সিলেটের ঐতিহ্যবাহী লোকজসংস্কৃতি : ধামাইল প্রকৃতির অন্যতম লীলাভূমি সিলেটের প্রাকৃতিক প্রাচুর্যের মাঝে সাংস্কৃতিক প্রাচুর্যও অনেক, সাহিত্য সাংস্কৃতিক জগতেও সিলেটের নিজস্ব বৈশিষ্ট্য ও পৃথক পরিচয় বিদ্যমান, যার দরুন সিলেট সুদূর অতীতকাল থেকে স্বীয় অবস্থানকে নিজ আলোয় উদ্ভাসিত করে আসছে,তার আছে নিজস্ব সত্তা ও স্বকীয় পরিচিতি, লোকসঙ্গীতের ক্ষেত্রেও সিলেটের যে পৃথক বৈশিষ্ট্যজ্ঞাপক পরিচিতি পাওয়া যায়,তা বাংলার আর কোথাও নেই, লোকসঙ্গীতের প্রধান অধ্যায় 'ধামাইল' সিলেটের এক নিজস্ব সাংস্কৃতিক সম্পদ, 'ধামালী' বা 'ধামাইল' নৃত্য সম্বলিত উৎসবমুখর গান, যার শ্রষ্টা বা কিংবদন্তী বৈষ্ণবকবি রাধারমণ দত্তকেই বলা হয়ে থাকে,ধামাইল মূলত সমবেতভাবে দলবেঁধে গাওয়া হয়, আসলে ধামলি বা ধামালী থেকেই ধামাইল শব্দের উৎপত্তি, আবার ভিন্ন মতও আছে সিলেটে ধামলা-ধামলি, ধুম্বইল বা ধুমলা -ধুমলি ইত্যাদি শব্দ উল্লাস বা আনন্দ প্রকাশ অর্থে ব্যবহৃত হয়, দুই বা ততোধিক মহিলার হাসি তামাশা বা খোশগল্পের আসরকে নিন্দাচ্ছলে বলা হয় 'ধুম্বইল দেওয়া' এই ধুম্বইলে গাওয়া গানকেই বলা হয় ধামাইল, মধ্যযুগ থেকেই ধামলি/ধামালি ধামাইল শব্দ বাংলা সাহিত্যে প্রচলিত, সুতরাং মধ্যযুগ থেকেই সিলেট অঞ্চলের লোককবিদের মধ্যে ধামাইল গান রচনা শুরু বলে অনেকে মনে করেন, এখনও ধামাইল গান সিলেট বরাক উপত্যকার আশপাশ এলাকায় খুবই জনপ্রিয়, ধামাইলগান যেকোন মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ করে বিয়ের উৎসবে এগানেরর প্রচলন সমধিক, বিয়ের শুরুতেই স্ত্রী- আচারের সঙ্গে সঙ্গে এগান বিভিন্ন বয়সী নারীদের কন্ঠে ধ্বনিত হতে থাকে, বিয়ের পরও তা চলতে থাকে, গ্রামীণ নারীরা দুহাতে তালি বাজিয়ে চক্রাকারে ঘুরে ঘুরে এগান পরিবেশন করে থাকেন, ধামাইল আসলে নৃত্যকেন্দ্রিক গান, ধামাইল গানের সঙ্গে নৃত্য সংযোগ করে পরিবেশিত হলে সেটাকে 'ধামাইলনৃত্য' বলা হয়, ধামাইলনৃত্য বাদ্যকেন্দ্রিক না হলেও অত্যাধিক তাল আশ্রিত, একমাত্র গীতকে কেন্দ্র করেই নৃত্য সৃষ্টি হয়, গানের কথা,রচনা সুর, ছন্দ, তালও লয়ের ওপর ধামাইলনৃত্য নির্ভরশীল, ধামাইল মূলত লোকজ গ্রামবাংলার শিকড়ের সংস্কৃতি, যার ধারক বাহক পৃষ্ঠপোষক গ্রামের সাধারণ মহিলা শিল্পীরাই, কিন্তু ইদানিংকালে বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে যা দেখছি তা গ্রামীণ ধামাইল নাচ না আধুনিক নাচ বুঝে উঠতে পারিনা, এখানেও সময়ের বিবর্তনে হানা দিয়েছে। সিলেটের লোকসঙ্গীত নিয়ে অনেক আলোচনা গবেষণা হয়েছে এবং হচ্ছে কিন্তু এই ঐতিহ্যবাহী ধামাইলগান নিয়ে খুব বেশী গবেষণা হয়নি, বর্তমানে কিছু সাড়াজাগানো আলোচনা গবেষণা হচ্ছে তা অনেক আশা ও উৎসাহব্যঞ্জক কাজ বলে মনেকরি। রামকৃষ্ণ সরকার ধামাইল সংগঠক ও সংগ্রাহক সিলেট, বাংলাদেশ।
Khub sundor
বড় সুন্দর,মনারা ইন্ডিয়া।
খুব সুন্দর হইছে দাদা।।
Aei gula.syljetsr purana oitejjo
নাইচ আমাদের সিলেটে বিয়া সময় এমন গান না বলে হয় না বিয়া বাড়ি মনে হয় না কেউরির খাই বা না খাই গান সুন্তে হয় এবং বলতে হয় নাইচ
আমি সিলেটের কন্যা,আমার গর্ব অহংকার।
চলুক,ছোট কন্যাদের জন্য আদর।
অশেষ ধন্যবাদ আপনাকে, সাথে থেকে উৎসাহিত করারজন্য।
Khokandas kolkata
5 bar dekhechi valo lage
Darun......darun volo
Aami jekhene thaki
Asob dekhte payna
অশেষ ধন্যবাদ, আমাদের সাথে থেকে উৎসাহিত করারজন্য।
নাইস
ধন্যবাদ।
🤭এমন হাসি উঠিছে হাসিটাও জুরেচাইরা না দিলে শান্তি লাগেনা জুরে হাসলে ঘুম ভেঙ্গে যাইবে ঘরের সকলের সুন্দর গান👍👌🙏
অনেক ধন্যবাদ।
@@DHAMAILTV 0\a\aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaaaaa\aaaaaaaaa\aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa444rrerexcfGB hyy
Zll
অসাধারণ লাগলো সোনার বাংলা কমেডিয়ান থেকে ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
বিয়ে সাগা মারেল লাগে গাছ কেটে গেছে 😮
Khuv sundor gan....mon ta vhalo lagse
অনেক ধন্যবাদ।
অসাধারণ গান
অপূর্ব
অসংখ্য ধন্যবাদ।
আমাদের সিলেটের দামাইল
গান খুব সুন্দর অইচে,
সাজসজ্জা দারুণ
অসংখ্য ধন্যবাদ।
অনেক নাইছ
অশেষ ধন্যবাদ।
সুন্দর গীত
ধন্যবাদ।
Very nice
অনেক ধন্যবাদ।
Looking nice me dhamil
ধন্যবাদ।
চমৎকার 👌👌🙏
অনেক ধন্যবাদ।
@@DHAMAILTV ক
Love you didi monira.
Khub bhalo dhanail
অনেক ধন্যবাদ।
Nice dhamail.
অনেক ধন্যবাদ।
অসাধারন খুবই ভাল লাগল
আমি লন্ডন থেকে। কোন জায়গায় ভাই।
অনেক ধন্যবাদ, শ্রীমঙ্গলের ধামাইল একাডেমির শিল্পীদের পরিবেশিত ধামাইল।
@@DHAMAILTV চমৎকার ভাই
ধন্যবাদ
Radhey Radhey
অনেক ধন্যবাদ।
Nice 👍
অনেক ধন্যবাদ।
অতি উত্তম
অসংখ্য ধন্যবাদ।
.
