ধন্যবাদ মানিক ভাই ও মতিন ভাই কে। আমি একজন নতুন উদ্যক্তা এই বছরের শুরুতেই আমার খামারের কাজ শুরু করেছি। আমার খামারে গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর ও খরগোশ আছে যা আমি সখেরবসেই শুরু করেছি। মানিক ভাইয়ের এইসব প্রতিবেদন দেখে আমি অনেক কিছুই শিখেছি, শিখিতেছি ও শিখবো। আমি মূলত একজন টেলিকম ব্যাবসায়ী সারাদিন বসেবসে কাজ করার ফলে গত এক বৎসর যাবত আমার ডায়াবেটিস ধরা পরছে। তারপর থেকেই ব্যাবসার পাশাপাশি ছোট খামার করার চেষ্টা করতেছি যাতে শারীরিক পরিশ্রম করা লাগে আবার ছোটবেলা থেকেই শিখছিলো। আল্লাহর রহমতে গত ৫ মাস দরে মনে হচ্ছে আমার ডায়াবেটিস নেই। খামারের পাশাপাশি এখন কৃষি কাজও করি। একটা জমি লিজ নিয়ে ঘাস চাষের পাশাপাশি শাকসবজি তরিতরকারি চাষ করি পুরো পরিশ্রম নিজেই করি পরিবার সহ। সকালে ফজরের নামাজ পড়েই ক্ষেত খামারে লেগে যাই ৯ টা থেকে ১০ টার মধ্যে দোকানে চলে যাই আবার দুপুরে বাসায় গিয়ে একটু কাজ করি পরে বিকেলে দোকানে রাত ১০ বাসায় চলে আসি এর মধ্যে আল্লাহর হুকুম গুলো সঠিক ভাবে পালন করার চেষ্টা করি। আমি মনে করি পরিশ্রম কখনও বিফলে যায় না বাকিটা আল্লাহ ভরসা। অনেক বড় কমেন্ট করে ফেলেছি আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহপাকের হুকুম পালন করবো ইনশাআল্লাহ পরিশ্রমই একদিন আমাদের কে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।
@@yeaisin ভাই টেলিকম ব্যাবসা হচ্ছে মোবাইল টিপাটিপি। আমি বিকাশ, রকেট, নগদ, ও শিওরক্যাশ এর একজন এজেন্ট। সাথে ফ্লেক্সিলড, সিম বিক্রি, সিম রিপ্লেস, ও নাম্বারের সাথে মিল রেখে নতুন সিম বানিয়ে দেই। এর সাথে ফটোকপি, ছবি, প্রিপেইড মিটারে টাকা ভরা সহ অনলাইনের কিছু কাজও করি।
অসাধারণ বিষয় জানলাম আজকের ভিডিও থেকে। UMS সম্বন্ধে পূর্বেও আইডিয়া ছিল। তবে পরিমাণ ও অনুপাত জানা ছিল না। আর এতো আন্তরিকতার সাথে কেউ কখনো দেখায় নাই। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আসলেই আপনি কৃষকের প্রকৃত বন্ধু। না হলে কী কেউ, ছুটিরদিনে পরিবারের কথা ভুলে এভাবে ছুটে বেড়িয়ে পড়ে?
