প্রতিমায় ঈশ্বর দর্শন || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • .
    .
    .
    .
    .
    .
    .
    #nrisingha_prasad_bhaduri #murti #idol #vedas #purana #shastra #indology #indianculture #indianrituals #hindurituals #bengalipodcast #puja #iconography

КОМЕНТАРІ • 96

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 9 місяців тому +38

    আজ আপনি কি শোনালেন?চোখের জল ধরে রাখতে পারছি না।একেই বৃদ্ধা হয়েছি কদিন ই বা বাঁচব।আজকের গাথা আমার অন্তরকে কাঁদিয়ে দিলো।আমার প্রেমময় ঠাকুরকে নিয়েই তো সারাদিন কাটে।আপনার মঙ্গল করুন।খরদার শ্যামসুন্দর তো আমাদের কুল দেবতা।উনি সকলের কথা শোনেন।ওনার চরণযুগল যেন মৃত্যুর সময় দেখতে পাই।এই প্রার্থনাটাই করি।ভালো থাকুন মঙ্গলে রাখুন আমার একান্ত প্রেমময় শ্যামসুন্দর।

    • @sangitachatterjee1739
      @sangitachatterjee1739 9 місяців тому +2

      আহা অপূর্ব আলোচনা শুনলাম 🙏🙏🙏

    • @subhajitpaul966
      @subhajitpaul966 9 місяців тому

      এগুলো শুধুমাত্র কিছুক্ষনের ব্যাপার !! তারপরেই আবার অন্যান্য চিন্তা এসে এসব ভুলিয়ে দেবে !

  • @shikhahalder1293
    @shikhahalder1293 5 місяців тому

    অপূর্ব সুন্দর। মনপ্রাণ ভরে গেল। প্রনাম জানাই কোটি কোটি বার।

  • @gouridas2275
    @gouridas2275 9 місяців тому +5

    তাঁর সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
    ভক্তির বাঁধনে।🙏
    তাইতো আপাতবিদায়ে বুকে ব্যথা চোখে জল।

  • @sabyasachidhar9505
    @sabyasachidhar9505 9 місяців тому +8

    আপনি সকল সূত্র কে একত্রিত করে এবং আপনার বিশ্বাসের ধাগা দিয়ে মূর্তি বিষয় যে মালা আমাদের উপহার দিলেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা নিবেদন করলাম

  • @dastarok1844
    @dastarok1844 4 місяці тому

    হরে কৃষ্ণ ❤

  • @kalpanadatta5728
    @kalpanadatta5728 9 місяців тому

    Asadharan bole jan sune jai

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 5 місяців тому

    অপূর্ব সুন্দর অপূর্ব।কোন পর্ব‌ই বাদ দেইনা

  • @user-sq3zl2qn3v
    @user-sq3zl2qn3v 9 місяців тому +5

    আপনার কথা গুলো যেন পুরো অমৃত মিশ্রিত বানী। কী শোনালেন আপনি অপূর্ব। শুনতে শুনতে চোখে জল চলে এসেছিল। শ্রী হরি, জগৎজননী এবং আপনার চরনে শতকোটি প্রনাম।
    কী ফুলে পূজিব হরি হে চরনো তোমার 🥺🥺🙏🌺

  • @sibaramchatterjee9500
    @sibaramchatterjee9500 9 місяців тому +1

    কৃষ্ণ কথা শুনি রোদ ন না পারি রুদ্ধ ই তে, নমস্কার, sibu

  • @asamvav
    @asamvav 9 місяців тому +5

    "মন্ত্রমূর্তে সদা দেবী" ❤

  • @rekhamukherjee8281
    @rekhamukherjee8281 9 місяців тому +2

    প্রনাম নেবেন। প্রতিমার ভিতর প্রাণ আছে তার সুন্দর ব্যাখ্যা শুনলাম খুব ভাল লাগল।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 8 місяців тому

    কী অপূর্ব সুন্দর ব্যাখ্যা আপনার স্যার! আমি আপনার কথাগুলো শুনি আর
    ভাবি, সারাদিন সব কাজ ফেলে রেখে এসব কেবল শুনতেই থাকি! ভালো থাকবেন, প্রণাম নেবেন স্যার! ঈশ্বর আপনার আয়ুকে প্রলম্বিত করুন! ❤❤🙏🙏

