ইসলামী ব্যাংকে ১ থেক ২ লক্ষ টাকা জমা রাখলে মাসে কত টাকা মুনাফা আসবে | Islami Bank Fixed Deposit Rate

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 240

  • @desiboysagar6222
    @desiboysagar6222 3 дні тому +5

    আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি সত্যিই আপনার হিসাব অনুযায়ী সবকিছু পারফেক্ট

    • @hduniquebangla
      @hduniquebangla  3 дні тому

      অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে থাকার জন্য ❤️❤️❤️

  • @md.rowshonalikhan978
    @md.rowshonalikhan978 12 годин тому +1

    আমি একজন পেনশনভোগী সরকারি কর্মকর্তা। আমার টাকা এতদিন জাতীয় সঞ্চয় ব্যুরো রাখা ছিল। টাকার পরিমাণ ছিল ত্রিশ লাখ।সেখানে সুদ হয় এইজন্য এইজন্য টাকা উঠিয়ে সোনালী ব্যাংক রেখেছি।
    এখন বলেন ইসলামি ব্যাংকে আপনাদের এই প্যাকেজে টাকা রাখলে প্রাপ্ত এই মুনাফা সুদ হবে কিনা? না হলে,কেনো বা কোন কারণে সুদ হবে না,দয়া করে তা একটু বুঝিয়ে কী?

    • @hduniquebangla
      @hduniquebangla  11 годин тому

      আসলে ভাই আমি কোন মাওলানা বা হুজুর না ইউটিউবে অনেক বড় বড় মাওলানাদের ভিডিও আছে ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হবে কিনা, ওই ভিডিওগুলি দেখেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ।

  • @KawserTahmid-w5o
    @KawserTahmid-w5o 2 дні тому +1

    Mashallah good job

  • @GolamHossain-f4e
    @GolamHossain-f4e 18 годин тому +1

    সেলফিন অ্যাপ নিয়ে আপনার ভিডিওগুলো দেখা হয়েছে আপনাকে অনুরোধ করবো বাংলাদেশি নাম্বার দিয়ে আমি সেলফিন ওপেন করি কিন্তু এখন বিদেশে আসার পর সেলফিন ডাউনলোড করে ওই পিনে কাজ হচ্ছে না বিদেশ থেকে কিভাবে পুরাতন সেলফিন চালানো যায় বা পুরানো পাসওয়ার্ড দিয়ে চালানো যায় সে ব্যাপারে একটি ভিডিও আপলোড দিবেন

    • @hduniquebangla
      @hduniquebangla  18 годин тому

      আন্তরিকভাবে দুঃখিত ভাই সেলফিন এখন লগইন বা রেজিস্টার করতে হলে যে নাম্বার দিয়ে ব্যাংক একাউন্ট খোলা অথবা আগে যে নাম্বারে সেলফিন রেজিস্টার করা ওই সিম মোবাইলে একটিভ থাকতে হবে না হলে হবে না

    • @GolamHossain-f4e
      @GolamHossain-f4e 18 годин тому

      @hduniquebangla ধন্যবাদ ভাই বিস্তারিত জানানোর জন্য

    • @GolamHossain-f4e
      @GolamHossain-f4e 18 годин тому

      তিন মাসের জন্য ডিপিএস নিয়ে করা আপনার ভিডিওটি পুরোটি দেখলাম কিন্তু আমার জানবার বিষয় 3 মাস পরে ডিপোজিট ভেঙ্গে টাকা সব উত্তোলন করা যাবে কিনা

  • @arifhossain1966
    @arifhossain1966 Місяць тому +3

    অনেক সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @mdtipusultan3799
    @mdtipusultan3799 День тому +1

    সুদের রূপরেখার গবেষণাকেন্দ্রের ভূমিকায় রয়েছে ---------- ইসলামী ব্যাংক।।

  • @mobarok-z2y
    @mobarok-z2y 2 дні тому +1

    ভাই ৬ মাসের মেয়াদি প্রফিট সম্পর্কে একটি ভিডিও দিবেন, ৮ লক্ষ টাকার

    • @hduniquebangla
      @hduniquebangla  2 дні тому

      ভাই ৬ মাস মেয়াদে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে

  • @SalimKhan-p1w
    @SalimKhan-p1w 14 годин тому +1

    আমি যদি মুনাফার টাকা তিন অথবা পাঁচ বছর না উঠাই তাহলে কি হবে?

    • @hduniquebangla
      @hduniquebangla  13 годин тому

      তাহলে ওই মুনাফার টাকায় আবার মুনাফা পাবেন

  • @ShahidulIslam-sq1yl
    @ShahidulIslam-sq1yl Місяць тому +5

    আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরব থেকে বলতেছি আচ্ছা ভাই আমি সেলফিন দিয়ে ফিক্স ডিপোজিট করব কিভাবে ভাই জানাবেন

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইজান সেলফিন দিয়ে ফিক্সটি ডিপোজিট করা যায়

    • @ShahidulIslam-sq1yl
      @ShahidulIslam-sq1yl Місяць тому

      @@hduniquebangla আচ্ছা ভাই সৌদি আরব থেকে কি সফটওয়্যার মাধ্যমে করতে পারব

  • @MR-MOHON
    @MR-MOHON 24 дні тому +2

    ধন্যবাদ ভাইজান

    • @hduniquebangla
      @hduniquebangla  17 днів тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ

  • @MdNazmulHasan-gz5xt
    @MdNazmulHasan-gz5xt Місяць тому +3

    ধন্যবাদ

  • @MDARIFULISLAM-rq8op
    @MDARIFULISLAM-rq8op Місяць тому +4

    ভাইজান ইসলামী ব্যাংকের একাউন্ট ব্যালেন্স কিভাব মোবাইলে চেক করবো,, আগের সিস্টেমে হচ্ছেনা কেনো

