ছাদবাগানে মাল্টা গাছে ৫০ টিরও বেশি মাল্টা | Malta | বারি মাল্টা-১

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • ছাদবাগানে মাল্টা গাছে ৫০ টিরও বেশি মাল্টা ! শুনতে অবাক লাগছে ? আপনিও কিন্তু খুব সহজে বাড়ির ছাদে ফলাতে পারেন বারি মাল্টা-১ l এখন বাংলাদেশ এবং আমাদের দেশেই হচ্ছে মাল্টা চাষ (বারি মাল্টা-১) l আজকের ভিডিও তে কিভাবে টবে মাল্টা চাষ করবেন , মাল্টা গাছের মাটি কিভাবে তৈরি করবেন , মাল্টা গাছে জল কিভাবে প্রয়োগ করবেন , মাল্টা গাছের মাটির অম্লতা বা ph মান কেমন হবে , কিভাবে মাল্টা মিষ্টি করবেন , কিভাবে মাল্টা ফলের আকার বড়ো করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা থাকছে l এছাড়া মাল্টা গাছের মারাত্মক কিছু রোগ যেমন মাল্টা গাছের মারাত্মক রোগ ক্যানকার, ডাই ব্যাক , গ্যামোসিস ও তার চিকিৎসা এবং ক্ষতিকর কিছু পোকা যেমন লেবু গাছের লীফ মাইনার , পাতা খাওয়া ল্যাদা পোকা ইত্যাদি এবং তাদের দমন বিষয়ে আলোচনা থাকছে l মাল্টা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ও তার প্রতিকার , মাল্টা গাছে সার প্রয়োগ অনুখাদ্য প্রয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা থাকছে
    In today's video we will discuss how to grow Bari 1 Malta plant in container . Malta is a hybrid musambi. Today we will talk about Soli preparation for citrus, pH level for citrus, how to make citrus orange or Malta sweet, how to prune Malta plant, how to get large fruit etc.
    Thank you so much...................
    .............................................................................................................
    our some other videos
    fungicide • একবার লাগিয়ে বছরের পর ...
    Insecticide • কীটনাশক এর সঠিক ব্যবহা...
    • আমের মুকুল আর ঝরবে না ...
    • তরল জৈব সার | liquid m...
    Citrus flower care • লেবুর ফুল-ফল ঝরে যাওয়...
    mango flower care • মুকুল আসার পর থেকে আম ...
    lychee flower care • লিচু গাছের পরিচর্যা | ...
    blackberry in tropics • কলকাতায় ব্ল্যাকবেরি | ...
    grow mint at home • একবার লাগিয়ে বছরের পর ...
    • টবে সহজেই করুন পুদিনা ...
    soil preparation • Soil preparation for v...
    dragon fruit care • Video
    About this channel-
    friends in this channel you will find videos related to gardening such as potted plant care ,high yield hybrid and Thai variety plants, rooftop gardening ideas , grafting techniques, soil preparation,use of organic and chemical fertilizer,plant repotting, benefits of various fruit and plants,pest and disease control, use of technology in agriculture and many more in Bengali language.friends if you find this channel useful please subscribe.
    Thank you so much......................
    our social links
    therooftopgardener
    #ছাদবাগান#Malta#বারিমাল্টা-১

КОМЕНТАРІ • 924

  • @greenvalleygarden6296
    @greenvalleygarden6296 4 роки тому +44

    খুব সুন্দর দাদা।
    আমি ভাবছি আর ফলের গাছ লাগাবো না। কিন্তু তুমি video দিচ্ছ নতুন নতুন আর আমি আবার পাগল হয়ে গাছ কিনছি। তুমি আমার গাছ পাগলের প্রেরণা যোগাও দাদা। যাইহোক তোমাকে অনেক ভালোবাসা💝

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +11

      Thank you so much vai 💚💚
      Gach lagate kauke onupranito korte Parle setai Amar sobtheke boro valolaga.
      Tomader inspiring comments gulo amake aro gach laganor ar video bananor prerona johay 🙂🙂
      Agamiteo evabei pashe chai 💚💚💚

    • @greenvalleygarden6296
      @greenvalleygarden6296 4 роки тому +4

      @@webgarden1858 অবশ্যই দাদা

    • @riya_khan_234khan5
      @riya_khan_234khan5 4 роки тому +2

      L

    • @rahiarman123
      @rahiarman123 4 роки тому +1

      Darjeeling Komola misti na tok otar upor je bolechilen elta video asbe....kokhon asbe....we are waiting bhai?

