স্বাধীনতা যুদ্ধের একজন অসাধারন নেতার মুখে বস্তুনিষ্ঠ তৎ্য এবং বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক মুল্যায়নধর্মী বক্তব্য দেওয়ায় শ্রদ্ধেয় নেতা আ স ম আব্দুর রব এর প্রতি আমার স্ব-শ্রদ্ধ সালাম। উনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
স্বাধীনতা যুদ্ধের পুরোটা সময় তিনি কারাগারে! আবার গ্রেফতারও হয়েছিলেন স্বেচ্ছায়! তারচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে গ্রেফতার হবার আগে স্বাক্ষর করে যাননি স্বাধীনতার ঘোষণাপত্রে! ৭ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন সেটিও ৪জন বুদ্ধিজীবীর লেখিত ভাষণ! তিনি মূলত করেছিলেন কি গলাবাজি ছাড়া? আবার ৭২-৭৫ তিন বছর তিনি ক্ষমতায় থাকা কালে বেসরকারি হিসেবে দুর্ভিক্ষ ও রাজনৈতিক সহিংসতায় প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ মারা গিয়েছিলো অর্থাৎ বছরে গড়ে ১ লক্ষ ৬৬ হাজারের বেশি মানুষ আর গড়ে প্রতিদিন ৪৫৬ জন মানুষ! গণতন্ত্রের গলাটিপে হত্যা করে দেশে বাকশাল কায়েম করতেও দ্বিধা না করা সেই একনায়কতন্ত্রের খলনায়ককে বানানো হয়েছে জাতির পিতা! শেখ কামালের মত একজন চরিত্রহীন ব্যাংক ডাকাতের বাবাকে বানানো হয়েছে বঙ্গবন্ধু! কি বিচিত্র এই দেশ, ভাবতে পারেন? এত মহান মানুষ স্বপরিবারে নিহত হবার পরও মানুষ শোক পালন না করে উল্টো মিষ্টি বিতরণ করেছিলো! শুনেছি সেদিনও নাকি দেশে মিষ্টির ঘাটতি পড়ে গেছিলো, যেভাবে ঘাটতি পড়েছিলো গত ৫ই আগস্ট হাসিনার পতনের পরে! চিন্তা করেন সে এতটাই মহান মানুষ ছিলো যে তার জানাযা পড়ার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি! এখন যেমন পাঁচ তারিখে আওয়ামীলীগের পতনের পর থেকে আওয়ামীলীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ ১৮-১৯ বছর ক্ষমতায় না থেকেও বিএনপি জামায়াত দেশেই ছিলো, এভাবে গর্তে ঢুকে যেতে হয়নি। আমার তো মনে হয় ৫ তারিখ শেখ হাসিনার মৃত্যু হলে তার জানাজা পড়ার জন্যেও মানুষ খুঁজে পাওয়া যেতো না। ইতিহাস কি নির্মম! তাকে যত জোর দিয়ে চেপে ধরবেন সে তত বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে সামনে বেরিয়ে আসবে। এবারও তাই হচ্ছে.... বিনম্র শ্রদ্ধা লিখার আগে ৭২-৭৫ সালের শাসনামল পড়ে আসুন সুশীল সাহেব!
সঞ্চালক সাহেবকে অশেষ ধন্যবাদ। যে নেতার পরিচালনা ছাত্র রাজনীতি করেছি, বহুদিন পর তার কথা শুনে এবং চলছবি দেখে ধন্য, হইলাম। স্রষ্টার কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন বাংলাদেশের সেবা করুন।
রব সাহেব জাসদ করার কারণে আপনাকে ব্যক্তিগত ভাবে আমি পছন্দ করতাম না, কিন্তু আজ কিছু সত্য কথা আর কিছু সঠিক ইতিহাস শুনে আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। সত্য চিরকাল সত্য, বঙ্গবন্ধুর প্রতি যে আপনাদের আবেগ আর সম্মান দেখলাম আমি খুব আনন্দিত হলাম। আপনাদের মত বট বৃক্ষ দের সরকারের মূল্যায়ন করা উচিত, আপনাদের প্রতি সম্মান নেই, তার জন্য দেশের এই দুরাবস্হা। পার্লামেন্ট সব চোর বাটপারে ভরে গেছে।
সব আন্দোলন সংগ্রামের মুলে ছিলেন বঙ্গবন্ধু। যে যেখানে যে অবস্থায় কাজ করেছেন তার মুলে ছিলেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সিরাজুল ইসলাম খান নেতা হিসেবে ছিলেন সেই দিন পর্যন্ত যতদিন তিনি বঙ্গবন্ধুর সাথে ছিলেন।
আ স ম আবদুর রব ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।বঙ্গবন্ধুর ৭ মার্চের বাসন বিশ্বের সেরা তিনটি বাসনের একটি।আমাদের মহান মুক্তিযুদ্ধে ঐ বাসন মুক্তিযোদ্ধা এবং পুরো জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছে।
আসমো আব্দুর রবের 7 ই মার্চ প্রসঙ্গ বঙ্গবন্ধুর জীবনের উপর সত্যি কার কাহিনী জনতার সম্মুখে প্রকাশ করে জাতীয় নেতা হিসেবে লিপিবদ্ধ হইলেন আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লিডার বঙ্গবন্ধু সম্পর্কে আজকে যা কিছু শোনালেন তার জন্য আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকিব, আসলেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, সারা পৃথিবীতে একজনই জন্মায়,
বাংলাদেশ থীম এক্সিলেন্ট দ্যা গ্রেড গোল্ডেন নেইম ব্লেশিং অপ গড হেল্পাস টু ড্রীম ❤ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ❤ বাংলাদেশ জীবনের গান ❤এক সুন্দর সোনালি নাম❤যেন ঈশ্বরের আশীর্বাদ ❤ স্বপ্নের মতো হয়ে ওগো মোদের কর্ণধার ❤ বঙ্গবন্ধু ❤ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক তার নাম ❤
সত্যিকারের আত্মসম্মানী নেতা যে কখনো দাদালি না করে চাটুকারিতা না করে যিনি এখনো স্বকীয় ব্যত্বিত্ব তিনি হলেন প্রথম পতাকা উত্তোলনকারী জনাব আ স ম আব্দুর রব... শ্রদ্ধা জানাই নেতা আপনাকে...
