Dnohe | Rabindrasangeet | Shom & Rini | Delvistaa Foundation (Dhaka) | 2013 (HD) ...

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 95

  • @alimdewan7272
    @alimdewan7272 9 років тому +2

    এত ভাল লাগল! মন টা কেমন ভরে গেল।অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে 1 আমি যেন কিছু সময় এর জন্য অন্য এক জগতে চলে গিয়ে ছিলাম। নিজেকে একটি বারের জন্য স্বপ্নের জগতে বাসিয়ে দিয়ে ছিলাম। কেন যেন মনে হচ্ছিল এতো যেন আমার জীবনের গল্প আমার মনের কথা গুলোই বলছে। কিছু কিছু মুহুতে চোখের পানি ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল। আসলেই অসাধারণ লাগে ছিল এই সময় টুকু। কি বলে যে ধন্যবাদ জানাব আসলে আমার জানা নেই। তাঁর পরও বলতে চাই এই মনোমুগ্ধকর সময় টুকু দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @namitadas5812
    @namitadas5812 9 років тому +17

    গানের জন্য এতোদিন আবৃত্তি শুনেছি, এটা মনে হলও আবৃতির জন্য গান। চমৎকার প্রেজেন্টেশন - গান, আবৃত্তি দু' টাই ।

  • @stockbrokerfellow
    @stockbrokerfellow 10 років тому +2

    Shom/Rini, apnader ei udyog ke asadharon bolleo kom ... kahini-r purush choritro tir modhye nijeke khunje pelaam... ami nije ekjon sangeet sadhok.. bohu bachhor dhore.. ebong shiray dhomonee te rabi thakur... aar ki bolbo bolun.. ki anubhuti bole bojhate parbo na .. ! ek adbhut koshto koshto sukher anubhuti.. chokhe jol... anek dhonyobad apnader.

  • @upohar88
    @upohar88 9 років тому +2

    Gaan selection ta bhison sundor hoyeche,Rini r presentation khoob sundor,All over khoob bhalo laglo.

  • @deepchanda1989
    @deepchanda1989 6 років тому +3

    ১. আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
    তার বদলে আমি চাই নে কোনো দান ॥
    ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলে
    উঠবে যখন তারা সন্ধ্যসাগরকূলে,
    তোমার সভায় যবে করব অবসান
    এই ক'দিনের শুধু এই ক'টি মোর তান ॥
    তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
    সেই কথাটি তুমি ভুলবে কেমন করে?
    সেই কথাটি, কবি, পড়বে তোমার মনে
    বর্ষামুখর রাতে, ফাগুন-সমীরণে--
    এইটুকু মোর শুধু রইল অভিমান
    ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ ॥
    ২. মোরে বারে বারে ফিরালে।
    পূজাফুল না ফুটিল দুখনিশা না ছুটিল,
    না টুটিল আবরণ ॥
    জীবন ভরি মাধুরী কী শুভলগনে জাগিবে?
    নাথ ওহে নাথ, কবে লবে তনু মন ধন?।
    ৩.আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
    তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
    দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোঢ়হাতে।।
    ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
    রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
    দ্বার খোলো হে দ্বার খোলো-
    প্রভু, করো দয়া, দেহ দেখা দুখরাতে।।
    ৪. চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
    অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।।
    ধরায় যখন দাও না ধরা
    হৃদয় তখন তোমায় ভরা,
    এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।।
    তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
    খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
    থাক তবে সেই কেবল খেলা,
    হোক-না এখন প্রাণের মেলা
    তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
    ৫. না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
    ওগো, কে আছে চাহিয়া শূন্য পথপানে--
    কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে॥
    পড় নি কাহার নয়নের ভাষা,
    বোঝ নি কাহার মরমের আশা,
    দেখ নি ফিরে--
    কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে॥
    ৬. নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে।
    গোপনে কে এমন করে ফাঁদ ফেঁদেছে।
    বসন্তরজনীশেষে বিদায় নিতে গেলেম হেসে-
    যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে॥
    ৭. আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে॥
    আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে,
    তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে॥
    শ্রান্তি লাগে পায়ে পায়ে বসি পথের তরুছায়ে।
    সাথিহারার গোপন ব্যথা বলব যারে সেজন কোথা--
    পথিকরা যায় আপন-মনে, আমারে যায় পিছু রেখে॥
    ৮. আমি চঞ্চল হে,
    আমি সুদূরের পিয়াসি।
    দিন চলে যায়, আমি আনমনে তারি
    আশা চেয়ে থাকি বাতায়নে--
    ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ
    পাবার প্রয়াসী॥
    ওগো সুদূর, বিপুল সুদূর,
    তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি--
    মোর ডানা নাই, আছি এক ঠাঁই
    সে কথা যে যাই পাশরি॥
    আমি উন্মনা হে,
    হে সুদূর, আমি উদাসী॥
    রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে
    ছায়ার খেলায়
    কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে
    গো আভাসি।
    হে সুদূর, আমি উদাসী।
    ওগো সুদূর, বিপুল সুদূর,
    তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি--
    কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা
    যে যাই পাশরি॥
    ৯. আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে
    আমি তাইতে কি ভয় মানি!
    জানি জানি, বন্ধু, জানি
    তোমার আছে তো হাতখানি।।
    চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
    এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।।
    আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
    তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
    জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
    এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।।
    ১০. শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
    তোমারি সুরটি আমার মুখের 'পরে, বুকের 'পরে ॥
    পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে--
    নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।
    নিশিদিন এই জীবনের সুখের 'পরে দুখের 'পরে
    শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
    যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
    তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
    যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,
    তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।
    নিশিদিন এই জীবনের তৃষার 'পরে, ভুখের 'পরে
    শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে ॥

