তোমাদের দেখলে মনটা আনন্দে ভরে যায় । কত সুন্দর ভাবে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছো । বাচ্চা গুলো কেও সুন্দর সুস্থ শিক্ষা য় মানুষ করছো । প্রায় অনেক কে দেখি, বিদেশে থেকে, বাংলায় কথা বলতে কত কষ্ট , একটা জগাখিচুড়ী আভভাব।তুমি নির্ভেজাল,সহজ ও সরলতার প্রতিক । ভীষন ভালো থেকো । তোমাকে ও দেখতে ইচ্ছে করে ।দেখা দিও প্লিজ ।
দাদার ভাবনা চিন্তা একদম ঠিক ll আমাদের মা বাবা আমাদের কাছে ভগবান ll যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি 🥰🥰🥰 তোমরা খুব ভালো থেকো ll শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা 🥰🥰🥰
আপনি যে আজও সেই পুরানো মহালয়া দেখেন এটা তো আমি আসাই করিনি । সত্যিই টিভিতে আর রেডিওতে পুরানো মহালয়া আমাদের কাছে আজও জনপ্রিয়। আমাদের থেকে আপনারা কটা দিন বেশি পুজোর আনন্দ পাবেন। সবাই ভালো থাকবেন👍👍👍👍👍
মহালয়া তে পিতৃপুরুষের প্রতি তিল তিল তর্পন করলেন মানিক বাবু এটা দেখে খুব ভালো লাগলো, ওনাকে আমার শ্রদ্ধা জানালাম,রামার দুষ্টুমি টা আজ মিস করলাম, ওদের আমার অনেক আদর দিলাম, পুজো র দিন গুলো আনন্দে কাটাও, শুভেচ্ছা ও শুভকামনা রইলো ❤️❤️
মহুয়া আমি পান্ডুয়া থেকে বলছি।শুভ শারদীয়া। মানিকদার বাবার ছবি মুছে পরম যত্নে রাখা মন ছুঁয়ে গেল। শিকড়কে ভোলা যায় না, এটাই তার প্রতিচ্ছবি। মেহাকে টিপ পড়ে খুব মিষ্টি লাগছে। একটাই আক্ষেপ মহুয়া তোমাকে দেখতে পেলাম না। ভালো থেকো। মেহা, রামাকে অনেক ভালবাসা আর আশীর্বাদ।
খুব খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও টা । তোমরা এত দূরে থেকে ও যে বাঙালি র আচার অনুষ্ঠান বোলোনা দেখে খুব ভালো লাগছে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আগামী পুজোগুলি ভালো কাটুক ❤🌼🌸⚘
শুভ শারদীয়া।খুব ভালো লাগলো সব কিছু।দাদার তর্পণ করা।পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ,ঠাকুর,এত বড় মাঠে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে।দারুন।খুব আনন্দ করুন সবাই।
খুব খুব সুন্দর হয়েছে আপনারা এত দূরে থেকেও বাঙালিয়ানা টা ভোলেননি দেখে মনটা ভরে গেল পূজার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল love from India 🇮🇳🇮🇳 Kolkata,🧡🤍💚
কিন্তু দেশেরই কিছু IITIAN বলা মানুষজন কিংবা দিল্লি বোর্ড এ পড়া মানুষজন ইংলিশ সংস্কৃতি কে গুরু ও নিজ সংস্কৃতিকে লঘু চোখে দেখে ۔۔۔খুবই খারাপ লাগে এগুলো দেখে
দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা রইল দিদিভাই তোমাকে বাড়ির সবাইকে সবাই খুব আনন্দ করো খুব ঘুরে বেড়াও খুব খাওয়া দাওয়া করো, আর সাবধানে থেকো সবাইকে নিয়ে খুব ভালো থেকো দিদিভাই সবাইকে নিয়ে🥰❤️রামা ও মেহার জন্য রইল অনেক অনেক ভালোবাসা
আজ এখানে তৃতীয়া দিদি আর দেখতে দেখতে পূজো চলে ও এলো আবার কিভাবে যে পূজোর দিন গুলো কেটে ও যাবে বোঝা যাবে না তখন আবার খুব মন খারাপ! আর তোমাদের সকলকে পূজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
খুব ভালো লাগলো তোমাদের ওখানে পুজো হচ্ছে 🙏🏽🙏🏽❤️India তে আজ তৃতীয় দিন এখানে পুজোর খুব সুন্দর সুন্দর pandal হয়েছে দারুণ উৎসাহ সবার মনে তুমিও অনেক রেসিপি শেয়ার করলে ☺️👌👌👌🤗🤗পুজো kota দিন ভাল কাটুক 🌷 🌷 শুভেচ্ছা রইলো তোমার ও তোমার পরিবার র জন্য 😊 😊 শরদ শুভেচ্ছা ♥️♥️♥️
বসে বসে ভাবছিলাম, কখন আসবেন গল্প করতে.... চলে এলেন 🤗 খুব ভালো লাগলো পুজো টা দেখতে, মেহা রানী কপালে টিপ পড়েছে... কি মিষ্টি লাগছে 😍😍👁️🗨️ আর রামা বুড়ি তো পুরো হিরো 😄😄 কিন্তু আপনার সাজুগুজু টা তো দেখালেন না ☹️ এখান থেকে এতো সুন্দর সব শাড়ী নিয়ে গেছেন পরে না দেখালে কিন্তু হবে না! খুব আনন্দ করুন।❤️❤️❤️❤️🙏
Khub bhalo laglo di tomar ranna recipe gulo dekhe ar dekhe mon hochhe darun testy hoye tomar ranna gulo..Rama ar Meha ke dekhe amader sei choto belar baba r kache time pass korar din gulo mone pore..holiday te..khub bhalo theko di ar pujo khub bhalo katuk tomader atai vogoban er kache parthona kori..👌👌👍👍🥰🥰😍😍💕💕❤❤🙏🙏
খুব সুন্দর বলেছেন সত্যি আপনাকে দেখে বাঙালি হিসাবে গর্ববোধ হয় আপনি আমাদের সবার গর্ব শারদীয়ার শুভ প্রীতি ও শুভেচ্ছা নেবেন জয় ভারত বর্ষের জয় ধন্যবাদ মহীয়সী নারী.
আপনি এত সুন্দর বলেন যে আপনার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে।Thank you for your lovely presentation.ভালো থাকুন with your lovely family and your cute kids.Thank you .
দিদিভাই খুব খুব ভালো লাগলো ভিডিওটা। আর আপনার কথা বলার ধরন সম্পূর্ণ আলাদা আর ওই জন্য আপনার কথা গুলো এতো বেশি ভালো লাগে অনেকবার ধরে কথা গুলো শুনি। ভালো থাকবেন দিদিভাই আপনার পরিবার নিয়ে আর পূজো খুব ভালোভাবে কাটান ❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো দিদি ব্লগ অপেক্ষায় ছিলাম তোমরা ও এতো ভালো করে enjoy করছো খুবই ভালো লাগলো meha আর রামকৃষ্ণ কে খুব সুন্দর লাগছে তোমার রেসিপি খুব ভালো লাগলো ভালো থেকো তোমরা ও পুজো তে খুব আনন্দ করো 💕💕💕💕
