দেশের স্বাধীনতা আওয়ামী লীগ নষ্ট করেছে আওয়ামী লীগ বেঁচে খাইছে কারণ আমরা আগে জানতাম বঙ্গবন্ধু আসলেই ভালো লোক আওয়ামী লীগের লোকেরা ভালো লোক তা নয় ওরে বাবা এরা কি ভয়ংকর কি ডেঞ্জারাস কি দুর্ধষ তাই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে কেউ কিছু বললে কিছু বলি না বরং ভালোই মনে করি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা ; বাঙ্গালি ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি | জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ডাকেই এদের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেছিলো | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মতো নেতা না থাকলে বাংলাদেশ স্বাধীন অর্জন সম্ভব হতো না এটা নিঃসন্দেহে সত্যিকথা | আবার একথাও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদ, মণি সিংহ, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী নেতাদের সর্বাত্মক সহায়তা না পেলে ও তৎকালীন সময়ের ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন সময়ের বিশ্বের পরাশক্তি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা ক্রেমলিনের নেতা নিউনিদ ব্রেজনেপ, আদ্রেগ্রোমিকো ও আলেক্সি কোসিগীনের মতো বিশ্ব নেতারা যদি তখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহায়তায় এগিয়ে না আসতেন তাহলে এত সহজে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না | তখন আরেক সাম্রাজ্যবাদী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাত্মক বিরোধিতা করেছিলো ; বিরোধিতা করেছিলো আরেক পরাশক্তিধর দেশ চীন | এসব ইতিহাসের কথা তো আমরা কোন অবস্থাতেই ভুলে যেতে পারি না | আর আমরা কোন অবস্থাতেই যেতে পারি না আমাদের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস সময়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াত-শিবির, রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর বিরোধিতা এবং তাদের সর্বাত্মক বিরোধিতা লুটপাট, অগ্নি সংযোগ ও ইতিহাসের নৃশংসতম বর্বরোচিত হত্যাযজ্ঞ - জঘন্যতম হৃদয়বিদারক গণহত্যার কথা | অতোএত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এবং ৭ মার্চ হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক ও মুক্তির সনদ | এর বাইরে বাংলাদেশের সর্বস্তরের জনগণ কোন কালেই কোন কিছু মেনে নেবে না | যারা এসবের বিরোধিতা ও বিপক্ষে অবস্থান নেবে তারা অবশ্য সর্বশক্তিমান আল্লাহ্ এর ইচ্ছায় পৃথিবী থেকে বিলিন হয়ে যাবে ; পুরোপুরি নিশ্চিহ্ন হায়ে | ইতিহাসও তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা করবে না ; তাদের ঘৃণ্যতম কর্মকাণ্ডের জন্য চিরকাল মনে রাখবে | আল্লাহ্ মহান |
জাতির পিতা বলতে কিছু নেই, যার যার পিতার যত্ন নিন,নিজের পিতার খবর নেই অন্যের পিতার প্রশংসা,আমাদের আদি পিতা আদম আঃ, আর মুসলমানদের আদি পিতা ইব্রাহিম আঃ,আর কোন নেতাকে পিতা বলা ঠিক নয়,শেখ মুজিব একজন বলিষ্ঠ নেতা ছিলেন, যেমন নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, তাহলে কি ওদেরকে এখন সবাই পিতা মানাবেন, ওদেরকে বাবা ডাকতে হবে জাতীয় বাবা,
নাহিদ তোমার বাবা যখন বিবাহ করতে বর সেজে গিয়েছিল তোমার মা কে আনতে ।ঐ শুভ বিবাহে হয়তো আরও অনেক লোক গিয়েছিল । যে বর সেজে গিয়েছিল সেই লোক টিই কিন্ত তোমার বাবা হবার সৌভাগ্য হয়েছে।
অনর্থক মৃত লোকটাকে নিয়ে টানাটানি। মরে গেছে শান্তিতে থাকতে দেন। আমার মাথা ঘুরছে অন্য চিন্তা। ব্যাংক থেকে চুরির টাকাগুলি কি ফেরত আসবে? সেই টাকা দিয়ে আমাদের কতটা উপকার হবে? বাজারের ডিমের দাম কমছে, কিন্তু শাক-সবজির দাম কবে কমবে? আমি গরিব মানুষ, আমার চিন্তা ভাবনাও গরিবের মতো।
