ভারত সেবাশ্রম সংঘ থেকে সুন্দরবন ভ্রমন মাত্র ১৫০০ টাকায় : Bharat Sevashram Sangha Sundarban

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 862

  • @LrgMedia
    @LrgMedia Рік тому +18

    অপূর্ব হয়েছে এই ভ্রমণ কথা। আপনি আমজনতার মনের কথা বলেছেন। সর্বপরি ভারত সেবাশ্রম সংঘ আছে বলে সবাই স্বল্পমূল্যে ঘুরতে পারবে। এর চেয়ে ভাল কথা আর কি হতে পারে। আরো এমন ভিডিও চাই।❤

  • @yesman5489
    @yesman5489 Рік тому +5

    অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি করার জন্য। ২০০০ টাকায় ২ রাত ঘোরা, থাকা, খাওয়া!!!! সত্যিই খুব ভালো লাগলো। অবশ্যই প্ল্যান করে যাওয়া যাবে। 🙏🙏🙏🙏

  • @shibuchakraborty832
    @shibuchakraborty832 Рік тому +15

    রঞ্জন বাবু, আমাদের মতো যারা স্বল্প পয়সায় ঘুরতে চায় ...তাদের নিয়ে একটা গ্রুপ করুন ..আমরা আপনার সাথে যেতে রাজি ।

  • @tapankumarmandal1111
    @tapankumarmandal1111 Рік тому +14

    এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত ভালো হয়েছে। অনেকদিনের বাসনা ছিল যে সুন্দরবন বেড়াতে যাব,,কিন্তু সুযোগ ও সময় হয়ে ওঠেনি,,আপনাদের সঙ্গে যাওয়ার জন্য মনটা আনচান করে উঠছে, কিন্তু উপায় নেই সামনেই আমাদের বৃন্দাবনের টিকিট বুক হয়ে আছে। আমাদের মতো অতি সাধারণ মানুষের জন্য আপনি এত চিন্তা করেন এই জন্য খুবই ভালো লাগলো,, আপনাদের যাত্রা শুভ হোক,,

  • @sukamaldebnath3200
    @sukamaldebnath3200 Рік тому +16

    খুব ইনফরমেটিভ ভিডিও। এ রকম সস্তায় ভ্রমণ ভিডিও বানান, আমরা আপনার সঙ্গে আছি।

  • @jakirmiddya583
    @jakirmiddya583 Рік тому +3

    আপনার এই ভিডিওটি দেখে আমি খুবই খুশি। খুব সুন্দর ভাবে সুন্দরবন ভ্রমনের খুঁটিনাটি বিষয় গুলি তুলে ধরেছেন ভিডিওটিতে। তারচেয়েও বড় কথা সুন্দরবন ভ্রমণের প্রথাগত যা ব্যবস্থা আছে, তার থেকে বেরিয়ে এসে কত কম খরচে সুন্দরবন ভ্রমণ করা যায় তার একটি দারুণ সুলুক সন্ধান দিয়েছেন। এই মহৎ কাজটির জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার ইচ্ছা বা সাহস কোনটি ই আমার নেই। এবার আসি ভারত সেবাশ্রম সংঘের কথায়, ভারত সেবাশ্রম সংঘ সদা সর্বদা মানুষের সেবাই নিয়োজিত রয়েছে। তার মধ্যে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যাত্রী নিবাস এর ব্যবস্থাপনার মধ্যে অভিনবত্ব দেখা যাচ্ছে। যাই হোক সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  • @dipakkumarpaul8050
    @dipakkumarpaul8050 Рік тому +3

    খুব সুন্দর বাচন-ভঙ্গিমা, খুটিনাটি বিশদ-বর্ণনা এবং সঠিক দিকনির্দেশনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