    • @jahidahmed4737
      @jahidahmed4737 3 роки тому +1

      তত

  • @mostafijurrohoman2206
    @mostafijurrohoman2206 4 роки тому +20

    বারি মাল্টা ১ বাংলাদেশের উদ্ভাবন।
    আমরা এই মাল্টাকে পয়সা মাল্টা বলি।
    ধন্যবাদ দাদা আমাদের দেশের একটি জাতকে প্রচারের জন্য। 😍

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +7

      Han Bangladesh agriculture research institute er সৌজন্যেই এই জাত টি মানুষের কাছে পৌঁছেছে l
      আপনাকেও অনেক ধন্যবাদ 💚💚

    • @ujjwalbera8006
      @ujjwalbera8006 4 роки тому +2

      Thai land

    • @entertainmentworld2521
      @entertainmentworld2521 3 роки тому +2

      @@ujjwalbera8006 ভুল। এটা বাংলাদেশের উদ্ভাবিত জাত।

  • @rudrajit1652
    @rudrajit1652 3 роки тому +10

    আপনার কথোপকথন ও ভাষাশৈলী গাছপ্রেমীদের নজর কাড়ে।ধন্যবাদ দাদা❤❤❤

  • @ashokeghosh2424
    @ashokeghosh2424 3 роки тому +4

    ভাই তুমি গাছের সঠিক যত্ন ও তার ব্যাখ্যা করেছো দারুণ লাগলো। তুমি গাছ বিষয়ে গভীরে পৌঁছে একটি একটি করে সুন্দর পরিচর্যার কথা বলেছ খুব সুন্দর লাগলো। আমি তোমার ফ্যান হয়ে গেলাম। সুযোগ পেলে বারবার দেখবো। তুমি অনেক বড়ো হও কামনা করি।

  • @sohel1188
    @sohel1188 4 роки тому +30

    বারি মাল্টা ১ এটা বাংলাদেশে কৃষি গবেষনা কেন্দ্রে উদ্ভাবন করা হয়েছে।

  • @prodiproy5112
    @prodiproy5112 3 роки тому +3

    ভাই খুব ভালো ভাবে ভিডিওতে উপস্হাপন করেছ, খুব ইনফরমেটিভ , আমি উত্তর 24 পরগনার বারাসাতে থাকি, আমি bari-1 মালটা এর চারা কোন nursery তে পেতে পারি, বললে খুব ভাল হয়

  • @rupamdebnath2291
    @rupamdebnath2291 4 роки тому +7

    সত্যি তোমার তুলনা হয়না,
    কি বলে তোমায় বাহবা দিবো ভেবে পাইনা|
    তোমার ছাদ বাগানের ফল গাছের মতো ফলন সব বাগানী দের কাছে স্বপ্নের মতো...💚💚💚💚
    তোমার ভিডিও দেখে অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, আরো আরো বেশি বাগান করার জন্য উৎসাহিত হচ্ছি...
    ধন্যবাদ এতো ইনফোরমেটিভ ও এতো সুন্দর ভিডিও উপস্থাপনা এর জন্য... ♥️♥️
    ভালো থেকো..😊

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Thank you so much Rupam Debnath vai
      এত সুন্দর একটা কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ l 💚💚
      অবশ্যই তোমার প্রতিটা কমেন্টই ভালোবাসা আর গুড উইশ থাকে l
      খুব ভালো লাগলো.....
      ভালো থেকো 🙂🙂

    • @gourangasaha7743
      @gourangasaha7743 4 роки тому

      I

  • @gardeninghobby959
    @gardeninghobby959 4 роки тому +6

    আপনার ভিডিওর সব কিছুই নিখুঁত হয় . উপস্থাপনা খুব ভাল

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      পজিটিভ ফিডব্যাক পেয়ে খুব ভালো লাগলো l অসংখ্য ধন্যবাদ আপনাকে 💚💚

  • @biplabbiswas1055
    @biplabbiswas1055 4 роки тому +4

    খুবই ভালো উপস্থাপনা, খুবই INFORMATIVE...

