আপনি এতো সুন্দর ভিডিও বানান, ভিডিও গুলো আমার কাছে খুব সুন্দর লাগে, আমারা শ্রমজীবী মানুষ , কাজ করার পর যখন ক্লান্ত শরীর নিয়ে একান্তে কোথাও বোসে আপনার ভিডিও গুলো দেখি তখন শরীরের সমস্ত ক্লান্তি কেটে গিয়ে আবার নতুন উদ্যমে কাজ করার আলাদাই একটা আমেজ চলে আসে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমাদের সামনে তুলে ধরবেন।
শিবাজি দা আপনি আমাদের এতো কাছ থেকে এসে ভিডিও করে গেলেন।। বাহহহ খুব সুন্দর। তবে আপনাকে বলি আসুন না এবার শীতে চুপি পাখির চর। শীতে অনেক পরিযায়ী পাখি আসে।। দারুন জায়গা আশা করি ভালোই লাগবে।।
পুরো সিরিজটাই খুব ভালো লাগলো । ধর্মীয় স্থান দর্শনের সাথে সাথে অনবদ্য ব্যাকগ্ৰাউন্ড মিউজিকের ব্যবহার । ঐ সময়টাতে ভিডিও একটা আলাদা মাত্রায় উত্তীর্ণ হয়েছিল ।
খুব ভালো ভিডিও, পিহুর কবিতা দারুণ, অনেক দিন আপনার ভিডিও দেখছি, একটা কথা মানতেই হবে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেকশন অনবদ্য। নবদ্বীপে এত জল জমে দেখে অবাক হলাম
Puro series dekhechhi.......osadharon as usual...tobe mobile e dekhi na, LED te dekhi...shibaji dar vdo mobile e thik jome na... boro screen e aram kore cha er chumuke dekhi... love you da..
"Ami shibaji, and aapnara dekhchen.........." ai ongso ta aapnar somosto video r sad moment, tokhn bujhte pari video ta ses hote cholche.. khub sundor video gulo khub sundor.
Thank you so much Mita di!! This short trip was really outstanding, never thought it would be so good, personally I was skeptical while planning for Mayapur but it turned out to be exactly opposite to my thoughts.
@@explorershibaji Shibaji, the best part is that you showed so many other places, not just ISKCON.....Nabadwip is so historical...thank you! and do similar local trips....
Nabadwip e jonmo Nabadwip e bere otha pray sob e chini... Tobuo apnar camera r maddhome Nabadwip ke notun vabe abiskar korlam.. Khub sundor uposthapona... Plz abar o asben
শিবাজী দা, অসাধারণ হয়েছে ভিডিও। ভালো হোটেলের সন্ধান ভ্রমণের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাছাড়া বৈষ্ণব নগরীতে সুস্বাদু খাসির মাংসের ঠিকানা অনবদ্য। আপনার ভ্রমণের অভিজ্ঞতা এক রঙ্গিন বাস্তব। এগিয়ে চলো। আমরা নতুন নতুন ভিডিও দেখে মুগ্ধ হই।
মায়াপুর আমার মামার বাড়ি আর নবদ্বীপে আমার মাসির বাড়ি, মামাতো বোনের বাড়ী।আপনার দেখানো সব জায়গা গুলোই আমার চেনা।তবু আপনার ভিডিওটা পুরো দেখলাম খুব ভালো লাগলো।আমার বাড়ী কোলকাতা।ভালো থাকবেন।আর আপনার বন্ধু ওই কাঞ্চন মল্লিককে ভালো করে খাওয়া দাওয়া করান। jokes a part.