  • @papiyadgupta
    @papiyadgupta 8 місяців тому

    মূর্তি বা প্রতিমায় উপকরণ যা ই থাকুক, আসলে তা মূর্ত হয়ে ওঠে বা প্রাণ পায় আমাদের বিশ্বাসে ও ভক্তি তে - আপনার কথার নির্যাসে এ ই তো অনুভব করলাম।
    এই বিশ্বাস আর ভক্তিই নিশ্চয়ই সেই অনাদি শক্তির সাথে সংযোগকারী মাধ্যম। 🙏

  • @Atlas_Beischel
    @Atlas_Beischel 9 місяців тому +1

    ঈশ্বর অস্তিত্বে এসেছেন কণা ও তার শক্তিরূপে, তারপর তিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সবের মধ্যে তিনি আছেন। যেকোনো অকৃত্রিম সৃষ্টিকেই পূজা করা যায়। ঈশ্বরের মহিমার উপাসনা করব কিন্তু নিজেদের বানানো জগতে থাকব; তাহলে চলবে না। যতটা সম্ভব অকৃত্রিম বাঁচতে হবে। ইশ্বরের সৃষ্টিকে রক্ষা করতে হবে। আপনি যে ঘরটায় বসে আছেন সেখানে একটা বস্তু দেখাতে পারবেন যেটা সেই আকার ও রূপেই প্রকৃতিতে পাওয়া গেছে? কাঠের চেয়ারেও তো বসতে পারেন, সত্যিকারের গাছও তো রাখতে পারেন টবে টেবিলের উপর, ঘরে রঙ কিংবা কপাটে ডিজাইন না করলেও তো হয়, সোনার হাতঘড়ি না পড়লেও তো হয়। ইশ্বরের সৃষ্টি জগৎই কত সুন্দর (ছিল), সেটা নষ্ট করে এখন রঙ করে বাঁচার মধ্যে ঈশ্বর নেই। হিন্দু ধর্ম মানে সঠিক বাঁচার মধ্যে দিয়েই ঈশ্বরের উপাসনা। লোকের ব্যাবহারিক কৃত্রিম জিনিসপাতিগুলোর দৈত্যের মত ইন্ডাস্ট্রিগুলো ঈশ্বরের সৃষ্ট জগৎকে নষ্ট করে দিচ্ছে। ফুল হল গাছের গুরুত্বপূর্ণ অঙ্গ, ছেঁড়েন কেন সেগুলো? ইশ্বরের উপাসনা খালি তত্ত্বকথা কিংবা পুরাণ নয়।

  • @rekhapathak79
    @rekhapathak79 9 місяців тому +1

    স্যার,আমি আপনার মুখে মূর্তি পূজার৷ সত্যতা জানতে চেযেছিলাম মনে মনে। আজ সে চাওয়া পূর্ণ হলো।নমস্কার।

  • @sumitabandyopadhyay2897
    @sumitabandyopadhyay2897 9 місяців тому +1

    ওই সেই ঠাকুর বলেছিলেন, ধরা না দিলে পারিস কি ধরিতে ❤️তবে বড়ো ভালো বলেন মন ভরে গেলো ♥️

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 9 місяців тому +1

    প্রণাম । আমাদের এখানকার মদনমোহনের রাসের মেলা বিখ্যাত ।

  • @BithiGanguly76o.-_
    @BithiGanguly76o.-_ 9 місяців тому +1

    কি ভীষণ মিষ্টি লাগছে শুনতে! অপূর্ব 🙏🙏🌹🌹❤️❤️

  • @rathinbhattacharjee535
    @rathinbhattacharjee535 9 місяців тому

    Matter is the source/ birthplace of any energy. The receiving end of energy is also matter.

  • @mitalibhattacharya823
    @mitalibhattacharya823 9 місяців тому

    🙏🙏🙏

  • @goutamchatterjee4738
    @goutamchatterjee4738 9 місяців тому +1

    আপনার ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ ।

  • @sanjuktamondal6511
    @sanjuktamondal6511 9 місяців тому

    অপূর্ব ভাবের কথা শুনলাম। মাধবেন্দ্র পুরী স্বয়ং গোপাল কে দর্শন করে সেবা করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে মূর্তি পূজো করি। সুন্দর ব্যাখ্যা করলেন, স্বশ্রদ্ধ প্রণাম জানাই, খুব ভালো থাকুন।

