ওয়ারফেইজ এলবাম প্রকাশের আগেই প্রথম যে কনসার্টে অন্ধ জীবন গানটি পারফর্ম করে, সেই গুলশান লেডিস ক্লাবের মাঠে আমিও ছিলাম। বুঝতেই পারছেন, আমি সেই পুরনো পাপী দের একজন! ঈদের দিন আবার মনটা ঠান্ডা করে দিল ওয়ারফেইজ, সেই অন্ধ জীবন গানের ২০২৪ ভার্সন দিয়ে! অসাধারণ পারফরম্যান্স, হ্যাটস অফ টু দ্যা ব্যান্ড! ক্ষিধে আরো বেড়ে গেল, আরো, আরো, আরো চাই!!! ❤
ভাই যতদূর মনে করতে পারি, কনসার্ট টা ছিল বনানী ইয়ুথ ক্লাব মাঠে।ASWA Pepsi কনসার্ট। সালটা ১৯৯৪। এখনো মনে পড়ে, কমল ভাইয়ের আয়বেনাস গিটার ব্ল্যাক কালার। রাসেল ভাই কিবোর্ড আর গিটার একসাথে প্লে করেছিল। আমি তখন পাগল হয়ে গানটা শুনছিলাম। ওয়ারফেজ forever ❤️
@@mparvez27 না, ইয়ুথ ক্লাবের কনসার্টের ২ বছর আগে সঞ্জয় গুলশান লেডিস ক্লাবে অন্ধ জীবন পারফর্ম করেছিল, অ্যালবাম রিলিজের আগে। স্টেজ কাঁপিয়ে দিয়েছিল, বসা পাবলিকদের দাঁড় করিয়ে দিয়েছিল। ইয়ুথ ক্লাবের কনসার্টে শো স্টিলার ছিলো এল আর বি, কোনো গ্যাপ ছাড়া নন স্টপ বাজিয়ে এক গান থেকে অন্য গানে ট্রান্সিশন করেছিল। নিরভানার স্মেলস লাইক, রিলিজের আগে তোমাকে চেয়েছি বাজিয়ে সবাইকে ফ্যান বানিয়ে দিয়েছিল। পুরাই রক শো। মাইলসও ওই দিন ভালো বাজিয়েছিল।
No one can replace Sanjay, but Palash, the vocal tried his best to cover him. Appreciated. We expect new songs from the metal house of Warfaze. and lots of lots head banging open air concerts Old is always Gold.
পলাশ নুর যেদিন ওয়ারফেইজে যোগ দিলেন, সেদিন থেকে যেন অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য। ওয়ারফেইজের প্রত্যেক ভোকালের এমন একটা সময় আসে, যখন তিনি তার আগের সবাইকে ছাড়িয়ে উঠে যান অনেক ওপরে। এবার সেই সময়টা এলো পলাশের জন্য। আগের সবাই তো আছেই আমাদের হৃদয়ে। তবে এই গানের মধ্য দিয়ে শুরু হলো ওয়ারফেইজে পলাশের জয়যাত্রা। মিজানকে নিয়ে হাহাকারগুলো তুলে রাখার সময় হলো এবার। অনেক অনেক ধন্যবাদ ওয়ারফেইজের সবাইকে। এই অসাধারণ গানটার এমন অসাধারণ রিমেক উপহার দেওয়ার জন্য। পলাশ নুরের কণ্ঠে নতুন অ্যালবামের দিন গুনতে শুরু করলাম। Warfaze forever 🤘
ওয়ারফেজের গান শুনি ৯৩ সাল থেকে। তখন আমাদের কিশোর বয়স। সানজয়ের জন্য পাগল ছিলাম।। পলাশের ভয়েসে সেই পুরানো সানজয়কে খুঁজে পেলাম।।আপনার কথাটা খুব ভাল লাগল। পলাশ এখন গাইছে।। ভবিষ্যতে অন্য কেউ গাইবে। আমাদের ওয়ারফেজের স্মৃতি বয়ে নিয়ে যাবে যুগ থেকে যুগে।
This song was way ahead of its time when it was released in 1994 with Sanjay's vocal, now the remake surpassed the expectation even further with Polash keeping the original feel of the song 100% intact
In the heart of Bangladesh’s vibrant music scene, Warfaze stands as a beacon of hard rock and heavy metal, beloved by legions of devoted fans. Just yesterday, the airwaves quivered as Warfaze unveiled the official music video for “Ondho Jibon” on their UA-cam channel-a testament to their undying spirit. A cherished gem from their second album, “Obak Bhalobasha,” released in 1994, “Ondho Jibon” has been reborn. They have carved out their legacy as the trailblazers of the genre, with a sound as enduring as time itself. Celebrating their 40th anniversary on June 6, 2024, Warfaze continues to resonate with the pulse of their die-hard followers.