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান এই সার্ভিসটি আপাতত বন্ধ করে রেখেছে

  • @HasanurRahman-b8h
    @HasanurRahman-b8h Місяць тому +2

    ভাই আমি আপনার মাধ্যমে বলতে চাই ব্যাংকের এটিএম বুথ গুলো খুলে দেওয়া হোক টাকার লিমিট বেঁধে দেওয়া হোক তবুও বুথ গুলো খুলে দেওয়া হোক বিশেষ করে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      ভাইজান খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরতে হবে

  • @abdusshahidmahmood8592
    @abdusshahidmahmood8592 6 днів тому +1

    আমি একজন প্রবীন নাগরিক, বয়স ৭২। আমার প্রায় ৫ লাখ টাকা নগদ সঞ্চয় আছে৷ এই টাকাটা আমি ইসলানী ব্যাংকে কোন স্কীমে বিনীয়োগ করতে চাই যা থেকে প্রতিমাসে মুনাফা পেতে পারি যা আমার সাংসারিক ব্যয় নির্বাহে কাজে আসবে৷ আমি প্রতিমাসে মুনাফা তুলতে চাইলে সেরকম কোন স্কীম কি ইসলামী ব্যাংকের আছে? দয়াকরে জানালে উপকৃত হবো। আপনাকে ধন্যবাদ।

    • @hduniquebangla
      @hduniquebangla  6 днів тому +1

      বুঝতে পারলাম ভাই আপনার সব কথাই কিন্তু প্রতিমাসেই আপনি মুনাফা টাকা পাবেন না তিন মাস পর পর উঠাইতে পারবেন

  • @GgGh-qj6vb
    @GgGh-qj6vb Місяць тому +2

    ভাই পাসপোর্ট দিয়ে ইসলামী ব্যাংকে সেভিং একাউন্ট খুলছি তিন বছর হয়েছে ছার এখন অ্যাকাউন্ট ঠিক থাকবে টাকা কিন্তু লেনদেন করতেছি নাকি কোন সমস্যা হবে জানাবেন

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান মাঝে মধ্যে লেনদেন করলে একাউন্টের কিছুই হবে না

  • @shoponislam5051
    @shoponislam5051 Місяць тому +3

    আসসালামুয়ালাইকুম ভাই আমি সৌদি আরব থেকে বলছি আমার ইসলামী ব্যাংকে 6 লক্ষ টাকা আছে আমি কি নতুন করে আবার টাকা রাখবো

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      হ্যাঁ ভাই অবশ্যই পারবেন

    • @AisaBegum-u9y
      @AisaBegum-u9y Місяць тому

      নিশ্চিতে রাখতে পারেন

  • @mdmilonislam1588
    @mdmilonislam1588 3 дні тому +1

    1.5 লাখ টাকা রাখতাম 2বছর জন্যে কোন ডিপোজিট না এফডিআর

    • @hduniquebangla
      @hduniquebangla  3 дні тому

      ৩৬ মাস মেয়দে এফডিআর করেন

  • @md.awladhossain1374
    @md.awladhossain1374 Місяць тому +1

    আসসালামু ওয়ালাইকুম ভাইজান আপনার কথায় আসসাস ফিরে পাই..
    Sibl এর কি খবর ভাইজান

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      টেনশন এর কিছু নাই ভাই ধৈর্য ধরেন সব ব্যাংক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই

  • @MDJAHADHOSSAIN-e2n
    @MDJAHADHOSSAIN-e2n 6 днів тому +1

    আমাকে একটা একাউন্ট ওপেন দিতে পারবেন ইসলামি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট ১০০ টাকার

    • @hduniquebangla
      @hduniquebangla  6 днів тому

      স্টুডেন্ট একাউন্ট সেভিংস একাউন্ট খোলার নিয়ম একই কিভাবে ইসলামী ব্যাংকে নতুন একটি একাউন্ট খুলতে হয় মোবাইলের মাধ্যমে সেই বিষয়ে আমার চ্যানেল একটা ভিডিও আছে ভিডিওটা দেখেন

    • @MDJAHADHOSSAIN-e2n
      @MDJAHADHOSSAIN-e2n 6 днів тому

      আমি চেষ্টা করেছি হচ্ছে না

  • @Badsha-z4q
    @Badsha-z4q Місяць тому +4

    ভাই আমি ১৫ বছর দরে টাকা রাকি কিন্তু কুনু মুনাফা পাই না কেনও ১ মাসে ১ হাজার টাকা হইলে তো অনেক বেশি টাকা পাওয়ার কথা কিন্তু পাইনা কেনও ভাই

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +2

      ভাইজান এই ভিডিওতে কিন্তু বলছিলাম সেভিংস একাউন্টে কোন ধরনের মোনাফা দেয়া হয় না

  • @travel_59
    @travel_59 Місяць тому +2

    আমার স্টুডেন্ট একাউন্ট আছে। আমার লেনদেন অনেক বেশি হয়ে যায়, স্টুডেন্ট একাউন্টে যা কাম্য নয়। আমার একাউন্টের কি কোন সমস্যা হবে জানাবেন প্লিজ। আর মাসে লেনদেন তো অনেক করি কিন্তু কত করলে কোন সমস্যা হবে না..?

