লাইলী-মজনুর গল্প আমির খসরুর সংস্করণের একটি মুঘল ক্ষুদ্রাকৃতি ; ওয়াল্টার্স আর্ট মিউজিয়াম কায়েস ইবনে মুলাওয়া, লায়লা আল-আমিরিয়ার প্রেমে পড়েছিলেন। তিনি শীঘ্রই তার প্রতি তার প্রেম সম্পর্কে কবিতা রচনা করতে শুরু করেন, প্রায়শই তার নাম উল্লেখ করেন। মেয়েটিকে প্ররোচিত করার জন্য তার আবেশী প্রচেষ্টায় স্থানীয় কিছু লোক তাকে "মজনুঁ" বা মাজ্নূন (যার অর্থ "পাগল") বলে ডাকতে শুরু করে। যখন তিনি বিয়ের জন্য লায়লার হাত চেয়েছিলেন, তখন লায়লার বাবা তা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ মানসিক ভারসাম্যহীন কাউকে বিয়ে করা লায়লার জন্য একটি কলঙ্ক হবে। শীঘ্রই, লায়লাকে জোরপূর্বক তায়েফের সাকেফ গোত্রের অন্য একজন সম্ভ্রান্ত ও ধনী বণিকের সাথে বিয়ে দেওয়া হয়। তাকে লালচে বর্ণের একজন সুদর্শন পুরুষ হিসাবে বর্ণনা করা হয়েছিল, যার নাম ছিল ওয়ার্দ আস-সাকফী। আরবরা তাকে ওয়ার্দ বলে ডাকতো, যার অর্থ "গোলাপ"। মজনুঁ তার বিয়ের খবর শুনে উপজাতীয় শিবির ছেড়ে পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকে। তার পরিবার অবশেষে তার ফিরে আসার আশা ছেড়ে দেয় এবং তার জন্য প্রান্তরে খাবার রেখে যায়। তাকে মাঝে মাঝে নিজের কাছে কবিতা আবৃত্তি করতে বা বালিতে লাঠি দিয়ে লিখতে দেখা যায়। সাধারণত পাওয়া যায় যে লায়লা তার স্বামীর সাথে উত্তর আরবের একটি স্থানে স্থানান্তর হয়, যেখানে সে অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যান। কিছু সংস্করণে আছে লায়লা তার প্রিয়তমকে দেখতে না পেয়ে মন ভাঙার কষ্টে মৃত্যুবরণ করে। পরবর্তীতে মজনুকে লায়লার কবরের কাছে ৬৮৮ খ্রিস্টাব্দে প্রান্তরে মৃত অবস্থায় পাওয়া যায়। সে কবরের কাছে একটি পাথরের ওপর কবিতার তিনটি শ্লোক খোদাই করেছিল, যা শেষ তিনটি পদ তাঁর জন্য দায়ী। তার পাগলামি এবং তার মৃত্যুর মধ্যে আরও অনেক ছোটখাটো ঘটনা ঘটে। তার বেশিরভাগ রেকর্ড করা কবিতা রচিত হয়েছিল তার পাগলামিতে আসার আগে। আমি এই শহর, লায়লা শহরের পাশ দিয়ে যাচ্ছি, এবং এই দেওয়াল ও সেই প্রাচীরকে চুম্বন করছি। এটা সেই শহরের ভালবাসা নয় যা আমার হৃদয়কে মুগ্ধ করেছে, কিন্তু এই শহরের মধ্যে যিনি বাস করেন তার প্রতি। এটি অনেকটা পরবর্তীকালের রোমিও ও জুলিয়েটের মতো অমর প্রেমের একটি করুণ কাহিনী। এই ধরনের প্রেমকে "কুমারী প্রেম" বলা হয় কারণ প্রেমিকরা কখনই বিয়ে করে না বা তাদের আবেগকে পরিপূর্ণ করে না। আরবে স্থাপিত অন্যান্য বিখ্যাত কুমারী প্রেমের গল্পগুলি হল কায়স এবং লুবনা , কুসাইর এবং আজ্জা , মারওয়া এবং আল মাজনুন আল ফারানসি এবং অন্তরা এবং অবলার গল্প । এই সাহিত্যিক মোটিফটি সারা বিশ্বে প্রচলিত, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম সাহিত্যে , যেমন উর্দু গজল।
