Kabir Sumon | বাংলাদেশকে আমার চেনা হয়ে গেছে! | আর কোন দিন বাংলাদেশে যাবো না

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2018
  • Kabir Sumon | বাংলাদেশকে আমার চেনা হয়ে গেছে! | আর কোন দিন বাংলাদেশে যাবো না | Somoy TV
    "SOMOY TV" is the Most Reliable News Source and Leading 24/7 News Based TV Channel in Bangladesh
    ====================
    Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except ‍SOMOY TV (SOMOY Media Limited).
    This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on UA-cam.
    Stay Connected with us:
    ====================
    "SOMOY TV (Somoy Media Limited)" is the Leading 24/7 News Based TV Channel in Bangladesh.
    Website: www.somoynews.tv
    Google Plus: plus.google.com/+somoytvnetup...
    UA-cam: / somoytvnetupdate
    Facebook: / somoynews.tv
    Twitter: / somoytv

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @brojenbasak484
    @brojenbasak484 2 роки тому +5

    খুব ভালো লাগলো সুমন বাবুর সাক্ষাৎকার। এটা মনে হয় উনার জীবনের শ্রেষ্ঠ প্রতিবেদন। ধন্যবাদ।

  • @piklupriyo5081
    @piklupriyo5081 2 роки тому +14

    ক্ষমা করবেন জাতিস্মর, শিল্পের কোন কাঁটাতার নেই। শিল্পের ভালোবাসা রইলো আপনার জন্য।

    • @alisystech6883
      @alisystech6883 2 роки тому

      Shilpo tura bap detai bichh rastai bosay mulkhai tader satay karbi

    • @alisystech6883
      @alisystech6883 2 роки тому

      Arr pir saheb satay karbi

    • @chamelirakshit3756
      @chamelirakshit3756 2 роки тому

      @@alisystech6883তোগে নেডে মেয়ে বে করিছে তগে দুলোভাই রে ,

  • @shantanuchatterjee327
    @shantanuchatterjee327 6 років тому +1

    অসাধারণ একটি সাক্ষাৎকার শুনলাম। একবিংশ শতকের দ্বিতীয় দশকে আমার যৌবন। তাই মুক্তিযুদ্ধ আমি দেখিনি। কিন্তু বাংলাদেশের এই জয়, সুমনবাবুর কথায় এত বীরদর্পে ফুটে উঠল, বাঙালি হিসেবে নিজেকে আজ আরো অনেক বেশি গর্বিত বোধ করছি। আমি একজন ভারতীয়। ভারত আমার দেশ এবং জন্মভূমি। সুমনবাবুর কথার সঙ্গে একমত যে বাংলাদেশে এখন প্রভূত পরিমাণে ভারতবিদ্বেষী মানসিকতা কাজ করে। সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও এই বিদ্বেষের শিকার হয়েছি। ভারতবিদ্বেষ না থাকলে বাংলাদেশকে আমি আরো অনেক ভালবাসতে পারতাম। আক্ষেপ রইল, এক ভাষা, এক জাতি হওয়া সত্ত্বেও আমাদের জাতি এখনও কৃত্রিম বিদ্বেষকে পুঁজি করে চলে। এ আমাদের গোটা জাতির লজ্জার কারণ হওয়া উচিত।

  • @BeadedHouse
    @BeadedHouse 2 роки тому +9

    শিল্পীরা কখন ও আলাদা দেশ বা জাতের হয় না। তারা সব দেশের সব মানুষের শিল্পী।এই কথা আমাদের মনে রাখা উচিৎ।

  • @kaidhk4457
    @kaidhk4457 2 роки тому +20

    অত্যন্ত প্রনবন্ত কথা, চমৎকার যুক্তি ও সাজিয়ে কথা বলা সুমন বাবুর ব্যাক্তিত্বের বহিঃপ্রকাশ। আমি ৬ বৎসর কমিয়ে দিয়েছিলাম চাকুরীর বয়স ধরে কিন্তু আমার ভাগ্যে চাকুরী জোটেনি।

  • @betterreaction
    @betterreaction 4 роки тому +43

    সরি স্যার কিছু খারাপ লোকদের জন্য বাংলাদেশকে আমাদেরকে ভুলে যাবেন না।

    • @nadirr819
      @nadirr819 2 роки тому

      ভুলে গেলেও কিছু যায় আসে না।

    • @abhrabhaduri5311
      @abhrabhaduri5311 2 роки тому

      F
      Ei loktake ghrina kori

    • @chadplaysfifa2363
      @chadplaysfifa2363 9 місяців тому

      Exatly. 3rd ক্লাস লোক with 3rd ক্লাস মানসিকতা। @@nadirr819

  • @voiceofbirnagar3463
    @voiceofbirnagar3463 2 роки тому +3

    অসাধারণ ব্যাক্তিত্ব 🙏🙏🙏 প্রাসঙ্গিক আলাপচারিতা ❤️❤️❤️ ভীষন গুণী মানুষ🙏🙏🙏 প্রণাম জানাই 🙏🙏🙏

  • @user-qp7yw1lg2i
    @user-qp7yw1lg2i 2 роки тому +15

    ভীষণ স্পষ্টবাদী মানুষ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

  • @nurhossin265
    @nurhossin265 4 роки тому +53

    আপনি অনেক বড় মনের মানুষ আজ অভিমানি। আমরা আপনাকে ভালোবাসি দাদা।

  • @afsanamithun
    @afsanamithun 4 роки тому +48

    অসাধারন লাগলো কথা গুলো। মুক্তিযুদ্ধের চেতনায় আপনার অবদান প্রশংসনীয়। আপনার অভিমান ন্যায়সঙ্গত। শিল্পকলার ঐ দুঃখজনক ব্যাপারটির জন্য আমরা বাংলাদেশী হিসেবে আন্তরিকভাবে লজ্জিত স্যার। তবে একথা সত্য যে বাংলাদেশীরা ভারতীয় বাঙ্গালী শিল্পীদের খুব পছন্দ করে। বাংলাদেশে আবার আসার নিমন্ত্রন রইলো।

  • @shelinaafrinrita7550
    @shelinaafrinrita7550 2 роки тому +1

    অাপনাকে অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধের সময় অাপনার এত বড় অবদান। কিন্তু বাংলাদেশের সবাই খারাপ নয়,একটা জামাতি, হেফাজতের দল অাছে,যারা এরকম করে থখে। দুঃখ পাবেন না। বাংলাদেশে অাসবেন

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 2 місяці тому

    মানচিত্রে শিল্প রেখা ধারণ করতে অপারগ ",,,, জগত অনন্ত ,,, ,, দূর্লভ জীবন " সবসময়ের শুভ কামনা

  • @zamizakaria3646
    @zamizakaria3646 6 років тому +40

    আপনার প্রতি বাংলাদেশের অসম্মানজনক আচরনের জন্য একজন বাংলাদেশী হিসেবে আমি লজ্জিত । ক্ষমা করবেন এ হীনতা ।

  • @youpedia2781
    @youpedia2781 6 років тому +40

    Salute Sir,Love from Bangladesh. we really love you.