  • @debashishdutta9725
    @debashishdutta9725 Рік тому +10

    ভালো খুব ভালো, সহজ সরল ভাবে বর্ননা, সেই সাথে জানা গেল সুন্দর বন ভ্রমনের ইতিবৃত্ত।তাও আমার প্রিয় ভারত সেবাশ্রম সংঘে র সাহায্য তে।প্রায় ভারতের সব সেবাশ্রম সংঘে আমার থাকার সৌভাগ্য হয়েছে।

  • @souravbera2136
    @souravbera2136 Рік тому +8

    শীতকালে আমার ফ্যামিলি নিয়ে সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করছি, ভিডিও টি দেখে খুব উপকৃত হলাম।

  • @arabindamahajan6392
    @arabindamahajan6392 Рік тому +2

    খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা এবং ভারতসেবাশ্রম সংঘ থাকার অভিজ্ঞতা।

  • @SAMIRBHATTACHARJEE-p7m
    @SAMIRBHATTACHARJEE-p7m Рік тому +3

    খুবই সুন্দর একটা দারুন সুন্দরবন এর টুর প্লান পেলাম কম খরচে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

  • @swatiroy6469
    @swatiroy6469 Рік тому +2

    খুব ভালো লাগলো। ইচ্ছে রইলো একবার যাবার। আপনার এই ভিডিওগুলো সাধারণ মানুষের জন্য খুব উপকারী।ধন্যবাদ।🙏

  • @bharatibiswas1414
    @bharatibiswas1414 Рік тому +3

    খুব সুন্দর একটি তথ্যসমৃদ্ধ ভিডিও বানিয়েছেন, সমাজে অনেকের উপকারে লাগবে।

  • @kajalbiswas8610
    @kajalbiswas8610 Рік тому +4

    খুব সহজ, সরল ও সুন্দর ভাবে পরিবেশন করা একটা তথ্য সমৃদ্ধ ভ্রমণ বিষয়ক চলচ্চিত্র।

  • @sekhar5188
    @sekhar5188 Рік тому +9

    বহু দিন সুন্দরবন ঘোরার ইচ্ছে ছিল, একের অধিক ফ্যামিলি মেম্বার দের খরচ সামলাতে পারিনি, এবার হয়তো যেতে পারবো।

  • @nikhilesmajumdar8106
    @nikhilesmajumdar8106 Рік тому +61

    মান্যবরেষু,অচিন পথের পথিক ( রঞ্জন বাবু) আমার মতো স্বল্প আয়ের লোকেদের কাছে আপনার এই ভিডিও হাতে চাঁদ পাবার মতো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার কন্যা আমার নাতি নাতনির বয়সী ওর জন্য রোইলো আমার স্নেহাশীর্বাদ।

  • @sankalpas123
    @sankalpas123 Рік тому +2

    দারুন, দারুন, দারুন। off route না হলে খরচ বেড়ে যাবে। আর ভারত সেবাশ্রম আমার ছোট বেলা থেকে প্রিয়।

  • @debabratamaity6263
    @debabratamaity6263 Рік тому +1

    স‍্যার ড‍্যানিয়াল একজন বিজনেস ম‍্যান কথাটা খুব কানে লাগলো। আমরা ওনাকে গোসাবার রূপকার রূপেই চিনি।ওনার প্রতিষ্ঠিত Gosaba R R I র Class v to xii এর student.

  • @atanuch1961
    @atanuch1961 Рік тому +3

    খুবই ভালো লাগলো জেনে আমাদের মতন নিম্নবিত্ত পরিবারের জন্যে ভারত সেবাশ্রম সংঘ এর কাছে কৃতজ্ঞ আমরা, গঙ্গাসাগর এ খুব সুন্দর ভাবে আমরা ঘুরে এসেছি 🙏

