বাচ্চারা যতোই বড় হোক বাবা মা কাছে চিরকাল ছোট থাকে।মেহা যে কখন বড় হয়ে গেছে আমরা তা বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না মেহা খুব স্মার্ট মেয়ে ও ঠিক নিজেকে সামলে নেবে। খুব ভালো থেকো ❤️❤️❤️
সেই ছোট্ট মেহা আজকে একা থাকবে প্রথম বার মা বাবা কে ছাড়া 🥺 সাবধানে থেকো মেহা আর দিদি তুমি চিন্তা করো না , বাট মার মন তো চিন্তা তো একটু হবেই 😊 ভালোবাসা নিও দিদি ♥️।
আমি বাঘাযতীন থাকি ( কলকাতা ) । আমার বাড়ির সামনে স্মার্ট বাজার । কাল কিছু জিনিস আনতে গিয়েছিলাম সন্ধেতে । হটাৎ দেখি পুরো মেহার মতো দেখতে একটা মেয়ে । তার স্কিন টোন ব্ল্যাক । সেম হাইট । সেম ফিগার । সেম বয়স । আমি ওকে আর ওর মা কে তোমার একটা vlog দেখিয়ে মেহাকে দেখলাম । ওরাও দেখে অবাক ।। আমি একজন এর কাছে অনেক বছর আগে শুনেছি , একরকম দেখতে এই পৃথিবীতে 7 জন থাকে ।। আমি নিজেকেও দেখেছি অনেক বছর আগে ট্রেন এ নর্থ বেঙ্গল যাওয়ার সময় ।। ভালো থেকো দিদি তোমরা 😊
বড় হওয়ার সাথে সাথে বাচ্চাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়,, মেহার এখন সাইন্স ক্যাম্প এ যাওয়া, বন্ধুদের সাথে থাকা, নতুন কিছু শেখার প্রবল আগ্রহ। ছোট হলে হয়তো যেতো না, কিন্ত বড় হয়ে গেছে 😊 সত্যিই বাবা মায়ের পক্ষে বাচ্চাদের ছেড়ে থাকা অসম্ভব।
রামা আর মেহাকে দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে... ছোটবেলায় আমার দিদি যখন দুদিনের জন্য এক্সকারশনে গেছিল আমি স্কুল থেকে এসে খুব কান্নাকাটি করেছিলাম দিদিকে না দেখতে পেয়ে... রামাও খুব মিস করবে মেহাকে... আসলে দিদি আর ভাইয়ের সম্পর্কটাই এরকম... ওদের দেখে সেই দিনগুলোকে আবার ফিরে পাই
ছেড়ে দিন। গত ডিসেম্বর আমার মেয়ে ও গেছিল স্কুল থেকে এক সপ্তাহ এর জন্য, আমার মনের অবস্থা ও আপনার মত হয়েছিল। কিন্তু ফিরে আসার পর আমার ধারনা ই বদলে গেছে,অনেক সাবলীল, অনেক সহজ হয়েছে,অনেক mature হয়েছে ।তাই ছেড়ে দিন নিশ্চিন্তে।
মেহা ঠিকই বলে, সত্যি সত্যিই খোলা চুলটা ওর identity, আজই খোলা চুলে একটা মেয়েকে পেছন থেকে দেখে মেহার কথা প্রথম মাথায় এল, একদম তার মেহার মতোই চুল।😍 তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা ❤️নদিয়া থেকে🤗
মা বাবাকে ছেড়ে এই প্রথমবার মেহা একা বাইরে যাচ্ছে..একা থাকবে এই ক'দিন..তাও আবার বন্ধুদের সাথে..এ এক অনন্য অভিজ্ঞতা ৷ প্রথমবার জীবনে একবারই হয় ৷ তুমি মা তো তাই এত চিন্তা হচ্ছে..তুমি চিন্তা কোরো না..ও ফিরে যখন তোমাকে গল্প শোনাবে..তখন দেখবে কত ভালো লাগবে..আমিও এই সময় পার করেছি..😊😊
আমার বড় মেয়ে ক্লাস 4 এ পড়ে, সামনের মাসে ক্লাস 5 এ উঠে যাবে। কিন্তু আজও ও স্কুল গেলে না ফেরা অবধি চিন্তা হয়, এরকমই তো বাবা-মায়ের মন। মেহা খুব সরল মনের মেয়ে, কিন্তু যথেষ্ট বিচক্ষণ। চিন্তা কর না, ও খুব ভালো করে ঘুরে আসবে। Happy and safe journey to Meha ❤
সন্তানদের নিয়ে সারাজীবনই চিন্তা থেকে যায়,মেয়ে হলে তো কথাই নেই।মা বাবার কাছে ছেলেমেয়েদের বয়স যাই হোক না কেন কিছু না কিছু ভাবনা থেকেই যায়।আশাকরি মেহা আনন্দেই কাটাবে।❤
I shifted to Bay area two years back by getting married we are also two daughters and thw way u r guiding to ur daughter reminds me of my maa back in INDIA 🥹 we all grow up so soon by listening to you i feel like i am listening to my maa 5 years back ❤
ছেলে ও মেয়ে যতই বড়ো হয়ে যাক না কেন মা বাবার সর্বদা তাদের নিয়ে চিন্তা হয়.......তুমি চিন্তা করো না ওদের তো ছাড়তেই হবে কোনো না কোনো দিন.....এখন থেকে একটু অভ্যাস হয়ে যাবে।.....মেহা খুব ভালো মেয়ে ও খুব ভালো থাকবে।...... চিন্তা করো না...... ভালো থেকো সকলে ❤❤❤❤
meha tomar maa jete baron korche tai jeona bhogoban naa korun tumi kono somossay porle tomar sob friends ra kintu tomay chere debe kintu tomar maa tomay charte parbena tai maa jaa bolche koro
