পর্ব ২৯২: ধান ক্ষেতে গ্রাস কার্প, ধান ক্ষেতে পানির গভীরতা, ধান ক্ষেতে চুন প্রয়োগ, রেনু না ধানী!!

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ধানক্ষেতে মাছ আবাদ করতে চাইলে গ্রাস কোন মোটেই ছাড়া যাবে না; তবে ধানীর আবাদ করতে গেলে গ্রাস কার্প থাকতে পারে।
    ধানক্ষেতে মাছ চাষ করতে গেলে পানির গভীরতা সব সময় মাছের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে সেই সঙ্গে ধানের আবাদ যেন ব্যাহত না হয় সেদিকে ও বিশেষ ভাবে নজর রাখতে হবে।
    যদি আমরা ধান ক্ষেতে মাছ ছাড়তে চাই তাহলে ছোট মাছ ছাড়তে গেলে অবশ্যই ধানী ছাড়তে হবে।
    কোনমতেই রেন্ডি ছাড়া যাবে না কারণ রেনু ছাড়লে গরমে রেনু সিদ্ধ হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
    পুকুরে এরেটর চালালে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি গভীরতায় অ্যারেটরের নজেল গুলি সেট করতে হবে তাতে বায়ু সঞ্চালনের কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হতে পারে।
    সবাইকে ধন্যবাদ।
    #ধান_ক্ষেতে_মাছ_চাষ,

КОМЕНТАРІ • 94

  • @sayidagrofisheries
    @sayidagrofisheries Рік тому +3

    আসলামু আলাইকুম শ্রদ্ধেয় স্যার, আশা করি আল্লাহর রহমতের আপনি ভালো আছেন । স্যার, আপনার দেখানো পথ অনুসরণ করে বেশ লাভবান হয়েছি। ইনসাআল্লাহ আগামী দিনে সফলতার সর্বোচ্চ শেখরে পৌঁছাবো। আমার জন্য দোয়া করবেন 💙🌸

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +2

      আল হামদুিল্লাহ।
      আল্লাহ্ আপনাকে মাছ চাষে সফল করুন।

  • @nityanandabarman791
    @nityanandabarman791 Рік тому

    খুব ভালো খুব সুন্দর আলোচনা স্যার। ভালো থাকবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      ধন্যবাদ, ভাই।💖💖💖💖

  • @masudrana-qs9ig
    @masudrana-qs9ig Рік тому +1

    আল্লাহ যুগের পর যুগ একে কিছুর উপরে অভিজ্ঞতা এক একজন মানুষ পাঠায় এখনকার সময়তে আপনাকে।
    আপনার মত স্যার আছে বলেই এই সমস্ত ডিপার্টমেন্ট এখনো ভালো আছে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক দোয়া করি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +2

      আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন।

  • @mdhimel8120
    @mdhimel8120 Рік тому

    অনেক সুন্দর আলোচনা করে চেন
    স্যার আপনার জন্য দোয়া রইল আল্লাহ
    আপনাকে সুস্থ রাখুন
    জেন আমারা আপনার কাজ
    থেকে আরও অনেক কিছু জানতে
    পারি

    • @rustamali2815
      @rustamali2815 Рік тому

      রুস্তম আলী
      স্যার আমার একটা ৩৩শতাংশ নাম জমি এখানে ২.৫ফুট পানি আছে। তাতে কি আমি কোন কোন মাছ ছারতে পারবো দয়া করে বলবেন স্যার এবং শতাংশে কত পিছ দিতে পারব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      ১৫০-১৬০ টা তেলাপিয়া ছাড়তে পারেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @amenaagrofarm2751
    @amenaagrofarm2751 Рік тому +1

    Sir ধান সিদ্ধ করে চিংড়ি কে খাওয়ানো যাবে.
    খাওলে কি ভাল হবে?
    একটা ভিডিও বানালে ভাল হত

  • @lemonkhan7527
    @lemonkhan7527 Рік тому +1

    স্যার,আশাকরি ভাল আছেন। আপনার ভিডিও গুলো দেখে আনেক কিছু শিখতেছি। স্যার,আমার একটা ঘের আছে যার আয়তন ১৮০ শতক। গভিরতা ৬ ফিট।ঘেরের চারপাশে ড্রেন,ভিতরে জমি। কার্প ও গলদা চিংড়ির মিশ্র চাষ। লোকে বলে খাবার সব যায়গায় ছড়িয়ে দিলে ভাল হয়। আসলে কি তাই, নাকি এক পাশে দিলেই হয়।দয়াকরে জানাবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +2

