নাটোরে আমার শশুরবাড়ী।আমি অনেক বার এখানে গিয়েছি। শুধু দু-চোখ দিয়ে দেখেছি কিন্তু আজ আপনার জন্য অনেক অজানা ইতিহাস ঐতিহ্য জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে। 🌷💓🌷
Ami India thaki kintu Amar baba kaka ra shob natorer , Nepal dighi r anek golpo shune boro hoeachi choto theke amra shob bhai bon ra , apnara keu pagla Raja r baper e janen ?
অসাধারণ সুন্দর আপনার প্রেজেন্টেশন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইসব ভবনগুলোর পূনরায় সংস্করণ করা হোক এবং এসব ভবন নির্মাণ করে দর্শনীয় স্থান থেকে সরকার রাজস্ব আদায় করতে পারে অনায়াসে। বাইরের দেশগুলো এসব ঐতিহাসিক ভবন সংরক্ষণ করে কোটি কোটি টাকা আয় করছে দর্শনীয় স্হাপনা থেকে। এতে করে দেশের ঐতিহাসিক স্হাপনাগুলো সংরক্ষণ হলো এবং সরকারি রাজস্ব ও আদায় হলো।
Wonderful presentation. Thanks a lot to highlight the real history of Natore Rajbari. Go ahead with your mission. A retired executive of Biman Bangladesh Airlines.
যেটাকে ফাঁসির মঞ্চ বললেন সেটাতো পানি তোলার কূপও হতে পারে। ছোট তরফের বাসভবনের পাশে ফাঁসির মঞ্চ নয় কূপ থাকাটাই খুবই যৌক্তিক। কোন রাজা / জমিদার কি চাইবে তার বসবাসের জায়গার পাশে ফাঁসি কার্য সম্পন্ন করতে?
আসসালামু আলাইকুম ভাইয়া আমার বাসা নাটোরে। নাটোরের রানী ভবানীর রাজবাড়ীতে তো অনেকবার গেছি কিন্তু আমি নাটোরের মেয়ে হয়ে এত কাহিনী জানতাম না তো আপনার ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের নাটোরের রাজবাড়ি সম্পর্কে এত সুন্দর করে সবকিছু তুলে ধরার জন্য
আমি নাটোর রাজবাড়ী গিয়েছিলাম 2017সালে এসএসসি পরীক্ষার দেওয়ার পর,বাস্তবে না দেখলে মিস করবেন , অনেক অনেক সুন্দর এই রাজবাড়ী । স্মৃতি হিসেবে রেখে দিলাম 28/12/24,10:23pm .
আপনার ভিডিও টি অসাধারন এতো দিন শুধু শুনেছি এবার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আপনার বলার ধরন টাও খুব ভালো আশা করি এরকম ভিডিও আরও দেখতে পাবো আমি ভারত থেকে ধন্যবাদ আপনাকে
কি পরিহাস সেই অত্যাচারী গোষ্ঠীদের দেশে যাবার জন্য আমরা পাগল । একটি শক্তিশালী জাতি হিসেবে আজও পরিচিতিলাভ করতে পারিনি । কেন? উত্তর পাওয়া যাবে না । আমরা শুধু সংখায় বড় ।
আপনার এই ভিডিওর শেষের কয়েকটা কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। এতোটাই সুন্দর আপনার উপস্থাপনা। এত্তোটাই সুন্দর আপনার কথাগুলোর প্রতিটা শব্দ। খুবই ভালো লাগে। খুববব খুবববব ভালো লাগে আপনার ভিডিওগুলো।
I shall remain grateful to you if u would kindly , make on Pubali zamidarbari and it's surroundings where was my home. Iwas teacher of Public high school now I live in Kolkata India and enjoying my retired life Pubail is in Gajipur Dt and next Rly station of TONGI. Thanks a lot
ধন্যবাদ, খুব ভাল লাগে আপনার অপূর্ব কন্ঠস্বর ও পরিবেশন । দর্শনীয় স্থান ও এই মায়াবী কন্ঠস্বর মাখা উপস্থাপন আমাকে পাগল করে দেয় । দীর্ঘ আয়ু কামনা করি ।
ওফফফফফফফফ্ কি যে দারুণ।।।। কথাগুলো। আপনার ভিডিওগুলো অসাধারণ। খুবই খুবই সুন্দর। অনেকককক তথ্য সমৃদ্ধ।
thank you
রানী রাজ বাড়ি
রানী রাজবাড়ী মানে?