  • @moinuddin2610
    @moinuddin2610 3 роки тому +1

    দাদা। অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর ভিডিও করার জন্য।
    আমার চাইনিজ কমলা আর মাল্টা গাছে ফলন হয়না । একবছর আগে ফল আসছিলো কিন্ত এইবার সামান্ন পরিমান হইছিলো । পরবর্তিতে সব গুলো ফল ঝরে পরে যায় । আপনার কাছে সুন্দর উপদেশ আশাকরছি।

  • @supradipaami
    @supradipaami 4 роки тому +4

    Vai অসাধারণ video, eai video er pichone onek hard work and research royeche bojhai jachhe👍👍👌🔥

  • @timonchowdhury7412
    @timonchowdhury7412 4 роки тому +2

    এই বারি ১ মাল্টার বাগান করে বাংলাদেশের অনেক প্রান্তিক কৃষক নিজেদের ভাগ্য বদল করতে অনুপ্রাণিত হচ্ছেন। আমি এক প্রতিবেদনে দেখলাম একটি তিন বছরের গাছে ৪০-৫০ কেজি ফল ধরে আছে।সত্যি অবিশ্বাস্য, এই ভিডিও থেকে বাগান করতে আগ্রহীরা অনেক সাহায্য পাবেন। বিশেষ করে রোগ এবং পোকা থেকে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে। ফল হারভেস্ট করে কেঁটে খাওয়ার দৃশ্য দেখলে আরও ভালো লাগতো। আবারো অনেক শিক্ষামূলক প্রতিবেদন তৈরির জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +2

      Thank you so much vai🙂🙂
      Han Bari Malta Ekta Biplob eneche
      Khub valo banijjik jat.
      Fol harvest porer kono video te dekhiye Debo
      Thik I bolecho dekhale valo hoto

  • @Ahmadullamolla
    @Ahmadullamolla 4 роки тому +3

    বাহ, কী অপূর্ব সুন্দর।
    মুগ্ধ হয়ে গেলাম।
    আপনি একজন বৃক্ষপ্রেমী শিল্পী বটে।
    Salute boss.

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Thank you so much 💚💚
      Eto sundor Ekta comment peye mon vore gelo
      Apnader suveccha tei sob sombhob hocche🙂
      Valo thakben .

  • @কাজীরুফগার্ডেন

    So many Greetings and a lot of Thanks for you from Bangladesh.

  • @dipakkarmakar546
    @dipakkarmakar546 3 роки тому +5

    আজ ডি ৩০ তারিখ এখন কি মাল্টা গাছের গোরায় আপনার দেখানো জৈব মিশ্র সার এবং মিরাকুলান স্প্রে করা যেতে পারে

  • @sudiptamandal9622
    @sudiptamandal9622 4 роки тому +2

    মাল্টা সম্পর্কে তোমার দেওয়া তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।

  • @malamondal3410
    @malamondal3410 4 роки тому +9

    ভাই তোমার প্রত্যেকটা ভিডিও ভালো লাগে l তবে এই টা তে A++পেয়ে ছ l যখন সাহায্য চেয়ে ছি, তখন ই পেয়ে ছি l তোমার webgarden অনেক বড়ো হোক, অনেক দূর এগিয়ে যাক l

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট উপহার দেওয়ার জন্য 💚💚
      পরিশ্রম সার্থক l ভালো থাকবেন l প্রয়োজনে কাজে লাগতে পারলে খুশি হব l🙂🙂

    • @ruhulamin2264
      @ruhulamin2264 2 роки тому

      @@webgarden1858
      দাদা আমার মাঠের গাছের মাল্টা অনেক টক!! এর মিষ্টতা বাড়াতে এখন কি করনিয়?

  • @biswajitpaul4805
    @biswajitpaul4805 4 роки тому +2

    দাদা,তোমার গাছ গুলি খুব সুন্দর।ফল গুলি দেখে মন ভরে গেলো।

  • @akramhossain2833
    @akramhossain2833 4 роки тому +4

    Very smart and logical speech

  • @bikashkumarroy3329
    @bikashkumarroy3329 3 роки тому +2

    ভাই আপনার ভিডিও খুব সুন্দর দেখলাম। আমার ছাদ বাগানে হাফ ড্রামে মাল্টা গাছ আছে। বয়স হল ডের বছর। এখন ফুল আসছে। এখন কি কি করতে হবে জানালে উপকৃত হবো। খুব খুব ভালো ও সুস্থ থেকে আমাদের এইভাবে উপকৃত করবেন।

  • @shubhendusarkar7525
    @shubhendusarkar7525 4 роки тому +5

    Brother your all videos are so helpful,, my question,,,, is BARI-1 MALTA a Genetically Modified plant ? Is GM plant's fruit safe for health ?