শেখ রাসেল, শেখ কামাল,..... এসব দিবসের কোন দরকার ছিলো না আ.লীগের। এ ছিলো তাদের বাড়াবাড়ি। কিন্তু ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, এম এ জি ওসমানী সহ যারাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন সবাইকে সবার মানা উচিত ও স্বাভাবিক। বঙ্গবন্ধু অবশ্যই আমাদের জাতির পিতা।
ফালতু কথা বলেন কেন? তিনি কি এসব দাবি করেছেন? শেখ মুজিব বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সত্য। কারো একক প্রচেষ্টায় বাংলাদেশ সৃষ্টি হয়নি। একটি দেশের জাতির পিতা থাকতে হবে এমন কোন কথা নেই।
@@safwan894hamim3 সেটিও একটি মারাত্মক ভুল। মুজিব অথবা জিন্না কেহই জাতির পিতা নয়। একটি দেশের জাতির পিতা থাকতে হবে এমন কোন কথা নেই। বাংলাদেশ সৃষ্টিতে একক কারও অবদান নেই
একজন মূসলিম কখনো নিজের মনগড়া নিয়ে সবাইকে জাতির পিতা হতে পারে না জাতির পিতা একজন ই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক দিন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন আমীন
@@mdhazratali1255 আমি একজন হিন্দু বাঙ্গালীকে জিজ্ঞেস করলাম আপনার জাতীর পিতা কে,,সে কি উত্তর দিবে,,,।আমি যখন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় থাকবো তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করবে আমি বঙ্গবন্ধুর কথায় বলবো,,আর কোন ইসলামের আলকে কেহ প্রশ্ন করে আপনার জাতীর পিতা কে, তখন আমি ইব্রাহিম (আ:)কথায় বলবো,,,।আমাকে যদি কেহ প্রশ্ন করে আপনার পিতার নাম কি,আমি আমার পিতার নামই করব,,আমি কি তখন বলবো আমার পিতার নাম ইব্রাহিম (আ:)অবশ্যই না,,প্রশ্নের ভাব বুঝে উত্তর দিতে হবে,,,একজন রাজনৈতিক বিদ যখন জাতির পিতার কথা বলবে তখন বুঝতে হবে সে কি বলতে চাচ্ছে,,আমি কেন মুসলিম জাতির পিতার কথা মনে করবো,,,।
সৌদি আরবের জাতির পিতা কে? আরে আহাম্মক জাতি গঠনের শর্ত, উপাদান নিয়ে লেখা পড়া কর। তারপর মন্তব্য কর। সৌদী আরব ইব্রাহীম আঃকে নিয়ে টানা হ্যাচরা করে না, তাদের তোদের মুসলমানিত্ব বেশী মনে হচ্ছে।
@@amorasobaimujibsena1971 আপনার কথার ভাব বুঝেছি। বাংলাদেশ সৃষ্টিতে শেখ মুজিব ছাড়াও আরো অনেক নেতার অবদান ছিল। শেখ মুজিব এবং মীরজাফরের একই চরিত্র। এরা দুজনেই প্রথম জীবনে বীরত্ব দেখালেও পরবর্তীতে তারা জনগণকে বাঁশ দিয়েছিল 💯
এদেশের জনগনের প্রশ্ন হল কোন দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বাংলাদেশের জনগণ জানতে চাই? নিজের দেশের সাথে যুদ্ধে করে কি ভাবে বলে দেশ স্বাধীন করেছি। এটা ইতিহাসের প্রথম শুনলাম যে নিজের দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়।😂😂😂
আল্লাহ সকলকে সঠিক পথের পথিক হিসাবে কবুল করুন। আমাদের দেশ বিশ্বের দরবারে মুসলিম ধর্মের দেশ হিসেবে পরিগণিত হলেও আমাদের দেশের মানুষেরা ইসলামের ইতিহাস সম্পর্কে অনেকেই কিছুই জানে না। আমি সাধারন একটা মেয়ে হিসেবে উপদেষ্টা নাহিদ ও আসিফকে ধন্যবাদ জানাই যে তারা মুসলিম ধর্মের কিছু শিক্ষিত মূর্খ ব্যক্তিদের স্বরণ করে দিক যে জাতির পিতা একজনই তিনি হযরত ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম।
নাহিদ ভাই ঠিক কথা বলিছেন,সকল মুসলমানের,মনে কথা বলিছেন,একটা দল বাদে সকল দলের মানুষ,নাহিদ ভাইয়ে কথায় সহ মত দিবেন।সেই দল কোনটা লিখে বলার দরকার নাই, মানুষ এখোন সব বুঝেন।
আমরা কোন জাতি? বাঙ্গালী নাকি বাংলাদেশী? যদি বাঙ্গালী হয় তাহলে আদিবাসীরাতো বাঙ্গালী নয় কিন্তু বাংলাদেশের নাগরিক অপর দিকে পশ্চিম বাংলা ও ত্রিপুরার জনগন বাঙ্গালী তাহলে কি তাঁদেরও জাতিরপিতা সেখ মুজিব ?