@@bengaldiscovery 😮😮 to 10 we we do t XD ft an I'm olv all look lol lol no 10 10 10 10 MO MO NJ j
@@bengaldiscovery 😊😅o90
এমন ঐতিহাসিক ভিডিও দেখতে কার কার ভালো লাগে
🙋♂️
@@bengaldiscovery thanks
আমার
আমার
এপার বাঙলা ভারত🇮🇳 বীরভূম থেকে।
আপনি চমৎকার একটি ম্যাসেজ দিলেন যেটা আমার খুবই ভালো লেগেছে। টাকা পয়সা ধন সম্পদ অর্জনের চেয়ে নিজের সন্তানকে সঠিক শিক্ষা দেয়া দেয়াটাই গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ বোন
Absolutely right.
সহমত
হাই
❤❤❤ sudu tomake
নাটোরে আমার শশুরবাড়ী।আমি অনেক বার এখানে গিয়েছি। শুধু দু-চোখ দিয়ে দেখেছি কিন্তু আজ আপনার জন্য অনেক অজানা ইতিহাস ঐতিহ্য জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে। 🌷💓🌷
ধন্যবাদ আপনাকেও
ইতিহাস সব সময় সত্য কথাই বলবে
উপস্থাপক কে অসংখ্য ধন্যবাদ 🙏🏻
ধন্যবাদ
আপনার উপস্থাপনা এককথায় অসাধারণ আর ভয়েসটা ও অনেক সুন্দর।😊
অনেক ধন্যবাদ
Apurbo ভিডিও, ইন্ডিয়া থেকে feel করলাম history র আসাধারণ পট পরিবর্তনের বিবৃতি। thanks 🙏
অনেক ধন্যবাদ
সত্যি এই কাহিনী দিয়ে নিঃসন্দেহে চলচ্চিত্র তৈরি করা যায়.. ধন্যবাদ এ রকম অসাধারণ প্রামাণ্য"চিত্র তুলে ধরার জন্য ❤️
শুভ কামনা
বাংলাদেশে historical place নিয়ে আমার মনে হয় এখনো কোনো চলচ্চিত্র তৈরি হয় নাই।এটা ভারতের কোনো অংশ হলে আরো আগেই হয়তো একটা মুভি হয়ে যেত।
Abibhakta banghlar najana Satya itihas upasthaponar jonya apnake dhannabad janai. Aaro video chai. Ami India theke dekchhi. Bhalo thakben.
ইয়া আল্লাহ। এত মর্মান্তিক কাহিনী আমাকে খুব কষ্ট দিচ্ছে। খোকার শেষের কথা গুলো দিবালোকের মত সত্য।
অনেক ধন্যবাদ
Haan ya alla nara e takbir ..sar tan se yuda..
উপস্থাপনা এবং বর্ণনা দুটোই অত্যন্ত চিত্তাকর্ষক এবং তথ্যসমৃদ্ধ। আপনাকে অশেষ ধন্যবাদ। কলকাতা থেকে।
অনেক অনেক ধন্যবাদ
সত্যি পরানো ইতিহাস গুলা জানতে পেরে আনন্দিত হই 🥰🥰🥰❤️❤️❤️
ধন্যবাদ
২০১৮ সালে সম্পূর্ণ জায়গা টাই ঘুরে আসছি....এখনও ছবিগুলো রয়ে গেছে...
স্মৃতি হয়ে থাকবে দিনটা🥰
congratulations
Amader alaka . Amader bari hote durotto 3 minutes
আমিও ১৮,সালে গিয়েছিলাম...
@@SurprisedPizza-ed9tq বাড়ি কই আপনার?
@@farhanyeasin1244 পাবনা😇😇😇
আপনি খুব ভালো মানের একজন উপস্থাপক👍
অনেক অনেক ধন্যবাদ
ভাই আপনার সব ভিডিও গুলো অনেক ভালো লাগে
thank you
দারুন মিষ্টি ভাষায় আলোচিত ইতিহাস জেনে খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই আপনাকে।
শুভেচ্ছা নেবেন
আমাদের নাটোর আমাদের শহর। সবাই আসবেন দাওয়াত রইল
অনেক সুন্দরশহর
আমি কালকে আসছি। আগামী কাল চলে যাবো
❤
Thanks for invitation.