আমি এই বছর hs দিলাম আমিও কদিন পর ক্যাম্প যাবো কিন্তু আমার মা তোমর কথা গুলো বলেছে দেশের বাইরে বা ভেতরে থাকুক না কেন সব বাঙালি জাতি রা বোধ হয় এমনি হয় ❤
তোমার রান্না ঘরটা যেরকম সাজানো আর সুন্দর বাসন গুলো সেরকম মানানসই। মেহা যে বড় হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে ।বিদেশের এই ব্যাপার গুলোই বাচ্চাদের সাবলম্বী করে তোলে। চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। ওর বাংলাটা শুনতে আমার খুব ভালো লাগে। 🥰🥰🥰
আমি recent December এই college theke 10 দিনের excursion এ গিয়েছিলাম MP ,, আমিও যাবার আগে ভয় ই পেয়েছিলাম যে এতো দিন নিজে একটা ব্যাগ অবধি গুছাইনি ওখানে পুরো টা টুর কিভাবে আমি ম্যানেজ করব সব কিছু । but ওখানে গিয়ে দেখলাম যে আসলেই আমি অনেক সহজেই ভেবে চিন্তে নিজের disition টা নিতে পারছি কি করা উচিত সেই সময় । একা না গেলে হয়তো সেটা শিখতে বা বুঝতেও পারতাম না ,, আর ওখানে গিয়ে আমার বন্ধু স্যার ম্যাম দের সাথে যে bonding সেটা ঠিক ভাবে তৈরি ই হতো না ,,🥰🥰 ও অনেক কিছু শিখে আসবে দেখো 😁😁
Mahua chinta koro na . Amar maye o jokhon giyechilo amar o tomar moto monayr obosta chilo. Neha khubee intelligent maye tik sabdhaney thakbay. Maa dayr chinta sob somai thakay. All the best Neha ❤️❤️❤️
কাকিমা, মেহা আমার ছোটো বোনের মতো ❤...ওকে যে আমার কি ভালো লাগে ta বলে বোঝাতে পারবো না... ওর কথা গুলো এতো সুন্দর.. কি সুন্দর মনে করে করে বাংলা বলে🤭🤭...plz খারাপ মনে করো না ওর জন্য আমি বেশি আপনার video দেখি 🙃🙃.. কি সুন্দর একটা মেয়ে❤❤❤
Ma Sha Allah ❤️ khub sundor vabe sob kisu korsen ... Apu akta bisoy janar cilo..aita jehetu share kora kitchen ta hole Pura rannagor juira e to sob apnr jinish r ak tahole koi rakhe jinish potro
দিদি একদম চিন্তা করো না ,, মেহা ঠিক পারবে। মেহা খুব ভালো মেয়ে । বাচ্চারা যতোই বড়ো হোক না কেনো বাবা মায়ের কাছে চিরকাল ছোটোই থাকে । তুমি দিদি চিন্তা কোরো না মেহা খুব স্মার্ট এবং বুদ্ধিমতী মেয়ে ও দেখবে ঠিক নিজেকে সামলে নিতে পারবে। আর এই বয়স টাই এমন যে ওরা বন্ধুরা কি করছে দেখে ওটাকেই বেশি গুরুত্ব দেয়। আর বন্ধুদের সাথে থেকে ওরা অনেক কিছু শিখেও যায় যা ওদের ভবিষ্যতে আরও ভালো মানুষ হতে শেখাবে। তাই বলছি দিদি নিশ্চিন্তে ছেড়ে দাও জানি কটাদিন একটু কষ্ট হবে । মেহা কে অনেক অনেক আদর আর ভালোবাসা দিলাম ❤❤❤❤❤ তুমি ভালো থেকো দিদি ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hello Mohua, your friend from Toronto Canada 🇨🇦 I know exactly what you're going through regarding your daughter being away from home. But don't worry, just by watching your vlogs and listening to the conversation in this vlog she is extremely mature and very level headed. This will help her to build confidence, responsibility and character. It will definitely help her in her college days and work experience in the future. Believe me I went through the same emotions and worries, but today my older daughter is a CEO of company and my younger daughter is an Architect in New York. So keep faith. Also now a days you are able to contact with cell phone. Those days it was not available. I am sure she will enjoy and you too will be glad that you let her have this life experience. 😊❤
Mahua .. sab vlog e tomar bhalo lage. Khub organised r well designed vlogs tomar. Social media te j bhabhe lokera onno vloggers der comment kore tomar naam kore please Ei issue ta niye Tumi kichu bolo. Tumi Jodi sei viewers der request kore bolo ami sure Tara tomar katha sunne. Ei issue ta Jodi avoid kore dao tahole toamder friends der modhey onek rokom misunderstandings hote pare. Amra jara desher baire thaki amader jonno amader friends rai amader family. Next video wait kore thakbo.
