আমরা শুধুই পার্ট-টাইম ভাল মানুষ! Zaheed Sabur

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • আমাদের সমাজে মেয়েদের সাথে অনবরত অভদ্রতা, অসভ্যতা দমাতে সত্যিই কি আমাদের কিছুই করার নেই? নাকি আমরা আসলে শুধুই পার্ট-টাইম ভাল মানুষ?

КОМЕНТАРІ • 481

  • @sahinahammed7108
    @sahinahammed7108 3 роки тому +55

    ভাই কথা সাবাই বলে কিন্তু আপনার মতো গুছিয়ে কথা খুব কম মানুষ বলে❤❤

  • @nishattasnim7480
    @nishattasnim7480 3 роки тому +7

    "ভদ্র হতে পয়সা লাগে না"
    ---Zaheed Sabur😊

  • @nazmunnahar8263
    @nazmunnahar8263 3 роки тому +4

    স্যার,,আপনার এই গুরুত্বপূর্ন কথাগুলো সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যেত,তাহলে মনে হয়তো সমাজের কুরুচিপূর্ণ মানুষের মন মানসিকতার পরিবর্তন আসতো...

  • @a.f.mshahriarsharifrahi6465
    @a.f.mshahriarsharifrahi6465 3 роки тому +35

    আমি বলবো-
    আমাদের মাঝে থেকে মৃত্যু ভয় উঠে গেছে,
    আমরা ভুল গেছি মৃত্যুর পরে আমদের জবাবদিহি দিতে হবে।

    • @omarfarukfeeda1692
      @omarfarukfeeda1692 3 роки тому +1

      এটা একটা ভুল ধারণা,মৃত্যু ভয়টা মানে পুলিশের ভয়ের মতো একই ব্যপার যেমনটা ভাই বললেন, "পুলিশ না ধরলে খারাপ কাজ থেকে কেন বিরত থাকবো"? এই মানসিকতা বাদ দিতে হবে। শুধু পুরস্কারের আশায় ভাল কাজ করবেন আর শাস্তির ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকবেন এমনটা কেন? মানুষ হিসেবে মানবিক হতে হবে এটাই আসল কথা।

    • @a.f.mshahriarsharifrahi6465
      @a.f.mshahriarsharifrahi6465 3 роки тому

      @@omarfarukfeeda1692 যারা মানুষ তারা এমনিতেই মানবিক।
      তবে যেহেতু মানুষ রূপধারী অনেক অমানুষ আছে, তাই তাদের কন্ট্রোল করার জন্য পুরস্কার এবং শাস্তি/ভয় বিষয়টি রাখা হয়েছে।
      আশাকরি এখন বুঝতে পেরেছেন।

    • @monischandrasarkar5718
      @monischandrasarkar5718 3 роки тому

      ভাই মরে গেলে সাথে কিছুই যাবে না, কর্মফল ছাড়া। তাই খারাপ কাজ করে লাভ কি?

  • @mehrabhossain2286
    @mehrabhossain2286 3 роки тому +3

    ইনশাআল্লাহ, এই মূহুর্ত থেকে ফুল টাইম ভালো মানুষ হয়ার প্রতিজ্ঞা করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @sanam_sanaya6355
    @sanam_sanaya6355 3 роки тому +1

    সহজ কথা সহজ করে বলাই কঠিন কাজ.....what u just did tremendously well. Thanks so much. God bless u

  • @MayaByRaj
    @MayaByRaj 3 роки тому +1

    বাংলা ভাষায় যে এত সুন্দর করে কথা বলা যায়.....জাহিদ ভাইকে না দেখলে বুঝতাম না। ধন্যবাদ ভাই।

  • @Abdullahskbd
    @Abdullahskbd 3 роки тому +1

    সত্য বলেছেন ভাই, খাটি কথা।

  • @rafelmahmud9026
    @rafelmahmud9026 3 роки тому +64

    কথা গুলো অসাধারণ ছিলো স্যার
    ভালো থাকবেন স্যার আপনার জন্য দোয়া রয়লো স্যার❤️❤️❤️❤️