  • @tariqrezaali8740
    @tariqrezaali8740 9 років тому +2

    এত ভাল লাগল! মন টা কেমন ভরে গেল।অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।

  • @SumiKhan_29bdj
    @SumiKhan_29bdj 8 років тому

    তোমার ভবন তলে হেরি প্রদীপ জ্বলে -দূরে বাহির প্রদীপ জ্বলে -ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
    রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
    দ্বার খোলো হে দ্বার খোলো-
    প্রভু, করো দয়া, দেহ দেখা দুখরাতে.....অপূর্ব আবৃত্তি..অপূর্ব সংকলন!

  • @michaelgilbrt3536
    @michaelgilbrt3536 9 років тому +9

    আমি যেন কিছু সময় এর জন্য অন্য এক জগতে চলে গিয়ে ছিলাম। নিজেকে একটি বারের জন্য স্বপ্নের জগতে বাসিয়ে দিয়ে ছিলাম। কেন যেন মনে হচ্ছিল এতো যেন আমার জীবনের গল্প আমার মনের কথা গুলোই বলছে। কিছু কিছু মুহুতে চোখের পানি ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল। আসলেই অসাধারণ লাগে ছিল এই সময় টুকু। কি বলে যে ধন্যবাদ জানাব আসলে আমার জানা নেই। তাঁর পরও বলতে চাই এই মনোমুগ্ধকর সময় টুকু দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে কি আমিও কোন একজন কে কিছু কথা বলতে চাই কিন্তু সে যেন আসলেই আমার পাশে থেকেও অনেক দূরে।

  • @honkumia
    @honkumia 9 років тому +15

    Beautiful poetry and the song! Mind blowing.

  • @ArindamAChakraborty
    @ArindamAChakraborty 9 років тому +1

    onek din pore ekta bhalo jinis sunlam..... i am completely spellbound !!

  • @NusratJAHAN1981
    @NusratJAHAN1981 9 років тому +3

    অদ্ভূত সুন্দর আপনাদের এই যুগলবন্দী। ধন্যবাদ, অনেক ধনযবাদ দুজনকেই।

  • @debmissouri123
    @debmissouri123 9 років тому +2

    absolutely mind blowing....khub valo laglo....