প্রথমত: দাদা, আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং গোগল সহ বাকি ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর। 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️ . দ্বিতীয়ত: আপনাদের সকলের জন্য, শুভ রথ যাত্রার তৃতীয় দিনে, অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 🙂🙂🙂🙂 . তৃতীয়ত: অনেকদিন আগে, আমি একবার একটা ভিডিওতে দেখেছিলাম, মানে উনি দেখিয়েছিলেন যে, শুধুমাত্র নবদ্বীপেই (বিঃ দ্রঃ; মায়াপুর বাদ দিয়ে) মোট একুশটা দর্শনীয় স্থান আছে। অনবদ্য লেগেছিল ভিডিওটা, আর হ্যা, এটা একদমই সঠিক তথ্য দিয়েছেন যে, ওখানকার বেশিরভাগ মন্দির দুপুর বারোটা থেকে বিকাল চারটে অবধি বন্ধ থাকে। 😊😊😊😊 . চতুর্থত: প্রতিটা রেকমেন্ডেশন মনে রাখবো। সেটা খাওয়ার হোটেল থেকে শুরু করে, স্পেশাল লালদই হোক কিংবা দুপুরের খাওয়ার হোটেল অথবা গোবিন্দা'সের আইটেমের তালিকা, সবটাই খেয়াল থাকবে। ♥️♥️♥️♥️ . পঞ্চমত: একটা বিষয় আমাকে একটু কনফার্ম করবেন, সেটা হলো, আমি শুনেছি যে, নবদ্বীপ নাকি অত্যন্ত অপরিস্কার একটা স্থান? মানে, চতুর্দিকে নাকি ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে? এটা ঠিক না ভুল। জানাবেন একটু। 🤨🤨🤨🤨 . ষষ্ঠত: এবারে কিন্তু আমি আইনের দারস্থ হতে একরকম বাধ্য হবো বলে দিচ্ছি, দাদা। তাতেও যদি প্রকৃত বিচার না পাই, তাহলে আরও অনেক অনেক, অনেক অনেক, অনেক অনেক বড়, বৃহত্তর আন্দোলনের পথে নামবো। বিষয়, লঙ্কায় কেন ঝাল নেই। 😜😜😜😜 . অসাধারণ একটা মুহুর্ত উপভোগ করলাম, দারুন লাগলো, পরের পর্বের অপেক্ষায় থাকলাম। অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সব্বাই। . নমস্কারান্তে, বাসব ভট্টাচার্য্য
শিবাজী বাবু আপনি তো ভোজন বিলাসী। আপনার বেড়ানোর ভিডিও টি যেমন সুন্দর তেমনি খাওয়ার ভিডিও টি ও অসাধারণ। নবদ্বীপ আমার দেখা তবু ফিরে দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ আরও একটি ভিডিও। এত মজা পেলাম। ভ্রমনের বর্ননা অনবদ্য। পেটপূজার বিষয়বস্তু নিয়ে ও কিন্তু একটি ভিডিও সম্ভব। তবে আপনি কাঁচালঙ্কার অভাবে বড়ই কষ্ট পেলেন দেখছি। এই করোনা কালে এই ধরনের ভিডিও মনটা হালকা করে। অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো
Asadharon blog dicchen 👌👌 just kono kotha hobe na ❤️ amar bari Santipur , mayapur sudhu dekhechi ato sundor , details e information dicchen 👌👌 khub helpful 👌👌❤️❤️👍
শিবাজি বাবু, দারুন লাগছে আপনার মায়াপুর ভ্রমণ। দেখে মনে হচ্ছে এখুনি ছুটে যাই । আপনার ভিডিও দেখার জন্যে আমি ও আমার স্ত্রী সব সময় অপেখ্যা করি। সুন্দর আপনার বাচন ভঙ্গি। আর সব থেকে বড় করে পাওনা ভীষণ তথ্যমুলক । আমরা নাট্য জগতের মানুষ, তাই আপনার বলাটা ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন, শ্যামল দাস ও লিলি দাস , কসবা, কলকাতা।
🙏🙏জয় গৌড় জয় নিতাই🙏🙏 শিবাজীদা, আপনার এই বন্ধু অরূপ তো একদম কাঞ্চন মল্লিকের ডুপ্লিকেট অরূপ বাবুর মেয়ে পিউর কবিতা বলাটা ভীষণ পরিস্কার কন্ঠ। এই মায়াপুর নবদ্বীপ ভ্লগ দারুণ এনজয় করলাম। যদিও দু-একবার গেছি। তবুও অনেক অজানা তথ্য পেলাম। আর নিমাইয়ের আসল জন্মস্থান এই নবদ্বীপের এই ভিটেতেই। এর কথা শাস্ত্রেও আছে। ****আর দাদা দোষ নেবেন না একটা কথা বলি - কোন তীর্থস্হানে গেলে দয়া করে মাংস খাবেন না। এইসব জায়গাতে নয়ই। ভালো থাকবেন দাদা আর অবশ্যই সুস্থ থাকবেন।
Ami ei prothom apnar blog dekhlam ,hoyto eta krisna er ichhe je hotath kore apnar video ta ese gelo,ebar bhison ichhe chilo jabar ,bisesoto amar sasurbari Bethuadhari r khub kache ,aj biyer 16 ys poreo jawa hoye uthche na. Abar coincidence dekhun amar flat er uppor e Iskcon er sevayet thaken kotobar invite korechen okhane jete jawa hochhei na. Khub bhalo laglo video,sobai ke bhalo laglo,onno video theke anek anek bangaliyana royeche apnar video te.uposthana r apnar porichalona khub bhalo.