যেন মনে হয় -- দেখতেই থাকি, এ দেখার যেন শেষ না হয় ----!! অসাধারন লাগে আপনার ব্লগ গুলো। notification পেলেই মন ভালো হয়ে যায়। ভীষন প্রিয় আপনি। ভালো থাকবেন, ভালোবাসা নেবেন।❤️❤️❤️❤️❤️❤️❤️
তোমার পূজো খুব ভালো কাটুক ❤ সবাইকে নিয়ে ভালো থেকো দিদি ❤ আগে আমি তোমার vlog দেখতাম আর এখন আমার বাড়ির সবাই তোমার vlog দেখে ..... শুভ শারোদীয়া দিদি......❤❤
আমার বিশ্বাস আপনাদের মত মানুষের হাত ধরেই এই হিন্দুদের সনাতনের দুর্গোৎসব আগামী দিনগুলোতে সারা পৃথিবীর বুকে শান্তির বার্তা নিয়ে ছড়িয়ে পড়বে সাথে হিন্দু রা সারা পৃথিবীর বুকে অনেক ভালো ভালো কাজের নজির রাখবে এটা আমার বিশ্বাস আপনার বলার ভঙ্গির ভিতরে একটা সহজতবোধ আছে এই জন্য আরো ভালো লাগে। রইলো আপনার ফ্যামিলির জন্য অনেক শুভেচ্ছা।
সত্যি মন ভালো করা সকাল মহালয়া দিন। পূজো দেখে খুব ভালো লাগলো মায়ের মুখটি কি সুন্দর লাগছে। নতুন ধরনের অমলেট দারুন দারুন 👌 সবাই পূজোয় খুব আনন্দ কর মজা কর পূজো খুব ভালো কাটুক।
খুব ভালো লাগলো। বিশেষ করে মানিকদার সুদূর বিদেশে বাবার বাবার প্রতি শ্রদ্ধা সহকারে তর্পণ করা। এইভাবে বাঙালির সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা বেঁচে থাকুক।❤
Bah pujo mondop deykhey bhalo laglo . Spinach omelette khubee yummy 😋 hoichey .
Bhalo koray pujo enjoy koro . Onyak subheychcha janalam.❤️❤️❤️
Thank you 😊❤
তোমাদের দেখলে মনটা আনন্দে ভরে যায় । কত সুন্দর ভাবে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছো । বাচ্চা গুলো কেও সুন্দর সুস্থ শিক্ষা য় মানুষ করছো । প্রায় অনেক কে দেখি, বিদেশে থেকে, বাংলায় কথা বলতে কত কষ্ট , একটা জগাখিচুড়ী আভভাব।তুমি নির্ভেজাল,সহজ ও সরলতার প্রতিক । ভীষন ভালো থেকো । তোমাকে ও দেখতে ইচ্ছে করে ।দেখা দিও প্লিজ ।
Thank you 😊নিশ্চই 😊
Manikdar pitribhokti, bhalobasa r nishtha dekhe sotyi bhalo laglo. Anek kichhu shekhar aachhe
দাদার ভাবনা চিন্তা একদম ঠিক ll
আমাদের মা বাবা আমাদের কাছে ভগবান ll
যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি 🥰🥰🥰
তোমরা খুব ভালো থেকো ll
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা 🥰🥰🥰
Thank you 😊❤
@@probaseghorkonna2712 🥰🥰🥰🥰
Khub e daarruunnn laaglo... pujo ta khub shundor dekhlaam.. aar spinach omlette ebaar banaate hobe 😀
আপনি যে আজও সেই পুরানো মহালয়া দেখেন এটা তো আমি আসাই করিনি । সত্যিই টিভিতে আর রেডিওতে পুরানো মহালয়া আমাদের কাছে আজও জনপ্রিয়। আমাদের থেকে আপনারা কটা দিন বেশি পুজোর আনন্দ পাবেন। সবাই ভালো থাকবেন👍👍👍👍👍
