আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আলোচনাটি খুব তথ্যবহুল স্যার। আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে দীর্ঘায়ু দান করুন। সেই সঙ্গে আপনার মত আরও ব্যক্তি তৈরি করার ব্যবস্থা করুন স্যার।
স্যার আমি কোলকাতা থেকে লিখছি। আপনার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ,যারা মাছ চাষে নতুন তাদের ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমার ধারণা।পুরানো দের ও অভিজ্ঞতা বাড়তে সাহায্য করবে বলে আমার ধারণা।যাই হোক আপনি ভালো থাকবেন আর এইভাবেই নতুন চাষীদের প্রেরণা দেবেন এই আশায় রইলাম।
স্যার আমি ইন্ডিয়া থাকি আপনার সব ভিডিও খুব গ্রহণ যোগ্য মনে করি , একটা বিষয়ে আপনার পরামর্শ চাই , সিঙ্গী মাছ এর একক চাষে একশো ভাগ লাইভ ফীড দিয়ে কি করা যাবে?🙏🙏 ( tubifix orms কেছ ফ্রী তে ই পায়াওয়া যাবে যত চাই)
Thank u sir..I always try to follow ur advice..To understand ur advice better I have learned bengali language since 1 year..I always egarly waiting for ur videos sir..Onek dhonnyobaad sir..FROM ASSAM..INDIA
আসসালামু আলাইকুম। সর্ব প্রথম আল্লাহর নিকট আপনার মঙ্গল ও সুস্থতা কামনা করছি। আপনি স্বার্থহীন ভাবে চাষীদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটি হলো এমন "আপনি পাঙ্গাস মাছ কে খিচুড়ি খাওয়ানোর কথা বলে থাকেন, এখন কথা হলো খিচুড়ি কি কার্প মিশ্র চাষে প্রয়োগ করা যাবে কিনা? জানালে বেশ উপকৃত হতাম। আল্লাহ তায়ালা আনহু আপনাকে দীর্ঘজীবী করুক, ধন্যবাদ।
Excellent Content Sir, Learned many things regarding stocking density pertaining to weight and Number. Partial harvesting is definitely gonna benefit farmers. Definitely Going to suggest these methods to farmers. Wishing you a very Happy New year Sir 🎊. Regards Sagar, Odisha
Sir kolkata thake bolchi asha kori vlo a6n. Sir ami pukure grass carp diyachi kg te 600 pieces. Somosta holo protidin du akta kore mach mara ja66a. Kintu macher sorire kono khoto ba kono infection kechu nai. Ki kori bolun to sir?
স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার একটি প্রশ্ন ছিল যদিও এর উত্তর স্বাভাবিক অনেকেই জানেন প্রশ্নের উত্তরটি আপনার মুখ থেকে শুনতে চাই । কারপ জাতীয় মাছের রেণু একবছরে সঠিক পরিচর্যার মাধ্যমে কতটুকু ওজন হয়? জদি ভালো ব্রিড হয়ে থাকে ।
চমৎকার আলোচনা জন্য অশেষ ধন্যবাদ জনাব। শতক প্রতি ৩৫-৪০ কেজির যে হিসেবটি দিলেন সেটি কি এয়ারেটর সহ নাকি এয়ারেটর ছাড়া? যদি এয়ারেটর ছাড়া হয় সেক্ষেত্রে এয়ারেটর সহ কত কেজি হতে পারে? কার্প ফ্যাটেনিং এর ক্ষেত্রে এয়ারেটর সহ শতকে কোন মাছ কত পিস ছাড়া উচিত? আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করছি।
স্যার নমস্কার নেবেন যে জিনিসটি জানতে চাইছি যে আপনার প্রচুর ভিডিও দেখে অনেক কিছু আমি শিখেছি আর আপনার ভিডিও থেকে জান তে পারলাম যে আপনি একটি বই বার করতে চলেছেন এই বইটি কি ভাবে পাবো স্যার? You are the encyclopedia of fish culture
আসসালামুয়ালাইকুম দাদা ভাই আশা করি ভালো আছেন আমার একটি পুকুরের র্কাপ জাতীয় মাছ আছে তার মধ্যে বাটার ওজন 200 থেকে 250 গ্রাম এখন আমার প্রশনো বাটার ওজন সর্বোচ্চ কতো গ্রাম হয়
স্যার ৩/৫" সাইজের বাংলা মাছ এর পোনা একটি পুকুর এ মজুদ করি,যদি সঠিক ঘনত্ব আর সুষম খাদ্য প্রয়োগ করি তাহলে আনুমানিক কত মাস সময় লাগতে পারে ২০০ গ্রামে যেতে? এবং কত সংখ্যায় মাছ ছাড়তে পারবো?
স্যার বিলের কাছে অামার ৩ টা পুকুর অাছে। যথাক্রমে ২০,১৫ এবং ১৫০+শতক জলা। মাছ বড় হতেই মাছ চুরি হয়ে যায়। কার্প জাতীয় মাছের রেনু চাষ করলে কি ভালো হবে নাকি অন্য কিছু।গড় গভীরতা ৪-৫ ফুট
Asalamualaikum Sir, আমার একটা প্রশ্ন ছিলো... কোনো প্রকার বাড়তি খাবার বা কেনা খাবার দেওয়া ছাড়াই প্রাকৃতিক ভাবে শতক প্রতি কত কেজি পরিমাণে তেলাপিয়া মাছ culture করা যাবে?