      মোটামুটি ১ শতক পরিমাণ জায়গায় ছড়িয়ে দিলেই হবে।

  • @ziaulhasan9030
    @ziaulhasan9030 Рік тому +1

    স্যার সালাম নিবেন। পানির মধ্য স্তরের মাছ গুলো কি কি? যদি কয়েকটির নাম বলতেন? ধন্যবাদ।।।।।।

  • @samsujjamangazi7772
    @samsujjamangazi7772 Рік тому

    আল্লাহ আপনাকে আরো অনেক হেদায়েত দান করুক এবং অনেক বড় করুক🌹 আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক এবং নেক হায়াত দান করুন 🇮🇳 আপনি কাপ জাতীয় মাছের কি খাবার খাইয়ে বড় করেন 🍉 এবং লাভের পরিমাণটা কেমন হয় জানাবেন প্লিজ 🍓 এবং রূপচাঁদ মাছ চাষ করতে গেলে কি জাতীয় খাবার খাওয়ালে খুব ভালো হয় এবং লাভের পরিমাণটা পাওয়া যাবে 🍓 এত তাড়াতাড়ি জানাবেন খুব ভালো হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      আমার বানানো খাবার দিয়ে মাছ চাষ করি।

  • @sabbirhossen613
    @sabbirhossen613 Рік тому +1

    আসসালামু আলাইকুম স্যার, ডাল কি সিদ্ধ করে দিলে ভালো হবে নাকি গুড়া করে দিলে ভালো হবে প্লিজ স্যার জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      খিচুড়ি বানালে সিদ্ধ আর খাবার বানালে গুড়া।

  • @abdulahad-sl9ob
    @abdulahad-sl9ob Рік тому +1

    আসসালামু আলাইকুম স্যার. আমার ৮ ফিট গভীরতার 60 শতকের একটি পুকুর আছে. এখন আমার প্রশ্ন হল এই পুকুরে কার্পপেট্রেনিংকরলে বেশি লাভবান হব নাকি রেনু চাষ করলে বেশি লাভবান হব. আপনাকে ধন্যবাদ.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      কার্প ফ্যাটেনিং করলে বেশি লাভ হবে বলে আমার বিশ্বাস।

    • @abdulahad-sl9ob
      @abdulahad-sl9ob Рік тому

      Thank you

  • @shorabkhanshorabkhan2053
    @shorabkhanshorabkhan2053 Рік тому +1

    স্যার জে টিটকারি করে তাকে আললা হেদায়েত করুন।

  • @rafinkhan3872
    @rafinkhan3872 Рік тому +1

    স্যার আমার দুই বিঘাতে টায়াল হিসাবে সুপার কার্প মিশ্র ফ্যাটেনিং করতে চাচ্ছি
    রুই ১৫০ পিচ
    কাতল.৪০ টা,,
    সিলভার ৩০ টা
    বিগেট ৩০ টা
    মৃগেল,১০০ পিচ
    কার্ফু,৫০ পিচ
    কালবাউস ৫০ পিচ
    স্যার মাছ এর মডেল কি ঠিক আছে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      কার্পিও কমিয়ে দেন।

    • @rafinkhan3872
      @rafinkhan3872 Рік тому

      @@abeedlateef8059
      কার্পিও দিব না তবে,,
      কিছু তেলাপিয়া দিব ৫০০ পিচ

  • @shapanchandra4847
    @shapanchandra4847 Рік тому

    স্যার পাবদা মাছের একটা প্রতিবেদন দিবেন

  • @deepakbarman3428
    @deepakbarman3428 Рік тому +1

    Sir nomoskar
    Q1= Gurur proshrab pukure porle ki khoti hobe?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      পরিমিত পরিমাণে হলে অনেক লাভ হবে।
      কিন্তু অনুপাতহারে বেশি হলে ক্ষতির সম্ভাবনাই বেশি।

    • @deepakbarman3428
      @deepakbarman3428 Рік тому

      Dhonyobad sir

  • @md.belayethossaintoha7863
    @md.belayethossaintoha7863 Рік тому

    অভিনন্দন, স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      আপনাকে অনেক শুভেচ্ছা ভাই।

  • @harekrishnabiswas1745
    @harekrishnabiswas1745 Рік тому

    Thanks sir PRAKRITI nirbhor mach chas Live class ki vabe jogdan korbo please aktu help korben

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      যারা বিভিন্ন সময়ে ট্রেনিং নেন এগুলি তাদেরই প্রশ্নোত্তর পর্বের অংশ।