  • @biltu2007
    @biltu2007 9 років тому

    onek onek dhonyobad, erokom ekti chomotkar composition ar presentation er jonye...Just mind blowing r shonar por ekrash koshto r valolaga..ekshatheeee, ekshonge

  • @53000789
    @53000789 7 років тому

    Grt !! Asadharan !! Gaan aar kobitar emon adhunik jugalbondi age shunini.

  • @samiransheel2353
    @samiransheel2353 6 років тому

    So pure, innocent but very mature ekta story r aboho ta mindblowing bhabe create holo automatically

  • @aldousamin3240
    @aldousamin3240 9 років тому

    Extraordinary.
    Innovative.
    Enjoyable, no nonsense, down-to-earth.
    Commendable Masterpiece-like Production of SHOM.

  • @MuhebAfnan
    @MuhebAfnan 9 років тому

    মুগ্ধ হয়েছি আমি। সত্যিই অসাধারণ গীতি

  • @shamimasultana5861
    @shamimasultana5861 8 років тому

    anekdin por abar. shunchhi.......ashadharon.........

  • @rahulsinha13
    @rahulsinha13 7 років тому

    সোম এবং রিনি, অাপনাদের কী বলে ধন্যবাদ জানাই! মন ভরে গেল।

  • @swarnavsaha5597
    @swarnavsaha5597 8 років тому

    khub sundor .. nijeke hariye felechilam . Amar jiboner sathe khub mill etar .. onek bar sunlam eta .. (y)

  • @deep111182
    @deep111182 9 років тому

    Asadharan....Hridoy Chuye Gelo.....

  • @toufiqurrahmanbhubon6052
    @toufiqurrahmanbhubon6052 9 років тому

    কিছু বলার নেই! অনেক বেশি ভাল লাগলো!!

  • @farhanakaniz6992
    @farhanakaniz6992 8 років тому

    ছুটির দিন সকাল টা বারান্দায় বাগান করতে করতে মনে হল এক টা গল্প শুনছি....! কী অসাধারন 💜

  • @surajitroy2123
    @surajitroy2123 9 років тому

    adhunik kothopo-kothon.....vishon vabhe chunye gelo

  • @s230679
    @s230679 8 років тому

    no words are sufficient to express my feelings. this is out of the world experience. spell bounded by the harmonisation of sweet soothing to the point poetry by rini and ecstatic magical voice of shom sir. kudos to both of u for making my weekend truly memorable.

  • @charolinadutta2
    @charolinadutta2 10 років тому +3

    its just outstanding.... breath taking..

  • @sayanmukherjee7748
    @sayanmukherjee7748 8 років тому +2

    এত সুন্দর Script নিজেকে হারিয়ে ফেলছিলাম ...।। এই পুরো ব্যাপারটা চিত্রনাট্য করার ইচ্ছে রইল

  • @newabdullah101
    @newabdullah101 9 років тому +1

    onek ta amar life r sathe mil but reverse. ami probashe r amar life ta deshe. Awesome

  • @tandra003
    @tandra003 10 років тому +3

    just wow....superb.... worth listening ....

  • @UltimateJourney930
    @UltimateJourney930 8 років тому

    Very nice , Thanks for uploading this presentation.

  • @rajanmurkute
    @rajanmurkute 9 років тому

    Simply extraordinary. The poetry, the music and accompanying commentary takes one in a different world instantly. This kind of music restores faith in life, which is otherwise becoming complex and difficult.

  • @s230679
    @s230679 8 років тому

    mesmerising stuff ! awestruck by the compilation of songs and poem. Hats off to both shom and rini! Made my day!

