দমঠ
আশা করি অপরাজিত,পথের প্যাঁচালী,আরণ্যক,পুতুল নাচের ইতিকথা, গোরা এই গল্প গুলো একদিন আসবে গপ্পো মীরের ঠেকে।তোমার কন্ঠে শুনতে পাবো।🙂🙂
দোয়া করি তুমি সুস্থ থাক মীরদা।বেচে থাকো শত শত বছর।আর এইভাবেই আমাদের সুন্দর সুন্দর গল্প শুনিয়ে যাও।❤️❤️
শার্লক হোমস/তারানাথ তান্ত্রিক এরা তোহ বাস্তবই। তাই নয় কি?
Ar akhon ei golpo tao
ছোটবেলা পড়া গল্প টা আরেকবার যেন পড়লাম। কখন যেন মাঠে চলে গেছি। চোখে জল আসছে । ঋতব্রত তোমায় সেলাম। মীর দা আপনি ভীষণভাবে আছেন এবং থাকছেন স্যার। ❤❤❤❤❤❤
বুড়ো ঘোড়ার পরে, খুব, খুব উত্তেজিত....
ধন্যবাদ মির স্যার.....
অসাধারণ। হাজার বার হেরে যাওয়া মানুষের একটা জয়ের গর্ব।
মতি নন্দীর গল্প গুলো মেজাজ টাই আলাদা, উফফফ আলাদাই লাগছে। ❤️
গল্পটা শুনতে শুনতে কতবার যে চোখটা ঝাপসা হয়ে উঠলো। মনে হচ্ছিল যেন আমি মাঠেই বসে উপভোগ করছি এই দারুন লড়াকুদের লড়ে যাওয়া। জীবন যুদ্ধে জীততে হলে আমাদের ও স্ট্রাইকার হতে হবে। দারুন গল্প মীরদা💙❤️💙
52:50 চোখে জল এসে গিয়েছিল আমার 😢 , মায়ের কথা শুনে ❤
একদমই তাই
চোখে জল এসে গেল শেষমেশ!🥺 কি ভীষণ heartwarming গল্প!☺️😊
প্রসূন চরিত্রটার সঙ্গে এই মরসুমে মহামেডানের দেশীয় স্ট্রাইকার ডেভিডের অনেক মিল পেলাম।🤍🖤
Thik kotha
ডেভিড এর ভারতীয় দিলে সুযোগ পাওয়া উচিত।।
ডেভিড এর ভারতীয় দিলে সুযোগ পাওয়া উচিত।।
কি দারুন উপস্থাপনা।কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে স্নিগ্ধ নদীর স্রোতের মতন প্রবাহমান কিছু ভয়েস।চোখ বন্ধ করে শুয়ে থেকে মনে হচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া একটা বায়োগ্রাফি যার প্রতিটা মুহুর্তের সাক্ষী আমি!!
বেচে থাকুক এই গল্পগুলা প্রজন্মের পর প্রজন্ম।
স্ট্রাইকার মীর । অসাধারণ উপস্থাপন ক্ষমতা । team work করাতে সবাই পারে না । কিভাবে সট নিলে গোল হবে না হেডে, কাকে কোন চরিত্রে মানাবে-- এটা দারুণ বোঝেন । তাই গপ্প মীরের ঠেক নতুন খেলতে নেমেও শীল্ড জিতে নেয় বারংবার।
এক কথায় অসাধারণ, গপ্পো মীরএর ঠেক যেন নেশায় পরিনত হয়েছে,thanks for all team,,,,
সারাটা ম্যাচ শুধু গায়ে কাঁটা দিয়ে গেল
অপূর্ব অনবদ্য উপস্থাপনা গল্প মীরের ঠেকের সবার
সত্যি মীর দা তোমায় হাজার হাজার সেলাম। এত সুন্দর গল্প উপহার দেবার জন্য। ❤❤❤🇮🇳❤❤❤
Just onobodhyo uposthapoba. I can’t believe I listened this story free. Superb work Mir da. Tomar goppo Mir er thek banano ta sarthok holo.