স্যার আসসালামু আলাইকুম।নতুন বছরের শুভেচ্ছা। স্যার ধানের খেতে আড়াই থেকে তিন ফুট গভীরতায় কার্প জাতীয় মাছ (রুই, মৃগেল, মিরর কার্প ওসিলভার কার্প। শতকে ২০টি ১০০গ্রাম সাইজের)ছারলে মাছের উৎপাদন সাত মাসে কমপক্ষে শতকে ২০ কেজি আসা করতে পারি?দয়া করে জানাবেন।ধন্যবাদ স্যার।
স্যার কার্ফু ( হাঙ্গরী) মাছ চাষে গোবর + খৈল + ডিএপি ৫ দিন রেখে ছিটায়ে না দিয়ে পাত্রে দিতে পাড়বো কি খাবার হিসাবে ? লোক মুখে শুনি গোবর নাকি কার্ফু মাছ খায়...
আসসালামু আলাইকুম স্যর। স্যর আমি ২০ কেজি সরিষা খৈল ২০ কেজি শুটকির ঘুডা যেটা আমি নিজে গুড়া করছি ১০ কেজি গমের আটা ১০ কেজি রাইস ব্রান ১০ কেজি ভুট্টার আটা ১০ কেজি আতব চালের কুডা দিয়ে ১০০ কেজির খাদ্য তৈরি করেছি এর প্রোটিন মাএা কত হবে।এবং এর সাথে আর কিছু যুক্ত করা লাগবে কিনা।
স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য। স্যার, আমি ১০ দিন পর পর পুকুরে শতকে ৩০ গ্রাম হারে মোলাসেস এবং ইস্ট পাওডার ৪৮ ঘণ্টা ভিজিয়ে রেখে প্রয়োগ করি। স্যার, ২৪ ঘণ্টা নাকি ৪৮ ঘণ্টা ভিজানো, কোনটা ভালো। স্যার, দয়া করে জানালে উপকৃত হব। ধন্যবাদ স্যার।
স্যার, একক চাষের ক্ষেত্রেও মাছের ধারণ ক্ষমতা কি ৩০/৩৫ কেজি? নাকি বেশি কিছুটা? বেশি হলে কত? শতকে ২৫০-৪০০ টি মাছ দিলে তো এর ওজন আংশিক আহরণ করলেও অনেক বেশি হবে! জানাবেন দয়া করে স্যার।
আসসালামু আলাইকুম। আশা করি আমাদের সবার প্রিয় মানুষটি আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছে। "স্যার পুকুরে যেহেতু জৈব পদার্থ প্রয়োগ করতে হয় সেহেতু জৈব সার হিসেবে "কেঁচো সার" প্রয়োগ করলে কেমন ফলাফল পাওয়া যাবে"? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, স্যার আমার ২০ শতক পুকুরে ১০ মনের মতন কৈ মাছ, ডিমের জন্য রাখা,সাথে কিছু শিং ও মাগুর মাছ আছে, এক চাষি ভাই আমাকে ৫ কেজি লাল সার প্রয়োগ করতে বলছে,এখন আমি কি লাল প্রয়োগ করব,বা করলে কি লাভ বা ক্ষতি হবে?
আমার মনে হয় আপনার মাছ চাষের প্রশিক্ষণ নেওয়া উচিত। কিন্তু কিছু পোস্ট দেখেই আপনাদের মনে হয় যে আপনারা অনেক কিছুই বুঝে ফেলছেন। কিন্তু মন্তব্য শুনে বা মতামত বুঝে যেটা বুঝি তাতে হলো যে আপনারা অন্ধকারে হাতরাচ্ছেন!!🤔🤔🤔🤔🤔
আসসালামু আলাইকুম স্যার, আমার একটি ১৩ শতাংশ পুকুর আছে, পুকুরের গভিরতা ৫ ফুট। বছরে ১২ মাস একই পরিমানে পানি থাকে। আমি কার্প ফেটেনিং করতে চাচ্ছি। ( কাতলা, রুই, গ্লাস কার্প এবং মৃগেল মাছ) কাতলা দিতে চাচ্ছি ১ কেজি ওজনের, রুই দিবো ৪০০-৫০০ গ্রামের, এবং গ্রাস কার্প ১ কেজি ওজনের এবং মৃগেল ৪০০-৫০০ গ্রামের। সেক্ষেত্রে আমি প্রতি শতকে কোন মাছ কইটা করে ছাড়তে পারি? অনুগ্রহ করে উত্তর টা দিবেন স্যার🙏🙏
স্যার,৫০ শতকের পুকুর তৈরি করতে চাচ্ছি। আমার এখানে ১৫ ফুট পযন্ত বালু। ৬ফুট গভীর করে পুকুর তৈরি করলে ডিসেম্বরে পানি থাকবে না। বালুর পুকুর হওয়ায় পানি দিলে থাকে না। কিন্তু১৫ ফুট গভীর করলে সারা বছর পানি থাকে। এখন আমি কি করবো? দয়া করে জানাবেন।
আপনি ৮ ফুট গভীর করে প্রথমে পুকুর খনন করুন। এরপরে কাছাকাছি কোন জায়গা থেকে মাটি এনে তলায় এক ফুটের মতন বিছিয়ে দিন । পরবর্তীতে শতকে দুই তিন কেজি চুন, ১৫-২০ কেজি গোবর এবং ৫ কেজি ছাই ছড়িয়ে দিয়ে পানি উঠিয়ে দিন। এরপরে জাল টানাটানি করে তলার মাটি একটু নাড়াচাড়া করে দিন তাহলে আপনার পানি টেকসই হবে।
আসসালামু আলাইকুম স্যার আশাকরি আপনি ভালো আছেন।স্যার আমার একটা ৩০০ শতক পুকুর আছে সেই পুকুরে আমি অল্প টাকায় একক ভাবে রুই অথবা কাতলা মাছ করতে চাচ্ছি। আমার লক্ষ্য হলো ১ কেজি ওজনের মোট ৫০০-৫৫০ পিছ রুই অথবা কাতলা মাছ দিয়ে মোট ৫০০০-৫৫০০ কেজি ২৪-২৬% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে ১ বছর রাখতে চাই সেক্ষেত্রে কোন মাছটা চাষ করা উত্তম হবে দয়াকরে জানাবেন স্যার।আর কত কেজি করে সাইজ হতে পারে সেটা সম্পর্কেও একটা ধারণা দেবেন। যেহেতু মাছের ঘনত্ব মাত্র ১.৭ পিছ তাই মাছের সাইজ তো বেশ বড় হওয়ার কথা।
