ইতিহাসকে ছাত্রাবস্থায় অবহেলা করেছি, আজ প্রৌঢ়ত্বে এসে বুঝেছি কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা। প্রণাম জানাই আপনাকে এই অজানা মণি মুক্ত আমাদের সামনে তুলে ধরার জন্য।
স্যার, প্রণাম জানবেন। আপনার আলোচনা প্রায় শোনবার চেষ্টা করি। মহামতি বুদ্ধ কে নিয়ে এই আলোচনা শুনতে গিয়ে বারেবার মুগ্ধ হচ্ছিলাম এই ভেবে যে, বুদ্ধ কে এভাবে আবিষ্কারের সূত্র দেখে। কী অভাবনীয়! আমার নিজেরও প্রায় মনে হয়, মহামতি বুদ্ধ এই মাটির সন্তান, এই ভূমিজ। সব ভালোই পাশ্চাত্যে হয়েছে ভেবে আমাদের যে দীনতা কাজ করে, ভগবান বুদ্ধের দর্শন সে ভাবনায় জলসিঞ্চন করে। এখন পাশ্চাত্যেও বুদ্ধ কে নিয়ে কাজ হচ্ছে। তাঁর শরণ নিচ্ছে লাখ লাখ মানুষ। আজ আরেকবার বুদ্ধের নিকটে মাথানত চিত্তে তাঁরই শরণ লই.. আপনি সুস্থ থাকুন। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা রইল।
আপনার মত পন্ডিত ব্যক্তির এই অসাধারণ এক একটি আলোচনা যাঁরা শুনতে আগ্রহী তাঁদের কাছে আপনার বক্ত্যব্য কখনই বেশী বলে মনে হতে পারে না, আপনি সবিস্তারে আমাদের সমৃদ্ধ করুন সবিনয়ে এটাই অনুরোধ করছি ,প্রণাম নেবেন
AMI CHILDHOOD THAKAYE BUDDHA R MAJHE AKRISTO HOYECHE ANEK PORECHE ..APNAR AE TEACHING LEARNING ARO SAMRIDHO HOLAM SATOKOTI PRONAM JANYE MAHARAJ ( SIR ) KHOOOOB BHALO THAKUN AE PRATHANA KORI THANKS FOR SHARING THIS 👍 🙏
ইতিহাস বরাবর আমার favourite subject। সেই ইতিহাসের প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক গণতন্ত্র বিষয়টি আরও detail এ জেনে উপকৃত ও সমৃদ্ধ হলাম। এত detailing কিছু আগে পাইনি। আপনার লেখা পরে বড় হয়েছি এখন বয়বৃদ্ধি হচ্ছে মনোসমৃদ্ধও হচ্ছি। আমাদের এইভাবে সমৃদ্ধ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও প্রণাম 🙏 আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরা আরও আরও উপকৃত হই এভাবে...🙏😊🙏
Sir, অসাধারণ লাগলো আপনার কথা শুনতে। এইরকম বুদ্ধের আদর্শ নিয়ে সেই সময়ের সমাজ , এবং আজকের অবস্থান সম্বন্ধে যদি আরো বলেন খুব উপকৃত হই। আরো একটি বিষয় বুদ্ধের সময়ে নারীদের অবস্থান কিরকম ছিলো। ভালো থাকুন ।
Shrodhey manoy bar aj apner alochona budhadevke nie khub bhalo laglo jodio b a sampurnno korte parini ekhon ses prante ase aposos hoy amio itihas nie suru kore ch6ilam
Mother of all subjects is History. Loved to hear that Democracy evolves and thrives in Bengal during the Pal Dynasty backed by Buddhism. Buddham Saranam Gacchami, Dhammam Saranam Gacchami, Sangham Saranam Gacchami. Om Buddhya Namah. 🙏🙏🙏🙏🙏
UPNI ABHABE BOJHALA AMI/AMRA BUDDHA & DESH K JANAR JONNO 12 HOURS WITHOUT ANY HESITATE HABO NA SIR......upni bojhan Buddha amra parta gala anekta samay laga jabe Tai upni reference er sathe bojha......love you sir pranam naben
thank you! from my own research perspective in philosphy of science, Buddhism plays a very citical role, I would rather use the concept of co-evolution or co-emergence which many philosophers of science think is a central aspect of Buddhism... has a deep connecion to modern science, namely quantum physics... more recently Carlo Rovelli has been inspired by this framework in his own interpretation of quantum physics
Sir please refer a book which we can buy for acquiring knowledge about history of religion in Bengal as well as India. You have the profound knowledge and listening your speech we are becoming enlightened. Thanks & Regards.