lots of love to Mir da (captain) and the team.❤
Kotobaar je Rom khara holo bolte parbo na... erom golpo Moti Nandy r pokkhei sombhob.... r onobodyoo kaaj koreche Goppo Mirer thek.... Rwitobroto hats off.... byapok
আমি যখন মীরের কণ্ঠে গল্প শুনি তখন মনে হয় উনি যেন পাঞ্জাবী পরা একজন নান্দনিক ব্যক্তিত্ব ,একজন কাব্যিক সংমিশ্রণ… একজন প্রাপ্ত বয়স্ক গম্ভীর প্রতিচ্ছবি। উপন্যাস মহাকাব্য যেন উনার কণ্ঠেই জায়গা পায় ♥️
মন দিয়ে যে শুনবে কাঁদতে বাধ্য হবে।।। ❤🙏🙏
Khub sundor
শেষ টা শুনে চোখে জল চলে এলো ❤
অসাধারণ গল্প আর ঋতব্রত দারুন গলা দিয়েছে😌
বাকরুদ্ধ .. হৃদয়ে গেঁথে গেল ..এখনো যেন কান এ বাজছে.. সত্যিই মীর দা,তুমি ও তোমার সমস্ত গুণী শিল্পী বন্ধু দের প্রতি আমার শ্রদ্ধা রইল।
গল্পের শেষ টা তে এত চমৎকার হবে আমি সত্যি ভাবতে পারিনি। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল ❤।মনে হল আমি যেন খেলার মাঠে রয়েছি। খুব খুব সুন্দর পরিবেশনা করেছেন ❤।
অনেক তো শুনলাম তারানাথ ফেলুদা।তবে এগুলো সোনার আগে কি ভেবেছিলাম শুনে তারপর কি মনে হলো ।গায়ে কি শিহরণ খেলছিল প্রতি মুহূর্তে। সত্যি মির দা এই গল্প গুনো শোনানোর জন্য ।মির্চি ফুল টিম স্যালুট । একবার না বল্লে নয় প্রসূন এর চরিত্রে যে করেছ অসাধারণ👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
Mir da,
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর একটা উপন্যাস যদি সম্ভব হয়.......
অনেক দিন ধরে আশায় রয়েছি ❤❤
'গপ্পো মির এর ঠেক ' এর সব্বাইকে আমার ভালোবাসা রইলো ❤❤
Amar life eare ae moment a ae golpo dorkar chilo.. eta eakta therapy amar kacha ..... Thanks a lot mir da and team k 🙏♥️
অসাধারণ মীর দা ।
অনেক পুরোনো কথা মনে করিয়ে দিলে।
লাল হলুদ ভালোবাসা।
গল্প শুনতে শুনতে খুব খুব কষ্ট লাগছে আমার বাবার জন্য ভীষণ মিল আমার বাবার জীবনের সঙ্গে 1957 লীগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টার্ন রেল মোহন বাগান কে এক গোল এ হারিয়ে আর সেই গোলটা করেছিল আমার বাবা দিনু দাস । পরবর্তীকালে কাস্টমস ফুটবল টিম এ অনেকবছর কোচিং করেন এবং ওনার কোচিং এর টাইম এ পুরো সময় টা কাস্টমস 1st division টিম ছিল ।কাস্টমস থেকে অনেক সম্মান পান তিনি।proud of you Babi ❤
আমি জানি না কবে আপনার গলায় এই গল্পটি শুনতে পাবো, তবুও আপনাকে আবার ও অনুরোধ করছি শরৎচ্দ্র চট্টোপাধ্যায় এর লেখা" দত্তা " গল্পটি শোনানোর জন্য 🥰, আর এটা ছাড়াও রইলো অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন #GoppoMirerThek কে।
Aaj sunlam r onek gulo bochor back e chole gelam. Kotho vule jawa naam.... Sei maidan er golden days.... Thank you mir and his team for such a wonderful mesmerizing audiobook.