  • @HafizurRahman-rv1tj
    @HafizurRahman-rv1tj 3 роки тому +2

    আশলেই,কবীর সুমনের গানের মধ্যে কি যেন আছে!!!!
    আমি কোন দিন ওনার গান শুনুনি। কিন্তু আজ একটা গান শুনে অন্তরে ধারন করতে বাধ্য হলাম।কারন তার গান শুধু গান ই না,বুকে কাপন ধরিয়ে দেয়।

  • @5mix883
    @5mix883 5 років тому +1

    সুমন স্যার অনেক গুনি মানুষ, তার ব্যক্তিগত চরিত্র কেমন তা আমি জানি না আর জানার ইচ্ছাও নাই।আমি তার গুনের প্রতি শ্রদ্ধা করি।আর আমি বাংলাদেশি এবং আমার স্থান থেকে এই গুনি শিল্পির কাছে ক্ষমা চাই যদি যদি সে আমার দেশ থেকে কষ্ট পেয়ে থাকেন তার জন্য।উফফফ সেলুট স্যার আপনার গুনকে।আপনি সত্যিই কিংবদন্তী।আর আমিও যশোর থাকি এবং তাকে সম্মান জানাই কারন সে তার গুনি মুখে আমার শহরের নাম নিয়েছেন,ধন্যবাদান্ত।

  • @shahinkamal7602
    @shahinkamal7602 2 роки тому +7

    প্রিয় কবির সুমন দাদা,
    আপনাকে আদাব।
    আপনি আমাদের একজন শ্রদ্ধাভাজন শিল্পী। দু/ একজন মানুষ মানে পুরো বাংলাদেশ নয়। আপনি অবশ্যই আসবেন বাংলাদেশে। আমরা আপনার গান শুনতে চাই সামনাসামনি। আপনার দীর্ঘ সুুস্হ জীবন কামনা করছি। ♥️♥️♥️

    • @sofiqulsobuj719
      @sofiqulsobuj719 Рік тому

      সুমন কবির হিন্দু ধর্ম ত্যাগ করে এখন মুসলমান

  • @MonirHossain-ct7vr
    @MonirHossain-ct7vr 4 роки тому +7

    দাদা আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা ভালো থাকবেন 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @ArafatitBangladesh
    @ArafatitBangladesh 3 роки тому

    আবার আনবোই আপনাকে শ্রদ্ধেয় মহোদয়!! আমরা বাংলাদেশী। আপনার প্রতি শ্রদ্ধা, আর ঐ এক শ্রেণীর বুদ্ধিজীবিরা আমাদের ও খাচ্ছে। আপনার কস্টের সাথে ভাগ নিলাম।
    রিপোর্ট টি করবার জন্য কতৃর্পক্ষ কে শুকরিয়া।
    মানণীয় প্রধানমন্ত্রী’র দৃষ্টি কামনা করছি। এটি দেশের ভাবমূর্তির বিষয়।

  • @narayanchandrapaul3673
    @narayanchandrapaul3673 2 роки тому +12

    ১৯৯৮ সালের উনার একটা কনসার্টে আমি ছিলাম। প্রায় ৩ ঘন্টা উনি একাই গান করে গেছেন শুধু গিটার নিয়ে। কি অসাধারন তার গানের দক্ষতা-এই ৩ ঘন্টা কত দ্রুত যে কেটে গিয়েছিলো! আমার দেখা সবথেকে ভাল গানের প্রোগ্রামের একটি।
    আমার মনে হয় ভিডিওটির টাইটেলটি তার এতো চমৎকার একটি ইন্টারভিউকে খাটো করে। আরো সুন্দর এবং ভিন্ন টাইটেল হতে পারতো।

  • @shumelyhhj8431
    @shumelyhhj8431 4 роки тому +73

    আমি বাংলাদেশী, আপনার গান অনেক ভালো লাগে আমি শুনি আমি একজন বাংলাদেশের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করবেন প্লিজ , আর আসবেন বাংলাদেশে

    • @sknayeem6287
      @sknayeem6287 2 роки тому

      🤣🤣

    • @sknayeem6287
      @sknayeem6287 2 роки тому +4

      হায়রে ভারতীয় দালাল আর কতো ভারতের পা চাটবি??

    • @debopriyodas7169
      @debopriyodas7169 2 роки тому

      @@sknayeem6287 তোর বাবার বিচি

    • @debopriyodas7169
      @debopriyodas7169 2 роки тому

      @Hummingbird Rainforest লাগুক ঝামেলা 🤣

    • @animatalukder8618
      @animatalukder8618 2 роки тому

      @@sknayeem6287 আরে শুয়োরের বাচ্চা ও তো ভারতীয়।পাতি নেড়ে।

  • @rajdeepghosh9943
    @rajdeepghosh9943 2 роки тому

    অসাধারণ। অনবদ্য সাক্ষাৎকার। কবির সুমন সম্পর্কে অনেক ধারণা পাল্টে গেল।

  • @nanditabanerjee297
    @nanditabanerjee297 Місяць тому

    🌹শিল্পীকে অনন্ত শ্রদ্ধা 🌹ধন‍্যবাাদ🙏

  • @arabindadutta1419
    @arabindadutta1419 2 роки тому +16

    উনি ঠিক বলছেন, সরকারি হাসপাতালে বড় ডাক্তার এবং পরিসেবা অনেক ভালো। তবে এটা জোর দিয়ে বলা যায়, যে যার মত পরিচিতি তার জন্য তত ভালো পরিসেবা।

  • @alireza6127
    @alireza6127 2 роки тому +11

    I appreciate Shumon's decision. Good luck.