খামারের মালিক এর কথা অসাধারণ তিনি সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সহায় হয়েছেন এজন্যই তাকে আল্লাহ বুঝার এবং বোঝানো অসাধারণ দক্ষতা দিয়েছেন। আমি মনে করি যারা ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা অবশ্যই এখান থেকে অনেক উপকৃত হবে ইনশাল্লাহ
অসাধারণ মানিক ভাই। আসলে কৃষি নিয়ে অনেকে অনেক প্রতিবেদন বানায়।তার মধ্যে শেখার কিছু পাই না। শুধু পাই দালালি। আর আপনার কৃষি চিত্র থেকে পাই নতুন নতুন আইডিয়া আর শিক্ষা। ধন্যবাদ মানিক ভাই।
মুগ্ধ হয়ে বারবার ভিডিও টা দেখলাম। অসাধারণ উদ্যোগ ও পরিশ্রম মানিক ভাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর এম.এ. মতিন ভাই কেও অশেষ ধন্যবাদ এত সুন্দর করে ও তথ্যবহুল ভাবে এত ভাল একটা খাবারের মেন্যু দেবার জন্য। আমার ৭/৮ বছরের নানা স্থানে বিভিন্ন জনের দেখানো খাবারের মধ্যে এটা সবচাইতে ভাল, সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার।
ধন্যবাদ মানিক ভাই ও মতিন ভাই কে। আমি একজন নতুন উদ্যক্তা এই বছরের শুরুতেই আমার খামারের কাজ শুরু করেছি। আমার খামারে গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর ও খরগোশ আছে যা আমি সখেরবসেই শুরু করেছি। মানিক ভাইয়ের এইসব প্রতিবেদন দেখে আমি অনেক কিছুই শিখেছি, শিখিতেছি ও শিখবো। আমি মূলত একজন টেলিকম ব্যাবসায়ী সারাদিন বসেবসে কাজ করার ফলে গত
ভাই, আমি আপনার ভিডিও দেখি, ভাল লাগে। আর আপনাকে ধন্যবাদ এইজন্য যে, আপনার উপস্থাপিত ভিডিওর দিন তারিখ উল্লেখ করেছেন। এতে দর্শকদের বুঝতে সুবিধা হয় যে, কখন কোন সময়ের প্রেক্ষীতে এই ভিডিও চিত্র ধারন করেছেন। অনেক ইউটিউবার এই ভাবে দিন ক্ষন উল্লেখ না করার কারনে তা কত দিন পুর্বের, ত বুঝা যায় না। আমি এতে খুশি হয়েছি।
মোচা ভাংগা মেশিন কই পাওয়া যাবে বলবেন জরুরি ভাবে অার একটা জিনিস মতিন সাহেব এর নিকট এই ফর্মূলা নিয়ে ভিডিও বানান যাতে ষার এবং গাভী গরু কে খাওয়ানো যায় এতে করে দেশের সকল খামারিদের উপকার হবে ইনশাআল্লাহ অবশ্যই দিবেন অপেক্ষায় রইলাম
আসসালামু আলাইকুম চিত্রপুরী কৃষিচিত্র কে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ভিডিওটি ভাইরাল করার জন্য এবং আঙ্কেলের মূল্যবান কথাগুলো বলার জন্য অনেক অনেক তাকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমি মালয়েশিয়া থেকে মোহাম্মদ করিম সে যেন আরো বড় ধরনের একটি খামার স্থাপন করতে পারে সবার মাঝে সে খামার দেখে ইয়ং জেনারেশন গুলো যেন উদ্দক্ত হতে পারে এটা আমার আঙ্কেলের কাছে চাওয়া এবং পাওয়া
আসসালামুয়ালাইকুম র ই মানিক ভাই। কেমন আছেন ভাই। আশা করি আল্লাহ তালা আপনাকে ভাল রেহেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও ভাল বাসা। এই ভিডিও চিত্র টি দেওয়ার জন্য
আসসালামুয়ালিকুম স্যার, আপনার প্রতিবেদন গুলা অনেক ভালো লাগে। তাই আপনার কাছে কিছু পরামর্শ চাচ্ছি। আমার বাড়ি সুনামগঞ্জ অর্থাৎ হাওর এলাকা। এইখানে 6 মাস পানি এবং 6 মাস শুকনা থাকে। আমি ডিফেন্সে চাকরি করার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়। আমার খুব শখ ছাগল এবং গরুর খামার করা। কিন্তু পানি থাকার কারণে 6 মাস গাছ নিয়ে সমস্যায় থাকতে হয়। এই এলাকার মানুষের পরামর্শের উদ্দেশ্যে একটা প্রতিবেদন করলে অনেক উপকৃত হতাম আমরা।