শ্রদ্ধেয় রব স্যার কে প্রথমত স্যালুট দ্বিতীয়ত তার দীর্ঘায়ু কামনা করছি কারণ সে বেঁচে থাকলে বর্তমান প্রজন্ম তার থেকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য এবং ইতিহাস জানতে পারবে তাতে করে বাংলাদেশের মানুষ বাংলাদেশ বিরোধী হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে
কলা ভবনের সামনে পতাকা উত্তোলণের পূর্বে যে মিছিলটি পতাকা নিয়ে আসে সেই মিছিলে আমি ছিলাম । মিছিলটি একসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা শহীদ বাকি খিলগাঁও এলাকা থেকে নেতৃত্ব দিয়ে পতাকাটি ডাকসু সাধারণ সম্পাদক অসম আব্দুর রবের হাতে তুলে দিয়েছিলেন । উনি চৌঠা ডিসেম্বর শহীদ হন । তাই এ বিষয়ে তার নামটা কেউ মুখে আনেন না । ইতিহাসে তার নাম থাকা উচিত ছিল । আমি নিজেই নিজেকে গর্ভ করি এধরনের একটা মিছিলে থাকার জন্য । ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ কৌশলী স্বাধীনতার ঘোষণা । এটা যারা বুঝতে পারেনা তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলা যায়না ।
২ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এক ছাত্র সমাবেশে জগন্নাথ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল এলো। তাদের হাতে একটি পতাকা। এটা সেই রকম পতাকা যা সত্তরের ৬ জুন রাতে তৈরি করা হয়েছিল। ১ মার্চ রাতে ইকবাল হলের ২১৫ নম্বর কক্ষে নতুন এই পতাকাটি বানানো হয়। বাঁশের মাথায় বাঁধা পতাকাটি উঁচু করে ধরে আসম আবদুর রবের হাতে দেয়া হলো। রব বাঁশটা ধরে কয়েকবার ডানে বাঁয়ে ঘোরালেন। - এই তথ্য এক সাবেক জাসদ নেতার!
জনাব, পতাকা বহন কারী ছাড়াও , আরও অনেক বেসিক বা মূল তথ্যও ভুল তথ্য আছে ! যেমন ডাকসু সাধারণ সম্পাদক অসম আব্দুর রব। ডাকসু সাধারণ সম্পাদক ছিলেন মাখন ভাই। আর কলা ভবনের সামনেও পতাকা উত্তোলণ করা হয় নাই। পতাকা উত্তোলণ করা হয় কলা ভবনের পাশের ছোট গাড়ী বারান্দায় - মূল কলা ভবনের সামনে নয়! আর এই ডিজাইনের পতাকা ঐ দিনই প্রথম তোলা হয় নাই! এর আগেও, ১৯৭০সালের ৭ ই জুন, ৬ দফা দিবসে , ছাত্র লীগের “জয় বাংলা” বাহিনী মার্চ- পাস্ট করে ঐ পতাকা ঢাকার পল্টন ময়দানে বঙ্গবন্ধুর হাতে দেয়া হয়! তাই, মিথ্যা ও অরধ্য সত্য আর মিথ্যা - সত্য মিশ্রিত তথ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না! আমি আপনাকে চ্যলেঞ্জ করে এই সত্য তথ্য উপস্থাপনা করলাম - সঠিক ইতিহাসের স্বার্থে!!
আ স ম আবদুর রব সাহেবের কথাটায় মন ভরে গেলো, সত্যি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষের নেতা ছিলেন, এর মধ্যে বিভিন্ন মতের দলের লোক ছিল. দেশ স্বাধীন হওয়ার পর ও উনার অনেক বক্তব্য ভিডিও দেখেছি, দুর্নীতিবাজদের কালোবাজারিদের, মজুদদারদের বিরুদ্ধে কথা বলতে,
শ্রদ্ধেয়া রব সাহেব ৭১ এর স্বাধীনতা সম্পর্কে এবং বঙ্গবন্ধু সম্পর্কে রব সাহেব যে বক্তব্যগুলো দিতেছেন বাংলাদেশেরসব রাজনৈতিক দল সব সাহাবের বক্তব্যগুলো শুনেন এবং বুঝার চেষ্টা করেন সব ভুল ভেঙ্গে যাবে সব সাহেবকে পক্ষ থেকে ধন্যবাদ সে একজন অসাধারণ ব্যক্তি এবং ব্যক্তিত্ব
বর্তমান এদেশের যারা দায়িত্বে আছেন তাদের উচিত রব স্যারের এই কথাগুলো শুনে বিচার বিশ্লেষণ করা রব সাহেব যে কথাগুলো বলতেছে একেবারেই সত্য কথা স্যার কে ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ অসাধারণ গঠনার কথা, কি বলবো শুনলে বোকটা ভরে যায় ৭ মাচ জয় বাংলা জয় শেখ হাসিনা জয় বাংলার মানুষের জয় ধন্যবাদ আবদুল রব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনার কমেন্ট কিছু টা সংশোধন করবেন আশা করছি, যেহেতু আপনি মুসলিম বলে আমি ধারণা পোষণ করছি। এখানে বলা আপনার উচিৎ ছিল আমাদের নেতার সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণে জন্য মানুষ জন আল্লাহ র কাছে প্রার্থনা করতেন কারণ ইবাদতের একমাত্র হকদার মহান আল্লাহ। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের গণমানুষের মানুষের নেতা। উনি কোন দলের নয় বরং উনি ছিলেন জাতীয়, দেশ ও দশের নেতা। ‘আলী বিন আবী ত্বলিব (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি যখন (রাতের বেলা) উচ্চারণঃ ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাঁও ওয়া মা আনা মিনাল মুশরিকীন, ইন্না সালাতী, ওয়া নুসুকী, ওয়া মাহইয়ায়া, ওয়া মামাতী লিল্লাহি রাব্বিল আলামীন, লা শরীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা। আনতা রাব্বী ওয়া আনা আবদুকা, যালামতু নাফসী ওয়া‘তারাফতু বিযামবী ফাগফিরলী যুনুবী জামী'আন ইন্নাহূ লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওয়াহদিনী লিআহসানিল আখলাকি লা ইয়াহদী লিআহসানিহা ইল্লা আনতা, ওয়াসরিফ আন্নী সাইয়িয়াহা, লা ইয়াসরিফু আন্নী সাইয়িয়াহা ইল্লা আনতা, লাব্বায়কা ওয়া সাদায়কা, ওয়ালখায়রু কুল্লুহূ বিয়াদায়কা, ওয়াশ-শাররু লাইসা ইলায়কা, আনা বিকা ওয়া ইলায়কা, তাবারাকতা ওয়া তা‘য়ালায়তা, আসতাগফিরুকা ওয়া আতুবু ইলায়কা। একজন সত্যিকার ঈমানদার হিসাবে আমি মুখ ফিরাচ্ছি তাঁর দিকে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমি আল্লাহর সঙ্গে কারো শরীক করি না। যথার্থই আমার সালাত (সলাত) এবং আমার ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু সবই জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তার কোন শরীক নেই। আমাকে এরূপ হুকুম করা হয়েছে এবং যারা আজ্ঞানুবর্তী হয়েছে আমি তাদের মধ্যে একজন। হে আল্লাহ! তুমি সৃষ্টি জগতের রব। তুমি ব্যতীত আর কোন উপাস্য নেই। তুমি আমার রব এবং আমি তোমার বান্দা। আমার নিজের আত্মার উপর অন্যায় করেছি এবং আমার গুনাহ শনাক্ত করতে পেরেছি। আমার সকল সীমালংঘন মাফ করে দাও, নিশ্চয়ই তুমি ব্যতীত আর কেউ আমার গুনাহ মাফ করতে পারে না। আমার চরিত্রের উৎকর্ষতার পথ নির্দেশ দাও, কারণ তুমি ব্যতীত অন্য কেউ উৎকর্ষের পথ নির্দেশ দিতে পারে না। আমার চরিত্রের পাপসমূহ থেকে আমাকে রক্ষা কর, কারণ, যথার্থই তুমি ব্যতীত আর কেউ আমাকে পাপ থেকে রক্ষা করতে পারে না। আমি তোমার সামনে দাড়িয়ে মিনতি করি। সকল ভাল তোমার হাতে, মন্দ তোমাকে ছুঁতে পারে না। আমি নিজেকে তোমার সামনে উপস্থাপন করছি, সম্পূর্ণভাবে তোমার কাছে। তুমি অতি পবিত্র অতি-মহিমাম্বিত। আমি তোমার কাছে মার্জনা চাই এবং তোমার নিকট অনুতপ্ত। - এর অন্য রিওয়ায়েতে আছে- রাত্রের সলাতে এ দুআটি পাঠ করতেন।” [৩০৫] ফুটনোটঃ [৩০৫] মুসলিম ৭৭১, তিরমিযী ২৬৬, ৩৪২১, ৩৪২২, ৩৪২৩, নাসায়ী ৮৯৭, আবু দাউদ ৭৬০, ১৫০৯, ইবনু মাজাহ ৮৬৪, ১০৫৪, আহমাদ ৮০৫, ৯৬৩, দারেমী ১২৩৮, ১৩১৪ বুলুগুল মারাম, হাদিস নং ২৭০
ধন্যবাদ সত্যি কথাগুলো জাতিকে জানানোর জন্য।বঙ্গবন্ধু কোন নির্দিষ্ট দলের না।তিনি পুরা বাঙালি জাতির পিতা। আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ স্হানে অধিষ্ঠিত করুন,আমিন।
I was a witness a of ASM Abdur Rob raising of Bangladesh flag on 2 March 1971 at BotTala Dacca University . He raised the Bangladesh flag on top of Ist entrance roof while we the protesters were assembled to look for direction for our independence. I was also at the Race Course which later renamed as Surwardy Uddan on 7th March 1971.I was also a freedom fighter for secular democratic Bangladesh from 1969-1971. Joy Bangla !!!
Yes ! I am the eye witness of that meeting on 7th March 1971, at that time I was student of 1st year, we about lakho jonota were there as a human shield to Protect our beloved leaders from Pak hanader Bahini. ASM Abdur Rob bhai telling the truth about that meeting ( On 7th March 1971).