    • @rafelmahmud9026
      @rafelmahmud9026 3 роки тому +6

      ❤️স্যার প্রতি সাপ্তাহে অন্তত একটা ভিডিও চাই আপনার কাছে ❤️❤️❤️❤️❤️

  • @mdrabiulakand8848
    @mdrabiulakand8848 3 роки тому +7

    পৃথিবীতে আমার প্রিয় মানুষের তালিকার একজন ❤️❤️ ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @alexwu69700
    @alexwu69700 3 роки тому

    Islam has the ultimate solutions. May Allah grant us proper knowledge.

  • @tuberosechannel5878
    @tuberosechannel5878 3 роки тому

    স্যার আপনার প্রতিবাদী কথা শুনে ভালো লাগলো।

  • @rihansofi5123
    @rihansofi5123 3 роки тому

    ভাইয়া অাপনার সাথে একমত। অাজ থেকে full time ভাল হয়ে চলব।অসংখ্য ধন্যবাদ।🇧🇩থেকা।

  • @rifatamin7215
    @rifatamin7215 3 роки тому +8

    চমৎকার 😍। সুন্দর উপস্থাপনে বড় ধরনের শিক্ষা ও গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরেছেন। 💪🇧🇩

  • @আশারপ্রদীপ-গ৯ফ

    আপনার কথা যতশুনি ততই ভালো লাগে অনেক অনেক অনুপ্রেরণা পায় জাযাকাল্লাহ খাইরান, love you vaiya 💝💝

  • @shimushimu514
    @shimushimu514 3 роки тому

    প্রথমেই আপনাকে শ্রদ্ধা ও ভালবাসা। আপনার মতো শক্ত শক্তিমত্তা সম্পূর্ণ মানুষের পরামর্শ অন্যদের গ্রহণ করা উচিত। আসলে যারা খারাপ কাজ করে তখন সে তার মা, বোন, কন্যার কথা চিন্তা করে না। আমাদের দেশে এমন অনেক পরিবার আছে, যা এক জনের ত্যাগের কারণে টিকে আছে। যে ত্যাগ করছে তার কষ্টের কথা শুনলে চোখে পানি চলে আসবে। যাই হোক আপনার এই ভিডিও এর মাধ্যমে মানুষের পরিবর্তন হবে সেই কামনা করি। ধন্যবাদ।

  • @princegalib1905
    @princegalib1905 3 роки тому

    আমি মানুষের স্বাধীনতাকে সম্মান করি, মেয়েদের কেও সম্মান করি.. এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়েছি এবং পরিবেশ দূষণমুক্ত করতে সেসব প্লাস্টিক ডাস্টবিনে ফেলে তা রিসাইকেল হতে সাহায্য করছি।...
    আপনারাও এই কাজগুলো করুন..❤️

  • @MdImran-lo1cc
    @MdImran-lo1cc 3 роки тому

    এমন একটা ভিডিওর অপেক্ষায় ছিলাম,ধন্যবাদ আপনাকে🇧🇩❣️

  • @fivedive
    @fivedive 3 роки тому

    Oshadharon bolechen Zaheed bhai. Khub sundor kore upothapon korechen. Ei totthogulo shobai mile choriye dei nijer somaj take egiye nije jete :) Allah apnake nek hayat dan kore amader pashe onek onek bochor jeno rakhen :)
    Ameen
    Mohammad Ruhel, Freelancer.
    Moulvibazar, Sylhet

  • @promiislam7184
    @promiislam7184 3 роки тому

    Kotha bolar style..just awesome

  • @tithimormo8492
    @tithimormo8492 3 роки тому

    কথাগুলো খুবি গুরুত্বপূর্ণ,, অনেকেই বুঝবে কিন্তু বাস্তব জীবনে মানতে পারবেনা। সত্যি ভদ্রলোক হতে পয়সা লাগেনা♥। অনেক ধন্যবাদ স্যার।♥