  • @sksamadder4316
    @sksamadder4316 2 роки тому

    শ্রদ্ধেয় কবীর সুমন কে আর একবার মনের অন্ত করন দিয়ে শ্রদ্ধা এবং নমস্কার জানালাম।
    - তার অসাধারণ কন্ঠস্বরের জন্যে।
    - তার অন্তরের আত্মার, গানের সাথে যুক্ত থাকার জন্য ।
    - তার পরাশুনা করার চেষ্টা, গান কে হৃদয় দিয়ে অনুভব করার জন্য।
    - বাংলাদেশের মুক্তিযোদ্ধার স্মরণে, তার অসামান্য আত্মত্যাগের জন্য।
    কিন্তু:-
    যে অসম্মান সইতে হোল, সেই বাংলা দেশে আর একবার গান গাইতে গিয়ে, তার জন্য:-
    - ধর্মীয় শাসন কি এতটুকু দায়ী ছিল না?
    - বাংলাদেশ সরকার চুপ করে বসে ছিল, তার জন্য ধর্মীয় আবেগ কে মেনে নেওয়ার সম্ভবনা কি এতটুকু ছিল না?
    --- কুমির বা হায়না কে যতই পেট ভরে খেতে দেও না কেন, সুযোগ পেলে তোমাকে ই মেরে খেতে আসবে,কৃতজ্ঞতা বোধ থাকে না।
    মুসলমান দের মতন ডাল মানুষ
    সারা পৃথিবীতে খুব কম ই আছে,
    কিন্তু সামান্য কিছু সংখ্যক অশিক্ষিত মুসলমানরা, ধর্মের মিথ্যা প্ররোচনা য়, আজ পর্যন্ত যা করে আসছে, বাকি সব ভয়ে তার প্রতিবাদ করতে পেরে ওঠেনি, তার জন্য সারা পৃথিবী, সমগ্র মুসলমান জাতের নিন্দায় সরগর, আমি তার তীব্র প্রতিবাদ
    জানাচ্ছি।
    অবশেষে জানাই :-
    অপমান টি না ভুলে, দূরে সরিয়ে রেখে, কবীর সুমন আমাদের হৃদয়ে, আরও একশ বছর বেঁচে থাকুক। তার গলার আওয়াজ, গানের মর্মস্পর্শী অনুভূতির কথা আরও একশ বছর, আমরা যেন শুনতে পাই।

  • @mohammadaburashel4529
    @mohammadaburashel4529 2 роки тому +2

    মাফ করে দিন ।আমরা সাধারণ জনগন আপনাকে ভালবাসি ।

    • @asrana9919
      @asrana9919 2 роки тому

      Sir , He is a reverted muslim . So , Hindu is against him . I am from Bangladesh. Chittagong

  • @Rabita2011
    @Rabita2011 2 роки тому +3

    ক্ষমা চাইবার ভাষাও নেই! সালাম ও বিনম্র শ্রদ্ধা।

  • @fzllhuq
    @fzllhuq 3 роки тому +29

    অনেক ভালো লাগল দাদার কথাগুলো শুনে। দাদা তোমার জন্য অনেক ভালোবাসা। কিছু কুলাংগারের জন্য পুরো বাংলাদেশ কেন দায় নিবে। তুমি আসবে, তোমার অপেক্ষায় থাকবে পুরো দেশ।

  • @sudipdas8553
    @sudipdas8553 2 роки тому +1

    ভাল লাগলো, শ্রদ্ধা বাড়লো। সবেধন নীলমনি। অন‍্যান‍্যদের চেয়ে চিন্তাভাবনায় কয়েক কদম এগিয়ে। সাহসী। নির্লোভ।

  • @sheikhadnan100
    @sheikhadnan100 6 років тому +1

    কবির সুমনকে আমরা জানি কদিন হল মাত্র। উনি তো আমাদের ছোটবেলা থেকেই সুমন চট্টোপাধ্যায় নামে আমাদের ভালোবাসার মানুষ। বাংলাদেশে উনি যেমন কষ্ট পেয়েছেন, এমন অনেক কষ্ট আমাদের শিল্পীরাও ভারতের কোন কোন শিল্পীর কাছ থেকে পান। কিন্তু সবাই তো এক রকম না। যারা ইনার মনে কষ্ট দিয়েছে, তারা ভুল করেছে, তাই বলে আমাদের ভালোবাসা মিথ্যা নয়।কবির সুমন একশবার বাংলাদেশে আসবেন, গান গাইবেন। আর না আসলেও কিছু যায় আসে না। ভালোবাসার গান আমরা ইউটিউবে শুনে নিব। কিন্তু আমাদের কিছু খারাপ মানুষের জন্য পুরো দেশের উপর রাগ থাকা ঠিক নয়। আমরা আপনাকে সারাজীবন ভালোবাসব। আমরা জানি, আপনিও আমাদেরকে ভালোবাসেন।

  • @amitavachakraborty1775
    @amitavachakraborty1775 2 роки тому +16

    Some people learn the lessons of truth through hard personal experience. It's very sad .

  • @Skylark-ns1mz
    @Skylark-ns1mz 4 роки тому +70

    As a Bangladeshi, I am extremely sorry for the behavior shown to Kabir Sumon Sir. We love and respect you. We express our gratitude for the contribution you made for us. Please forgive us. We welcome you from our heart.

    • @Pmriding
      @Pmriding 2 роки тому +1

      Tomader moto loker sonkha ta koto ..j andolon er jhor boilo na ..

    • @sanjaygoswami3777
      @sanjaygoswami3777 2 роки тому

      Take him away to Bangladesh immediately. We don't want him in our society.

  • @shaheenjaman5032
    @shaheenjaman5032 2 роки тому

    আপনি আমাদের ক্ষমা করুন আমরা ভুল করে থাকলে!!!!
    ভাই কি ভাইয়ের উপরে রাগ করে থাকতে পারে, অভিমান করতে পারে!!!
    রাগ নয়!!
    আপনি একজন বৃহৎ উদার মনের মানুষ, আমি মনে করি আপনার হৃদয় মহা সাগরের চেয়েও বিশাল!!!
    ক্ষমা একটি মহৎ গুণ, নিশ্চয় আপনি আমাদের বাংলাদেেশ আবার আসবেন, আবার গাইবেন, আমরা যারা ক্ষুদ্র ভক্ত আছি যারা অন্তত শান্তি পাব -সাথে দেশের মানুষও!!
    আমরা ফিরে আসার প্রত্যাশায় রইলাম আপনার হে মহান শিল্পী 💜💜💜💜

  • @mahmudsarwar268
    @mahmudsarwar268 2 роки тому

    লাল সালাম , লাল সালাম ,
    সুমন তোমায় লাল সালাম ।
    জনতার কণ্ঠ তোমার সুরে
    যতোই থাকো দূরে সরে ,
    জেনে রেখ সুর -একটাই
    নিপীড়িত জনতার মুক্তি চাই - মুক্তি চাই

  • @guesswho1504
    @guesswho1504 6 років тому +18

    খুব স্পষ্ট বক্তা। এইরকম লোক আজকের দিনে হয় না। Hats off দাদা !

  • @tuhinislam7566
    @tuhinislam7566 6 років тому +224

    যে মুক্তিযোদ্ধাদের জন্যে কবির সুমন ফ্রি কনসার্ট করল,তাকে আমরা সম্মান দিতে পারলাম না.....সরি কবির সুমন......!!!