Ami India thaki kintu Amar baba kaka ra shob natorer , Nepal dighi r anek golpo shune boro hoeachi choto theke amra shob bhai bon ra , apnara keu pagla Raja r baper e janen ?
অসাধারণ সুন্দর আপনার প্রেজেন্টেশন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইসব ভবনগুলোর পূনরায় সংস্করণ করা হোক এবং এসব ভবন নির্মাণ করে দর্শনীয় স্থান থেকে সরকার রাজস্ব আদায় করতে পারে অনায়াসে। বাইরের দেশগুলো এসব ঐতিহাসিক ভবন সংরক্ষণ করে কোটি কোটি টাকা আয় করছে দর্শনীয় স্হাপনা থেকে। এতে করে দেশের ঐতিহাসিক স্হাপনাগুলো সংরক্ষণ হলো এবং সরকারি রাজস্ব ও আদায় হলো।
অনেক ধন্যবাদ
রাজপ্রাসাদ তো নয়,একটি রূপকথার রাণীর প্রাসাদ। সত্যিই চমৎকার।
ধন্যবাদ
২০২২ সালে গিয়েছিলাম। সময়ের অভাবে সব কিছু দেখা হয়নি। ভিডিও দেখে ভালো লাগলো। মনে হচ্ছে আবার গিয়ে দেখে আসি
অনেক ধন্যবাদ
নাটোরের রাজবাড়ীতে অসাধারণ দুটি ভাষ্কর্য আছে মিস করেছেন
কোথায়?
উনি তো রাজবাড়ীর দুর্নাম নিয়ে বসেছেন, উনি দেখতে পাবেন কিভাবে
@@batenalrumman-mv9dy আপনি একদম ঠিক বলেছেন।
Ki seta
ভাই এগুলো আমার অনেক কষ্ট লাগে
অসাধারণ ভাই খুব ভালো লাগলো ধন্যবাদ
অনেক ধন্যবাদ
দুনিয়াটা কারো জন্য স্থায়ী নয়,, কত রাজা এসেছিলো, আর চলে গেলো,, শুধু সৃতি গুলো রয়ে গেছে
আসলেই
Ingrej amole jomidar ra fasi dito esob Bangladesh er sikkha dekhle hasi paai..
আমি দেখে এসেছি, অনেক পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি, অনেক ভালো লেগেছে, ❤❤❤
Thank you
Informative and nice presentation
অনেক ধন্যবাদ
অসাধারণ সুন্দর আপনার উপস্থাপনা... আপনার ভিডিও গুলো আমাদের কাছে অনেক ভালো লাগে
thank you so much
Wonderful presentation. Thanks a lot to highlight the real history of Natore Rajbari. Go ahead with your mission. A retired executive of Biman Bangladesh Airlines.
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Khub sundor. Kintu gosol mane ki ?
shower
দাদা তোমার ভিডিও বড়ই মন ছুঁয়ে যাওয়ার মত 🔥❤️
thank you
অসাধারণ একটা ইতিহাস জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন
যেটাকে ফাঁসির মঞ্চ বললেন সেটাতো পানি তোলার কূপও হতে পারে। ছোট তরফের বাসভবনের পাশে ফাঁসির মঞ্চ নয় কূপ থাকাটাই খুবই যৌক্তিক। কোন রাজা / জমিদার কি চাইবে তার বসবাসের জায়গার পাশে ফাঁসি কার্য সম্পন্ন করতে?
নাটোর জেলা প্রশাসন নিশ্চয়ই সবকিছু জেনেই সাইনবোর্ডটি টাঙিয়েছে
ওটা কূপই ছিলো ভাই।
ওখানকারে শেষ রাজার এক কর্মচারীর ছেলে মঙ্গল চন্দ্র ঘোষ সময় টিভির এক প্রতিবেদনে[১০ মাস আগে] এমনটিই বলেছেন।
এটা ফাঁসির মঞ্চই
মনগড়া গল্পও ইতিহাস হয়ে দেখা দেয় বিশেষতঃ বিধর্মী যারা তাদের নীচ করে দেখাতে! ওটা নীলকুঠি হলেও এখনো কোনো নীলকুঠির স্থাপত্য এই ভাবে দেখানো হয় নি 😢
আপনার ভিডিও গুলো খুব তথ্য বহুল হয়,অল্প সময়ে অনেক কিছু জানা যায়, ধন্যবাদ ভাই আপনাকে...