স্যার প্রাচীন বাংলায় 'সমতট' বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলার বৃহত্তর অংশ নিয়ে গঠিত ছিল। এ জনপদের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার বড় কামতায় । হিউয়েন সাঙ-এর বর্ণনা অনুসারে সমতট জনপদের অবস্থান ছিল কামরূপের দক্ষিণে।
Sir, please detail এ বলবেন, যাদের সোনার তারা ঠিকই শুনবে। পৌরাণিক অথবা ঐতিহাসিক যে কোনো ঘটনা পরিপূর্ন ভাবে জানতে ইচ্ছে করে, আর কিছু বাদ চলে গেলে সেটা কোথায় পাবো সেটা অন্তত বলে দেবেন Sir 🙏
স্যার আপনি যা যা সূক্ষ্ম অতি সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে আপনি তাই তাই এড়িয়ে গেছেন৷ স্যার আপনি একদিন রাজা পুষ্যমিত্র শুঙ্গকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান করবেন কি?
Sir ami ekjon khub sadharon house wife ektu Krishna gan kori pora suna jagot thake onek din jogajog nei kintu apner UA-cam anuthan thake onek kichu jante pari jano nijer choto Bela phire pachi . konodin ei anuthan bandho korben na Sir.Thank u Sir
Goutam Buddha was a wonderful person. But his teaching was adulterated by a Chinese king known in.subcontidnent Kanishka who did it for political objective as done by Roman Emperors with teaching of Jesus Christ for the throne .Goutam never said he was a god or the God. Kanishka declared Goutam God, made his idol and asked people to worship idol of God Buddha. Buddha is finished at least from India to border of China.His teaching remained in adulterated form from China to SreeLanka.
Mrichchakatika rupake natyakar sudrak gopal daraker raja hawar katha bolechen...natyakar ai gopal r dwara prabhabita haechilen kina sir yadi balen khub bhalo hay..
গনতন্ত্র বলতে আমরা যা বুঝি,তা কি তখন ছিল? ঐতিহাসিক ভাবেই সেটা সম্ভব ছিলনা। রাজ্য পরিচালনায় সর্বসাধারণের অংশগ্রহণ সম্ভবত ছিলনা। যারা সম্পদ ও শক্তিতে অথবা বিদ্যাবুদ্ধি ও জ্ঞানে , অর্থাৎ যাদের সমাজে প্রভাব, প্রতিপত্তি ছিল তারাই হয়তো এই গনরাজ্য গুলি চালাতেন। তবু এই এই দেশে গনতন্ত্রের লক্ষ্মন গুলো বিকশিত হয়েছিল, এটা উল্লেখযোগ্য। রাজা ঈশ্বরের প্রতিভূ বা রাজতন্ত্র বংশানুক্রমিক, এই ভাবনার বিপরীতে এই গনরাজ্য গুলি নতুন যুগের বার্তা নিয়ে এসেছিল। আমরা এখন সারা পৃথিবী জুড়েই গনতান্ত্রিক দলের শাসন দেখছি। কিন্তু কতদিন আগে বুদ্ধ এই সংঘ ভাবনাটির জন্ম দিয়েছিলেন, ভাবতে অবাক লাগে।
I would like to have been enlightened about a confusion in me arising out of your talk, in which I may have gathered about you mentioning characters of Mahabharata such as Krishn, Yudhishthir etc being of a later era than of Buddha, Vaishali, Lichchhavi etc. which goes against our perception about the time line of these events. If I am mistaken, then I apologise.
I too have confusion about the timeline of Shree Krishna, Mahabharata, etc. But according to Wikipedia Kali Yuga started from 3102 BCE. And as we all know that Kali Yuga started just after Shree Krishna had left.
Political Patronisation ছাড়া কি শিক্ষকদের চলে বলুন? গুরু দ্রোণ, গুরু কৃপ, কৌটিল্য, গুরু বৃহস্পতি, গুরু শুক্র, অ্যারিস্টটল, মায় বিদ্যাসাগর মশাই পর্যন্ত! Unfortunate but reality!