একটি মানুষের যেমন একজনই পিতা থাকে তেমনি একটি দেশেরও একজনই জাতির জনক থাকে কিন্তু এখন দেখা যায় আমাদের দেশের অনেকেরই হয়তো ৫-৭ জন পিতা আছে তাই তারা দেশের ৫/৭জনক বানাতে চাই
এমন একটা কথা বলছে এখন মানুষের মাথা গরম বানায় ফালাইছে পুড়ে ক্ষমা চাওয়া উচিত দিছিলাম জরুরী ভাবে তাড়াতাড়ি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত থাকতে তত্ত্বাবধান আমাদের সম্পদ দেশটার কাছে বিনীত অনুরোধ করতেছি যে নাহিদ ইসলাম যেন তাড়াতাড়ি ক্ষমা চায় জাতির কাছে মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে যেন ক্ষমা চায়
রিসেট বটন টিপেছেন ইউনুস তাই বাংলাদেশ মরে গিয়ে পূর্ব পাকিস্তান ফিরে এসেছে।
অল্প বয়সে বেশি পাকলে যা হয়
Shìkh was agent of India and USA
দেশের স্বাধীনতা কাউকেই নষ্ট করতে দেওয়া হবে না।
দেশের স্বাধীনতা আওয়ামী লীগ নষ্ট করেছে আওয়ামী লীগ বেঁচে খাইছে কারণ আমরা আগে জানতাম বঙ্গবন্ধু আসলেই ভালো লোক আওয়ামী লীগের লোকেরা ভালো লোক তা নয় ওরে বাবা এরা কি ভয়ংকর কি ডেঞ্জারাস কি দুর্ধষ তাই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে কেউ কিছু বললে কিছু বলি না বরং ভালোই মনে করি।
সঠিক বলেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার্থে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। কেননা
আওয়ামী লীগ বাঁচলে বাংলাদেশ বাঁচবে না ❗
তোমরা কোন দেশের সাথে যুদ্ধ করে স্বাধীনতা জয়লাভ করছো
ভারতের দালাল দের সাথে যুদ্ধ করে।
ভারতের
ভারতের সাথে যুদ্ধে জয়ী হয়েছিস একথা মোদি শুনলে এখনই অগ্নি মিসাইল মেরে তোকে খবর করে দিবে।অগ্নি মিসাইলের নাম শুনেছিস?