রব ভাই এর প্রতি আমার তেমন কোনো শ্রদ্ধাবোধ ছিল না কিন্তু আজ কিছু সত্য কথা বলাতে ওনার প্রতি শ্রদ্ধাবোধ জন্মিল আল্লাহ ওনার নেক হায়াত দান করুন
😅
অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই জীবন্ত কিংবদন্তী মুক্তিযুদ্ধের বীর সেনানীকে।
আ স ম রব আজকের এই সত্য কথা বলার খুব প্রয়োজন ছিল। স্যালুট আপনাকে।
অনেক মিথ্যা বলেছে। এমন কথা ইনি আগে কখনো বলেন নি
@@moqbul_ahmadএটাই বাস্তব সত্য ইতিহাস ।
ধন্যবাদ আ স ম আব্দুর রব সাহেবকে বঙ্গবন্ধু সম্পর্কে সত্যিকারের ইতিহাস তুলে ধরার জন্য❤❤❤❤
ধন্যবাদ জনাব আসম আব্দুর রব। আপনি সত্যের পথে এগিয়ে যান।এই মুহুর্তে সকল৷ মুক্তিযোদ্ধার সাহসী বিচরন একান্তভাবে কামনা করছি।
স্বাধীনতা যুদ্ধের একজন অসাধারন নেতার মুখে বস্তুনিষ্ঠ তৎ্য এবং বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক মুল্যায়নধর্মী বক্তব্য দেওয়ায় শ্রদ্ধেয় নেতা আ স ম আব্দুর রব এর প্রতি আমার স্ব-শ্রদ্ধ সালাম। উনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
স্বাধীনতা যুদ্ধের পুরোটা সময় তিনি কারাগারে! আবার গ্রেফতারও হয়েছিলেন স্বেচ্ছায়! তারচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে গ্রেফতার হবার আগে স্বাক্ষর করে যাননি স্বাধীনতার ঘোষণাপত্রে! ৭ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন সেটিও ৪জন বুদ্ধিজীবীর লেখিত ভাষণ! তিনি মূলত করেছিলেন কি গলাবাজি ছাড়া?
আবার ৭২-৭৫ তিন বছর তিনি ক্ষমতায় থাকা কালে বেসরকারি হিসেবে দুর্ভিক্ষ ও রাজনৈতিক সহিংসতায় প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ মারা গিয়েছিলো অর্থাৎ বছরে গড়ে ১ লক্ষ ৬৬ হাজারের বেশি মানুষ আর গড়ে প্রতিদিন ৪৫৬ জন মানুষ! গণতন্ত্রের গলাটিপে হত্যা করে দেশে বাকশাল কায়েম করতেও দ্বিধা না করা সেই একনায়কতন্ত্রের খলনায়ককে বানানো হয়েছে জাতির পিতা! শেখ কামালের মত একজন চরিত্রহীন ব্যাংক ডাকাতের বাবাকে বানানো হয়েছে বঙ্গবন্ধু! কি বিচিত্র এই দেশ, ভাবতে পারেন?
এত মহান মানুষ স্বপরিবারে নিহত হবার পরও মানুষ শোক পালন না করে উল্টো মিষ্টি বিতরণ করেছিলো! শুনেছি সেদিনও নাকি দেশে মিষ্টির ঘাটতি পড়ে গেছিলো, যেভাবে ঘাটতি পড়েছিলো গত ৫ই আগস্ট হাসিনার পতনের পরে! চিন্তা করেন সে এতটাই মহান মানুষ ছিলো যে তার জানাযা পড়ার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি! এখন যেমন পাঁচ তারিখে আওয়ামীলীগের পতনের পর থেকে আওয়ামীলীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ ১৮-১৯ বছর ক্ষমতায় না থেকেও বিএনপি জামায়াত দেশেই ছিলো, এভাবে গর্তে ঢুকে যেতে হয়নি। আমার তো মনে হয় ৫ তারিখ শেখ হাসিনার মৃত্যু হলে তার জানাজা পড়ার জন্যেও মানুষ খুঁজে পাওয়া যেতো না।
ইতিহাস কি নির্মম! তাকে যত জোর দিয়ে চেপে ধরবেন সে তত বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে সামনে বেরিয়ে আসবে। এবারও তাই হচ্ছে.... বিনম্র শ্রদ্ধা লিখার আগে ৭২-৭৫ সালের শাসনামল পড়ে আসুন সুশীল সাহেব!
বহুদিন পর আবার রব ভাই সাক্ষাৎকারটি শুনলাম খুব ভালো লাগলো রব ভাই অতীতের স্মৃতিগুলি মনে পড়ল।
সঞ্চালক সাহেবকে অশেষ ধন্যবাদ। যে নেতার পরিচালনা ছাত্র রাজনীতি করেছি, বহুদিন পর তার কথা শুনে এবং চলছবি দেখে ধন্য, হইলাম। স্রষ্টার কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন বাংলাদেশের সেবা করুন।
রব সাহেব জাসদ করার কারণে আপনাকে ব্যক্তিগত ভাবে আমি পছন্দ করতাম না, কিন্তু আজ কিছু সত্য কথা আর কিছু সঠিক ইতিহাস শুনে আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। সত্য চিরকাল সত্য, বঙ্গবন্ধুর প্রতি যে আপনাদের আবেগ আর সম্মান দেখলাম আমি খুব আনন্দিত হলাম। আপনাদের মত বট বৃক্ষ দের সরকারের মূল্যায়ন করা উচিত, আপনাদের প্রতি সম্মান নেই, তার জন্য দেশের এই দুরাবস্হা। পার্লামেন্ট সব চোর বাটপারে ভরে গেছে।
রব সাহেব সময় বেশি নেই ইতিহাসের সত্য কথা গুলো জাতির কাছে বলে যান। আপনাক
True
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আ,স,ম আব্দুর রব আপনাকে সন্মানিত লালা সালাম। আপনি বাংলার আপামর বাঙালির মুখের সত্য সত্যি কথা বলেছেন আপনি একজন বড় মাপের বড় মানুষ। সত্যিই আপনি অসাধারণ আবদুর রব বাংলার বর্জকন্ঠ
আ স ম রব সাহেব আপনার প্রতি অনেক শ্রদ্ধা বেড়ে গেল।
শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ ❤
আপনি ইতিহাস বিকৃত করননি বঙ্গবন্ধুকে নিয়ে, আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো,মহান আল্লাহ পাক,আপনার নেক হায়াত দান করুন।
সব আন্দোলন সংগ্রামের মুলে ছিলেন বঙ্গবন্ধু।
যে যেখানে যে অবস্থায় কাজ করেছেন তার মুলে ছিলেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
সিরাজুল ইসলাম খান নেতা হিসেবে ছিলেন সেই দিন পর্যন্ত যতদিন তিনি বঙ্গবন্ধুর সাথে ছিলেন।