অনেক ধন্যবাদ
Khub valo laglo dada apnr AI vedio..Amn e r o vedio dakte chai jar madhome itihash Jana jabe...
অনেক ধন্যবাদ
এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর ভাবে উপস্থাপনের জন্য।
ধন্যবাদ আপনাকেও
Darun laglo video ta
অনেক ধন্যবাদ
আমার খুব পছন্দের একটা জায়গা। জীবনে সুযোগ হয়েছেছিল অনেক গুলো বছর এখানে থাকার। আমরা সুযোগ পেলেই রানী মহল, দীঘাপতিয়ায় ঘুরতে যেতাম। মধুময় সৃতি।
ধন্যবাদ
রাজ প্রাসাদ টি অপূর্ব,
চমৎকার আপনার ধারাভাষ্য,
এমন চমৎকার বিষয়গুলো দেখার অপেক্ষায়।
অনেক ধন্যবাদ
অসাধারণ আপনার ভিডিও খুবভাল লাগল
thank you
ভিডিওটি দেখে আমি সত্যিই মর্মাহত ও আবেগ আপ্লূত
অনেক ধন্যবাদ
স্মৃতি রয়ে আছে শুধু মানুষ গুলো নাই।
হুম
কিয়ামতের দিন সব শেষ হয়ে যাবে।
অসম্ভব ভালো লাগলো। গুরুত্বপূর্ণ সবকিছুর তথ্য পেলাম। অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
আমাদের নাটোর। আমার শহর ❤️
congratulations
আমি নাটোরের মেয়ে নাটোর আমার অহংকার ❤
তথ্যসমৃদ্ধ উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা
সারদা থেকে আপনার ভিডিও নিয়মিত দেখে থাকি ভালো লাগে। আপনাকে ধন্যবাদ
শুভ কামনা আপনার জন্য
Sarda kothaire vsi
বাহ সুন্দর তো। আমাদের নাটোর 👌👌👌
Congratulations
আসসালামু আলাইকুম ভাইয়া আমার বাসা নাটোরে। নাটোরের রানী ভবানীর রাজবাড়ীতে তো অনেকবার গেছি কিন্তু আমি নাটোরের মেয়ে হয়ে এত কাহিনী জানতাম না তো আপনার ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের নাটোরের রাজবাড়ি সম্পর্কে এত সুন্দর করে সবকিছু তুলে ধরার জন্য
ধন্যবাদ আপনাকেও আপু। ভালো থাকবেন
Every beauty has a dark spot Natore Rajbari is one of them
Royal place means some illegal and public torture cell is existance
আমিও আমাদের এলাকার ইশাখার ইতিহাস জানিনা
Apnar number
খুব ভাল লাগল( ভারতবর্ষের থেকে)।
শুভেচ্ছা নেবেন
ডিসকভারি চ্যানেল ইতিহাসের অনুসন্ধানীদের জন্য বিশাল শিক্ষানীয় সাবজেক্ট। আপনার উপস্থাপন অতুলনীয়..
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর একটি প্রতিবেদন, খুব ভালো লাগলো। এরকম ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।
শুভকামনা
রানীর নাম টা শোনছিলাম আগে।কিন্তু আজ বিস্তারিত জানলাম আপনার ভিডিওর মাধ্যমে।
ধন্যবাদ
খুব সুন্দর একটি প্রতিবেদন, খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ
প্রাসাদ টা অনেক ভালো লাগছে 😍
Thank you
দারুন আপনার ভিডিও এবং উপস্থাপনা
শুভেচ্ছা নেবেন
নাটোরে জন্মে গর্বিত,,আলহামদুলিল্লাহ
congratulations
আসসালামু আলাইকুম এখন ডুকতে কি ডিসির পারমেশন লাগে
@@mstmim74 na vai
Khub khub khub khub khub bhalo khub e sundor video 😊😊😊🌹🌹🌹
ধন্যবাদ
২০১৪ সালে গিয়েছিলাম৷খুব ভাল লেগেছে,,,,,স্মৃতিতে অবিনশ্বর,,,,,,
ধন্যবাদ
আপনার কথা গুলো খুবই ক্লিয়ার এবং উপস্থাপনা করার মতন ধন্যবাদ ভাই চালিয়ে যান।
অনেক ধন্যবাদ
অসাধারণ সৌন্দর্য
আসলেই সুন্দর
আমি নাটোর রাজবাড়ী গিয়েছিলাম 2017সালে এসএসসি পরীক্ষার দেওয়ার পর,বাস্তবে না দেখলে মিস করবেন , অনেক অনেক সুন্দর এই রাজবাড়ী । স্মৃতি হিসেবে রেখে দিলাম 28/12/24,10:23pm .
