পরিসীমা অসীম, ক্ষেত্রফল সসীম | চমক হাসান | Infinite Perimeter, Finite Area | Chamok Hasan

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • এক অবাক করা জ্যামিতিক চিত্র নিয়ে আলাপ, যার পরিসীমা অসীম, ক্ষেত্রফল সসীম।

КОМЕНТАРІ • 335

  • @MTSen-hy2je
    @MTSen-hy2je Рік тому +270

    ভাইয়া প্রতি মাসে অন্তত ১টা ভিডিও দিয়েন😟অপেক্ষা করতে পারি না

    • @famouscook9724
      @famouscook9724 Рік тому +6

      Thik bolesen😐🥰

    • @techmaster3601
      @techmaster3601 Рік тому +6

      জি হাসান ভাইয়া আপনি অনেক ট্যালেন্ট 🥰

    • @swarupsen98
      @swarupsen98 Рік тому +3

      ঠিক বলেছেন । 🥺🥺🥺

    • @swarupsen98
      @swarupsen98 Рік тому +3

      👍👍👍👍👍👍

    • @swarupsen98
      @swarupsen98 Рік тому +3

      সবাই মিলে sir কে request করতে হবে । 👍👍👍🙏

  • @millat5271
    @millat5271 Рік тому +81

    গনিত শেখা গনিত জানা
    গনিতের রাজ্যে আনাগোনা
    সবই শিখেছি তোমার কাছে
    তুমি ছিলে মোদের সাথে
    ধন্যবাদ চমক ভাই।।
    গনিতকে নতুনভাবে আমাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।।।☺️

    • @mdmursalin4105
      @mdmursalin4105 Рік тому +4

      boss😍

    • @Ridoy12122
      @Ridoy12122 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TriangularKamalAcademy
    @TriangularKamalAcademy Рік тому +17

    চমক ভাই আপনি হয়তো অবগত আছেন যে বাংলাদেশে সিক্স এবং সেভেনে নতুন যে কারিকুলাম সে কারিকুলামে এই বছর থেকে ক্লাস শুরু হচ্ছে । যে কারিকুলামটিতে আমরা যতটুকু জানি অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে শিক্ষা । এনসিটিভির ওয়েবসাইটে সেখানে বইগুলোর পিডিএফ দেওয়া আছে ।আপনি বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে নানান ভাবে পরিচিত এবং আমরা সবাই আশা করছি আপনি আমাদের নতুন কারিকুলামে যে কনটেন্টগুলো বইতে দেওয়া আছে সেগুলো দেখে বাচ্চাদের জন্য সেই উপযোগী ভিডিও মাধ্যমে আপনার একটা পরামর্শ থাকবে। আমাদের সৃজনশীল পদ্ধতির পরিবর্তে যে কারিকুলামটি সংযুক্ত হতে যাচ্ছে সে ব্যাপারে আপনার মতামত কী এ বিষয়টি তুলে ধরলে আমরা উপকৃত হব। ধন্যবাদ ভালো থাকবেন।
    শুভেচ্ছান্তে,
    মো. কামাল হোসেন
    প্রভাষক, স্কলার্স স্কুল এন্ড কলেজ
    ধানমন্ডি, ঢাকা

  • @redblossom837
    @redblossom837 Рік тому +32

    Amazing ! I'm still learning math at the age of 63.

  • @thecross9957
    @thecross9957 Рік тому +6

    Jafar Iqbal sir er ami topu boitay Prothom ei jinishta shunechhilem je porishima oshim kintu khetrofol shoshim. Tokhon beparta niye onek matha ghamiyechhilam. Teacher ke ask korar por o shey ulta palta answer disilo. Im so happy bhaiya to see that finally You're here with this porblem!!!!!!