    • @harekrishnabiswas1745
      @harekrishnabiswas1745 Рік тому

      Sir ami training nete chi

  • @mridulhazarika3781
    @mridulhazarika3781 Рік тому

    Sir shit kale gubar ki dite pari? Aur shit kale kirokom fish boro karte pari?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      এইটা দেখতে পারেন
      ua-cam.com/video/2rwB6Z_d0sM/v-deo.html

  • @ripansarkar8441
    @ripansarkar8441 Рік тому

    Sir amar 1 biga pond, sir sakal ear dekha panir uporer lal lal hoiya jai, kinto sir 2pm thake sir panitar uporta halka saboj rong dharon kore , ate ki fish er kuno problem hobe sir, akto bolben sir.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      খাবারের পরিমাণ কমিয়ে দিন।

  • @SaifulIslam-sc3ub
    @SaifulIslam-sc3ub Рік тому +1

    স্যার, ধান ক্ষেতে কি সর পুঠি মাছ দেওয়া যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      জী, ধান ক্ষেতে এর বৃদ্ধি ভাল।

  • @SafikulIslam-pv1nv
    @SafikulIslam-pv1nv 5 місяців тому +1

    স্যার আমার পুকুরে কাঁদা নাই আমি এখন কি করব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 місяців тому +1

      আপনা আপনি তৈরি হয়ে যাবে।
      কিছু জৈব সার প্রয়োগ করুন।

  • @viky9281
    @viky9281 Рік тому

    Sir 3.5 Acre e 1200 Katol , 100 din age chara hoyechilo avg 350/400 gm.
    Aaj jaal tene dekhi average weight 700 gm and mache ukun hoyeche .
    Matha mota ebong body patla. Ki korbo bujhte parchina.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      মাসির ঘনত্ব আপনার হিসেবে যেটা আছে প্রকৃত ঘনত্ব তার থেকে অনেক বেশি আছে।
      খাবার ঠিক মতন হচ্ছে না, মাছ দুর্বল এখানে আপনাকে পরামর্শ দেওয়ার ভাষা আমার থেমে গেছে।

    • @viky9281
      @viky9281 Рік тому

      @@abeedlateef8059 Ji sir kichu ekta bhul hocche ,jeta ami dhorte parchina.
      Katol mach kintu gune deoa hoyechilo.

  • @arifmana2665
    @arifmana2665 Рік тому

    স্যার, সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত রুই মাছ পানির 8 থেকে 10 ইঞ্চি নিচে ভেসে থাকে এর কারণ কি এবং এর সমাধান কি হবে পানিতে পর্যাপ্ত ফাইটোপ্লাংটন ও জু প্লাংটন রয়েছে, রুই মাছ কে একটু অসুস্থ মনে হচ্ছে, স্যার, দয়া করে সমাধান টি দেবেন খুব উপকৃত হব
    ।মাছের ওজন 700 থেকে 800 গ্রাম প্রতি পিস প্রতি বিঘায় 350 রুই মাছ আছে।পুকুরের গভীরতা ছয় থেকে সাত ফিট।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      শতকে মাসে ২৫০ গ্রাম করে লবণ প্রয়োগ করুন।

  • @munifhasankhan6162
    @munifhasankhan6162 Рік тому

    প্রিয় স্যার সালাম নিবেন আশাকরিি ভালো আছেন তেলাপিয়ার খাবারে শুধুমাত্র রেপসিডও ডি আর বি লবন দিয়ে তৈরি করলেতাঁর মান কেমন হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      আমিষ হিসাব করে দিন।

  • @ahnaffish
    @ahnaffish Рік тому

    স্যার পাবদা মাছের পুকুরে রাসায়নিক সার ব্যবহার করা যাবে?

  • @rejanulraju9054
    @rejanulraju9054 Рік тому +1

    স্যার, আমার পুকুর ১০০ শতক। রুই ৩০০ পিস, ওজন ১ কেজির ওপরে। কাতলা ৮০ পিস। ওজন ১.৫ কেজির ওপরে। ভাঙন ১০০০ পিস ওজন ৩০০-৪০০ গ্রাম। আমি প্রতিদিন সকালে ৪ কেজি ও বিকালে ৬ কেজি, মোট ১০ কেজি ভাসমান ফিড দেই। এই খাবার গুলো খেতে প্রতি বার ২০ মিনিট সময় লাগে। খাওয়ার পরও মাছের কিছু খাওয়ার চাহিদা থাকে বলে মনে হয়। স্যার, আমার খাওয়ার দেয়া কি ঠিক আছে? যদি সঠিক না হয় তাহলে আমি কত কেজি খাওয়ার দেব অথবা যতক্ষণ তারা খায় ততক্ষণ কি খাওয়ার দেব ? স্যার, আমি এখন কি করতে পারি দয়া করে জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      অবশ্যই এদের পেট ভরে খেতে দিবেন।
      খাবার বাড়ান।

    • @rejanulraju9054
      @rejanulraju9054 Рік тому

      স্যার, অনেক অনেক ধন্যবাদ।

  • @HossainPintu-jj1fe
    @HossainPintu-jj1fe 5 місяців тому

    স্যার ধানক্ষেতে কোন মাছ চাষ করলে ফলন ভালো হবে?