কায়েস ও লায়লার বংশ সম্পাদনা কায়েস বংশ হলহল:- কায়েসের বংশ হ'ল: কায়স বিন আল-মুলাওয়াহ বিন মুজাহিম বিন-আদস বিন রাবহাহ বিন জা'দাহ বিন কাব বীন বিনাবী বিন - বিন বিনা বাইন বিনত বিনা বাইন বাইন বাইন বাইন বাইন বাইন আদনান । _ তিনি হাওয়াযিন ( العامري الهوازني , আল -ʿআমিরী 'ল-হাওয়াযিনি ) এর আমারি ( বনু আমিরের বংশধর )। আরবীতে: قيس بن الملوّح بن مزاحم بن عدس بن ربيعة بن جعدة بن كعب بن ربيعة بن عامر بن صعصعة معاوية بن بكر بن هوازن بن منصور بن عكرمة بن خصفة بن قيس عيلان بن مضر بن نزار بن معد بن عدنان কায়েস নজদে ৬৪৫ খ্রিস্টাব্দে (হিজরি ২৪ হিজরি ) জন্মগ্রহণ করেন এবং হিজরির ১ম শতাব্দীতে পঞ্চম উমাইয়া খলিফা আবদ আল-মালিক ইবনে মারওয়ানের শাসনামলে ৬৮৮ খ্রিস্টাব্দে (হিজরি ৬৮ হিজরি ) মৃত্যুবরণ করেন। আরব মরুভূমি । কায়েস হলেন দুজন আল-কায়সাইন কবি আল-মুতায়মিন ( আরবি : المتيمين ), অন্যজন হলেন কায়েস বিন ধরীহ ( قيس بن ذريح ), যার নাম " মাজনুন লুবনা ( مجنون لبنى )"। এটি (এক মহিলার দ্বারা) বর্ণিত হয়েছে যে কায়েস 68 হিজরিতে (688 খ্রিস্টাব্দের অনুরূপ) মৃত্যুবরণ করেন, পাথরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় (যেখানে লায়লাকে কবর দেওয়া হয়েছিল) এবং তার লাশ তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। লায়লাসম্পাদনা লায়লার বংশ হল:- লায়লা বিনতে মাহদি বিন সা'দ বিন মুজাহিম বিন আদস বিন রাবিয়াহ বিন জা'দাহ বিন কাব বিন রাবিয়াহ বিন হাওয়াযিন বিন মনসুর বিন আকরামাহ বিন খাসফাহ বিন আবিনান আবিনান বিন আবিনান ) । তাকে বলা হতো "উম্মে মালিক ( أم مالك )"। আরবীতে: ليلى بنت مهدي بن سعد بن مزاحم بن عدس بن ربيعة بن جعدة بن كعب بن ربيعة بن عامر بن صعصعة معاوية بن بكر بن هوازن بن منصور بن عكرمة بن خصفة بن قيس عيلان بن مضر بن نزار بن معد بن عدنان লায়লা নজদে ৬৪৮ খ্রিস্টাব্দে (হিজরী ২৮ হিজরি ) জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যুর তারিখ অজানা। তিনি পঞ্চম উমাইয়া খলিফা আবদ আল-মালিক ইবনে মারওয়ানের শাসনামলে হিজরির ১ম শতাব্দীতে আরবের মরুভূমিতে মারা যান । বনু আমির গোত্রের আন-নাজু' ( النجوع ) নামক একটি শহরে কায়সের চার বছর পরে লায়লার জন্ম হয় । শহরটিকে আজ তার " লায়লা " নামে ডাকা হয় এবং এটি রিয়াদ অঞ্চলের আল-আফলজ প্রদেশের রাজ
অবস্থান সম্পাদনা জাবাল আল-তৌবাদ , সেই পাহাড় যেখানে কায়স এবং লায়লার কাহিনী প্রত্যক্ষ করা হয়েছে বেদুইন মৌখিক ঐতিহ্য থেকে এটি বিশ্বাস করা হয় যে কায়স এবং লায়লা বর্তমানে সৌদি আরবের আল-আফলজ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে "লায়লা" শহরটি বিদ্যমান ছিল। জাবাল আল-তৌবাদ ( جبل التوباد ) সৌদি আরবের রিয়াদ শহর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আল-আফলজ শহরে অবস্থিত । জব্বার ( جبار ) ওয়াদি আল-মুঘল ( وادي المغيال ) এর কেন্দ্রে আল-গায়েল ( الغيل ) গ্রামের কাছে অবস্থিত । এই পাহাড়টি উমাইয়া খলিফা আবদ আল-মালিক বিন মারওয়ানের শাসনামলে হিজরির ৬৫তম বছরে (৬৮৫ খ্রিস্টাব্দে) কায়েস বিন আল-মুলাওয়াহ এবং তার ভাইঝি লায়লা আল-আমিরিয়ার প্রেমের গল্পের সাক্ষী ছিল । পারস্যের কবি নাসির খুসরো হিজরি ৫ম শতাব্দীতে (১০০৯ CE - ১১০৬ CE) "লায়লা" শহর পরিদর্শন করেন এবং জাবাল আল-তৌবাদ পাহাড়ের সাথে এই শহরটিকে সঠিকভাবে বর্ণনা করেন এবং এটি যে দুর্দশায় পরিণত হয়েছিল তা বিশদভাবে বর্ণনা করেন। সেখানে কয়েক মাস কাটিয়েছেন। অঞ্চলটি দারিদ্র্য, অভ্যন্তরীণ কলহ এবং নিরাপত্তাহীনতায় আচ্ছন্ন ছিল।