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      ভাইজান স্টুডেন্ট একাউন্টের একটা লিমিট আছে লিমিটের বাইরে আপনি লেনদেন করতে পারবেন না অতএব আপনি যা লেনদেন করেন এতে সমস্যা হওয়ার কোন কথা না

    • @banglabd7041
      @banglabd7041 Місяць тому

      ভাই আমি একটা ইসলামী স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইতেছি কি কি ডকুমেন্ট লাগবে। অথবা আমি কি আমার মোবাইল ফোন দিয়ে খুলতে পারবো ​@@hduniquebangla

  • @BANGLAGAAN-qh9wj
    @BANGLAGAAN-qh9wj Місяць тому +5

    সেলফিন এর মাধ্যমে, 5 বছরের ফিস ডিপোজিট একাউন্ট খোলা যায় ভাই জানাবেন।

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      হ্যাঁ ভাই খোলা যায়

  • @rm-news-bd
    @rm-news-bd Місяць тому +2

    Thanks ❤

  • @MaishaJannat-d7u
    @MaishaJannat-d7u 5 днів тому +4

    দশ বছরের ডিপোজিট প্রতি মাসে ২০০০ টাকা করে রাখার পর ১লক্ষ হলে কি মাসে ৮৫০টাকা আসবে পেলে উত্তর দিবেন প্লিজ

    • @hduniquebangla
      @hduniquebangla  4 дні тому

      আপনি যেভাবে বলতেছেন এটা হচ্ছে ডিপিএস একাউন্ট আর ডিপিএসের ক্ষেত্রে এরকম মুনাফা পাবেন না

  • @RimaAkter-w2r
    @RimaAkter-w2r 15 днів тому +1

    আসসালামুয়ালাইকুম।ভাইয়া, আমি যদি এক লক্ষ টাকা এফডিআর করি তিন বছরের জন্য , পরে যদি দরকার হয় এক দেড় বছর পর, তাহলে কি টাকা তুলতে পারব।

    • @hduniquebangla
      @hduniquebangla  14 днів тому

      হ্যাঁ ভাই তুলতে পারবেন কিন্তু কোন মুনাফা পাবেন না

  • @bdby
    @bdby Місяць тому +1

    স্যার সোনালী ব্যাংকে কি এই সিস্টেম আছে কিনা দয়া করে জানাবেন আমি ফিক্স ডিপোজিট করতে চাই এফডিআর 5 বছরের বা 3 বছরের জন্য প্রতি মাসে মুনাফা কত আসতে পারে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      হ্যাঁ ভাইজান অবশ্যই আছে আর সোনালী ব্যাংকের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে দেখেন

  • @SoronBiswas-or6bp
    @SoronBiswas-or6bp 22 дні тому +2

    ভাইয়া ডিপি এস সাথে কি সেভিংস একাউন্ট কোন যোগ সুত্র আছে নাকি।। সেভিংস একাউন্ট আলাদা ডি পি এস আলাদা তাইনা ভাইয়া।।।।। ডি পি এস এও সুদ পাব ফিকক্স একাউন্ট সুদ পাব তাইনা ভাই

    • @hduniquebangla
      @hduniquebangla  18 днів тому

      না এমন কোন বিষয় নেই

    • @SoronBiswas-or6bp
      @SoronBiswas-or6bp 18 днів тому

      thank you vaia...amar dps ace...ek pagole bollo tai... Torko holo pagol kichutei amar kotha manlo na.

  • @LamiayMalaysia
    @LamiayMalaysia Місяць тому +2

    ভাই ৩০ লাখ টাকা এক বছরের জন্য কি এফ ডিয়ার করতে পারবো ইসলামি ব্যাংকে একটু জানাবেন ভাই......

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      হ্যাঁ ভাই অবশ্যই পারবেন

  • @MdSohel-yq2fl
    @MdSohel-yq2fl 28 днів тому +2

    ভাই ইসলামী ব্যাংক থেকে চেক বই দিয়ে বর্তমানে একবারে কত টাকা উত্তোলন করা যায়

  • @mosabbirhussain6177
    @mosabbirhussain6177 20 днів тому +1

    এক বছরের fdr করলে, কয় পাস পরে প্রফিট আসবে???( ইসলামী বেংকে )

    • @hduniquebangla
      @hduniquebangla  18 днів тому

      প্রতি তিন মাস পর পর প্রফিট আসবে

  • @HanifIslam-im6gr
    @HanifIslam-im6gr Місяць тому +1

    ভাইয়া উত্তোর আসা করি
    ৪ লাখ টাকার এ এফ ডি আর 1 বছরের জন্য করলে আমি যদি বিদেশ থাকি তাইলে কি অটো রিনিও হবে পর বর্তিতে।৷

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান ব্রাঞ্চে ফোন দিয়ে কথা বললে ওনারা অটো রিনিউ করে দিবে

  • @mdrussell5690
    @mdrussell5690 Місяць тому +1

    ভাই ফাস্ট সিকিউরিটি ব্যাংক সম্পর্কে একটু জানাবেন

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান টেনশনের কিছু নাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবস্থা মোটামুটি স্বাভাবিক হইতে আর কয়েকদিন সময় লাগবে

  • @mdforid2251
    @mdforid2251 Місяць тому +4

    ভাই শুনছি ইসলামী ব্যাংক দেউলী হয়ে গেছে এটা কি বাস্তব নাকি

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      ভাই সম্পূর্ণই ভুল ধারণা এটা গুজব

    • @KhadijaDipa-n4h
      @KhadijaDipa-n4h Місяць тому +1

      আমি ইসলামী ব্যাংকে ডিপিএস করেছিলাম মেয়াদ শেষ এ তারা পুরো টাকাই আমাকে দিয়েছেন।

  • @mdrifathasanrabbi-my9od
    @mdrifathasanrabbi-my9od Місяць тому +1

    ভাইয়া আমি ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে চাচ্ছি। আর পড়াশোনার পাশাপাশি ব্যবসা করি। প্রতি সপ্তাহে কিছু করে টাকা জমা রাখতে চাই। এটা কি আমার জন্য সেফ হবে জানাবেন প্লিজ।