ইতিহাসকে ছাত্রাবস্থায় অবহেলা করেছি, আজ প্রৌঢ়ত্বে এসে বুঝেছি কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা। প্রণাম জানাই আপনাকে এই অজানা মণি মুক্ত আমাদের সামনে তুলে ধরার জন্য।
স্যার, প্রণাম জানবেন।
আপনার আলোচনা প্রায় শোনবার চেষ্টা করি।
মহামতি বুদ্ধ কে নিয়ে এই আলোচনা শুনতে গিয়ে বারেবার মুগ্ধ হচ্ছিলাম এই ভেবে যে, বুদ্ধ কে এভাবে আবিষ্কারের সূত্র দেখে। কী অভাবনীয়! আমার নিজেরও প্রায় মনে হয়, মহামতি বুদ্ধ এই মাটির সন্তান, এই ভূমিজ। সব ভালোই পাশ্চাত্যে হয়েছে ভেবে আমাদের যে দীনতা কাজ করে, ভগবান বুদ্ধের দর্শন সে ভাবনায় জলসিঞ্চন করে। এখন পাশ্চাত্যেও বুদ্ধ কে নিয়ে কাজ হচ্ছে। তাঁর শরণ নিচ্ছে লাখ লাখ মানুষ।
আজ আরেকবার বুদ্ধের নিকটে মাথানত চিত্তে তাঁরই শরণ লই..
আপনি সুস্থ থাকুন। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা রইল।
যত শুনি ততই শুনতে ইচ্ছে করে আপনাকে ধন্যবাদ
Khub osadharon... Er pore ekta episode Vajrayana Buddhism niye bananor onurodh roilo 🙏🙏🙏
অসাধারণ
Khub valo laglo.Buddhism nia aro kichu sunte chai.
আপনার মত পন্ডিত ব্যক্তির এই অসাধারণ এক একটি আলোচনা যাঁরা শুনতে আগ্রহী তাঁদের কাছে আপনার বক্ত্যব্য কখনই বেশী বলে মনে হতে পারে না, আপনি সবিস্তারে আমাদের সমৃদ্ধ করুন সবিনয়ে এটাই অনুরোধ করছি ,প্রণাম নেবেন
Darun... One of the earliest record of Democracy
AMI CHILDHOOD THAKAYE BUDDHA R MAJHE AKRISTO HOYECHE ANEK PORECHE ..APNAR AE TEACHING LEARNING ARO SAMRIDHO HOLAM SATOKOTI PRONAM JANYE MAHARAJ ( SIR ) KHOOOOB BHALO THAKUN AE PRATHANA KORI THANKS FOR SHARING THIS 👍 🙏
বুদ্ধ কে নিয়ে episode এর অপেক্ষায় ছিলাম..... আরও জানতে চাই...
সমৃদ্ধ হলাম । ইতিহাস অধ্যয়নের তাৎপর্য্য কি -- আপনার আলোচনাগুলি উপলব্ধি হয় । আমাদের ইতিহাস পাঠ বেকার ছিল । প্রণাম - জ্ঞানের পূজা করি ।
ইতিহাস বরাবর আমার favourite subject। সেই ইতিহাসের প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক গণতন্ত্র বিষয়টি আরও detail এ জেনে উপকৃত ও সমৃদ্ধ হলাম। এত detailing কিছু আগে পাইনি। আপনার লেখা পরে বড় হয়েছি এখন বয়বৃদ্ধি হচ্ছে মনোসমৃদ্ধও হচ্ছি। আমাদের এইভাবে সমৃদ্ধ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও প্রণাম 🙏 আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরা আরও আরও উপকৃত হই এভাবে...🙏😊🙏
Pronam neben sar ,montro mugdha hoye sunlam, somriddho holam।
প্রণাম স্যার। আরও শুনতে চাই।
🙏চন্দ্রিমা
🙏🙏upnake anek pranam🙏🙏
বুদ্ধ দেব, বৌদ্ধ সংঘ সম্মন্ধে এত কিছু জানা ছিল না।। ভালো লাগলো।
প্রণাম নেবেন।
শুভ রাত্রি।
No. Not boaring at all. And the subject deserves it. Just wow 😲
ইতিহাস আমার প্রিয় বিষয়। আর তা যদি হয় এমন বিদগ্ধজনের মুখনিঃসৃত। এমন চলচ্চিত্র চলুক অনন্ত...প্রণাম নেবেন গুরুদেব...🙏🙏🙏
আপনার দীর্ঘায়ু কামনা করি
স্যার সমৃদ্ধ হলাম।প্রণাম 🙏🙏।😊
মুগ্ধ হলাম স্যার
প্রণাম স্যার
Koto kichu sikhlam, osadharon laglo
Sir... Khub khub upokrito holam... Buddho niye aro anek kichu sunte chai... 🙏
Osadharon sir.baidik bidusi narider sombondhe ektu bolben doyakore.apnar boktyobyo amake biswabidyalay er adhyapokder boktyobyer smrity iske day.pronam neben.
