আজ পাঁচ দিন ধরে আমি ফিটকিরি ব্যবহার করছি ডিওডোরেন্টের বদলে। এই পাঁচ দিন ধরে "ঘামের" কোন গন্ধ নেই। Under arm ব্যবহার করে যে কি উপকার পেয়েছি সে আপনাকে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন দাড়ি কাটার পর ফিটকিরি ব্যবহার করছি বহুদিন ধরে, আজ আপনার জন্য জানতে পারলাম যে ফিটকিরির উপকারিতা আর কি-কি আছে। এজন্য আপনাকে অশেষ -- অশেষ ধন্যবাদ। স্বাস্থ্যের উপর আপনার অন্য ভিডিওগুলো আমি ফলো করি এবং ব্যবহার করার চেষ্টা করি। আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি ।
মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতের ইনফেকশন হতে রক্ষা করে এগুলো আগেই জানি কিন্তু স্কিন ইনফেকশন ও চর্মরোগ থেকে অনেক টাই মুক্তি মিলে এটি জানা ছিল না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভ সকাল
আপনার এপিছট প্রদর্শনে খুবই উপকৃত হবে। ফিটকিরি কিন্তু রেডিওর মতো হয়ে গেছিলো, আপনার এপিছট প্রদর্শনে ইন্টারনেট ও টিভির যোগ্যতা স্থান পেয়ে গেলো । আমার লেখা স্পষ্ট হলো না তবু আপনার এপিছট প্রদর্শনে উপকৃত হব এটা সত্য। ধন্যবাদ আপনাকে।
ফিটকিরির জীবন মুখি উপকারিতা সম্পর্কে আপনি যে বিবরণ দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনি সুস্থতার সাথে বেঁচে থাকুন এবং এ ধরনের জীবন উপকারী আরও তথ্য দিয়ে আমাদেরকে ধন্য করুন আল্লাহ আপনার সহায় হোন।
জনাব মুখার্জি , অনেক অনেক ধন্যবাদ আপনাকে । বেশীরভাগ উপকারিতা আমার জানা ছিল না । আজ বুঝতে পারলাম ফিটকিরি কতটা valuable resource . // অধ্যাপক আল - আমীন , ঢাকা ।
দাদা নমস্কার। খুব ভালো ভাবে শুনলাম, খুব ই উপকারী ভি ভি ও। এছাড়া আরও অনেক উপকার রয়েছে যেমন- ১) ছানা তৈরির জন্য অল্প পরিমাণ ফিটকিরি জলে গুলে গরম দুধে মিশিয়ে নিন খুব তাড়াতাড়ি ছানা হয়ে যাবে , তবে মনে রাখতে হবে খুব ই কম পরিমাণে জলে মিশিয়ে ব্যাবহার করতে হবে। ২) রাজস্থানের প্রসিদ্ধ মিষ্টি ' মিল্ককেক' তৈরি করতে ফিটকিরি ব্যবহার করা হয়।
@@azaztemp ছানা তৈরির জন্য দুধ গরম করে ফোটাতে হবে। অন্যদিকে এক কাপ জলে ফিটকিরির টুকরো মিশিয়ে নিন তারপর সেই জল চামচ দিয়ে ২/৩ চামচ মেশান,গরম দুধের প্রকৃতি পরিবর্তন বুঝতে পারবেন। এবার প্রয়োজন মত আরো ২/১চামচ মেশান, ধীরে ধীরে ছানা জমাট বেঁধে যাবে। ১ লিটার দুধে ২ গ্ৰাম এর বেশি প্রয়োজন হবে না। কিছু ক্ষন পর কাপড় দিয়ে ছেঁকে ছানার জল আলাদা রেখে দিন (পরবর্তী সময়ে শুধু এই জল দিয়ে ই ছানা তৈরি করুন) এবং তৈরি ছানা সাধারণ ঠান্ডা জলে কিছুক্ষন ভিজিয়ে রেখে আবার কাপড়ে ছেঁকে ব্যবহার করুন।
11:23 বাঃ চমৎকার লাগলো আপনার পরামর্শ গুলো। শুধু দাঁতের সমস্যা আর আফটার শেভ এর কথাই জানা ছিল। আর সবগুলোই নতুন। হ্যাঁ পটেটো চিপস বানানোর সময় আলুকে শক্ত করতেও কাজে লাগে বটে । 🙏