    • @Yashfa_E_Eram
      @Yashfa_E_Eram Рік тому

      আমিও ওই বইতেই এই ধারণাটা প্রথম পেয়েছিলাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি অনেক কিন্তু বুঝিনি

  • @jokerm7532
    @jokerm7532 Рік тому +11

    বাংলা ভাষা যে কত সুন্দর হতে পারে সেটা চমক স্যারের ভিডিও দেখলে বুঝতে পারি।আর উনার ক্লাস তো অসাধারণ🥰

  • @Hasan-df1co
    @Hasan-df1co Рік тому +2

    অনেক সুন্দর একটি ক্লাস, নতুন নতুন বিষয় জেনে অনেক ভালো লাগলো।
    সেই ছোট্ট কাল থেকে আপনার বিরাট ভক্ত,ইচ্ছা ছিলো বুয়েটে ইইই পড়া,আর হয়ে উঠলো না।
    মন থেকে দোয়া রইলো ভাইয়া,আল্লাহ আপনার মঙ্গল করুক💝💝💝
    নেক হায়াত দান করুক।

  • @গোলামমোস্তফা-শ৮থ

    Statistics এর Probability Density function, Partial & Multiple Correlation, Probability Distribution function এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন বেসিক থেকে।
    সব মুখস্থ করে এবং প্রসেস জেনে পরীক্ষার খাতায় লিখে আসতেছি🙂।

  • @ahmad.ali8232
    @ahmad.ali8232 Рік тому +12

    অসাধারণ ভাই। আনন্দ পেয়েছি এটিই সবথেকে বড় লাভ। অবিরাম ভালোবাসা আপনার জন্য।

  • @sofiyaamrintasmiya
    @sofiyaamrintasmiya Рік тому +2

    জাফর ইকবাল স্যারের 'আমি তপু' বইতেও একই রকম সমস্যার উল্লেখ ছিল। তখন ঠিকভাবে বুঝিনি। আজ বুঝলাম। ধন্যবাদ।

  • @Yashfa_E_Eram
    @Yashfa_E_Eram Рік тому +4

    আমি এই টপিকটা বোঝার চেষ্টা করছিলাম অনেক দিন ধরে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

  • @sharifulislam-ez9lc
    @sharifulislam-ez9lc Рік тому +44

    In medical science, we see this kind of phenomenon a lot. Like our lungs and guts have more surface area in very small space for absorption.

  • @upbeatpenguin5488
    @upbeatpenguin5488 Рік тому +1

    আপনার ভিডিওর জন্য সকল বাঙালি চাতকের মতো অপেক্ষা করে। গণিতের এত সৌন্দর্য আমাদের মনের সাথে মিশিয়ে দিতে আপনার ভিডিও অনন্য।
    যদি মাঝে মাঝেই এভাবে আপনার ভিডিও পায় তবে বাঙালির গণিত চর্চা আরো উৎসাহ পাবে। ❤️🙏 From India, West Bengal

  • @AmitDas-oi5qz
    @AmitDas-oi5qz Рік тому +6

    এভাবে নতুন নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আরো আলোচনা চাই, ভাইয়া
    তাছাড়া নতুন বইয়ের অপেক্ষায় রইলাম ❤️

  • @symonshahriarsiam1712
    @symonshahriarsiam1712 Рік тому +5

    ধন্যবাদ চমক ভাই। হুট করে এসে এসে নতুন নতুন চমক দেওয়ার জন্য। অপেক্ষায় আছি নতুন বই বের হবার....

  • @sharmilapalit1677
    @sharmilapalit1677 Рік тому +9

    স্যার আপনি ভিডিও না দিলে তো অংকের মজাটাই মরে যাচ্ছে.
    দয়া করে মাসে একটা ভিডিও দেন
    কে কে একমত আছেন,লাইক দিয়ে জানান
    👇👇👇👇

  • @imtiazshakil
    @imtiazshakil Рік тому +6

    সব সময় অপেক্ষায় থাকি স্যার আপনার জন্য।আজ ফেইসবুকে যখন নোটিফিকেশন পেয়েছি তখন থেকে অপেক্ষায় আছি।নিয়মিত আসবেন স্যার প্লিজ💙💙

  • @vivekpravananda1010
    @vivekpravananda1010 Рік тому +2

    Sir apner ei choto student er pronam neben.Sir apner video dekhe amra gonit ke amon bhabe feel kori, jeno mone hoy jedikei takai sedikei gonit.Sir amar akta request chilo, apni jodi matrix & abstract alzebra er opor kono video koren , jate sobai bujhte pare , I mean 9 - 10 er student rao jeno bhijte pare.