সমৃদ্ধ হলাম।
স্যার বৌদ্ধ ধর্মে তন্ত্র নিয়ে আলোচনা শুনতে চাই।
Sir, অসাধারণ লাগলো আপনার কথা শুনতে। এইরকম বুদ্ধের আদর্শ নিয়ে সেই সময়ের সমাজ , এবং আজকের অবস্থান সম্বন্ধে যদি আরো বলেন খুব উপকৃত হই। আরো একটি বিষয় বুদ্ধের সময়ে নারীদের অবস্থান কিরকম ছিলো।
ভালো থাকুন ।
Heard
Dharya thakbe 🙏
❤
আমার প্রণাম 🙏 নিবেন, ইতি sibaram
প্রণাম নেবেন ।
Good content !!!
প্রজ্ঞাপারমিতাহৃদয়ের এর অনুরোধ রইলো।
Shrodhey manoy bar aj apner alochona budhadevke nie khub bhalo laglo jodio b a sampurnno korte parini ekhon ses prante ase aposos hoy amio itihas nie suru kore ch6ilam
ইতিহাস কে এমন সুন্দর করে তুলে ধরে আমাদের সমৃদ্ধ করলেন...এই ভিডিওগুলি সম্পদ হয়ে থাকবে...এ বিষয়ে আরো বিশদে কোথায় পাওয়া যাবে জানালে খুব উপকার হয়
প্রণাম 🙏🙏
অপূর্ব অপূর্ব!!🙏⚘️
Mother of all subjects is History. Loved to hear that Democracy evolves and thrives in Bengal during the Pal Dynasty backed by Buddhism. Buddham Saranam Gacchami, Dhammam Saranam Gacchami, Sangham Saranam Gacchami. Om Buddhya Namah. 🙏🙏🙏🙏🙏
Mother of all subjects is Philosophy and nothing else
Khub sundor episode bhalo thakun apni
Speechless!
0:06অসাধারন ❤️
বুদ্ধং শরণং গচ্ছামি ...
Namskar
অপূর্ব বললেন
First I pay MY REGARDS for your analysis, which helping me in all way to understand the History of Bengal & many dynasties.
আমরা আপনার সব কথাই শুনতে চাই। কিছু শ্রোতা বোর হতে পারে ভেবে বক্তব্য সংক্ষিপ্ত করার দরকার নেই। প্রাণভরা ধন্যবাদ আপনাকে।
প্রণাম মহাত্মা।
অপূর্ব!
খুব ভালো লাগলো। 🙏
Pioneer of democratic system 5:13
একটা episode -এ শেষ হবে না sir,আরও শুনবার ইচ্ছা রয়ে গেল । প্রণাম নেবেন ।
Your analysis is very true and very beneficial for today 's politics
অসাধারণ ।🙏🙏🙏
UPNI ABHABE BOJHALA AMI/AMRA BUDDHA & DESH K JANAR JONNO 12 HOURS WITHOUT ANY HESITATE HABO NA SIR......upni bojhan Buddha amra parta gala anekta samay laga jabe Tai upni reference er sathe bojha......love you sir pranam naben
pronam 🙏🙏🙏🙏
Today, outside India, Buddhism has greater acceptance than Hinduism, as per my observation.
thank you! from my own research perspective in philosphy of science, Buddhism plays a very citical role, I would rather use the concept of co-evolution or co-emergence which many philosophers of science think is a central aspect of Buddhism... has a deep connecion to modern science, namely quantum physics... more recently Carlo Rovelli has been inspired by this framework in his own interpretation of quantum physics
Sir please refer a book which we can buy for acquiring knowledge about history of religion in Bengal as well as India. You have the profound knowledge and listening your speech we are becoming enlightened. Thanks & Regards.
💛💛💛
সশ্রদ্ধ প্রণাম,আমরা একটুও bore হই না আরো শুনতে চাই স্যর।পরবর্তী এপিসোডের অপেক্ষায় রইলাম,আপনি সুস্থ থাকুন ভাল থাকুন।
🙏🏽🙏🏽
🙏
Sustha protijogitaro dorkar ase...