  • @ssubhrajit
    @ssubhrajit 9 років тому +1

    খুব ভাল লাগল... বিশেষ করে মোরে বারে বারে ফিরালে, আমি চঞ্চল হে

  • @pranjalpaul7274
    @pranjalpaul7274 9 років тому +3

    Awesome concept. Keep up the awesome work.
    Cheers

  • @mahmoodurrahmantaslim1926
    @mahmoodurrahmantaslim1926 9 років тому

    Wonderful composition and presentation .
    Awesome !
    Really the composition touch a moment , closely , and
    thanks for Shom & Rini , wish a delighted and better future .

  • @mohdquddus250
    @mohdquddus250 6 років тому

    My reverence to the rendition of Aaj Nahi Nahi Nidra. Carried away, Dada. Cheers

  • @AyanSantra
    @AyanSantra 8 років тому +3

    Cnt stop crying... Damn emotional..

  • @Goldfishandme
    @Goldfishandme 9 років тому

    Oshombhav sundor poribeshona ... mon bhalo hoye gelo

  • @sandipanbandyopadhyay1967
    @sandipanbandyopadhyay1967 8 років тому

    Marvelous ... superb voice and content ... fantastic high definition sound .... Excellent combination of songs and voice ... three cheers !!!

  • @ekjibon
    @ekjibon 7 років тому +1

    oh! mind blowing! it's something difference

  • @sinthy08
    @sinthy08 9 років тому +1

    jokhni eta shuni kmn jno ak mugdhotay mon bhore jay....!!!

  • @pallavibera451
    @pallavibera451 7 років тому

    voice of both very nice, am too much fan of rini since many yrs. love all songs. nice gift for us

  • @IpsitaRoy85
    @IpsitaRoy85 9 років тому

    Adbhut Sundar... mone rekhe dilam..

  • @sandipanbandyopadhyay1967
    @sandipanbandyopadhyay1967 8 років тому

    Fantastic sound and voice ..... heart felt songs .... Salute to both of you .....

  • @majumderapu
    @majumderapu 9 років тому

    Marvelous idea, beautiful presentation.

  • @lipikadatta5053
    @lipikadatta5053 7 років тому

    na bujhe kare tumi ....
    osadharon

  • @sammitra2484
    @sammitra2484 9 років тому

    so pure, absolutely uncommon
    may god bless you

  • @elomelobhabna
    @elomelobhabna 9 років тому

    বাহ। মনটা ভালো হয়ে গেলো।

  • @bishalmondal1486
    @bishalmondal1486 8 років тому

    nijer otit er muhurto gulo mone pore galo. emotional hoye porlam puro

  • @PARIjATBio
    @PARIjATBio 8 років тому

    emon vabe je kobir gan sajano jai bujtai pari ni , sotti valo kub valo 100 bochor tumi bece thako

  • @bkahmed331
    @bkahmed331 9 років тому

    এক কথায় অসাধারণ !

  • @DarKneSsMiNi
    @DarKneSsMiNi 10 років тому +2

    mon chuye gelo ♥♥♥♥

  • @Omee_Dev
    @Omee_Dev 8 років тому +3

    অনেক্ষণ কাঁদলাম হাউমাউ করে, আর কিচ্ছু বলবার নেই

  • @sanjaysaha2572
    @sanjaysaha2572 9 років тому

    Enthralled!!! Mesmerized!!!

  • @mrinmoyeenaskar8194
    @mrinmoyeenaskar8194 9 років тому

    Its mind blowing and very good and new concept.

  • @nabinbairagi
    @nabinbairagi 8 років тому +2

    That is art !!!

  • @devbrotabiswas3583
    @devbrotabiswas3583 9 років тому +1

    অসাধারণ!

  • @techsolution6714
    @techsolution6714 7 років тому

    আমি কিভাবে মূল্যয়ন করব ভেবে পাচ্ছি নাহ।।অসাধারণ ছিল।।

  • @motaherhossain4399
    @motaherhossain4399 8 років тому

    গানগুলো অসম্ভব সুন্দর লাগল।

  • @sadiajhilik8664
    @sadiajhilik8664 7 років тому

    kotobar j shunechi.. tao nesha kate na

  • @rishabdutta9506
    @rishabdutta9506 7 років тому

    osadharon.....