  • @mohibbullahtalukder8511
    @mohibbullahtalukder8511 3 роки тому

    কথা গুলো অনেক ভালো লাগলো ভাইয়া
    ভালো থাকবেন সবসময়,, আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

  • @softnoise100
    @softnoise100 3 роки тому

    Congregation for Your 100k
    subscribers..... Zaheed Sabur bhai,,,

  • @zakirhossain275
    @zakirhossain275 3 роки тому

    এই পার্ট টাইম ভালো মানুষ গুলো ফুল টাইম ভালো মানুষ হওয়া খুবই কঠিন কাজ, বলতে গেলে আমাদের দেশে বর্তমান সময়ে প্রায় অসম্ভব,,, কারণ একজন মানুষ ভালো থাকতে গেলে বা ভালো হতে গেলে যে পরিবেশ থাকা দরকার তার চিটে পোঁটাও নেই আমাদের সমাজে,, আমাদের পুরো সিস্টেম-টাই-তো (F) এখান থেকে (A) তে আশা পুরো সাবজেক্টের ব্যাপার, পরিবেশ থাকলে মানুষ অটোতেই পরিবর্তন হবে, আগে পরিবেশ তৈরি করতে হবে,,,,,,

  • @nayemul_dev9670
    @nayemul_dev9670 3 роки тому +2

    এমন করে চিন্তা করিনি কখনো 🤐 ধন্যবাদ ভাই! আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন!

  • @rafayelalam1698
    @rafayelalam1698 3 роки тому

    Bhaiya,apnar kothagulo sottie onek ucu maner.Jodi amra sobaie eto sundhor kore think korte partam pritibita sottie amader jonno onek sukher hoto.love you....

  • @MDMAIDULHASSAN0123
    @MDMAIDULHASSAN0123 3 роки тому

    বাংলা মায়ের গর্ভিত সন্তান। কথার মাধুর্য অকল্পনীয়। ❤️

  • @nasimbiswas24
    @nasimbiswas24 3 роки тому +4

    স্যার খুব ভালো লাগে আপনার কথা গুলো❤️
    আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি❤️
    অনেক কিছু শিখতে পারব ইনশাআল্লাহ✌️

  • @kaziabser5537
    @kaziabser5537 3 роки тому

    চমৎকার একটি সমস্যা চিহ্নিত করতে পারার জন্য ধন্যবাদ।ইতিবাচকতার সাথে লেগে থাকুন। ইতিবাচক পরিবর্তন আসবেই.... ইন শা আল্লাহ।

  • @NazmulHasan-oh7hu
    @NazmulHasan-oh7hu 3 роки тому

    আমাদের এই ভালো কথা গুলো কে যেন ভালো কাজে রুপান্তরিত করতে পারি সকলের কাছে এই দোয়া প্রার্থনা করছি।

  • @sumayakhatun1287
    @sumayakhatun1287 3 роки тому +3

    ভাইয়া আপনার অসাধারণ কথাটা জেনো সত্য হয় আমাদের সমাজের পার্ট-টাইম ভাল মানুষ গুলা জেনো ফুল-টাইম এ পরিণত হয়

  • @I-m-jahid
    @I-m-jahid 3 роки тому +1

    স্যার আপনার জন্য বাংলাদেশ গর্বিত।
    শূভকামনা রইল । ভালো থাকবেন সবসময়। 💙💙💙

  • @hihello4514
    @hihello4514 3 роки тому

    আমি খারাপ মানুষ।তবুও পরিবার থেকে ভালো খারাপ বুঝার জ্ঞানটুকু পেয়েছি।সমাজের ভালো মানুষগুলো দিন দিন আমাদের পজিশন টা নিয়ে যাচ্ছে।আমাদের অন্তত মানুষ দেখলে বুঝবে আমরা খারাপ।ওদের না।

  • @munirajahan6244
    @munirajahan6244 3 роки тому +1

    কথাগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏

  • @shihab6900
    @shihab6900 3 роки тому

    অনেক সুন্দর গোছানো ভাল হওয়ার ভাল কথা❤️❤️❤️

  • @mdratul4952
    @mdratul4952 3 роки тому +1

    You are absolutely right. Vaiya.

