কোনো থ্রিলার সিনেমা ও আমাকে এভাবে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে না যতো টা কবীর সুমন এর একটা ইন্টাভিউ অথবা অনুষ্ঠান রাখতে পারে! আর কথা বলাও যে একটা আর্ট, সেটা এনাকে দেখলে বোঝা যায়, শেখা যায়! অনবদ্য!!!
What I totally appreciate about Partho, is his silence! A lesson to be learnt by every interviewer, that trigger a reaction and let the outcomes flow! This was just beautiful!
শ্রদ্ধাভাজন এই বিশেষ ভিন্ন রকম মানুষের উপরের মানুষ কে গায়ক গীতিকার সুরকার বা অন্য কোন অভিধায় ফেলতে পারছিনা। ইনি শুধুই শতাব্দীর একজন মাত্র কবির সুমন, মানুষের অনন্ত বিস্ময়!!!
Thank god DeshTv decided to host this program with Partho Barua and not some random host giving the proper respect to this legendary artist. If it wasnt Partho Barua hosting, there wouldnt be all these interesting and intellectual conversation.
মালিবাগে দেশটিভির স্টুডিওতে সরাসরি এই আয়োজনটি দেখার সুযোগ হয়েছিল আমার। পারভেজ ভাই প্রযোজক! দেশ টিভির আরেক প্রডিউসার সুমনা দি আমাকে এই সুযোগ দিয়েছিলেন জীবন্ত এই কিংবদন্তীকে একান্তে শোনার! পুরো স্টুডিও গম গম করছিল। প্রোগ্রামের প্রচলিত ছক ভেঙে দিয়েছিলেন সুমন, পার্থ দা থেকে শুরু করে গ্রীণরুম থেকে পারভেজ ভাই- সবাই সুমনের অপ্রচলিত প্রাণবন্ত ছকেই হেঁটে চললেন। সুমন কথক, কথা না বলতে পারলে গানে নিজেকে জাগাতে পারেন না। সে ভাবেই প্রোগ্রাম চললো, প্রচলিত ধারার বাইরে! পার্থ দা, দুর্দান্ত ও সতর্কভাবে হ্যান্ডেল করেছিলেন এই আনপ্রেডিক্টেবল খ্যাপা লোকটাকে! ব্র্যাভো দাদা! দেশ টিভির বর্ষপূর্তিতে বাংলাদেশ সুমনকে যথাযথ সম্মান প্রদর্শন করেছে। দারুণ আয়োজন। অভিনন্দনযোগ্য।
@@rakhimukerji7937 সুমনকে জানতে চাওয়ার মতো বিকৃত রুচি আমার কখনো হয়নি তাই আমি ঐ মালটাকে জানি না তবে এলভিস প্রেসলী সম্পর্কে মনে হয় আপনার চেয়ে কম জানি না। কারো করা কমেন্টের উত্তরে কাউন্টার কমেন্ট করার আগে কমেন্ট টা ভাল করে বুঝতে হয়, আপনি সেটা করেন নি। সুমন ও এলভিস প্রেসলী এর মধ্যে শ্রেণী গত তুলনা করা আমার উদ্দেশ্য ছিল না, সেটা সম্ভব ও নয়, আমার মন্তব্য ছিল সুমনের পোজ পসচার নিয়ে। বুঝলেন কিছু?
এতো বিনয়ী একজন মানুষ, আহা-- অসাধারণ। অনেক অনেক ভালোবাসা কবীর সুমন আপনার জন্য।
কোনো থ্রিলার সিনেমা ও আমাকে এভাবে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে না যতো টা কবীর সুমন এর একটা ইন্টাভিউ অথবা অনুষ্ঠান রাখতে পারে!
আর কথা বলাও যে একটা আর্ট, সেটা এনাকে দেখলে বোঝা যায়, শেখা যায়! অনবদ্য!!!