  • @mrigankasinha1454
    @mrigankasinha1454 Рік тому +4

    খুব সুন্দর description,
    আমি ১৯৮১ এ গোসাবা গিয়েছিলাম এখন বেশ ইমপ্রুভ হয়ে গেছে।
    আপনি আরো উৎসাহিত করলেন এই সুন্দর জায়গায় যাওয়ার জন্যে, খুব ধন্যবাদ 🙏🙏🙏❤️❤️

    • @offroutetraveller1136
      @offroutetraveller1136  Рік тому

      ❤❤👍👍

    • @bimaldhara5219
      @bimaldhara5219 Рік тому

      Apni hoito amar cheye senior. Pronam neben

    • @bithikamondal7670
      @bithikamondal7670 Рік тому

      আমি কিছু লোককে নিয়ে যাবো

    • @benumadhabsarkar293
      @benumadhabsarkar293 Рік тому

      দাদা আমি অশোকনগরে থাকি। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি আমার সহকর্মী সহ পরিবার নিয়ে ডিসেম্বরের 20 তারিখের পর সুন্দরবন বেড়াতে যাওয়ার আশা রাখছি। আপনার ভিডিও দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম। ঐ সময় নাগাদ আপনার যদি সুন্দরবন বেড়াতে যাওয়ার কোন প্ল্যান থাকে দয়া করে জানাবেন। আপনার সংগে বেড়ানোর ইচ্ছা রইল। নমস্কার দাদা ভালো থাকবেন।

  • @tusharkantidas7463
    @tusharkantidas7463 Рік тому +1

    জয় গুরু মহারাজ 🙏
    খুব ভালো লাগলো আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম। ধন্যবাদ জানাই আপনাকে আর প্রদীপ বাবুকে। 🙏

  • @NityanandaKarmakar-hg2yg
    @NityanandaKarmakar-hg2yg Рік тому +6

    দাদা খুব খুবই ভালো লাগলো। সুন্দরবন যাওয়ার ইচ্ছা রইল।

  • @snehankurmukherjee1459
    @snehankurmukherjee1459 Місяць тому

    খুব ভালো লেগেছে আপনার এই ভ্রমণ বৃত্তান্ত।অল্প কথায় বললে অসাধারণ। আপনার সঙ্গে ভ্রমন করার ইচ্ছা রইল।

  • @01souravbanerjee
    @01souravbanerjee Рік тому +2

    খুবই ভালো লাগলো।
    একটা 2 nights 3 days tour এই শীতে করলে খুব ভালো হবে।

  • @parimalmaji3674
    @parimalmaji3674 Рік тому +1

    খুব ভালো লাগলো , আপনার তথ্য সমৃদ্ধ বর্ণনা, খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছা রইল।

  • @tanmoy302
    @tanmoy302 3 місяці тому

    Emon akta video pabo , vabini kokhono.
    Ato kombkhoroche ❤❤❤❤ really thankful to you

  • @Icchepuron4481
    @Icchepuron4481 11 місяців тому

    খুব সুন্দর করে পরিবেশন করেছেন ভিডিও টি । অনেক মানুষ কে বেড়াতে সাহায্য করবে আপনার ভিডিও । ধন্যবাদ আপনাকে 🙏

  • @ashiskrmondal6560
    @ashiskrmondal6560 Рік тому +1

    খুব সুন্দর বর্ণনা করলেন। আপনার সাহায্যে ঘোরার ইচ্ছা রইলো। ভালো থাকবেন।

  • @dinbandhughosh1439
    @dinbandhughosh1439 Рік тому +1

    আমরা উত্তর প্রদেশ থেকে আপনার প্রতিবেদন দেখেছি , খুব ভালো লেগেছে । প্রদীপ বাবুও আমাইক , সুন্দর প্রতিবেদন , ইচ্ছা থাকলো যদি। কলকাতা যাই তখন একবার নিশ্চই চেষ্টা। করবো। । ধন্যবাদ।

  • @biswajitdutta3225
    @biswajitdutta3225 Рік тому +1

    Khub bhalo ebong informative vlog
    hoyeche.
    Winter e Gosabai Ashram er guest house e thaka ebong Sunderban ghorar icche roilo.