  • @Socialaccountinfo
    @Socialaccountinfo 3 роки тому +1

    জাহিদ ভাই আপনার কথা গুলো শুনতে খুবই ভালো লাগে। আপনার কথার সাথে ব্যাস্তবের সাথে পুরোটাই মিল। আপনার কথা গুলো যে একটু ভালো করে শুনবে সে জীবনে কিছু করে দেখাবে ইনশাআল্লাহ ❤❤❤

  • @somaliazad0793
    @somaliazad0793 3 роки тому +1

    Hats off you,,,Sir...👍👍👍
    অনেক অনেক ধন্যবাদ কথাগুলো এত সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।।।।
    Lots of respect & gratitude for you...😊😊😊❤❤❤

  • @JL-pg4pj
    @JL-pg4pj 3 роки тому +3

    জ্বি স্যার, খারাপ কাজের ধীরে ধীরে গ্রহণযোগ্যতার যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আশেপাশের অনেক "মোটামুটি" ভালো মানুষরাই নিজের অজান্তেই এই গ্রহণযোগ্যতা দিয়ে থাকে। আর বন্ধু-বান্ধব দের কথোপকথন এই গ্রহণযোগ্যতার এক অনন্য মাধ্যম, কারণ এই কথোপকথনেই থাকে গালি-গালাজ আর ঠাট্টা করার নামে অশ্লীলতার চর্চা। আমি শুধু খারাপ এবং মোটামুটি ভালো মানুষদের কথাই বলছি।
    কিছু মানুষ খবর দেখে এবং শুনে ইউরোপ-আমেরিকার ধর্ষণের বা এরকম অনেক খারাপ কাজের সংখ্যার ব্যাপারে প্রশ্ন তুলে থাকে আর কিছু মানুষ যারা কয়েকটা ইউরোপ-আমেরিকার দেশে থেকে কিছু ভালো মানুষের সাথে থেকে সেই প্রশ্নের বিপক্ষে প্রশ্ন তুলে বা সেই আরেক কান দিয়ে বের করে দেয়। তাহলে তারা যে বলে ভালো খারাপ সব জায়গায়ই আছে? তারা তাহলে কি বুঝে-আর কিই বা বুঝাতে চায়? যারা অনেক ভালো মানুষের সাথে মিশেছে যারা কিনা মিথ্যা কি তাই জানেনা, তারা হয়তো সেদেশের খারাপদের সাথে না মিশেই খারাপ খবর গুলোকে অবিশ্বাস করে মন থেকে মুছে ফেলতে পারে। তাহলে যারা সেই খারাপ দের সাথে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে মিশলো তারাওতো খারাপ কাজগুলোকেই বড় হিসেবেই দেখবে এবং মানবে, হয়তো সেদেশের বেশিরভাগই খারাপ। একটা দেশে কোটিকোটি মানুষ, তারা কয়জনের সাথেই বা মিশতে পারে বা পেরেছে? এরকম মানুষদের সাথে আমি সেই তর্কে জড়াতে চাই না। একটা দেশের গণমাধ্যম কর্মীরাই পারে এই সব মানুষদের বা তাদের আশেপাশের মানুষদের খবরের সত্যতা যাচাই এবং প্রচার করতে(প্রচার করা পুলিশের কাজ নয়)।

  • @natashastella8608
    @natashastella8608 3 роки тому

    Amazing speech sir..

  • @sajeebmehedi278
    @sajeebmehedi278 2 роки тому

    Zaheed Sabur You are the best Content Creator.