আ স ম আবদুর রব ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।বঙ্গবন্ধুর ৭ মার্চের বাসন বিশ্বের সেরা তিনটি বাসনের একটি।আমাদের মহান মুক্তিযুদ্ধে ঐ বাসন মুক্তিযোদ্ধা এবং পুরো জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছে।
আসম আব্দুর রব মহান ব্যক্তি আমরা সাধারণ মানুষ আমরা সাধুবাদ জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
রব সাহেব, জাসদ করলেও তিনি বঙ্গবন্ধু সমন্ধে একদম সত্য কথা বলছেন। মহান আল্লাহ সোবহান তায়ালা রব ভাইকে হায়াত বৃদ্ধি করুন,সুস্থ রাখুন। অনেক শ্রদ্ধা রইলো রব ভাইয়ের প্রতি।
সত্য কথা গুলি জাতিকে জানানোর জন্য আ স ম আব্দুল রব সাহেবকে ধন্যবাদ।
রব সাহেব সঠিক বলছেন আমি ঐতিহাসিক সভায় আমি উপস্থিত ছিলাম.। রব সাহেবকে ধন্যবাদ।
তুই সবখানে বিভিন্ন মিথ্যা কমেন্ট করিস, আমি চিনি
স্যালূট জানাই রব ভাই কে। মুক্তি যুদ্ধের কিংবদন্তি৷ জীবন্ত প্রমান। প্রবাসী সৌদি আরব।
ধন্যবাদ জনাব আসম আব্দুর রব সাহেবকে সত্য কথাগুলি তুলে ধরার জন্য এবং বাংলার ইতিহাস সঠিকভাবে পর্যালোচনা করার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
ধন্যবাদ জানাচ্ছি লিডারকে সত্য ইতিহাস তুলে ধরার জন্য।
ইতিহাসের এক মহানায়ক! আপনার দীর্ঘায়ুুু ও শারীরিক সুস্থতা কামনা করি।
আ,স,ম,রব সাহেব একজন ভালো মানুষ যার কারন উনি সবসময় সত্যি কথা গুলো বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ,
এই সাক্ষাৎকারে অনেক অজানা সত্যিকারের ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্য জাতীর সামনে উম্মুছিত হল। যাহা আগে আমাদের জানা ছিলনা। ধন্যবাদ লীডার।
রব ভাই চমৎকার কথা বলেছেন। অশেষ ধন্যবাদ ওনাকে।
নৌকা নৌকা নৌকা
সত্যিকারের একজন দেশ প্রেমিক 7 ই মার্চ বাংলাদেশের প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী মহান ব্যক্তি হাজার হাজার সালাম আমরা তোমাকে ভালোবাসি।
7 ই মার্চ এর স্থলে ২রা মার্চ হবে।
আসমো আব্দুর রবের 7 ই মার্চ প্রসঙ্গ বঙ্গবন্ধুর জীবনের উপর সত্যি কার কাহিনী জনতার সম্মুখে প্রকাশ করে জাতীয় নেতা হিসেবে লিপিবদ্ধ হইলেন আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের সোনালী দিনের আরেক নায়ক রব ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। অকপটে সত্য কথনের জন্য অসংখ্য ধনাবাদ।
To
Try to call me f
😢
M
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লিডার বঙ্গবন্ধু সম্পর্কে আজকে যা কিছু শোনালেন তার জন্য আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকিব, আসলেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, সারা পৃথিবীতে একজনই জন্মায়,
ঠিকই বলেছেন জনাব!বংগবন্ধু বংগবন্ধুই,তবে বংগবন্ধুর হত্যার সময় আপনি কোথায় ছিলেন?
ভিষণ জরুরি ছিল এই ঐতিহাসিক তথ্যগুলি জানার। শ্রদ্ধা জানাই জনাব আ.স.ম. আব্দুর রবকে।৷
ছাত্র অবস্থায় মনে করেছিলাম তিনি একদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই বয়োজ্যেষ্ঠ ভাইয়ের সুস্থ সুন্দর জীবন ও দীর্ঘ হায়াত কামনা করি আমিন।
অসংখ্য ধন্যবাদ আ স ম আবদুর রবকে।
ধন্যবাদ আ স ম আব্দুর রব সাহেবকে বঙ্গবন্ধু সম্পর্কে সত্যিকারের ইতিহাস তুলে ধরার জন্য।
ধন্যবাদ রব ভাই। বিপ্লব দীর্ঘজীবী হোক।
অসাধারণ একটা সাংবাদিকতা করলেন, অনেক ধন্যবাদ। আ.স.ম. আব্দুর রব কে অন্তরের অন্তঃস্থল থেকে ভালবাসা ও দোআ।
0p00000pp00p000pp000000p000000
2aqaq1
বাংলাদেশ থীম এক্সিলেন্ট দ্যা গ্রেড গোল্ডেন নেইম ব্লেশিং অপ গড হেল্পাস টু ড্রীম ❤ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ❤ বাংলাদেশ জীবনের গান ❤এক সুন্দর সোনালি নাম❤যেন ঈশ্বরের আশীর্বাদ ❤ স্বপ্নের মতো হয়ে ওগো মোদের কর্ণধার ❤ বঙ্গবন্ধু ❤ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক তার নাম ❤
বঙ্গবন্ধু সম্পর্কে রবি ভাইয়ের সঠিক বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি একজন যুবলীগ নেতা, আজকে আসুন আব্দুর রব ভাইয়ের বক্তব্য শুনে প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেছে, বঙ্গবন্ধুর প্রতি তার সরল স্বীকারোক্তি।
আ,স,ম আঃ রবকে অসংখ্য ধন্যবাদ
নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জাতির এই সূর্য সন্তান কে। জয় বাংলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ লিডার
স্বাধীনতার অকুতোভয় বর্ষীয়ান নেতা আ.স.ম. আবদুর রব কে লাখো স্যালুট। আল্লাহ্পাক উনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।
মহান রাব্বুল আলামিন, এই দেশপ্রেমিক তাওহিদি নেতাকে, নেক হায়াত দান করুন। আমিন
জয়বাংলা জয় বঙ্গবন্ধু সৈনিক ধন্যবাদ ভাই আপনাকে হাজারো সালাম
সত্যিকারের আত্মসম্মানী নেতা যে কখনো দাদালি না করে চাটুকারিতা না করে যিনি এখনো স্বকীয় ব্যত্বিত্ব তিনি হলেন প্রথম পতাকা উত্তোলনকারী জনাব আ স ম আব্দুর রব... শ্রদ্ধা জানাই নেতা আপনাকে...