Thank you 😊❤
@@probaseghorkonna2712 tomk khub bhalo lage r tomar kotha gulo r o besi vlo lge
Vison sundor laglo vlog ta. Tomar bangaliana songoskar dekhe mugdho hoye jai. Valo theko poribar er aponjon der niye. ❤️❤️
Manik da jokhon nijer babar chhobita muchhe ador korchhilo seta dekhe amar chokhe jol chole eschilo.best part of todays vlog.❤❤
😊❤️🙏
Manik dar tar babar proti eto bhalobasa dekhe ami emotional hoye gelam.....protita chhele meyer uchit tar baba maa ke erkm vabe bhalobasa❤
মানিকদার ওনার বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা দেখে আমার খুবই ভালোলাগছে।আপনারা আসলেই চমৎকার একটা পরিবার।
Pujo valo katuk, anonde katuk.. sustho thakben, sab blog guloi valo lage ❤️❤️❤️❤️
এতো সুন্দর করে মহালয়ার উপস্থাপনা করলে,দেখেই মনটা ভরে গেল। তোমার রান্না করা,,ছেলেমেয়ের জন্য জলখাবার করা এবং মানিকবাবুর তর্পন-সব কিছুই ভালো লাগলো। বন্ধুদের জন্য তোমার সবকিছু ভাবনাও বেশ ভালো লেগেছে।😊😊 ।আর সবচেয়ে ভালো লাগলো তোমাদের বাড়ীর কাছের পূজোটা। ভীষণ ভালো লাগলো । এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। ভালো পূজো কাটাও। তোমাদের শুভ তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। পরের ভিডিও র জন্য অপেক্ষায় থাকবো।❤❤❤❤
Thank you 😊❤
আপনাকে বড় আপন লাগে।মনে হয় কত দিনের চেনা।আনন্দে থাকুন,সুস্থ থাকুন নিজের প্রিয়জনদের নিয়ে ... মা দুর্গার কাছে এই প্রার্থনা।
মহালয়া তে পিতৃপুরুষের প্রতি তিল তিল তর্পন করলেন মানিক বাবু এটা দেখে খুব ভালো লাগলো, ওনাকে আমার শ্রদ্ধা জানালাম,রামার দুষ্টুমি টা আজ মিস করলাম, ওদের আমার অনেক আদর দিলাম, পুজো র দিন গুলো আনন্দে কাটাও, শুভেচ্ছা ও শুভকামনা রইলো ❤️❤️
Thank you 😊🙏
খুবসুনদর
খুব ভালো লাগলো অসাধারণ বাক প্রতিভা তোমার ভালো লাগে তোমার ভিডিও গুলো দেখতে
Manik babu Sach a responsible and respectable person, ✌🏻✌🏻✌🏻
Khub sundor hoyechhe vlog ta darun ❤️❤️❤️
মহুয়া আমি পান্ডুয়া থেকে বলছি।শুভ শারদীয়া। মানিকদার বাবার ছবি মুছে পরম যত্নে রাখা মন ছুঁয়ে গেল। শিকড়কে ভোলা যায় না, এটাই তার প্রতিচ্ছবি। মেহাকে টিপ পড়ে খুব মিষ্টি লাগছে। একটাই আক্ষেপ মহুয়া তোমাকে দেখতে পেলাম না। ভালো থেকো। মেহা, রামাকে অনেক ভালবাসা আর আশীর্বাদ।
😊❤️🙏
Khub bhalo laglo vlogta......tomra sobai khub misti..... lot's of love 💞😘😘 Mahuadi,Mehu,Rama r Manikda......