সময়ের সাথে সাথে বাচ্চাদের একটু ছাড়তে হয় তা না হলে বাচ্চাদের মনের বিকাশ হয় না।এই বয়সে এইরকম বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে চায় ।আমার ছেলে তো এই বয়সী আমি জানি । তবে চিন্তা করো না ওরা আমাদের থেকে বেশি স্বাবলম্বী হয়😊😊😊
Ami maje modhei purono videos dekte takhi.....ajo dekchi but ajj amr choto 3 month er bacha tau dekhi vlog dekche r hmmm hmmm korche .....jodio amr pregnancy time e most prio vlog channel eti...khub dektam...tai hoi toh amr bachar ohh eto choto boyose khubi prio...😊
মহুয়া দি এখন থেকে অভ্যাস করো, বেশ কিছু বছর পর মেহু রানীর যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তখন কি হবে😊 সত্যিই মেহু ঘরে না থাকলে পুরো বাড়ি শুন্য, কিন্তু শিক্ষার জন্য অনেক কিছুই ও কম্পোমাইজ করতে হবে।একটু শিখুক,,,, মহুয়া দি, চিন্তা করো ও বয়স আন্দাজে খুব ম্যাচিওর ঠিক ঘুরে আসবে,,,
Eta dekhe Maa er kotha moneh poreh gelo. Ekhuno jokhun Kolkata theke bayire chole ashi kaajer jonno, biye hoye geche tao maa ekhuno kaad e jokhun chole ashi. Sob Maa ra bodhoy ek e hoye❤. Khub apon laglo aajke eta dekhe abar maa er kotha moneo poreh gelo 😢
Don’t worry Mohua, she’ll be all fine. You’ll be amazed to see her when she returns. She’ll be more responsible and independent. Lots of love to you all and all good wishes for Meha’s first camp. Assurances of Prayers 🙏🏻
চিন্তা করো না দিদি। মেহা খুব ভালো মেয়ে❤❤❤এই বয়সটায় বন্ধুদের প্রতি থাকে ওদের সবচেয়ে বেশি টান। তাই বন্ধুরা কী করছে সেটাকে বেশি প্রাধান্য দেয়।আর বন্ধুদের সাথে থেকে ওরা অনেক কিছু শিখবে যা ভবিষ্যতে আরো ভালো মানুষ হতে শেখাবে। তাই নিশ্চিন্তে থেকো দিদি। মেহাকে অনেক আদর ❤❤❤❤❤
meha tomar maa jete baron korche tai jeona bhogoban naa korun tumi kono somossay porle tomar sob friends ra kintu tomay chere debe kintu tomar maa tomay charte parbena tai maa jaa bolche koro
Bread cheese,garlic chiken, দুটোই অসাধারণ হয়েছে দেখতে, সত্যিই মেহা এখনো স্কুলের গন্ডি না পেড়িয়ে কলেজের চিন্তা করছে😅, মা বাবার চিন্তা তো হবে ই আমি হলেও ছাড়তাম না ,বা ছাড়তে পারতাম না, কিন্তু এভাবেই ওরা শিখবে বড় হবে❤❤
দিদি,মেহার science camp এ যেতে দেখে আমার ছেলেটা ও ভাবছে যে ওদের school থেকেও কবে নিয়ে যাবে camp এ।চিন্তা তো তোমার হবেই।এটা স্বাভাবিক। মেহাদের science camp এ কথায় নিয়ে যাচ্ছে?
Ami o ekta bari chere,family chere NCC camp e giye chilm.tkhn amr colg er 1st year..tkhn winter season chilo kolkatay....onno rokom ekta experience hy chilo.tai aj Meha k dekhe sei dn gulor ktha khub mne prche
জিনিস গুলো খুব ভালো হয়েছে। ছেলে মেয়েরা ছোট হোক বা বড়ো কোথাও একা যাবার নাম শুনলেই বাবা মায়েদের চিন্তা শুরু হয়ে যায়। এখনো আমার মাকে যদি বলি কোথায়ও বেড়াতে যাবো ঠিক তোমার মতো এই কথাগুলো মা বলবেই😁 শুধু তাই রোজ রাতে ফোন করতে হবে ।😅😅 চিন্তা করোনা স্কূল যখন এতো গুলো বাচ্ছাদের নিয়ে যাচ্ছে তাদের তো সব থেকে বড় দায়িত্ব।
Amar ma apnar protita blog dekhto.aj ma mara geche 15 din hoeche.apnar blog er bepare khub suntam.kokhono ami dekhini.ma k miss kori sei theke hotat mone holo apnar blog ta dekhi.khub sundor kore apni bolen.vison bhalo laglo.ebar theke amio dekha suru korlam.valo thakben
❤দিদিভাই প্রথম কমেন্ট❤❤ সেই ছোট্ট মেহা দেখতে দেখতে কত্ত বড়ো হয়েগেছে। মেহা খুব ভালো থেকো দিদি তুমি তো মা চিন্তা হবেই ।চিন্তা করোনা দিদি খুব ভালো থেকো❤❤তোমার কথা শুনলে মনে হয় দিদি তুমি আমাদের কত্ত আপন খুব খুব ভালো দিদি আমাদের❤❤
জানেন দিদির আপনার এই ভিডিওটি দেখে আমার এক পুরাতন দিন দেখতে পেলাম। আমার ভাই ক্লাস এইট এ একবার NCC ক্যাম্পে গিয়েছিল। সেদিন আমি ভাই আমরা ভীষণ আনন্দ করছিলাম কিন্ত আমার বাবাকে চুপচাপ হয়েযেতে দেখেছিলাম। ভাই এর বেরোনোর প্রস্তুতি করেন দিচ্ছিলেন ঠিকই কিন্ত ওনার মনে একটুও আনন্দ ছিল না। বাবা ভাই কে বর্ধমান স্টেশন পর্যন্ত ছাড়তে গিয়েছিলেন। ফিরেছেন এসে বাবা খুব কেঁদেছিলেন আর বলেছিলেন ভাই এর খুব কষ্ট হবে ওখানে। কারণ বাবা বহুবার বাবার NCC জীবনে ক্যাম্পে গেছেন তাই উনি ওখানের পরিস্থিতির কথাই জানেন। আর জানেন দিদি ঠিক তাই হল । প্রথম যেদিন গিয়ে পৌঁছালো পানাগড় সেদিনেই রাতে পরলো ওর নাইট গার্ড ডিউটি । হাতে লাঠি দিয়ে দাঁড় করিয়েদিল । পরের দিন সকাল থেকেই ক্যাম্পের ট্রেনিং সারাদিন। সন্ধ্যার পর ভাই হঠাৎই ক্যাম্পের কোন এক স্যার কে অনুরোধ করে ওনার ফোন থেকে বাড়ীতে কল করে আর খুব কাঁদে। নিতে যেতে বলে। বাবা ওর কথা শুনেই জ্বর আসে , আমাদেরও সারা রাত ঘুম নেই। পরের দিন বাবা গিয়ে রুলস মেনে ভাই কে বাড়ী নিয়ে আসে। আবার ক্লাস 11 এ পানাগড়েই ক্যাম্পের জন্য যায় তখন আর ফিরে আসেনি। তখন ওই জঙ্গল ওখানের সাপ😅 সব নাকি ওর চেনা । আবার কলেজে পড়ার সময় অনেক বার অনেক জায়গাতে ক্যাম্পে গেছে। শেষে ভাই NCC র টেনার হয়েগিয়েছিল।
Didi chinta korona Amar Cale গিয়াছিল প্রথম আমারও টেনশন হচ্ছিল কিন্তু স্কুল স্যার নিয়ে গি়েছিলেন 😊😊😊 তবু জানি মা তো একটু চিন্তা হয়। All the best মেহা সাবধান থাকো ❤❤❤
Aamar daughter 1st time school trip e gechilo tokhon class 6 e chilo, I was really tensed just like u....But these type of trips help in personal development of children. So don't worry everything will be ok . Meha will enjoy it and moreover its a great responsibility of of the school.