    • @bachelorfoodie99
      @bachelorfoodie99 6 років тому +8

      Tora pagolchoda Bangladeshi

    • @arghofootballzz2520
      @arghofootballzz2520 3 роки тому +10

      @@bachelorfoodie99 tui rohinga 😂

    • @ahsanulkabir4405
      @ahsanulkabir4405 2 роки тому +9

      এটাতো কবির সুমনদের অলিখিত অঙ্গরাজ্য ! বানানোর জন্য ই মুক্তিযুদ্ধ।।

    • @dipakray1217
      @dipakray1217 2 роки тому +6

      @@ahsanulkabir4405 - Tui really adhunik Mirzafor, bujhli Kangloo!!!

    • @shahnewazhoque1551
      @shahnewazhoque1551 2 роки тому +15

      @@bachelorfoodie99
      মেনে নিলাম আপনার কথা কোন রকম আপত্তি ছাড়াই। কারণ সেই ৯০ সাল থেকেই কবির সুমন তথা সুমন চট্টপাধ্যায়কে ভালবাসি তার "শেষ পর্যন্ত তো-মাকে চাই" গানের জন্য। তখন জানতাম না যে তিনি ভারতীয়। বরং বাংলাদেশিই মনে করতাম। কিন্তু যখন জানলাম যে তিনি বাংলাদেশি না হয়েও বাঙ্গালী হিসাবে বাংলাদেশের জন্য এত আকূল তখন আমাদের ভালবাসা বেড়ে যায় বহুগুন। কবির সুমনের জন্য ভালবাসা কখনই কমবে না। প্রিয় কবির সুমনকে কিছু জানোয়ার এদেশে আসতে দেয়নি এটা আজই প্রথম শুনলাম এবং তার মুখ থেকেই। এই লজ্জা ঢাকার যায়গা আমাদের নাই। আপনি যতখুশি গালি দেন, অপবাদ দেন তাতে একটুও কষ্ট পাবো না। আমার নেতাকে যিনি এত ভালবাসেন, আমার নেতার প্রত্যাবর্তনে যার পুরো পরিবার এমন খুশি হন, আমার দেশকে যিনি নিজের দেশ ভাবেন, মুক্তিযুদ্ধ যাদুঘরের জন্য যার এমন অবদান তাকে আমার দেশে আসতে না দেওয়াটা কতটা লজ্জার তা বলে বুঝাতে পারবো না। তাকে বলে দিয়েন, আমাদের হৃদয় থেকে তিনি তার গানগুলোকে যেমন মুছে দিতে পারবেন না তদ্রুপ তার প্রতি ভালবাসাও মুছে দিতে পারবেন না। খুব বড় অপরাধী বানিয়ে দিলেন আমাদেরকে।

  • @gorbitobangali7612
    @gorbitobangali7612 3 роки тому +7

    বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদের প্রতি ওনার যে মুল্যায়ন যে শ্রদ্ধাবোধ তাতে এটা সুস্পষ্ট যে শিল্পী দের কোনো জাত নেই। ওনার ভবনা ও মুল্যায়ন তাঁর প্রতি শ্রদ্ধা আরো বাড়িয়ে দিলো। শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন আপনাকে। দির্ঘজীবি হোন ।

  • @lukmanhakim5031
    @lukmanhakim5031 2 роки тому

    তোমাকে চাই গানের লেখক তিনি জানতাম না তো
    আমাদের এতো পরিচিত এতো জনপ্রিয় গান তোমাকে চাই আর তার লেখা সেই গান অসাধারণ

  • @rajibulhaque3062
    @rajibulhaque3062 4 роки тому +116

    আমরা দুঃখিত স্যার,, আমাদের ক্ষমা করুন,,,বাংলাদেশ, বঙ্গবন্ধুর প্রতি আপনার যে শ্রদ্ধাবোধ , একজন বাংলাদেশী হিসাবে আমি লজ্জিত,ক্ষোভে কাঁদলাম,,, বাংলাদেশ আপনারও দেশ,,, আপনি আসুন স্যার।

    • @sknayeem6287
      @sknayeem6287 2 роки тому +8

      হায়রে ভারতীয় দালাল আর কতো ভারতের পাঁ চাটবি?? 😡😡

    • @arabindasarkar8611
      @arabindasarkar8611 2 роки тому +1

      রাজিবুল ভাই, ভালোবাসার আবেগ যখন হৃদয় সমুদ্রের গভীরে পথ হারায় তখন চোখদুটি অশ্রুসিক্ত হয়ে বাইরের জগৎকে জানান দেয় , সে ভালবাসা কত গভীর। হৃদয়হীন যারা , তারা বুজবে কি করে। আপনার ভালবাসা অনেককেই স্পর্শ করেছে । এটুকুই তো মানুষকে অন্যান্য প্রাণীজগত থেকে আলাদা করেছে । ভালবাসা নেবেন । নমস্কার।

    • @nabarunchakraborty7387
      @nabarunchakraborty7387 2 роки тому +2

      বাংলাদেশ বেঈমান। মুক্তিযুদ্ধে ভারত প্রাণ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। শেষ পর্যন্ত সুমন চট্টপাধ্যায়কে অপমান করেছিলেন। আমি মনে করি ওনার যাওয়া উচিৎ। বাংলাদেশের প্রয়োজন পড়লে ভারতে এসে সুমন চট্টপাধ্যায়ের সাথে ক্ষমা চেয়ে সঙ্গীত পরিবেশন করুক। ভারতে এখনো গাওয়া হয় রবি ঠাকুরের এই ভারতের মহা মানবের সাগরতীরে।

    • @nabarunchakraborty7387
      @nabarunchakraborty7387 2 роки тому +3

      সুমন চট্টোপাধ্যায়ের বাংলাদেশে না যাওয়াই উচিৎ ! ওনার মত গুণী শিল্পীর বাংলাদেশে যাওয়া ভারতের অপমান।

    • @mdchan100
      @mdchan100 2 роки тому

      @@sknayeem6287 hare Pakistani Dalal. Tora to sob khane rajnitee tene anen.