আপনি এতো সুন্দর ভিডিও বানান, ভিডিও গুলো আমার কাছে খুব সুন্দর লাগে, আমারা শ্রমজীবী মানুষ , কাজ করার পর যখন ক্লান্ত শরীর নিয়ে একান্তে কোথাও বোসে আপনার ভিডিও গুলো দেখি তখন শরীরের সমস্ত ক্লান্তি কেটে গিয়ে আবার নতুন উদ্যমে কাজ করার আলাদাই একটা আমেজ চলে আসে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমাদের সামনে তুলে ধরবেন।
আজকের vlogএর স্টার হলো পুচকি !! darun কবিতা বলেছে !!
খুব ভালো !!
অনেক অনেক ভালোবাসা নবদ্বীপ বাসির তরফ থেকে
জয় গৌড় জয় নিতাই
আপনার চেনেল আরো এগিয়ে যাক 🙌🙌🙌
এত ভালো বাংলায় এত সুন্দর নবদ্বীপ ভিডিও এর আগে কোথাও দেখেনি স্যার।। কেউ প্রথম বারের জন্য ঘুরতে গেলে এর থেকে ভালো গাইড হতে পারে না।। 👍👍
Nabadwip আমার নিজের এলাকা, কিন্তু আপনার চোখ দিয়ে দেখার আনন্দ টাই আলাদা, অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর উপস্থাপন এর জন্য।
Nabadwip thekha ki krishnanagar jawa jai
@@pritamsadhukhan6785 ha jaoya jay. ganga par kore bus e kore jete hoy. abar direct bus o achhe
Khub khub bhalo, khabar gulo satti lobhonio. Abar jabo sudhu khawar jonno.Bhalo theko gurte thako.
Boddo bhalo laglo. Sob theke bhalo laglo chotto sonamoni r kobita abritti
হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল মনে হলো ভিডিও টা । দারুন উপস্থাপনা 😍😍😍💐💐❤️❤️❤️❤️
নিজের জন্মস্থানকে আপনার ফ্রেমে দেখে খুব ভালো লাগলো। আমরা এখানে প্রায় তিনশো বছরের বাসিন্দা।
Tour নিয়ে যেসব bengali you tube channel সবার মধ্যে তুমি best দাদা।
Episode ta akbar dekhe mon vorlo na tai dubar dekhlam...Apni sotti e alada inspiration ❤️
নবদ্বীপের দহি সত্যিই অসাধারণ । খুবই সুন্দর
নৌকাতে পারাপার । আপনাদের দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল । শুভেচ্ছা রইল ।
Khub sundor lagche apnar Nabadwip bhromon eto bhalo presentation ❤️🙏🙏
Aamar pisir bari oe pachur dokaner ekdm pasei...khub priyo jayga.. Khub bhalo laglo dada.. Coronar jnno pray ankdn jawa hyna.. Khub bhalo laglo dkhe😊🙏
আপনার ব্লগ সবসময়ই অসাধারণ।
স্বল্প সময়ের মধ্যে খুব সুন্দর উপস্থাপনা। নবদ্বীপবাসী হিসেবে আপনাকে ধন্যবাদ জানাই। ❤️❤️
❤️❤️❤️
Like দিলাম দাদা, ছোটোর মধ্যে নবদ্বীপ এর দারুন গাইড দিলেন।
নিজের শহরকে আজ আবার একবার নতুন করে চিনলাম.. Tq Shibaji Da.. খুব ভালো লাগলো.. শুধু দেখা হলো না তোমার সাথে.. ❤️
আবার দেখা হবে কখনও।
Vhison sundor Hoyacha Dada...wait for next vlog...