একজন মানুষের কথা একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের থেকেও অনেক বেশি আকর্ষণীয় হতে পারে ওনিই কবির সুমন
এই অনুষ্ঠানটি অতুলনীয়। এই অনুষ্ঠানটি শুধু কন্ঠশিল্পীদের জন্য শিক্ষা নয়। যারা কন্ঠশিল্পী না তাদের কাছেও অজানা জিনিসগুলো জানতে পারলাম।❤❤❤
যতবারই শুনি প্রতিবারই মনেহয় কতকিছু জানছি। মন্ত্রমুগ্ধের মতো আমাকে টানে উনি।
ইনি এমন একজন মানুষ যাঁর কথা ঘন্টার পর ঘন্টা আমি পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে পারি।
Thanks for comment
Masterpiece.. বাংলা গানের বিবর্তন এভাবে আর কেউ বর্ণনা করেন নি..
Thnaks for comment
@@Deshtventertainment বানান ঠিক করেন😂
স্বাগতম, প্রিয় কবির সুমন। একজন কবির সুমনের আমার বাংলাদেশে বড্ত বেশি প্রয়োজন।
গত কয়েকদিনে ৪০ বারের মতো দেখে ফেললাম...
প্রায় ৬-৭ মাস ধরে সুমনে মগ্ন আমি...
কেবলই মনে হয়-আগে তো এমন শুনিনি...
Thanks For comment
অঞ্জন দত্তের সাথে তার তিন পর্বের সাক্ষাৎকার দেখে নিন।
@@mointushar2979 দেখেছি।বারবার দেখি।
কবীর সুমন শুধু গায়কই নয়, গান, সুর বাংলা সঙ্গীত নিয়ে তার মত জানাশোনা মানুষ দু বাংলাতে আর নেই।
Thik bolchen
অনেক টিভি লাইভ দেখেছি। দেশের চ্যানেলে এতো ভালো সাউন্ড এই প্রথম শুনলাম।
অসাধারণ৷ পুরো অনুষ্ঠান জুড়ে সংগীতশিল্পীদের জন্য অনেক কিছু শেখার আছে৷ যদিও আমার জন্ম ২০০০ এর পরে তবুও কবীর সুমনদের গান ও আইডিওলোজি আমাকে টানে৷ ♥️💙
What I totally appreciate about Partho, is his silence! A lesson to be learnt by every interviewer, that trigger a reaction and let the outcomes flow! This was just beautiful!
Salute you for such a comment. Partho was intrigued by Sumon.
পৃথীবির সেরা শিল্পিদের মাঝে একজন কবির সুমন
আপনি আপনার বাংলা বানান ঠিক করুন। মন্তব্যের প্রায় সব শব্দেরই বানান ভুল। বড় দৃষ্টিকটু লাগছে।
পৃথিবীর সেরা শিল্পীদের মাঝে একজন কবীর সুমন।
Thanks For comment
চমৎকার। তুলনাহীন সংগীতময় কবীর সুমনকে অনন্ত শ্রদ্ধা।
খুব সুন্দর শুনলাম। এগুলো শিক্ষার্থীদের জন্য জরুরী।
গানের উচ্চারনের জীবন্ত এনসাইক্লোপিডিয়া।।।
ভালবাসা অবিরাম স্যার।
Thanks For comment
এক কথায় অসাধারণ অনুষ্ঠান। কবির সুমন কি উনিও নিজেও জানেন না। কথাগুলো মনে রাখার মতো।
তোমার তুলনা আমি খুঁজি না কখনও, সুমন। তুমি অতুলনীয়।!
এর থেকে ভালো গানের প্রোগ্রাম কখনো হয়নি আর হবেও না।
Thanks for comment
কবির সুমনের গান শুনতে পারাটা আশির্বাদ ❤️
কি কন্ঠ! কি জ্ঞানের গভীরতা!
Thanks For comment
সুন্দর, শুধু সুমন...