sundor
অশেষ ধন্যবাদ।
ata kisher onushtan
সিলেটের ঐতিহ্যবাহী লোকজসংস্কৃতি : ধামাইল
প্রকৃতির অন্যতম লীলাভূমি সিলেটের প্রাকৃতিক প্রাচুর্যের মাঝে সাংস্কৃতিক প্রাচুর্যও অনেক, সাহিত্য সাংস্কৃতিক জগতেও সিলেটের নিজস্ব বৈশিষ্ট্য ও পৃথক পরিচয় বিদ্যমান, যার দরুন সিলেট সুদূর অতীতকাল থেকে স্বীয় অবস্থানকে নিজ আলোয় উদ্ভাসিত করে আসছে,তার আছে নিজস্ব সত্তা ও স্বকীয় পরিচিতি, লোকসঙ্গীতের ক্ষেত্রেও সিলেটের যে পৃথক বৈশিষ্ট্যজ্ঞাপক পরিচিতি পাওয়া যায়,তা বাংলার আর কোথাও নেই,
লোকসঙ্গীতের প্রধান অধ্যায় 'ধামাইল' সিলেটের এক নিজস্ব সাংস্কৃতিক সম্পদ, 'ধামালী' বা 'ধামাইল' নৃত্য সম্বলিত উৎসবমুখর গান, যার শ্রষ্টা বা কিংবদন্তী বৈষ্ণবকবি রাধারমণ দত্তকেই বলা হয়ে থাকে,ধামাইল মূলত সমবেতভাবে দলবেঁধে গাওয়া হয়, আসলে ধামলি বা ধামালী থেকেই ধামাইল শব্দের উৎপত্তি, আবার ভিন্ন মতও আছে সিলেটে ধামলা-ধামলি, ধুম্বইল বা ধুমলা -ধুমলি ইত্যাদি শব্দ উল্লাস বা আনন্দ প্রকাশ অর্থে ব্যবহৃত হয়, দুই বা ততোধিক মহিলার হাসি তামাশা বা খোশগল্পের আসরকে নিন্দাচ্ছলে বলা হয় 'ধুম্বইল দেওয়া' এই ধুম্বইলে গাওয়া গানকেই বলা হয় ধামাইল, মধ্যযুগ থেকেই ধামলি/ধামালি ধামাইল শব্দ বাংলা সাহিত্যে প্রচলিত, সুতরাং মধ্যযুগ থেকেই সিলেট অঞ্চলের লোককবিদের মধ্যে ধামাইল গান রচনা শুরু বলে অনেকে মনে করেন, এখনও ধামাইল গান সিলেট বরাক উপত্যকার আশপাশ এলাকায় খুবই জনপ্রিয়, ধামাইলগান যেকোন মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ করে বিয়ের উৎসবে এগানেরর প্রচলন সমধিক, বিয়ের শুরুতেই স্ত্রী- আচারের সঙ্গে সঙ্গে এগান বিভিন্ন বয়সী নারীদের কন্ঠে ধ্বনিত হতে থাকে, বিয়ের পরও তা চলতে থাকে, গ্রামীণ নারীরা দুহাতে তালি বাজিয়ে চক্রাকারে ঘুরে ঘুরে এগান পরিবেশন করে থাকেন,
ধামাইল আসলে নৃত্যকেন্দ্রিক গান, ধামাইল গানের সঙ্গে নৃত্য সংযোগ করে পরিবেশিত হলে সেটাকে 'ধামাইলনৃত্য' বলা হয়, ধামাইলনৃত্য বাদ্যকেন্দ্রিক না হলেও অত্যাধিক তাল আশ্রিত, একমাত্র গীতকে কেন্দ্র করেই নৃত্য সৃষ্টি হয়, গানের কথা,রচনা সুর, ছন্দ, তালও লয়ের ওপর ধামাইলনৃত্য নির্ভরশীল,
ধামাইল মূলত লোকজ গ্রামবাংলার শিকড়ের সংস্কৃতি, যার ধারক বাহক পৃষ্ঠপোষক গ্রামের সাধারণ মহিলা শিল্পীরাই, কিন্তু ইদানিংকালে বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে যা দেখছি তা গ্রামীণ ধামাইল নাচ না আধুনিক নাচ বুঝে উঠতে পারিনা, এখানেও সময়ের বিবর্তনে হানা দিয়েছে।
সিলেটের লোকসঙ্গীত নিয়ে অনেক আলোচনা গবেষণা হয়েছে এবং হচ্ছে কিন্তু এই ঐতিহ্যবাহী ধামাইলগান নিয়ে খুব বেশী গবেষণা হয়নি, বর্তমানে কিছু সাড়াজাগানো আলোচনা গবেষণা হচ্ছে তা অনেক আশা ও উৎসাহব্যঞ্জক কাজ বলে মনেকরি।
রামকৃষ্ণ সরকার
ধামাইল সংগঠক ও সংগ্রাহক
সিলেট, বাংলাদেশ।
nice
অসংখ্য ধন্যবাদ।
এই গুলো সিলেটি ইতিহাস
অসংখ্য ধন্যবাদ।
Nice
ধন্যবাদ।
♥♥♥♥
অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ।
🦋
Thanks.
Hi
Thanks.
Khokandas kolkata
Valo
Nice❤️
ধন্যবাদ।
Hhg
thanks.
গানটি লিখে দাও Plz🙏
ভিডিওর নিচের দিকে গানটি লেখা আছে।
@@DHAMAILTV oo😮
কোন পাগল এগুলো
Pagoler gosti.
nice
ধন্যবাদ।
Nice
ধন্যবাদ।
Nice
অনেক ধন্যবাদ।
Nice