@@shahosh352murukko
@@shahosh352ভারতের সহযোগিতার কারনে এই দেশটা সাধীনতা পেয়েছিল ভারত ১৯৭১ বোঝা এখনও বহন করে এক কোটি বাংলাদেশি যাদের নাগরিকত্ব নিয়ে বসবাস করে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা ; বাঙ্গালি ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি | জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ডাকেই এদের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেছিলো | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মতো নেতা না থাকলে বাংলাদেশ স্বাধীন অর্জন সম্ভব হতো না এটা নিঃসন্দেহে সত্যিকথা | আবার একথাও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদ, মণি সিংহ, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী নেতাদের সর্বাত্মক সহায়তা না পেলে ও তৎকালীন সময়ের ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন সময়ের বিশ্বের পরাশক্তি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা ক্রেমলিনের নেতা নিউনিদ ব্রেজনেপ, আদ্রেগ্রোমিকো ও আলেক্সি কোসিগীনের মতো বিশ্ব নেতারা যদি তখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহায়তায় এগিয়ে না আসতেন তাহলে এত সহজে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না | তখন আরেক সাম্রাজ্যবাদী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাত্মক বিরোধিতা করেছিলো ; বিরোধিতা করেছিলো আরেক পরাশক্তিধর দেশ চীন | এসব ইতিহাসের কথা তো আমরা কোন অবস্থাতেই ভুলে যেতে পারি না | আর আমরা কোন অবস্থাতেই যেতে পারি না আমাদের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস সময়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াত-শিবির, রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর বিরোধিতা এবং তাদের সর্বাত্মক বিরোধিতা লুটপাট, অগ্নি সংযোগ ও ইতিহাসের নৃশংসতম বর্বরোচিত হত্যাযজ্ঞ - জঘন্যতম হৃদয়বিদারক গণহত্যার কথা | অতোএত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এবং ৭ মার্চ হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক ও মুক্তির সনদ | এর বাইরে বাংলাদেশের সর্বস্তরের জনগণ কোন কালেই কোন কিছু মেনে নেবে না | যারা এসবের বিরোধিতা ও বিপক্ষে অবস্থান নেবে তারা অবশ্য সর্বশক্তিমান আল্লাহ্ এর ইচ্ছায় পৃথিবী থেকে বিলিন হয়ে যাবে ; পুরোপুরি নিশ্চিহ্ন হায়ে | ইতিহাসও তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা করবে না ; তাদের ঘৃণ্যতম কর্মকাণ্ডের জন্য চিরকাল মনে রাখবে |
আল্লাহ্ মহান |
শেখ মুজিব এবং মীর জাফরের একই চরিত্র। এরা দুজনেই প্রথম জীবনে বীরত্ব দেখালেও পরবর্তীতে তারা জনগণকে বাঁশ দিয়েছিল 💯
Kulongar group
এই উপদেষ্টার হয়ত অনেক পিতা,কোন পিতার সন্তান সে নিজেই জানেই না
Write.amaro ty Mone hosse
1971 PRAJET PANJABER . BUTA PARA TADER KANA SAS TKoNE.......TAR GNDRSAN
KRAN. OE KUSUNTANRA....AKN3....3/7/1971
MSTA SA......
আপনার মায়ের স্বামী মুজিব এইটা শিওর। আপনার সার্টিফিকেট টা এখানে যোগ করেন
ওর জন্মের সন্দেহ আছে
Todrr pita mujib...tor ma re......
নাহিদ সাহেব মনে রাখবেন ক্ষমতা কখন চিরস্থায়ী হয় না।জাতী আপনাদেরকে মনে রাখবে।
অবশ্যই মনে রাখবে। নাহিদ সাহেব বয়সে তরুণ হতে পারে তবে সত্যি কথা বলেছে…
সেটা নাহিদ সাহেব জানে ক্ষমতা চির স্হায়ী না।কিন্তু ফেরাউনের বংশধররা মনে করত ক্ষমতা চির স্হায়ী।
আপনি দেলোয়ার সাইদির চট্টগ্রামের ওয়াজটা একটু শুনিয়েন।যদি মুসলমানের রক্ত শরীরে থাকে তাহলে কখনও আওয়ামী লীগ এর নাম মুখে আনবেন না।
যে কাজটা করতে এসেছেন, সেই কাজটা শেষ করে চলে যান। বেশিদিন টিকে থাকার চেষ্টা করলে, শেখ হাসিনার মত অবস্থা হবে।
বেশি বাড়লে তাড়া তাড়ি কমবে। এটাই নিয়ম
Yes...just like Awami kutta league
নাহিদ এর কাছে প্রশ্ন ৪৬৮২ দিন দেশের জন্য করাবরণ করছে এমন কোনো নেতা বাংলাদেশের ইতিহাসে কে আছে
শেখ মুজিব এবং মীরজাফরের একই চরিত্র। এরা দুজনেই প্রথম জীবনে বীরত্ব দেখালেও পরবর্তীতে তারা জনগণকে বাঁশ দিয়েছিল 💯
স্বেচ্ছায় কারাবরণ করেছে। তার পরিবারের কেউ যুদ্ধে অংশ নেয়নি। পলাতক আসামির মতো প্রান বাচাইছে।
কোন দেশের সাথে যুদ্ধ করে দেশ আবার স্বাধীন করছ জাতি জানতে চাই।
স্বৈরাচার শেখ হাসিনা চোরের দলের সাথে যুদ্ধ করেছি তারপর স্বাধীন করেছি ।
স্বৈরাচার শেখ হাসিনা চোরের দলের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে ।
Yes
জাতির পিতা ইব্রাহিম এটা সঠিক১০০/
বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এক নয়। উপদেষ্টা সাহেব।
এত সাহস করবেন না ভাই বাংলাদেশের প্রতিটি মানুষ জাতির জনক কে শ্রদ্ধা করেন।
তোমার ধারণা ভূল
আপনার ধারনা তারচেয়েও ভুল।
অবদানের জন্য অবশ্যই শ্রদ্ধা প্রাপ্য, তবে জাতির পিতা বা জনক নয়? কেননা এটা ব্যক্তি আ স ম রবের একক ঘোষণা!!