ওয়ারফেজ বেন্ড মানেই সবার শীর্ষে, সরাসরি এই জাদুকরী কণ্ঠশিল্পী কে একবার দেখার সাধ্য হয়েছিল ব্রাক্ষনবাড়িয়া ক্রিকেট স্টুডিয়ামে, আহা কি সুর না যেন বজ্রপাত। ❤️❤️
আমি ডিরকস্টারের রেডিও এক্টিভের ভোকালিস্টলে খুজতাম। অপরদিকে ওয়ারফেইজের পলাশকে ভাল লাগত না। একদিন এক সিনিয়র ভাই বলল রেডিও এক্টিভের ভোকালিস্টই নাকি এই পলাশ! কী অদ্ভুত! কী পরিবর্তন! আমি এরপর ভাল করে খেয়াল করে দেখলাম এই পলাশই সেই ছেলে। আফসোস করতাম, আহা কী নিদারুণ অপচয়! আজকে এই গাম শুনে প্রথমে ভাবলাম সঞ্জয় বুঝি। চেয়ে দেখি পলাশ! আরেহ এই তো সেই ছেলে যাকে ডিরকস্টারে দেখা গিয়েছিল! কেলিবারের পুরাটা এই গানে দেখাতে পেরেছে সে। দারুণ লেগেছে ভোকাল,সুপার। অনেক অনেক ভাল লাগল।
আমি ওয়ারফেইজ এর গান শুনি বেশিদিন থেকে না। মাত্র 2বছর ধরে ওয়ারফেইজ এর গান শুনি। প্রায় সবগুলো এলবাম এরই গান শুনেছি। আমি মনে করে বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে ওয়ারফেইজ একটি অন্যতম সেরা হেভি মেটাল ব্যান্ড। Warfaze Forever 🤍🤍🤍
Warfaze is a Bangladeshi heavy metal band formed on 6 June 1984 in Dhaka by Ibrahim Ahmed Kamal, Meer, Helal, Naimul, and Bapi. They are one of the earliest heavy metal bands in Bangladesh.
Eksomoy ami ei question kore warfaze er page e enter hoto na but etar musical arrangement e warfaze ekta different sound er sathe sunjoy er ekta flavour dichche
There were 4 bands Rockstrata, Aces, In Dhaka and Warfaze they were friends and shared band members. Rockstrata and In Dhaka were up there too but most of them left BD, it’s because of Tipu bhai and Kamal Bhai’s sacrifice (coming back from US to play in the band) that made Warfaze transcend the rest of them.
@@No-one-. In Dhaka had versatility and Rockstrata out and out old school metal... Both way ahead of time... The members spending time in USA for studies gave them the influence and required exposure to metal and hard rock, I feel...