  • @subhankarchatterjee5349
    @subhankarchatterjee5349 Рік тому

    Ranjnbabu apnar uposthapona khub sundar..Mone hochche apnar vdo r modhye die duke sundarban ghure asi.Apnar kache binito onurodh apni ei kom khorocher vdo gulo pathaben. Bhalo thakben.

  • @subhadipghosh1203
    @subhadipghosh1203 7 місяців тому

    Darun video hoyechhe. Khub informative. Amader jawar plan achhe december.

  • @PrabirDas-c2q
    @PrabirDas-c2q 11 місяців тому

    দারুন ভিডিও ।সব থেকে ভালো লাগল আমাদের সাধ‍্যের মধ‍্যে এবং সমস্ত খরচ পরিষ্কার বলে খুব উপকার হবে।

  • @লক্ষীমুখার্জ্জী

    খুব ভালো লাগলো,অনেকদিনের একটা স্বপ্ন পূরণ হবে এবার।

  • @mainakmisra3856
    @mainakmisra3856 7 місяців тому

    খুব সুন্দর ভিডিও। অসাধারণ উপস্থাপন, এডিটিং, লোকেশন, পরিবেশ বর্ণনা ,তথ্য জ্ঞাপন, ভয়েস ,সমস্ত মিলিয়ে এই ভিডিওটি অসাধারণ হয়ে উঠেছে ।ধন্যবাদ❤

  • @joydeepmukherjee9833
    @joydeepmukherjee9833 Рік тому +8

    ভারত মাতা কি জয়,,,,❤

  • @madhuparnabagchi9377
    @madhuparnabagchi9377 Рік тому

    খুব ভালো লাগলো আপনার এই সাধারণ মানুষের জন্য উপকারী ভিডিও। অনেক ধন্যবাদ।

  • @anirbanbanerjee3398
    @anirbanbanerjee3398 Рік тому +1

    Sahaj,saral,sundar blog.And very informative. Thank you.

  • @SAFALYA-dt4ep
    @SAFALYA-dt4ep Рік тому +1

    খুব ভালো লাগলো। আপনার ভাবনা এবং উপস্থাপনা প্রশংসনীয়।

  • @sarmilarasaily4409
    @sarmilarasaily4409 10 місяців тому

    Thanks dada khub bhalo information pelam,sathe 6 years er bachharo full charge laagbe ki dada plz janaben.

  • @sudhangshukumartalukder4693
    @sudhangshukumartalukder4693 Рік тому +1

    খুব ভালো লাগলো, Nov./Dec.2023 এ যাবার ইচ্ছা আছে... 🙏।

  • @ranjanhazra4041
    @ranjanhazra4041 8 місяців тому

    খুবই ভালো লাগলো। খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছে আছে।

  • @nakulchandradas3065
    @nakulchandradas3065 Рік тому +1

    দারুন উপস্থাপনা, খুব ভালো লাগলো , যাওয়ার ইচ্ছা রইলো।

  • @SuprioChatterjee-uu2nj
    @SuprioChatterjee-uu2nj Рік тому

    খুব ভালো লাগলো। যাবার ইচ্ছে আছে। আমি সুন্দরবন চার বার গেছি ও বেশীরভাগ ই দেখা। তাহলেও বার বার যাওয়া যায়।

  • @sonalipal5949
    @sonalipal5949 Рік тому

    Darun legeche vdo ta. Satti vdo ta dekhe onek kichu jante parlam

  • @roadlover8033
    @roadlover8033 Рік тому +1

    আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর ইনফরমেশন শেয়ার করার জন্য আমিও ট্রাভেল ব্লগিং করি সুন্দরবন এ আপনি যেভাবে বললেন নিশ্চয়ই যাবো