  • @touhiduzzamantuhin126
    @touhiduzzamantuhin126 Рік тому

    স্যার ধানক্ষেতে সিলভার কার্প ১০টায় কেজি দিলে কি সাভাবিক ভাবেই রড় হবে?কারন এখানে পানির কালার করা সম্ভব না।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      আমি কি এরকম কিছু পরামর্শ দিয়েছিলাম!

  • @ashrafulislam9646
    @ashrafulislam9646 Рік тому

    Sir assalamualaikum prosno ta ekhanei krlam pangas mach Jodi sothik vabe porichorja kra Jai tahole ke sotoke 2 mon mach utpadon kra Jai asa kre apne. Sothik poramorso ta deben

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      খুব সহজেই সম্ভব।

    • @ashrafulislam9646
      @ashrafulislam9646 Рік тому

      @@abeedlateef8059 kevabe sir airretor machine Chara ke somvob

    • @ashrafulislam9646
      @ashrafulislam9646 Рік тому

      Sir amr pukur 150 sotok ame r akta 80 sotok ase sir ame 230 sotok pukure 16hajar pangas mach dete chacce akhn kotha hocce ame 1 soptahe. Macher pona mojud kre 2.5 mas narsing krbo r tarpor February surute duitate vag kre dete chacce akhn amk aktu jdi bltn j porichorja ta kmne krbo tahole upokrito hoitam sir

  • @ranadas2263
    @ranadas2263 Рік тому

    স্যার কিছুদিন আগে দেখেছিলাম আমার কিছু কাতলা মাছ ২০০ থেকে ৩০০ সাইজ এর মাছের কানকো তে সাদা ডট ডট স্পট দেখা গেছিলো আমি চুন নুন দিয়েছি সেভাবে ইম্প্রোভ হয়নি এখন দেখছি ছোট রুই এ ছড়িয়ে গেছে এটা !!! কি করবো স্যার নেটিং করে নুন,হলুদ,পটাসিয়াম দিয়ে দেব ?? আমি ইন্ডিয়া থেকে বলছি প্লিজ ববেন স্যার 🙏🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      আপনি এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ওখানে ছবিসহ দিলে হয়তো কিছু ধারণা করা যেত বা বুঝতে পারত কেউ কেউ -
      fb://group/2143121362500536?ref=share

    • @md.sharfuddinroni2280
      @md.sharfuddinroni2280 10 місяців тому

      ​@@abeedlateef8059❤

  • @arshadnishuarshad7413
    @arshadnishuarshad7413 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার আপনার ছাত্র কক্সবাজার,,
    স্যার ধান খেতে বিভিন্ন সময়
    সার এবং বিষ মারা হয়।
    তখন কি মাছের কোন ক্ষতি হয়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      ওয়ালাইকুম সালাম।
      সা র দিলে সেরকম ক্ষতি হয় না কিন্তু দীর্ঘ মেয়াদী বিষ দিলে ক্ষতির সম্মুখীন হতে পারে।

    • @জননীএন্টারপ্রাইজ
      @জননীএন্টারপ্রাইজ Рік тому

      অ অন্য কারোর

  • @samsujjamangazi7772
    @samsujjamangazi7772 Рік тому

    আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া থেকে বলছি কাপ জাতীয় মাছের ভাসমান দানা খাওয়ালে কেমন রেজাল্ট হবে🇮🇳🌺 দানা খাওয়ালে এতে কি লাভের পরিমাণ আসতে পারে 🍓 জানাবেন একটু তাড়াতাড়ি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      দানায় রেজাল্ট ভাল পাবেন কিন্তু লাভ হবে কিনা তাতো বলতে পারব না ভাই।
      জানালাম খুব তাড়াতাড়ি!!!!

  • @abuhemel8786
    @abuhemel8786 Рік тому

    স্যার,আমি বিঘা প্রতি 20 কেজি গোবর 5 কেজি সরিষার খৈল। তার উপরে সর্বমোট 5 কেজি ইউরিয়ার একটি ডোজ দেই দু দিন পর থেকে 5 /7 টা করে মরা ভেসে উঠতে শুরু করলো। তার কারন কি ?। জানাবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому +1

      পুকুরে লোক নামিয়ে তলার গ্যাস বের করে দেন।
      হয়তো পরিমাণ বেশি হয়ে গেছে।
      আর ইউরিয়াটা দিতে গেলেন কেন!