অনেক ধন্যবাদ
ভাই। নাটোর জেলায় কি কি দেখা যাবে। আমি ফেনী থেকে যাওয়ার নিয়ত করতেছি ঐ জন্য
Amader Nator sby asben😊
Thank you
ইনশাআল্লাহ ❤
আগামী শুক্রবার ❤
Ki appayan korben😅
আসছি
location den kal a ashci😊
অসাধারণ একটি ভিডিও ❤❤
অনেক ধন্যবাদ
নাটোর রাজবাড়ি ৩ বার গেছি বাট ইতিহাস এতটা জানা ছিল না। ধন্যবাদ।
শুভকামনা
আহা কত সুন্দর সনাতনী নিদর্শন 👏👏❣️❣️❣️❣️সনাতনটা এত মধুর এত সুন্দর সাবলীল অসাধারন লাগে
অনেক ধন্যবাদ
নবাব আর্লিবদ্দি খা কে ছিলেন যাকে রানী ভবানি কর দিতেন।
মানে এই সম্পত্তি কার ছিল?
আপনার উপস্থাপন অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগলো
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার ভাষা সুন্দর ধণ্যবাদ ❤🎉
ধন্যবাদ
Thanks the presenter for nice presentation
Rani Bavani was good adminstator
Apnar kotha gulo and voice khub sundor.
অনেক ধন্যবাদ
আহ্ কি নির্মম সত্য কথা!!!!!!!!
thank you
আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে। আমি প্রতিনিয়ত দেখি
শুভেচ্ছা নেবেন
আপনার ভিডিও টি অসাধারন এতো দিন শুধু শুনেছি এবার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আপনার বলার ধরন টাও খুব ভালো আশা করি এরকম ভিডিও আরও দেখতে পাবো আমি ভারত থেকে ধন্যবাদ আপনাকে
বেঙ্গল ডিসকভারির কথা কার কাছে শুনেছেন দাদা?
অসাধারণ উপস্থাপনা ভাই ধন্যবাদ আপনাকে 🥰
শুভেচ্ছা নেবেন
আমাদের নাটোর আমাদের গর্ব ❤
অভিনন্দন
Otulonio apnr vassyo aakorshonio❤❤❤
thank you
রাধাঁ রাধাঁ রাধাঁ
আমি প্রথম শুনলাম রাজ বারির কথা।
ধন্যবাদ আপনাকে দাদা।
ধন্যবাদ
ওহ, অসাধারণ বর্ণনা। ❤❤
অনেক ধন্যবাদ
আপনার উপস্থাপনা অসাধারণ
ধন্যবাদ
উপস্থাপন খুবই সুন্দর হইছে
অনেক ধন্যবাদ
কি পরিহাস সেই অত্যাচারী গোষ্ঠীদের দেশে যাবার জন্য আমরা পাগল । একটি শক্তিশালী জাতি হিসেবে আজও পরিচিতিলাভ করতে পারিনি । কেন? উত্তর পাওয়া যাবে না । আমরা শুধু সংখায় বড় ।
শুভকামনা
Khub sundor ❤
অনেক ধন্যবাদ
গিয়েছি আমি এখানে
ধন্যবাদ
সাবস্ক্রাইব করাই ছারলেন দারুণ উপস্থাপনা ধন্যবাদ ❤❤
Congratulations
আপনার এই ভিডিওর শেষের কয়েকটা কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। এতোটাই সুন্দর আপনার উপস্থাপনা। এত্তোটাই সুন্দর আপনার কথাগুলোর প্রতিটা শব্দ। খুবই ভালো লাগে। খুববব খুবববব ভালো লাগে আপনার ভিডিওগুলো।
অনেক অনেক ধন্যবাদ ভাই
AAPNAR SUNDOR KOTHA GULOR JONNO THANKS ❤❤❤❤
শুভেচ্ছা নেবেন
আমাদের দেশের দায়িত্ব যারা পালান করেন তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।
সবারই শিক্ষা নেওয়া উচিত
ভাল লাগল ধন্যবাদ
অনেক ধন্যবাদ
২০২০ সালের ২৭ ফেব্রুয়ারিতে ঘুরতে গেছিলাম,, জায়গাটা আমার খুব ভালো লাগে,,
আশায় আছি,, কিছুদিন এর মাঝে আবার যাব,,
শুভ কামনা
Khub valo laglo 👌 ♥️
অনেক ধন্যবাদ
I shall remain grateful to you if u would kindly , make on Pubali zamidarbari and it's surroundings where was my home. Iwas teacher of Public high school now I live in Kolkata India and enjoying my retired life
Pubail is in Gajipur Dt and next Rly station of TONGI. Thanks a lot
আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ
@@bengaldiscovery Bhai pls do.