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      হ্যাঁ ভাই অবশ্যই সেভ হবে টেনশনের কিছু নাই করতে পারেন

    • @mdrifathasanrabbi-my9od
      @mdrifathasanrabbi-my9od Місяць тому

      @@hduniquebangla ভাইয়া আমিতো স্টুডেন্ট একাউন্ট খুলবো। সুতরাং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জমা রাখতে পারবো।
      আমি প্রতি সপ্তাহে টাকা জমা রাখতে চাই।

  • @muhammedzahirulislam4359
    @muhammedzahirulislam4359 Місяць тому +6

    ৷ আপুনি নিরদ্বিধায় ইসলামি ব্যাংকে টাকা রাখতে পারেন , বাংলাদেশ ব্যাংক থেকে গেরান্টি দেওয়া হয়েছে।

  • @ShoponKhan-xl8vl
    @ShoponKhan-xl8vl Місяць тому +2

    ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ

  • @mdpappu4045
    @mdpappu4045 Місяць тому +1

    Vijan Ami bidesh thaka account khulta chi r account kular pora ami amar account a taka send korbo then oi account thaka ki ami Bangladesh er j kono bank account a taka send korta parbo i meen transaction korta parbo r amar account chack Korar jonno kono app ki asa please janaben

    • @hduniquebangla
      @hduniquebangla  28 днів тому

      হ্যাঁ ভাইজান সবকিছুই করতে পারবেন কোন সমস্যা নাই

  • @rayhansheikh651
    @rayhansheikh651 Місяць тому +1

    ভাই আমি সৌদি আরব থেকে ইসলামি ব্যাংক এ একটা এ্যাকাউন্ট খুলি ,এবং এ্যাকাউন্টের সাথে এড করে ৩বছর মেয়াদে একটা ডিপিএস ওপেন করি ,এখন ৩ বছর পর জখন আমার ডিপিএস এর মেয়াদ শেষ হয়ে জাবে ,মেয়াদ শেষে এডিপিএস এর টাকা কি আমার এ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে জাবে নাকি আমার ব্যাংক থেকেআলাদা ভাবে ডিপিএস টাকা উঠানো লাগবে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      ভাইজান এই ব্যাপারে সরাসরি ব্রাঞ্চে কথা বলতে হবে

    • @tanbircox1847
      @tanbircox1847 Місяць тому

      ব্যাংকে কথা বললে আপনার একাউন্টে চলে যাবে

  • @mumenrahim
    @mumenrahim 28 днів тому +1

    ভাই আমি যদি পাচলাখ টাকা রাখি।পতি মাসে লাভের টাকা উটাইতে পারবোনি জানাইবেন ওকে ভাই।

    • @hduniquebangla
      @hduniquebangla  27 днів тому

      ভাইজান প্রতি তিন মাস পর পর লাভের টাকা উঠাইতে পারবেন

    • @mumenrahim
      @mumenrahim 21 день тому

      @@hduniquebangla ভাই আমার নয়লাখ টাকা আছে ইসলামি বাংকে এই গুমি এপ ডি আর মেয়াদ শেস হয়েছে। এখন পরিবর্তন করে পতি তিন পর পর লাভ উটাবো।পরিবর্তন। করা যাবেনি।জানাইবেন

  • @DdR-dt7xc
    @DdR-dt7xc Місяць тому +2

    ইসলামী ব্যাংকে টাকা রাখলে ১২% দূরের কথা তো আসল ও পাওয়া যাইবে না

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      এটা আপনার সম্পূর্ণই ভুল ধারণা

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাবনাচিন্তা বদলাতে হবে ভাই

    • @HumayunAhmed-y4n
      @HumayunAhmed-y4n 11 годин тому

      Tik bolsen vai amr ashol je taka raksi ulto ta aro kete ney

  • @ayeshaakter8512
    @ayeshaakter8512 21 день тому +1

    ৩ লাখ টাকা ৩ বছরের জন্য রাখলে মাসে কত টাকা পাবো এবং বছরে কত টাকা পাবো

    • @hduniquebangla
      @hduniquebangla  18 днів тому

      ভাইজান তিন থেকে ছয় লক্ষ টাকা নিয়ে অলরেডি আমার চ্যানেলে আরো একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখেন

  • @ashabuddin1823
    @ashabuddin1823 22 дні тому +1

    আসসালামু আলাইকু।ভাই আমি ইসলামী ব্যাংক টাকা রাখেসি। ৫লাক কোন লাভ দেই নাই।

    • @hduniquebangla
      @hduniquebangla  18 днів тому

      ভাইজান সেভিংস একাউন্টে কোন মুনাফা দেয়া হয় না

    • @ashabuddin1823
      @ashabuddin1823 18 днів тому +1

      @@hduniquebangla কোন একাউন্টে মুনাফা পাওয়া যায়

  • @kazinezamulislam3822
    @kazinezamulislam3822 Місяць тому +1

    ১০ বছর ফিক্সডিপোজিট করলে মাসে কত? ৫ বছর পর কত পাবো?

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান ফিক্সড ডিপোজিট ৫ বছরের বেশি করা যায় না পাঁচ বছরের কত পাবেন সেটা এই ভিডিওতে দেখাইছি

  • @AminulIslam-iz8xg
    @AminulIslam-iz8xg Місяць тому +1

    আসসালামু আলাইকুম ভাই ৩ মাসের হিসেবে টাকা রাখলে কতো মুনাফা আসবে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান এফডিআর সম্পর্কে আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা দেখেন

  • @BangalirBangaliyana-l8w
    @BangalirBangaliyana-l8w Місяць тому +1

    আমি যদি ২ লক্ষ ফিক্সড ডিপজিট করার পর ৪ মাস পর ২ লক্ষ উত্তোলন করতে চাই, তাহলে মুনাফা বা আসল কত টাকা পাবো??