আজ পাঁচ দিন ধরে আমি ফিটকিরি ব্যবহার করছি ডিওডোরেন্টের বদলে। এই পাঁচ দিন ধরে "ঘামের" কোন গন্ধ নেই। Under arm ব্যবহার করে যে কি উপকার পেয়েছি সে আপনাকে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন দাড়ি কাটার পর ফিটকিরি ব্যবহার করছি বহুদিন ধরে, আজ আপনার জন্য জানতে পারলাম যে ফিটকিরির উপকারিতা আর কি-কি আছে।
এজন্য আপনাকে অশেষ -- অশেষ ধন্যবাদ।
স্বাস্থ্যের উপর আপনার অন্য ভিডিওগুলো আমি ফলো করি এবং ব্যবহার করার চেষ্টা করি।
আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি ।
মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতের ইনফেকশন হতে রক্ষা করে এগুলো আগেই জানি কিন্তু স্কিন ইনফেকশন ও চর্মরোগ থেকে অনেক টাই মুক্তি মিলে এটি জানা ছিল না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভ সকাল
আপনার ভক্ত, খুব ভালো লাগে , ভগবান আপনাকে সুস্থ রাখুন, আপনি জগতের মানুষ দের ভালো রাখার মহান প্রয়আস চালিয়ে যান। শুভ রাত্রি
ধন্যবাদ।ভীষণ নিরহংকার এক চেহারার মানুষ আপনি।আপনার এই প্রতিবেদনটি ও ভীষণভাবে সর্বসাধারণ এর গ্রহণীয় হবে।
আপনার এপিছট প্রদর্শনে খুবই উপকৃত হবে। ফিটকিরি কিন্তু রেডিওর মতো হয়ে গেছিলো, আপনার এপিছট প্রদর্শনে ইন্টারনেট ও টিভির যোগ্যতা স্থান পেয়ে গেলো । আমার লেখা স্পষ্ট হলো না তবু আপনার এপিছট প্রদর্শনে উপকৃত হব এটা সত্য। ধন্যবাদ আপনাকে।
দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো একটা পরামর্শ দিয়েছেন।
আসলে এই ব্যাপারটা আগে আমরা জানতাম না আপনার পেইজে আসার পরে সব জানলাম আপনাকে ধন্যবাদ।।
ফিটকারি র এত গুন সব জানলাম। আপনি এত ভালো বোঝান
সত্যিই বোঝার মতো।
আপনার এই ভিডিওটি অসাধারণ। জল পরিশোধন এবং দাড়ি কামানোর পর ফটকিরি ঘষা ছাড়া অন্য অনেক কিছুই জানতাম না। এই ইনফোরমেটিভ ভিডিওর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস দিয়েছেন। 🥰🥰
ফিটকিরির জীবন মুখি উপকারিতা সম্পর্কে আপনি যে বিবরণ দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনি সুস্থতার সাথে বেঁচে থাকুন এবং এ ধরনের জীবন উপকারী আরও তথ্য দিয়ে আমাদেরকে ধন্য করুন আল্লাহ আপনার সহায় হোন।
😊ি 11:51
যদি সত্যি হয় দাদাকে স্যালুট
ধন্যবাদ
অসাধারণ। এতো সব জানা ছিলো না। আমাদের প্রাত্যহিক জীবনে এই তথ্য গুলো জানা খুবই জরুরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ণাইচ
ফটকিরির উপকারিতা জেনে খুব ভাল লাগল ।ধন্যবাদ ডাক্তার বাবু
জনাব মুখার্জি , অনেক অনেক ধন্যবাদ আপনাকে । বেশীরভাগ উপকারিতা আমার জানা ছিল না । আজ বুঝতে পারলাম ফিটকিরি কতটা valuable resource . // অধ্যাপক আল - আমীন , ঢাকা ।
খুব ভালো লাগলো ঠাকুর আপনার দীঘায়ু করুন নমস্কার
খুবই চমৎকার একটি পোস্ট
অসাধারণ একটি ওষুধ আমরা অনেকেই জানিনা কিন্তু আপনার কাছে শুনেছি পথমcongrlations
After sv use, water purification, brush with toothpaste fitkiri mixegulo jana chilo, baki gulo aj janm , khub valo laglo, thank u
Apnar video gulo kub kajer dada. Sadaron manus kub upokrito hoye.