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      Thank you so much l
      Threse vareites are developed by natural cross polination , I don't think there is any Helth hazard consuming these fruits.

  • @MrPriotamo
    @MrPriotamo 4 роки тому +2

    Osadharon....As usual....👍
    Sudhu ekta prosno.... pruning er sathik somay ta ektu bolo.... Yakhon Amar Malta gach e fol ache....Yakhon ki pruning korbo...??

  • @adnansami4229
    @adnansami4229 3 роки тому +6

    সাধারণ এক্টা দুইটা গাছের জন্য এত ধরনের কীটনাশক কিনলে কি করে হবে ভাই? জৈব বা সহজ কোনো উপায় বলেন

    • @flyingbieber3956
      @flyingbieber3956 3 роки тому

      যেহেতু এটা আপনি টবে লাগিয়েছেন তাই।

  • @susmitadutta6455
    @susmitadutta6455 3 роки тому +1

    Tomar advise mato melody duo apply karechi kaj hachhe. Many thanks. Acha strawberry fruit misti karar janya ki potash ar kalichun apply kara jabe?

  • @subrotakumar1643
    @subrotakumar1643 3 роки тому +4

    Beautiful presentation and infotainment type video. Thanks

  • @MdRaja-in4bp
    @MdRaja-in4bp 4 роки тому +2

    🇧🇩🇧🇩ভিডিওটা দেখে অনেক উপকৃত হইলাম আমার প্রায় ১০ জাতের লেবু গাছ আছে🇧🇩🇧🇩

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      বাহ খুব ভালো l
      অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙂

  • @suvo20112011
    @suvo20112011 4 роки тому +3

    Complete information in one video. Thanks...

  • @mehedihasanfahim3834
    @mehedihasanfahim3834 3 роки тому +2

    ভাই ম্যাপ পোকার জন্য কি এবামেকটিন ১.৮ ইসি (ACI Acamite 1.8 EC) ব্যবহার করা যাবে?
    সাধারণত আমি এই কীটনাশকটি মরিচ গাছের পাতা কুকড়ানো জন্য ব্যবহার করি।
    জানাবেন প্লিজ।

  • @jayantachoudhary5625
    @jayantachoudhary5625 2 роки тому +3

    Aquamix এর জায়গায় কি খড়িমাটি ব্যবহার করা যায়? কারন চুন সবসময় ভালো quality পাওয়া যায় না।

  • @SirajulIslam-vx9rt
    @SirajulIslam-vx9rt 4 роки тому +1

    তোমার উপস্থাপনা খুব সুন্দর

  • @tajul639
    @tajul639 4 роки тому +5

    Excellent presentation and information. Go ahead.

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Thank you so much for your positive feedback
      Means a lot to me 🙂🙂

  • @mdlmranhossainsiddikiy6892
    @mdlmranhossainsiddikiy6892 2 роки тому +1

    সত্য ই আপনার কথা গুলো অনেক সুন্দর

  • @alinagardenbankrajakirlask6672
    @alinagardenbankrajakirlask6672 4 роки тому +6

    আনার বা ডালিম নিয়ে আলোচনা দেখতে চাই

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +2

      করবো l পর পর ভিডিও আসবে l

  • @banglarchadbagan
    @banglarchadbagan 4 роки тому +2

    সত্যিই আপনার গাছ গুলো অসাধারণ

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      অনেক অনেক ধন্যবাদ 💚💚

  • @cathrinejayanthi1589
    @cathrinejayanthi1589 4 роки тому +4

    Hi. Your videos are very nice. But I'm not able to understand your language. Can please give subtitles in English.

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      Ok , I will try and write sub titles , it's a time consuming tast. But I will do it. Please keep in touch. May be in a few days.
      Thank you so much for your positive feedback 💚💚

  • @XYZ-yo6oi
    @XYZ-yo6oi 4 роки тому +2

    দাদা মাল্টার, কমলা, ডালিম থেকে বীজ নিয়ে চারা করা যায়,,, জানাবেন,,
    আর বাংলাদেশের জনগণ আপেল থেকেও (কমলা ও ডালিম) নিয়ে আগ্রহী বেশি,,, তাই এগুলো নিয়ে ভিডিও ভালো হয়,,,

  • @chandandas6639
    @chandandas6639 4 роки тому +5

    Very effective one, expecting for your next one

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      Thank you so much for your support . Means a lot to me 💚💚

  • @arunsarkar3818
    @arunsarkar3818 2 роки тому

    Thanks 4 nice vdo.....sir musambi/ malta ektu baro hole ki ki sar ba khabar dile sz baro n sweet habe janale valo lagbe...wait kore achi...pls

  • @ashimroy3078
    @ashimroy3078 4 роки тому +3

    How can I measure ph level of the soil of my roof garden. Where from I purchase ph meter and how much it costs.