ধন্যবাদ আপনাদের যারা ভিডিও পোষ্ট করেছেন আর যারা খুব সুন্দর করে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করে দিলেন আমি একটা বই পড়েছিলাম ১৯৪৩ সালের কলকাতার লেখা বইয়ের মূল্য ছিল তখন ১ রুপি ১৫ পযসা আমার বাবা বইটা কিনেছিলেন। সেই বইটার কাহিনিটা ছিল দুজনের প্রেম ছিল লাইলির বিয়ের পর কায়েস পাগল পাগল হয়ে মরুভূমিতে বেশি থাকতেন কিন্তু একটা পর্যায় কাযেস লায়লা লায়লা করে দিন কাটিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত কাযেস আল্লাহর পথে চলে গিয়েছিলেন এমনি একদিন মৃতু বরন করেন লায়লার কবরের পাশে ।
ধন্যবাদ ভিডিও বানানোর জন্য। আমি লাইলি মজনু জানতাম যে এটা কাল্পনিক গল্প। আজ সত্যিটা জানতে পারলাম আপনার জন্য এবং তারা দুজনেই সৌদি আরবের ছিল তা আজ জানতে পারলাম।আমার কাছে খুব অবাক লাগছে যেটা সত্যি একটি ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊
আমি ১৯৯১ সালে দাম্মাম শহর থেকে লাইলী মজনুর পাহাড়ে গিয়েছিলাম।এখানে তোলা আমার ছবি আছে। খুবই সুন্দর দুই পাহাড়ের মধ্য দিয়ে সরু জায়গায় বিশ্রাম করার এবং সুন্দর সুন্দর ছোট হোটেল আছে। তখন কোন টিকেট লাগতো না।
মহান আল্লাহ পাকের সূষটী খুবি সুন্দর জায়গা চিত্র, যা ইউটুবার ভাইজানের ভিডিওর মাধ্যমে দেখার সৌভাগ্য পেলাম, তবে ভিডিও সাথে, লাইলী মজনুর জীবনী, তুলে ধরা উচিত ছিল, তাতে করে যাওয়ার সৌভাগ্য না থাকলেও, ভিডিওর মাধ্যমে তিনাদের জীবনী, টা বুঝতে পারতাম,
HE ALLAH APNIE SHOKLEAR MONE ASHAEY PORNNU KORE DAWO HE ALLAH APNIE KUBOL KUBOL KORVEAN INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH
এই ছোকরা ব্যকগ্রাউন্ড মিউজিক এটা দিও না এটা শুধুমাত্র শাইখ নুরুল ইসলাম ফারুকী র জন্য খাশ, এই রকম একটা সুন্দর নাম দিয়ে (সাহাবিদের পথ) আঞ্চলিক ভাষায় বর্ণনা 😂 ভালো লাগলো না।
না ভাইয়া সেখানে গেলে সওয়াব হবে না এটা ভেবে কেউ যায়না। ভাই আপনি মনে হয় আল্লাহ কে অনেক ভালোবাসেন নবিজির সব সুন্নাত মেনে চলেন। কারন মুমিন সওয়াব ছারা কোনো কাজ করে না। হা তবে হারাম কাজ না করে দেশ ভ্রমণ করা আনন্দ করা এটাও সওয়াবের কাজ। আল্লাহ আমাদের কে তুমার পথে চলার তাওফিক দান করো "আমিন"
লাইলী-মজনুর গল্প
আমির খসরুর সংস্করণের একটি মুঘল ক্ষুদ্রাকৃতি ; ওয়াল্টার্স আর্ট মিউজিয়াম
কায়েস ইবনে মুলাওয়া, লায়লা আল-আমিরিয়ার প্রেমে পড়েছিলেন। তিনি শীঘ্রই তার প্রতি তার প্রেম সম্পর্কে কবিতা রচনা করতে শুরু করেন, প্রায়শই তার নাম উল্লেখ করেন। মেয়েটিকে প্ররোচিত করার জন্য তার আবেশী প্রচেষ্টায় স্থানীয় কিছু লোক তাকে "মজনুঁ" বা মাজ্নূন (যার অর্থ "পাগল") বলে ডাকতে শুরু করে।
যখন তিনি বিয়ের জন্য লায়লার হাত চেয়েছিলেন, তখন লায়লার বাবা তা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ মানসিক ভারসাম্যহীন কাউকে বিয়ে করা লায়লার জন্য একটি কলঙ্ক হবে। শীঘ্রই, লায়লাকে জোরপূর্বক তায়েফের সাকেফ গোত্রের অন্য একজন সম্ভ্রান্ত ও ধনী বণিকের সাথে বিয়ে দেওয়া হয়। তাকে লালচে বর্ণের একজন সুদর্শন পুরুষ হিসাবে বর্ণনা করা হয়েছিল, যার নাম ছিল ওয়ার্দ আস-সাকফী। আরবরা তাকে ওয়ার্দ বলে ডাকতো, যার অর্থ "গোলাপ"।