Nahid is right
@@abulchowdhuryকোন জায়গা থেকে ফেলেন রব
জাতির পিতা বলতে কিছু নেই, যার যার পিতার যত্ন নিন,নিজের পিতার খবর নেই অন্যের পিতার প্রশংসা,আমাদের আদি পিতা আদম আঃ, আর মুসলমানদের আদি পিতা ইব্রাহিম আঃ,আর কোন নেতাকে পিতা বলা ঠিক নয়,শেখ মুজিব একজন বলিষ্ঠ নেতা ছিলেন, যেমন নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, তাহলে কি ওদেরকে এখন সবাই পিতা মানাবেন, ওদেরকে বাবা ডাকতে হবে জাতীয় বাবা,
নাহিদ তোমার বাবা যখন বিবাহ করতে বর সেজে গিয়েছিল তোমার মা কে আনতে ।ঐ শুভ বিবাহে হয়তো আরও অনেক লোক গিয়েছিল । যে বর সেজে গিয়েছিল সেই লোক টিই কিন্ত তোমার বাবা হবার সৌভাগ্য হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে থাকবে
জাতির পিতা বলবি না। শুধু শেখ মুজিব। 7 ই মার্চের ভাষণ বিক্রি করে ক্ষমতায় গিয়ে তোরা দেশের সর্বনাশ করেছিস। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিস…
সাংবাদিক মাসুদ কামালের পিতা মুজিব হয়তে পারে কিন্তু আমাদের না আমাদের জাতির পিতা হযরত ইব্রাহীম আলাইহি সালাম আর আমাদের পিতা জন্ম দাতা
ইবরাহিম (আ) সালাম
নাহিদের কথায় সত্যি
অনর্থক মৃত লোকটাকে নিয়ে টানাটানি। মরে গেছে শান্তিতে থাকতে দেন।
আমার মাথা ঘুরছে অন্য চিন্তা।
ব্যাংক থেকে চুরির টাকাগুলি কি ফেরত আসবে? সেই টাকা দিয়ে আমাদের কতটা উপকার হবে?
বাজারের ডিমের দাম কমছে, কিন্তু শাক-সবজির দাম কবে কমবে?
আমি গরিব মানুষ, আমার চিন্তা ভাবনাও গরিবের মতো।
আমাদের জাতির পিতা ইব্রহিম আলাইহিস সাল্লাম।লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসূলুল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম❤❤❤
পাকিস্তানের প্রডাকট
আলহামদুলিল্লাহ যুবক এই ছাত্রনেতা উপদেষ্টাদদেরকে অসংখ্য ধন্যবাদ
স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী মন্তব্য বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু বলবি না। শুধু মুজিব বলবি
মুজিবের চেয়ে তাজউদ্দিনের অবদানও বেশি ছিল
আমারতো নিজের পিতা আছে কেন মুজিব আমার পিতা হবে
সালামুন আলা আদম মানব জাতির পিতা, সালামুন আলা ইব্রাহিম মুসলিম জাতির পিতা বাংলাদেশী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির পিতা হলে সে কি করে একদলীয় শাসক হয়?