🙏🙏
স্যার প্রাচীন বাংলায় 'সমতট' বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলার বৃহত্তর অংশ নিয়ে গঠিত ছিল। এ জনপদের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার বড় কামতায় । হিউয়েন সাঙ-এর বর্ণনা অনুসারে সমতট জনপদের অবস্থান ছিল কামরূপের দক্ষিণে।
ভালো লাগধেই, আপনি বলবেন কোনও সময়।
🙏🏻
প্রাচীন ভারতে রাজতন্ত্রের সাথে সাথে বিভিন্ন অংশে গণরাজ্য ছিলো। এমনকি দ্বারকায় এরকম শাসন ব্যবস্থা ছিলো।
আমি মহামতি ভগবান বুদ্ধকে প্রনাম জানাই। আমি বৌদ্ধধর্ম গ্রহণ করতে চাই। কেউ কি জানাবেন কিভাবে সম্ভব।
Sir, please detail এ বলবেন, যাদের সোনার তারা ঠিকই শুনবে। পৌরাণিক অথবা ঐতিহাসিক যে কোনো ঘটনা পরিপূর্ন ভাবে জানতে ইচ্ছে করে, আর কিছু বাদ চলে গেলে সেটা কোথায় পাবো সেটা অন্তত বলে দেবেন Sir 🙏
বুদ্ধের রজকীয় জীবনের কথা জানতে চাই।
Amar ekta jinish khub obak laage. Bouddha dhormor jonmo bharote, tarpor sara biswe chhoriye gachhe. Kintu ei bharotei bouddha dhormo prai nei bollei chole. Emon kano holo?
কোনো এক পর্বে মহাভারত ও প্রাচীন ভারতের রাজনীতির বিষয়বস্তু জানিয়েন স্যার
mahabharat er rajtantra niye jante chai.anek kichu jene samridhho holam.pronam neben 🙏🙏
কেন শুনব না
Original text থেকে শুনতে এবং তার ব্যাখ্যা শুনতে পাওয়ার এমন বিরল সুযোগ বিশেষ করে আপনার কাছে, সে তো ভাগ্যের ব্যাপার ।
সশ্রদ্ধ নমস্কার।
Gopal , samatat , Tripura, Chakma…. Mahayan Buddhism
Sir, ei angle gilor opor highlight korun pls.
Buddha dharma aar “chandi” r link ache ki?
স্যার এত সুন্দর একটা গনতান্ত্রিক ব্যাবস্থা ভেঙ্গে গেল কেন? তার একটা ব্যাখ্যা যদি পেতাম ভালো হতো।
বাংলা সাহিত্যের ইতিহাস সম্ভন্ধ্যে আপনি দয়া করে বিস্তারিত জানান।
Please Sir Sri Krishna niye kichu episode korun pls
দীনেশচন্দ্র সেন এর বৃহৎবঙ্গ বই পড়লে অনেক কিছুই জানা যাবে যা অবাক করে।
স্যার আপনি যা যা সূক্ষ্ম অতি সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে আপনি তাই তাই এড়িয়ে গেছেন৷ স্যার আপনি একদিন রাজা পুষ্যমিত্র শুঙ্গকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান করবেন কি?
একটা প্রশ্ন ছিল বিষ্ণুর দশম অবতারের মধ্যে বুদ্ধ কি একটা অবতার?❤ কেও জানলে বলবেন।
একটুও বিরক্তি আসছে না। আপনার কাছে পড়তে ইচ্ছে করছে।আমি ষাটোর্ধ্ব মহিলা।ভীষন আগ্রহ জাগছে।
Sir ami ekjon khub sadharon house wife ektu Krishna gan kori pora suna jagot thake onek din jogajog nei kintu apner UA-cam anuthan thake onek kichu jante pari jano nijer choto Bela phire pachi . konodin ei anuthan bandho korben na Sir.Thank u Sir
Sir মগ্লি পূত্তা বা রাধা গুপ্তা সম্বন্ধে কিছু জানার ইচ্ছা প্রকাশ করলাম আপনার নিকট সে বিষয় কিছু আলোকপাত যদি করেন
আর একটা এপিসোড চাই এই নিয়ে।
সামনে জৈন ধর্ম সম্পর্কে জানতে চাই স্যার
বুদ্ধ হিন্দু ধর্মের বর্ন বাদ কে আঘাত হেনে ছিল কি.?? একটু বিস্তারিত আলোচনা করতে অনুরোধ করছি।
Adi Shankaracharya was born at the time of Buddha.