  • @drncd4295
    @drncd4295 Рік тому +5

    খুব সুন্দর সময়োপযোগী একটি ভ্রমণ

    • @offroutetraveller1136
      @offroutetraveller1136  Рік тому

      👍👍❤❤

    • @shantimoykarak6962
      @shantimoykarak6962 7 місяців тому

      Khub sundar,, অাপনার কথা বলা খুব সুন্দর,,apnar সাথে,, কোথাও বেরনোের একটা ইচ্ছে,, ভীষনজড়িয়ে ধরলো,,, অারএতো সুন্দর বর্ননা, দিলেন,, যে,মনে হচ্ছে যেন সত্যি বেড়িয়ে এলাম

  • @subhenduchakraborty3862
    @subhenduchakraborty3862 Рік тому

    এককথায় দারুন উপস্থাপনা । ধন্যবাদ ও শুভেচ্ছা রইল কলকাতা থেকে ।।🙏🏻

  • @manidas991
    @manidas991 Рік тому +1

    উপস্থাপনা খুবই ভালো লাগলো। আমরা যুগলে এই বয়সে(70+) উপযুক্ত সঙ্গীর আভাবে ইচ্ছা থাকলেও ঘোরার সখ মেটাতে পারি না। গরম ও বৃষ্টি কমলে যাওয়া ইচ্ছা রইল।আপনার সঙ্গে যোগাযোগের আশা রাখি।

  • @amiyamondal8400
    @amiyamondal8400 Рік тому +1

    খুব ভালো লাগলো, এবার ভরসা করে যেতে পারব।

  • @peyaschakraborty7612
    @peyaschakraborty7612 Рік тому

    Apner jemon bachan vongi , seirokmi Apner ekta lovely smile !!!! Very nice presentation !!!! Ami 2/1 ber ei sundor bon vromon korechi obbossy state r hoye , jehetu Ami nije W.B.T.C. r ekjon uccho podosto kormi chilam !!! Apner ei hasita Amake Apner sathe mil koriye dilo ...Nischoi jabo Apner sathe Amar poriber niye o apner poriberer sathe .!!!! Ami kintu Belurmother sisyo ebong varat sebaasram Amar kache khub respected Asram ...🙏🙏🙏

  • @animalandbirdloverabhisek
    @animalandbirdloverabhisek Рік тому +11

    আপনি ভালো চেষ্টা করেছেন ।। কিন্তু ৩৫০০ এর প্যাকেজ আমিষ দিয়ে খুব বেশী না ।। ক্যানিং নাবলেই আর কোন চাপ নেই ।। সঙ্গে এলাহি খাবার দাবার, আর অনেক ভালো ঘড়, সঙ্গে লোকাল নৃত্য সহ সব থাকে ।। তবে এটা ধার্মিক স্হান, সেই হিসেবে গিয়ে থাকার ইচ্ছা রইলো ।। তবে ঘোরার ক্ষেত্রে খুব একটা সাশ্রয়দায়ক নয় ।। কারণ ওখানে ৩ দিন ধরে বোট এ ঘোরায় ।।

    • @sekhsafikurrahaman6498
      @sekhsafikurrahaman6498 3 місяці тому

      একদম ঠিক কথা,, তাছারা সুন্দরবন একদিন এ ঘোরা সম্ভব নয়,এনারা বলছেন একদিন এ সব spot ঘুরিয়ে দেখাবেন,,কিভাবে করবেন সেটাই ভাবছি।

  • @manojitsen4886
    @manojitsen4886 Рік тому

    ভ্রমণ করতে কেনা ভালোবাসে তবে সল্প ইনকাম গ্রূপের কথা ভেবে আপনার এই প্রচেষ্টা খুব ভালো লাগলো ।