Superb!! Cant wait for the full album!! Eid Mubarak to all of you wonderful people of the band who have been making our lives much more lovelier and livelier with your wonderful songs over the last 4 decades! Love you Warfaze! ❤
Tipu bhai, Im a heavy metal & rock lover man... My boyhood entered in bangla metal music with warfaze... I don't know how may times I listen to the first album & still I do till every week... Always missed the voice of Sonjoy bhai & Polash bring it back... I love it
পলাশ ভাই ভালোই justice করেছেন গানটার প্রতি । ❤দারুণ লেগেছে নতুন ভার্সন টা। তবে গান এর tempo আগের ভার্সন এর টাই যাচ্ছে বেশি গান টার type অনুযায়ী । একান্তই একজন শ্রোতা হিসেবে আমার ব্যক্তিগত পছন্দ থেকে বলা । মিউজিক ভিডিও টা আরও ভালো হতে পারতো।
ওয়ারফেইজ ফর এভার,,,,, অবাক ভালোবাসা কোক স্টুডিও সমন্বয়ে নষ্ট করার পর আশা করছি এটা ভালো হয়ে,,, কোক স্টুডিও এর প্রতি ঘৃণা হয়তো অন্ধ জীবনে আবার পূর্ণতা পাবে,,, আর ব্যান্ড এর সকলের জন্য ভালোবাসা,,, শুধু কোক স্টুডিও এর অবাক ভালোবাসা আমাদের অবাক ভালোবাসা না, যার মাধ্যমে ওয়ারফেইজ এর প্রেমে পড়েছিলাম সুধুর অতীতে❤ চাই মুক্ত সমাজ যেখানে থাকবে শুধু ওয়ারফেইজ এর কর্ম আর স্রষ্টা,,,
Nicely done Warfaze ❤❤ However, for me still my favorite is the original version and the killer tempo 😜 n addition to Kamal bhais amazing fireworks in guitar along with the mighty Sunjoy on vocal ❤❤❤
Loved it ❤️
Vai ❤
Ashes 🥺🙏
Love you the most 🫀❤️🩹
Apnader fb te post dekhe shunte ashlam
ওয়ারফেজ আগের রুপে ফিরে এসেছে অন্ধ জীবন থেকে, অ্যাশেজ ও আগের রুপে ফিরে আসবে ছায়া বীন অদৃশ্য চিৎকার নিয়ে 🙏
💝❤️🩹
Ho vai😊
ওয়ারফেইজ এলবাম প্রকাশের আগেই প্রথম যে কনসার্টে অন্ধ জীবন গানটি পারফর্ম করে, সেই গুলশান লেডিস ক্লাবের মাঠে আমিও ছিলাম। বুঝতেই পারছেন, আমি সেই পুরনো পাপী দের একজন! ঈদের দিন আবার মনটা ঠান্ডা করে দিল ওয়ারফেইজ, সেই অন্ধ জীবন গানের ২০২৪ ভার্সন দিয়ে! অসাধারণ পারফরম্যান্স, হ্যাটস অফ টু দ্যা ব্যান্ড! ক্ষিধে আরো বেড়ে গেল, আরো, আরো, আরো চাই!!! ❤
Legendary fan!!🙏🏻
Was Symphony of Destruction(Megadeth) covered by Sunjoy da in that concert?
ভাই যতদূর মনে করতে পারি, কনসার্ট টা ছিল বনানী ইয়ুথ ক্লাব মাঠে।ASWA Pepsi কনসার্ট। সালটা ১৯৯৪। এখনো মনে পড়ে, কমল ভাইয়ের আয়বেনাস গিটার ব্ল্যাক কালার। রাসেল ভাই কিবোর্ড আর গিটার একসাথে প্লে করেছিল। আমি তখন পাগল হয়ে গানটা শুনছিলাম। ওয়ারফেজ forever ❤️
Vai amio shei papi, 😊, nostalgic
@@mparvez27 না, ইয়ুথ ক্লাবের কনসার্টের ২ বছর আগে সঞ্জয় গুলশান লেডিস ক্লাবে অন্ধ জীবন পারফর্ম করেছিল, অ্যালবাম রিলিজের আগে। স্টেজ কাঁপিয়ে দিয়েছিল, বসা পাবলিকদের দাঁড় করিয়ে দিয়েছিল।
ইয়ুথ ক্লাবের কনসার্টে শো স্টিলার ছিলো এল আর বি, কোনো গ্যাপ ছাড়া নন স্টপ বাজিয়ে এক গান থেকে অন্য গানে ট্রান্সিশন করেছিল। নিরভানার স্মেলস লাইক, রিলিজের আগে তোমাকে চেয়েছি বাজিয়ে সবাইকে ফ্যান বানিয়ে দিয়েছিল। পুরাই রক শো। মাইলসও ওই দিন ভালো বাজিয়েছিল।
সঞ্জয় ভাইয়ের দ্বিতীয় ভার্সন পলাশ ভাই!! ধন্যবাদ!! অনেক ভালো লগলো
Moner kotha bolsen
রূপকথা" যদি "পূর্ণতা" পেতো তাহলে "যত দূরেই" থাকতে "তোমাকে" মনে পড়তো। "অসামাজিক" "একটি ছেলে" আমি, "মহরাজের" মত "বসে আছি একা", তীব্র "হতাশার" পরেও" হারিয়ে তোমাকে "পাওয়ার "আশা" নিয়ে তোমার "প্রতিক্ষায়" আছি, হয়তো এটাই "অবাক ভালোবাসা"
Warfaze forever 🖤
Wow!