  • @kabirahmed7982
    @kabirahmed7982 3 роки тому +9

    স্যার কিছু কুলাঙ্গারের জন্য আমাদের সকলের ওপর আভিমান করে থাকবেন না প্লিজ। সাধারণ মধ্যবিত্ত বাংলাদেশীদের কাছে আপনি অতি প্রিয়। নোংরা তাবেদারি রাষ্ট্রিয় সিস্টেমের কাছে আমরাওতো বন্দি।

  • @user-jb2ky6ig7f
    @user-jb2ky6ig7f 7 місяців тому

    আপনি একজন মহান ব্যক্তি। সালাম।

  • @masummiah6536
    @masummiah6536 4 роки тому

    সময় টিভি কে ধন্যবাদ এমন সুন্দর একটি সাক্ষাৎকার শুনার ব্যবস্থা করে দেয়ার জন্য ,সেই সাথে প্রচন্ড তীব্র ভাষায় বলতে চাই এই ধরনের মিথ্যা ক্যপশন দিয়ে ভিউয়ার বাড়ানোর হকারি মানসিকতা থেকে পরিবর্তন করতে হবে আপনাদের, নইলে শূন্য ভিউয়ার হয়ে পরে থাকতে হবে একদিন, কবির সুমন মহাশয়ের সাক্ষাৎকার টি আমাদের গর্বের বিষয় ছিলো , হ্যা উনার মনে কেউ কষ্ট দিয়ে থাকতে পারে তার জন্য আনুষ্ঠানিক ভাবে দুঃখপ্রকাশ করা যেতে পারে এবং যেহেতু উনি মুক্তিঝুদ্ধ জাদুঘরের জন্য বিরাট কন্ট্রিবিউশন করেছেন এবং আমাদেরকে মন থেকে ভালবাসেন তাই তাকে রাস্টীয় সন্মাননায় ভূষিত করা উচিত ছিলো ,কমপক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ব্যবস্থাপনা কমিটি উনাকে সন্মাননা দিতে পারতো ।

  • @monikhan2235
    @monikhan2235 2 роки тому +9

    স্যালুট জানাই ভাই আপনাকে এতটা ভালবাসেন আমাদের দেশটা কে আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন নেক হায়াত দান করুন আমীন। আমাদের ক্ষমা করে দিন 🙏

  • @hgffhytfhkhggfh8285
    @hgffhytfhkhggfh8285 4 роки тому +3

    স্যার মাফ করে দেবেন।এখনও বাংলার জন্য আপনার মন কাদে

  • @drhemel
    @drhemel 2 роки тому +2

    বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

  • @mdshahadat9909
    @mdshahadat9909 2 роки тому

    স্যার বাংলাদেশের সঙ্গিত প্রিয় মানুষ আপনাকে ভালোবাসে। অসভ্যলোক সব দেশেই থাকে। আপনার অভিমানকে সম্মান করি। আমাদের প্রতি ভালোবাসা আপনি অভিমান দিয়ে বুঝিয়ে দিয়েছেন।

  • @baijayantibiswas5459
    @baijayantibiswas5459 2 роки тому +24

    ভারতবর্ষ থেকে বলছি, বঙ্গবন্ধুর ভাষণ সেই সময় আমাদের এতটাই উদ্বুদ্ধ করেছিল যে আমরা প্রতিদিন উৎকন্ঠিত হয়ে থাকতাম খবরের জন্য। আজ যখন শুনি ভারতবর্ষ খুব খারাপ, রবীন্দ্রনাথ ঠাকুর খারাপ, আমার কেমন অবাক লাগে।

    • @amalenduchattopadhyay4909
      @amalenduchattopadhyay4909 2 роки тому +3

      Lerera bhalo hote pare na.
      Aj paryanto kono LERE kono bhalo kaj koreni.LERE manei khun kharabi
      Churi jochhori pocketmari Goruchuri
      Chhintai Deshbirodhi kaj..smuggling.

    • @amalenduchattopadhyay4909
      @amalenduchattopadhyay4909 2 роки тому +1

      Bangbandhur bhasanta kono Bangldesh thheke noy...Park circus
      thheke pracharito hoto.
      Ato abeg dekhanor kichhu nei.
      Lereder asol cheharata eirakami.

    • @aeyshaeman4752
      @aeyshaeman4752 2 роки тому

      Bangladesh sorkarer kas teke fayda lutar jonnoi joto vab dekan

  • @Apitaf999
    @Apitaf999 6 років тому +85

    প্রিয় কবির সুমন, আমাদের দূর্ভাগ্য আপনার মত একজনকে এতটা কষ্ট পেতে হয়েছে বাংলাদেশে এসে ।

    • @saifulalam2127
      @saifulalam2127 6 років тому +3

      কষ্ট আমাদের মাইলস ও পেয়েছিল।

    • @sbrahmachari
      @sbrahmachari 6 років тому +7

      নিশ্চই। কিন্তু এক কষ্ট, অন্য কষ্টের অজুহাত হতে পারে না। দুই কষ্টই সমানভাবে বাঙালির লজ্জা।

    • @Apitaf999
      @Apitaf999 6 років тому +9

      Saiful Alam কিসের সাথে কি তুলনা করছেন আগে বুঝতে শেখুন। উনি বাংলাদেশকে ভালবেসে এসেছিলেন ফিরে গেছেন এক বুক কষ্ট নিয়ে, এটা আমাদের জাতিগত লজ্জা। আর মাইলস এর ইস্যুটা আলাদা যেটা আদালত পর্যন্ত গড়িয়েছে। একটা ভুল দিয়ে অন্য ভুলের জাস্টিফিকেশন হয় না কখনো।

    • @noorshanto3038
      @noorshanto3038 6 років тому

      এপিটাফ - ঘটনাটা কি একটু খুলে বলুন তো ?

    • @ranukotha
      @ranukotha 6 років тому

      এপিটাফ পুরো ভিডিও শুনুন সবাই প্লিজ। অনুরোধ

  • @mozaffarsardar4564
    @mozaffarsardar4564 3 роки тому +2

    অসাধারণ একটা মানুষ । ধন্যবাদ স্যার আপনাকে । শুভ কামনা রইলো ভালো থাকবেন

  • @jakiahasan1306
    @jakiahasan1306 11 місяців тому

    ছোটবেলায় যার গান শুনে বারেবারে তলিয়ে যেতাম মুগ্ধতার অতলে। আপনার গানের প্রতি সেই তুমুল ভালোবাসা লিখে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। সেই মানুষটার এভাবে অপমানিত হয়েছে আমারই দেশের মাটিতে! ক্ষমা চাইবার ভাষা নেই শ্রদ্ধেয় জাতিশ্বর। তবু নিজগুনে ক্ষমা করবেন। দয়া করে বারবার আসবেন , নাহয় বারবার ফিরে যাবেন। তবে যাবার আগে এই পাগল ভক্তদের বলে যাবেন "আবার আসবো "। 💔💔

  • @DLog1
    @DLog1 6 років тому +87

    কবির বাবু কেবলমাত্র গায়ক, সাংবাদিক,শিল্পী-ই নন উনি একজন বড়ো "অভিনেতাও"। বাস্তব জীবনেও উনি খুব ভালো অভিনয়ও করতে পারেন। আমরা ভারতীয় বাঙালিরা খুব ভালোকরে ওনাকে চিনেগেছি।

    • @debashishalder2027
      @debashishalder2027 6 років тому +6

      শালার অবস্থা খুবই খারাপ। নেড়া করার পর মাথায় অক্সিজেন কম যাচ্ছে। ব্যাটা এই দেশের বোঝা ওর নিজেরও বোঝা।

    • @Valkyri3Z
      @Valkyri3Z 6 років тому

      Tui chup kor baal.