আপনাকে অনেক ধন্যবাদ! সেভ করার পর ফিটকারীর ব্যবহার ছাড়া অন্য কিছু জানতাম না।
আপনার ফিটকারি সব উপকারিতারই অতি গুরুত পূর্ন । কোনোটাই বাদ দেয়া যায় না। আপনাকে ধন্যবাদ ।
mm
স্যার আপনাকে ধন্যবাদ জানাই আপনার স্বাস্থ্যকথা অনুযায়ী নিজেকে প্রয়োগ করি তাতে উপকার পাচ্ছি
Khub bhalo anek kichu jana gelo phitkirir upokarita anek anek dhonyobad
ধন্যবাদ স্যার৷ আপনার কথা শুনে খুব উপকার হইল। স্যার ফিটকিরির গুঁড়ো নোকের কুনি সারাতে ভালো কাজ করে।
ফিটকারী এতব্যবহার কখন জানতাম না। অনেক ধন্যবাদ।বাংলাদেশ চটগ্রাম ।
খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে এইভাবে সুন্দর সুন্দর কথা আপনার কাছ থেকেই পাই। আরও অনেক ভিডিও আপনার দেয়া পড়েছি খুবই ভালো লাগে।
অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য।
জাযাকাল্লাহু খইরন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আপনার ভালো করুন।
Allahu Akbar Allahu Akbar Allahu Akbar
Amin
আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে খুব উপকারী অনেক তথ্য জানতে পারলাম,।
আপনার এই ভিডিও আমার জীবনে দেখা, সব চেয়ে সেরা ভিডিও, ধন্যবাদ,
আমি এসব জানতাম না এখন আমি আপনার ভিডিও দেখে ব্যবহার করছি আয়রন পানিতে খুব উপকার পাচ্ছি। ধন্যবাদ ভাই
Many many thanks. 90% ojana chilo. Ei rokom aro vdo korun please
খুব ভালো লাগলো ফিটকিরির উপকারিতা জেনে আমার গলায় ভীষণ ব্যথা কিছুই খেতে পারিনা আজ আমি আপনার কথা মত এই ওষুধ টা ব্যবহার করব অনেক ধন্যবাদ
অনেক অজানা নিয়ম জানলাম আপনাকে ধন্যবাদ
আপনি সুন্দর,!আপনার বক্তব্যসুন্দর!এবং ততোধিক সুন্দর এই ফিটকিরি 🙏♥♥♥
ধন্যবাদ আপনাকে আপনার কথা গুলো একদম সত্য একটাও ফেলে দেয়া যায়না।জয় হোক আপনার
Sir khub upokari suggestions delan thankyou.
. . . . ছোটবেলায় বাবাকে দেখতাম দাড়ি কামানোর পর ফিটকিরি লাগাতে। ব্যস্ এইটুকু জানতাম। এখন অনেক উপকারিতা জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
ফিটকারি পাওডার সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম ধন্যবাদ স্যার আপনাকে। বেকিং সোডাও ব্যাক্টেরিয়া কিল করে।
ফিটকিরির উপকারিতা আমি বাবার কাছে জেনেছি আপণার কাছে আরো কিছু জেনে খুবই উপকৃত হলাম নমস্কার
চৈতালি চক্রবর্তী সেনগুপ্ত ফিটকিরি সবসময়ে ঘরেই থাকে, এর অনেক গুলো টিপস দিলেন। আমার সব কয়টি কাজে লাগবে। ধন্যবাদ ডাক্তার বাবু।
বেশির ভাগ উপকারিতাই জানতাম না।ধন্যবাদ দাদা
সত্যিই দারুন উপকারী বার্তা দিয়েছেন। খুব দরকার ছিল। অনেক ধন্যবাদ এইজন্য।
আপনাকে, অসংখ্য, অসংখ্য অসংখ্য, ধন্যবাদ, আল্লাহ তায়ালা, যেনো আপনাকে, সদা সর্বদা প্রফুল্লচিত্তে রাখেন, ভালো রাখেন,।
আপনাকে অশেষ ধন্যবাদ জানাই । অজানা তথ্য জানতে পেরে খুবই উপকৃত হইলাম । ভালো থাকুন সুস্থ থাকুন ।
অনেক কিছুই জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার এই ভিডিওটি খুব কম খরচের ।তাই মধ্য বিত্ত মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ।
খুব ভালো লাগছে উপকার হবে আশা করছি, ধন্যবাদ
দাদার অলৌকিক উপদেশের জন্য শতকোটি প্রণাম ।
জাজাকল্লা খয়রোণ।
আপনার কাছে ফিটকিরির অনেক গুনের কথা জানতে পারলাম তাই আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই রাজশাহী থেকে
Khubvalolaglo. Anek. Kischu. Jante. Parlam
ফিটকিরি জল পরিশোধনেও কাজে লাগে। প্রয়োজনীয় বিষয়ে আলোচনা অনেক কিছু জানতে পেরে সমৃদ্ধ হলাম।। ধন্যবাদ জানাই আপনাকে ।
ধন্যবাদ দাদা...আশাকরি অনেকের কাজে লাগবেই লাগবে....