কি সুন্দর লিখলেন🥹❣️
Comment of this year bro... Shei lagse
Warfaze Forever 💫❤️🩹
@@afrinmostafatamanna7160 sorry aita Amar lekha nah
No one can replace Sanjay, but Palash, the vocal tried his best to cover him. Appreciated.
We expect new songs from the metal house of Warfaze.
and lots of lots head banging open air concerts
Old is always Gold.
পলাশ নুর যেদিন ওয়ারফেইজে যোগ দিলেন, সেদিন থেকে যেন অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য। ওয়ারফেইজের প্রত্যেক ভোকালের এমন একটা সময় আসে, যখন তিনি তার আগের সবাইকে ছাড়িয়ে উঠে যান অনেক ওপরে। এবার সেই সময়টা এলো পলাশের জন্য। আগের সবাই তো আছেই আমাদের হৃদয়ে। তবে এই গানের মধ্য দিয়ে শুরু হলো ওয়ারফেইজে পলাশের জয়যাত্রা। মিজানকে নিয়ে হাহাকারগুলো তুলে রাখার সময় হলো এবার। অনেক অনেক ধন্যবাদ ওয়ারফেইজের সবাইকে। এই অসাধারণ গানটার এমন অসাধারণ রিমেক উপহার দেওয়ার জন্য। পলাশ নুরের কণ্ঠে নতুন অ্যালবামের দিন গুনতে শুরু করলাম। Warfaze forever 🤘
haha😂
ওয়ারফেজের গান শুনি ৯৩ সাল থেকে। তখন আমাদের কিশোর বয়স। সানজয়ের জন্য পাগল ছিলাম।। পলাশের ভয়েসে সেই পুরানো সানজয়কে খুঁজে পেলাম।।আপনার কথাটা খুব ভাল লাগল। পলাশ এখন গাইছে।। ভবিষ্যতে অন্য কেউ গাইবে। আমাদের ওয়ারফেজের স্মৃতি বয়ে নিয়ে যাবে যুগ থেকে যুগে।
খুব সুন্দর করে বলেছেন। I opine the same and agree to you to the fullest extent
কচু হলো, 😅
এগুলা কি বানায় ওয়ারফেয, মাথা নষ্ট কইরা দেয়😵💫😵 love you warfaze.
This song was way ahead of its time when it was released in 1994 with Sanjay's vocal, now the remake surpassed the expectation even further with Polash keeping the original feel of the song 100% intact
অসাধারন!!! সানজায় ফিল পাইছি ভাই!!!!!
Akhon e jara gan sunte asce Tara e holo asol warfaze er asol vokto❤
In the heart of Bangladesh’s vibrant music scene, Warfaze stands as a beacon of hard rock and heavy metal, beloved by legions of devoted fans. Just yesterday, the airwaves quivered as Warfaze unveiled the official music video for “Ondho Jibon” on their UA-cam channel-a testament to their undying spirit. A cherished gem from their second album, “Obak Bhalobasha,” released in 1994, “Ondho Jibon” has been reborn. They have carved out their legacy as the trailblazers of the genre, with a sound as enduring as time itself. Celebrating their 40th anniversary on June 6, 2024, Warfaze continues to resonate with the pulse of their die-hard followers.