ধন্যবাদ মানিক ভাই ও মতিন ভাই কে। আমি একজন নতুন উদ্যক্তা এই বছরের শুরুতেই আমার খামারের কাজ শুরু করেছি। আমার খামারে গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর ও খরগোশ আছে যা আমি সখেরবসেই শুরু করেছি। মানিক ভাইয়ের এইসব প্রতিবেদন দেখে আমি অনেক কিছুই শিখেছি, শিখিতেছি ও শিখবো। আমি মূলত একজন টেলিকম ব্যাবসায়ী সারাদিন বসেবসে কাজ করার ফলে গত এক বৎসর যাবত আমার ডায়াবেটিস ধরা পরছে। তারপর থেকেই ব্যাবসার পাশাপাশি ছোট খামার করার চেষ্টা করতেছি যাতে শারীরিক পরিশ্রম করা লাগে আবার ছোটবেলা থেকেই শিখছিলো। আল্লাহর রহমতে গত ৫ মাস দরে মনে হচ্ছে আমার ডায়াবেটিস নেই। খামারের পাশাপাশি এখন কৃষি কাজও করি। একটা জমি লিজ নিয়ে ঘাস চাষের পাশাপাশি শাকসবজি তরিতরকারি চাষ করি পুরো পরিশ্রম নিজেই করি পরিবার সহ। সকালে ফজরের নামাজ পড়েই ক্ষেত খামারে লেগে যাই ৯ টা থেকে ১০ টার মধ্যে দোকানে চলে যাই আবার দুপুরে বাসায় গিয়ে একটু কাজ করি পরে বিকেলে দোকানে রাত ১০ বাসায় চলে আসি এর মধ্যে আল্লাহর হুকুম গুলো সঠিক ভাবে পালন করার চেষ্টা করি। আমি মনে করি পরিশ্রম কখনও বিফলে যায় না বাকিটা আল্লাহ ভরসা। অনেক বড় কমেন্ট করে ফেলেছি আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহপাকের হুকুম পালন করবো ইনশাআল্লাহ পরিশ্রমই একদিন আমাদের কে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।
ইনশাআল্লাহ , আপনার জন্য দোয়া রইল ।
টেলিকমের ব্যবসা কেমন ভাই আপনি কি নিয়ে ব্যবসা করেন একটু বিস্তারিত বলবেন
@@yeaisin ভাই টেলিকম ব্যাবসা হচ্ছে মোবাইল টিপাটিপি। আমি বিকাশ, রকেট, নগদ, ও শিওরক্যাশ এর একজন এজেন্ট। সাথে ফ্লেক্সিলড, সিম বিক্রি, সিম রিপ্লেস, ও নাম্বারের সাথে মিল রেখে নতুন সিম বানিয়ে দেই। এর সাথে ফটোকপি, ছবি, প্রিপেইড মিটারে টাকা ভরা সহ অনলাইনের কিছু কাজও করি।
@@ইচ্ছাশক্তি-থ৯জ ভাই আমি বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে চাই। আপনার কাছ থেকে কোন সাহায্য পেতে পারি?
অনেক কস্ট করেন ভাই এতো কাজ এক সাথে করা মুস্কিল শুভকামনা রহিলো আপনার জন্য
অনেক সুন্দর শিক্ষার বিষয় আছে। ধন্যবাদ এমন সুন্দর ভিডিও করার জন্য।
অসাধারণ বিষয় জানলাম আজকের ভিডিও থেকে। UMS সম্বন্ধে পূর্বেও আইডিয়া ছিল। তবে পরিমাণ ও অনুপাত জানা ছিল না। আর এতো আন্তরিকতার সাথে কেউ কখনো দেখায় নাই। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আসলেই আপনি কৃষকের প্রকৃত বন্ধু। না হলে কী কেউ, ছুটিরদিনে পরিবারের কথা ভুলে এভাবে ছুটে বেড়িয়ে পড়ে?
Vater mar barkike khawano zabe ki na ?
খামারের মালিক এর কথা অসাধারণ তিনি সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সহায় হয়েছেন এজন্যই তাকে আল্লাহ বুঝার এবং বোঝানো অসাধারণ দক্ষতা দিয়েছেন। আমি মনে করি যারা ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা অবশ্যই এখান থেকে অনেক উপকৃত হবে ইনশাল্লাহ
অসাধারণ মানিক ভাই। আসলে কৃষি নিয়ে অনেকে অনেক প্রতিবেদন বানায়।তার মধ্যে শেখার কিছু পাই না। শুধু পাই দালালি। আর আপনার কৃষি চিত্র থেকে পাই নতুন নতুন আইডিয়া আর শিক্ষা। ধন্যবাদ মানিক ভাই।
অসাধারণ আইডিয়া।অনেক জ্ঞান অর্জন করতে পারলাম। অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
খামারী ভাই অনেক স্মার্ট। অনেক বির্গ লোকও এমন গুছিয়ে কথা বলতে পারেনা।মানিক ভাই বিষন ভালো লাগলো এই প্রতিবেদনটি। সবার জন্য শুভকামনা রইলো।
মুগ্ধ হয়ে বারবার ভিডিও টা দেখলাম। অসাধারণ উদ্যোগ ও পরিশ্রম মানিক ভাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আর এম.এ. মতিন ভাই কেও অশেষ ধন্যবাদ এত সুন্দর করে ও তথ্যবহুল ভাবে এত ভাল একটা খাবারের মেন্যু দেবার জন্য। আমার ৭/৮ বছরের নানা স্থানে বিভিন্ন জনের দেখানো খাবারের মধ্যে এটা সবচাইতে ভাল, সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার।