  • @sumitrabera8411
    @sumitrabera8411 Рік тому

    আপনার video খুব ভালো হয়েছে।অনেক খুঁটিয়ে তথ‍্য দিয়েছেন।ধন‍্যবাদ।

  • @suryakumarpaul8190
    @suryakumarpaul8190 Рік тому +1

    খুব ভালো লাগলো। আপনার বিবরণী।
    যদি কখনও এই ভ্রমণের আয়োজন করেন, একটু জানাবেন প্লিজ।
    অসংখ্য ধন্যবাদ।
    জয় গুরু।🙏🙏

  • @jayobratasarkar8263
    @jayobratasarkar8263 Рік тому

    Khub valo laglo da da apnar ai video ta.valo thke ben dada.ami apnar chanal ta subscrib kore nilam.

  • @anantakumarbhukta6027
    @anantakumarbhukta6027 Рік тому +11

    So nicely you have been presenting every thing and no place is being left to ask you anything. And must not underestimate you by giving only thanks.While most of the vlogs are busy , focussing retreats/ homestay etc with varieties of food& drinks, you have been working for the common& economically backward tourists. Very good. Waiting for the next. Stay good. 🙏🙏

  • @samarghosh827
    @samarghosh827 Рік тому +1

    খুব ভালো লাগলো। আপনার ভিডিও গুলো সুন্দর ভাবে বর্ণনা করেন।
    খড়গপুরে কোথায় থাকেন? আমিও খড়গপুরেই থাকি, তাই জিজ্ঞাসা করলাম।

  • @prabirbasu9635
    @prabirbasu9635 11 місяців тому

    রঞ্জন বাবু আপনাকে ধন্যবাদ।
    এত সুন্দর এক ভিডিও দেওয়ার জন্য।

  • @sumitapaul6086
    @sumitapaul6086 Рік тому

    Khub valo laglo December e jabar icche roilo.amra gangasagar e varat sebasram e chilam.valo legeche.

  • @dayitadikshit8387
    @dayitadikshit8387 10 місяців тому

    9,10 February te ki jawa jabe tour e? Kivabe jogajog korbo? Janaben taratari

  • @subhashisbhattacharya6428
    @subhashisbhattacharya6428 Рік тому +1

    খুব ভালো লাগলো। আরো এ রকম নতুন নতুন রুট এর তথ্য দেবেন।

  • @sanjaybakshi8570
    @sanjaybakshi8570 Рік тому

    Kobe jaben during November 2023

  • @aksaychowdury1994
    @aksaychowdury1994 Рік тому +7

    শীত কালে একটা প্ল্যান হলে আমি আমার মা বাবা কে নিয়ে যেতে ইচ্ছুক। 😊

  • @soumenroy360
    @soumenroy360 Рік тому +4

    দুর্দান্ত হয়েছে। আপনি যে ভাবে যাতায়াত করেন তাতে ভ্রমণ পুরোপুরি হয়। আপনার ভ্রমন দেখলে মনে সেই জায়গা বা তার আসে পাশে বা সেখান থেকে হুট করে কোন অসুবিধা হলে অন্য কোন উপায় অবলম্বন করা যায় তার ও হদিস থাকে। তাই আপনার ভিডিও যে কোন জায়গা ঘোরার ব্যাপারে শেষ কথা।

  • @somnathmukherjee9380
    @somnathmukherjee9380 3 місяці тому

    খুব সুন্দর ভিডিও। সাধারণ মানুষের (আমার মতো) অনেক উপকারে আসবে। টাকার পরিমাণ গুলো আর একটু ধরে ধরে বললে সুবিধা হয় যেমন 2N3D এর খেচতে 2 জন গেলে ওনারা পরের দিন অন্য গ্রুপের সঙ্গে ব্যবস্থা করবেন।ওটা কি 1200 প্রতিজন না দুজনের, বুঝলাম না। আর একটু ধরে ধরে টাকার ব্যাপার গুলি বুঝিয়ে বললে সুবিধা হয়।
    যাই হোক খুব সুন্দর দেখিয়েছেন। পরের ভিডিও এর আশায় রইলাম। ধন্যবাদ।