  • @barichoudhury5591
    @barichoudhury5591 3 роки тому +2

    খুব সুন্দর ভিডিও ।ধন্যবাদ

  • @indranispassion5969
    @indranispassion5969 3 роки тому +3

    Neat and clean presentation. So good

  • @afridi5102
    @afridi5102 2 роки тому +2

    প্রতিবেদন এত ভালো হইছে যে, লাইক দিতে বাধ্য হলাম❤️A+

  • @sukhendu1974
    @sukhendu1974 4 роки тому +4

    LEIBIGS AGRO CHEM PVT. LTD ER ORGANIC PRODUCT HUMINOL GOLD, BUMPER ABONG NEW BOON FRUIT SPECIAL KHUB HLAO KAJ DAY.
    ACHARA FUNGICIDE HISABE THUNDER O KHUB BHALO.
    GACHER BRIDHHIR JONNO BIO NPK ABONG SUDHA SUSAM KHUB I UPOJUKTO.

  • @dipankar_das39
    @dipankar_das39 3 роки тому +2

    Ambition এর পরিবর্তে seaweed ব্যাবহার করা যায়।

  • @debabrataghosh1193
    @debabrataghosh1193 4 роки тому +7

    ভাই, আপনার হোয়াটস্যাপ নাম্বার জানালে
    আমাদের সমস্যা গুলো জানাতে পারি |

  • @mr.backbencher5892
    @mr.backbencher5892 7 місяців тому

    বাংলাদেশে মাশাল্লাহ ভাল চাষ হয়। ধন্যবাদ ভাই।

  • @rintusadhu2081
    @rintusadhu2081 4 роки тому +1

    Darun tatha nirvor video. Thank You Ei dhoroner video korar jonno.🙏🙏

  • @rameshbasu1963
    @rameshbasu1963 4 роки тому +2

    খুব সুন্দর উপস্থাপনা ।

  • @debjitbhattacharjee7095
    @debjitbhattacharjee7095 3 роки тому +2

    Grafted গাছ এর ক্ষেত্রে কখন Grafting Arear Plastic টা খুলে দেবো ?

  • @myFUGEFGsquare
    @myFUGEFGsquare 4 роки тому +2

    অনেক অনেক শুভকামনা রইলো 🇧🇩

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      অনেক অনেক ধন্যবাদ 😊😊

  • @simapaul197
    @simapaul197 4 роки тому +1

    Oshadharon...ak Kothay kichu bolar khomota nei...my dream video

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Thank you so much 💚💚
      Khub valo laglo Tomar comment ta peye 😊

  • @INFORMERRIJU
    @INFORMERRIJU 4 роки тому +1

    দাদা আপেল গাছের ভিডিও দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি তাই তোমার কাছে আমার একটি বিশেষ অনুরোধ নাশপাতি গাছের প্রতিস্থাপন পরিচর্যা নিয়ে ভিডিও দিন তোমার কমেন্ট এর অপেক্ষায় রইলাম

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      আপেল গাছের ভিডিও ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো
      নাশপাতি নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি করবো l

  • @ডিকে-র৬ষ
    @ডিকে-র৬ষ 3 роки тому +1

    খুব ভালো লাগলো আপনার ভিডিওটি । মাল্টা গাছে ল্যাদা পোকা মারার জন্য কোন কীটনাশক প্রয়োগ করতে হবে জানালে খুবই উপকৃত হব ।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      Cypermethrin group er je kono insecticide
      Ami bolbo profex super rakhun
      Dose 2ml/L

    • @ডিকে-র৬ষ
      @ডিকে-র৬ষ 3 роки тому

      অনেক ধন্যবাদ আপনাকে ! ভালো থাকবেন !