@@abeedlateef8059 স্যার আমি একেবারে নতুন মাছ চাষের তেমন অভিজ্ঞতা নাই। আপনার এই পদ্ধতিতে চাষ করলে ১ বছর পরে মাছ গুলির সাইজ কত কেজি করে হবে দয়াকরে জানাবেন।
আস্সালামুআলাইকুম স্যার। ..আমাকে একটু হেল্প করেন। .স্যার আমার ১ বিঘা পুকুরে কেজিতে ১০০০০ পিস ধানি পোনা। সেই পোনা (প্রতি পিস ১০০-১৫০ গ্রাম )করতে চাই। কার্ফু মাছের পোনা ,,,,গ্লাস ,মৃগেল ,সিলভার ,রুই ইত্যাদি। জলকর ১ বিঘা এখন আমি কত পোনা ছাড়বো ????আর (প্রতি পিস ১০০-১৫০ গ্রাম) হতে কত দিন লাগবে !!!!এই হিসাব টা যদি করে দিতেন খুব উপকার হতো >>>>প্লিজ স্যার। ....আমি অনেক ভিডিও ডেকসি কিন্তু সঠিক কোনো ধারণা পাচ্ছিনা
সালামু আলাইকুম স্যার.স্যার,আমার প্রশ্ন হল,আমি যেই পোনা মাছ আমার পুকুরে ছেড়েছি তাদের ফিড খাওয়ানো হয়েছে কিন্তু আমি হাতে বানানো খাবার খাওয়াই এখন যদি আমি ফিড না খাওয়াই এর কারণে মাছ কি ছোট হয়ে যাবে? আর যদি পিঠ খাওয়ায় তাহলে কি টানা খাওয়াতেই হবে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনার ভিডিও নিয়ে নিতে শুনি নতুন মাছ শুরু করছি কিছু না জেনে না বুঝে আপনার পরামর্শ চাই সরাসরি আপনার সাথে কথা বললে আপনার পরামর্শ নিতাম দয়া করে বলবেন আপনার মোবাইল নাম্বারটা কিভাবে পেতে পারি
স্যার আমার জলাশয় এর আয়তন 2 একর বর্ষা মৌসুমে গড়ে 8 /9 ফিট পানি থাকে শুকনো মৌসুমে 6 ফিট থাকে এবং 12 ঘন্টা রোদ থাকে প্রোটিন সোর্স হিসেবে সাগর এর ছোট ছোট চিংড়ি মাছ। মাছের খাদ্য হিসেবে পুকুরে প্রয়োগ করা যাবে কিনা এতে করে মাছের প্রোটিন পূরণ হবে কিনা দয়া করে জানাবেন ।
আমার পুকুরে ১ মাস আগে বিষ করে ৫০ শতকে ৪০ কেজি চুন দিয়ে রেডি করি এবং ১০ কেজি টিএসপি ৬ কেজি ইউরিয়া প্রবাইটিক দিয়ে ১০ দিন পর মাছ ছারি। ১৬০পিচ ছিলবার, ২৭৫ রুই, ১৫০মিরকা যাদের গড় ওজন . ৫ কেজি। কাতল ১০ পিচ ১ কেজি। গত করেক দিন থেকে পুকুরে সবুজ শেওলা বারতেছে আর পানি দিন দিন কালছে হয়ে যাচ্ছে। আমি নতুন। ভয় হচ্ছে যদি এমত আবস্থাতে ক্ষতি হয়ে যায়। এখন আমার করনিয় কি???
আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আলোচনাটি খুব তথ্যবহুল স্যার। আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে দীর্ঘায়ু দান করুন। সেই সঙ্গে আপনার মত আরও ব্যক্তি তৈরি করার ব্যবস্থা করুন স্যার।
আল্লাহ্ আপনার মঙ্গল করুন এবং
আল্লাহ্ আমাদের সবার নেক নিয়ত গুলি মঞ্জুর করুন।
অন্যান্য চ্যানেলে লাভ লস দেখি কিন্তুু স্যারের চ্যানেলে চাষ সম্পর্কে শিখি। ধন্যবাদ স্যার
💖💖💖
স্যার আমি কোলকাতা থেকে লিখছি। আপনার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ,যারা মাছ চাষে নতুন তাদের ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমার ধারণা।পুরানো দের ও অভিজ্ঞতা বাড়তে সাহায্য করবে বলে আমার ধারণা।যাই হোক আপনি ভালো থাকবেন আর এইভাবেই নতুন চাষীদের প্রেরণা দেবেন এই আশায় রইলাম।
অশেষ ধন্যবাদ।
আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ।
আপনাদের দেশ মাছ চাষে অনেক এগিয়ে। সৌজন্যে আপনার মতো কিছু মানুষ। ভালো থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ! 💖💖💖💖
❤❤❤❤❤❤❤❤❤❤❤Thanks sir
So nice of you!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অসাধারণ একটি পরামর্শ দিয়েছেন আপনি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার জন্য দোয়া রইল আল্লাহ্ পাক আপনাকে সুস্থ রাখুন আপনার প্রতি ভালোবাসা রইলো
আল্লাহ আপনার মঙ্গল করুন।
@@abeedlateef8059❤️❤️💖💖
Some questions was unsolved before today, but solved today. Specially on oxyzen level and airetor. Thank u sir.