যেটা বুঝলাম ওদেশে ছোটো থেকেই বাচ্চাদের স্বাবলম্বী হতে শেখানো হয়,এটা খুব ভালো বিষয়।
একসময় ছাড়তেই হয়, মহুয়া। এমন করেই বাচ্চাদের ডানা শক্ত হয়।
খুব ভালো লাগল মেহা এত সুন্দর করে মাকে বুঝিয়ে আশ্বস্ত করল।
বাচ্চারা যতোই বড় হোক বাবা মা কাছে চিরকাল ছোট থাকে।মেহা যে কখন বড় হয়ে গেছে আমরা তা বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না মেহা খুব স্মার্ট মেয়ে ও ঠিক নিজেকে সামলে নেবে। খুব ভালো থেকো ❤️❤️❤️
সেই ছোট্ট মেহা আজকে একা থাকবে প্রথম বার মা বাবা কে ছাড়া 🥺 সাবধানে থেকো মেহা আর দিদি তুমি চিন্তা করো না , বাট মার মন তো চিন্তা তো একটু হবেই 😊 ভালোবাসা নিও দিদি ♥️।
বাচ্চা রা বড়ো হয়ে গেলেও বাবা মার কাছে কোনোদিন তারা বড়ো হয় না!!! বিশেষ করে মার কাছে।।।।।চিন্তা কোরো না মহুয়া , মেহু ভালো থাকবে।
Valo laglo👌👌 blog ta. Meha lakkhi maya, কোনো chinta koro na, teacher ra care neben, তবুও maa r mon to😢
আমি বাঘাযতীন থাকি ( কলকাতা ) । আমার বাড়ির সামনে স্মার্ট বাজার । কাল কিছু জিনিস আনতে গিয়েছিলাম সন্ধেতে । হটাৎ দেখি পুরো মেহার মতো দেখতে একটা মেয়ে । তার স্কিন টোন ব্ল্যাক । সেম হাইট । সেম ফিগার । সেম বয়স । আমি ওকে আর ওর মা কে তোমার একটা vlog দেখিয়ে মেহাকে দেখলাম । ওরাও দেখে অবাক ।। আমি একজন এর কাছে অনেক বছর আগে শুনেছি , একরকম দেখতে এই পৃথিবীতে 7 জন থাকে ।। আমি নিজেকেও দেখেছি অনেক বছর আগে ট্রেন এ নর্থ বেঙ্গল যাওয়ার সময় ।। ভালো থেকো দিদি তোমরা 😊
বড় হওয়ার সাথে সাথে বাচ্চাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়,, মেহার এখন সাইন্স ক্যাম্প এ যাওয়া, বন্ধুদের সাথে থাকা, নতুন কিছু শেখার প্রবল আগ্রহ। ছোট হলে হয়তো যেতো না, কিন্ত বড় হয়ে গেছে 😊 সত্যিই বাবা মায়ের পক্ষে বাচ্চাদের ছেড়ে থাকা অসম্ভব।
রামা আর মেহাকে দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে... ছোটবেলায় আমার দিদি যখন দুদিনের জন্য এক্সকারশনে গেছিল আমি স্কুল থেকে এসে খুব কান্নাকাটি করেছিলাম দিদিকে না দেখতে পেয়ে... রামাও খুব মিস করবে মেহাকে... আসলে দিদি আর ভাইয়ের সম্পর্কটাই এরকম... ওদের দেখে সেই দিনগুলোকে আবার ফিরে পাই
ছেড়ে দিন। গত ডিসেম্বর আমার মেয়ে ও গেছিল স্কুল থেকে এক সপ্তাহ এর জন্য, আমার মনের অবস্থা ও আপনার মত হয়েছিল। কিন্তু ফিরে আসার পর আমার ধারনা ই বদলে গেছে,অনেক সাবলীল, অনেক সহজ হয়েছে,অনেক mature হয়েছে ।তাই ছেড়ে দিন নিশ্চিন্তে।
মেহা ঠিকই বলে, সত্যি সত্যিই খোলা চুলটা ওর identity, আজই খোলা চুলে একটা মেয়েকে পেছন থেকে দেখে মেহার কথা প্রথম মাথায় এল, একদম তার মেহার মতোই চুল।😍 তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা ❤️নদিয়া থেকে🤗
সন্তানকে ছেড়ে থাকার বিষয়টি প্রথমবারের জন্য সত্যিই খুব উদ্বেগজনক। চিন্তা করবেন না। ভালো থাকবেন আপনারা সবাই।
মা বাবাকে ছেড়ে এই প্রথমবার মেহা একা বাইরে যাচ্ছে..একা থাকবে এই ক'দিন..তাও আবার বন্ধুদের সাথে..এ এক অনন্য অভিজ্ঞতা ৷ প্রথমবার জীবনে একবারই হয় ৷ তুমি মা তো তাই এত চিন্তা হচ্ছে..তুমি চিন্তা কোরো না..ও ফিরে যখন তোমাকে গল্প শোনাবে..তখন দেখবে কত ভালো লাগবে..আমিও এই সময় পার করেছি..😊😊