  • @AKASHACHARYYA
    @AKASHACHARYYA 3 роки тому +1

    আমি‌ও BARI 1 MALTA গাছ লাগিয়েছি ছয় মাস কি তার কম সময় হবে। গাছটা বেঁটে কিন্তু বেশ সুন্দর bush like structure. আশা করছি এই শীতে ফল পাবো।

  • @totantech3160
    @totantech3160 4 роки тому +2

    এটার জন্য অপেক্ষায় ছিলাম।

  • @skyroky5307
    @skyroky5307 3 роки тому +1

    কমলার সম্পর্কে প্রতিবেদন দেখতে চাই।
    আপনার A2Z valo lagge

  • @mdwahidmurad8042
    @mdwahidmurad8042 4 роки тому +1

    আমি বাংলাদেশ থেকে বলছি।
    আমি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় পাহাড়ি এলাকায় মাল্টার বাগান করতে চাচ্ছি।
    মাল্টা চাষ নিয়ে বিস্তারিত জানতে চাই।জানাবেন প্লীজ।
    ধন্যবাদ

  • @imonhasan7531
    @imonhasan7531 4 роки тому +1

    দাদা আমি আপনার সবগুলো ভিডিও দেখি মাঠির PH নিয়ে আলাদা একটা ভিডিও করলে ভাল হয় কারণ এ নিয়ে তেমন কোনো ভিডিও নাই আমি বাংলাদেশী

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও আসবে এই বিষয়ে
      ধন্যবাদ আপনাকে 💚💚

  • @farhanahmad9139
    @farhanahmad9139 4 роки тому +1

    দাদা তোমার প্রত্যেক টা গাছ দেখার মতো।তোমার হাতে জাদু আছে।From Bangladesh.

  • @golamsarwarmazumder1629
    @golamsarwarmazumder1629 3 роки тому

    দাদা আপনার ভিডিও গুলোতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আমার একটা বারি মাল্টা ১ গাছ বয়স প্রায় ৪ বছর। গত ২ বছর ফল এসেছিল। এবার ফল হয়নি। এটা একটি হাফ ড্রামে লাগানো আছে। আমি প্রথমে জানতাম না যে পটিং মিডিয়া কিভাবে বানাতে হয়, আমি শুধু গোবর সার আর সাধারণ মাটি ব্যবহার করেছিলাম। ওয়েল ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত বছর ভারি বর্ষনের ফলে গাছটি ক্ষতিগ্রস্থ হয়। গাছের পাতা গুলো হলুদ হয়ে যায়, পরে আমি ড্রামের চারদিকের ৩ ইন্চি পরিমান মাটি সরিয়ে কোকো ডাস্ট দেই এবং সাইডেও কিছু ছিদ্র করে দেই যাতে পানি না জমে। গাছের গোড়ায় রিডোমিল গোল্ড ও ইপসাম সল্ট ব্যবহার করি। এরই মধ্যে ডাইবেক এ আক্রান্ত হলে কপার হাইড্রোক্লোরাইড ( চ্যাম্পিয়ান) স্প্রে করি। কিছুটা কমলেও পুরো ভাল হয়নি। এবার কোন ফল আসেনি। ডাইবেকের জন্য কাটিং করতে করতে গাছটি দিন দিন ছোট হয়ে আসছে। এখন পাতাগুলো কিছুটা হলুদ ও মোড়ানো আছে। আমি সব সময় জৈব সারই ব্যবহার করি। সমাধান দিলে খুশি হবো।
    গোলাম সারওয়ার
    কুমিল্লা
    বাংলাদেশ

  • @greenworld5597
    @greenworld5597 4 роки тому

    Ank kichu jante parlam valo laglo. Dhonnobad. Dragon plant poricorja niye ekti video korle valo hoto

  • @suraiyakhatun6890
    @suraiyakhatun6890 4 роки тому +1

    তোমার ভিডিও গুলো অনেক সুন্দর হয়,এমনি ভাবে এগিয়ে যাও

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      অনেক অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য ও পাশে থাকার জন্য

  • @sirajulislam808
    @sirajulislam808 3 роки тому +2

    অসাধারণ ভাই! খুবই তথ্যবহুল।

  • @avijitghosh5289
    @avijitghosh5289 4 роки тому +2

    অসাধারণ

  • @rahulanand3399
    @rahulanand3399 3 роки тому

    Darun. Aai bochor apnar Apple gache kamon phol holo? Video dekhlam na

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 4 роки тому +2

    খুব সুন্দর একটা ভিডিও। ধন্যবাদ দাদা

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Thank you so much
      Apnakeo onek onek dhonnobad

  • @antonybaidya9450
    @antonybaidya9450 2 роки тому +1

    Very impressive. Informative.Thank you.