ধন্যবাদ ভাইয়া , ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন ।
মানিক ভাই সত্যি সুন্দর একটি ভিডিও উপস্থাপন করেছেন, এবং এই খামারি সত্যিকারে একজন ভালো মানুষ, আপনার দীর্ঘায়ু কামনা করছি।
আমার দেখা ছাগলের খাবারের সেরা ভিডিও, ভিডিও টির জন্য অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং দোয়া রইল
মানিক ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা খামারি গল্প তুলে ধরার জন্য
ধন্যবাদ, এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে সুধুই একটি শেয়ার চাই ।
মদিনা থেকে দেখছি।খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই।
ধন্যবাদ মানিক ভাই ও মতিন ভাই কে। আমি একজন নতুন উদ্যক্তা এই বছরের শুরুতেই আমার খামারের কাজ শুরু করেছি। আমার খামারে গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর ও খরগোশ আছে যা আমি সখেরবসেই শুরু করেছি। মানিক ভাইয়ের এইসব প্রতিবেদন দেখে আমি অনেক কিছুই শিখেছি, শিখিতেছি ও শিখবো। আমি মূলত একজন টেলিকম ব্যাবসায়ী সারাদিন বসেবসে কাজ করার ফলে গত
খুব ভালো লেগেছে আজকের এই এপিসোড, ধন্যবাদ কাজল ভাই।
কিছু ফেসবুক ব্যবহারকারীর পোস্ট / মন্তব্য / শেয়ার দেখলে মনে হয় ,,,উনারদের জন্য আমাদের সকলের এই "সুষম খাবার তৈরী পদ্ধতি" শিখে নেয়া উচিত ! অসাধারন উপকারী ভিডিও।
শুরুতে শুভেচ্ছা ও অভিনন্দন মানিক ভাই ও মতিন ভাইকে, এত সুন্দর উপকরণ আগে কোনু দিন দেখিনি । সহজ হয়েগেল ছাগল পালা ধন্যবাদ ।
খুব সুন্দর ভিডিও পেলাম ধন্যবাদ।
আপনার ভিডিও গুলো অনেক কিছুই সিখাই.. আপনাকে অনেক অনেক ধন্যবাদ
মানিক ভাই আপনার প্রতিবেদনগুলো আমার কাছে অনেক ভালোই লাগে এবং আমি আপনার একজন নিয়মিত দর্শক।
এই খামারি ভাই শিক্ষিত,দক্ষ,পরিশ্রমী হিসাবী, এবং অনেক অভিজ্ঞ লোক সফলতা আসবেই, ইনশাআল্লাহ, দোয়া রইল।
এই ভিডিওটা যত দেখি ততোই ভালো লাগে।
এই রকম ভিডিও আরো চাই।
সত্যি অসাধারণ মানিক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে সেইসাথে মতিন ভাই কে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝানোর জন্য
অনেক সুন্দর একটি পরিবেশন।মানিক ভাই আপনার জন্য শুভকামনা রইল।
মতিন ভাই অনেক ভাল মানুষ আল্লাহ্ মতিন ভাইকে ও মানিক ভাইকে নেক হায়ায় দান করে আমিন।
ভাই, আমি আপনার ভিডিও দেখি, ভাল লাগে।
আর আপনাকে ধন্যবাদ এইজন্য যে, আপনার উপস্থাপিত ভিডিওর দিন তারিখ উল্লেখ করেছেন।
এতে দর্শকদের বুঝতে সুবিধা হয় যে, কখন কোন সময়ের প্রেক্ষীতে এই ভিডিও চিত্র ধারন করেছেন।
অনেক ইউটিউবার এই ভাবে দিন ক্ষন উল্লেখ না করার কারনে তা কত দিন পুর্বের, ত বুঝা যায় না।
আমি এতে খুশি হয়েছি।
আমার সবচাইতে প্রিয় লাগা এই খামারটি আমি সব সময় দেখি ভিডিওটি মালয়েশিয়া প্রবাস থেকে।
মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য অনেক শুভকামনা রইলো ভাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।
অনেক সুন্দর একটি প্রতিবেদন,, দোয়া রইলো।
খামারি ভাই ও আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার ভালো লাগলো- শুভকামনা সারাক্ষণ -
আসসালামু আলাইকুম ছাগল খামার করে আমিও এগে যেতে চাই
অনেক কিছু শিখার আছে ধন্যবাদ মানিক ভাই
অসাধারণ প্রতিবেদন। অনেক কিছু শেখার রয়েছে। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো মানুষ।
আল্লাহ আপনাকে কবুল করুন আমিন।
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
প্রথম ভিউ ভাই। আপনার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইলো.