আচ্ছালামুয়ালাইকুম কেমন আছেন ওস্তাদ। আমি দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন ❤️
ওয়ালাইকুম সালাম।
ভালো আছি।
আসসালামুয়ালাইকুম স্যর। আপনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি (আল্লাহুম্মা হাফিজুনা মিনকুল্লি বালাইদ্দুনিয়া)🙏🙏🙏
Aquarium fish Ami pukur a krtesi...apnar vedio dekhe ....ata apply kre ..... insallah vlo result passi
জী স্যার, এরপরও একদল চাষী গ্রুপে এর উপর প্রশ্ন করতেই থাকবে!! খুব ভাল একটি ধারণা পেলাম বুঝলাম, !!!
আমি উত্তর দিতেই থাকবো যা থাকে কপালে কপালে!!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
খুব সুন্দর পরামর্শ ধন্যবাদ স্যার
ধন্যবাদ স্যার, আল্লাহ তায়ালা যেন আপনাকে নেক হায়াত দান করুন।
আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন এবং নেক নিয়ত পুরা করুন।
স্যার আসসালামু আলাইকুম। তথ্যগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
💖💖💖💖💖
মাশাআল্লাহ্ খুবই সুন্দর আলোচনা ❤️
💖💖💖💖
স্যার আমি ইন্ডিয়া থাকি আপনার সব ভিডিও খুব গ্রহণ যোগ্য মনে করি , একটা বিষয়ে আপনার পরামর্শ চাই , সিঙ্গী মাছ এর একক চাষে একশো ভাগ লাইভ ফীড দিয়ে কি করা যাবে?🙏🙏 ( tubifix orms কেছ ফ্রী তে ই পায়াওয়া যাবে যত চাই)
আসসালামু আলাইকুম স্যার একশত জাগায় কোন জনের কত পিস মাছ আমরা পুসকুনিতে ছাড়তে পারি
Thank u sir..I always try to follow ur advice..To understand ur advice better I have learned bengali language since 1 year..I always egarly waiting for ur videos sir..Onek dhonnyobaad sir..FROM ASSAM..INDIA
This is great pleasures for me! 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত ধান করুক
আল্লাহ্ আপনাকে তার রহমতের ছায়ায় রাখুন।
অসাধারন পরামর্শ স্যার, ধন্যবাদ,অনেক অনেক ধন্যবাদ
আমাকে উৎসাহ দানের জন্য
আল্লাহ আপনার মঙ্গল করুন।
আসসালামু আলাইকুম।
সর্ব প্রথম আল্লাহর নিকট আপনার মঙ্গল ও সুস্থতা কামনা করছি।
আপনি স্বার্থহীন ভাবে চাষীদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না।
আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটি হলো এমন
"আপনি পাঙ্গাস মাছ কে খিচুড়ি খাওয়ানোর কথা বলে থাকেন, এখন কথা হলো খিচুড়ি কি কার্প মিশ্র চাষে প্রয়োগ করা যাবে কিনা?
জানালে বেশ উপকৃত হতাম।
আল্লাহ তায়ালা আনহু আপনাকে দীর্ঘজীবী করুক, ধন্যবাদ।
খিচুড়ি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার
মানুষ কিংবা যেকোন প্রাণী জন্যই।
যে কোন মাছকে ই সেগুলির আমিষ মান ঠিক রেখে খিচুড়ি খাওয়ালে আরো বেশি লাভ।
@@abeedlateef8059 আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।
আপনি জীবনে আরও বড় হন আর এভাবেই সৎ ও বিজ্ঞানসম্মত পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকুন।
Excellent Content Sir, Learned many things regarding stocking density pertaining to weight and Number.
Partial harvesting is definitely gonna benefit farmers.
Definitely Going to suggest these methods to farmers.
Wishing you a very Happy New year Sir 🎊.
Regards
Sagar, Odisha
Thanks a lot for your analysis ! 💖💖💖💖💖💖💖💖
Sir kolkata thake bolchi asha kori vlo a6n. Sir ami pukure grass carp diyachi kg te 600 pieces. Somosta holo protidin du akta kore mach mara ja66a. Kintu macher sorire kono khoto ba kono infection kechu nai. Ki kori bolun to sir?
Excellent idea sir
Important & informative video. Thank you Sir ❤
So nice of you!💖💖
Happy New year . Many many thanks to you for your helpful and informative video . Prabir from kakdwip south 24 parganas West Bengal 🙏 .
Same to you!💖💖💖💖
Sir kindly katla macher ekok chas niye ekta video banan
ধন্যবাদ স্যার ❤️আল্লাহ তালা আপনাকে সুস্হ রাখুক
আল্লাহ্ আপনার মঙ্গল করুন।♥️♥️♥️♥️
ধন্যবাদ স্যার
নমস্কার খুব সহজ সরল ভাবে বলেছেন
💖💖💖
স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।
আমার একটি প্রশ্ন ছিল যদিও এর উত্তর স্বাভাবিক অনেকেই জানেন প্রশ্নের উত্তরটি আপনার মুখ থেকে শুনতে চাই ।
কারপ জাতীয় মাছের রেণু একবছরে সঠিক পরিচর্যার মাধ্যমে কতটুকু ওজন হয়? জদি ভালো ব্রিড হয়ে থাকে ।
রুই মৃগেলই ১ কেজি পার হয়ে যেতে পারে; কাতলা আড়াই কেজি পর্যন্ত হতে পারে।
চমৎকার আলোচনা জন্য অশেষ ধন্যবাদ জনাব। শতক প্রতি ৩৫-৪০ কেজির যে হিসেবটি দিলেন সেটি কি এয়ারেটর সহ নাকি এয়ারেটর ছাড়া? যদি এয়ারেটর ছাড়া হয় সেক্ষেত্রে এয়ারেটর সহ কত কেজি হতে পারে?
কার্প ফ্যাটেনিং এর ক্ষেত্রে এয়ারেটর সহ শতকে কোন মাছ কত পিস ছাড়া উচিত?