  • @sotyiholeogolpo29
    @sotyiholeogolpo29 10 місяців тому +3

    বলার ভঙ্গি এত চমৎকার যে একেবারে সহজ হয়ে যায় বোঝা❤

  • @itzfahad9634
    @itzfahad9634 Рік тому +9

    ভাইয়া দশমিক এর "যোগ, বিয়োগ, গুণ, ভাগ" এর হাতে ক্যালকুলেশন এর ভিডিও বানান; এতে এডমিশন শিক্ষার্থীদের অনেক উপকার হবে❤️💚

  • @mdmostakin9556
    @mdmostakin9556 Рік тому +4

    জটিল সংখ্যা নিয়ে একটা পর্ব তৈরি করেন, ভাইয়া।

  • @enaetkhan7341
    @enaetkhan7341 Рік тому +3

    Sir π er man abishkar Nia akti video banaben and degree redian gredian agulo kivabe feel Kora Jai and arkimidis kivabe π er man abishkar korlen 🤫🤫🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @imranhasan4062
    @imranhasan4062 Рік тому +2

    ৪ মাসের অপেক্ষার শেষ প্রহর আসলো আপনার ভিডিও🙂🌻

  • @techmaster3601
    @techmaster3601 Рік тому +2

    চমক ভাইয়া গনিতে ইনশাল্লাহ ভাল কিছু করতে চাই,,,, আমি নিজে নিজে বিভিন্ন সুত্র যেমন π এর মান প্রমান করেছি,,, আপনার ভিডিও আমাকে অনেক অনুপ্রেরনা দেয়,,,,love math❤️

  • @irfan05sadik
    @irfan05sadik Рік тому +12

    আপনার অপেক্ষায় ছিলাম, ভাইয়া!!
    অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ❤❤❤❤❤❤

    • @dhimansarkar6034
      @dhimansarkar6034 Рік тому

      অপেক্ষায় ছিলাম।আপনি সত্যিই অসাধারণ...

  • @msmedhasheikh2259
    @msmedhasheikh2259 Рік тому +1

    আসসালামুয়ালাইকুম ভাইয়া,,,,, কেমন আছেন আপনি,,,?
    ভাইয়া সত্যি বলতে আপনার গনিতের ওপর মজার মজার থিওরি আর আপনার মতোন অসাধারণ ব্যক্তিত্বের জন্যই আমার গণিতের ওপর ঝোঁকটা আসে ,,,,,এখন আমার প্রিয় বিষয় গনিত❤️❤️❤️
    অনেক বই পড়তে ভালো লাগে আমার,,,, কিন্তু নিজে কিনে পড়া হয়নি নিজের সংগ্রহে রাখা হয়নি,,,,
    আজ বই মেলা থেকে আপনার লেখা বই ,,,যুক্তিফাঁদে ফড়িং,,,,,বইটা কিনছি,,,, আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল আমি প্রথম আপনার লেখা বই কিনবো 🥰

  • @sakibalhasansakin3857
    @sakibalhasansakin3857 Рік тому +2

    Amazing, outstanding, unbelievable, unpredictable, extraordinary. I'm really huge grateful to you.

  • @Robot1234-q9e
    @Robot1234-q9e Рік тому +3

    ভাইয়া প্রতি মাসে অন্তত ১টা ভিডিও দিয়েন.we cann't wait your video.please apload video regularly. please, give us video don't slowly if the videos time may be a little time.