আমাদের জাতির পিতা ইবরাহীম আলাইহি সালাম
এরা উপদেষ্টা হওয়ার যোগ্যতা হারিয়েছেন।
নাহিদ ইসলাম ঠিক বলেছেন।।
শেখ রাসেল, শেখ কামাল,..... এসব দিবসের কোন দরকার ছিলো না আ.লীগের। এ ছিলো তাদের বাড়াবাড়ি।
কিন্তু ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, এম এ জি ওসমানী সহ যারাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন সবাইকে সবার মানা উচিত ও স্বাভাবিক।
বঙ্গবন্ধু অবশ্যই আমাদের জাতির পিতা।
বঙ্গবন্ধু মুক্তি যোদ্ধ
বংলাদেশ।
এই ইতিহাস কোন দিন
মুছে ফলতে পারবে না॥
নতুন স্বাধীনতাতে নাহিদকে জাতির পিতা বানানো হোক। যে তার নেতৃত্বে ২৪ সালে স্বাধীন হইছে।
ফালতু কথা বলেন কেন? তিনি কি এসব দাবি করেছেন? শেখ মুজিব বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সত্য। কারো একক প্রচেষ্টায় বাংলাদেশ সৃষ্টি হয়নি। একটি দেশের জাতির পিতা থাকতে হবে এমন কোন কথা নেই।
অল্প বয়সে উঠেছে চুল,
যা বলছে যা করছে সব হচ্ছে ভুল।
নাহিদ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে
বঙ্গবন্ধু পুরো বাংলাদেশের।
আমাদের জাতীর পিতা হযরত ইবরাহিম আলাইহিসসালাম
আদম আ: কে?
তাহলে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ কিভাবে হয়?
@@safwan894hamim3oder eguli key bujabe
@@safwan894hamim3
সেটিও একটি মারাত্মক ভুল।
মুজিব অথবা জিন্না কেহই জাতির পিতা নয়। একটি দেশের জাতির পিতা থাকতে হবে এমন কোন কথা নেই। বাংলাদেশ সৃষ্টিতে একক কারও অবদান নেই
সৌদি আরবের জাতির জনক ইবন সাউদ অফ
জ্বালা জ্বালা আফসোস লীগের জ্বালা
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
৭১এর পরবর্তী দেশে অনেকে রাষ্ট্ পরিচালনা করেছেন সবাইতো সন্মান করেছেন।তারাতো এনিয়ে কোন কথা বলেন নাই। এখন এ নিয়ে বিতর্ক কেনো।
ধন্যবাদ নাহিদ ভাই কে ,জাতির পিতা হযরত ইব্রাহিম আঃ।
একজন মূসলিম কখনো নিজের মনগড়া নিয়ে সবাইকে জাতির পিতা হতে পারে না জাতির পিতা একজন ই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক দিন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন আমীন
@@mdhazratali1255 আমি একজন হিন্দু বাঙ্গালীকে জিজ্ঞেস করলাম আপনার জাতীর পিতা কে,,সে কি উত্তর দিবে,,,।আমি যখন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় থাকবো তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করবে আমি বঙ্গবন্ধুর কথায় বলবো,,আর কোন ইসলামের আলকে কেহ প্রশ্ন করে আপনার জাতীর পিতা কে, তখন আমি ইব্রাহিম (আ:)কথায় বলবো,,,।আমাকে যদি কেহ প্রশ্ন করে আপনার পিতার নাম কি,আমি আমার পিতার নামই করব,,আমি কি তখন বলবো আমার পিতার নাম ইব্রাহিম (আ:)অবশ্যই না,,প্রশ্নের ভাব বুঝে উত্তর দিতে হবে,,,একজন রাজনৈতিক বিদ যখন জাতির পিতার কথা বলবে তখন বুঝতে হবে সে কি বলতে চাচ্ছে,,আমি কেন মুসলিম জাতির পিতার কথা মনে করবো,,,।
ইব্রাহিম আ:মুসলিম জাতির কিভাবে হলেন কোরআনের আলোকে বলবেন কেউ?