শিবাজি দা আপনি আমাদের এতো কাছ থেকে এসে ভিডিও করে গেলেন।। বাহহহ খুব সুন্দর।
তবে আপনাকে বলি আসুন না এবার শীতে চুপি পাখির চর। শীতে অনেক পরিযায়ী পাখি আসে।। দারুন জায়গা আশা করি ভালোই লাগবে।।
খুব সুন্দর লাগলো ভিডিওটা।দারুন কবিতা শুনলাম।
Khub Sundor laaglo.
Pranobonto uposthapona.
Khub sundor hoyeche ❤ just speechless don't have words to express how wonderful
শিবাজী . . . . . এর পরে ট্যুরে বেরানোর সময় কিছু কাচা লঙ্কা সঙ্গে নিয়ে একটা নিও. . . . . 😊
Beledanga lonka😂😂😂
শিবাজীবাবু, এরপর থেকে বেলডাঙার লঙ্কা না নিয়ে (অন্ত্যত ২৫০ গ্রাম) বাড়ি থেকে বের হবেন না!! 😁
Thik bolechen 😂😂
শিবাজী দা মনে হয় লঙ্কা কিনতে বেরিয়ে পড়েছেন😀
শিবাজীদা নামটা মনে হচ্ছে পাল্টাতে হবে লঙ্কাদা নামটা বলতে হবে🤪🤪।
As usual khub informative ebong darun narative 👍👍👍
পুরো সিরিজটাই খুব ভালো লাগলো । ধর্মীয় স্থান দর্শনের সাথে সাথে অনবদ্য ব্যাকগ্ৰাউন্ড মিউজিকের ব্যবহার । ঐ সময়টাতে ভিডিও একটা আলাদা মাত্রায় উত্তীর্ণ হয়েছিল ।
New video enjoy korlam.. tomader dekhe mone holo nejer gari ta neye chole jai..jai hok valo theko r new new video dete thako. ❤️❤️
Woww ashadharon... Ar sab khabar i shudho shakahari, mane without onion garlic.. Etai best part
Khub suundor tour. 🎉 dekhe khub valo laglo..
খুব ভালো ভিডিও, পিহুর কবিতা দারুণ, অনেক দিন আপনার ভিডিও দেখছি, একটা কথা মানতেই হবে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেকশন অনবদ্য। নবদ্বীপে এত জল জমে দেখে অবাক হলাম
Puro series dekhechhi.......osadharon as usual...tobe mobile e dekhi na, LED te dekhi...shibaji dar vdo mobile e thik jome na... boro screen e aram kore cha er chumuke dekhi... love you da..
Khub bhalo laglo..👍 bachhader jonno onek ashirbad r bhalobasha...tomra shobai bhalo theko 🙏
"Ami shibaji, and aapnara dekhchen.........." ai ongso ta aapnar somosto video r sad moment, tokhn bujhte pari video ta ses hote cholche..
khub sundor video gulo khub sundor.
আপনার সব ভ্রমণের ভিডিওই অসাধারণ।
এটাও দুর্দান্ত হয়েছে।
Dada ak kothai bapok👍bapok 👌 bapok 🙏🌻🌼
ঐ বাচ্চা মেয়েটা খুব সুন্দর আবৃত্তি করল। ওর জন্য রয়েছে রইল আমার আন্তরিক ভালবাসা। আর সব দর্শনীয় স্থান খুবই সুন্দর।
ছোট্টসোনার আবৃত্তি খুব ভালো লাগল !
Kono kotha hobe na, just awsome dada
Dada tumi grate........
Ak kothay Durdanto 👌👌👌
শিবাজী দা আপনি যেমন ভালো ব্লগার, ঠিক তেমনি ভালো টেষ্টার। দারুন ভালো লাগলো। আর ক্ষুদে সদস্য র কবিতা খুব ভালো লাগলো।
Thanks and Regards from Bangalore. First comment
Same here
Apnar bolar bhongi ta really asadharan. Eta onyo kono bhoge paoa jaina. Detailing asadharan. Susthota thakun. Bhalo thakben.