  • @ananditamondal7286
    @ananditamondal7286 Рік тому +2

    Please bhaiya evabei notun video Dia amader onker proti agroho baria din🥺

  • @mohammedrafiq5347
    @mohammedrafiq5347 Рік тому +3

    স্যার সালাম নিবেন। আমার একটা প্রশ্ন আছে।
    কোন সংখ্যার পর ফাক্টরিয়াল চিন্হ থাকলে যেমন: ৬!=৬*৫*৪*৩*২*১ হয়
    অনুরূপ ভাবে এমন কিছু কি আছে যার দ্বারা ৬÷৫÷৪÷৩÷২÷১ হতে পারে??

  • @dekusmash2509
    @dekusmash2509 Рік тому +6

    অনেক দিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম।😄

  • @phonegames-u90q
    @phonegames-u90q Рік тому +5

    অনেক ধন্যবাদ স্যার😍😍

  • @Lumine-tp4ro
    @Lumine-tp4ro Рік тому +7

    Finally, the long wait came to an end

  • @kazileenaarafat293
    @kazileenaarafat293 Рік тому +1

    Sir, thank you for posting I won’t say post after a certain time but keep posting.
    I have been watching your videos for a long period of time, you really helped me with deciding that I like math when I was in grade seven. Now I am in eleventh and I have made math my main subject.
    Love from Bangladesh. Take care sir.
    TMI:I am watching by my mother's account.

  • @mottakinsadik1365
    @mottakinsadik1365 Рік тому

    বরাবরের মত মুগ্ধ হলাম..
    স্যার, প্রতি মাসে অন্তত একটা ভিডিও চাই।প্লিজ...।
    আপনার এই চ্যানেলে বিন্যাসের একটি ভিডিও আছে ৯ বছর আগের..
    তবুও বিন্যাস সমাবেশের একটি যদি টিউটোরিয়াল ভিডিও দিতেন। প্লিজ..। আমার মত অনেকের উপকার হয়।

  • @rakibalhasan310
    @rakibalhasan310 Рік тому +1

    sir আগের মতো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @ahbaburrahmanbayezid6344
    @ahbaburrahmanbayezid6344 Рік тому +1

    Thank you. নতুন বই লেখার জন্য

  • @rakibalhasan310
    @rakibalhasan310 Рік тому +4

    ভাইয়া আপনার হাসি মুখটা দেখলেই আমার মন খুশি হয়ে যায়।

  • @alshahriarhabibrajin6804
    @alshahriarhabibrajin6804 Рік тому

    ভাইয়া, ২০১৬ থেকে প্রতিটি ভিডিও দেখছি আপনার।আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভব করতে পেরেছি বিষয়টা।আর একটা কথা,ব্যাকগ্রাউন্ড মিউজিক টা এভোয়েড করলে খুব ভালো হতো।আপনার একদম সামনে বসে আছি বলে মনে হতো। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

  • @hasibulseuam243
    @hasibulseuam243 Рік тому +4

    ভাইয়া, কোণক আর প্রিজমের সূত্রের উপরে একটা ক্লাস নিলে উপকার হতো।

    • @irfan05sadik
      @irfan05sadik Рік тому +1

      চমক ভাইয়ার "অঙ্ক ভাইয়া" বইটা পড়ে দেখতে পারেন। সেখানে খুব সুন্দরভাবে চমকপ্রদ উপায়ে গোলকের আয়তন বের করা হয়েছে আর গোলকের আয়তন বের করার পরে পাঠকদের উৎসাহিত করা হয়েছে একইভাবে কোণকের আয়তন নির্নয়ের চেষ্টা করতে। এবং আপনি যদি গোলকের আয়তন নির্নয়ের প্রসেসটা ফিল করতে পারেন তবে কোণক, সুষম চতুস্তলক কিংবা যেকোনো ভুমি বিশিষ্ট পিরামিড টাইপ ফিগারের গভিরের বিষয়টা বের করতে পারবেন! আমি নিজেও পেরেছি!
      আমার নিজেরই ইচ্ছা আছে এটা নিয়ে একটা ভিডিও বানানোর! 😕😕

  • @soumyadeep_das
    @soumyadeep_das Рік тому +5

    Magic of fractals ❤️

  • @jakirulislam2036
    @jakirulislam2036 Рік тому +2

    জটিল সংখ্যার cllas dile vai vlo hoto

  • @asjim_01
    @asjim_01 Рік тому +1

    Bhaiya amio kgcian.... 💓👌 Inshallh duwa korben math lover hoye worldwide spread hoite pari jeno