গানের এধরনের ক্রমাভিসারের আরও ব্যাপ্তি প্রয়োজন.... গায়কের এই দায়িত্ব পালনের জন্য, সশ্রদ্ধ নমস্কার।
সুমন চট্টোপাধ্যায় এর মত শিল্পী পৃথিবীতে আর জন্মাবেন না। অসাধারণ। এত জ্ঞানের অধিকারী তিনি যে অন্য কারোর সঙ্গে তুলনীয় নন তিনি।
Thanks For comment
তিনি এখন কবির সুমন।
সুমন বাবু প্রকৃত সংগীতজ্ঞ ।
শ্রদ্ধাভাজন এই বিশেষ ভিন্ন রকম মানুষের উপরের মানুষ কে গায়ক গীতিকার সুরকার
বা অন্য কোন অভিধায় ফেলতে পারছিনা।
ইনি শুধুই শতাব্দীর একজন মাত্র কবির সুমন,
মানুষের অনন্ত বিস্ময়!!!
Ajke abar dekchi... Speechless
বাংলা আধুনিক গানের জন্য আর্শিবাদ সুমন দা ।
Thanks For comment
Bah! Onek kichu jante parlam
অসাধারণ আলাপচারিতা! মুগ্ধতা।
কবির সুমনকে দেখে মানুষের ভিতর বাহিরের অন্তরাত্মার সর্বোচ্চ রূপ দেখলাম.... নিজেদের সমৃদ্ধ করার চেষ্টার তাগিদ অনুভব করলাম
Thanks for comment
এক জীবন্ত ইতিহাস
Thanks For comment
Thank god DeshTv decided to host this program with Partho Barua and not some random host giving the proper respect to this legendary artist.
If it wasnt Partho Barua hosting, there wouldnt be all these interesting and intellectual conversation.
Thanks For comment
He is not only a singer! He is an institutions!
❤❤❤ salute the legend ❤❤❤
High quality all rounder.
Thanks for comment
গান নিয়ে সুন্দর আলোচনা
কি দেখলাম পুরোটা মন্ত্রমুগ্ধের মত।
Namita Guha. Nice prsentation
As a Bengali I am proud for you.
Thanks a lot
Speechless. Excellent Kabir Suman .
Thanks For comment
অনবদ্য
অসাধারণ।❤❤
Thanks for comment
মালিবাগে দেশটিভির স্টুডিওতে সরাসরি এই আয়োজনটি দেখার সুযোগ হয়েছিল আমার। পারভেজ ভাই প্রযোজক! দেশ টিভির আরেক প্রডিউসার সুমনা দি আমাকে এই সুযোগ দিয়েছিলেন জীবন্ত এই কিংবদন্তীকে একান্তে শোনার! পুরো স্টুডিও গম গম করছিল। প্রোগ্রামের প্রচলিত ছক ভেঙে দিয়েছিলেন সুমন, পার্থ দা থেকে শুরু করে গ্রীণরুম থেকে পারভেজ ভাই- সবাই সুমনের অপ্রচলিত প্রাণবন্ত ছকেই হেঁটে চললেন। সুমন কথক, কথা না বলতে পারলে গানে নিজেকে জাগাতে পারেন না। সে ভাবেই প্রোগ্রাম চললো, প্রচলিত ধারার বাইরে! পার্থ দা, দুর্দান্ত ও সতর্কভাবে হ্যান্ডেল করেছিলেন এই আনপ্রেডিক্টেবল খ্যাপা লোকটাকে! ব্র্যাভো দাদা!
দেশ টিভির বর্ষপূর্তিতে বাংলাদেশ সুমনকে যথাযথ সম্মান প্রদর্শন করেছে। দারুণ আয়োজন। অভিনন্দনযোগ্য।
প্রিয় সুমন 🌹🌹❤️❤️
এই ক্ষণজন্মার সাথে আমাদেরও আত্মার সম্পর্ক আছে ভেবে তৃপ্তি পাই, ভাবতে ভাল লাগে যে উনি আমাদেরও।
Thanks For comment
Apurba .
কবির সুমনের সাথে আড্ডা দেয়ার জন্য আরো প্রাজ্ঞ ব্যক্তির দরকার ছিল।
কিছু বলার নেই,, কারণ সুমন একটাই হয়।
Suman da it's an awesome presentation, just as a gift from eternity!
Thanks For comment
Thanks For comment
অসাধারণ
Thanks for comment
Dada, you are an ocean
Nice program
ধন্যবাদ দাদা........