    • @noorshanto3038
      @noorshanto3038 6 років тому

      DIPTARSHI_ M - উনার ব্যাপারটা একটু খুলে বলুন দেখি...

    • @altrnatvthinker
      @altrnatvthinker 6 років тому

      ব্যাপার ?

    • @TusharHossainsmmservice
      @TusharHossainsmmservice 6 років тому +1

      kano? uni ki korechen? bola jabe ki? thanks

  • @mrmizan752
    @mrmizan752 2 роки тому +11

    স্যালুট, সুমন স্যার,,
    বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ (আত্নাহুতি দানকারী) প্রফুল্ল চাকিকে সশ্রদ্ধ সালাম।

  • @tonnitonni9119
    @tonnitonni9119 2 роки тому

    সুমন স্যার আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। হয়তো বাংলাদেশ আপনাকে সেই মর্যাদা দিতে পারেনি তাই বলে আপনার মান একটুও কমবে না।
    অনেক ভারতীয়দের কমেন্ট দেখে দুঃখ পাই কিন্তু নিঃসংকোচে বলতে চাই আমি ভারতকে ভালোবাসি, ভালোবাসি প্রতিটি ভারতীয়কে।

  • @mrinalkantidas8226
    @mrinalkantidas8226 2 роки тому +82

    ওনার শয়তানী বা বাদরামীর একটা লম্বা ইতিহাস আছে!! অবশ্যই একজন ধানদাবাজ। অবশ্যই একজন ভাল গিতীকার এবং শিল্পী।

  • @zahidulhasanranak6551
    @zahidulhasanranak6551 3 роки тому +16

    সেই মানুষটা কিন্তু অকপটে বলতে পেরেছেন ভারতীয় না হয়ে বাংলাদেশী হলে বেশ হতো।তাকে অপমান করা হয়েছে এটা একটি কলঙ্ক হয়ে থাকবে ইতিহাসে।

    • @rahulbanerjee4181
      @rahulbanerjee4181 2 роки тому

      Ei shoobidhabadi chootiya ta ke Bangladesh er loke ra thik treatment I diyeche

    • @rahulbanerjee4181
      @rahulbanerjee4181 2 роки тому

      Jaak boyesh je hoyeche eta antoto shikaar korlo.. udgandu ta

  • @2VPlusSenpaiWeek6777
    @2VPlusSenpaiWeek6777 6 років тому +267

    দাদা সালাম নিবেন।
    কিছু বাংলাদেশী কুলাংগার এর জন্য আমাদের সবাইকে ভুল বুঝবেন না।
    আমরা আপনাকে ভালোবাসি।
    আপনি অবশ্যই এদেশে আসবেন।

    • @amits148
      @amits148 6 років тому +7

      Salimullah Sajon
      Bokachodata ta ke niye ja na

    • @altrnatvthinker
      @altrnatvthinker 6 років тому +16

      কিছু বাংলাদেশি কুলাঙ্গার না ,বাংলাদেশিরা ইন্ডিয়ার প্রতি ওমন আচারন কেন করে তা ভেবে দেখুন তো একবার? ফারাক্কা বাধ নিয়ে ১৭০ মিলিওন মানুশে র কথা না চিন্তা করে বাংলাদেশ কে মরুভুমির মত অবস্থা করেছে ইন্ডিয়া তা ইন্ডিয়ান দের প্রতি বাংলাদেশের লোকদের কি রিএকশন হতে পারে জনাব??আমার দেশের লোক বেশ বখাটে এটা ঠিক কিন্তু ভেবে দেখতে হবে এদের ইন্ডিয়ান দের বৈরি মনভাব কেন, ইন্ডিয়া এখনও চালাই মারাঠা রা তাই এই অবস্থা ,আমার মনেহয় ইন্ডিয়া বাঙ্গালিরা চালালে এই অবস্থা হতো না- ইন্ডিয়া তে বাঙ্গালিদের কোন পাউয়ার / ক্ষমতাই নেই

    • @subhadipgoswami7134
      @subhadipgoswami7134 6 років тому +4

      Salimullah Sajon kabir suman akta faltu lok

    • @altrnatvthinker
      @altrnatvthinker 6 років тому +1

      আমি তাকে নিয়ে ভালো জানি না কিন্তু শে ফালতু লোক কেন ?

    • @anzanmahfuz8008
      @anzanmahfuz8008 5 років тому

      Unar aoner ar ki dorkor kam to sesh

  • @muntasirmonoj1376
    @muntasirmonoj1376 6 років тому +2

    Amader Kushtia teo apnake amontron roilo...onek valobasha o dirgho-ayu kamona kori apnar.. akjon sadharon srota hisebe

  • @muntasifsusmit
    @muntasifsusmit 6 років тому +27

    সকল বাংলাদেশী দের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনি সেরা পাবলিক

  • @bangladesh-pv3xk
    @bangladesh-pv3xk 6 років тому +3

    Kabir Sumon akjon valo manush. Abar asben Bangladeshe. valo thakben

  • @ShezanArefin
    @ShezanArefin 6 років тому +22

    Salute to the Great Kabir Suman,,,,,,

  • @sagarsheikh4783
    @sagarsheikh4783 2 роки тому +2

    সুমন ভাই সালাম নিবেন, শিল্পি হিসেবে আপনাকে পচ্ছন্দ করি আর বাংলাদেশের জন্য যদি এক ফোটাও কিছু করে থাকেন তার জন্যও ভালোবাসি, আপনার অভিমান যথার্থ তবে সবাই কিন্তু আপনাকে ভালোবাসে।

  • @user-bw2kc7wv3g
    @user-bw2kc7wv3g 4 роки тому +3

    সুমন দা একজন কিংবদন্তী। ভালোবাসি অনেক।

  • @mokulhasan4552
    @mokulhasan4552 2 роки тому +5

    একজন মানুষ হিসেবে কষ্ট পেলাম।

  • @suklamukherjee5870
    @suklamukherjee5870 2 роки тому +1

    বাংলাদেশীদের খুব সমর্থন আছে এই লোকটার প্রতি। তা ভালই তো।বাংলাদেশে যা ওদেরকে সমৃদ্ধ কর।হেথায় তোরে মানাইছে না রে..

  • @shabnamrahman4113
    @shabnamrahman4113 3 роки тому

    Sumon sir apnaky onyk valoo lagyy. Apnar jibon mukhee gann guloo ,manus err monyy gethee asee, thakbee. Onyk valobasa Bangladesh err manus err pokhoo thikee,ami janai. Bohuu bosorr amader gann upohar denn .ami Bangladesh err akjon manus. Apnar jonoo onyk valobasa.