অসংখ্য ধন্যবাদ আপনাকে না জানা ইতিহাস গুলো আমাদের মধ্যে তুলে ধরার জন্য ❤❤❤
অনেক ধন্যবাদ
ক্ষমতা চিরকাল থাকবে না!
Yes
নাটোর জেলার মানুষ হিসেবে আমি গর্বিত।❤❤❤❤❤
ধন্যবাদ
কি অপূর্ব বাড়ী!!!! এরকম এখন কেউ তৈরি করতে পারবে না
এখন তো এর চেয়েও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাড়ি তৈরি হচ্ছে
বর্তমানে জমিদারদের আমলের মতোই আমাদের দেশে কেউ কেউ কোটিপতি ও ক্ষমতাবান রয়েছে যারা জমিদারি প্রথার প্রজাদের মতো তাদের কর্মচারীদের নির্যাতন করে।
@@bengaldiscovery ua6y9
@@bengaldiscovery আধুনিক হতে পারে। রাজকীয় নয় আর হবেও না।
@@siddiquechowdhury b. V vv. V. Vv. P.
অসাধারণ ভিডিওচিত্র। ধন্যবাদ।
welcome
আমারা রাজবাড়ী থেকে ঘুরে এসেছি
congratulations
আমরাও ঘুরে এসেছি
অসাধারণ ভিডিও ۔۔۔۔ অনেক কিছু জানলাম 👍👍
ধন্যবাদ
আপনার এই রানীভবানির সংক্ষিপ্ত কাহিনি ভালো লেগেছে। যদি কষ্ট করে একদিন "রসুল পুরের জমিদার " বাড়ি দেখান তবে খুশি হব।
ইনশাল্লাহ
ধন্যবাদ, খুব ভাল লাগে আপনার অপূর্ব কন্ঠস্বর ও পরিবেশন । দর্শনীয় স্থান ও এই মায়াবী কন্ঠস্বর মাখা উপস্থাপন আমাকে পাগল করে দেয় । দীর্ঘ আয়ু কামনা করি ।
অনেক ধন্যবাদ
আনন্দ নাথের পরের ইতিহাস গুলো নিয়ে একটা ভিডিও দিয়েন।মানে রানী ভবানীর বংশধর রা কোথায়,কি ভাবে শেষ হলো এই বংশ, কি তাদের পরিণতি ইত্যাদি?
ধন্যবাদ
@@bengaldiscoveryami Rani Bhabanir bongshodhor
@fatemarakib8674
Amra bharote thaki
@@rishavkumar1250satti naki ❤❤❤❤
অপূর্ব।উপস্থাপনা।কাল।স্রোতে।ভেসে।যায়।জীবন।যৌবন। ধন।মান।কিছুক্ষনের।জন্য।হারিয়ে।ফেলে।ছিলাম।নিজেকে।ভালো।থেকো।বাবা। ভ্গবান।তোমার।মঙ্গল।করুন
অনেক অনেক ধন্যবাদ
ভাই পরবর্তীতে উত্তরা গনভবণ এর ইতিহাস ঐতিহ্য সম্বলিত ভিডিও দিবেন!!
ইনশাল্লাহ
Ek kothai Oshadaron❤️❤️❤️
thank you
সুনদর বলতে যা বঝাই❤❤❤গাজোল ❤মালদা থেকে❤❤
অনেক ধন্যবাদ