  • @promiislam7184
    @promiislam7184 3 роки тому

    Awesome brother. Apnar kotha sune toh ami apnar fan hoye gelam

  • @zayed0010107
    @zayed0010107 3 роки тому +1

    You are a great human being I have ever seen, I am an BUET engineer and trying to be a filterd human being, your speech is huge inspiring for me, salute bro

  • @mohammadlipu6688
    @mohammadlipu6688 3 роки тому

    অসাধারণ ব্যখ্যা

  • @riyajhossen841
    @riyajhossen841 3 роки тому +1

    স্যার খুব ভালো লাগলো আজকের ভিডিও। আমি বুকে হাত রেখে গর্ব করে বলতে পারি আমি একজন ফুল-টাইল ভালো মানুষ। কারন, এই ভিডিওতে আপনি পার্টাইম ভালো মানুষের যে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করলেন তার কোনটাই আমার নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবসময় সর্বচ্চ চেষ্টা করবেন আমাদের দেশের মঙ্গলের জন্য।

  • @nusratjahan271
    @nusratjahan271 3 роки тому

    Thanks for valuable speech ❤️❤️

  • @SRMathInstitutebyMdAbdulAlim
    @SRMathInstitutebyMdAbdulAlim 3 роки тому +1

    ধন্যবাদ স্যার, কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আশা করি আমাদের শিক্ষা হবে। অনেক প্রতিবাদের মধ্যে এটি একটি সত্যিকারের প্রতিবাদ বলে মনে করি।

  • @coppyman6142
    @coppyman6142 3 роки тому

    Vai, apnar kotha gulo best cilo.ami apnar moto kotha bolte paru na.doya korben jeno sob somoy valo vabe thakte pari.apnar jonno onek onek suvokamona roilo.Allah apnar sohay hon.

  • @hablusama
    @hablusama 3 роки тому +5

    আমরা আসলেই শুধু পার্ট টাইম ভালো মানুষ। একমত 😍😍😍

  • @wahidulalamchowdhury8524
    @wahidulalamchowdhury8524 3 роки тому +1

    অসাধারণ ব্যক্তিত্বের মুখে ইউনিক এক্সপ্লেনেশন।
    অসংখ্য ধন্যবাদ।

  • @fardinulhaque6124
    @fardinulhaque6124 3 роки тому

    ভাই অনেক গভীর কথা বলেছেন। আসলে বিষয়টা আপনার মতো করে ভেবে দেখিনি। ভাল মানুষ হোয়ার চেষ্টা করব । মুখে নয়, শতভাগ। ধন্যবাদ ♥️♥️♥️

  • @muktadirraanaa1216
    @muktadirraanaa1216 3 роки тому +1

    Assalamu Alaikum
    Absolutely Correct Brother.... Maa Sha Allah.... May Allah Bless You Brother 💞

  • @itsbadhan
    @itsbadhan 3 роки тому +1

    great

  • @md.najmulhossain5336
    @md.najmulhossain5336 3 роки тому

    আর্দশ মানুষের আর্দশ কথা😊 ...ভালো থাকুক পৃথিবীর সকল আর্দশ মানুষ গুলো🤗

  • @akmzulquernain1657
    @akmzulquernain1657 3 роки тому

    ধন্যবাদ জাহিদ সবুর , আপনার কথা শুনে , প্রফেসর এমিরিটাস সিরাজুল ইসলাম স্যার এর কথা মনে পরে , উনি পুরো বক্তব্যে সম্পূর্ণ বাংলায় বলতেন , কোনো মেশানো শব্দ ব্যবহার করতেন না, ভালো থাকবেন , আরও ভিডিওর অপেক্ষায় রইলাম,অনেক শুভ কামনা

