হেলমেটের সাইজ কিভাবে বুঝবেন | How To Choose Perfect Size Helmet | BIKE ZONE
Вставка
- Опубліковано 5 січ 2025
- হেলমেট কেনার সময় "হেলমেট সাইজ" খুব গুরুত্বপূর্ন-
আমাদের FACEBOOK লিংক- / bikezonerp
সবার কমন একটা প্রশ্ন কি সাইজ হেলমেট নিবে?
হেলমেট সবসময় সঠিক মাপের নিতে হয়, মাথার সাইজ থেকে খুব টাইট ও নয় আবার লুজ ও নয়। কারন, যদি হেলমেট বেশি টাইট হয় তাহলে আপনার মাথার ব্লাড সার্কুলেশনে সমস্যা হয়ে যাবে। এতে মাথা ব্যাথা শুরু হবে এবং চোখে কিছুটা ঝাপসা বা ঘোলা দেখতে পারেন। আবার বেশি লুজ হলে আরো বেশি রিস্কি কারন লুজ হলে যদি আপনি এক্সিডেন্ট করেন বা ক্রেশ করেন তাহলে রোডে বা যেকোন জায়গায় আঘাতের সাথে সাথে হেলমেট আপনার মাথায় উল্টো হিট করবে এতে ব্রেইন হেমারেজ হতে পারে এবং স্পীডে রাইড করার সময় হেলমেট নরতে পারে এতে শব্দ হবে। তাই বেশি টাইট বা লুজ কোনোটাই নেয়া যাবে না।
আবার সার্টিফাইড হেলমেট একটু মোটা প্যাডীং ও স্বাভাবিক টাইট হয় সঠিক সাইজে নিলে। গালের মধ্যে প্যাডিংটা হালকা চাপ দিয়ে রাখে। এটাকে অনেকে বেশিট টাইপ মনে করে, যা স্বাভাবিক। নতুন হেলমেট এমন থাকলেও কিছুদিন ইউজ করলে চাপা থেকে বা ঘেমে ঘেমে নতুন জামার মত হালকা লুজ হবে বা প্যাডিং ছেড়ে দিবে। এটাও মাথায় রাখতে হবে ট্রাইল দেয়ার সময়।
তো শুধু কথা না সরাসরি ভিডিওতে দেখে নিন প্রো প্রোসেস টা। আমাদের কাস্টমারের সুবিধার্থে বিস্তারিত ভিডিও বানালাম।
BIKE ZONE থেকে সারাদেশে ফ্রি ও ক্যাশ অন ডেলিবারি। আমরা অনেক টপ ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার-
MT, KYT, Bilmola, AXOR, YOHE, AXXIS, Shaft, Zeus, Origine, X1, HJC, INK and MORE!
যোগাযোগঃ 01673410097 (হেলমেট), 01970955509 (পার্টস/সার্ভিস)
How To Choose Perfect Size Helmet | BIKE ZONE