  • @shahinurrahman9576
    @shahinurrahman9576 Рік тому +1

    অনেক দিন পর আপনাকে দেখে ভালো লাগলো,,,,

  • @atishsur
    @atishsur Рік тому

    খুব ভালোলাগে আপনার এই ভিডিওগুলোর মাধ্যমে অঙ্কের মজাটা উপলব্ধি করতে ....জিনিসগুলো feel করতে.....পশ্চিমবঙ্গে আপনার লেখা বই পাওয়া সম্ভবপর হয়তো হবেনা...এটাই দুঃখের...যদি আপনার নতুন বইটির একটা digital version হতো তবে হয়তো বেশ সুবিধা হতো । ভালোবাসা নেবেন আর এভাবেই আমাদের অঙ্কের রঙ্গে মজিয়ে রাখবেন ...

  • @md.almamun6264
    @md.almamun6264 Рік тому +1

    আরো গল্প চাই,এমন। গনিতের গল্পবাজ।চমক ভাইৃ

  • @mr.p2098
    @mr.p2098 Рік тому +1

    ভাই গনিতের রঙের ভিডিও দিবেন না। এজন্য অনেক অপেক্ষা করছি

  • @risadshahriar4861
    @risadshahriar4861 Рік тому +1

    অনেকদিন পরে ভাইয়া। সামনে বইমেলায় আপনার বইয়ের জন্য অপেক্ষায় আছি...!!!

  • @tuhinhasan8024
    @tuhinhasan8024 Рік тому +1

    ভাই,
    আপনার ভিডিও জন্য অপেক্ষা করে থাকি।

  • @mohammedmoinulislam9567
    @mohammedmoinulislam9567 Рік тому +1

    Could you please discuss on mathematical infinity and physical infinity.

  • @normanequator7185
    @normanequator7185 Рік тому +1

    Fractal is also my favorite topic in math!

  • @souvikchandabhattacharyaa521
    @souvikchandabhattacharyaa521 Рік тому +1

    Chamok Hasan Bhai❣️

  • @rufiqulislam2028
    @rufiqulislam2028 Рік тому

    Ahhhh...Nostalgic.....
    আমি এইটা ফার্স্ট "আমি তপু" বইয়ে পড়ছিলাম🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sabihahossain1584
    @sabihahossain1584 Рік тому

    Ami topu boi ta te first e dekhechilam onek try kore bujhte lari nai akhane onek sundor kore bojhano hoyeche

  • @rabisankarchand757
    @rabisankarchand757 Рік тому +1

    Sir eto sundor animation gulo kon software e koren please bolben . Keo janleo bolben please

  • @rabiulhasane
    @rabiulhasane Рік тому +1

    আপনার মতো করে বুঝাতে পারতে চাই!💓

  • @mdalaminhosen8477
    @mdalaminhosen8477 Рік тому +1

    ভাইয়া ভালোবাসা নিবেন ♥️♥️ অনেক অনেক অপেক্ষায় ছিলাম ❤️❤️ আপনার ভিডিওর জন্য ♥️♥️♥️

  • @ranjitghosh1579
    @ranjitghosh1579 4 місяці тому

    Nice Presentation Vai.
    From INDIA

  • @chinmoy_paul
    @chinmoy_paul 9 місяців тому

    লগারিদমিক ফাংশন জিনিসটা নিয়ে কিছু ভিডিও করলে আমাদের খুবই উপকার হতো কারন স্কুলে স্যারেরা বিষয়টিকে অনেক ভয়ংকর একটা কঠিন বিষয় হিসেবে দেখানো হচ্ছে😢😢

  • @skparvej5798
    @skparvej5798 Рік тому

    Thank you sir ❤❤❤❤❤❤❤from india west bengal

  • @mstayeshamomotaj6472
    @mstayeshamomotaj6472 Рік тому

    masterpiece video....kintu dukkho holo etto irregular kano?