  • @mdshayfulislam7877
    @mdshayfulislam7877 3 роки тому +6

    আপনি যথার্থ বলেছেন।
    ধন্যবাদ।❤❤❤

  • @hossinismail5792
    @hossinismail5792 3 роки тому

    ভাইয়া আপনি আমাদের সমাজের মূল বাস্তবতাটা তুলে ধরছেন আসলেই আমাদের সামাজের এসবের জন্য অনেক কিছু দায়ী ,এসব কিছু সমাজ থেকে দূর করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে একসাথে,তাহলেই হয়তো একদিন আমাদের সমাজ পরিবর্তন হবে।

  • @monischandrasarkar5718
    @monischandrasarkar5718 3 роки тому

    এক নিমিশেই আপনার ভক্ত হয়ে গেলাম স্যার, ভালো থাকবেন স্যার।

  • @shakibrakib2763
    @shakibrakib2763 3 роки тому

    Asole vai Bangladesh er moto poor country te onk kisu chinta korar somoy ba sujog thake na. r sei chinta bastob kora to dure thak.
    je je jar jar tar tar kaje besto . tai amra sob kisui govt. er upore chere diyechi..❤️

  • @RafiQulIslam-ru9no
    @RafiQulIslam-ru9no 3 роки тому +4

    আপনি একমাএ সেলিব্রেটি যে কিনা নিজের কমেন্টের রিয়েক্ট দেয়।
    ধন্যবাদ আপনাকে সবার কমেন্ট গুলো পড়ার জন্য। 💖💖

  • @md.rishadbabu5323
    @md.rishadbabu5323 3 роки тому

    খুব ভালো লাগলো , আপনার সব কথা অনেক গুরুত্বপূর্ণ 🥰❤️ ভদ্র হতে পয়সা লাগে না , ধন্যবাদ

  • @naireetdas9038
    @naireetdas9038 3 роки тому

    একদম আমার মনের কথাগুলো বললেন ভাইয়া।

  • @mahfuzulhoque889
    @mahfuzulhoque889 3 роки тому

    My guideline my teacher

  • @anamhoque1440
    @anamhoque1440 3 роки тому

    ভিন্ন আংগিকে বাস্তব সুন্দর কথা। সবুর ভাই ধন্যবাদ।

  • @imtiazsabur592
    @imtiazsabur592 3 роки тому

    Walikum assalam bai jumma Mubarak to you....the way you talking it's awesome love you sir

  • @johirahammed780
    @johirahammed780 Рік тому

    মাশাআল্লাহ

  • @theutshob
    @theutshob 3 роки тому

    সত্যিকথা বলতে আমিও একজন পার্ট-টাইম ভালোমানুষ। ভালো-মন্দের ব্যপারটা ভালোই বুঝি কিন্তু অনেক সময় ই খারাপ কাজ করি বা সাথে থাকি।এখন থেকে চেষ্টা করবো ফুলটাইম ভালোমানুষ হওয়ার। যানিনা কতটুকু পারবো কিন্তু শুরুটা অবশ্যই করবো।

  • @Kathika
    @Kathika 3 роки тому +1

    ভাইয়া আপনি অসাধারণ কথা বলেছেন। আসলে ক্ষমতার দাপট খুব খারাপ।

  • @HoppingFrog
    @HoppingFrog 3 роки тому +2

    আমরাও একই প্রশ্ন ভাই! এতদিন এই প্রশ্নেরই উত্তর খুজছিলাম।
    ধন্যবাদ আপনার আলোচনা দরুন হয়েছে।

  • @rabeyabusri8619
    @rabeyabusri8619 3 роки тому

    Vaiya apnar kotha gulo sotty osadharon....khubee mugdho hoi apnar sabolil bolae....🙂

  • @md.hasanurrahman4566
    @md.hasanurrahman4566 3 роки тому

    Feeling Hopeful ❣️

  • @hridoykhan1956
    @hridoykhan1956 3 роки тому

    ভাই আপনার কথা গুলো বলা এতো সুন্দর যে,,, শুনলে মনটা বড়ে যায়,,,আর শুনতে মন চায়,,,Love You Bhai,,,❤️❤️❤️❤️