  • @srikantodas6973
    @srikantodas6973 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ আপনার অমুল্য ভাষ্য পাট আমাকে সুন্দরবন লেখার জন্য অনুপ্রাণিত করার জন্য

  • @madhurimapal9661
    @madhurimapal9661 Рік тому +1

    খুবই সুন্দর আর ইনফরমেটিভ ভিডিও। শুধু একটা ইনফরমেশন জানার ছিলো সেটা হলো শীত কালে খুব ডিমান্ড থাকে সে ক্ষেত্রে বুক করতে গেলে প্রদীপ বাবুকে কি ফোন করে জেনে নিতে হবে যে অমুক ডেট এ ঘর খালি আছে কিনা? আর বুকিং টা কি বালিগঞ্জ মেইন অফিস থেকে করা যায়? নাকি যা কিছু টাকা পয়সা দেওয়া সব প্রদীপ বাবুকেই দিতে হয়?
    অনুগ্রহ করে যদি বলেন তাহলে খুব ভালো হয়।

  • @amitghosh8239
    @amitghosh8239 Рік тому

    Good information dada apni jedin sundorban tour korben janaben amio jabo

  • @arun.akdbkp
    @arun.akdbkp Рік тому +1

    খুব দরকারি একটা তথ্যপূর্ণ ভিডিও করেছেন। অনেকেরই কাজে আসবে, যারা স্বল্প খরচে সুন্দরবন ঘুরতে চান। আপনি পরবর্তীতে প্রোগ্রাম করলে জানাবেন, চেষ্টা করবো যোগ দিতে। শুভেচ্ছা রইলো। 🙏😊

  • @animeshmandal8847
    @animeshmandal8847 10 місяців тому

    Dada aro video dao.khub sundor hoye che.

  • @KUNTALGANGULY69
    @KUNTALGANGULY69 Рік тому +1

    খুব ভালো লাগলো।চেনা ছক এর বাইরে এক নতুন এর স্বাদ।
    👍♥️🙏

  • @tapaskumarmitra7697
    @tapaskumarmitra7697 Рік тому +4

    I Like your representation and analysis 🙏 .

  • @debkumardas1839
    @debkumardas1839 11 місяців тому

    আপনার ভিডিও ও ভ্রমণ অসাধারণ ,আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @tolymolyboly
    @tolymolyboly Рік тому

    Khub sundor information pelam....Anek dhanyabad

  • @nivamazumder7513
    @nivamazumder7513 Рік тому +1

    খুব ভালো লাগলো।যাবার ইচ্ছা রইল।

  • @ivyendeavourhumanity
    @ivyendeavourhumanity Рік тому

    Khub sundor... nischoi jaan r video kore experience share korun

  • @santanubarik8139
    @santanubarik8139 2 місяці тому

    Apni eto sundar bhabe bujhiye den satti asadharan

  • @kishorkumarlovers2831
    @kishorkumarlovers2831 Рік тому

    Khub valo laglo darun amio jete chai2jon arrange korun dada details janaben😊

  • @bablusarkar4400
    @bablusarkar4400 Рік тому

    Dada khb vlo laglo Ami jabo February te

  • @pradipbiswas725
    @pradipbiswas725 Рік тому

    Khub sundor o valo laglo apnar sundor bon video

  • @bijaykumardas9418
    @bijaykumardas9418 11 місяців тому

    Dada amra pariberer tin Jan varat sebasram Sangha sange Sundarban vraman korbo January 2nd week e amader janaben.

  • @arpanbit8452
    @arpanbit8452 Рік тому

    Dada kub valo video... Amra jabo... Apni tour er babosta korun...

  • @srabanilaha8907
    @srabanilaha8907 Рік тому

    Vdo khub bhalo hoeche,onek kichu jante parlam.