Hosssain Mohammad Ershader so called Opposition leader.
Thanks Rob vai you are great philosophy in Bangladesh.
আপনি আমাদের এত বড় সম্পদ
আগে জানতাম না।
আপনাকে স্যালুট। ❤❤❤❤
শ্রদ্ধেয় রব স্যার কে প্রথমত স্যালুট দ্বিতীয়ত তার দীর্ঘায়ু কামনা করছি কারণ সে বেঁচে থাকলে বর্তমান প্রজন্ম তার থেকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য এবং ইতিহাস জানতে পারবে তাতে করে বাংলাদেশের মানুষ বাংলাদেশ বিরোধী হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে
সালাম মুজিববাদী রব ভাই
দুই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাবুল শেখ চর কিশোর গঞ্জ ৯ন্ ওয়ার্ড সোনার গাঁ থেকে।
রব ভাই যে কথা গুলি বলছেন ১০০% সত্য কথা ৭ই মাচের ওই ভাসনের সময় আমি ছিলাম ওই পল্টন ময়দানে
ধন্যবাদ আপনাকে ❤
ধন্যবাদ মুল্যবন কথা গুলা বলার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু
বাংলাদেশের স্বাধীনতার জাতীয় পতাকা উত্তোলন কারীদের চার জনের একজন। আর সত্য বলার জন্য আপনাকে ধন্যবাদ।
সত্যি অপূর্ব সুন্দর আমাদের এ লাল সবুজের পতাকা ❤❤❤
আপনার জন্য দোয়া রইল। আপনার কথা শুনে মনে হচ্ছে কল্পনায় বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি।
রুখে দাঁড়াও আর নয় ৭৫ এবার হবে ৭১ জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জনাব আ , স, ম আব্দুর রউফ দীর্ঘজিবী হউক, জয়বাংলা।
কলা ভবনের সামনে পতাকা উত্তোলণের পূর্বে যে মিছিলটি পতাকা নিয়ে আসে সেই মিছিলে আমি ছিলাম । মিছিলটি একসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা শহীদ বাকি খিলগাঁও এলাকা থেকে নেতৃত্ব দিয়ে পতাকাটি ডাকসু সাধারণ সম্পাদক অসম আব্দুর রবের হাতে তুলে দিয়েছিলেন । উনি চৌঠা ডিসেম্বর শহীদ হন । তাই এ বিষয়ে তার নামটা কেউ মুখে আনেন না । ইতিহাসে তার নাম থাকা উচিত ছিল । আমি নিজেই নিজেকে গর্ভ করি এধরনের একটা মিছিলে থাকার জন্য । ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ কৌশলী স্বাধীনতার ঘোষণা । এটা যারা বুঝতে পারেনা তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলা যায়না ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ভাই
আপনাকে খুঁজে বাংলাদেশ
চিরন্তন সত্য কথা
২ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এক ছাত্র সমাবেশে জগন্নাথ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল এলো। তাদের হাতে একটি পতাকা। এটা সেই রকম পতাকা যা সত্তরের ৬ জুন রাতে তৈরি করা হয়েছিল। ১ মার্চ রাতে ইকবাল হলের ২১৫ নম্বর কক্ষে নতুন এই পতাকাটি বানানো হয়। বাঁশের মাথায় বাঁধা পতাকাটি উঁচু করে ধরে আসম আবদুর রবের হাতে দেয়া হলো। রব বাঁশটা ধরে কয়েকবার ডানে বাঁয়ে ঘোরালেন। - এই তথ্য এক সাবেক জাসদ নেতার!
জনাব,
পতাকা বহন কারী ছাড়াও ,
আরও অনেক বেসিক বা মূল তথ্যও ভুল তথ্য আছে !
যেমন
ডাকসু সাধারণ সম্পাদক অসম আব্দুর রব। ডাকসু সাধারণ সম্পাদক ছিলেন মাখন ভাই।
আর
কলা ভবনের সামনেও পতাকা উত্তোলণ করা হয় নাই। পতাকা উত্তোলণ করা হয় কলা ভবনের পাশের ছোট গাড়ী বারান্দায় - মূল কলা ভবনের সামনে নয়!
আর
এই ডিজাইনের পতাকা ঐ দিনই প্রথম তোলা হয় নাই!
এর আগেও,
১৯৭০সালের ৭ ই জুন, ৬ দফা দিবসে ,
ছাত্র লীগের “জয় বাংলা” বাহিনী মার্চ- পাস্ট করে ঐ পতাকা ঢাকার পল্টন ময়দানে বঙ্গবন্ধুর হাতে দেয়া হয়!
তাই,
মিথ্যা ও অরধ্য সত্য আর মিথ্যা - সত্য মিশ্রিত তথ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না!
আমি আপনাকে চ্যলেঞ্জ করে এই সত্য তথ্য উপস্থাপনা করলাম - সঠিক ইতিহাসের স্বার্থে!!