মজনুঁ তার বিয়ের খবর শুনে উপজাতীয় শিবির ছেড়ে পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকে। তার পরিবার অবশেষে তার ফিরে আসার আশা ছেড়ে দেয় এবং তার জন্য প্রান্তরে খাবার রেখে যায়। তাকে মাঝে মাঝে নিজের কাছে কবিতা আবৃত্তি করতে বা বালিতে লাঠি দিয়ে লিখতে দেখা যায়।
সাধারণত পাওয়া যায় যে লায়লা তার স্বামীর সাথে উত্তর আরবের একটি স্থানে স্থানান্তর হয়, যেখানে সে অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যান। কিছু সংস্করণে আছে লায়লা তার প্রিয়তমকে দেখতে না পেয়ে মন ভাঙার কষ্টে মৃত্যুবরণ করে। পরবর্তীতে মজনুকে লায়লার কবরের কাছে ৬৮৮ খ্রিস্টাব্দে প্রান্তরে মৃত অবস্থায় পাওয়া যায়। সে কবরের কাছে একটি পাথরের ওপর কবিতার তিনটি শ্লোক খোদাই করেছিল, যা শেষ তিনটি পদ তাঁর জন্য দায়ী।
তার পাগলামি এবং তার মৃত্যুর মধ্যে আরও অনেক ছোটখাটো ঘটনা ঘটে। তার বেশিরভাগ রেকর্ড করা কবিতা রচিত হয়েছিল তার পাগলামিতে আসার আগে।
আমি এই শহর, লায়লা শহরের পাশ দিয়ে যাচ্ছি,
এবং এই দেওয়াল ও সেই প্রাচীরকে চুম্বন করছি। এটা সেই শহরের ভালবাসা নয় যা আমার হৃদয়কে মুগ্ধ করেছে,
কিন্তু এই শহরের মধ্যে যিনি বাস করেন তার প্রতি।
এটি অনেকটা পরবর্তীকালের রোমিও ও জুলিয়েটের মতো অমর প্রেমের একটি করুণ কাহিনী। এই ধরনের প্রেমকে "কুমারী প্রেম" বলা হয় কারণ প্রেমিকরা কখনই বিয়ে করে না বা তাদের আবেগকে পরিপূর্ণ করে না। আরবে স্থাপিত অন্যান্য বিখ্যাত কুমারী প্রেমের গল্পগুলি হল কায়স এবং লুবনা , কুসাইর এবং আজ্জা , মারওয়া এবং আল মাজনুন আল ফারানসি এবং অন্তরা এবং অবলার গল্প । এই সাহিত্যিক মোটিফটি সারা বিশ্বে প্রচলিত, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম সাহিত্যে , যেমন উর্দু গজল।
কায়েস ও লায়লার বংশ সম্পাদনা
কায়েস বংশ হলহল:-
কায়েসের বংশ হ'ল: কায়স বিন আল-মুলাওয়াহ বিন মুজাহিম বিন-আদস বিন রাবহাহ বিন জা'দাহ বিন কাব বীন বিনাবী বিন - বিন বিনা বাইন বিনত বিনা বাইন বাইন বাইন বাইন বাইন বাইন আদনান । _
তিনি হাওয়াযিন ( العامري الهوازني , আল -ʿআমিরী 'ল-হাওয়াযিনি ) এর আমারি ( বনু আমিরের বংশধর )।
আরবীতে:
قيس بن الملوّح بن مزاحم بن عدس بن ربيعة بن جعدة بن كعب بن ربيعة بن عامر بن صعصعة معاوية بن بكر بن هوازن بن منصور بن عكرمة بن خصفة بن قيس عيلان بن مضر بن نزار بن معد بن عدنان
কায়েস নজদে ৬৪৫ খ্রিস্টাব্দে (হিজরি ২৪ হিজরি ) জন্মগ্রহণ করেন এবং হিজরির ১ম শতাব্দীতে পঞ্চম উমাইয়া খলিফা আবদ আল-মালিক ইবনে মারওয়ানের শাসনামলে ৬৮৮ খ্রিস্টাব্দে (হিজরি ৬৮ হিজরি ) মৃত্যুবরণ করেন। আরব মরুভূমি ।