খুব খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও টা । তোমরা এত দূরে থেকে ও যে বাঙালি র আচার অনুষ্ঠান বোলোনা দেখে খুব ভালো লাগছে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আগামী পুজোগুলি ভালো কাটুক ❤🌼🌸⚘
শুভ শারদীয়া।খুব ভালো লাগলো সব কিছু।দাদার তর্পণ করা।পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ,ঠাকুর,এত বড় মাঠে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে।দারুন।খুব আনন্দ করুন সবাই।
ua-cam.com/video/BFO8gsw3kDM/v-deo.html
খুব খুব সুন্দর হয়েছে আপনারা এত দূরে থেকেও বাঙালিয়ানা টা ভোলেননি দেখে মনটা ভরে গেল পূজার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল love from India 🇮🇳🇮🇳 Kolkata,🧡🤍💚
Tomar blog khub valo lage pujo khub aanondo koro
Thank you 😊❤
Shubho sharodia r anek anek shubhechha janai tomake r tomar puro poribar ke. Pujo khub bhalo bhabe katao.Rama r Nehar jonnyo roilo anek anek bhalobasa ❤️❤️❤️
কিন্তু দেশেরই কিছু IITIAN বলা মানুষজন কিংবা দিল্লি বোর্ড এ পড়া মানুষজন ইংলিশ সংস্কৃতি কে গুরু ও নিজ সংস্কৃতিকে লঘু চোখে দেখে ۔۔۔খুবই খারাপ লাগে এগুলো দেখে
Khub sundor lagche poribesh ta tomader meha r remake Khub bhalo lagcha
দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা রইল দিদিভাই তোমাকে বাড়ির সবাইকে সবাই খুব আনন্দ করো খুব ঘুরে বেড়াও খুব খাওয়া দাওয়া করো, আর সাবধানে থেকো সবাইকে নিয়ে খুব ভালো থেকো দিদিভাই সবাইকে নিয়ে🥰❤️রামা ও মেহার জন্য রইল অনেক অনেক ভালোবাসা
Thank you 😊❤
Mone hoy sudhu dhakte thaki.khub valo lage didi tomer kotha gulo❤️❤️❤️❤️
আজ এখানে তৃতীয়া দিদি আর দেখতে দেখতে পূজো চলে ও এলো আবার কিভাবে যে পূজোর দিন গুলো কেটে ও যাবে বোঝা যাবে না তখন আবার খুব মন খারাপ! আর তোমাদের সকলকে পূজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Dadar babar proti bhalobasa dekhe mon bhore gelo... khub sundor chinta dhara...🙏 Tumi Khub sundor kotha bolo..emni theko... okhankar pujo dekhanor janno thanks ❤️😊 bhalo theko sabai ke niye 💞💞
শুভ শারদীয়া দিদি ❤️Durga Maa ❤️Ganesh Dada❤️Always Blessed you And your Familly ❤️💓
Darun laglo didi.. asadharon... opekkha korchilam kokhon dekhbo...onek menu aj...Rama k khub sweet lagchilo aj...bhalo katuk tomr pujor dingulo....tomr break fast ta just awesome chilo aj...
খুব ভালো লাগলো,অমলেট টা শিখলাম, আরও ভালো লাগলো 😀👍💕
Thank you 😊❤
Happy Pujo tomader shobai ke...khub bhalo theko tomarao....hv a fun filled Puja ahead..tk cre ❤️
সারাদিন অপেক্ষা থাকে ।
Notification টা আসলেই সব কাজ ছেড়ে আগে বসে যাই 😁❤️
দেখতে ❤️❤️
Love you anty
Thank you 😊❤
Suvo Ditiya Didi...Lots of love...!!!
তোমার video এতো ভালো লাগে কী বলবো দিদি ... তোমার video আসলেই মন টা খুশী হয়ে যায় আমার
Aka dom
Ekdm naa khub long naa short vedio....khub bhalo lagen
Sotti khub bhalo laglo,tomadar pujo khub bhalo katuk ❤️❤️❤️
কতো রান্না করলে প্রত্যেকটি পদ খুব ভালো হলো ।দাদা সব পূজো খুব যত্ন নিয়ে করেন ।ভালো থেকো তোমরা সবাই ।শুভ তৃতীয়া
Thank you 😊❤
Mon mon mon vore gelo didi,apni o pujar din gulo khub khub khub sundor kore katan subdhaner sathe jai Hind ❣️👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Khub sundor laglo ❤❤👌👌