Pl.discuss on the Buddhist Principles ethics,morality,dharma ,& nibban but not lay stories which will make the vedio long.
Goutam Buddha was a wonderful person. But his teaching was adulterated by a Chinese king known in.subcontidnent Kanishka who did it for political objective as done by Roman Emperors with teaching of Jesus Christ for the throne
.Goutam never said he was a god or the God. Kanishka declared Goutam God, made his idol and asked people to worship idol of God Buddha. Buddha is finished at least from India to border of China.His teaching remained in adulterated form from China to SreeLanka.
Ami budda somporke jante chai. Budda er sei somoi ta jante chai. Kano aj budda anusari aj ai vabe daka jai na ai khane sei gula jante chai.
বড্ড দেরী করলে। এখন কি করে শুনব? আজকের দিনটা ভালো ভাবে celebrate হতো।
Mrichchakatika rupake natyakar sudrak gopal daraker raja hawar katha bolechen...natyakar ai gopal r dwara prabhabita haechilen kina sir yadi balen khub bhalo hay..
গনতন্ত্র বলতে আমরা যা বুঝি,তা কি তখন ছিল? ঐতিহাসিক ভাবেই সেটা সম্ভব ছিলনা। রাজ্য পরিচালনায় সর্বসাধারণের অংশগ্রহণ সম্ভবত ছিলনা। যারা সম্পদ ও শক্তিতে অথবা বিদ্যাবুদ্ধি ও জ্ঞানে , অর্থাৎ যাদের সমাজে প্রভাব, প্রতিপত্তি ছিল তারাই হয়তো এই গনরাজ্য গুলি চালাতেন। তবু এই এই দেশে গনতন্ত্রের লক্ষ্মন গুলো বিকশিত হয়েছিল, এটা উল্লেখযোগ্য। রাজা ঈশ্বরের প্রতিভূ বা রাজতন্ত্র বংশানুক্রমিক, এই ভাবনার বিপরীতে এই গনরাজ্য গুলি নতুন যুগের বার্তা নিয়ে এসেছিল। আমরা এখন সারা পৃথিবী জুড়েই গনতান্ত্রিক দলের শাসন দেখছি। কিন্তু কতদিন আগে বুদ্ধ এই সংঘ ভাবনাটির জন্ম দিয়েছিলেন, ভাবতে অবাক লাগে।
sir aro gobhire alochona chai , apni nijer moton kore bolun
শিবের চাষ কান্ড কী?
I would like to have been enlightened about a confusion in me arising out of your talk, in which I may have gathered about you mentioning characters of Mahabharata such as Krishn, Yudhishthir etc being of a later era than of Buddha, Vaishali, Lichchhavi etc. which goes against our perception about the time line of these events. If I am mistaken, then I apologise.
I too have confusion about the timeline of Shree Krishna, Mahabharata, etc. But according to Wikipedia Kali Yuga started from 3102 BCE. And as we all know that Kali Yuga started just after Shree Krishna had left.
Sir sai gonotontro r vabna k ĺMa Momota kothay nia gachan
Sir, apnar kachhe 1 ti abedon korchhi. Abedon ti holo, apni Jodi SriAurobindo sombondhe kichhu bolen orthat agami 15th August 2023 e onar 151 Tom jonmo divos upolokkhe bangali der jonno 1 ti protibedon korenn. Onek bangali, bangali hoye o , pray kichhui Janen na. Hrishi SriAurobindo 1910 theke 1950 , 5th December proyan porjonto ebong sesher 24 bochhorr 1 ti kokkhe nizeke aboddho rekhe prithibir sokol Manus er jonno kone kaj ti korechhiillenn, sei sombondhe apnar moto Sir, er byakhya kichu sunte agroho achhe. Jodi , onar sombondhe kichu alochana korenn , upokrito hobo.
বুদ্ধ সম্বন্ধে সবটাই গল্প!
Eta ki doshavatarer video na special video
আপনার মতো মানুষ যদি পলিটিক্যালি বিক্রি হয়ে যায়! আর কিছু বলার থাকে না।
Political Patronisation ছাড়া কি শিক্ষকদের চলে বলুন? গুরু দ্রোণ, গুরু কৃপ, কৌটিল্য, গুরু বৃহস্পতি, গুরু শুক্র, অ্যারিস্টটল, মায় বিদ্যাসাগর মশাই পর্যন্ত! Unfortunate but reality!