ধন্যবাদ রব ভাই কে সত্য বলার জন্য
স্বাধীনতা পতাকা উত্তোলনকারী জনাব অসম আব্দুর রব ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমি রামগতির বাসিন্দা
অনেক সুন্দর আলচনা
অনেকের কাছেই অজানা
আ স ম আবদুর রব সাহেবের কথাটায় মন ভরে গেলো, সত্যি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষের নেতা ছিলেন, এর মধ্যে বিভিন্ন মতের দলের লোক ছিল. দেশ স্বাধীন হওয়ার পর ও উনার অনেক বক্তব্য ভিডিও দেখেছি, দুর্নীতিবাজদের কালোবাজারিদের, মজুদদারদের বিরুদ্ধে কথা বলতে,
শ্রদ্ধেয়া রব সাহেব ৭১ এর স্বাধীনতা সম্পর্কে এবং বঙ্গবন্ধু সম্পর্কে রব সাহেব যে বক্তব্যগুলো দিতেছেন বাংলাদেশেরসব রাজনৈতিক দল সব সাহাবের বক্তব্যগুলো শুনেন এবং বুঝার চেষ্টা করেন সব ভুল ভেঙ্গে যাবে সব সাহেবকে পক্ষ থেকে ধন্যবাদ সে একজন অসাধারণ ব্যক্তি এবং ব্যক্তিত্ব
সত্য বলার জন্য ধন্যবাদ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
Thanks
এটাইতো জাতির সাথে পরতারনা ও ভনডামী
শ্রেদেয় আ স ম আঃ রব ভাইকে অসংখ্য ধন্যবাদ।রব ভাই সত্য কথাই বলেছেন। এই সব সত্য কথা গুলি বার বার প্রচার করা দরকার।
ধন্যবাদ আ স ম আব্দুর রব কে
লিডার তোমাকে অভিনন্দন । জয় বাংলা।
শেখ মুজিব মানে লাল সবুজ বাংলাদেশ, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আপনার প্রতি শ্রদ্ধা।
রব আংকেল দুই তিন বার আমাদের বাসায় গিয়েছেন । ভালো মানুষ। সকল মুক্তিযোদ্ধারা ভালো মানুষ ছিলেন।
রব সাহেব আপনি আজ যেখানেই থাকুন না কেন, আপনি কিন্তু একজন ইতিহাসের মানুষ, সময়ের ধারায় আমার জানা মতে আপনি যে ইতিহাস বিকৃত করেননি সে জন্য ধন্যবাদ
But his present activities not Good.
তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিব কে,জাতির পিতা উপাধি দিয়েছেন।
সত্যি বলার জন্য ধন্যবাদ। আপনি জীবন্ত ইতিহাস।
আ স ম আব্দুর রব সাহেবের প্রতি অসংক্ষ ধন্ন্য বাদ
বর্তমান এদেশের যারা দায়িত্বে আছেন তাদের উচিত রব স্যারের এই কথাগুলো শুনে বিচার বিশ্লেষণ করা রব সাহেব যে কথাগুলো বলতেছে একেবারেই সত্য কথা স্যার কে ধন্যবাদ
আ স ম আবদুল রবের এই
বাংলাদেশে অনেক অবদান আছে
জনাব রব ভাইয়ের আলোচনা অনেক সুন্দর লাগছে। তৎকালীন সময়ের বাস্তব ঘটনাগুলোই উনি তুলে ধরছেন। উনাকে অনেক ধন্যবাদ
কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিলো আমি ৭ মার্চের মঞ্চে আ স ম আব্দুর রবের জায়গায় দাঁড়িয়ে আছি।
স্যারকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সত্য কথাগুলো তোলে ধরার জন্য।
❤❤❤❤❤❤❤Joy bangla joy bongobundo joy shake hasina. Love u broo 😢😢
স্যালুট জানাই হে মহা বীর মুক্তিযোদ্ধা আ,স,ম আবদুর রব সাহেব কে সত্যি কার ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
আপনি একজন মহান নেতা। আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেলো। আপনাকে স্যালুট জানাই।
অনেক অনেক ধন্যবাদ অসাধারণ গঠনার কথা, কি বলবো শুনলে বোকটা ভরে যায় ৭ মাচ জয় বাংলা জয় শেখ হাসিনা জয় বাংলার মানুষের জয় ধন্যবাদ আবদুল রব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Thanks
হঠাও সমন্বয়ক বাঁচাও দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।
Unparallel.........❤️
Amra reeni apnader kache🙏🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ আলো চোনার জন্য অভিনন্দন শুভকামনা রইল ধন্যবাদ সবাই কে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হউক জনগণের খোদা হাফেজ ❤❤❤❤❤❤❤😊
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জয় বাংলা
আমরা সবাই মুজিব সেনা
আ স ম আবদুল রব সাহেব তখন জন প্রিয় ছাত্র নেতা ছিলেন। বংগ বন্ধু এদেশের মানুষ এর কাছে এতো প্রিয় ছিলো। মানুষ উনার জন্য রোজা রেখেছে নফল নামাজ আদায় করেছে।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
আপনার কমেন্ট কিছু টা সংশোধন করবেন আশা করছি, যেহেতু আপনি মুসলিম বলে আমি ধারণা পোষণ করছি। এখানে বলা আপনার উচিৎ ছিল আমাদের নেতার সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণে জন্য মানুষ জন আল্লাহ র কাছে প্রার্থনা করতেন কারণ ইবাদতের একমাত্র হকদার মহান আল্লাহ। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের গণমানুষের মানুষের নেতা। উনি কোন দলের নয় বরং উনি ছিলেন জাতীয়, দেশ ও দশের নেতা।