Thank you 😊❤
খুব ভালো লাগলো তোমাদের ওখানে পুজো হচ্ছে
🙏🏽🙏🏽❤️India তে আজ তৃতীয় দিন এখানে পুজোর খুব সুন্দর সুন্দর pandal হয়েছে দারুণ উৎসাহ সবার মনে
তুমিও অনেক রেসিপি শেয়ার করলে
☺️👌👌👌🤗🤗পুজো kota দিন ভাল কাটুক 🌷 🌷 শুভেচ্ছা রইলো তোমার ও তোমার পরিবার র জন্য 😊 😊 শরদ শুভেচ্ছা ♥️♥️♥️
বসে বসে ভাবছিলাম, কখন আসবেন গল্প করতে.... চলে এলেন 🤗 খুব ভালো লাগলো পুজো টা দেখতে, মেহা রানী কপালে টিপ পড়েছে... কি মিষ্টি লাগছে 😍😍👁️🗨️ আর রামা বুড়ি তো পুরো হিরো 😄😄 কিন্তু আপনার সাজুগুজু টা তো দেখালেন না ☹️ এখান থেকে এতো সুন্দর সব শাড়ী নিয়ে গেছেন পরে না দেখালে কিন্তু হবে না! খুব আনন্দ করুন।❤️❤️❤️❤️🙏
Thank you 😊❤ঠিক আছে পরের দিন সামনে আসব😊
@@probaseghorkonna2712 সাজলে আপনাকে অপূর্ব দেখায় ❤️, দেখার অপেক্ষায় রইলাম 🤗
মেহা খুব মিষ্টি মেয়ে। ভীষন ভীষণ ভালো লাগে তোমাকে ও তোমার পুরো পরিবার কে । খুব ভালো থেকো
শুভ শারদীয়া। 🌼 মায়ের আগমনী স্থান কালের বিভেদ মিটিয়ে দেয়। কি সুন্দর আয়োজন হয়েছে পুজোর। 🙏💐🌼
👌👌
Thank you 😊❤
দিদি আপনি একদম ঠিক বলেছেন পুরোনো সেই মহালয়ার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।ভালো থাকবেন।আনন্দে থাকুন।
Thank you 😊❤
শুভ তৃতীয়া দিদি।আমিও প্রতি বছর এই মহালয়া টাই ইউটিউবে দেখি। এখনকার মহালয়া যা খুশি দেখায়।
Amar poribare asar onurodh roilo please amar poribare asen Ami o jabo apnar poribare 🙏🏻, .
Khub bhalo laglo di tomar ranna recipe gulo dekhe ar dekhe mon hochhe darun testy hoye tomar ranna gulo..Rama ar Meha ke dekhe amader sei choto belar baba r kache time pass korar din gulo mone pore..holiday te..khub bhalo theko di ar pujo khub bhalo katuk tomader atai vogoban er kache parthona kori..👌👌👍👍🥰🥰😍😍💕💕❤❤🙏🙏
Thank you 😊❤
আমি মুসলমান তবুও মানিক ভাইয়ার বাবাকে আদর করা দেখে চোখে পানি এসে গেল
আমারও এই ভিডিও টা দেখতে গিয়ে মনে হলো আমিও সেখানে পৌঁছে গেছি। খুব সুন্দর প্রারম্ভ , অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য।
অসাধারণ লাগলো । অপেক্ষা করে থাকি নতুন ভিডিও আসার । দারুন লাগে আপনার কথা বলার ধরণ দিদি । অনেক শুভ কামনা । ভালো থাকবেন । 😊❤️
ua-cam.com/video/BFO8gsw3kDM/v-deo.html
Thank you 😊❤
Tomar spinach omlete recipe darun laglo
R probaser durpujo tomar choke diya
Enjoy korlam
তোমার ভিডিও দেখলেই মনটা খুশি হয়ে যায় একেবারে❤️❤️❤️ অদ্ভুত আনন্দ পাই ❤️❤️
Khub sundor, valo thako Pujay khub anando kro bachader niye
তোমার vlog গুলো খুব ভালোলাগে❤️
আমারা পুরো family একসাথে বসে তোমার vlog দেখি ....❤️❤️
Thank you 😊❤
Khub valo laglo tomer ranna khub sundor r simple
পালং শাক দিয়ে অমলেট 👌 প্রথম। পূজোর পরিবেশ খুবই সুন্দর। মা দূর্গা🙏🙏🙏
আপনার বাচ্চাদের দারুণ সুন্দর লাগছে ওদের জন্য অনেক অনেক অনেক আদর
Thank you 😊❤
Mehake tip porle khub mishti lage ❤️
Spinach omlet টা দারুন তো !! 🤩
Thank you 😊❤
Khub valo laglo .. valo thako tomra
মন আমার আনন্দে ভরে গেল অসম্ভব ভালো লাগলো ধন্যবাদ তোমাকে ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹
😊❤️🙏
দারুন, কলকাতা থেকে , প্রবাসে এমন পৃত্থিভক্তি দেখে
খুব ভালো লাগলো
মানিক বাবু মানুষটা কতোটা ভদ্র। ওনাকে খুব ভালো লাগে।
Amro ake katha sotti khub valo manus dada.