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করছি।
এরেটর ছাড়াই।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তাহলে এরেটর সহ কত কেজি হতে পারে? জাজাকাল্লাহু খাইরান।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তাহলে এরেটর সহ কত কেজি হতে পারে? জাজাকাল্লাহু খাইরান।
Sir nomoskar...
Kmn achen
Sir pukur toirite chune na bliching valo hobe...
Abr sotoke 3kg chune diyechilam...
সঠিক সিদ্ধান্ত। ব্লিচিং পাউডার দরকার নাই।
Assalamualaikum sir.amar puna 80piss Hobe proti kg te.ami 24 viga jomite koto kg sarbo..plz sir help me..
Excellent video & contents are very useful 🙏 .
Thanks a lot!! 💖💖💖
স্যার নমস্কার নেবেন যে জিনিসটি জানতে চাইছি যে আপনার প্রচুর ভিডিও দেখে অনেক কিছু আমি শিখেছি আর আপনার ভিডিও থেকে জান তে পারলাম যে আপনি একটি বই বার করতে চলেছেন এই বইটি কি ভাবে পাবো স্যার? You are the encyclopedia of fish culture
Nomoskar bolo na nomoskar mane paye matha noto kora apni jake nomodkar bolbe tar paye matha noto kora tai nomoskar bolbrna
স্যার আপনার কাছ থেকে ট্রেনিং নেয়ার উপায় কি, কি ভাবে যোগাযোগ করব🙏
আসসালামুয়ালাইকুম দাদা ভাই আশা করি ভালো আছেন আমার একটি পুকুরের র্কাপ জাতীয় মাছ আছে তার মধ্যে বাটার ওজন 200 থেকে 250 গ্রাম এখন আমার প্রশনো বাটার ওজন সর্বোচ্চ কতো গ্রাম হয়
৬০০ গ্রামের কাছাকাছি দেখেছি।
কতদিনে এতবড় হয়েছে?
স্যার আমি ভারত থেকে বলছি। আমার পুকুরে নাইট্রেটের পরিমাণ প্রায় ১০০% ।এই নাইট্রেট কমাবো কি ভাবে।
স্যার মুরগী নাড়ি ভূরি কাচা বা শুকিয়ে কিভাবে খাওয়াবো
জানালে উপকৃত হব
প্রোটিন কাচা বা শুকিয়ে কত থাকে
জানালে উপকৃত হব
স্যার ৩/৫" সাইজের বাংলা মাছ এর পোনা একটি পুকুর এ মজুদ করি,যদি সঠিক ঘনত্ব আর সুষম খাদ্য প্রয়োগ করি তাহলে আনুমানিক কত মাস সময় লাগতে পারে ২০০ গ্রামে যেতে? এবং কত সংখ্যায় মাছ ছাড়তে পারবো?
তিন মাস প্রায়।
চাৰ আমি India থাকে আপোনাৰ ভিডঅ দেখি আমি আৰ আমাৰ বাবা 20বিঘা পুখুৰে মাছ পালন কৰি ছিটাগুড় ভিটামিন আধিক লাভজনক হৈছে
Sir pukur size100soto
Mach charbo,?
Roi 1600p
Mirka700p
Katla160p
Macher size250g
Areator aache...100din por Mach bikri korbo ...
Macher khabar(feed+Dorb+sorsha)
Sir foll vlo hobe to...
Roi 1kg+ pabo to?
এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার খাদ্য ও পরিচর্যার উপর।
স্যার বিলের কাছে অামার ৩ টা পুকুর অাছে। যথাক্রমে ২০,১৫ এবং ১৫০+শতক জলা। মাছ বড় হতেই মাছ চুরি হয়ে যায়। কার্প জাতীয় মাছের রেনু চাষ করলে কি ভালো হবে নাকি অন্য কিছু।গড় গভীরতা ৪-৫ ফুট
আপনি পোনা মাছ চাষ করুন।
Thank you sir, for clearing a section of my dout.
Most welcome brother!! 💖💖💖
Asalamualaikum Sir,
আমার একটা প্রশ্ন ছিলো...
কোনো প্রকার বাড়তি খাবার বা কেনা খাবার দেওয়া ছাড়াই প্রাকৃতিক ভাবে শতক প্রতি কত কেজি পরিমাণে তেলাপিয়া মাছ culture করা যাবে?
এটাতো ভোটার ছাড়া নির্বাচনের মত হয়ে গেল না!!!!
স্যার আসসালামু আলাইকুম।নতুন বছরের শুভেচ্ছা। স্যার ধানের খেতে আড়াই থেকে তিন ফুট গভীরতায় কার্প জাতীয় মাছ (রুই, মৃগেল, মিরর কার্প ওসিলভার কার্প। শতকে ২০টি ১০০গ্রাম সাইজের)ছারলে মাছের উৎপাদন সাত মাসে কমপক্ষে শতকে ২০ কেজি আসা করতে পারি?দয়া করে জানাবেন।ধন্যবাদ স্যার।
ভালমত পরিচর্যা করলে কাছাকাছি পেতে পারেন।
@@abeedlateef8059 ধন্যবাদ স্যার। সাহস দিয়ে পাশে থাকার জন্য।
এতো সুন্দর করে বলার জন্যে সেলাম @@abeedlateef8059
স্যার কার্ফু ( হাঙ্গরী) মাছ চাষে গোবর + খৈল + ডিএপি ৫ দিন রেখে ছিটায়ে না দিয়ে পাত্রে দিতে পাড়বো কি খাবার হিসাবে ? লোক মুখে শুনি গোবর নাকি কার্ফু মাছ খায়...