  • @yourmita
    @yourmita 9 років тому

    script ta ke likhechhe? valo hoyechhe. etow din baade aj hothat shunlam. khub chena dujon manush awchenar aNdhare. Shom khub sangjato r Puchi bhababege apluto.......unlimited katha. Good piece of work. r o kawro

  • @ashrafulislam8374
    @ashrafulislam8374 9 років тому +3

    this is mindblowing......

  • @romonchowdhury9297
    @romonchowdhury9297 7 років тому

    রাত ১২ টার পর ঘর এর লাইট বন্ধ করে ১ ঘণ্টা গান টা শুনে ঘুমানো প্রতিদিন এর কাজ

  • @araddhyaroy566
    @araddhyaroy566 9 років тому

    just awesome....

  • @poulamipramanik2794
    @poulamipramanik2794 8 років тому

    অসাধারণ ।

  • @azbinarahman1046
    @azbinarahman1046 9 років тому

    অসাধারণ

  • @AyanSantra
    @AyanSantra 8 років тому

    M blessed to be bangali

  • @tannisthasengupta9725
    @tannisthasengupta9725 8 років тому

    osadharon

  • @ronyroy26
    @ronyroy26 8 років тому

    those songs are really osam

  • @goutamsaha1797
    @goutamsaha1797 9 років тому

    Bhalo laglo.

  • @SrijanTv
    @SrijanTv 9 років тому

    Beautiful Songs

  • @pararp883
    @pararp883 7 років тому

    Pran ta chuye Jai...ekta domka batash e mto achre porlo Mone r dorja te..

  • @Charger_13
    @Charger_13 9 років тому

    jini ei gaan gulo geychen tar namta jodi ektu jante partaam khub valo lagto

  • @sudip.chowdhury
    @sudip.chowdhury 9 років тому +2

    Amar ei poth 30:45

  • @sudankhandker1917
    @sudankhandker1917 9 років тому

    excellent.

  • @nilanjandey4416
    @nilanjandey4416 9 років тому

    nice presentation

  • @engrvishnukumarsarker6346
    @engrvishnukumarsarker6346 9 років тому

    কোন কথা হবে না.... (শুধু শুনবো আর শুনবো)

  • @SohamSinha
    @SohamSinha 9 років тому

    album-er details ta paoa jabe? mane kobita, kar lekha?

  • @titaskar3544
    @titaskar3544 9 років тому

    Kobitar Collection gulo deoa jai? ba konta kar kobita bola jabey?

  • @sanjaysaha2572
    @sanjaysaha2572 7 років тому

    Exquisité

  • @MdAshik-cu2lm
    @MdAshik-cu2lm 9 років тому +1

    wow

  • @ghoshrithuparna2335
    @ghoshrithuparna2335 9 років тому

    osadhron sakal ta bdle glo

  • @arijitmajumder2334
    @arijitmajumder2334 8 років тому

    ভালো

  • @mdmayerdoyatalacomfuadmdma1621
    @mdmayerdoyatalacomfuadmdma1621 7 років тому

    Anwar Jahid fuad

  • @aamarjogot
    @aamarjogot 9 років тому

    ZZZZZZZZZZZZZZZZZZZZ

  • @sanjaysaha2572
    @sanjaysaha2572 9 років тому +3

    Enthralled!!! Mesmerized!!!

  • @saisabmaitra7774
    @saisabmaitra7774 6 років тому

    ashadharon.....

  • @rishabdutta9506
    @rishabdutta9506 7 років тому

    osadharon.....

  • @zaidmusicstudio2238
    @zaidmusicstudio2238 7 років тому

    অসাধারণ

  • @tannisthasengupta9725
    @tannisthasengupta9725 8 років тому

    osadharon

  • @saisabmaitra7774
    @saisabmaitra7774 6 років тому

    asadharon.....

  • @rishabdutta9506
    @rishabdutta9506 7 років тому

    osadharon

  • @rishabdutta9506
    @rishabdutta9506 7 років тому

    osadharon