সৌদি আরবের জাতির পিতা কে? আরে আহাম্মক জাতি গঠনের শর্ত, উপাদান নিয়ে লেখা পড়া কর। তারপর মন্তব্য কর। সৌদী আরব ইব্রাহীম আঃকে নিয়ে টানা হ্যাচরা করে না, তাদের তোদের মুসলমানিত্ব বেশী মনে হচ্ছে।
@@Hafsa-x7e
তিনি ইসলাম ধর্মের নামকরণ করেছিলেন
@@amorasobaimujibsena1971
আপনার কথার ভাব বুঝেছি। বাংলাদেশ সৃষ্টিতে শেখ মুজিব ছাড়াও আরো অনেক নেতার অবদান ছিল। শেখ মুজিব এবং মীরজাফরের একই চরিত্র। এরা দুজনেই প্রথম জীবনে বীরত্ব দেখালেও পরবর্তীতে তারা জনগণকে বাঁশ দিয়েছিল 💯
জাতির পিতা ইব্রাহিম আ:হিসসালাম, আমি মুসলিম।
জাতির পিতা ইব্রাহিম (আঃ)
জিন্নাহ কে জাতির পিতা বানাতে বললে তখন নাচতে নাচতে রাজি হবে এক দল
তুই পাগলের চ্যাট।
জিন্না কিংবা মুজিব কেউই জাতির পিতা নয়।
কি এক অবস্থা,, শেখ মুজিবুর রহমান এর অবদান ভুলে যেতে চাই??তাদের কেও একদিন এর ফল ভোগ করতে হবে।
নাহিদ অল্প বয়সে উপদেষ্টা হয়ে বেশি পেকে গেছে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়েছে। বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীন না করলে কিভাবে সে উপদেষ্টা হতো।
নাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ
নাহিদ চাঁদাবাজি বন্ধ কর?
বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
একদম সঠিক বলেছে। ইতিহাসে যার যা অবদান আছে সেটা স্বীকার করতে হবে। একক ব্যাক্তি পুজা বন্ধ করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন আছেন থাকবেন
জাতির পিতা ইব্রাহিম আলাইহিম সাঃ
এদেশের জনগনের প্রশ্ন হল কোন দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বাংলাদেশের জনগণ জানতে চাই? নিজের দেশের সাথে যুদ্ধে করে কি ভাবে বলে দেশ স্বাধীন করেছি। এটা ইতিহাসের প্রথম শুনলাম যে নিজের দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়।😂😂😂
নাহিদ মনে করে গোলাম আজমকে
নাহিদ ভাই খুব ভাল কথা বলেছে।nice
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাই সালাম
নাহিদ ভাই সঠিক কথা বলেছেন।
এরা পালানোর ও সময় পাবে না
আল্লাহ সকলকে সঠিক পথের পথিক হিসাবে কবুল করুন। আমাদের দেশ বিশ্বের দরবারে মুসলিম ধর্মের দেশ হিসেবে পরিগণিত হলেও আমাদের দেশের মানুষেরা ইসলামের ইতিহাস সম্পর্কে অনেকেই কিছুই জানে না। আমি সাধারন একটা মেয়ে হিসেবে উপদেষ্টা নাহিদ ও আসিফকে ধন্যবাদ জানাই যে তারা মুসলিম ধর্মের কিছু শিক্ষিত মূর্খ ব্যক্তিদের স্বরণ করে দিক যে জাতির পিতা একজনই তিনি হযরত ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম।
বঙ্গবন্ধু জাতির পিতা ছিলেন আছে, থাকবে আমি মনে করি।
এটা বাংলা দেশ এটা এমরিকা নয় মুজিবুর রহমান জারিত পিতা হিসেবে ই ভালো হয়
জাতির পিতা এবং আওয়ামী লীগ এক কথা নয়। আমি মনে করি উপদেষ্টাদের আরও পড়াশোনা করা উচিত।
জাতির পিতা ইব্রাহিম
Ad+Muslim
নাহিদ ভাই ঠিক কথা বলিছেন,সকল মুসলমানের,মনে কথা বলিছেন,একটা দল বাদে সকল দলের মানুষ,নাহিদ ভাইয়ে কথায় সহ মত দিবেন।সেই দল কোনটা লিখে বলার দরকার নাই, মানুষ এখোন সব বুঝেন।
আমরা কোন জাতি? বাঙ্গালী নাকি বাংলাদেশী? যদি বাঙ্গালী হয় তাহলে আদিবাসীরাতো বাঙ্গালী নয় কিন্তু বাংলাদেশের নাগরিক অপর দিকে পশ্চিম বাংলা ও ত্রিপুরার জনগন বাঙ্গালী তাহলে কি তাঁদেরও জাতিরপিতা সেখ মুজিব ?