আমার বড় মেয়ে ক্লাস 4 এ পড়ে, সামনের মাসে ক্লাস 5 এ উঠে যাবে। কিন্তু আজও ও স্কুল গেলে না ফেরা অবধি চিন্তা হয়, এরকমই তো বাবা-মায়ের মন। মেহা খুব সরল মনের মেয়ে, কিন্তু যথেষ্ট বিচক্ষণ। চিন্তা কর না, ও খুব ভালো করে ঘুরে আসবে। Happy and safe journey to Meha ❤
সন্তানদের নিয়ে সারাজীবনই চিন্তা থেকে যায়,মেয়ে হলে তো কথাই নেই।মা বাবার কাছে ছেলেমেয়েদের বয়স যাই হোক না কেন কিছু না কিছু ভাবনা থেকেই যায়।আশাকরি মেহা আনন্দেই কাটাবে।❤
তুমি চিন্তা কোরোনা মেহা খুব বাধ্য মেয়ে খুব শান্ত আর ভালো ও ঠিক বুঝে চলবে আর তুমি সুন্দর ভাবে ওদের শিক্ষা দিয়েছ সব ভালো ভাবে হয়ে যাবে সবাই ভালো থাকো
Your girl is soooo pretty, polite and obedient,,May God bless your child 🙏❤️
দু দুটো রেসিপি! 👌👌😋😋👌👌 বাচ্চাদের ব্যপারে মা বাবারা সত্যিই দুর্বল হয়ে পরে 💕💕💕
I shifted to Bay area two years back by getting married we are also two daughters and thw way u r guiding to ur daughter reminds me of my maa back in INDIA 🥹 we all grow up so soon by listening to you i feel like i am listening to my maa 5 years back ❤
ছেলে ও মেয়ে যতই বড়ো হয়ে যাক না কেন মা বাবার সর্বদা তাদের নিয়ে চিন্তা হয়.......তুমি চিন্তা করো না ওদের তো ছাড়তেই হবে কোনো না কোনো দিন.....এখন থেকে একটু অভ্যাস হয়ে যাবে।.....মেহা খুব ভালো মেয়ে ও খুব ভালো থাকবে।......
চিন্তা করো না......
ভালো থেকো সকলে ❤❤❤❤
meha tomar maa jete baron korche tai jeona bhogoban naa korun tumi kono somossay porle tomar sob friends ra kintu tomay chere debe kintu tomar maa tomay charte parbena tai maa jaa bolche koro
Khub khub sundor laglo blog ta❤❤
পর পর ভিডিও পোস্ট করেছো দেখে মনটা আনন্দে ভরে উঠলো ❤❤❤❤❤
খুব সুন্দর হয়েছে ব্লগ টা 😊 প্রবাসে থেকে ও যে কি সুন্দর করে সংসার করছো একা হাতে সত্যি তোমার তুলনা হয় না 😊❤
আমি এই বছর hs দিলাম আমিও কদিন পর ক্যাম্প যাবো কিন্তু আমার মা তোমর কথা গুলো বলেছে দেশের বাইরে বা ভেতরে থাকুক না কেন সব বাঙালি জাতি রা বোধ হয় এমনি হয় ❤
*আপনার মেয়ের মুখে বাংলা ভাষাটা শুনতে ভালো লাগে, তাই প্রত্যেক এপিসোডে তার সঙ্গে কথা বলাটা আমাদের কে অবশ্যই শোনাবেন , ভালো থাকবেন🙏*
Sotti e meha r mukhev Bangla Vasa khubbbb valo lage
তোমার রান্না ঘরটা যেরকম সাজানো আর সুন্দর বাসন গুলো সেরকম মানানসই। মেহা যে বড় হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে ।বিদেশের এই ব্যাপার গুলোই বাচ্চাদের সাবলম্বী করে তোলে। চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। ওর বাংলাটা শুনতে আমার খুব ভালো লাগে। 🥰🥰🥰
আমি recent December এই college theke 10 দিনের excursion এ গিয়েছিলাম MP ,, আমিও যাবার আগে ভয় ই পেয়েছিলাম যে এতো দিন নিজে একটা ব্যাগ অবধি গুছাইনি ওখানে পুরো টা টুর কিভাবে আমি ম্যানেজ করব সব কিছু । but ওখানে গিয়ে দেখলাম যে আসলেই আমি অনেক সহজেই ভেবে চিন্তে নিজের disition টা নিতে পারছি কি করা উচিত সেই সময় । একা না গেলে হয়তো সেটা শিখতে বা বুঝতেও পারতাম না ,, আর ওখানে গিয়ে আমার বন্ধু স্যার ম্যাম দের সাথে যে bonding সেটা ঠিক ভাবে তৈরি ই হতো না ,,🥰🥰 ও অনেক কিছু শিখে আসবে দেখো 😁😁
Mahua chinta koro na . Amar maye o jokhon giyechilo amar o tomar moto monayr obosta chilo.