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ম্যাচ শেষ হওয়ার আগে এফডিআর বা ফিক্সটি ডিপোজিট ভাঙলে আপনি মুনাফা পাবেন না এমনকি মূল টাকা থেকেও কিছু কেটে নেয়া হবে

    • @BangalirBangaliyana-l8w
      @BangalirBangaliyana-l8w Місяць тому

      তাহলে বললেন যে,৩ মাস পর লাভ উত্তোলন করতে পারবো?

    • @tanbircox1847
      @tanbircox1847 Місяць тому

      ৪৫০০

    • @tanbircox1847
      @tanbircox1847 Місяць тому

      ৫৫০০

  • @NurIslam-q9v
    @NurIslam-q9v Місяць тому +1

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ একটি কথা বলব আজ ব্যাংক গ্রাহকদের লোন দেওয়া হোক এ বেপারে কথা বলুন

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান আপাতত লোন সার্ভিসটি বন্ধ আছে তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে ইনশাল্লাহ

  • @shahin81552
    @shahin81552 Місяць тому +1

    এই মুহূর্তে ইসলামী ব্যাংকে টাকা রাখলে টাকা ফেরত পাবো কিনা গ্যারান্টি আছে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ১০০% গ্যারান্টি আছে ভাই ইসলামী ব্যাংকের এক টাকাও মাইরা যাবে না টেনশনের কিছু নাই

    • @farjanapoly-d5r
      @farjanapoly-d5r Місяць тому

      সসাল ইসলামি বেনকের অবস্থা খুবি খারাপ ৫ হাজার টাকাও তুলা জাচ্ছে না মানুষ তার জমানো টাকা পুরো টা ফিরে পাবে কিনা কুন গেরান্টি নাই

  • @sayedhossian6533
    @sayedhossian6533 Місяць тому +2

    আসসালামু আলাইকুম ভাই।আমি একজন প্রবাসী। আমার অ্যাকাউন্ট তো অলরেডি বিশ থেকে ত্রিশ লাখ টাকা আছে জামা । আমি এখন টাকা সাহস পাইতাছি না কি করলে ভালো হবে একটু জানাবেন প্লিজ 🙏🙏🙏👈 আমি কি নিশ্চিন্তে আরও টাকা রাখতে পারব

    • @tanbircox1847
      @tanbircox1847 Місяць тому +2

      ্আপনি দেশে এসে জায়গা কিনে রাখেন, এটাই সবচেয়ে ভাল

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান নিশ্চিন্তে থাকতে পারেন আপনার টাকার কিচ্ছু হবে না ইনশাল্লাহ

  • @mahbubrahman9373
    @mahbubrahman9373 25 днів тому +1

    😂😂 ভাইও আন্নে এতো হিসাব-নিকাশ লই রাইত্ত্যা ঘুমান কেন্নে ?😅😅😅

  • @GgGh-qj6vb
    @GgGh-qj6vb Місяць тому +1

    সেভিং একাউন্ট টাকা রাখলে মুনাফা কত পার্সেন্ট পাব

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      আন্তরিকভাবে দুঃখিত ভাই সেভিংস একাউন্টে কোন মুনাফা দেয়া হয় না

  • @প্রেমানন্দ-স৯ঝ

    একক নামে সর্বোচ্চ কত কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা যাবে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান এই ব্যাপারে সরাসরি আপনার ব্রাঞ্চে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে মানে যে ব্রাঞ্চের আন্ডারে আপনি টাকা রাখবেন

  • @ashrafulalomsiddiki803
    @ashrafulalomsiddiki803 Місяць тому +1

    আসসালামু আলাইকুম,,,
    ভাইজান,,,
    আমার ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে আমার একাউন্ট আছে।
    কোন সমস্যা হবে? 😊

    • @ashrafulalomsiddiki803
      @ashrafulalomsiddiki803 Місяць тому

      আমারও আছে,,,,, 😪😪
      টেনশনে আছি

    • @hduniquebangla
      @hduniquebangla  28 днів тому +1

      ভাইজান টেনশনের কোন কারণ নাই

    • @ashrafulalomsiddiki803
      @ashrafulalomsiddiki803 28 днів тому

      @@hduniquebangla আমি আপাতত জমা করতেছি,, টাকা তোলার দরকার নাই,,,, আনুমানিক ২/৩ মাসের বিতর লেনদেন স্বাভাবিক হবে কি?

    • @ashrafulalomsiddiki803
      @ashrafulalomsiddiki803 28 днів тому

      @@hduniquebangla 💞

  • @sumoaktar1367
    @sumoaktar1367 Місяць тому +1

    মানুষের টাকা দিতে পারছে না আবার নতুন করে টাকা জমা রাখবে এ কথা ভাবলেন কেমন করে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      ভাই আপনার মত চিন্তাভাবনা যাদের তাদের জন্য ভিডিও করি নাই হাজার হাজার মানুষ এফডিআর করতেছে ফিক্সড ডিপোজিট করতেছে তাদের জন্য ভিডিও করেছি কারণ শুরুতেই বলছি যাদের ইসলামী ব্যাংকের উপর আস্থা নাই তাদের ভিডিও দেখার দরকার নাই

  • @mdarfatuddinbabluma.u.b765
    @mdarfatuddinbabluma.u.b765 Місяць тому +2

    গুগলে ইসলামিক ব্যাংকের ব্যালেচ চেক করা যাচ্ছে না কেন

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      আন্তরিকভাবে দুঃখিত ভাই এই সার্ভিস টি আপাতত বন্ধ আছে