  • @sushilbiswas6994
    @sushilbiswas6994 9 місяців тому +1

    আপনার মতো মানুষ আর ক জন আছে। আপনি না থাকলে অনেক কিছু হারাবো।

  • @shibanibanerjee8458
    @shibanibanerjee8458 9 місяців тому

    Mon vore othe ei bakhya sune , pranaam neben

  • @truepresentation37
    @truepresentation37 9 місяців тому +1

    অনুভূতি কে সম্মান জানিয়ে technical matter বুঝতে হবে। মৃন্ময়ী মূর্তি ও তার উজ্জ্বলতা স্বল্প স্থায়ী তাই অল্প এর পূজা পদ্ধতি একদিনের দুর্গা পুজো চারদিনের। সাধারণ মানুষ যাতে ভিন্ন রূপে যাতে ঈশ্বর কে বুঝতে পারে তার জন্য মূর্তি নির্মাণ। এর সঙ্গে পেশাগত সৃষ্টিগত অর্থনৈতিক সামাজিক উপযোগিতা আছে।

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 9 місяців тому

    স্যার উপযুক্ত পরিকাঠামো থাকলেও ভগবানের ইচ্ছে তেই সব হয়। আজকের খেলাই তার প্রমাণ। আপনার আজকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্যার।

  • @Akash_Mitra
    @Akash_Mitra 9 місяців тому

    বিগ্রহ নহে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ।
    প্রণাম 💕🙏

  • @pampagope3529
    @pampagope3529 9 місяців тому +1

    আপনার কথার যাদু আছে। আপনার ইউ টিউব পাঠ করতে করতে ঈশ্বরের প্রতি কেমন যেন বিশ্বাস করতে শুরু করছি। অবশ্যই আপনার অনেক যুক্তি অনেক সময় বিজ্ঞান সম্মত ভাবেও গ্রহণ করি। আমি আপনাকে গুরু হিসাবে মানি। যদি কখনও আপনার দর্শন পাই নিজেকে ধন্য মনে করব। ভাল থাকুন।

  • @bhaskarchatterjee9699
    @bhaskarchatterjee9699 9 місяців тому

    আমার একটাই শব্দ মনে হচ্ছে অপূর্ব

  • @truepresentation37
    @truepresentation37 9 місяців тому +2

    কিছু মৃত্তিকা মন্দিরে মৃন্ময়ী মূর্তি সংরক্ষণের মাধ্যমে সম্বৎসর পূজিত হয়।

  • @arunasarkar6383
    @arunasarkar6383 9 місяців тому +1

    আমার গোপাল অনেক আবদার করেছে যেখানে যাই গোপাল থাকে সাথে ! 🕉️🪔💖🪷🙏

  • @arunasarkar6383
    @arunasarkar6383 9 місяців тому

    জয় গোপাল সব তোমারই ইচ্ছা !জয় গোঁসাই !! 💖🪷🙏🙏🙏

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 9 місяців тому

    Beautiful..speechless..aha.. Pronam Sir Ji

  • @debrajsen3388
    @debrajsen3388 9 місяців тому

    শ্রী রামপ্রসাদ সেনের গান - সময় তো থ্যাকবে নাগো মা, কেবল মাত্র কথা রবে "- এর অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দিলে খুব উপকৃত হবো।

  • @anjalisunil2667
    @anjalisunil2667 9 місяців тому

    Joy Sree Radha modan gopal joy Sita nath

  • @user-mu6tl7gi8d
    @user-mu6tl7gi8d 9 місяців тому +1

    Bishnupur er Krishna mandir guli❤

  • @user-mu6tl7gi8d
    @user-mu6tl7gi8d 9 місяців тому

    Rajasthan er govindadevji❤

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 9 місяців тому +1

    Thakur Ramakrishna bolechen .....Kolijuge Nam ...Sorboshestho...!!!

  • @sumitabandyopadhyay2897
    @sumitabandyopadhyay2897 9 місяців тому +1

    আরো বলুন পুরী জীর কথা 😊কি সুন্দর ❤️

  • @novel2109
    @novel2109 9 місяців тому +1

    Gyanganj er somodhe kichu bolun

  • @rajasingha5030
    @rajasingha5030 9 місяців тому

    প্রনাম নিবেন.... খুব ভালো বিশ্লেষণ, ধন্যবাদ।

  • @somasmixedbag221
    @somasmixedbag221 9 місяців тому

    Osadharon👌👌

  • @arupdutta244
    @arupdutta244 9 місяців тому

    our parents our supream god and nature

  • @pravatigunin9573
    @pravatigunin9573 9 місяців тому

    পাঠবাড়ী তে চতুর্দোলায় এখন ও গৌর নগর ভ্রমনে বের হন।

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 9 місяців тому

    Murkher sasthango pronam Sir.