  • @ar.rofiuddinmahmud7910
    @ar.rofiuddinmahmud7910 6 років тому +6

    Love u dada. Apner khotha gulo khub mon deya suni. Onek boro mafer biddan apni. Allah apnake valo rakuk.

  • @hrahman9304
    @hrahman9304 6 років тому +9

    অসাধারণ। ধন্যবাদ সময় টিভি।

  • @Mdnahid-uy3hx
    @Mdnahid-uy3hx 2 роки тому +1

    বিনম্র শ্রদ্বা এবং ছালাম আপনাকে, কবির সুমন।।

  • @KeyOfLife45
    @KeyOfLife45 6 років тому +18

    Respected Kabir Sumon, I'm not any longer Bangladeshi Citizen but on behalf of ex Bangladeshi, I'm so sorry you didn't deserve what you should get and what you have done you are so generous. you have done your part the history will do other parts for you. You are a great man. You have done your job as a great man what great man does. Please accept our apology. You are not an Indian not Bangladesi but you are 100%Bengali.We proud about you.

    • @bhanuchakraborty3052
      @bhanuchakraborty3052 2 роки тому

      Now these day's Kabir Suman b'came HIJRAH'S family's b'cause his no.five wife belongs to HIJRAH'S community.

    • @nadirr819
      @nadirr819 2 роки тому +1

      My friend isn’t it too much oiling under the bus? And what do you mean ex Bangladeshi? You mean to say you have change all your blood and your nerves inside your body that you were born with from Bangladesh? I am also an American citizen, does not mean, I am an ex-Bangladeshi. I am still a Bangladeshi , also an American citizen. You can’t never change your self only your status.

    • @merabaap.4580
      @merabaap.4580 Рік тому

      tor moga xh-dua ex Bangladeshi abar ki? Ab-al

  • @moniraemdad4713
    @moniraemdad4713 3 роки тому +6

    আমরা আপনাকে অনেক পছন্দ করি এটাই সত্য ।

  • @mimoserniabat
    @mimoserniabat 6 років тому +14

    we are so sorry what happened with u but Bangladesh loves u..

  • @shahriarbappi3337
    @shahriarbappi3337 6 років тому +10

    "পদ্মা পাড় না হলে তো বাঙ্গাল হচ্ছেন না " - অসম্ভব সুন্দর মন্তব্য ☺

    • @anupkumarroy5191
      @anupkumarroy5191 5 років тому

      এই কথা আমারও মনে হয়েছে - বরিশাল, ফরিদপুরের লোকও সুমনের হিসেবে বাঙাল নয়।এত অম্লান বদনে কবীর সুমন অজ্ঞাত বিষয়ে ফিচলেমি করতে পারে! পারবে নাই বা কেন, সুমনের copy-paste এ অনেকেই মুগ্ধ।

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 5 років тому +1

      amra jessorer lokra tai boli. padmar o pashe bangal. gyani lokjon thakleo odhikangsho manush khub ekta bhalona. eta amar ashugonje chakri korar somoy upolobdhi korechi. tobe Faridpur sadarer sathe jessorer onek mil ache.

  • @ronypalmer2289
    @ronypalmer2289 2 роки тому +7

    Sir ( Kabir Sumon da), you are a genuine artist. Warm salute for you. Love n respect. Bangladesh er manusher kotha ar ki bolbo but there are lots of good hearted music lovers pays you respect from the bottom of there heart. Vhalo thakben, Respect,

  • @mdabdulnaeem5317
    @mdabdulnaeem5317 Рік тому +2

    উনি আবার আসলেন অক্টোবরে বাংলাদেশে💙

  • @somnathganguly9470
    @somnathganguly9470 6 років тому +15

    সুমনদা আপনার কথা শুনে মনটা ব‍্যাথায় ভরে গেন ,আপনাকে গান গাইতে না দিয়ে ,শুধুমাত্র ইনডিয়ান বলে যারা আপনাকে তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকেই অপমান বা অসম্মান করেনি ,করেছে সঙ্গীতকে ,ভবতে অবাক লাগে এরাও কিন্তু বাংলাভাষী ,তাই ঐ সমস্থ কুপমন্ডুকদের ফল ওরা পাবে ,নিজেদেরকে যত গুটিয়ে রাখবে তত ওরা অনুন্নত হবে ,তাই মাইকেলের ভাষায় বলি ,,,,,,,,নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা ,,,,বা গুরুদেবের ভাষায় ,,,,, দ্বার বন্ধ করে মিথ‍্যাটারে রুখি ,সত‍্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি ,,,,,,, ওরা ওদের জাতীয় কবিকে এইভাবেই সম্মান জানায় ,,,,,সত‍্যজিৎএর ভাষায় ,,,চরন দাসের গান গায়ের জোরে হীরকরাজা বন্ধ করেছিলেন ,তাতে কি ফল হয়েছিল সকলেই জানে ,,,,উনি কুপমন্ডূক হতে বারণ করেছিলেন , যাইহোক যারা যে প্রসাদের যোগ‍্য নয় ,মহাপ্রসাদকে ধুলি বলে যারা মাটিতে নিক্ষেপ করল ,তাদের প্রতি করুণা ও ক্ষমা ছাড়া আর কিই বা করতে পারেন

    • @ankanpaul4376
      @ankanpaul4376 5 років тому

      এতো গুলো কমেন্টের মধ্যে এই একটা কমেন্টই সব থেকে ভালো লাগলো!...আপনার সাথে একমত!

  • @marufahmedpavel7651
    @marufahmedpavel7651 6 років тому +3

    ইন্টারভিউ টা ভালো হয়েছে । সত্তরেও সুমন ভীষন স্পষ্ট ।

  • @arifatlanta1
    @arifatlanta1 6 років тому +17

    Last part of your interview brought tears to my eyes. We are so stupid.