The most well-trained vocalist of Warfaze so far... Cracking performance as a team also. 🤘🤘🤘
আহ শান্তি পেলাম খুব।।।। পুরোটা মস্তিষ্ক জুড়ে আরাম বয়ে গেলো।।।।
সঞ্জয় ভাই কে খুজে পেলাম পুরোপুরি।।
কি দারুণ গেয়েছেন পলাশ ভাই।।।
আপন স্বকীয়তায় উজ্জ্বল আপনি।।।
কি দারুণ ফ্লেভার পেলাম আপনার কাছ থেকে।।
ওরে ওর হোলটা চুষে দে আরো ভালো ফ্লেভার পাবি
ROYS
উফফ মনে হচ্ছে যেন সঞ্জয় ভাই নতুন রুপে আবির্ভাব হয়েছে,,well done পলাশ ভাই,, WARFAZE এর ভক্ত ছিলাম আছি থাকবো,
শিরায় শিরায় রক্ত আমি WARFAZE এর ভক্ত😍😍😍
ভাই সাঞ্জয় ভাই এর ভোকাল অন্য রকম ভালো লাগা, কেও কারো অভাব পুর্ন করতে পারে না পুরোপুরি
ওয়ারফেজ বেন্ড মানেই সবার শীর্ষে, সরাসরি এই জাদুকরী কণ্ঠশিল্পী কে একবার দেখার সাধ্য হয়েছিল ব্রাক্ষনবাড়িয়া ক্রিকেট স্টুডিয়ামে, আহা কি সুর না যেন বজ্রপাত। ❤️❤️
Thanks to warfaze for giving this song a new identity. Another underrated song of Warfaze.
ভাইরে ভাই সামির ❤️.......এই,তুমি মানুষ?এমনে মানুষ গীটার বাজায়।🤘
চোখ বন্ধ করে শুনছিলাম, মনে হচ্ছিলো সঞ্জয় ভাইয়ের ভয়েস 🔥❤️
no comparison btw, Polash vai is doing great.... 😍
Bring back some more songs Warfaze 💪🔥❤️
আমি ডিরকস্টারের রেডিও এক্টিভের ভোকালিস্টলে খুজতাম। অপরদিকে ওয়ারফেইজের পলাশকে ভাল লাগত না। একদিন এক সিনিয়র ভাই বলল রেডিও এক্টিভের ভোকালিস্টই নাকি এই পলাশ! কী অদ্ভুত! কী পরিবর্তন! আমি এরপর ভাল করে খেয়াল করে দেখলাম এই পলাশই সেই ছেলে। আফসোস করতাম, আহা কী নিদারুণ অপচয়!
আজকে এই গাম শুনে প্রথমে ভাবলাম সঞ্জয় বুঝি। চেয়ে দেখি পলাশ! আরেহ এই তো সেই ছেলে যাকে ডিরকস্টারে দেখা গিয়েছিল! কেলিবারের পুরাটা এই গানে দেখাতে পেরেছে সে। দারুণ লেগেছে ভোকাল,সুপার।
অনেক অনেক ভাল লাগল।
অসাধারণ... কঠিন একটা গান এফর্টলেসলি গাইলেন পলাশ নূর। কিছু স্কেল শিফটিং ছিল গানটায়।নিঃসন্দেহে পলাশ ওয়ারফেইজের যোগ্য উত্তরসূরী...
loved this version ! Palash did full justice to the song . no one else could pull up this without him ! Amazing job !! \m/
৮০ নাম্বার ভিউ,যতটা রিয়েক্ট পড়বে ততোবার শুনব এই গান।
Warfaze forever ❤
ইদ মুবারক
ঈদুল আযহা ২০২৪
এ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। কি গীটারের সলো,ড্রাম প্যার্টান আর পলাশ ভাইয়ের গলায় গানটা এক কথায় বোম 🥵
যারা সঞ্জয় এর সমটা মিস করতাম, তাদের জন্য আনন্দের খবর পলাশ কাভার হিম Very nicely
Absolutely
Truly said bhai
Right
Absolutely match Sanjay's voice. If I didn't see him singing I would say he is back. Brilliant...
For a moment I was thinking whether Palash is lip singing with Sunjoy's tone...