  • @souvikchandabhattacharyaa521
    @souvikchandabhattacharyaa521 Рік тому +1

    চমক ভাইয়া❣️❣️❣️

  • @thefootballfish7
    @thefootballfish7 Рік тому +1

    Magnificent Bhai

  • @md.nishatabid3299
    @md.nishatabid3299 Рік тому +1

    Vaiya eivabe aktu video diyen . 💗💗

  • @farhadsk7779
    @farhadsk7779 Місяць тому

    দারুন লাগলো!

  • @nayonshalu3956
    @nayonshalu3956 Рік тому

    এতদিন আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম 😐

  • @maths6007
    @maths6007 Рік тому

    Apner video theke onk nutun ki6u sikte pari...😊

  • @sjayshi2236
    @sjayshi2236 6 місяців тому +1

    স্যার,কাটালান নাম্বার এর আলোচনার ভিডিও চাই❤

  • @jrs32redbox
    @jrs32redbox Рік тому

    At Least ekta video per month chai Vaiya...!! Plzz.....
    Bangalli apnar opekkhai thake
    .....!!🙂🖤🖤🖤

  • @jollymess1
    @jollymess1 Рік тому

    ভালো ভাবে বোঝাতে পেরেছো ।

  • @primatic
    @primatic Рік тому

    এইরকম ভিডিও আরো আশা রাখি।

  • @nownafi
    @nownafi Рік тому +1

    Make video how pascal's triangle work.

  • @mehedibinmostofashohan1198
    @mehedibinmostofashohan1198 Рік тому +1

    ভাইয়া আরেকটু বেশি বেশি ভিডিও দিন 😞

  • @tarimsunny
    @tarimsunny Рік тому

    music ta disturbing chilo.
    btw chamok vai joss

  • @noorhossain4339
    @noorhossain4339 Рік тому +1

    love you bro

  • @mstrahima4788
    @mstrahima4788 Рік тому

    স্যার আজকে আমি জ্যামিতি সম্পর্কে বুঝলাম

  • @mdronymdrony3525
    @mdronymdrony3525 Рік тому

    ভাই আপনার পরবর্তী লেকচার শুনতে অপেক্ষায় থাকলাম

  • @famouscook9724
    @famouscook9724 Рік тому

    Prio chomok vai.☺️.prothm apnke cls 8 a dekhi.Aj College a utte jassi.Akhno apnii Prio @অংক ভাইয়া😄☺️।

  • @faisalmahmud6004
    @faisalmahmud6004 Рік тому +2

    Boss❤️❤️

  • @zakirhossain7340
    @zakirhossain7340 Рік тому

    recent আমি তপু পড়লাম সেখানে এইটা সম্পর্কে বলা ছিল...আমি বুঝতে পারি নি আজ হুট করে এটা থাম্বনেল দেখে চলে আসলাম

  • @mdamit7888
    @mdamit7888 Рік тому +1

    ভাইয়া নতুন আরো অনেক ভিডিও চাই।

  • @moyukhmuhammadshuddho3261
    @moyukhmuhammadshuddho3261 Рік тому

    Vai prithibita notun gonitar ja bishoy gulo abishkar hoccha segula nia video korban, please....
    Ar analysis bishoy ta ki seta ki kaja asa.....
    Thank you Vai for the videos.....

  • @srarnab001
    @srarnab001 Рік тому

    Vaia apni coding shekhale khub valo kore shikhte partam....

  • @MegaArnab
    @MegaArnab Рік тому

    Khub bhalo

  • @HabibPatwary-ym7ov
    @HabibPatwary-ym7ov Рік тому

    Assalamualikum,vai,background music ta na dile valo hoy.

  • @ibrahimsami9475
    @ibrahimsami9475 Рік тому +1

    Chomok Bhaia is back.