  • @saikatpathak1696
    @saikatpathak1696 9 місяців тому

    প্রণাম স্যার 🙏

  • @gouridas2275
    @gouridas2275 9 місяців тому

    ওম্।🕉

  • @user-mu6tl7gi8d
    @user-mu6tl7gi8d 9 місяців тому

    Vrindavan er radharaman devji❤

  • @SanghamitraMandal
    @SanghamitraMandal 9 місяців тому +1

    Adwaitabad to hajar bochor theke procholito.

  • @sanghitanath
    @sanghitanath 9 місяців тому +1

    আর ও কৃষ্ণের গল্প শুনতে চাই।

  • @cookroocook5127
    @cookroocook5127 9 місяців тому

    🙏🙏🙏🙏

  • @babulohar5679
    @babulohar5679 9 місяців тому

    নমস্কার স্যার।।

  • @goutamroychoudhury1677
    @goutamroychoudhury1677 9 місяців тому

    Apurba. Madhabendra Puri er katha aro jante chai.

  • @madhumitaguha5819
    @madhumitaguha5819 9 місяців тому

    🙏🏼

  • @rounakbiswas4553
    @rounakbiswas4553 9 місяців тому +8

    আপনি সবিস্তারেই বলুন, অদ্বয় এর কথা যখন হচ্ছে তখন "বাজার ভাবনা " নাহয় দেউড়ির বাইরে থাক স্যার
    আশা করি সবাই একমত হবেন । ধন্যবাদ

  • @powertask1031
    @powertask1031 9 місяців тому

    SIR,
    JODI ZERO JODI NA ASTO TAHOLE KE 1234......
    Der astwita thakto????

  • @mainakbhattacharyya5062
    @mainakbhattacharyya5062 9 місяців тому

    🙏

  • @aditisen1154
    @aditisen1154 9 місяців тому

    Sir aamar pronaam neben ...aamar ekanto anurodh.bhagobaaner 6 ti gun niye bishad alochona korben ...aapnaar baktobyo dirghyo hole kono apotti nei ...aamra dhoirjo dhore ghantar par ghanta shunte pari ...aapni aboshoyoi jatota shomay neoaar nin...ete toh aamader e upokaar ,kato kichhu jaante pari aapnar video guli theke ...anek anek dhonyobaad o pronaam janai 🙏🙏

  • @satyadutta7432
    @satyadutta7432 9 місяців тому

    WHY DO YOU NEED ISWAR TO DO WHAT? WHAT DOES YOUR ISWAR DO GOOD?

  • @Misty_Mukhopadhyay
    @Misty_Mukhopadhyay 9 місяців тому

    আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
    একটা ছোট আবদার রইলো, কালিকৃষ্ণ রূপ নিয়ে একটু আলোচনা করলে সমৃদ্ধ হবো।
    এই রূপ গৃহস্থের পুজোর উপযোগী কিনা জানতে চাই, আমার এই রূপ প্রতিষ্ঠা করার খুব ইচ্ছা বাড়িতে, কিন্তু খুব ভয় হয়, কিছু বিরূপ প্রতিক্রিয়া হবে কিনা।
    আবদার টি রাখলে খুব খুশি হব।
    প্রণাম নেবেন স্যার। 🙏🙏

    • @mousambhowmik1090
      @mousambhowmik1090 9 місяців тому

      Ai rupti grihe pujo kora hoyeche. Sunechi er murtir dhyan mantra o ache.

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 9 місяців тому

    Oporadh Khoma korben..Dhishtota marjona korben ..Nijogune.

  • @debangshukumarpaul4310
    @debangshukumarpaul4310 9 місяців тому

    প্রনাম

  • @rakeshmiddya8360
    @rakeshmiddya8360 9 місяців тому

    Sir, jodi giriraj gobordhon sila seba kotha jodi bolen , sila ki sobai rakhte pare??ai niye video korben, kindly.