    • @mdarfatuddinbabluma.u.b765
      @mdarfatuddinbabluma.u.b765 Місяць тому

      @@hduniquebangla
      নতুন কোনো সিস্টেম নাই

  • @imdadhaque8284
    @imdadhaque8284 Місяць тому +4

    কবে থেকে এ মুনাফা কার্যকর,,????আমি তো একদম কম পাইতাম

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান ১-৭-২০২৪ তারিকে এই মুনাফা ঘোষণা করা হয়েছে

    • @hafeza5784
      @hafeza5784 Місяць тому

      এক লাখ কতো টাকা করে পাইতেন

  • @matirmanoshmatir
    @matirmanoshmatir Місяць тому +1

    আসসালামুয়ালাইকুম ভাই আপনার সাথে কিছু কথা বলতে পারবো না কি আমি প্রবাসি

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক আছে ফেসবুকে আসেন

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফেসবুকে লিংক আছে ফেসবুকে আসেন

  • @khosboaktar8907
    @khosboaktar8907 Місяць тому +1

    FDR r ki prbash theke korte parbo

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      যদি আপনার সেলফিন রেজিস্টার করা থাকে তাহলে করতে পারবেন

    • @khosboaktar8907
      @khosboaktar8907 Місяць тому

      @@hduniquebangla IBBL Ismart ase hbe bai

  • @লঞ্চলাভাররাসেল

    এজেন্ট শাখায় টাকা রাখলে কি সেম হিসাব হবে

  • @RaihanSiddikFahim
    @RaihanSiddikFahim Місяць тому +7

    আমি ৩০০০০০ টাকা জমা রাখতে চাই ২ বছরের জন্য ইসলামি ব্যাংকে। কোন ধরনের হিসাব খুললে মুনাফা বেশি পাবো? স্থায়ি হিসাব করলে কত % করে মুনাফা দিবে?

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +3

      ফিক্সড ডিপোজিট করতে পারেন ১১.০০% মুনাফাহার পাবেন

    • @RaihanSiddikFahim
      @RaihanSiddikFahim Місяць тому

      @@hduniquebangla ধন্যবাদ

    • @shahin81552
      @shahin81552 Місяць тому

      টাকা ফেরত পাবো কিনা গ্যারান্টি আছে

    • @lizajweel3118
      @lizajweel3118 Місяць тому

      Inshallah​@@shahin81552

    • @mz19747
      @mz19747 Місяць тому

      ​@@shahin81552Guarantee ahce. Sure.🎉

  • @imranmiaallahkobulkrukamin3763
    @imranmiaallahkobulkrukamin3763 4 дні тому +2

    তিনবছরের জন্য ফিস্ট ডিপোজিট করলে মাসে মাসে কি লাভ উঠাতে পারবো?,

    • @hduniquebangla
      @hduniquebangla  4 дні тому

      ভাইজান প্রতি তিন মাস পর পর লাভ উঠাইতে পারবেন

  • @জ্ঞানীদেরকথা
    @জ্ঞানীদেরকথা Місяць тому +1

  • @miamohammadkausar7696
    @miamohammadkausar7696 Місяць тому +1

    islami bank branch number kivhabe pabo...??

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      আমার চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে আই ব্যাংকিং এর ডেবিট অ্যাপ্রুভাল ফর্ম ডাউনলোড করে ব্রাঞ্চে জমা দিতে হয় ওই ভিডিওটা দেখেন ওই ভিডিওতে ব্রাঞ্চের ইমেইল ফোন নাম্বার বের করার অপশন দেখাইছি

    • @miamohammadkausar7696
      @miamohammadkausar7696 Місяць тому

      @@hduniquebangla thanks

  • @sultanashirin5960
    @sultanashirin5960 Місяць тому +2

    ৩/৫ বছরের আগে ডিপোজিট ভাঙতে পারবো??

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাঙতে পারবেন ভাই কিন্তু আপনি মুনাফা পাবেন না

  • @AhmedShafiq-i5f
    @AhmedShafiq-i5f Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @uzzalkhan3712
    @uzzalkhan3712 6 днів тому +1

    ১৫ বছরের জন্য রাখা যাবে

  • @NilNandi2023
    @NilNandi2023 24 дні тому +2

    আট বছরের জন্য 50 হাজার টাকা রাখা আছে কত টাকা পাওয়া যাবে

    • @hduniquebangla
      @hduniquebangla  17 днів тому

      ভাইজান ৫০ হাজার টাকা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন

  • @mdnuruddin8751
    @mdnuruddin8751 Місяць тому +1

    ভাই বিদেশ থেকে কি ভাবে সেলপিন একাউন্ট খুলবো?
    জানালে উপকার হতো

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      বিদেশ থেকে কিভাবে সেলফিন একাউন্ট খুলবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে

  • @MdFazlul-qd4mt
    @MdFazlul-qd4mt Місяць тому +3

    Dps পারশেন কত

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ডিপিএস নিয়ে একটা ভিডিও করবে সামনের দিকে ইনশাআল্লাহ

    • @Rapidvideoana
      @Rapidvideoana Місяць тому

      Ji please early​@@hduniquebangla

  • @hamidzaman4907
    @hamidzaman4907 22 дні тому +1

    পূর্বে করা এফ ডি আর এর হিসাব কি এই ভাবেই করা হবে? Please জানাবেন

    • @hduniquebangla
      @hduniquebangla  18 днів тому

      হ্যাঁ ভাই এখন থেকে নতুন হিসেবেই হবে

  • @arifhossain1966
    @arifhossain1966 Місяць тому +1

    ভাই আপনার কাছে অনুরোধ বিমানের টিকেট কিভাবে কাটে এ নিয়ে খুব দ্রুত একটি ভিডিও দিবেন আপনার অপেক্ষায় রইলাম