  • @jannatulmahi1186
    @jannatulmahi1186 3 роки тому

    Kotha gula oshadharon

  • @mohammadimranali1428
    @mohammadimranali1428 3 роки тому

    Awesome

  • @altafhossain5929
    @altafhossain5929 3 роки тому

    ভাইয়া ,আপনি আমার পছন্দের একজন মানুষ,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন... আপনাকে অনুসরণ করে আমার জীবনে অনেক কিছু শিখতে পেরেছি ,তার জন্য আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছু সময় দিয়েছেন।

  • @17m76
    @17m76 3 роки тому

    Sir onnek dhonnobad.💓💓

  • @ArmannKazi
    @ArmannKazi 3 роки тому +4

    ভাইয়া আপনি খুবই ভালো বলেছেন।

  • @KingKong-xp6so
    @KingKong-xp6so 3 роки тому

    অসাধারণ স্যার!
    স্যার আমি আপনার ফেসবুক পেইজে ইনবক্সে টেক্সট করেছি। একটু যদি সময় দিতেন অল্প কিছুক্ষণ, অনেক কৃতজ্ঞ থাকবো স্যার।

  • @mimino_codingbee4313
    @mimino_codingbee4313 3 роки тому

    ভাইয়া মনের কথাগুলা বলে দিসেন ছোট ছোট খারাপ কাজের প্রশয় থেকেই বড় বড় খারাপ কাজগুলা হয়! ফুল টাইম ভালো মানুষের দরকার খুবই বেশি। আপনার সব ভিডিও দেখি ভাইয়া আপনার মত ভালো মাইন্ডসেট এর মানুষগুলাই আমাদেরকে লাইফ এর সব খারাপ অবস্থা পেরিয়ে যুদ্ধ করে বাচতে অনুপ্রানিত করে অনেক বেশি!

  • @enamulhoquefahad5416
    @enamulhoquefahad5416 3 роки тому

    পার্ট-টাইম ভালো মানুষ না হয়ে একটু কষ্ট করে ফুল-টাইম ভালো মানুষ হতে পারতেন তাহলে আমাদের সমাজটা আরো আগে ভালো অবস্থানে চলে যেতে পারতো ।। 💞💞💞
    ধন্যবাদ এত সুন্দর উপদেশ দেয়ার জন্য

  • @mahmoodamohammad3833
    @mahmoodamohammad3833 3 роки тому

    The way you presented this issue today was absolutely speechless. চিন্তা৷ করার মত অনেক কিছু পেয়েছি, ভাল থাকবেন- শুভ কামনা ও ভালবাসা

  • @abdulahadbd1392
    @abdulahadbd1392 3 роки тому

    ধন্যবাদ ভাইয়া

  • @arnobmondal1640
    @arnobmondal1640 3 роки тому

    অসাধারণ

  • @itssss0549
    @itssss0549 3 роки тому

    Thank you,sir.

  • @indeedworld286
    @indeedworld286 3 роки тому

    thanks for your kind information

  • @salmanfrahman9073
    @salmanfrahman9073 3 роки тому

    একদমই ঠিক বলেছেন। শতভাগ একমত আপনার সাথে।

  • @rebeccasultana2544
    @rebeccasultana2544 3 роки тому

    আমার দিনটি সুন্দর করে দিয়েছে একটি আলোচনা। ধন্যবাদ।

  • @sharminakter5167
    @sharminakter5167 3 роки тому

    অসাধারণ বলছেন ভাইয়া!! এমন করে যদি আমাদের সমাজের সকল পুরুষ চিন্তা করতো!!!