  • @banshidas1414
    @banshidas1414 4 роки тому +2

    কাকু তুমি সাদারণ না, তুমি "অসাধারণ! "

  • @allmexidtuhin9394
    @allmexidtuhin9394 4 роки тому

    অাপনার ভিডিও টা অামার খুব পছন্দ হয়েছে। অাপনি যদি অাংগুর ও অাপেল গাছের চাষ পদ্ধতির একটি ভিডিও দিলে খুশি হবো।

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      অনেক অনেক ধন্যবাদ l
      আপেল গাছের ভিডিও চ্যানেল এ দেওয়া আছে l দেখে নেবেন l আঙ্গুর নিয়ে ভিডিও আসবে l

  • @Fabiha007
    @Fabiha007 2 роки тому

    মন চায় এই ভাই এর কথা সুদু শুনতে

  • @abhijitmandal4459
    @abhijitmandal4459 3 роки тому

    Khub sundor presentation . Khub informetive. ....tobe tomr kach theke ekta kotha jante chai . Ae bari 1 malta foler pusti gun Kemon ? Amader deshe procholito mosambi lebu er pusti gun r ae bari 1 malta lebur pusti gun ki aki rokomer ?

  • @sima.agartala
    @sima.agartala 4 роки тому +1

    Oshadharon bhai!!! Malta!!!! 👌👌

  • @airwater8814
    @airwater8814 3 роки тому +1

    Superb superb superb info bhai👍

  • @subhaparnaloveabhi8883
    @subhaparnaloveabhi8883 4 роки тому +2

    দাদা তোমার বাড়ি কোথায় তোমার ভিডিও গুলো খুব সুন্দর দেখে মন ভরে গেল ❤️❤️❤️❤️

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +2

      আমি নদীয়া জেলার রানাঘাট এ থাকি
      খুব ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট উপহার পেয়ে l

    • @subhaparnaloveabhi8883
      @subhaparnaloveabhi8883 4 роки тому +1

      দাদা তুমি গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছ কোন নার্সারি থেকে তোমার গাছ গুলো খুব সুন্দর শুভ বিজয়া ❤️👍

  • @sonamunisarkarpal4429
    @sonamunisarkarpal4429 4 роки тому +1

    খুব সুন্দর

  • @KR-by3es
    @KR-by3es 4 роки тому

    Indian bhalo jater mosambi jemon nuceller & Katol gold variety niye ekta video chai..

  • @sukumarsamanta8720
    @sukumarsamanta8720 2 роки тому +1

    Excellent👍 Wel explained

  • @dangersign2352
    @dangersign2352 3 роки тому +2

    বাড়ির ছাদে চাষ করার জন্য বারোমাসি ফল এবং ফুল, ওষধি গাছের নাম জানতে চাচ্ছি.... দাদা 😌
    একটু বলবেন

  • @jahidantor5150
    @jahidantor5150 3 роки тому +2

    Amar favourite gardening channel ayta

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      Thank you so much for your support 💚💚💚

    • @jahidantor5150
      @jahidantor5150 3 роки тому +1

      @@webgarden1858 wel come dada
      Nashpati and dumur gach niye video dile khub upokrito hobo
      Asha kori pabo
      Thank you

  • @ankibansarmondal6906
    @ankibansarmondal6906 3 роки тому +1

    বারি১ মাল্টা গাছের প্রুনিং বা কাটিং করার সঠিক সময় কখন বা কোন ঋতুতে ??

  • @tanmoychakraborty8122
    @tanmoychakraborty8122 3 роки тому +1

    vai gach fruit thaka kalin ki vitamin miraculan dewa jabe ?

  • @supernaturaltreatmentzone4304
    @supernaturaltreatmentzone4304 3 роки тому +1

    ভালো লাগলো।

  • @santusaha4239
    @santusaha4239 4 роки тому

    Khub valo video r BARI 1Maltra gach ti.
    R chasta korbo aagami din avabei 1ti gach amar chad bagane toiri korte.

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      Thank you so much 🙂
      Han , obossoi lagan , khub valo jat.