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ওকে ভাই চেষ্টা করব ইনশাআল্লাহ

    • @mostofa2274
      @mostofa2274 Місяць тому

      বিমানের টিকিট কাটতে হলে আগে পাখির মতো আকাশে ওড়ার প্রশিক্ষণ কোর্স কমপ্লিট করতে হবে.... তারপর আপনি এমনি এমনি আপনার ফেজবুকে টিকিট পেয়ে যাবেন ​@@hduniquebangla

  • @MDALAMIN-ic7wf
    @MDALAMIN-ic7wf Місяць тому +2

    ভাই আমি সৌদি আরব থাকি দেশে গিয়েছিলাম আই ব্যাংকিং একটি একাউন্ট খুলেছিলাম এখন মোবাইল ফরমেট দেওয়ার পর এখন আর আসতেছে না

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক আছে ফেসবুকে আসেন দেখি কি সমস্যা

  • @mokhtarhossain6203
    @mokhtarhossain6203 Місяць тому +1

    ছয় বছরের জন্যে ৫/৬ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখলে কি ডাবল লাভ পাওয়া যাবে/

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান ডাবল মুনাফার স্কিম নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখেন

  • @NahiduzzamanNahid-l5z
    @NahiduzzamanNahid-l5z Місяць тому +1

    এখন এখানে টাকা রাখা কী নিরাপদ

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      ভাইজান ১০০% নিরাপদ টেনশন এর কিছু নাই

    • @NahiduzzamanNahid-l5z
      @NahiduzzamanNahid-l5z Місяць тому

      @@hduniquebangla আমি FDR করতে চাই

  • @MdSohel-yq2fl
    @MdSohel-yq2fl 7 днів тому +1

    বাই বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের মধ্যে টাকা জমা রাখা কি নিরাপদ দয়া করে সঠিক একটা সিদ্ধান্ত দিবেন টাকা জমা রাখলে সেভিংস এর মধ্যে কতটুকু নিরাপদ

    • @hduniquebangla
      @hduniquebangla  7 днів тому +1

      ভাইজান ১০০% নিরাপদ টেনশন এর কিছু নাই টাকা রাখতে পারেন

  • @billalhassan3380
    @billalhassan3380 Місяць тому +1

    আমি ১০০০০০ টাকা তিন বছরের জন্য রাখলাম। তিন মাস পর ৭৭৯.১৬ টাকা লাভ পেলাম। আমি লাভের টাকা তুললাম না। তাহলে আমি পরের তিন মাস পরে কি আরও একটু বেশি লাভ পাব?

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      হ্যাঁ ভাই অবশ্যই বেশি পাবেন

    • @rayanahmedsajal7144
      @rayanahmedsajal7144 Місяць тому

      ভাই আগের মতো এখন ইসলামী ব্যাংক বেলেচ্স চেক করা যায় না কেনও​@@hduniquebangla

  • @abulkalam15059
    @abulkalam15059 Місяць тому +1

    আসসালামু আলাইকুম , আপনার সাথে কি কথা বলার কোন মাধ্যম আছে? বন্ড এর ব্যাপারে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক আছে ফেসবুকে আসেন

  • @Mamun2014Ahosan
    @Mamun2014Ahosan День тому +1

    কাজের চেয়ে কথা বেশী বলেন

    • @hduniquebangla
      @hduniquebangla  23 години тому

      তারপরেও তো বুঝতে সমস্যা হয় অনেকে বলে বুঝি নাই

  • @s.m.farhadhussain1741
    @s.m.farhadhussain1741 Місяць тому +3

    যারা মূল টাকা দিতে পারে না তার আবার লভ্যাংশ দিবে শুনলে হাসি পায়

    • @SaikatIban
      @SaikatIban Місяць тому

      নির্দিষ্ট করে বলেন কোন শাখা থেকে কত টাকা কে পায় নাই

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      আপনাকে কে বলছে মুল টাকা দিতে পারে নাই

    • @khadizakhanom1933
      @khadizakhanom1933 Місяць тому +2

      ami to agent theke o kal 200000 tk tullam

    • @RobiulIslam-lk6lt
      @RobiulIslam-lk6lt Місяць тому

      আওয়ামী লীগের বংশধর

    • @HhHh-rz8hb
      @HhHh-rz8hb Місяць тому

      ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ৩ লক্ষ টাকা উঠাইছি।
      শাখা লক্ষীপুর

  • @ShorifIslam-c4l
    @ShorifIslam-c4l Місяць тому +1

    আমার একাউন্ট থেকে ৮৫০ টাকা কেটে নিছে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান ইসলামী ব্যাংকের কল সেন্টার একটু যোগাযোগ করেন উনারা ডিটেলস বলে দিবে কি কারণে টাকা কেটেছে

  • @arifhossain1966
    @arifhossain1966 Місяць тому +1

    ভাই আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      চেষ্টা করি ভাই ইনশাআল্লাহ

  • @omarsharif1694
    @omarsharif1694 Місяць тому +2

    থালতু প্যাঁচাল কম করলে আরো ভাল হতো ।

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      বাংলা লেখাটা ও ঠিকভাবে লিখতে পারেন না 😄😄😄

  • @mdforid2251
    @mdforid2251 Місяць тому +1

    bhai to devriya Ke Samne

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      আন্তরিকভাবে দুঃখিত ভাই বুঝলাম না আপনার কথা