  • @md.hasiburrahman1527
    @md.hasiburrahman1527 Рік тому

    Vaia aktu kosto kore holeo bangla teh fourier series/analysis, laplace transform/series niye aktah series korleh khub valo hoi BSC EEE er basic e khub important

  • @kilionslab4689
    @kilionslab4689 Рік тому +1

    স্যার আমি আপনার একজন শুভাকাঙ্খী। আমি বাংলাদেশের খুলনা থেকে বলছি। আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি আপনার ভিডিও দেখে গণিতকে ভালোবাসতে শিখেছি কিন্তু আমাদের স্কুলের উচ্চতর গণিতএর শিক্ষক আমাদের গণিতের ব্যাপারে ভয় ঢুকিয়ে দিয়েছে। আমরা যদি তার কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তিনি আমাদের বলেন যে সায়েন্স নিয়েছো কেন ? তার একটাই কথা যে সায়েন্স নিলে সারাদিন পড়তে হবে। এখন আমি কি করবো ?

  • @sumanmallick1619
    @sumanmallick1619 Рік тому

    ভালো লাগার মতো সুন্দর।

  • @mrigendrabhattacharyaExtra
    @mrigendrabhattacharyaExtra Рік тому

    Ki valo laglo vaiya 🍫🙏

  • @sanzidaprottasha6820
    @sanzidaprottasha6820 Рік тому

    স্যার আসসালামু আলাইকুম। লসাগু গসাগু নিয়ে আপনার একটা ভিডিও ছিল যতদূর মনে পড়ছে। গসাগুর ভাগ প্রক্রিয়া কিভাবে কাজ করে সেটা বলেছিলেন। কিন্তু খুঁজে পাচ্ছি না। সম্ভবত অন্য কোনো ভিডিওর আলোচনায় কথাগুলো উঠে এসেছিলো৷
    একটু সাহায্য করবেন প্লিজ?

  • @SharifulIslam-px2pc
    @SharifulIslam-px2pc Рік тому

    খুবই ভালো লাগলো জেনে।

  • @swarupabintejakir6625
    @swarupabintejakir6625 Рік тому

    Thank you.

  • @mithundas2835
    @mithundas2835 Рік тому

    অনেক অনেক উপকৃত হলাম ভাইয়া

  • @raminahmed8993
    @raminahmed8993 Рік тому

    Pithagorush theorem feel korte chai
    লম্ব²+ ভূমি ²=অতিভূজ²

  • @enaetkhan7341
    @enaetkhan7341 Рік тому +1

    O chamok Vai proti mashe akta holeo video banan Vai Jan comment porhben doyakore 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😂😂😂😂😂😂

  • @sirajummonir9548
    @sirajummonir9548 Рік тому

    Vai apni great

  • @ibnshams8248
    @ibnshams8248 Рік тому

    বইটার অপেক্ষায় থাকলাম..

  • @MdMunnafprodhan
    @MdMunnafprodhan Рік тому

    Sir will discuss about what is done in real world using mathematics

  • @musa_bakhtiyar
    @musa_bakhtiyar Рік тому +1

    ভাইয়া আপনি কোথায় থাকেন? কী করেন?
    জাতি আপনার জীবনী জানতে চায় ।
    হোক সেটা ভিডিও বা বইয়ের মাধ্যমে.....!
    And 1 Googol love for you ...💕

    • @ardhendumitra3458
      @ardhendumitra3458 Рік тому +2

      Google e peye jaben

    • @ahmad.ali8232
      @ahmad.ali8232 Рік тому +1

      জাতি সেটা জানে। আপনি দয়া করে google কে জিজ্ঞেস করে জেনে নিন।

    • @musa_bakhtiyar
      @musa_bakhtiyar Рік тому +1

      @@ahmad.ali8232 Vaiya uni ki Americathe engineering koren..?
      Google dekhe sposto bujte pari nai... 😐

    • @ahmad.ali8232
      @ahmad.ali8232 Рік тому

      @@musa_bakhtiyar okhane job koren

    • @ahmad.ali8232
      @ahmad.ali8232 Рік тому +1

      @@musa_bakhtiyar ua-cam.com/video/0_K57QBmG9A/v-deo.html এটা দেখতে পারেন