Hii Shibaji da,apnar eivideotao asusual darun hoeche,nabadwip er nanajaegar sathe special attraction gobindas e khaoa,lal doi,etc,sabmilie darun 👌👍,ei videor jonno thanks,god bless you,valothakben,next videor ashae roilam 👌👍🤔🙂🙏🤲💐❤🇮🇳
আঃআ চমৎকার👌👌👌 ভিডিও দেখলাম মন মাতানো পুরোনো স্মৃতি একেবারে সবুজ হয়ে উঠলো, আর সেই শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের🙏🙏😊🙏 "ছোটনদী "কবিতা,একটি ছোট্ট শিশুর মুখে শুনে মন ভরে উঠলো, সেই গঙ্গার পাড়, মহাপ্রভু র স্মৃতি অতুলনীয় 🙏😊🙏👌👌👍নাইস ভিডিও মেকার আপনি গ্রেট 😊👍👍👍👍সঙ্গে মিষ্টি দই এর ছোয়া, খাসির মাংস র স্বাদ 👏👏👏💓💖💓😋😋😋really SHIBAJI DA touching heart❤️💞💗... Unforgettable vlogging 👌👌👌😊👍👍👍👍
Awesome! The little girl was fantastic in her poem recitation....very enjoyable trip video!
Thank you so much Mita di!! This short trip was really outstanding, never thought it would be so good, personally I was skeptical while planning for Mayapur but it turned out to be exactly opposite to my thoughts.
@@explorershibaji Shibaji, the best part is that you showed so many other places, not just ISKCON.....Nabadwip is so historical...thank you! and do similar local trips....
ছোট্ট পিহুর কবিতা অনেক ভাল লাগলো ! গোগোল ,পিহুকে অনেক অনেক আদর !!
হ্যাঁ, তোমার ভিডিও দেখে পেট ভরে গেছে ,দাদা ! রীতিমত ঢেঁকুর দিচ্ছি...
অনেক ভাল থেকো
Nabadwip e jonmo Nabadwip e bere otha pray sob e chini... Tobuo apnar camera r maddhome Nabadwip ke notun vabe abiskar korlam..
Khub sundor uposthapona...
Plz abar o asben
Darun ❤️ ki sundor abriti korche chotto sona ti
😊😊😊
Asadharon laglo!!!!
Wait korchilam ei video ta dekhbo bole.
Khub bhalo. Chalye Jan sange achi.
খুব সুন্দর লাগলো ভিডিও টি দাদা 💗💗💗
(Pranab Traveller's)
Darun 💯
Dada apnar video khub bhalo lage
Wish you reach 100k soon😀😀
Thank you so much!!😊
খুব ভালো লাগল শিবাজিবাবু।আমি আপনার সব ভিডিও দেখি ভীষন ভালো লাগে।বেড়াতে আমিও খুব ভালোবাসি।
খুব ভালো লাগলো, নবদ্বীপ বাসী হিসাবে আরো ভালো লাগছে। রাসের সময়ের একটি ভিডিও করুন, ভালো লাগবে।
Khub sundor ekta tour guide dilen dada.......
তথ্য সমৃদ্ধ ব্লগ, খুব ভালো লাগলো। আজকের উপরি পাওনা পিউ এর আধো আধো উচ্চারণে কবিতা পাঠ।
শিবাজী দা, অসাধারণ হয়েছে ভিডিও। ভালো হোটেলের সন্ধান ভ্রমণের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাছাড়া বৈষ্ণব নগরীতে সুস্বাদু খাসির মাংসের ঠিকানা অনবদ্য। আপনার ভ্রমণের অভিজ্ঞতা এক রঙ্গিন বাস্তব। এগিয়ে চলো। আমরা নতুন নতুন ভিডিও দেখে মুগ্ধ হই।
ধন্যবাদ!!😊
দারুণ কবিতা শোনা হলো।
Mone hocche ekhuni gie Govinda te khai.. darun..notun kichu bolar nei.. 👌
Dada tomr vlog amar eto valo lage j age like button ta touch kore trpor dekhte suru kori..keep it up dada..