  • @masumrana4501
    @masumrana4501 3 роки тому

    স্যার আপনার কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয় বিষয়

    • @masumrana4501
      @masumrana4501 3 роки тому

      স্যার আপনার শরীরের ওজন অনেকটা কমে গেছে। আপনি শরীরের যত্ন নিবেন।

  • @anya2112
    @anya2112 3 роки тому

    Wa Alaikum Salam. বাস্তবে অনেকটা কঠিন, যদি সম্পুর্ন ভালো মানুষ হতে হয় তাহলে নিজের দোষ ত্রুটি ও স্বীকার করতে হবে, যা আমরা সবসময় করতে পারি না; স্বভাবগত কারনে অন্যের ঘাড়ে চাপিয়ে দেই যেদিন নিজের ভুলের গভীরতা নিজেই উপলব্ধি করতে পারব এবং অন্যের উপর চাপিয়ে না দিয়ে নিজেই দায়ভার নিবো, সেদিন হয়ত আমাদের আর্ধেক মানুষ গুলো পুরো মানুষ হতে পারবো, ঈনশা-আল্লাহ;
    আরেকটা বিষয় যদি বলি , আমরা যেখানে বলি "সত্যিকারের পুরুষ হয়ে দেখাও বা পুরুষের মতো আচরন করো সাহস থাকলে আবার ভালোমেয়ের মতো হও" এখানে যদি বলা হত সতিকারের মানুষ হয়ে দেখাও জীবন টা হয়তো আরো বেশি সরল ও সাবলীল হতো। রেষারেশি টা অনেকটা কমে যেত এবং এর সাথে কিছু জঘন্য অপরাধও।
    আপনার কিছু পয়েন্ট অসাধারন ছিল যা আমার আম্মু আমাকে বুঝিয়ে বলত কিন্তু আমি যখন কাউকে এসব বুঝানোর চেষ্টা করেছি অসফল হয়েছি কেন জানি না কাউকে বুঝাতেই পারি না একজন ভালো মানুষ এর ক্ষেত্রে খারাপ কাজ মানে শুধু যে খুন করা নয় সে যদি সীমা লঙ্ঘন করে হেডফোনে গান ও শুনেন সেটাও খারাপ। এছাড়া, প্রত্যেকে টা মানুষের উচিত নিজের বোন বা মেয়ের সাথে বিষয় গুলো বিবেচনা করা যদি তাও না পারেন তাহলে মা এর সাথে বিবেচনা করুন কেমন লাগবে যদি আপনার মায়ের সাথে এমন বর্বর বা নিতান্তই ঠাট্টা মূলক আচরণ করলে?

  • @mdtahsin4046
    @mdtahsin4046 3 роки тому

    Your thinking is awesome

  • @konamahabub8991
    @konamahabub8991 3 роки тому

    খুব ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন ❤❤

  • @BithiSithiGunjon
    @BithiSithiGunjon 3 роки тому

    1:10, 4:28,সহমত!
    মনের কথা বলছেন ভাই।

  • @jahidulislam7174
    @jahidulislam7174 3 роки тому

    ভাইয়া আমার মতো অনেকেই ইংরেজীতে দুর্বল,যদি ইংরেজী কিভাবে শিকবো,কোথায় থেকে শুরু করবো বা আপনি কিভাবে শুরু করেছেন,এ সম্পর্কে একটা ভিডিও বানাতেন....

  • @jabermedia210
    @jabermedia210 3 роки тому +1

    আসসালামু আলাইকুম ভাই
    সত্যি কথাগুলো অসাধারণ লাগলো ভাই, দোয়াও ভালোবাসা রইলো ভাই

  • @icando.awb.thatsnotaquesti3377
    @icando.awb.thatsnotaquesti3377 3 роки тому

    we love Bangladesh, and its people.

  • @HasibRahman1
    @HasibRahman1 3 роки тому

    Thanks vaiya

  • @anikaaktertuhin
    @anikaaktertuhin 3 роки тому

    100% Right.

  • @itsanisahmedofficial4756
    @itsanisahmedofficial4756 3 роки тому

    যতই আপনার কথা শুনও ততই মুগ্ধ হই।😙😗

  • @maxrozario7988
    @maxrozario7988 3 роки тому +2

    I was waiting for your new video
    Thank you for giving your effort to make this video for us