Neha khubee intelligent maye tik sabdhaney thakbay. Maa dayr chinta sob somai thakay. All the best Neha ❤️❤️❤️
বেড অনেক টা দারুণ।
আমি বাড়িতে বানিযেছি।সত্যি দারুণ হযেছিল।
বাছ্চারা মা/বাবা ছাড়া থাকেআ।আমার অভ্যাস হযেছে।আমার ছেলেরা বাড়ির বাইরেমানুষ।মহুযা চিন্তার কিছুই নেই।ছেলেমেয়েদের সাহস জোওগাও।❤
Akdom moja kore asbe meha🤗🤗❤❤
কাকিমা, মেহা আমার ছোটো বোনের মতো ❤...ওকে যে আমার কি ভালো লাগে ta বলে বোঝাতে পারবো না... ওর কথা গুলো এতো সুন্দর.. কি সুন্দর মনে করে করে বাংলা বলে🤭🤭...plz খারাপ মনে করো না ওর জন্য আমি বেশি আপনার video দেখি 🙃🙃.. কি সুন্দর একটা মেয়ে❤❤❤
আজকের রেসিপি গুলো অসাধারণ হয়েছে। ভিডিও খুব ভালো লাগল।❤❤
অত চিন্তা করো না মহুয়া।এখন থেকে না ছাড়লে ভবিষ্যতের জন্য মেয়েকে অভ্যাস করাবে কি করে।ও ভালো থাকবে।তোমরাও ভালো থেকো♥️♥️
Ma Sha Allah ❤️ khub sundor vabe sob kisu korsen ... Apu akta bisoy janar cilo..aita jehetu share kora kitchen ta hole Pura rannagor juira e to sob apnr jinish r ak tahole koi rakhe jinish potro
খুব সুন্দর হয়েছে ভিডিও টা, রামার একটু একা একা খারাপ লাগবে, মেহা সাবধানে থেকো , মহুয়া বোন চিন্তা করো না ও ঠিক ভালো থাকবে।তোমরা ভালো থেকো ❤❤❤❤, পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
Ki sundar suddha bangla bhasha. Opurbo !!
দিদি একদম চিন্তা করো না ,, মেহা ঠিক পারবে। মেহা খুব ভালো মেয়ে । বাচ্চারা যতোই বড়ো হোক না কেনো বাবা মায়ের কাছে চিরকাল ছোটোই থাকে । তুমি দিদি চিন্তা কোরো না মেহা খুব স্মার্ট এবং বুদ্ধিমতী মেয়ে ও দেখবে ঠিক নিজেকে সামলে নিতে পারবে। আর এই বয়স টাই এমন যে ওরা বন্ধুরা কি করছে দেখে ওটাকেই বেশি গুরুত্ব দেয়। আর বন্ধুদের সাথে থেকে ওরা অনেক কিছু শিখেও যায় যা ওদের ভবিষ্যতে আরও ভালো মানুষ হতে শেখাবে। তাই বলছি দিদি নিশ্চিন্তে ছেড়ে দাও জানি কটাদিন একটু কষ্ট হবে । মেহা কে অনেক অনেক আদর আর ভালোবাসা দিলাম ❤❤❤❤❤ তুমি ভালো থেকো দিদি ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hello Mohua, your friend from Toronto Canada 🇨🇦
I know exactly what you're going through regarding your daughter being away from home. But don't worry, just by watching your vlogs and listening to the conversation in this vlog she is extremely mature and very level headed. This will help her to build confidence, responsibility and character. It will definitely help her in her college days and work experience in the future. Believe me I went through the same emotions and worries, but today my older daughter is a CEO of company and my younger daughter is an Architect in New York. So keep faith. Also now a days you are able to contact with cell phone. Those days it was not available. I am sure she will enjoy and you too will be glad that you let her have this life experience. 😊❤
Meha k amr prochur bhalo lage khub bhalo bon❤❤❤...onk onk bhalobasha from this sister from Kolkata meha...Bon Voyage...Have a safe journey...❤❤
Ai break fast Atanur ranna goray daklam..apnio babalan darun...❤❤
Divai 💜💚 Ektu Ektu kore baro hoye geche megha 😊😊😊😊
Mahua .. sab vlog e tomar bhalo lage. Khub organised r well designed vlogs tomar.
Social media te j bhabhe lokera onno vloggers der comment kore tomar naam kore please Ei issue ta niye Tumi kichu bolo. Tumi Jodi sei viewers der request kore bolo ami sure Tara tomar katha sunne. Ei issue ta Jodi avoid kore dao tahole toamder friends der modhey onek rokom misunderstandings hote pare. Amra jara desher baire thaki amader jonno amader friends rai amader family. Next video wait kore thakbo.
সময়ের সাথে সাথে বাচ্চাদের একটু ছাড়তে হয় তা না হলে বাচ্চাদের মনের বিকাশ হয় না।এই বয়সে এইরকম বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে চায় ।আমার ছেলে তো এই বয়সী আমি জানি । তবে চিন্তা করো না ওরা আমাদের থেকে বেশি স্বাবলম্বী হয়😊😊😊
Ami maje modhei purono videos dekte takhi.....ajo dekchi but ajj amr choto 3 month er bacha tau dekhi vlog dekche r hmmm hmmm korche .....jodio amr pregnancy time e most prio vlog channel eti...khub dektam...tai hoi toh amr bachar ohh eto choto boyose khubi prio...😊
Wishing Meha all the best for her camp... So heartwarming to see how confident she is. Best wishes to your family.