Travel + Food blogger. কিছু বলার নেই।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
মায়াপুর আমার মামার বাড়ি আর নবদ্বীপে আমার মাসির বাড়ি, মামাতো বোনের বাড়ী।আপনার দেখানো সব জায়গা গুলোই আমার চেনা।তবু আপনার ভিডিওটা পুরো দেখলাম খুব ভালো লাগলো।আমার বাড়ী কোলকাতা।ভালো থাকবেন।আর আপনার বন্ধু ওই কাঞ্চন মল্লিককে ভালো করে খাওয়া দাওয়া করান। jokes a part.
প্রথমত: দাদা, আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং গোগল সহ বাকি ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর। 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
.
দ্বিতীয়ত: আপনাদের সকলের জন্য, শুভ রথ যাত্রার তৃতীয় দিনে, অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 🙂🙂🙂🙂
.
তৃতীয়ত: অনেকদিন আগে, আমি একবার একটা ভিডিওতে দেখেছিলাম, মানে উনি দেখিয়েছিলেন যে, শুধুমাত্র নবদ্বীপেই (বিঃ দ্রঃ; মায়াপুর বাদ দিয়ে) মোট একুশটা দর্শনীয় স্থান আছে। অনবদ্য লেগেছিল ভিডিওটা, আর হ্যা, এটা একদমই সঠিক তথ্য দিয়েছেন যে, ওখানকার বেশিরভাগ মন্দির দুপুর বারোটা থেকে বিকাল চারটে অবধি বন্ধ থাকে। 😊😊😊😊
.
চতুর্থত: প্রতিটা রেকমেন্ডেশন মনে রাখবো। সেটা খাওয়ার হোটেল থেকে শুরু করে, স্পেশাল লালদই হোক কিংবা দুপুরের খাওয়ার হোটেল অথবা গোবিন্দা'সের আইটেমের তালিকা, সবটাই খেয়াল থাকবে। ♥️♥️♥️♥️
.
পঞ্চমত: একটা বিষয় আমাকে একটু কনফার্ম করবেন, সেটা হলো, আমি শুনেছি যে, নবদ্বীপ নাকি অত্যন্ত অপরিস্কার একটা স্থান? মানে, চতুর্দিকে নাকি ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে? এটা ঠিক না ভুল। জানাবেন একটু। 🤨🤨🤨🤨
.
ষষ্ঠত: এবারে কিন্তু আমি আইনের দারস্থ হতে একরকম বাধ্য হবো বলে দিচ্ছি, দাদা। তাতেও যদি প্রকৃত বিচার না পাই, তাহলে আরও অনেক অনেক, অনেক অনেক, অনেক অনেক বড়, বৃহত্তর আন্দোলনের পথে নামবো। বিষয়, লঙ্কায় কেন ঝাল নেই। 😜😜😜😜
.
অসাধারণ একটা মুহুর্ত উপভোগ করলাম, দারুন লাগলো, পরের পর্বের অপেক্ষায় থাকলাম। অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সব্বাই।
.
নমস্কারান্তে,
বাসব ভট্টাচার্য্য
sir apnar video er jonyo opekkhar obosan............darun lag6e....
darun sundor video.aro chai.
SHIBAJI Babu, Many Thanks For Your Nabadwip Dham Tour.
Most welcome sir!! 😁🙏
অসাধারণ লাগল দাদা। আর খুব সুন্দর পরিবেশনা ।👏👏👏👏❤❤
অসাধারণ "শিবাজী the real কাঁচালঙ্কা দা"
😀😀😀😀
শিবাজী বাবু আপনি তো ভোজন বিলাসী। আপনার বেড়ানোর ভিডিও টি যেমন সুন্দর তেমনি খাওয়ার ভিডিও টি ও অসাধারণ। নবদ্বীপ আমার দেখা তবু ফিরে দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটি ভিডিও দাদা 👌 দারুন উপভোগ করলাম 👍
Khub sundor presentation, Shibaji da.