অনেকদিন পরে ওয়ার ফেইজের নতুন কোন গানে সঞ্জয়ের ভোকালের ফ্লেভারটা পেলাম অস্থির পলাশ নূর ভাই❤❤❤
আমি ওয়ারফেইজ এর গান শুনি বেশিদিন থেকে না। মাত্র 2বছর ধরে ওয়ারফেইজ এর গান শুনি। প্রায় সবগুলো এলবাম এরই গান শুনেছি। আমি মনে করে বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে ওয়ারফেইজ একটি অন্যতম সেরা হেভি মেটাল ব্যান্ড।
Warfaze Forever 🤍🤍🤍
Same but listening warfaze for almost 4 year's regularly
Warfaze heavy metal band na...
@@shanawaz7261 vaiya ektu Valo Kore khoj niyen... warfaze muloto Hard rock heavy metal band
Warfaze heavy metal kon din thaika 😮
Warfaze is a Bangladeshi heavy metal band formed on 6 June 1984 in Dhaka by Ibrahim Ahmed Kamal, Meer, Helal, Naimul, and Bapi. They are one of the earliest heavy metal bands in Bangladesh.
কি ছিল রে ভাই 😲😲পলাশ ভাই তো দিন দিন ফায়ার হচ্ছে ❤
0:48 মৃত্যু 😵💔
"পলাশ" কেন ওয়ারফেজে, সবাই এখন হয়তো বুঝতে পারবেন। ওয়ারফেজ না বুঝে কাউকে দলে নেয় না। সেজন্যই ব্যান্ডটা "ওয়ারফেজ।" ⚡
এহে ভাই!
কি কথা বললেন! ওয়ারফেযের নব্য ফ্যানরা ( মিজান গং) আপনাকে ধুয়ে দিবে তো!
Female voice
@@billalhossain6658 সাঞ্জয় এর গান শুনছেন?
Eksomoy ami ei question kore warfaze er page e enter hoto na
but etar musical arrangement e warfaze ekta different sound er sathe sunjoy er ekta flavour dichche
@@billalhossain6658হিরো আলমের ফ্যান ডিটেকটেড 😂
ভিডিও না দেখলে সঞ্জয় বলে ভুল হতে পারে। ওয়ারফেজকে অভিনন্দন।
পলাশ ভাই🔥🔥💣
আমাদের রংপুরের পোলা পুরোটাই আগুনের গোলা 🔥🔥
More progressive, more heavy! Thats what warfaze is all about!!!
Loved it
Vai re Vai aita ki korlo matha nosto🙆🙆 warfaze can do anything ❤❤❤
Warfaze always in our heart joss vai ❤️🔥❤️🔥
Looking Rockstar Shams bhai 🤟
absolute perection🤘, Palash just nailed it! reminiscing this '90s album❤
পুরনো গানগুলো আবার এভাবেই ফিরিয়ে আনেন। দারুণ দারুণ দারুন!!!! পলাশ এমেইজিং সিঙ্গার, গিটার,ড্রাম কী বোর্ড ----অনবদ্য
woow woow woow what a present surprise!!! as like SUNJOY bhai voice, Excellent work, Keep going Brothers.....
যারা আমার মত তারা সবাই এই গান শুনতে এসেছে।
আসেন ভাই বুকে 🫂🖤🙏
Samir Hafiz take a bow 🙏 What a beast he has become! Great singing by Palash Noor ❤
Opekkhar majhei sobaike janai ogreem Eid Mubarock ❤❤
Happy birthday bhai ❤️
Happy birthday vai🎂
Happy brithday 🎉
Eid mubarak ❤❤❤❤
Happy Birthday & Eid Mubarak 🙌🏼🙌🏼🎉
This is polash. The golden era of sunjoy as well as warfaze is near again❤❤❤
Aguun aguuun
Sei chotobelar motooi
Warfaze er shei purano dhaach pelam🖤
পলাশ ভাইয়ের মাঝে সানজয় ভাইয়ের সেই ফিলটা কিছুটা পাই💚
আশা করছি দারুণ হবে 'অন্ধ জীবন '
edited- পলাশ ভাইইই সত্যিইইইই পেরেছেন দুর্দান্ত ❤️🔥
🔥🔥❤️
সঞ্জয় 2.0 অস্থির।নির্বাসনের সেই ২৩ সেকেন্ডের টান টা শুনতে চাই হবে নাকি। অন্য বাকে.............🙂
Warfaze এর মত hard rock band বাংলাদেশ আর দ্বিতীয়টা নেই 💝
আমারো তাই মনে হয়।
@@afrinmostafatamanna7160 Poizon green, old Artcell, Rockstrata
There were 4 bands Rockstrata, Aces, In Dhaka and Warfaze they were friends and shared band members. Rockstrata and In Dhaka were up there too but most of them left BD, it’s because of Tipu bhai and Kamal Bhai’s sacrifice (coming back from US to play in the band) that made Warfaze transcend the rest of them.