সালাম নিবেন স্যার।
আজ জানুয়ারী ২৪ তারিখ পুকুরে খাবার দেওয়ার সময় হঠাৎ ১টি ভাসমান মৃত সরপুটি ফেলাম।কিন্তু পুটির গায়ে কোনো দাগ বা ঘাঁ নাই।চুন দিছি প্রায় দেড় মাস হল। মরার কারণ কি? পরামর্শ দিলে উপকৃত হব স্যার।মাছের বয়স ৬ মাস।
আসসালামু আলাইকুম স্যর। স্যর আমি ২০ কেজি সরিষা খৈল ২০ কেজি শুটকির ঘুডা যেটা আমি নিজে গুড়া করছি ১০ কেজি গমের আটা ১০ কেজি রাইস ব্রান ১০ কেজি ভুট্টার আটা ১০ কেজি আতব চালের কুডা দিয়ে ১০০ কেজির খাদ্য তৈরি করেছি এর প্রোটিন মাএা কত হবে।এবং এর সাথে আর কিছু যুক্ত করা লাগবে কিনা।
আর লাগবে না এটাই যথেষ্ট হয়েছে।
স্যার খৈল গোবর আর সার দিয়ে পানি সবুজ করলে সেটা কি সমস্যা হবে
না।
স্যার শিং মাছ চাষের একটা ভিডিও দিবেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহদুইহার্সের 2 হটস একটা মটর আছে আমি ভিঞ্চির নিচে চাই স্যার রাসেল ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি
অসংখ্য ধন্যবাদ স্যার
কৃতজ্ঞতা জানাই
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য। স্যার, আমি ১০ দিন পর পর পুকুরে শতকে ৩০ গ্রাম হারে মোলাসেস এবং ইস্ট পাওডার ৪৮ ঘণ্টা ভিজিয়ে রেখে প্রয়োগ করি। স্যার, ২৪ ঘণ্টা নাকি ৪৮ ঘণ্টা ভিজানো, কোনটা ভালো। স্যার, দয়া করে জানালে উপকৃত হব। ধন্যবাদ স্যার।
এরকম কোন পরামর্শ তো আমি দেইনি!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
স্যার, তাহলে মোলাসেস আমি কি ব্যবহার
করতে পারি, দয়া করে জানাবেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে সূস্থ রাখুন। আমিন।
খুব সুন্দর ..
অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর।
💖💖💖💖
Very infomative
❤️❤️❤️❤️
Assalamualaikum sir valo thekon
Sir Ruhi 1000 katla 300p rupchanda 1000p grascop 300p
100 sotok pond 100gm saij fish chara hoiche theke ache sir
ঠিকমতন পরিচর্যা করলে হবে।
আচ্ছালামুয়ালাইকুম ধন্যবাদ স্যার
ওয়ালাইকুম সালাম ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ।
স্যার, একক চাষের ক্ষেত্রেও মাছের ধারণ ক্ষমতা কি ৩০/৩৫ কেজি? নাকি বেশি কিছুটা? বেশি হলে কত?
শতকে ২৫০-৪০০ টি মাছ দিলে তো এর ওজন আংশিক আহরণ করলেও অনেক বেশি হবে!
জানাবেন দয়া করে স্যার।
আসসালামু আলাইকুম।
আশা করি আমাদের সবার প্রিয় মানুষটি আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছে।
"স্যার পুকুরে যেহেতু জৈব পদার্থ প্রয়োগ করতে হয় সেহেতু জৈব সার হিসেবে "কেঁচো সার" প্রয়োগ করলে কেমন ফলাফল পাওয়া যাবে"?
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
ওয়ালাইকুম সালাম।
কিছু সারটা ব্যয়বহুল হবে না?
যদি নিজের বানানো কেচো সার অল্প খরচে করে নিতে পারেন তাহলে দিতে পারেন।
@@abeedlateef8059 ধন্যবাদ স্যার।
স্যার হ্যাচারি ব্যাবস্থাপনা নিয়ে কিছু ভিডিও দেন তাহলে হ্যাচারি মালিক রাও আপনার দ্বারা উপকৃত হয়।
চাষী দের মত হ্যাচারি মালিক দের অবস্থা কিন্তু খুব খারাপ।।
সুযোগ পেলে দিব ইনশাল্লাহ।
অসংখ্য ধন্যবাদ স্যার
Thank you sir for the nice information
Thanks a lot! 💖💖
আমি India থেকে সাড়ে তিন বিঘা পুকুর এ আমি কি পরিমান মাছ ছাড়তে পারি sir, please জানাবেন।
শতকে ২০ টা করে ছাড়ুন।
আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, স্যার আমার ২০ শতক পুকুরে ১০ মনের মতন কৈ মাছ, ডিমের জন্য রাখা,সাথে কিছু শিং ও মাগুর মাছ আছে, এক চাষি ভাই আমাকে ৫ কেজি লাল সার প্রয়োগ করতে বলছে,এখন আমি কি লাল প্রয়োগ করব,বা করলে কি লাভ বা ক্ষতি হবে?
এটা ওনাকে জিজ্ঞেস করেন কেন এটা উনি বলেছেন! 🤔🤔🤔🤔
Happy new year sir
প্রনাম নেবেন স্যার।
আল্লাহ আপনার মঙ্গল করুন! 💖💖💖💖
স্যার আসসালামু আলাইকুম
স্যার চিংড়ি মাছের শুটকিতে কত পারসেন্ট প্রোটিন থাকে???
৫০ থেকে ৫২ পার্সেন্ট এর মত থাকবে।
স্যার পান্গাস মাছের খাদ্যে ১০০০ কেজি খাদ্যের মধ্যে
যদি -৪০০ কেজি রেপসিড দেই তাহলে কি কোনো সমস্যা হবে স্যার??