  • @yaminalam7266
    @yaminalam7266 4 роки тому +2

    খুব সুন্দর দাদা♥️♥️♥️

  • @pritambubai9448
    @pritambubai9448 4 роки тому

    Ekta request achee - Golap Jamun ba Rose Apple in pot niye ekta video banaO..please

  • @jayeetagope6967
    @jayeetagope6967 2 роки тому

    Khub valo laglo bhai vedio ti dekhe aamio ekti choto Malta gach basiechi

  • @sharifulalam1809
    @sharifulalam1809 4 роки тому +1

    আপনার সমস্থ ভিডিও আমার ভাল লেগেছে ৷ কিন্তু ভিটামিন,
    গ্রোথহরমন ও অনুখাদ্য নিয়ে
    আরো একটা ভিডিও করলে ভাল হয় ৷ মর্শিদাবাদ , খড়গ্রাম

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      অনেক অনেক ধন্যবাদ 🙂🙂
      অনুখাদ্য নিয়ে একটা ভিডিও চ্যানেল এ আছে দেখে নিতে পারেন l হরমোন ও Pgr নিয়ে ভিডিও আসবে l

  • @rajkumardatta2176
    @rajkumardatta2176 22 дні тому

    খুব ভালো।

  • @nahidaafsanatrishna5252
    @nahidaafsanatrishna5252 4 роки тому +1

    Vaiyya ami bangladeshe theke bolchi.. ❤️
    Gach e sar ki sokale dibo naki bikale? R liquid spray gula ki bikale dibo nki sokale?

  • @নতুনকিছু-চ৩চ
    @নতুনকিছু-চ৩চ 4 роки тому +1

    খুব সুন্দর দাদা

  • @rabiulawal5982
    @rabiulawal5982 3 роки тому

    খুব সুন্দর পরামর্শ, বাংলাদেশ থেকে।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      অনেক ধন্যবাদ আপনাকে. 💚

  • @sanjibdas3418
    @sanjibdas3418 4 роки тому +1

    দারুন hoyeche dada

  • @RanaAhmed-kz4lw
    @RanaAhmed-kz4lw 3 роки тому +1

    দাদা খুব দ্রুত আপনাকে পেয়ারা বাগানের গাছের ফুল, ফল ঝরবেনা কতদিন পর পানি দিতে হবে কতটুকু পরিমান ডগা প্রুনিং করতে দাদা এর একটা ভিডিও চাই দাদা ভিডিও পেলে আমরা খুব উপকৃত হব ।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      আচ্ছা, ভিডিও আসবে যত তাড়াতাড়ি সম্ভব

  • @gopalmahapatra6634
    @gopalmahapatra6634 7 місяців тому

    Osadharon dada❤❤

  • @samirpodder7127
    @samirpodder7127 4 роки тому

    খুব সুন্দর ভিডিও।টবে গাছ লাগানোর কতদিন পরে প্রথম pruning করতে হয়।

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      প্রথম বছরের ফল হারভেস্ট করার পর অক্টোবর মাসের শেষে l

  • @monojibhattacharjee6635
    @monojibhattacharjee6635 3 роки тому +2

    Malta gach r mousumbi gacher care ki eki rokim hobe sir

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      হ্যাঁ , একই রকম

  • @hasannujjman280
    @hasannujjman280 3 роки тому +1

    আল্লাহু আকবার

  • @GardenGrafting
    @GardenGrafting 4 роки тому +1

    Khub valo laglo. Thank u

  • @archanasom1606
    @archanasom1606 4 роки тому +1

    এবার ছাদে মাত্র একটি ড্রাগন হয়েছে এবং ফলটা লাল রঙের হয়েছে এবার এটা কখন hervest করতে হবে?

  • @মনেরখেয়ালে-চ৪ঙ

    বাণিজ্যিক ভাবে জমিতে মাল্টা চাষের বিষয়ে একটি বিস্তারিত ভিডিও চাই🙏

    • @mdabdulkhalik675
      @mdabdulkhalik675 3 роки тому

      বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট বারী ম্যাংগ ১১ বেশ প্রশংসনীয় তাই ইন্ডিয়ান চাষি ভাইরা ঐ ভ্যারাইটি টি সংগ্রহ করে আবাদ করতে পারেন।

    • @mdabdulkhalik675
      @mdabdulkhalik675 3 роки тому

      মাটির ধরন বেলে দুআশ মাটি জমিতে পানি জমে না। বৃষ্টির পর সহজে পানি নিষ্কাশন ব্যাবস্তা থাকলে বে শ ভালো ফলন হবে। টিলা পাহারি ভুমিতে ও ভালো ফলন হয়।