খুব সুন্দর একটি ভিডিও আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
Madam bleclo class a,tai sarch dilm.tnx onk upokari amder boi a aca
ফিটকিরির যে উপকারিতার কথা গুলো আপনি বলেছেন, তার কনোটাই আমার জানা ছিলোনা, অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য ❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপনার সম্প্রচারের জন্য ।
ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা রইল দীর্ঘায়ু কামনা করি হরেকৃষ্ণ দণ্ডবৎ প্রভু প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল জয় রাধা মাধব দণ্ডবৎ সকলকে ।
আপনাকে ধন্যবাদ ।এই আলোচনা আমাদের কে সমৃদ্ধ করে।
১০০ ভাগ সত্য কথা।পরশ পাথর বলে এক কল্পিত পাথরের কথা শোনা যায় যা কেউ দেখেনি। কিন্তু ফটকিরি সত্যিকারের পরশ পাথর।
আপনাকে অশেষ ধন্যবাদ।কাটা ঘায়ে ,গলার ইনফেকশন, পানীয় জল পরিশোধনের, দাঁতের যন্ত্রনায় ব্যবহার জানতাম।
সেভ করার পর ফিটকারী ব্যাবহার, পানি সোধন ছাড়া আর কিছু জানতাম না, ধন্যবাদ আপনাকে।
Apnar ato rakam upkar ar Katha satyai ajana chilo,akhon sune likhe raklam. Anek dhanyabad apnake.🙏🇮🇳👍
অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো বিডিঅ দেখে
আপনার সব তথ্য আমি মেনে চলি।আপনাকে অসেষ অসেষ ধন্যবাদ
ধন্যবাদ জানাই
ভালো থাকবেন।
দাড়ি কাটার আর দাঁতে ব্যাথার উপশমটা জানতাম, বাদবাকিগুলো জানতাম না... আপনাকে শত ধন্যবাদ৷
Khub sundor video.
Upkrito hoychi.
Apnake Thanks ❤
অনেক অনেক ধন্যবাদ স্যার
এতো উপগার ফিটকারিতে,
Khub sundor.sabi Jana tobuo anchoring excellent.
খুব চমৎকার এবং অত্যাবশ্যক বিষয়ে অবগত কথার জন্য ধন্যবাদ জানাই।
সুস্থ থাকুন খুবই ভালো থাকুন আপনি ও আপনার family মেম্বার oshonkhyo dhonyobad 🙏🙏
খুব ভালো লাগলো। জানতাম - দাড়ি কামানোর পরে , দাঁতের ব্যথায়, দাঁত পরিস্কার করার জন্য(তবে এত বিশদ ভাবে নয়), জল শোধনের জন্য, ছানা কাটানোর জন্য ব্যবহার।
(উৎস - ডাঃ মহেশ ভট্টাচার্যের হোমিওপ্যাথিক পারিবারিক চিকিৎসার বই)
জানতাম না - চর্মরোগ নিরাময়ে, ব্রন ও মুখের কাল দাগ পরিস্কারে, জিভের ঘায়ে ব্যবহার।
অসাধারণ জানতাম দাড়ি কাটার পরেই এটা দেয়া হয় আর খাবার জলে দেয়া হতো
সবাই খুব সুন্দর টেস্ট দিয়েছে তার জন্য
খুবই ভালো এবং কার্যকরী একটি প্রতিবেদন। তবে জল পরিশুদ্ধ করার জন্য খুব বেশি দিন ব্যবহার করলে(পানীয়) কোষ্ঠকাঠিন্য দেখা দেবার প্রবণতা আছে ফিটকিরি তে।
আয়রন দূর করার জন্য পানিতে ফিটকিরি দীর্ঘদিন ব্যবহার করলে কি কিডনিতে কোন সমস্যা হতে পারে বা চর্ম রোগ হতে পারে ফিটকারির দরুন?
