সেরা কলেজ বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা ভর্তি ২০২৪ | Top College BAF Shaheen College Kurmitola

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • বাংলাদেশ বিমান বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সুযোগ্য নেতৃত্বে পরিচালিত বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা-সুনির্মল প্রকৃতির অকৃত্রিম স্নেহছায়া আর পাখ-পাখালির কলকাকলি মুখর অনাবিল মনোরম পরিবেশে আপন মহিমায় সমুজ্জ্বল এক আদর্শ অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
    নগরীর কোলাহল থেকে দূরে ধূলি, ধোঁয়া ও শ্বাসরুদ্ধকর পরিবেশের বাইরে অফুরন্ত প্রাণময়তায় শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে এটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত।
    এটির পরিচালনায় রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ পরিচালনা পরিষদ, অভিজ্ঞ অধ্যক্ষ, প্রাজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও কর্মচারীবৃন্দ- যাদের নিরলস প্রচেষ্টায় বিদ্যাপীঠটির সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
    বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত সদস্যবৃন্দ ও এলাকার জনগণের সন্তানদের সুশিক্ষার জন্য বাংলাদেশ বিমান বাহিনী ১৯৭২ সালে ‘এয়ারফোর্স স্কুল’ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে এটির নামকরণ করা হয় বি এ এফ শাহীন স্কুল। পরবর্তীতে ১৯৮২ সালে এটিকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয় এবং পুনঃনামকরণ করা হয় বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা।
    এখানে শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে শিক্ষালাভ করে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষায় রয়েছে এ কলেজের গৌরবময় ফলাফল।শিক্ষার্থীরা ইতিপূর্বে বোর্ডের মেধা তালিকায় স্থান লাভসহ প্রতি বছরই কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায়ও ছাত্র-ছাত্রীরা রাখছে সাফল্যের দীপ্ত স্বাক্ষর।
    ‘শিক্ষা-সংযম-শৃঙ্খলা’ হচ্ছে এ কলেজের মূলনীতি। তাই শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক পাঠদান নয় বরং ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে তাদেরকে সৎ, সুশৃঙ্খল, সংযমী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
    শিক্ষার্থীদের নান্দনিক গুণাবলির বিকাশ সাধনে কলেজের নিয়মিত সংস্কৃতি চর্চা হয়। প্রতি বছরই কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    ফলে ছাত্র-ছাত্রীরা আন্তঃস্কুল ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য বয়ে আনছে। রাজনীতিমুক্ত এই কলেজে রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য গ্রন্থাগার, খেলাধূলার মাঠ, ডিবেটিং ক্লাব, কুইজ ক্লাব, গার্লস গাইড, স্কাউট ও বি এন সি সি ইউনিট। এখানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রয়েছে অফুরন্ত সুযোগ।
    ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এ কলেজের রয়েছে নিজস্ব ওয়েব সাইট। যার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি, জরুরী বিজ্ঞপ্তি, বার্ষিক কর্মপঞ্জি, পাঠ্যপুস্তক তালিকাসহ অন্যান্য তথ্য নিয়মিত সংযুক্ত (আপলোড) করা হয়। সার্বিক বিবেচনায় বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা সময়ের দাবী মেটাতে অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠান।
    Like and follow our Facebook page | / knowledgelibrarybd
    Join and follow our Facebook group | / knowledgelibrarybd
    Follow Us on Twitter | / knowledge_lib
    BCS Preparation and Updates | / bcsupdate
    Disclaimer :
    This video is for educational purposes only. Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 11

  • @Nilpori-ns3kq
    @Nilpori-ns3kq 3 місяці тому +1

    Accha vaiya ekhane bimanbahinir chele meyera extra ki ki subidha pay?

  • @mufradhossain8883
    @mufradhossain8883 2 роки тому +2

    Awesome making Ajijul.😊

  • @shaonchowdhury9126
    @shaonchowdhury9126 Рік тому +1

    SSC te koto poyent lage ai College akto janaben plish. Bebsa shika teka.

  • @loveaj5714
    @loveaj5714 10 місяців тому +1

    আসসালামু আলাইকুম ভাইয়া আমি আমার ছেলেকে ক্লাস টু এ ভর্তি করতে চাচ্ছি কত কি টাকা লাগবে এবং মাসিক বেতন কত আমাকে একটু জানাতে পারবেন????

  • @mdmonjurulislam8243
    @mdmonjurulislam8243 Рік тому

    এ বছরে কত মার্ক লাগবে এইচএসসিতে ভর্তি হতে বিজ্ঞান থেকে

  • @Bayazid397
    @Bayazid397 Рік тому

    এখানে কলেজে পড়তে মাসে মোট কত টাকা খরচ লাগতে পারে?

  • @fahimamahtab1505
    @fahimamahtab1505 Рік тому

    শিক্ষক রা কি এমপিও ভুক্ত???জানালে ভালো হতো

  • @mdrubaetislam9599
    @mdrubaetislam9599 2 роки тому +1

    হ! আর ,
    আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
    বাংলাদেশ নৌবাহিনী কলেজ
    শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ
    তো ভাইসা আইছে!

    • @KnowledgeLibrary
      @KnowledgeLibrary  2 роки тому

      কোনটাই ভাইসা আসে নি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নিয়ে আমরা ভডিও আগেই বানিয়েছি। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ
      এর ভিডিও বানানোর কাজ চলছে।

    • @mtr_049
      @mtr_049 2 роки тому

      জিম দে

  • @MdUzzal-ry1dp
    @MdUzzal-ry1dp Рік тому

    কত পয়েন্ট লাগে