@@No-one-. In Dhaka had versatility and Rockstrata out and out old school metal... Both way ahead of time... The members spending time in USA for studies gave them the influence and required exposure to metal and hard rock, I feel...
Grow up
Superb!! Cant wait for the full album!!
Eid Mubarak to all of you wonderful people of the band who have been making our lives much more lovelier and livelier with your wonderful songs over the last 4 decades! Love you Warfaze! ❤
GOLDEN ERA BACK AGAIN🥰
Beshi joss 🔥
অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন........ স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন.... Joss একটা লাইন...ganti onek sundor hoyeche..... আগিয়ে যাও Warfaze আমরা তোমাদের সাথে আছি ❤❤
লিরিক ভুল আছে আপনার
Choto Bhai Polash snigdho bagan na bole snigdho batash boleche. Arektu jotnoban hoa uchit chilo lyric er proti!
Boom 🙆♂️ অনেক দিন পর পুরানো স্বাদ পেলাম ❤
মিজানের গলায় আরও ভালো লাগতো গান টা
Tipu bhai, Im a heavy metal & rock lover man... My boyhood entered in bangla metal music with warfaze... I don't know how may times I listen to the first album & still I do till every week... Always missed the voice of Sonjoy bhai & Polash bring it back... I love it
Warfaze মানেই নতুন আসা 💐
Great work ,purai🔥🔥
Love this song❤
Awesome 2.0!! Getting a bit nostalgic too !!!
পলাশ ভাই ভালোই justice করেছেন গানটার প্রতি । ❤দারুণ লেগেছে নতুন ভার্সন টা। তবে গান এর tempo আগের ভার্সন এর টাই যাচ্ছে বেশি গান টার type অনুযায়ী । একান্তই একজন শ্রোতা হিসেবে আমার ব্যক্তিগত পছন্দ থেকে বলা । মিউজিক ভিডিও টা আরও ভালো হতে পারতো।
It still blows my mind how heavy and deep Babna's lyrics are! They don't make em like that anymore!!!
Polash just wowww❤
Ekdom fataiya disen...True sound of Warfaze
ঈদের আনন্দটা বাড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ ওয়ারফেজ ❤
এক কথায় অসাধারণ ❤🎉
ঈদের আগের দিন আর একটা ঈদ চাই পলাশ ভাই🤘
That is palash for you guys ........ That is why he was chosen....... ❤ It is giving goosebumps..........
হাই পিচে পলাশ ভাই একদম সানজয় ভাইয়ের মতন শোনায়
আমিও সেইম ভাবছিলাম 😊
Ei jonnoi wafaze polash niye niyese jeno sanjoy favor pawajay.