দাদা নমস্কার।
খুব ভালো ভাবে শুনলাম, খুব ই উপকারী ভি ভি ও।
এছাড়া আরও অনেক উপকার রয়েছে যেমন-
১) ছানা তৈরির জন্য অল্প পরিমাণ ফিটকিরি জলে গুলে গরম দুধে মিশিয়ে নিন খুব তাড়াতাড়ি ছানা হয়ে যাবে , তবে মনে রাখতে হবে খুব ই কম পরিমাণে জলে মিশিয়ে ব্যাবহার করতে হবে।
২) রাজস্থানের প্রসিদ্ধ মিষ্টি ' মিল্ককেক' তৈরি করতে ফিটকিরি ব্যবহার করা হয়।
ছানা এবং মিল্ককেক তৈরি করতে দুধ ও ফিটকিরির অনুপাত বললে খুব ভালো হতো।
@@azaztemp
ছানা তৈরির জন্য দুধ গরম করে ফোটাতে হবে।
অন্যদিকে এক কাপ জলে ফিটকিরির টুকরো মিশিয়ে নিন তারপর সেই জল চামচ দিয়ে ২/৩ চামচ মেশান,গরম দুধের প্রকৃতি পরিবর্তন বুঝতে পারবেন। এবার
প্রয়োজন মত আরো ২/১চামচ মেশান, ধীরে ধীরে ছানা জমাট বেঁধে যাবে।
১ লিটার দুধে ২ গ্ৰাম এর বেশি প্রয়োজন হবে না।
কিছু ক্ষন পর কাপড় দিয়ে ছেঁকে
ছানার জল আলাদা রেখে দিন (পরবর্তী সময়ে শুধু এই জল দিয়ে ই ছানা তৈরি করুন) এবং তৈরি ছানা সাধারণ ঠান্ডা জলে কিছুক্ষন ভিজিয়ে রেখে আবার কাপড়ে ছেঁকে ব্যবহার করুন।
11:23 বাঃ চমৎকার লাগলো আপনার পরামর্শ গুলো। শুধু দাঁতের সমস্যা আর আফটার শেভ এর কথাই জানা ছিল। আর সবগুলোই নতুন।
হ্যাঁ পটেটো চিপস বানানোর সময় আলুকে শক্ত করতেও কাজে লাগে বটে । 🙏
Danth er holud er jonno fitkari powder use kora jabe ?
্আমি দাঁতের বেথায় উপকার পেয়ে ছি আপনাকে অনেক ধন্যবাদ
Ami ar upokarita age kichhu janatam. Notun kichhu janlam. Vhalo laglo. ❤
Many Thanks for your kind noble service to all.
আমিফিটকারী দিয়ে সাথে আরো দুটি জিনিসের মিশ্রনে ঘায়ের মলম।ওদাতের মাজন তৈরী করেছি খুব খুব ভালো কাজদেয়
কি উপাদান মিশিয়েছেন ?
ভালো লাগলো বটে! কিন্তু কতটা সত্য তার জন্য এই সব তথ্যের লিংক দেওয়া উচিৎ ছিলো !
Sir khub valo laglo ai sob information pelam thank you
Khoob valo lagloo apner tips gulo thankyou Dada
আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ ভিডিও 👌👍👍🌹
Oalaikum ussalam
ভাইয়া বাংলাদেশ থেকে ভিডিও টি দেখছি,, অনেক ভালো লাগলো,, অজাকে যানলাম,,,
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে
khub valo laglo anek kichu jante parlam
Khub Vallo laghlo.khub Mon dia shunionak kitchu janta pari ..
Nomoskar janaie
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছু শিখে নিলাম।
🎉মাননীয় বেশীর ভাগ জানতাম না খুব উপকার হল
NERVOUS. SYSTEM. PROBLEM. সম্পর্কে ভিডিও. দিলে ভালো হয়
Sab Jana abong ai kori.Thank You also for this video for all.
suject ta birat interesting r knoledge jokto ,tnq sir🙏
খুব ই উপকৃত হলাম , ধন্য বাদ
Very Attrrctiive & miracle item of health benifit of human Uncle.Keep It on.Thanks
মুখে বা দাঁতের ব্যবহার জানা ছিল। বাকী গুলি জানলাম।
অনেককক ধন্যবাদ
ফিটকারীর এত এত উপকার জানাই ছিলো না।
ভালোবাসা ও দোয়া রইলো বাংলাদেশ থেকে। 🙌
অসাধারণ একটি সমস্যা সমাধানের জন্য অনেক অনেক ধন্যবাদ