অনেক অনেক ধন্যবাদ শুনতে শুনতে চোখের জল আটকে রাখতে পারলাম না এত বড় না হলেও ছোট ছোট কাহিনী গুলো নিজের সাথে মিল পাচ্ছিলাম তাই একটু বেশি ইমোশনাল হয়ে গেল ধন্যবাদ মীর দা ❤
শেষে চোখে জল এসে গেল এত্ত সুন্দর এই গল্পটা বই এ পড়েও যেমন ভালো লাগতো শুনেও আরো বেশি করে ভালো লাগলো ... সকলে ভীষণ সুন্দর করে উপস্থাপন করেছেন ... খুব খুব খুব ভালো লেগেছে ...
মতি নন্দীর "কোনি" ছোটোবেলায় পড়েছিলাম, তারপর থেকেই ওনার লেখার ভক্ত। গপ্পো মীর এর ঠেকে এর আগে শুনেছিলাম "বুড়ো ঘোড়া", এখনও সবটা চোখের সামনে ভেসে ওঠে,আর এবার "স্ট্রাইকার" - এক অবর্ণনীয় আনন্দে মনটা ছেয়ে গেল ❤💫✨🙌🏻। রাত নটার অপেক্ষায় রইলাম।
(আজকের রাতটা সার্থক হল)
Class 10 koni boi ta ache. Ami notun peyechi akhono pori ni
Moti Nondi rDostar angti golpo Tao khub sundor
@@nasifakhatun8458দস্তার আঁংটি অলোক ঘোষের লেখা, যেটা sunday suspense এ এর আগে আমরা শুনেছি।
এই লেখকেরা সে অর্থে underrated রয়ে গেলেন। কিন্তু কি ভীষণ মর্মস্পর্শী! তেমনি আপনাদের উপস্থাপন! অনেক অভিনন্দন 👏👏👏
এই রকম গল্প জীবনে আর লড়াই করার অনুপ্রেরণা জোগায়.... Thanks to মীরদা
Rwitobroto is a gem of audio industry. Goppo Mir er Thek egiye choluk. Moti Nandi jug jug jiyo. ❤
অনবদ্দ এক গায়ে শিহরণ জাগানো গল্পঃ।
ধন্যবাদ মীর দা
Thank You Mir Da ei Golpo ta upohar debar jonyo. Bas etotukui karon ar kichu likhte gele sob ghete jabe, tai ar noy. Thanks to you and your whole team❤❤❤❤
ঋতব্রতর কণ্ঠস্বরে গোটা মাঠ চোখের সামনে জ্বলজ্বল করছে যেন, দুর্দান্ত গল্পপাঠ👍
অনবদ্য,আর কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না, চোখ দুটো ভিজে গেছে
গল্পটা একইসাথে emotional আর inspiring 😢❤ দারুণ গল্প, অসাধারণ উপস্থাপনা... একটাই অনুরোধ 'কোনি' টাও করে দেবেন please 😅❤❤❤
Besi deri nei erokom sports fiction osadharon hochhe Goppo Mir er thek e Buro ghora r somoy o eta onubhob korechi
ঠিক যেন রূপকথা। রাতজেগে এক নিঃশ্বাসে পড়া গল্প আবার শুনে আবার নতুন করে একইরকমভাবে রোমাঞ্চিত হলাম। অনবদ্য।
Vai vai vai ki sunlam!!!!!😮...as a football player and lover one of the best story in my life ...love u mir da❤
Golpo ta sune chokhe jol r abeg dutoi vore eseche ❤️🥺🥺.... Nije football kheli bole eto relatable lagche story ta
সত্যি বলছি গল্প টা শুনে গায়ে কাঁটা দিলো। গলা চোকড হয়ে যায়। খুব ভালো লাগলো। আলাদা একটা অনুভুতি। খুব ভালো লাগলো। অনেক দিন পর খুব ভালো একটা গল্প শুনলাম। জানিনা কেনো এতটা ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাদের সমর্পণ টিমকে।।