Warfaz গান শুনলে সেই ২০১৪,১৫ সালের আইয়ুব বাচ্ছু,জেমসের গানের ফিল পাওয়া যায়
ওয়ারফেইজ ফর এভার,,,,,
অবাক ভালোবাসা কোক স্টুডিও সমন্বয়ে নষ্ট করার পর আশা করছি এটা ভালো হয়ে,,,
কোক স্টুডিও এর প্রতি ঘৃণা হয়তো অন্ধ জীবনে আবার পূর্ণতা পাবে,,,
আর ব্যান্ড এর সকলের জন্য ভালোবাসা,,,
শুধু কোক স্টুডিও এর অবাক ভালোবাসা আমাদের অবাক ভালোবাসা না, যার মাধ্যমে ওয়ারফেইজ এর প্রেমে পড়েছিলাম সুধুর অতীতে❤
চাই মুক্ত সমাজ যেখানে থাকবে শুধু ওয়ারফেইজ এর কর্ম আর স্রষ্টা,,,
ওয়াও পলাশ❤❤❤। সঞ্জয় এর অভাব আর warfaze পাবেনা।
ওয়ারফেজ একটা ইমোশন❤
ফিতার ক্যাসেট থেকে শুরু.....চলছে চলবে ভালোবাসা অবিরাম ❤
আমরা যারা ওয়ারফেজ ফ্যান তাদের কাছ থেকে পথচলা-২ এর পছন্দের গানগুলোর নাম দেওয়ার সুযোগ থাকলে ভালো হতো 🥰
eta bhalo kotha
Probably egula thakbe -
Dhupchaya
Kromosho
Hariye tomake
Ondho Jibon
Emon dine
Mone Pore
Osthir!
প্রতিটা লাইকে গানটা শুনতে আসবো
lol, Fasik hoben valo kotha. InshaAllah boltesen kno
@@sufianashrafshanto4150 sorry vaiya
Polash vai. Agun💥
মিজান ভাইয়ের কন্ঠ আমার ভালো লাগে😢
এই গান কখনোই মিজান ভাই করার সাহস করে নাই।
আরো একটা গান আছে "শেখানো বর্ণনা" এই গান বাংলাদেশে কেউই সাহস করে নাই কভার করতে
অসাধারণ এক কথায় ❤❤❤❤❤❤❤
পলাশ ভাই আপনি পুরাই সাঞ্জয় ভাই!
মাকাল ফলের বাগান আর অন্ধ জীবন কারোরই কাম্য নয়। 👍👍👍👍👍👍
Lyrics Buja jai na😢
Jokhon sunjoy geyechhilo tokhon r o bujhte kosto hoto😄 eta to easy
এটা একদম অরিজিনাল এর মতোন অনেকটা💚, সানজয় ভাইয়ের ভাইব পাইছি। আপনি লিরিক্স একবার চোখে দেখে নিলে অটোমেটিক বোঝা যায়...
সঞ্জয় ভাই যখন গেয়েছে তখনো কি আপনি লিরিক্স বুঝেছেন? পলাশ ভাই ভালই করেছে।
Ami tw sob e bujlam Vai. Apni ki metal e new ? Lamb of god Jodi sune 60-70 percent bujte paren taile eita Kono bepar e nah
Thik
Samir vai and roger vai on fire ❤
Uffffff big bos✨🔥
What a creation ⚡️🔥
মাই গড, পুরাই সঞ্জয় !
Polash noor was awesome ❤️❤️. we enjoyed Adarsha Samad concert broh 🥰🥰
Eid mubarak❤
powerful vocal ... old Sanjay song is brightly covered by Palash! Great going ...
Well done, nicely executed. Vocal was awesome just like Sanjay.❤ 5:35
অসাধারণ পলাশ ভাই......ভালোবাসা অবিরাম ওয়ারফেজ।
Amar sob theke favourite band🥰 I am just loving it❤
Very impressive always love warfaze🖤
The 2nd Sunjoy...we love you palash bhai❤❤
If anyone hear only audio version of this song, he will think it's Sunjoy on vocal and this song is from '90s. Got vibe of old Warfaze.
Yes.. Finally 🎉
all about stunning sound system and the vocal is perfect. Thank you Warfaze.
Polash bhai nailed it!
#warfazeforever ❤
অপেক্ষায় ছিলাম
একই মাত্রায়, পুরনো হুবাহু কম্পোজিশানে, BLESSED-TONES.
&
SAMIIIRRRR
ছোটভাই, তুই একটা মাল।
অপেক্ষা পূর্ণতা পেয়েছে ❤️❤️
Nicely done Warfaze ❤❤
However, for me still my favorite is the original version and the killer tempo 😜 n addition to Kamal bhais amazing fireworks in guitar along with the mighty Sunjoy on vocal ❤❤❤
Warfez Band means a bond of a family ❤❤❤❤