কায়েস হলেন দুজন আল-কায়সাইন কবি আল-মুতায়মিন ( আরবি : المتيمين ), অন্যজন হলেন কায়েস বিন ধরীহ ( قيس بن ذريح ), যার নাম " মাজনুন লুবনা ( مجنون لبنى )"। এটি (এক মহিলার দ্বারা) বর্ণিত হয়েছে যে কায়েস 68 হিজরিতে (688 খ্রিস্টাব্দের অনুরূপ) মৃত্যুবরণ করেন, পাথরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় (যেখানে লায়লাকে কবর দেওয়া হয়েছিল) এবং তার লাশ তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল।
লায়লাসম্পাদনা
লায়লার বংশ হল:-
লায়লা বিনতে মাহদি বিন সা'দ বিন মুজাহিম বিন আদস বিন রাবিয়াহ বিন জা'দাহ বিন কাব বিন রাবিয়াহ বিন হাওয়াযিন বিন মনসুর বিন আকরামাহ বিন খাসফাহ বিন আবিনান আবিনান বিন আবিনান ) ।
তাকে বলা হতো "উম্মে মালিক ( أم مالك )"।
আরবীতে:
ليلى بنت مهدي بن سعد بن مزاحم بن عدس بن ربيعة بن جعدة بن كعب بن ربيعة بن عامر بن صعصعة معاوية بن بكر بن هوازن بن منصور بن عكرمة بن خصفة بن قيس عيلان بن مضر بن نزار بن معد بن عدنان
লায়লা নজদে ৬৪৮ খ্রিস্টাব্দে (হিজরী ২৮ হিজরি ) জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যুর তারিখ অজানা। তিনি পঞ্চম উমাইয়া খলিফা আবদ আল-মালিক ইবনে মারওয়ানের শাসনামলে হিজরির ১ম শতাব্দীতে আরবের মরুভূমিতে মারা যান ।
বনু আমির গোত্রের আন-নাজু' ( النجوع ) নামক একটি শহরে কায়সের চার বছর পরে লায়লার জন্ম হয় । শহরটিকে আজ তার " লায়লা " নামে ডাকা হয় এবং এটি রিয়াদ অঞ্চলের আল-আফলজ প্রদেশের রাজ
অবস্থান সম্পাদনা
জাবাল আল-তৌবাদ , সেই পাহাড় যেখানে কায়স এবং লায়লার কাহিনী প্রত্যক্ষ করা হয়েছে
বেদুইন মৌখিক ঐতিহ্য থেকে এটি বিশ্বাস করা হয় যে কায়স এবং লায়লা বর্তমানে সৌদি আরবের আল-আফলজ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে "লায়লা" শহরটি বিদ্যমান ছিল।
জাবাল আল-তৌবাদ ( جبل التوباد ) সৌদি আরবের রিয়াদ শহর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আল-আফলজ শহরে অবস্থিত । জব্বার ( جبار ) ওয়াদি আল-মুঘল ( وادي المغيال ) এর কেন্দ্রে আল-গায়েল ( الغيل ) গ্রামের কাছে অবস্থিত । এই পাহাড়টি উমাইয়া খলিফা আবদ আল-মালিক বিন মারওয়ানের শাসনামলে হিজরির ৬৫তম বছরে (৬৮৫ খ্রিস্টাব্দে) কায়েস বিন আল-মুলাওয়াহ এবং তার ভাইঝি লায়লা আল-আমিরিয়ার প্রেমের গল্পের সাক্ষী ছিল ।
পারস্যের কবি নাসির খুসরো হিজরি ৫ম শতাব্দীতে (১০০৯ CE - ১১০৬ CE) "লায়লা" শহর পরিদর্শন করেন এবং জাবাল আল-তৌবাদ পাহাড়ের সাথে এই শহরটিকে সঠিকভাবে বর্ণনা করেন এবং এটি যে দুর্দশায় পরিণত হয়েছিল তা বিশদভাবে বর্ণনা করেন। সেখানে কয়েক মাস কাটিয়েছেন। অঞ্চলটি দারিদ্র্য, অভ্যন্তরীণ কলহ এবং নিরাপত্তাহীনতায় আচ্ছন্ন ছিল।
ধন্যবাদ আপনাদের যারা ভিডিও পোষ্ট করেছেন আর যারা খুব সুন্দর করে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করে দিলেন আমি একটা বই পড়েছিলাম ১৯৪৩ সালের কলকাতার লেখা বইয়ের মূল্য ছিল তখন ১ রুপি ১৫ পযসা আমার বাবা বইটা কিনেছিলেন। সেই বইটার কাহিনিটা ছিল দুজনের প্রেম ছিল লাইলির বিয়ের পর কায়েস পাগল পাগল হয়ে মরুভূমিতে বেশি থাকতেন কিন্তু একটা পর্যায় কাযেস লায়লা লায়লা করে দিন কাটিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত কাযেস আল্লাহর পথে চলে গিয়েছিলেন এমনি একদিন মৃতু বরন করেন লায়লার কবরের পাশে ।
আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤
❤❤❤
ইয়া আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন আমিন মাশাআল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইনশাআল্লাহ আল্লাহ ভরসা লা ই লা হা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম ফ্রী ফিলিস্তিনি ❤❤❤
আলহামদুলিল্লাহ অনেক ইচ্ছে ছিল দেখার ।
সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি যেন কত সুন্দর তাহলে তিনি যে কত সুন্দর নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না
মাশাল্লাহ । আললাহ কি কুদরত। পাহাড় দেখে মাথা খারাপ হলো। ❤
সুবহানাল্লাহ,,,,,, আল্লাহর সৃষ্টি,,,, সামান্য হোক বা বৃহৎ,,, অনেক সুন্দর
ধন্যবাদ ভিডিও বানানোর জন্য। আমি লাইলি মজনু জানতাম যে এটা কাল্পনিক গল্প। আজ সত্যিটা জানতে পারলাম আপনার জন্য এবং তারা দুজনেই সৌদি আরবের ছিল তা আজ জানতে পারলাম।আমার কাছে খুব অবাক লাগছে যেটা সত্যি একটি ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊
আল্লাহ পাক লায়লি এবং মজনুকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করুক। আমিন
অসংখ্য ধন্যবাদ ঐতিহাসিক স্তান টি দেখানোর জন্য
মাশাআল্লাহ অনেক সুন্দর
মাশাআল্লাহ অনেক সুন্দর।
আলহামদুলিল্লাহ -- আমি ছিলাম আল খারিজ ও কাতিফ শিয়াত তবে শুনেছি দেখি নাই 👋👋
মাশাআল্লাহ খুব সুন্দর
খুবই সুন্দর জায়গা ❤
Đsçon
ছোট বেলায় লাইলী মজনুর গল্পটা শুনেছিলাম ।
ধন্যবাদ দেখানোর জন্য❤
Hi
সৌদি আরবের পাহাড়ি এলাকা গুলো আমার অনেক পছন্দের
Subhanallah Mohan Allahor awporup sristi ki sundawr pahar.laily Mojnur love kahini sunechi aj deklam.
মাশআললাহ অনেক সুন্দর
ওই পাহাড়ে আমি সপ্তাহে একদিন যাই। দাম্মাম আল হাসান। উমরান
আমি ১৯৯১ সালে দাম্মাম শহর থেকে লাইলী মজনুর পাহাড়ে গিয়েছিলাম।এখানে তোলা আমার ছবি আছে। খুবই সুন্দর দুই পাহাড়ের মধ্য দিয়ে সরু জায়গায় বিশ্রাম করার এবং সুন্দর সুন্দর ছোট হোটেল আছে। তখন কোন টিকেট লাগতো না।
আপনাকে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনি যখন গিয়েছেন তখন আমার জন্মই হয়নাই 😄
আমিও গিয়েছি ২০০৫ সালে তখনও টিকেট ছিলোনা,
আলহামদুলিল্লাহ্, আমি ১৯৯৪ /৯৫ সালের দিকে দু বার গেছি।@@sahabaderpoth.emranbinnasi305
@@sahabaderpoth.emranbinnasi305hmm amaro ami 2020 sale gechilam in sha allah abar jabo allah nile
অসাধারণ দারুণ হয়েছে খুব সুন্দর জায়গা
আলহামদুলিল্লাহ
হায় আল্লাহ তুমি ফি লিস্তিনের নিরপরাধী নীড় অস্ত্র মানুষে র উপর তোমার কুদরতের রহমত নাযিল কর ইসলামের বিজয় আমাদেরকে দান করো আমিন
ভাইয়া যে মিউজিক টা ব্যবহার করছেন ওটা কিসের
আপু এটা ইসলামিক মিউজিক
রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের সময় মদিনা বাসীরা এই নাত টি pore🥲বরণ করে নিয়ে ছিলেন
@@shaheenalam5192 এটা নামটা একটু বলেন আমি এটা ডাউনলোড করবো
@@sahabaderpoth.emranbinnasi305 ভাইয়া মিউজিকটা নামটা একটু বলবেন প্লিজ
Mashallha onek sondor.