Football পুরোটা না বুঝলেও গায়ে কাঁটা দেওয়া এক কাহিনী , অসাধারণ ❤
মনে হচ্ছিল একটা অভূতপূর্ব ফাইনাল ম্যাচ দেখছি যাত্রী আর রেঙ্গুনের মধ্যে, ভাষায় যা ব্যক্ত করা যায় না❤❤❤অসাধারন। অসংখ্য ধন্যবাদ এরকম একটা উপহারের জন্য।
বুড়ো ঘোড়ার ক্রিকেট খেলাটাও দারুণ লেগেছিল.. এবার "মতি নন্দী-র স্ট্রাইকার" ফুটবল.. 🤗 🤗 অভাবনীয় আকর্ষণ.. 👏👏⚽🙏🙏 ঋতব্রতর গল্প পাঠ ও প্রসুন এর গরীবি চরিত্রে অভিনয় টা অসাধারণ.. 👍 👍 👍 😊🙏😊 এই খেলার গল্পে ও, হৃদয় মোচড়ানো অনুভূতি.. দারুণ মীর আফসার আলী, তোমার পরিকল্পনা পরিচালন ক্ষমতার পরিপাটি আবিষ্কার.. তোমায় নমস্কার.. 🙏 🙏 🙏 🙏 🙏 🎉🎉
Ha 😊
😮
I we have to 😢😢😢🎉😢
অসাধারন উপস্থাপনা। ঋতব্রতর কন্ঠাভিনয় দারুন। শেষে চোখের কোল ভিজে গেল। মতি নন্দীর 'বুড়ো ঘোড়া'ও দারুন লেগেছিল আর এটাও। মীর দার গল্প সিলেকশান অন্য লেভেলের। তাই তো আমাদের ঠেক সুপারহিট।
Rwitobroto just nailed it!!! Gota golpo take aka i tene diyeche ❤.
Khub sundor golpo ta
..dhonyobad mir sir ajibon erm golpo sunte chai
Chokh vije gelo Sir 🙏sunte sunte deher sira uposira romkup asti mojjay sihoron khele gelo ❤🎉 Congratulations pratyek golpo thaok o pathika ke ❤️
যেমন কাহিনী, তেমনই দুর্দান্ত অভিনয় করে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, ঋতব্রত মুখার্জী! ❤❤
অসামান্য গল্প, সত্যি sports genre এর এই গল্প গুলো রত্ন আপনার ঠেকে এরম গল্প আরো শুনতে চাই
Tumi bhabte parbena Mir da koto boro ekta emotional gift krle tumi ojantei eta. Amr acl ligament injury er jnno amr sob cheye priyo ei khela ta chharte hyeche. tumi virtually sei emotion ta firiye dile❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Shotokoti pronam tomay. Thank you Mir da. Thank you very much.❤️❤️.
গল্পের প্রত্যেকটা কথা মনে লাগছে। জীবনের সফলতায় সব জায়গায় বাধা আসবেই , কি লড়াই!! 🙏🏼
অসাধারণ উপস্থাপনা,,,👏👏👏,,,মনে হচ্ছিল ,,,,যেনো মাঠে বসে স চোঁখে খেলা দেখছি, মীর দা ,আবার বলছি অসাধারণ❤
সত্তর দশকের কথা মনে করিয়ে দিল। মতি নন্দীর অনবদ্য আর এক লেখা মনে হয় "স্টপার"। একদিন সেটাও শুনতে পাব মনে করি। এখন আর সেইদিনগুলোর মতো রক্তে উত্তেজনা কাজ করে না। শেষ সময় কান্ননের কাছে শুনেছিলাম কি কষ্ট করে দিন কাটছে।খুব কষ্ট পেয়েছিলাম। এরা ফুটবলের শিল্পী, কিন্তু অবহেলিত। ধন্যবাদ মীরসাহেব এই গল্প তুলে ধরার জন্য। নমস্কার।
দাদা এই গল্পের মাধ্যমে ময়দানি রাজনীতি টাও তুলে ধরা হয়েছে।।
এইটা সর্বযুগে সর্বস্তরে সত্য।
বলার কোনো ভাষা নেই।শুধু কানে শুনে যে চোখের সামনে খেলা দেখা যায় এটা তার উদাহরন❤❤