এগুলো এখন হবে আলোচনা সমালোচনা থাকবে এটা ব্যাপার না ভোট যতদিন দিন না হয় এর থেকে বেশি খারাপ কিছু হতে পারে ব্যাপার না তবে ইতিহাস মুছা সম্ভব না 😊😊😊😊😊
টোকাই যদি বলে নতুন করে বাংলাদেশটাকে গড়তে চাই এখানে শুধু আমার হাসি পাচ্ছে এদেশের বড় বড় বিজ্ঞানী যারা আছেন তারা কি করবে তাহলে।
এরাতো দুজনই শিবির তারা কিভাবে মানবে । যারা মুর্তি ভেঙেছে তারাওতো তাদের লোক , সাধারণ জনগন নয়।
নাহিদের বাচ্চা নাহিদ 1971 সালে তুই কোথায় ছিল
এই নাহিদ ইসলাম মনে বাংলাদেশর নাম পালটি দেন নতুন নাম দেন নবো পাকিস্তান দিরেন নাকি তাই মনে হয়
১৯৭০ এর নির্বাচন স্বীকৃতি দিয়াছে
বাংলাদেশ জন্ম বা সৃষ্টির জন্য যতোগুলো আন্দোলন বা সংগ্রাম দেখেছো বঙ্গবন্ধু ছাড়া প্রতিটি আন্দোলনের ইতিহাস ই অপূর্ন।
একটি মানুষের যেমন একজনই পিতা থাকে তেমনি একটি দেশেরও একজনই জাতির জনক থাকে কিন্তু এখন দেখা যায় আমাদের দেশের অনেকেরই হয়তো ৫-৭ জন পিতা আছে তাই তারা দেশের ৫/৭জনক বানাতে চাই
বাংলাদেশের জনগণও জাতির জনক মনে করে না 👍
সেনাবাহিনী না থাকলে তোর মতো মানুষ বঙ্গবন্ধু নিয়ে কথা বলতে পারতনা
পিঠে বস্তা বান্দিয়া রাখো ঘনিয়ে আসতেছে সময়
বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু
If Bangladesh becomes Islamic country, then Bangladesh will be divided into different countries.
বাংলাদেশ নামক রাষ্ট্রের পিতা হতে পারে।
এত দিবস - এত বন্ধ দেশের কি লাভ ? 😮
নাহিদ কে জাতীর পিতা করা হোক
মাসুদ কামাল সাহেবের বুদ্ধি কম,
গোলাম আজমের জাতির পিতা বানান হক জিন্নাহকে জাতির পিতা বানানো হোক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান তারা যখন যুদ্ধ করেছে তখন কি নাহিদ ছিলো তাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের কথা কখনো মুছে ফেলাযাবে না
এমন একটা কথা বলছে এখন মানুষের মাথা গরম বানায় ফালাইছে পুড়ে ক্ষমা চাওয়া উচিত দিছিলাম জরুরী ভাবে তাড়াতাড়ি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত থাকতে তত্ত্বাবধান আমাদের সম্পদ দেশটার কাছে বিনীত অনুরোধ করতেছি যে নাহিদ ইসলাম যেন তাড়াতাড়ি ক্ষমা চায় জাতির কাছে মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে যেন ক্ষমা চায়
স্যালুট মিঃ নাহিদ ইসলাম
আমি শুনেছি নাহিদের বাপের নাম সে ঠিকমত বলতে পারে না। কতা কি সত্যি?
হুম, তার ভিডিও আছে, স্টুডেন্ট এর হাতে মার খাওয়ার। এক ছাত্রীকে ধর্ষণ করতে গেছিল।
জাতির পিতা তো এখন আসিফ এবং নাহিদ এটা ২৪ এ লেখা হোক
The father of the Nation, Bangladesh is no doubt Mujibar Rahman, a star son of a Hindu mother.
আবু সাইদ কে জাতির পিতা বানানো হোক🤣🤣
ফুয়াদ ভাই সে ভোট কি আপনি দিতে চেয়েছিলেন? সে সময় আপনার বয়স কত ছিল?
জাতির পিতা ডঃ ইউনুস।
আরে ভাই তোমার মাথা কি গোপন নাকি
এরা তো বাংলাদেশ কেই স্বীকার করে না।
কারণ ওর বাপের চরিত্র যে কত ভালো সেটা আমরা জানি।
জনগণ তাকে বুঝাবে, জাতির পিতা কে।
নাহিদের চুল কানি উঠছে
Desh ta razakare bore jacce 😢
এরা প্রকৃত শিক্ষিত না।ইন্টারভিউ দিয়ে এরা সরকারি চাকরি পেতো না।
মজিবতো পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর হতে চেয়েছিল।
জাতির পিতা নাহিদের বাবা