আপনার শিশু কি মোবাইল- ইন্টারনেট আসক্ত? Bijoy TV
Вставка
- Опубліковано 10 лют 2025
- #ফোনে_আসক্ত_শিশু_কিশোররা
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু ডিজিটাল বিপ্লবের এই যুগে দুর্ভাগ্যবশত অসচেতনভাবে ক্রমশই মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি বাড়ছে শিশু ও কিশোর- কিশোরীদের। শহরের সাথে পাল্লা দিয়ে এখন গ্রমাঞ্চলেও র্স্মাট ফোনে আসক্তির হার দিন দিন বেড়েই চলেছে।
মোবাইল আসক্তির কারণে শিশুদের আচরণে দেখা দিচ্ছে নানা নেতিবচক পরিবর্তন। তাছাড়া, শারীরিক সমস্যার পাশাপাশি শিশুরা মানসিকভাবেও হয়ে পড়ছে অসুস্থ।
এদিকে, স্কুল থেকে ফিরেই স্মার্ট ফোন-ট্যাব অথবা ল্যাপটপে ডুবে থাকছে শিশু-কিশোররা এবং বিধিনিষেধ আর সচেতনতার অভাবে যেকোনো সাইটে ঢুকছে অপ্রাপ্তবয়স্করা। কখনও ইউটিউব, কখনও ফেসবুক, কখনও টিকটক-লাইকিতে মেতে উঠছেন তারা। এমন বাস্তবতাই এখন ঘরে ঘরে।
অভিভাবকরা বলছেন, বর্তমানে মোবাইল ছাড়া বাচ্চারা খেতে চায় না, ঘুমাতে যেতেও বায়না ধরে। অনেক ক্ষেত্রে আমাদের ব্লাকমেইল করার চেষ্টাও করে শিশুরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অবাধে ভেসে বেড়াচ্ছে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট, সাম্প্রদায়িক উসকানি আর বিভ্রান্তিমূলক তথ্য। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে ভুল বার্তা নিয়ে বড় হবে নতুন প্রজন্ম।
অন্যদিকে, ইউনিসেফের গবেষণা বলছে, বাংলাদেশে ২৫ শতাংশ শিশু ১২ বছরের আগেই ইন্টারনেট ব্যবহার করছে। এর মধ্যে ৬৩ শতাংশ গোপনে নেট ব্যবহার করে। যাদের ৩২ ভাগ রয়েছে চরম ঝুঁকিতে।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা যে বৈশিষ্ট্য নিয়ে বড় হওয়ার কথা সে বৈশিষ্ট্যের জায়গায় বড় বাধা হচ্ছে মোবাইল ও ইন্টারনেট। ফলে তাদের মনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই স্বাভাবিক কর্ম থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে আমাদের আগামীর প্রজন্ম।
তাছাড়া, শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা।
এখনই অভিভাবকরা শিশুদের মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্ত হওয়ার ব্যাপারে সতর্ক না হলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ না হয়ে আগামী দিনের বোঝা হয়ে দাঁড়াবে। তাই এসব আসক্তি থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হলে অবশ্যই এসব কোমলমতি ও কৌতূহলী শিশু-কিশোরদের নাগালের বাইরে রাখতে হবে এনড্রয়েড ফোন ও ইন্টারনেট সংযুক্ত বিভিন্ন ডিভাইস।
পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীদেরকে এসব থেকে বিরতি রাখতে তাদেরকে দৈনন্দিন খেলাধুলা, শরীরচর্চা, বই পড়া, পরিবারের সদস্যদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা, বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়ানো ও বিনোদনের ব্যবস্থা করাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
UA-cam: / bijoytvofficial