Sir amar panir kalar astecena amar pokur 12viga sir 1 Bosur holo sir ki kurbo
আমার মনে হয় আপনার মাছ চাষের প্রশিক্ষণ নেওয়া উচিত।
কিন্তু কিছু পোস্ট দেখেই আপনাদের মনে হয় যে আপনারা অনেক কিছুই বুঝে ফেলছেন।
কিন্তু মন্তব্য শুনে বা মতামত বুঝে যেটা বুঝি তাতে হলো যে আপনারা অন্ধকারে হাতরাচ্ছেন!!🤔🤔🤔🤔🤔
আসসালামু আলাইকুম স্যার, আমার একটি ১৩ শতাংশ পুকুর আছে, পুকুরের গভিরতা ৫ ফুট। বছরে ১২ মাস একই পরিমানে পানি থাকে। আমি কার্প ফেটেনিং করতে চাচ্ছি। ( কাতলা, রুই, গ্লাস কার্প এবং মৃগেল মাছ) কাতলা দিতে চাচ্ছি ১ কেজি ওজনের, রুই দিবো ৪০০-৫০০ গ্রামের, এবং গ্রাস কার্প ১ কেজি ওজনের এবং মৃগেল ৪০০-৫০০ গ্রামের। সেক্ষেত্রে আমি প্রতি শতকে কোন মাছ কইটা করে ছাড়তে পারি? অনুগ্রহ করে উত্তর টা দিবেন স্যার🙏🙏
শতকে মোট ৮ টা
আপনার মেইল আইডি দেয়া যাবে স্যার। আপনার সাথে যোগাযোগের কোন উপায়....
facebook.com/kazi.a.lateef?mibextid=ZbWKwL
আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন আপনি? স্যার আমার ৫০ শতকের পুকুরে আমি কি মাছ চাষ করলে ভাল হবে। পুকুরে পানির গভীরতা ৫ ফিট।
যেটাই করবেন জেনে শুনে বুঝে করবেন তাহলে ভালো হবে।
স্যার আসসালামু জিপসাম মাছ চাষে কিভাবে সহায়তা করে এর কার্যকারীতা বিস্তারিত জানাবেন
পানির ঘোলাটে ভাব কমায় এবং ফাই টো প্ল্যাঙ্কটন তৈরি হতে সাহায্য করে।
Thanks
ধন্যবাদ। তবে আমার কাছে মনে হয়,মাছ কত বড় করতে চাই তার উপর ভিত্তি করে মাছ ছাড়া উচিত।মনে রাখতে হবে মাছ যত জায়গা পাবে ততো বৃদ্ধি পাবে।
একদম সঠিক কথা বলেছেন।
আসসালামু আলাইকুম , স্যার এক কেজি রুই কাতল মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে ?
প্রাকৃতিক খাবারের সাপোর্ট পেলে ১.৭ কেজির কাছাকাছি খাবার হলে এক কেজি রুই কাতলা মাছ উৎপাদন করা সম্ভব।
স্যার,৫০ শতকের পুকুর তৈরি করতে চাচ্ছি। আমার এখানে ১৫ ফুট পযন্ত বালু। ৬ফুট গভীর করে পুকুর তৈরি করলে ডিসেম্বরে পানি থাকবে না। বালুর পুকুর হওয়ায় পানি দিলে থাকে না। কিন্তু১৫ ফুট গভীর করলে সারা বছর পানি থাকে। এখন আমি কি করবো? দয়া করে জানাবেন।
আপনি ৮ ফুট গভীর করে প্রথমে পুকুর খনন করুন।
এরপরে কাছাকাছি কোন জায়গা থেকে মাটি এনে তলায় এক ফুটের মতন বিছিয়ে দিন ।
পরবর্তীতে শতকে দুই তিন কেজি চুন, ১৫-২০ কেজি গোবর এবং ৫ কেজি ছাই ছড়িয়ে দিয়ে পানি উঠিয়ে দিন।
এরপরে জাল টানাটানি করে তলার মাটি একটু নাড়াচাড়া করে দিন তাহলে আপনার পানি টেকসই হবে।
স্যার,
পুকুরের মধ্যে বর্ষা কালে পাইপ দিয়ে পানি এক দিক দিয়ে ঢোকে আর এক দিক দিয় বের হয়ে যায় তা হলে কি মাছ চাষ করা উপযোগি হবে?
সেক্ষেত্রে সম্পূর্ন খাদ্য নির্ভর হবে।
ধন্যবাদ স্যার।
sir-পুকুরে শরিষার খুলা দেয়া যাবে কিনা।
যাবে।
Sir apnar sathe jogajoger upai ki
fb://group/2143121362500536?ref=share&mibextid=NSMWBT
Sar 100 garam kapgato mach satok koite dea gata para
১৮-২০ টা।
আসসালামু আলাইকুম স্যার আশাকরি আপনি ভালো আছেন।স্যার আমার একটা ৩০০ শতক পুকুর আছে সেই পুকুরে আমি অল্প টাকায় একক ভাবে রুই অথবা কাতলা মাছ করতে চাচ্ছি। আমার লক্ষ্য হলো ১ কেজি ওজনের মোট ৫০০-৫৫০ পিছ রুই অথবা কাতলা মাছ দিয়ে মোট ৫০০০-৫৫০০ কেজি ২৪-২৬% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে ১ বছর রাখতে চাই সেক্ষেত্রে কোন মাছটা চাষ করা উত্তম হবে দয়াকরে জানাবেন স্যার।আর কত কেজি করে সাইজ হতে পারে সেটা সম্পর্কেও একটা ধারণা দেবেন। যেহেতু মাছের ঘনত্ব মাত্র ১.৭ পিছ তাই মাছের সাইজ তো বেশ বড় হওয়ার কথা।
আপনি কাতলা এবং রুই ৫০০ টা করে মোট ১০০০ টা ছাড়েন।