  • @shikhachakraborty6467
    @shikhachakraborty6467 Рік тому

    khub valo information. Joyer echhe railo.

  • @prabirchatterjee7517
    @prabirchatterjee7517 Рік тому +1

    Ami kankurgachi/phoolbagan a thaki.Retired rly teacher.Apnar songi hote chai. Amra 3/2 jon family members.

  • @koushiksen4609
    @koushiksen4609 2 місяці тому

    Family অর্থাৎ husband,wife আর একটা বাচ্চা নিয়ে গেলেও rate কি same থাকবে?

  • @amalenduroy447
    @amalenduroy447 Рік тому

    Khub valo vdo ta hoeiche.valo laglo.amar khub echhe ache sunderban berabar.amake ekto guide kore niye jaben.apnar sathe ki kore jogajog korbo bole deben.ami and amar wife jabo .

  • @prabirmondal2077
    @prabirmondal2077 Рік тому

    Khub bhalo laglo. Aairakam darkari khabar chaichilam. Dhanyabad.

  • @swapankumardas1294
    @swapankumardas1294 2 місяці тому

    ভালো লাগলো। সপরিবারে যেতে আগ্রহী।

  • @dipankarmukherjee1814
    @dipankarmukherjee1814 Рік тому

    খুব ভালো লাগলো দাদা আপনার উপস্থাপন, অনেকেরই উপকার হবে

  • @jitengiri1365
    @jitengiri1365 11 місяців тому

    Dada apnai ki steel a giye abar steel a back korlen same day?

  • @SantimoyBanerjee-zn9rs
    @SantimoyBanerjee-zn9rs 7 місяців тому

    How We Can Get Room In Bhrat Sebashram 211R B Avenue To Stay For Treatment

  • @ashokghosh1203
    @ashokghosh1203 Рік тому +5

    সাধারণ মানুষের জন্যে এতো সুন্দর, বাহল্যবর্জিত ভ্রমণ ভিডিও আমি বহুদিন পর দেখলাম।
    খুব খুব ভালো থাকবেন।
    ❤❤❤❤

  • @asokghose9876
    @asokghose9876 Рік тому

    Khub valo laglo. Amra apnar sathe jogajog kore jabo. Valo thakben.

  • @shivajibasu6069
    @shivajibasu6069 11 місяців тому

    এখনকার দিনে নতুন প্রজন্ম ২০-৪০ হাজারের মোবাইলে ভিডিও করে আর ওই মোবাইল ২-৩ বছর পর পর বদল করে। তাদের দেখে কি মনে হয় এখনকার ঘুরে বেড়ানোর লোকজনের হাতে কম পয়সা আছে। তবে হ্যাঁ, যারা প্রচন্ড কষ্ট করে, মাসে ১০-১৫ দিন ঘুরতে যান তাদের বাজেট কম হতেই পারে। ভিডিও টা বেশ ভালো লাগলো।👋👌

  • @ivabhattacharya3419
    @ivabhattacharya3419 11 місяців тому

    খুব ভালো লাগলো, ভালো থাকবেন 🙏🙏👍

  • @abdulhaque3824
    @abdulhaque3824 Рік тому

    আমি আব্দুল হক, সুন্দরবন ভ্রমণে যেতে ইচ্ছুক,এই সংঘের মাধ্যমে যাওয়া যাবে কি?

  • @aryaff7681
    @aryaff7681 8 місяців тому

    খুব সুন্দর পরিবেশন। সুন্দরবন ভ্রমন ট্যুর বুক কোথা থেকে হয়। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে না গোসাবা ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে। গোসাবা ভারত সেবাশ্রম সঙ্ঘের মোবাইল নং টা জানাবেন।

  • @sumitrasett11
    @sumitrasett11 Рік тому +1

    কি ধরনের boat তা দেখতে পেলে ভালো হত। এছাড়া যথেষ্ট তথ্যসমৃদ্ধ।