এগুলো কি পাথরের পাহাড়
জী ভাইয়া
Masahallah
Amin ❤❤❤❤❤
মাশাআল্লাহ
Insha Allah
এতো কষ্ট করে ঝুঁকি নিয়ে যাওয়া ঠিক হবে না, তবে সুন্দর,
লাইলি মজনুর ঘটনা কি সত্য না রূপকথার গল্প
আসলে ভাই যদি লাইলি মজনুর কাহিনীটা বলতেন তবে ভালো লাগতো
সৌদি আরব কি পুরোটাই এমন সুন্দর?
সব জায়গা এমন না ❤
ভাই আমি তো ভাবতাম লাইলী-মজনু একটি কাল্পনিক উপন্যাস, তবে আপনি এই ভিডিওর সাথে ইতিহাস টা তুলে ধরলে ভালো হতো
Onak sundor selo vlog ta. Sylhet taka.
এই পাহাড় কি কৃত্রিম ভাবে বানানো হয়েছে। জানালে ভালো হতো।
ভাই আল্লাহর সৃষ্টি
ইনশাআল্লাহ আমি আর আমার স্বামি যাব আমরা এখন সদৌ আরব দাম্মাম আছি
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
আপনারা সবাই খুবই ভাগ্যবান।
আমার মনে হয় এই পাহাড়ের নাম জাবাল গারা, এই পাহাড়ে কাজের জন্য অনেক বার গিয়েছি।
Correct
Masha'Allah
ভাই আলহাসা থেকে কিভাবে যাবো ইকটু বললে ভালো হয়।
আলহাসা মারজের সাথে
খুব সুন্দর
Mashaallah
আমি 2004 লাইলি মজনুর দেখতে।
গিয়েছিলাম
অনেক সুন্দর
মাশাআল্লহ মাশাআল্লহ মাশাআল্লহ মাশাআল্লহ ❤💚💜💙❤️💔😂
আমার দোকান এই খানে
Mashallah Amin Amin
আমি এই সহরেই থাকি
Subahanallah
আমি হুফুফ আল আহসাতে ছিলাম, জায়গাটি কাছাকাছি সেখান থেকে আর হুফুফেই মজনু বা কায়েছের জন্মস্থান।
Ami murur golchkkor silam
@@delowerhasan1161 কিং আবদুল আজিজ রোডের কোন দিকে এই জায়গাটি
আমিও আল হাসান লাইলি মজনু পাহাড়ে গিয়েছিলাম ২০০৭ সালে খুবই সুন্দর জায়গা
Alhamdulillah
জায়গার নাম জুবাইল গাড়া, আমি হাসা থেকে ২ গিয়ে ছিলাম,
দয়া করে যে কোন জায়গার ভিডিও করলে লোকেশান বলেছেন না কেন। জায়গার নাম বলে দিবেন।
❤❤❤❤❤
Ata kothai
Dammam Al hasa
অনেক সুন্দর,, ডুবাই থেকে দেখছি
Amra jokhon gechilam tokhon ekta tikit 50 riyal kore chilo
Paharer upore uthchilam onek kosto hoichilo
আমি এই এলাকায় থাকি আলহাসা শহর
Sobanallah sobanallah sobanallah sobanallah sobanallah sobanallah sobanallah sobanallah sobanallah sobanallah sobanallah
😂❤
Aami 2000 sal a giyasilam ai phaharer nam jabal gara
আলহামদুলিল্লাহ আমিও একবার গিয়ে ছিলাম দামামা আল হাসা ১০ বছর আগে
❤❤❤❤❤❤❤❤❤
ভিডিও দেখানোর সাথে সাথে এখানকার ইতিহাসও বলার দরকার ছিলো।
Dekanor Jonno thanks
Thank you ❤
Assalamualaikum amar jonne dowa korben Allah Pak jeno Amar gorber sontanta nekkar chele sontan dan koren amin amin amin 😭😭😭
حقق الله أمنياتك الطيبة
ভাই আমরা যখন গিয়েছিলাম তখন কোনটিকেট লাগেনা। 1992 2002
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
Thank you, ❤️
অনভিজ্ঞ ভিডিও।
All these are rocky hills.