খুব ভালো লাগলো ❤️❤️❤️
মহুয়া দি এখন থেকে অভ্যাস করো, বেশ কিছু বছর পর মেহু রানীর যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তখন কি হবে😊
সত্যিই মেহু ঘরে না থাকলে পুরো বাড়ি শুন্য, কিন্তু শিক্ষার জন্য অনেক কিছুই ও কম্পোমাইজ করতে হবে।একটু শিখুক,,,, মহুয়া দি, চিন্তা করো ও বয়স আন্দাজে খুব ম্যাচিওর ঠিক ঘুরে আসবে,,,
😑age boro hok akhon e biye r chinta uffff
তোমার চিন্তা হওয়াটা স্বাভাবিক।আমিও মেয়ের মা তোমার মনের অবস্থা বুঝতে পারছি তাই বলবো ভগবানের উপর বিশ্বাস রাখো সব ভালো হবে।😊
দিদিভাই আপনারা সত্যিই একজন আদর্শ বাবা-মা❤❤❤❤❤
Eta dekhe Maa er kotha moneh poreh gelo. Ekhuno jokhun Kolkata theke bayire chole ashi kaajer jonno, biye hoye geche tao maa ekhuno kaad e jokhun chole ashi. Sob Maa ra bodhoy ek e hoye❤. Khub apon laglo aajke eta dekhe abar maa er kotha moneo poreh gelo 😢
আন্টি খুব সুন্দর হয়েছে ভিডিও টা ❤❤❤❤❤। রবিবার টা পুরো জমে গেল ❤❤🥰🥰🥰। আর মেহা দিদির জন্য বেস্ট অফ লাক 👍👍👍👍👍👍❤️❤️
ভয় পাওয়ার কিছু নেই দিদি। এই আনন্দ দারুন।
দিদিভাই এর ব্লগ গুলো দেখে ও দিদির আন্তরিক কথাবাত্রা শুনে আমাদের নিজেদের খুব আপন মনে হয়।❤❤❤
Khub bhalo bhabe ghure eso Meha...take care and safe journey...Tomra sakole khub bhalo theko sustho theko ❤❤
Bha darun dnr sottie...❤❤
Don’t worry Mohua, she’ll be all fine. You’ll be amazed to see her when she returns. She’ll be more responsible and independent. Lots of love to you all and all good wishes for Meha’s first camp.
Assurances of Prayers 🙏🏻
চিন্তা করো না দিদি। মেহা খুব ভালো মেয়ে❤❤❤এই বয়সটায় বন্ধুদের প্রতি থাকে ওদের সবচেয়ে বেশি টান। তাই বন্ধুরা কী করছে সেটাকে বেশি প্রাধান্য দেয়।আর বন্ধুদের সাথে থেকে ওরা অনেক কিছু শিখবে যা ভবিষ্যতে আরো ভালো মানুষ হতে শেখাবে। তাই নিশ্চিন্তে থেকো দিদি। মেহাকে অনেক আদর ❤❤❤❤❤
meha tomar maa jete baron korche tai jeona bhogoban naa korun tumi kono somossay porle tomar sob friends ra kintu tomay chere debe kintu tomar maa tomay charte parbena tai maa jaa bolche koro
Meha best of luck 👍👍👍
Khub khub sundor laglo 👌♥️♥️♥️♥️♥️♥️♥️
Didibhai tomar vlog er apekhai thaki.....ei kodine tomar baro fan hoye gachi😍khub valo lage tomar vlog gulo❤valo theko r sushto theko tomra sobai❤❤
Kamon ghure ealo Mehu janio ... tomar Katha sune amader o chintay phale dile ... bhalo theako ... 😊
Khub valo laglo ❤
Meha all the best for your first trip 👍
Mehu ta ato shona may na ki bolbo, aar didi tomar kotha sune amar sudhu mayer kotha mone porche puro tomar moto kotha bolto.. ❤❤❤❤
মেহা খুব mature দিদি। তুমি একদম চিন্তা করবে না, আর মন খারাপ করবে না। মেহা ঠিক সবটা manage করে নেবে । তোমরা সবাই ভালো থাকবে ❤❤
Khub bhalo laglo blog ta tumi tension korona meha thik thakbey.
Bread cheese,garlic chiken, দুটোই অসাধারণ হয়েছে দেখতে, সত্যিই মেহা এখনো স্কুলের গন্ডি না পেড়িয়ে কলেজের চিন্তা করছে😅, মা বাবার চিন্তা তো হবে ই আমি হলেও ছাড়তাম না ,বা ছাড়তে পারতাম না, কিন্তু এভাবেই ওরা শিখবে বড় হবে❤❤
দিদি,মেহার science camp এ যেতে দেখে আমার ছেলেটা ও ভাবছে যে ওদের school থেকেও কবে নিয়ে যাবে camp এ।চিন্তা তো তোমার হবেই।এটা স্বাভাবিক। মেহাদের science camp এ কথায় নিয়ে যাচ্ছে?
Etaii sottii...aamra jotoii meyer jonno pran dii..but ora nijer world eii busy..
চিকেনটা খুব ভালো লাগল
Lot's of love meha bon 😊 best of luck 😊😊😊 sabdhane theko 😊
দিদি সাদা কাপে ভিতরে যদি দাগ হয়ে যায় তাহলে লবণ দিয়ে মাজার চেষ্টা করবেন দেখবেন উঠে যাবে। লবণ খুবই কাজের জিনিস।
দিদি আমি এই চিকেন রেসিপিটা তোমার ট্রাই করেছিলাম বাড়িতে ,সবাই বলেছে খুব ভালো হয়েছে।
Good wishes for Meha❤❤
Sob baba maayeder eki chinta chele maye niye valo thako ❤❤❤
Khub sundor .❤
Meha sabdhane theko, sabsamay satarko theko, best of luck
Cup gulo aktu salt dia poriskar korle khoob sundor poriskar hoi didi
চিন্তা করো না দিদি মেহা সাবধানে ভালো ভাবে থাকবে❤❤❤❤❤অনেক ভালোবাসা তোমাদেরকে❤❤❤❤
Ami o ekta bari chere,family chere NCC camp e giye chilm.tkhn amr colg er 1st year..tkhn winter season chilo kolkatay....onno rokom ekta experience hy chilo.tai aj Meha k dekhe sei dn gulor ktha khub mne prche