  • @shapanchandra4847
    @shapanchandra4847 Рік тому

    স্যার আমার পুকুরের পানিতে প্রচুরপরিমাণ ইউগ্লেনা কিভাবে প্রতিরোদ করবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      ইউগ্লেনার সমস্যা নামে সার্চ দিন পেয়ে যাবেন।

  • @gobindamandal5124
    @gobindamandal5124 Рік тому

    Sir amar 1acore pukur achhe sekhane IMC carp mach achhe ,majhe majhe mach mara jachhe,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      পরিচর্যা গুলি ঠিক ভাবে করলে মাছ নষ্ট হবে না।

  • @খেপাশান্তবাউলমিডিয়া

    আমার সার ৫৫ শতাংশ জাইগা আমি রই মাছ কাতলা মাছ চাষ করতে চাই, কতো সাইজ মাছ ছাড়বো, এবং ৫৫ শতাংশে জমিতে কতো পিছ মাছ ছাড়বো, পানির গবিরতা হবে ৫ ফিট দয়া করে একটু বলবেন সার খুব অপকার হবে সার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      শতকে কতটা মাছ ছাড়বেন এই নামে ইউ টিউবে সার্চ দিন।

    • @খেপাশান্তবাউলমিডিয়া
      @খেপাশান্তবাউলমিডিয়া Рік тому

      ​​@@abeedlateef8059 সার শতক আমি বুজি না তবে, শতক আর শতাংশ এর মধ্যে পার্থক কি একটু বুজাইলে সার ভালো হবে জেমন আমাদের দিকে ৫ শতাংশে এক কাঠা, আর ২৫ শতাংশে এক বিগা, একটু বুজায়ে দুবেন সার

  • @nazmulhasan8561
    @nazmulhasan8561 Рік тому

    স্যার আমি একটি পরিত্যক্ত পুকুর নিয়ছি পুকুরে আনেক কচুরিপানা ছিল আনেক প্রকৃতি খাবার আছে ঐপুকুরে বৃকেট মাছ ৬০পিস এক কেজি পোনা দিয়েছি রুই ৮০পিসে কেজি হয় কোন প্রকার খাবার দেয় নাই মাছ দিয়েছি ৬ মাস হয়েছে এখন বৃকট ২কেজি+আর রুই৫০০/৬০০গ্রাম কিন্তু এখন পুকুরের পানিতে প্রচুর পরিমান সবুজ রঙের শেওলা পরছে প্রতি দিনই মাছ ৪/৫ টা মাছ মরতেছে চুন দিয়েছি শতকে ৬০০/৭০০গ্রামে তাও মাছ মরে পানি পরিক্ষা করেছি পানিতে নাকি কোন জীবানু নাই তাও মাছ মরে কেন? আর কি দিলে মাছ মরা বন্ধ হবে দয়া করে যদি বলতেন অনেক অপকৃতি হইতাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      সপ্তাহে (৪ সপ্তাহ) শতকে ১০০ গ্রাম করে চুন দিয়ে তলার গ্যাস বের করে দেন।

    • @nazmulhasan8561
      @nazmulhasan8561 Рік тому

      @@abeedlateef8059 Thank you sir.

  • @touhiduzzamantuhin126
    @touhiduzzamantuhin126 Рік тому

    স্যার আমার পুকুরে লাল সর সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কাথার মতো থাকে পানি দেখা যায়না। দুপুরের পর থেকে সন্ধা পর্যন্ত লাল সর সবুজ হয়ে থাকে মাছ এই সবুজ সরটা খুব মজা করে খায়।এটা ইউগ্লেনা নাকি পানির আয়রন বুঝতে পারছিনা। এখন আমার করনীয় কি?

  • @rajibgazi1605
    @rajibgazi1605 Рік тому

    স্যার দয়া করে বলভেন কি দিলে পুপুরে ছোট ছোট ফেনা হয় না করনিও কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Рік тому

      আপনার প্রশ্নটা পরিষ্কার করে বলুন, প্লিজ।

    • @rajibgazi1605
      @rajibgazi1605 Рік тому

      @@abeedlateef8059 স্যার পুপুরে ছোট ছোট কচুরি ফেনা হয় এত বোশি যে পানি দেখা যায় না কি করলে এই ফেনা হবে না

  • @soumenmaity8823
    @soumenmaity8823 Рік тому

    স্য৷র কচুরিপানার পরিবর্তে টোকা পানা কি পুকুরে দেওয়া যেতে পারে ?