বাইদ্দানির নৌকায় জীবন কাহিনী জানতে দেখুন

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2020
  • প্রতিবেদন নাম্বার প্লিজ আমাকে জানান চলে আসবে আপনাদের ঠিকানা
    #0172 186 9977#
    সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
    বেদেরা নিজেদের ‘মাঙতা’ বা ‘মানতা’ নামে ডাকে। মাঙতা অর্থ মেগে বা ভিক্ষা করে খাওয়া। তারা সাপ, বাঁদর, ভাল্লুক ইত্যাদি নাচিয়ে, শারীরিক কসরত- জাদুর খেলা দেখিয়ে, পোক-জোঁক ফেলে, শিঙ্গা বসিয়ে, শেকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে, তন্ত্র-মন্ত্র পড়ে- লোকজন থেকে যা পায় তা-ই দিয়ে জীবিকা নির্বাহ করে বলে তারা নিজেদের ‘মানতা’ নামে পরিচয় দিতে পছন্দ করে। তারা এক ধরনের পেশাজীবী গোষ্ঠী। শান্দার মানতা, মাল মানতা ও বাজিকর মানতা- এ তিন সম্প্রদায়ের মানুষ এ নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অবশ্য ‘বাংলাপিডিয়া’ এদের ৯টি এবং জেমসওয়াইজ এদের ৭টি শ্রেণি পেশায় বিভক্ত করেছেন। যদিও এদের মাঝে কোনো জাতিভেদ প্রথা নেই। সাহসী এই নৃগোষ্ঠী এক সময় রাজা-বাদশাহ বা জমিদারদের পেশাদার গুপ্তচর হিসেবেও কাজ করতেন। গুপ্তচরবৃত্তি করতে গিয়ে তারা নিজেদের মধ্যে এক ধরনের সাংকেতিক ভাষা আদান-প্রদান করতেন। পরবর্তীকালে এই ভাষাই ‘মাঙতা’- ‘ঠেট’- ‘ঠের’ ভাষা হিসেবে নিজেদের ভাষার স্থান দখল করে, যা তাদের পেশাগত কাজের ভাষা হিসেবে স্বীকৃত। আজো বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশের ‘বেদে’ বা ‘মনতা’ নৃগোষ্ঠী এই ভাষাতেই নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করেন, কথা বলেন। এই ভাষাটি সম্পূর্ণ মৌখিক, এর কোনো লিখিত রূপ নেই।

КОМЕНТАРІ • 3

  • @NoorNoor-hj9ys
    @NoorNoor-hj9ys 3 роки тому +1

    বেদের এক জন মুরুব্বির মোবাইল নম্বর দিবেন

  • @NoorNoor-hj9ys
    @NoorNoor-hj9ys 3 роки тому +1

    এটা কোন জায়গা