আমেরিকাতে যে এত দুর্গা পূজা হয়, তা আপনার এই ব্লগের মাধ্যমে জানলাম। খুব ভালো লাগলো দিদি ভাই।
দারুন। দুর্গা পুজোর অগ্রীম শুভেচ্ছা 🙏 শুভ শারদীয়া।
👌👌
Thank you 😊🙏
খুব সুন্দর বলেছেন সত্যি আপনাকে দেখে বাঙালি হিসাবে গর্ববোধ হয় আপনি আমাদের সবার গর্ব শারদীয়ার শুভ প্রীতি ও শুভেচ্ছা নেবেন জয় ভারত বর্ষের জয় ধন্যবাদ মহীয়সী নারী.
আমার বাড়ি কিন্তু কাঁচরাপাড়া হালিশহরের পরের স্টেশন আমি কিন্তু আপনার পাশের গ্রামের লোক আর আমি মেদিনীপুরেও একসময় অনেক সময় কাটিয়েছি কেরানিতলা অঞ্চলে
শুভ শারদীয়া র আগাম শুভেচ্ছা রইল দিদি,, পূজোটাও খুব ভাল লাগল ,
Thank you 😊❤
আপনি এত সুন্দর বলেন যে আপনার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে।Thank you for your lovely presentation.ভালো থাকুন with your lovely family and your cute kids.Thank you .
দিদি খুব ভালো লাগলো ভিডিও টা।
অনেক ভালোবাসা আপনাদের ❤️
Thank you 😊❤
দিদিভাই খুব খুব ভালো লাগলো ভিডিওটা। আর আপনার কথা বলার ধরন সম্পূর্ণ আলাদা আর ওই জন্য আপনার কথা গুলো এতো বেশি ভালো লাগে অনেকবার ধরে কথা গুলো শুনি। ভালো থাকবেন দিদিভাই আপনার পরিবার নিয়ে আর পূজো খুব ভালোভাবে কাটান ❤️❤️❤️❤️
খুব ভাল লাগল।
Thank you 😊
খুব ভালো লাগলো দিদি ব্লগ অপেক্ষায় ছিলাম তোমরা ও এতো ভালো করে enjoy করছো খুবই ভালো লাগলো meha আর রামকৃষ্ণ কে খুব সুন্দর লাগছে তোমার রেসিপি খুব ভালো লাগলো ভালো থেকো তোমরা ও পুজো তে খুব আনন্দ করো 💕💕💕💕
খুব ভালো লাগলো আজকের ব্লগ ❤️তোমাদের সবাই কে জানাই পুজোর শুভ কামনা ।পুজো ভালো কাটুক ❤️
Thank you 😊❤
Kubh sundor blog.Eibhabe dainandiner jibon niye blog .