  • @TofazzalHossenKhan
    @TofazzalHossenKhan 4 дні тому +1

    হারাম কাজের বয়ান।

    • @hduniquebangla
      @hduniquebangla  3 дні тому

      ইসলামী ব্যাংকের টাকা রাখলে হারাম হবে কিনা এই বিষয়ে ইউটিউবে অনেক বড় বড় মাওলানাদের ভিডিও আছে ভিডিওগুলি দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন। কারণ মূল সমস্যা হচ্ছে অল্পবিদ্যায় ভয়ংকারি

  • @MdFoysel-ko7dg
    @MdFoysel-ko7dg Місяць тому +2

    ভাই আপনি তো ইসলামি ব্যাংক নিয়ে অনেক রিচাজ করেন। আপনার মতে জানতে চাই। ইসলামি বাংকে টাকা রেখে লাভ খাওয়া হালাল কি না।আলেম দের মতে জানা শেষ। তারা তো বলতেছে হালাল। তো আপনার মতে জানাবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ
    কারণ আপনি সত্যিটা জানবেন মনে করি।

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому +1

      আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি কোন মাওলানা বা হুজুর না এই ব্যাপারে আলেমদের মতামত যেটা সেটাই রাইট

    • @hridoyhasankhorsu1201
      @hridoyhasankhorsu1201 Місяць тому

      সেইম প্রশ্ন আমারও
      এখন কথা হলো আমি ইসলামি ব্যাংক ৪লাখ এফডিআর করেছি
      ৩মাসের জন্য।৩মাস পড়ে লাভ আসছে ৭৫১৭টাকা
      এখন এই টাকা কি করবো বুঝতে পারতেছিনা
      ব্যাবহার করবো নাকি গরিব মানুষ দেখে দিয়ে দিব।

  • @mdtuhin63
    @mdtuhin63 Місяць тому +1

    ভাই আমি প্রবাসী এসেছি ১ বছর কিন্তু আমার কোন একাউন্ট নেই আমার মায়ের মিডল্যান্ড ব্যাংকে একাউন্টে যদি মান্থালী কিছু টাকা সেভ করি পরবর্তীতে দেশে এসে আমি টাকাগুলো তুলতে পারবো কিনা মায়ের মাধ্যমে

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      হ্যাঁ ভাই অবশ্যই পারবেন

  • @MdSamat-oe4mc
    @MdSamat-oe4mc 13 днів тому +1

    ভাই আমিতো মেয়াদে করিনাই ৩অনা ৫ওনা কোনো সমস্যাহবে

    • @hduniquebangla
      @hduniquebangla  12 днів тому

      না ভাই সমস্যা নাই

  • @Badsha-z4q
    @Badsha-z4q Місяць тому +1

    ভাই আমি পবাসি সেবিং একাউন্ট ৩+ ৪ লাক টাকা জমা রাকলে কেমন মুনাফা পাবো পিলিজ উতর দিবেন

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান এই ভিডিওতে আপনার এই প্রশ্নের অ্যানসার দিছি আপনি হয়তো ভিডিওটা ভালোভাবে দেখেন নাই

    • @Badsha-z4q
      @Badsha-z4q Місяць тому

      @@hduniquebangla ভাই হু লাস্টে সুনসি আমি আপনার কিছু কথা মনে বল পাই ইনশাআল্লাহ

  • @BaiBavi
    @BaiBavi Місяць тому +1

    ইসলামে আছে সুদ খাওয়া যাবে না তাহলে ইসলামিক ব্যাংক সুদের নামে মুনাফা দেয় ক্ষতি হবে না তো ভাই

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হবে কিনা এই বিষয়ে ইউটিউবে অনেক বড় বড় মাওলানাদের ভিডিও আছে ভিডিওগুলি দেখেন আশা করি বুঝতে পারবেন

    • @BaiBavi
      @BaiBavi Місяць тому

      @@hduniquebangla ব্যাংকে রাখেন আর মানুষকে দেন সত্য সুদি সেখানে আবার মওলানাদের ফতুয়া দরকার কি করা নেই তো উল্লেখ আছে সুদ কুরআনের কথা শুনবো না মাওলানাদের কথা শুনবো কার কথা

  • @MurshidaKhatun-k8c
    @MurshidaKhatun-k8c 12 днів тому +1

    ধন্যবাদ

    • @hduniquebangla
      @hduniquebangla  12 днів тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ

  • @MDHosanAli-t6w
    @MDHosanAli-t6w 6 днів тому +1

    আমি যদি চাই ২ লক্ষ টাকা পাঁচ বছর পরে লাভ শাওয়ার কত পাব

    • @MDHosanAli-t6w
      @MDHosanAli-t6w 6 днів тому +1

      মাসে লাভ না নিয়ে বছর শেষে নেব

    • @hduniquebangla
      @hduniquebangla  6 днів тому

      মেয়াদ শেষে মূলধন এবং লাভের টাকা একসাথে নিতে পারবেন সমস্যা নাই

  • @RaihanSiddikFahim
    @RaihanSiddikFahim Місяць тому +1

    আমি ৩০০০০০ টাকা জমা রাখতে চাই ২ বছরের জন্য ইসলামি ব্যাংকে। কোন ধরনের হিসাব খুললে মুনাফা বেশি পাবো? স্থায়ি হিসাব করলে কত % করে মুনাফা দিবে?

    • @hduniquebangla
      @hduniquebangla  Місяць тому

      ভাইজান ফিক্সড ডিপোজিট করতে পারেন এটাই ভালো হবে আপনার জন্য ১১.০০% মুনাফা পাবেন

    • @Md.omer.1111
      @Md.omer.1111 Місяць тому

      যাহারা আগে রাখা আছে তাহারা কি পাবে

  • @onlyfootballtalking
    @onlyfootballtalking Місяць тому +1

    ❤❤❤❤