Thanks for comment
The legendary, The Maestro Kabir Sumon
Thanks For comment
Sumon ❤
এরকম প্রোগ্রামের ভিউ দেখার পরে বুঝতে আর বাকি থাকে না, এই দেশে হিরোলামের ভক্ত না সরাসরি হিরোলামের সংখ্যাই ৯৫%।
ঈশ্বর স্বর্গের উপস্থিতি জানান দিচ্ছেন
Thanks For comment
@@Deshtventertainment Wlc
LEGENDS !!!
👍🏻🙏
Spellbinding Suman the Living Legend!
Thanks for comment
আহা।আহা
সুমন দা🙏
পার্থ দা কে খুবই নার্ভাস মনে হচ্ছিল☺️
The maestro
Partho borua dada apnar sowvaggo amon akjoner sathe program korechen
jokhon samne Sumon Kobir .... Anchor ta joggo howa chai !
Nice sumanda
Thanks For comment
এমনভাবে গাইতে একজন কবীর সুমনই পারে।
Thanks for Comment
Respect from Heart
আহা আহা
"Dementia এ ভুগে আজকাল সব ভুলে যাচ্ছি ☺️" - তারপরেও এত কিছু মনে রেখেছেন।
Second part please
Thanks For comment
ফোন কলগুলো না নিলে আরও সমৃদ্ধ হওয়া যেত
🙏🙏🙏🙏🙏❤️❤️😭👌👌👌
what is the name of the SONG between 11:23 to 12:14
Thanks in advance.
সারারাত জ্বলেছি
এটা সুমনের নিজেরই গান
Jali
কত সহজ ভঙ্গি
Thanks For comment
To interview Kobir sumon not easy. Parho good singer but not know literature of songit. His questions not intellectual.
Suman halo janoyar
47.3
শুভ অক্ষয় তৃতীয়া
অক্ষয় হোক জীবন
অনন্তের আশায় অক্ষয়ের আবাহন
মঙ্গল হোক এই মালটার
বোকা*দা
Eats gan noi gan Nia jhodo chalcha,Ami banglie Hoi gorbho
Thanks For comment
He is an institution
Thanks For comment
ua-cam.com/video/Gst2OdbU5Co/v-deo.html
কবির সুমন
উপস্থাপনা ভালো হয়নি।
উপস্থাপকের কিছু করার ছিল না। কবি সুমনের এই অসাধারণ পর্যবেক্ষণ তাকে কোন প্রশ্ন উত্তরে বাঁধা যায় না-- চুপ করে মন্ত্রমুগ্ধ হয়ে শুনে যাওয়া ছাড়া।
Goat=Kalighaf
Tor gane muti.
Shows your mentality
মালটার পোজ পশ্চার দেখে মনে হয় যেন এলভিস প্রেসলি আসলে কিন্তু ওটা একটা খাজা মাল। এই মালটাকে নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে রুচিতে বাধে।
Suman is a musicilogist Elvis is musician.You do not understand any of them.Suman has no influence of Elvis
@@rakhimukerji7937 সুমনকে জানতে চাওয়ার মতো বিকৃত রুচি আমার কখনো হয়নি তাই আমি ঐ মালটাকে জানি না তবে এলভিস প্রেসলী সম্পর্কে মনে হয় আপনার চেয়ে কম জানি না।
কারো করা কমেন্টের উত্তরে কাউন্টার কমেন্ট করার আগে কমেন্ট টা ভাল করে বুঝতে হয়, আপনি সেটা করেন নি।
সুমন ও এলভিস প্রেসলী এর মধ্যে শ্রেণী গত তুলনা করা আমার উদ্দেশ্য ছিল না, সেটা সম্ভব ও নয়, আমার মন্তব্য ছিল সুমনের পোজ পসচার নিয়ে। বুঝলেন কিছু?
আপনার এই জ্বলনের কারণ কি রাজনৈতিক না অন্য কিছু? সুমনের ব্যাক্তিজীবন ? এই সাক্ষাৎকারের কোন অংশটা আপনাকে আপনার নিজেকে বা"খাজার" কথা মনে করালো?😂
Faltu Suman
Anar galay sur laguna.
Ki rakam?
অসাধারণ অনুষ্ঠান।