How can someone explain a daily life so so beautifully ....in love with your vlog
.subho Mahalaya ❤️💕
Thank you 😊❤
অসাধারন। বাবার প্রতি ভালোবাসা টা দেখে খুব ভালো লাগলো।
খুব সুন্দর অসাধারণ।
Thank you 😊❤
খুব সুন্দর। দিদি আপনার জন্য বিদেশের পূজা গুলো দেখতে পাচ্ছি। খুব ভালো লাগলো।
Thank you 😊
তোমার ভিডিওতে কেমন যেনো অদ্ভূত শান্তি আছে ❤️❤️
😊❤️🙏
Ki darun lage dd banglar mahaloya ,amar khub valo lage
Meha and Rama both are looking great
Happy Durga Puja
Apnar blog besh koyekdin por dekhlam
Khub touching 👍👍
শুভ মহালয়া ম্যাম আপনি অনেক ভালো থাকুন আপনার পরিবার অনেক ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি
Thank you 😊❤
Khub sundor ekta din dekhlm sab kichu miliea ekta darun anuvuti
তোমার ভিডিও দেখলেই মন ভাল হয়ে যাই 🥰🥰
খুব ভাল লাগল দিদিভাই ❤🥰
Thank you 😊❤
এক কথায় দূর্দান্ত
Khub sundor didi.Happy Durga Pujo to u and your family ❤️
Thank you 😊❤
যেন মনে হয় -- দেখতেই থাকি, এ দেখার যেন শেষ না হয় ----!! অসাধারন লাগে আপনার ব্লগ গুলো। notification পেলেই মন ভালো হয়ে যায়। ভীষন প্রিয় আপনি। ভালো থাকবেন, ভালোবাসা নেবেন।❤️❤️❤️❤️❤️❤️❤️
শুভ তৃতীয়া দিদিভাই, সবাই মিলে পূজা ভালো কাটান। ভালো থাকবেন।
Khub sundor lagche ❤️🥰❤️
তোমার পূজো খুব ভালো কাটুক ❤ সবাইকে নিয়ে ভালো থেকো দিদি ❤ আগে আমি তোমার vlog দেখতাম আর এখন আমার বাড়ির সবাই তোমার vlog দেখে ..... শুভ শারোদীয়া দিদি......❤❤
Thank you 😊❤
Tomader sundar pribarer janya roilo saradiyar antarik suvechha
আমার বিশ্বাস আপনাদের মত মানুষের হাত ধরেই এই হিন্দুদের সনাতনের দুর্গোৎসব আগামী দিনগুলোতে সারা পৃথিবীর বুকে শান্তির বার্তা নিয়ে ছড়িয়ে পড়বে সাথে হিন্দু রা সারা পৃথিবীর বুকে অনেক ভালো ভালো কাজের নজির রাখবে এটা আমার বিশ্বাস আপনার বলার ভঙ্গির ভিতরে একটা সহজতবোধ আছে এই জন্য আরো ভালো লাগে। রইলো আপনার ফ্যামিলির জন্য অনেক শুভেচ্ছা।
সত্যি মন ভালো করা সকাল মহালয়া দিন। পূজো দেখে খুব ভালো লাগলো মায়ের মুখটি কি সুন্দর লাগছে।
নতুন ধরনের অমলেট দারুন দারুন 👌
সবাই পূজোয় খুব আনন্দ কর মজা কর পূজো খুব ভালো কাটুক।
Thank you 😊
খুব ভালো লাগলো আপনার blog দেখে আপনিও ভালো থাকবেন সবাই কে নিয়ে। অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবাই এর জন্য 💐
Thank you 😊
Darun...❤️❤️❤️
Thank you 😊❤
মহুয়া তোমার কথা গুলো সুনতে ভীষণ ভালো লাগে তোমাদের সকলকে দূগা পূজার সুবেছা জনালাম
Thank you 😊❤
দিদিভাই আপনার ভিডিও notification দেখে মন টা ভরে গেলো😊💙
Thank you 😊❤
@@probaseghorkonna2712 paglachudar baccha sagoler baccha verar baccha
Eto down to earth vlogger ami dekhi ni....sotti darun tumi.
বাংলাদেশ থেকে তোমার বিশাল ভক্ত দিদি ❤️
Thank you 😊❤
Apnar jonno jibone khub manosik santi ase janina keno kintu apnar kotha gulo sunle khub santi pai ❤
খুব ভালো লাগলো দিদি।। শুভ তৃতীয়া দিদি পূজো খুব ভালো কাটুক তোমাদের 😍😍🙏🙏
'সবাই সবাইকে ভয় পেয়ে দূরে থেকেছি' - একটা মর্মান্তিক সময়কে দারুণ স্পষ্ট করে প্রকাশ করলেন কিন্তু। 👍