খাসতা কচুরি দিয়ে শুরু, খাসীর মাঙসো দিয়ে শেষ। অসাধারণ উপস্থাপনা। জমে গেছে।
আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে,,
মনে হচ্ছে এখুনি মায়াপুরে চলে যাই। 😀😀😀😀👌👌👌👌
উফ্ফ্ফ্ দাদা,,দই টা দেখেই জিভ টা কেমন ভিজে গেল😋😋😋😋😄😄👍👍
অসাধারণ আরও একটি ভিডিও। এত মজা পেলাম। ভ্রমনের বর্ননা অনবদ্য। পেটপূজার বিষয়বস্তু নিয়ে ও কিন্তু একটি ভিডিও সম্ভব। তবে আপনি কাঁচালঙ্কার অভাবে বড়ই কষ্ট পেলেন দেখছি। এই করোনা কালে এই ধরনের ভিডিও মনটা হালকা করে। অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো
আপনাদের ভালো লেগেছে আমার পরিশ্রম সার্থক। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এভাবেই সঙ্গে থাকবেন।
Durdanto...kono kotha hobey na!!
Asadharon blog dicchen 👌👌 just kono kotha hobe na ❤️ amar bari Santipur , mayapur sudhu dekhechi ato sundor , details e information dicchen 👌👌 khub helpful 👌👌❤️❤️👍
Vlog
শিবাজি বাবু, দারুন লাগছে আপনার মায়াপুর ভ্রমণ। দেখে মনে হচ্ছে এখুনি ছুটে যাই । আপনার ভিডিও দেখার জন্যে আমি ও আমার স্ত্রী সব সময় অপেখ্যা করি। সুন্দর আপনার বাচন ভঙ্গি। আর সব থেকে বড় করে পাওনা ভীষণ তথ্যমুলক । আমরা নাট্য জগতের মানুষ, তাই আপনার বলাটা ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন, শ্যামল দাস ও লিলি দাস , কসবা, কলকাতা।
Darun.First comment.Goli guli Berhampore er Moto.
🙏🙏জয় গৌড় জয় নিতাই🙏🙏
শিবাজীদা, আপনার এই বন্ধু অরূপ তো একদম কাঞ্চন মল্লিকের ডুপ্লিকেট অরূপ বাবুর মেয়ে পিউর কবিতা বলাটা ভীষণ পরিস্কার কন্ঠ।
এই মায়াপুর নবদ্বীপ ভ্লগ দারুণ এনজয় করলাম। যদিও দু-একবার গেছি। তবুও অনেক অজানা তথ্য পেলাম। আর নিমাইয়ের আসল জন্মস্থান এই নবদ্বীপের এই ভিটেতেই। এর কথা শাস্ত্রেও আছে।
****আর দাদা দোষ নেবেন না একটা কথা বলি - কোন তীর্থস্হানে গেলে দয়া করে মাংস খাবেন না। এইসব জায়গাতে নয়ই। ভালো থাকবেন দাদা আর অবশ্যই সুস্থ থাকবেন।
মনের যত্ন নিতে দেখুন, Explorer Shibaji.
Ami ei prothom apnar blog dekhlam ,hoyto eta krisna er ichhe je hotath kore apnar video ta ese gelo,ebar bhison ichhe chilo jabar ,bisesoto amar sasurbari Bethuadhari r khub kache ,aj biyer 16 ys poreo jawa hoye uthche na. Abar coincidence dekhun amar flat er uppor e Iskcon er sevayet thaken kotobar invite korechen okhane jete jawa hochhei na. Khub bhalo laglo video,sobai ke bhalo laglo,onno video theke anek anek bangaliyana royeche apnar video te.uposthana r apnar porichalona khub bhalo.
Kobita gulo khub sundor 😊🎉bhalo laglo
Khub khub khub sundor vlog ❤️
Ebar ekbar santipur e asun amr mamabari santipur e khub sundor jayga protita jaygay itihas choriye ache. Ekbar ghure asben cholun asha kori khub valo lagbe apnar.
Darun....
আপনাকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা ।
দুবাই থেকে দেখেছি ।
দারুন লাগলো দাদা
Uff Shibaji da manser har khaoata darun
Darun laglo video ta
❤️kub sundor family 😍
Ei Kachuri Sotti Asadharon
খুব ভালো লাগলো দাদা. ভালো থাকবেন
Khub sundar video 👌👌
ভোজন এবং ভ্রমণ দুটোই অসাধারণ।
Darun video Dada 👌👌👌👌
Shibaji da what a lovely video awesome presentation....
apnar video gulo khub sundar....
অসাধারণ লাগলো শিবাজী দা