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 9 місяців тому

    Apnar ghan ...Pronnommo

  • @__aniketbairagi__
    @__aniketbairagi__ 9 місяців тому

    আপনার কাছে একটি অনুরোধ আছে যদি আপনি মা জগদ্ধাত্রী সম্বন্ধে একটু কিছু আলোকপাত করেন মা জগদ্ধাত্রী সম্পর্কিত সকল তথ্য ঘটনায় ইত্যাদি যা যা বর্ণিত রয়েছে পুরাণে সেগুলো যদি আপনি আমাদের সকলের সামনে তুলে ধরেন তাহলে খুবই উপকৃত হই ।।🙏 @nrishinghaprasadbhaduri

    • @NrisinghaPrasadBhadurii
      @NrisinghaPrasadBhadurii  9 місяців тому

      Aj rate paben jagaddhatri

    • @boipremi3153
      @boipremi3153 9 місяців тому

      ​@@NrisinghaPrasadBhaduriiapni please ma manasa ke niye ekta video banaben.

  • @churamonisaha8750
    @churamonisaha8750 9 місяців тому

    নমস্কার ৷ কিছু দিন আগে আমার মনে একটা প্রশ্ন আসে যে এই পিতৃপক্ষ আর দেবীপক্ষ এই দুটি কি কিছু ভাবে পুরুষতান্ত্রিক সমাজ এর বিষয় কে তুলে ধরে ৷

  • @SuperTunu
    @SuperTunu 9 місяців тому

    Amar to boro videoi bhalo lage. Koto ki jana jay. :)

  • @anonymous9429-f3g
    @anonymous9429-f3g 9 місяців тому

    Mahanirban tantra shunechi khub e orbachin tantra? Sheta ki thik?

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 9 місяців тому

    Apni Sir...apnar video ektu sonkhipto Koren Jodi..Valo Hobe...Karon hajano apnar same naa !!!

  • @kheyaghosh3224
    @kheyaghosh3224 9 місяців тому

    🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢

  • @strongwater7814
    @strongwater7814 9 місяців тому

    সালাম, শ্রদ্ধাভাজন ভাই। কিন্তু মন্ত্র দিয়ে কেউ মূর্তি বানায় না, গড়ে মৃত্তিকা দিয়ে। এ নিয়ে বেদে কিছু আছে? জোর করে দেয়া ব্যাখ্যা বলে দেখা যাচ্ছে। দুঃখিত।

    • @Chatterbong-travel
      @Chatterbong-travel 9 місяців тому

      Na shobdo diyeo kora jaye manoshik !

    • @strongwater7814
      @strongwater7814 9 місяців тому

      @@Chatterbong-travel সালাম, ভাই। ধন্যবাদ আপনার জবাবের জন্য। দুর্গা পূজা মানসিক মূর্তি দিয়ে কেউ করছে আমি কখনো দেখিনি, শুনিওনি কোথাও ভাই।
      আমরা সে মূর্তির কথা বলছি, যার পূজা করা হচ্ছে সমাজে।
      আমার শ্রদ্ধ্যেয় ভাদুড়ী মহাশয় কোন মতের বিরোধিতা না করে পাণ্ডিত্য করবেন বলে স্থির করেছেন। তাই যে শাস্ত্রে যা আছে, সবই সত্য বলে তিনি প্রচার করে থাকেন।
      সত্য মিথ্যার সাথে এক পাত্রে থাকে কি করে?

    • @dibakarmandal7918
      @dibakarmandal7918 7 місяців тому

      আরো গভীরে যাও।

    • @strongwater7814
      @strongwater7814 7 місяців тому

      ​@@Chatterbong-travelশব্দ দিয়ে তো আমাদের দেশে কাউকে মূর্তি বানাতে দেখিনি ভাই। মৃত্তিকা, প্রস্তর, ধাতু - এসবের মূর্তি পূজিত হতে দেখি।

    • @strongwater7814
      @strongwater7814 7 місяців тому

      @@dibakarmandal7918 জী বড়ভাই। যেতেই চাই। কিন্তু মিথ্যা কথা দিয়ে কি গভীরে যাওয়া যায়?

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 9 місяців тому

    Sir..apnar Gan goyoya boring

  • @kishalaymukherjee9657
    @kishalaymukherjee9657 9 місяців тому

    🙏🙏🙏

  • @snehasett1847
    @snehasett1847 9 місяців тому

    🙏🙏