ভিডিও ধারণ করাটা একদম ভালো হয় নাই। শুধু টাইম পাস।
❤✌️
NICE
ভাই লোকেশন টা দেন,, আমি যাবো,?
❤
Johor pola koy teha nice nana vai
মহান আল্লাহ পাকের সূষটী
খুবি সুন্দর জায়গা চিত্র,
যা ইউটুবার ভাইজানের
ভিডিওর মাধ্যমে দেখার সৌভাগ্য পেলাম,
তবে ভিডিও সাথে,
লাইলী মজনুর জীবনী, তুলে ধরা উচিত ছিল,
তাতে করে যাওয়ার সৌভাগ্য না থাকলেও,
ভিডিওর মাধ্যমে তিনাদের
জীবনী, টা বুঝতে পারতাম,
কমেন্ট বক্সে জীবন কাহিনী লিখে দেওয়া হয়েছে ওখান থেকে পড়ে নিতে পারেন ধন্যবাদ
الله فى نحن محبت.
হ্যাঁ লাইলি ময়নুল গল্প রূপকথার গল্প এই গল্পটা সত্য না মিত্যা
সত্যি
Laily-Mojnu naaki,
Rupkothar Golpo.....
Asholey kon-taa thik..🤔🤔
Bastob
ভাল
জাজাকাল্লাহ খইর আল্লাহ আপনার মঙ্গল করুক "আমিন"
আপনি আগে কথা বলা শিখেন।
ইনশাআল্লাহ ❤️
কোথায় মক্কা না মদিনায়
দাম্মাম আল-হাসা
এখানে একজন লোক কথা বলে হয়তো ওনার বাড়ি কুমিল্লা
না ভাই
HE ALLAH APNIE SHOKLEAR MONE ASHAEY PORNNU KORE DAWO HE ALLAH APNIE KUBOL KUBOL KORVEAN INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH
এই ছোকরা ব্যকগ্রাউন্ড মিউজিক এটা দিও না এটা শুধুমাত্র শাইখ নুরুল ইসলাম ফারুকী র জন্য খাশ, এই রকম একটা সুন্দর নাম দিয়ে (সাহাবিদের পথ) আঞ্চলিক ভাষায় বর্ণনা 😂 ভালো লাগলো না।
খালি তো হাটাহাটি করলেন। লাইলি মজনু কোথায় ছিলো। কোনো ইতিহাস কিছু আলোচনা দরকার ছিলো। মিছেমিছি একটা ভিডিও 😡
ভিডিও শেষ খাওয়া শুরু 😂
কোন যায়গা নাম বলেন
দাম্মাম আলহাসা
ভুল বলেছেন , এইটা অন্য জায়গা , লায়লা মজনুর জায়গা নয় , , লায়লা আফলাজ , এলাকার নাম , আল খারিজ রোড দিয়ে যেতে হয়
Saudi.Arub.kon.jaiga.Nam.ki
Dammam al hasa
Nazmun srabony
সেই এলাকা গেলে সওয়াব আছে কি!
না ভাইয়া সেখানে গেলে সওয়াব হবে না এটা ভেবে কেউ যায়না। ভাই আপনি মনে হয় আল্লাহ কে অনেক ভালোবাসেন নবিজির সব সুন্নাত মেনে চলেন। কারন মুমিন সওয়াব ছারা কোনো কাজ করে না। হা তবে হারাম কাজ না করে দেশ ভ্রমণ করা আনন্দ করা এটাও সওয়াবের কাজ। আল্লাহ আমাদের কে তুমার পথে চলার তাওফিক দান করো "আমিন"
মানুষ বিভিন্ন যায়গায় যাবে ভ্রমণ করবে এটাই তো স্বাভাবিক এতে বাড়াবাড়ির দরকার কি।
এত খন বিডি ও দেখলাম লাইলি মজনুনু কইতে দেখলাম না ত
মানুষে লায়লা আফরাজ নামে চিনে, এখানে নাকি লায়লা জন্ম স্হান, মনজু ( কায়েস) নাকি ইয়েমেনে নাগরিক চিলেন,
Your content is good but Videography is very poor
Thanks for the suggestion
দেখার মত কিছুই তো নাই