  • @arijitseal7599
    @arijitseal7599 2 роки тому +11

    কাশ্মীরি পণ্ডিত ও মরিচঝাঁপি নিয়েও আপনার কিছু গান শুনতে পারলে ভালো লাগতো। তাহলে বুঝতাম আপনি সম্পূর্ণ মানবতাবাদী।।।। (একজন শিল্পী হিসেবে আপনাকে সন্মান করি, নমস্কার🙏)

  • @sarwarulrizvi
    @sarwarulrizvi 6 років тому +14

    অনেক শ্রদ্ধা এবং ভালবাসা আপনার জন্য।

  • @muhsinmuhammad1546
    @muhsinmuhammad1546 2 роки тому +2

    উনাকে বাংলাদেশে এনে উপযুক্ত সম্মান প্রদর্শন করা হোক😍

    • @chadplaysfifa2363
      @chadplaysfifa2363 9 місяців тому

      দয়া করে নিয়ে যান। ভারতের একটা উপকার অন্তত করুন।

  • @nayeemahmed6852
    @nayeemahmed6852 6 років тому +1

    আমার যত টুকু মনে পরে ২০১৩-১৪ ইং থেকে আপনাকে চিনেছি।
    কিন্তু আপনার সৃষ্টি গুলি কে
    এখন ও চেনার চেষ্টা করে যাচ্ছি।
    বুঝার চেষ্টা করে যাচ্ছি।

  • @aamporag8288
    @aamporag8288 6 років тому +8

    আমরা দু:খিত স্যার, আমরা সত্যিই হীরের কদর দিতে পারিনি। তবে
    তিনি অসাধারণ কথা বলেন 👏👌👌

    • @md.t.a.chowdhury9448
      @md.t.a.chowdhury9448 6 років тому

      গানে রাজনীতি আসলে যা হয়

  • @ilorasingh198
    @ilorasingh198 2 роки тому +5

    বাংলাদেশের মানুষকে আমার চেনা হয়ে গেছে ,,,,,,,,, এই চেতনার জন্য ধন্যবাদ ।

  • @riazsowdagar5052
    @riazsowdagar5052 2 роки тому

    বাংলাদেশ আপনারও দেশ,,, আপনি আসুন স্যার।আমি বাংলাদেশী, আপনার গান অনেক ভালো লাগে আমি শুনি আমি একজন বাংলাদেশের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করবেন প্লিজ , আর আসবেন বাংলাদেশে

  • @jubakanarjo5313
    @jubakanarjo5313 2 роки тому +2

    দাদা,আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই।তবে বুক আছে হৃদয় আছে আপনাকে ভালোবাসবার আর আপনার songs unparalleled.যেভাবে ভাবি,সেটা হলো- কবীর সুমন, বাংলাভাষা ও বাংলাদেশ সমার্থক including essentially the west Bengal.

  • @ranjitmistry1652
    @ranjitmistry1652 2 роки тому +12

    Dear Sumon,
    Please make some time to read the feelings of the people of Bangladesh .Thanks for your clear and courageous expression. I SALUTE you. Million million times.

  • @mamunsahid2009
    @mamunsahid2009 6 років тому +3

    prio sir,
    sumon chottapaddai.
    i am a crazy fan your. i am from Bangladesh as a Bangladeshi person i am realy sorry for that incident.
    you are realy honest person. you did a great job for mukti jodda shongatan. Bangladesher kono shilpi akono ey kaj ta kore nai tai apni amar mote ekti mohat kaj korechen tai amar kache apni onek bora maner manus. amar proibar kisuta shongit premi tai apnar bapaer e kisuta jani. ami nijeo gan kori ashirbad korben amk. apni onek din ey vabe becha thakun amader maje.apnar janno onek shuva kamona roilo (sir)

  • @kaosarabdullah7806
    @kaosarabdullah7806 10 місяців тому

    Let us not present him this way, he came back last year and embraced us with 20+ songs for 4 hours at a time

  • @moyenuddinmondol9447
    @moyenuddinmondol9447 2 роки тому +2

    শ্রদ্ধা ও সন্মান রইল আপনার প্রতি, আমরা জাতি হিসেবে বিবেক হীন, অতীত খুব দ্রুত ভুলে যাই, তাই আপনাকে অপমান করতে আমাদের বুক কাপে নি, ক্ষমা চাওয়ার মতো দুঃ সাহস দেখাবো না,কারন এটা লজ্জাজনক হবে, শুধু শুভকামনা থাকবে ভালো থাকবেন আপনি ❤️❤️❤️

  • @xtasktaste0
    @xtasktaste0 6 років тому +7

    We love you! From Bangladesh.

  • @m.h.rahmatullahbabu4616
    @m.h.rahmatullahbabu4616 6 років тому +3

    Wonderful conversation & expressions by Kabir Sumon. তিনি বাংলাদেশের মানুষের আপনজন।

    • @nancybarlla9289
      @nancybarlla9289 2 роки тому +1

      সরি স্যার. 🙏 কিছু ভুল মানুষের জন্যে আমাদের ভুল বুঝবেন না।

  • @advjalil2350
    @advjalil2350 4 роки тому +3

    আপনাকে অবজ্ঞা আমরা লজ্জিত। আপনার এ আলোচনায় ভালবেসে ফেললাম।

  • @khaledachowdhury3374
    @khaledachowdhury3374 2 роки тому

    আমি ছোট বেলা থেকে আপনাকে আপনার গান ভালো বাসি । আজও শুনি। আমি খুবই লজ্জিত আমার দেশের ব‍্যবহারে। যশোর আমার নানা শশুর বাড়ি । যশোর আসলে পদ্ধার এপার আসবেন। আমি চট্টগ্রামে থাকি এখানে আমার জন্ম ।

  • @monjusreechoudhury4722
    @monjusreechoudhury4722 6 років тому +3

    Apnar golay gaan amakey mughdho koreche shobshomoy. Bhalo thakun. Apni obhijatto ta o ankre dhorey achen.

    • @subhadipgoswami7134
      @subhadipgoswami7134 6 років тому

      Monjusree Choudhury kochu singer molla kobir suman akta faltu public

  • @mdkhokon4612
    @mdkhokon4612 5 років тому +24

    কিছু বেয়াদবের জন্য আজ কবির সুমনের কাছে বাংলাদেশ খারাপ । তার কষ্টটা একেবারেই যুক্তিসংগত

  • @debojyotimahalanobis5634
    @debojyotimahalanobis5634 2 роки тому

    আমরা বঙ্গবন্ধুকে খুবই শ্রদ্ধা করি।
    ওনার প্রতি রয়েছে 🙏🙏🙏

  • @sandy29tu
    @sandy29tu 2 роки тому

    আপনার কথা শুনে কষ্ট পেলাম। বাংলাদেশকে আমি অনেক ভালবাসি কিন্তু অনেক বাঙালীই ভাল নয়। তাই মনে প্রানে চাই এ দেশ থেকে যেন পালাতে পারি।

  • @zamisaberi7556
    @zamisaberi7556 3 роки тому +4

    Respect!! ❤️❤️ আমার বাড়ী যশোর!

  • @zahedshareef9606
    @zahedshareef9606 6 років тому +47

    দুঃখিত দাদা,আপনি খাঁটি বাঙালি,আপনি অভিমান করবেন না।আমাদের বড় পরিচয় আমরা বাঙালি।দুটি বৃন্তে একটি ফুল।আপনি অবশ্যই আসবেন।