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
ঔৌঔঔঔঔঔঔঔঔঔঔঔঔঔঔ
শরৎ
মানিক ভাই ও মতিন ভাই কে অনেক অনেক ধন্যবাদ
Uncommon idea dekhlam.
Khub sundor potibedon
খুব সুন্দর লাগলো ভিডিও দেখে, খুব সুন্দর আলোচনা শুনলাম খুব ভালো লাগলো দারুণ দোয়া রহিলো ভাই 🤲🤲🤲🤲🤲😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
আপনি সত্যিই আলাদা। খুব ভাল একটা ভিডিও।
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
মতিন ভাই ও আপনার দীর্ঘায়ু কামনা করছি
ধন্যবাদ,এত সুন্দর প্রতিবেদন তৈরি করার জন্য।
Ame Kolkata thaka bolce apnar video ta daka cub valo laglo
মানিক ছার আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ মানিক ভাই ও মতিন ভাই
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
মতিন ভাই অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিলো, এভাবে কেউ বোঝাবে না
মানিক ভাই অনেক সুন্দর প্রতিবেদন করেছেন আর খামারী মতিন ভাইয়ের জন্য দোয়া রইলো যেনো সে আরো এগিয়ে যেতে পারে
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
অনেক দিন পর শিক্ষণীয় একটা ভিডিও দেখলাম
পিয় মানিক ভাই সৌদি আরব থেকে করোনার উপসর্গ নিয়েও ভিডিওটা দেখলাম আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রখমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়
দোয়া রইল আপনার জন্য , আল্লাহ যেন দ্রুত শেফা দান করেন । আমিন ।
amin
খামারী ভাই খুব স্মার্ট খুব ভালো লাগল
খুব সুন্দর একটা ভিডিও। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
অসাধারণ ভাবে বুঝিয়ে দিচ্ছেন
ধন্যবাদ মানিক ভাই ও মতিন ভাই,
Alhamdulillah video ta sei ata sobar zonno educative how to maintain agricultural production for goat farming.
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
মতিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে এক্সপ্লেইন করেছেন
খামারি ভাই অনেক স্মার্ট,
Lobon er poriman bujhte parlam na. Jodi bolten. Khub sundar video. .
আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
মানিক ভাই আপনার প্রতিবেদন আমার একটি ও দেখা বাকি নেই খুব ভালো লাগে ধন্যবাদ
ভাই আপনি খুব ভালো ভিডিও দেন 💞💞💞
❤❤❤❤ সঠিক কথা বলার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ মানিক ভাই। Taqwa gaot ferm এর পক্ষ থেকে।
খুব।সুনদর।একটা।বিডিও
মোচা ভাংগা মেশিন কই পাওয়া যাবে বলবেন জরুরি ভাবে অার একটা জিনিস মতিন সাহেব এর নিকট এই ফর্মূলা নিয়ে ভিডিও বানান যাতে ষার এবং গাভী গরু কে খাওয়ানো যায় এতে করে দেশের সকল খামারিদের উপকার হবে ইনশাআল্লাহ অবশ্যই দিবেন অপেক্ষায় রইলাম
আসসালামু আলাইকুম চিত্রপুরী কৃষিচিত্র কে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ভিডিওটি ভাইরাল করার জন্য এবং আঙ্কেলের মূল্যবান কথাগুলো বলার জন্য অনেক অনেক তাকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমি মালয়েশিয়া থেকে মোহাম্মদ করিম সে যেন আরো বড় ধরনের একটি খামার স্থাপন করতে পারে সবার মাঝে সে খামার দেখে ইয়ং জেনারেশন গুলো যেন উদ্দক্ত হতে পারে এটা আমার আঙ্কেলের কাছে চাওয়া এবং পাওয়া