জিনিস গুলো খুব ভালো হয়েছে। ছেলে মেয়েরা ছোট হোক বা বড়ো কোথাও একা যাবার নাম শুনলেই বাবা মায়েদের চিন্তা শুরু হয়ে যায়। এখনো আমার মাকে যদি বলি কোথায়ও বেড়াতে যাবো ঠিক তোমার মতো এই কথাগুলো মা বলবেই😁 শুধু তাই রোজ রাতে ফোন করতে হবে ।😅😅
চিন্তা করোনা স্কূল যখন এতো গুলো বাচ্ছাদের নিয়ে যাচ্ছে তাদের তো সব থেকে বড় দায়িত্ব।
খুব ভালো লাগলো,মেহা তুমি খুব সাবধানে ঘুরে এসো,মেহারানি বড়ো হয়ে গেলো,একা যাবে,মা বাবার তো চিন্তা হবেই,তবে মহুয়া চিন্তা কোরোনা,ও ঠিক সাবধানে থাকবে।
মেহা সাবধানে যাবে 😊আর দিদি ভিডিওটা খুব ভালো লাগলো ❤❤ভালো থেকো দিদি নতুন ভিডিও জন্য অপেক্ষায় থাকলাম ❤❤
Amar ma apnar protita blog dekhto.aj ma mara geche 15 din hoeche.apnar blog er bepare khub suntam.kokhono ami dekhini.ma k miss kori sei theke hotat mone holo apnar blog ta dekhi.khub sundor kore apni bolen.vison bhalo laglo.ebar theke amio dekha suru korlam.valo thakben
কোন চিন্তা নেই বোন।একা থাকলে
আমাদের বাচ্চারা অনেক advance
আর সমঝদার হয়ে যায়। খুব সুন্দর ঘুরে আসবে আমাদের মেহাসোনা
All the best meha 👍
❤দিদিভাই প্রথম কমেন্ট❤❤ সেই ছোট্ট মেহা দেখতে দেখতে কত্ত বড়ো হয়েগেছে। মেহা খুব ভালো থেকো দিদি তুমি তো মা চিন্তা হবেই ।চিন্তা করোনা দিদি খুব ভালো থেকো❤❤তোমার কথা শুনলে মনে হয় দিদি তুমি আমাদের কত্ত আপন খুব খুব ভালো দিদি আমাদের❤❤
Erokom sahashi maai dorkar bachchader janyo. Meharo sahosh aache. Sune bhalo laaglo.
জানেন দিদির আপনার এই ভিডিওটি দেখে আমার এক পুরাতন দিন দেখতে পেলাম।
আমার ভাই ক্লাস এইট এ একবার NCC ক্যাম্পে গিয়েছিল। সেদিন আমি ভাই আমরা ভীষণ আনন্দ করছিলাম কিন্ত আমার বাবাকে চুপচাপ হয়েযেতে দেখেছিলাম। ভাই এর বেরোনোর প্রস্তুতি করেন দিচ্ছিলেন ঠিকই কিন্ত ওনার মনে একটুও আনন্দ ছিল না। বাবা ভাই কে বর্ধমান স্টেশন পর্যন্ত ছাড়তে গিয়েছিলেন। ফিরেছেন এসে বাবা খুব কেঁদেছিলেন আর বলেছিলেন ভাই এর খুব কষ্ট হবে ওখানে। কারণ বাবা বহুবার বাবার NCC জীবনে ক্যাম্পে গেছেন তাই উনি ওখানের পরিস্থিতির কথাই জানেন।
আর জানেন দিদি ঠিক তাই হল । প্রথম যেদিন গিয়ে পৌঁছালো পানাগড় সেদিনেই রাতে পরলো ওর নাইট গার্ড ডিউটি । হাতে লাঠি দিয়ে দাঁড় করিয়েদিল । পরের দিন সকাল থেকেই ক্যাম্পের ট্রেনিং সারাদিন। সন্ধ্যার পর ভাই হঠাৎই ক্যাম্পের কোন এক স্যার কে অনুরোধ করে ওনার ফোন থেকে বাড়ীতে কল করে আর খুব কাঁদে। নিতে যেতে বলে। বাবা ওর কথা শুনেই জ্বর আসে , আমাদেরও সারা রাত ঘুম নেই। পরের দিন বাবা গিয়ে রুলস মেনে ভাই কে বাড়ী নিয়ে আসে।
আবার ক্লাস 11 এ পানাগড়েই ক্যাম্পের জন্য যায় তখন আর ফিরে আসেনি। তখন ওই জঙ্গল ওখানের সাপ😅 সব নাকি ওর চেনা ।
আবার কলেজে পড়ার সময় অনেক বার অনেক জায়গাতে ক্যাম্পে গেছে। শেষে ভাই NCC র টেনার হয়েগিয়েছিল।
I am just getting addicted with your voice auntie... It's so soothing❤
সত্যি বাচ্চা কে ছেড়ে থাকা যায় না।কিন্তু দিদিভাই তুমি চিন্তা করো না।সব ঠিক থাকবে।মেহা বড়ো হয়ে গেছে।
Enjoy your trip Meha… maa baba ke always proud koro ei aashirbaad roilo
Sotyi bachhara maa baba chhara eka baire gele chintar e bisoy....take care Meha....valo theko babu❤
Didi chinta korona Amar Cale গিয়াছিল প্রথম আমারও টেনশন হচ্ছিল কিন্তু স্কুল স্যার নিয়ে গি়েছিলেন 😊😊😊 তবু জানি মা তো একটু চিন্তা হয়। All the best মেহা সাবধান থাকো ❤❤❤
Apnader vdo gulo every day dakhi.
Khub valo lagche roz vlogs peye❤❤❤❤ All d best Meha.... khub njoy koro❤❤❤
চিন্তা করোনা দিদি মেহু ভালোভাবে ঘুরে আসবে। ভালো থেকো। রান্না টা তো হেভি লাগছে ❤️❤️❤️
মেহার কাছে সায়েন্স ক্যাম্পের অভিজ্ঞতার ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম
হরেকৃষ্ণ নেহা খুব ভালো লাগছে 🎉🎉🎉🎉❤
Very nice vlog
Best of luck meha.❤❤❤ enjoy your trip.
Aamar daughter 1st time school trip e gechilo tokhon class 6 e chilo, I was really tensed just like u....But these type of trips help in personal development of children. So don't worry everything will be ok . Meha will enjoy it and moreover its a great responsibility of of the school.
Take care yourself Meha nd enjoy ur science camp ❤❤❤❤