@@abeedlateef8059 স্যার তাহলে খরচ বেড়ে যাবে আমার বাজেট ৩-সাড়ে ৩ লাখ টাকা এই টাকায় কিভাবে করব দয়াকরে সেটা বলেন স্যার।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@abeedlateef8059 স্যার আমি একেবারে নতুন মাছ চাষের তেমন অভিজ্ঞতা নাই। আপনার এই পদ্ধতিতে চাষ করলে ১ বছর পরে মাছ গুলির সাইজ কত কেজি করে হবে দয়াকরে জানাবেন।
আস্সালামুআলাইকুম স্যার। ..আমাকে একটু হেল্প করেন। .স্যার আমার ১ বিঘা পুকুরে কেজিতে ১০০০০ পিস ধানি পোনা। সেই পোনা (প্রতি পিস ১০০-১৫০ গ্রাম )করতে চাই। কার্ফু মাছের পোনা ,,,,গ্লাস ,মৃগেল ,সিলভার ,রুই ইত্যাদি। জলকর ১ বিঘা এখন আমি কত পোনা ছাড়বো ????আর (প্রতি পিস ১০০-১৫০ গ্রাম) হতে কত দিন লাগবে !!!!এই হিসাব টা যদি করে দিতেন খুব উপকার হতো >>>>প্লিজ স্যার। ....আমি অনেক ভিডিও ডেকসি কিন্তু সঠিক কোনো ধারণা পাচ্ছিনা
Valo) laglo
অনেক ধন্যবাদ ভাই।
এই শীতে কি তেলাপিয়া মাছের রেনু ৬হাজার পিসে এক কেজি নেওয়া কি ঠিক হবে জানাবেন প্লিজ
না।
সালামু আলাইকুম স্যার.স্যার,আমার প্রশ্ন হল,আমি যেই পোনা মাছ আমার পুকুরে ছেড়েছি তাদের ফিড খাওয়ানো হয়েছে কিন্তু আমি হাতে বানানো খাবার খাওয়াই এখন যদি আমি ফিড না খাওয়াই এর কারণে মাছ কি ছোট হয়ে যাবে? আর যদি পিঠ খাওয়ায় তাহলে কি টানা খাওয়াতেই হবে?
সঠিক উপাদান মিশিয়ে এবং সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে খাওয়াতে পারলে মাছ ঠিকই বড় হবে।
শ্রদ্ধেয় স্যার, অনুগ্রহ করে জানাবেন, ক্যাট জাতীয় ফিস এয়ারেটর বিহীন এবং এয়ারেটর সহ শতকে কত কেজি উৎপাদন করা সম্ভব?
আপনারা পাশাপাশি অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আর বুঝার করার চেষ্টা করুন।
স্যার রুই মাছের বডি ওয়েট মাসে কত% আসে?
১-১'৫%।
অভিনন্দন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। 💖💖💖💖
স্যার আমার ৩৩ শতক যায়গায় বাংলা মাছ কত কেজি উৎপাদন করতে পারবো?
৪০ থেকে ৫০ কেজি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনার ভিডিও নিয়ে নিতে শুনি নতুন মাছ শুরু করছি কিছু না জেনে না বুঝে আপনার পরামর্শ চাই সরাসরি আপনার সাথে কথা বললে আপনার পরামর্শ নিতাম দয়া করে বলবেন আপনার মোবাইল নাম্বারটা কিভাবে পেতে পারি
এখানে নম্বর দেয়া কি ঠিক হবে!🤔🤔🤔
Mashallah
Sir sir if I apply fresh sea water fish to the training is can give me a result
Sorry brother I could not understand your sentence! 🤔🤔🤔🤔🤔🤔
স্যার আমার জলাশয় এর আয়তন 2 একর বর্ষা মৌসুমে গড়ে 8 /9 ফিট পানি থাকে শুকনো মৌসুমে 6 ফিট থাকে এবং 12 ঘন্টা রোদ থাকে প্রোটিন সোর্স হিসেবে সাগর এর ছোট ছোট চিংড়ি মাছ। মাছের খাদ্য হিসেবে পুকুরে প্রয়োগ করা যাবে কিনা এতে করে মাছের প্রোটিন পূরণ হবে কিনা দয়া করে জানাবেন ।
ধন্যবাদ স্যার
আমার পুকুরে ১ মাস আগে বিষ করে ৫০ শতকে ৪০ কেজি চুন দিয়ে রেডি করি এবং ১০ কেজি টিএসপি ৬ কেজি ইউরিয়া প্রবাইটিক দিয়ে ১০ দিন পর মাছ ছারি। ১৬০পিচ ছিলবার, ২৭৫ রুই, ১৫০মিরকা যাদের গড় ওজন . ৫ কেজি। কাতল ১০ পিচ ১ কেজি। গত করেক দিন থেকে পুকুরে সবুজ শেওলা বারতেছে আর পানি দিন দিন কালছে হয়ে যাচ্ছে। আমি নতুন। ভয় হচ্ছে যদি এমত আবস্থাতে ক্ষতি হয়ে যায়। এখন আমার করনিয় কি???
সার্,৫০ শতকে৭-৮ ফিট পানি কাপ্ ফেটেনিক কয়টা মাছ ছারবো।
মাছের সংখ্যাটা যদি নির্ধারণ করতে না পারেন তাহলে অন্যান্য পরিচর্যা করবেন কিভাবে??🤔🤔🤔🤔🤔🤔🤔
@@abeedlateef8059 ১৫/২০ টা মাছ শতকে ছাড়া যাবে কি।সার্
ভাই, শতকে স্যার ১০টির কথা বলছিলেন।
❤ thank you
You're welcome 😊!!!
্য ধন্যবাদ স্যার
আপনাকেও অনেক ধন্যবাদ।
160থেক 170 শতক জায়গা কতো কেজি মিশ্র মাছ চাষ করা যাবে
আপনি কি ইনিশিয়াল স্টক জানতে চাচ্ছেন নাকি ফাইনাল ক্রপ জানতে চাচ্ছেন?
প্রনাম গুরুজি💖💖💖💖💖।
স্যার দয়াকরে উত্তর দেন বড়ই পেরেশানির ভিতরে আছি।
প্রশ্ন কোথায়!!🤔🤔🤔🤔🤔