MashaALLAH bhukbhalo Lage apnar video dekhtey❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আমাদের মানিক ভাইকে। ভাই আপনি ইউ এম এস খাইয়ে যারা ছাগল পালন করে তাদের ভিডিও দেন এবং যারা শুধু খড খাইয়ে ছাগল পালন করে তাদের ভিডিও দেন
Onk vali laglo video ta dekhey
মানিক ভাই আমি আপনার নিয়মিত প্রোগ্রামগুলো দেখে থাকি আমার খুব ভালো লাগে এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক ধন্যবাদ
ভিডিও টি খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ ভাই, শুভকামনা রইল
আমি ডুবাই থেকে দেখতেছিলাম, বালো লাগলো।ধন্যবাদ মানিক ভাই।।
আসসালামুয়ালাইকুম র ই মানিক ভাই। কেমন আছেন ভাই। আশা করি আল্লাহ তালা আপনাকে ভাল রেহেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও ভাল বাসা। এই ভিডিও চিত্র টি দেওয়ার জন্য
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
খামারী ভাইয়া অনেক মেধাবী বেকতি
খুব সুন্দর লাগলো ভাই
apnr vidio khub valo lage
আপনার ভিডিও টা খুব ভালো লাগলো
মানিক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল ভাই 💞💞💞
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
অনে সুন্দর পতিবেদন ধন্যবাদ
ভাই। খুব সুন্দর হয়েছে
ভাই আপনার প্রত্যেকটা ভিডিও আমি মনোযোগ সহকারে দেখি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একটা ছাগল আর একটা গরুর খামার দিব আপনার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগলো
শুভ কামনা রইলো
মানিক ভাই এই ভিডিও টা অনেক ভাল লাগলো
ধন্যবাদ ভাই, আমি সৌদি আরব থেকে দেশে এসে আমি একটি খামার করবো ইনশাআল্লাহ দোয়া ছাই।
আমিও সৌদি থেকে গিয়ে করবো
খুব সুন্দর একটা ভিডিও
Asalam wa aleikum rahamatullahi kheiro barakat manik bhai ! Apnar video ami khub bhalo basi, aro manuskeo dekhai , ..... korsi tobeh khub besina .
মাশাআল্লাহ খুবই ভালো লাগলো
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
ধন্যবাদ মানিক ভাই ধন্যবাদ মতিন ভাই
অসাধারণ ভাইয়া 😮
খুব সুন্দর, মেধাবী মানুষ।
মাশাল্লাহ অনেক ভালো লাগলো,,, যদি এই মিশ্রনের পরিমানটা ডিসক্রিপশন বক্সে লিখেদিতেন তাহলে আরো ভালো হইতো
মানিক ভাই ভালো লাগলো, ধন্য বাদ আপনাকে
যার বাড়ি পাবনা তার নাই ভাবনা ।আমাদের এলাকায় শুধু গরু খামার আর খামার দুধের দাম অনেক কম । মানিক ভাই । আমি প্রবাসী
ভালো আইডিয়া উপকৃত পোষ্ট ভাইজান
Darun information 👍
দন্যবাদ মানিক ভাই, মতিন ভাই,,
খুব ভালো পতিবেদন
ধন্যবাদ চিত্র পুরি মানিক ভাই কে
Manik dada o Matin dada ke dhannyabad...ei videor jannaya..
Ami India,agartala theke
Amar sarkar
আসসালামুয়ালিকুম স্যার, আপনার প্রতিবেদন গুলা অনেক ভালো লাগে। তাই আপনার কাছে কিছু পরামর্শ চাচ্ছি। আমার বাড়ি সুনামগঞ্জ অর্থাৎ হাওর এলাকা। এইখানে 6 মাস পানি এবং 6 মাস শুকনা থাকে। আমি ডিফেন্সে চাকরি করার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়। আমার খুব শখ ছাগল এবং গরুর খামার করা। কিন্তু পানি থাকার কারণে 6 মাস গাছ নিয়ে সমস্যায় থাকতে হয়। এই এলাকার মানুষের পরামর্শের উদ্দেশ্যে একটা প্রতিবেদন করলে অনেক উপকৃত হতাম আমরা।
আস্সালামু আলাইকুম মানিক ভাই সুন্দর একটা প্রতিবেদন 😎
ধন্যবাদ, ভিডিওটি ভালোলেগে থাকলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার সাথেই থাকুন । ঘরে থাকুন, ভালো থাকুন ।
Noton kicu siklam ... thank you vaiay 💓
Lot of thanks manik vhai