‘আলী বিন আবী ত্বলিব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি যখন (রাতের বেলা) উচ্চারণঃ ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাঁও ওয়া মা আনা মিনাল মুশরিকীন, ইন্না সালাতী, ওয়া নুসুকী, ওয়া মাহইয়ায়া, ওয়া মামাতী লিল্লাহি রাব্বিল আলামীন, লা শরীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা। আনতা রাব্বী ওয়া আনা আবদুকা, যালামতু নাফসী ওয়া‘তারাফতু বিযামবী ফাগফিরলী যুনুবী জামী'আন ইন্নাহূ লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওয়াহদিনী লিআহসানিল আখলাকি লা ইয়াহদী লিআহসানিহা ইল্লা আনতা, ওয়াসরিফ আন্নী সাইয়িয়াহা, লা ইয়াসরিফু আন্নী সাইয়িয়াহা ইল্লা আনতা, লাব্বায়কা ওয়া সাদায়কা, ওয়ালখায়রু কুল্লুহূ বিয়াদায়কা, ওয়াশ-শাররু লাইসা ইলায়কা, আনা বিকা ওয়া ইলায়কা, তাবারাকতা ওয়া তা‘য়ালায়তা, আসতাগফিরুকা ওয়া আতুবু ইলায়কা। একজন সত্যিকার ঈমানদার হিসাবে আমি মুখ ফিরাচ্ছি তাঁর দিকে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমি আল্লাহর সঙ্গে কারো শরীক করি না। যথার্থই আমার সালাত (সলাত) এবং আমার ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু সবই জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তার কোন শরীক নেই। আমাকে এরূপ হুকুম করা হয়েছে এবং যারা আজ্ঞানুবর্তী হয়েছে আমি তাদের মধ্যে একজন। হে আল্লাহ! তুমি সৃষ্টি জগতের রব। তুমি ব্যতীত আর কোন উপাস্য নেই। তুমি আমার রব এবং আমি তোমার বান্দা। আমার নিজের আত্মার উপর অন্যায় করেছি এবং আমার গুনাহ শনাক্ত করতে পেরেছি। আমার সকল সীমালংঘন মাফ করে দাও, নিশ্চয়ই তুমি ব্যতীত আর কেউ আমার গুনাহ মাফ করতে পারে না। আমার চরিত্রের উৎকর্ষতার পথ নির্দেশ দাও, কারণ তুমি ব্যতীত অন্য কেউ উৎকর্ষের পথ নির্দেশ দিতে পারে না। আমার চরিত্রের পাপসমূহ থেকে আমাকে রক্ষা কর, কারণ, যথার্থই তুমি ব্যতীত আর কেউ আমাকে পাপ থেকে রক্ষা করতে পারে না। আমি তোমার সামনে দাড়িয়ে মিনতি করি। সকল ভাল তোমার হাতে, মন্দ তোমাকে ছুঁতে পারে না। আমি নিজেকে তোমার সামনে উপস্থাপন করছি, সম্পূর্ণভাবে তোমার কাছে। তুমি অতি পবিত্র অতি-মহিমাম্বিত। আমি তোমার কাছে মার্জনা চাই এবং তোমার নিকট অনুতপ্ত। - এর অন্য রিওয়ায়েতে আছে- রাত্রের সলাতে এ দুআটি পাঠ করতেন।” [৩০৫]
ফুটনোটঃ
[৩০৫] মুসলিম ৭৭১, তিরমিযী ২৬৬, ৩৪২১, ৩৪২২, ৩৪২৩, নাসায়ী ৮৯৭, আবু দাউদ ৭৬০, ১৫০৯, ইবনু মাজাহ ৮৬৪, ১০৫৪, আহমাদ ৮০৫, ৯৬৩, দারেমী ১২৩৮, ১৩১৪
বুলুগুল মারাম, হাদিস নং ২৭০
অসংখ্য দোয়া ও শুভকামনা রইল রব্বাই মুক্তিযুদ্ধের একজন অধিনায়ক সবাইকে হাজার সালাম ও শুভেচ্ছা
যারা মিথ্যা বলে মিথ্যা দিয়ে রাজনীতি করে তাদের এই কথা গুলি বুজা উচিত।
What about Robs Alliance with
Jamat Sheeber !!
Can we have a Explanation please
ধন্যবাদ সত্যি কথাগুলো জাতিকে জানানোর জন্য।বঙ্গবন্ধু কোন নির্দিষ্ট দলের না।তিনি পুরা বাঙালি জাতির পিতা। আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ স্হানে অধিষ্ঠিত করুন,আমিন।
খুবই গুরত্বপূর্ণ কিছু কথা শোনা গেল।যা ইতিহাস ও বটে।
.
হাসনাত আবদুল্লাহ ও সার্ভিস আলমকে শুনার আহবান জানাই।
সোনার মানুষ... পরাধীন ভূখণ্ডে সৃষ্টিকর্তা এমন সোনার মানুষ পাঠান, পরাধীন জাতিকে স্বাধীনতা দিতে।।
I was a witness a of ASM Abdur Rob raising of Bangladesh flag on 2 March 1971 at BotTala Dacca University . He raised the Bangladesh flag on top of Ist entrance roof while we the protesters were assembled to look for direction for our independence. I was also at the Race Course which later renamed as Surwardy Uddan on 7th March 1971.I was also a freedom fighter for secular democratic Bangladesh from 1969-1971.
Joy Bangla !!!
জয় বাংলা জয় বাংলা তোমার নেতা আমার শেখ মুজিব শেখ মুজিব
Yes ! I am the eye witness of that meeting on 7th March 1971, at that time I was student of 1st year, we about lakho jonota were there as a human shield to Protect our beloved leaders from Pak hanader Bahini. ASM Abdur Rob bhai telling the truth about that meeting ( On 7th March 1971).
আলহামদুলিল্লাহ রবভাই সত্য কথা বলার জন্য সেলুট আপনাকে।
দুর্বল সঞ্চালক। এত বড় নেতার সাক্ষাৎকার নিচ্ছেন এই সঞ্চালক। আরো অনুশীলন দরকার
আঃ রব ভাইয়ের প্রতি আগে আমার তেমন শ্রদ্ধাবোধ ছিলো না কিন্তু আজ থেকে শ্রদ্ধা হাজারগুণ বেড়ে গেলো। ধন্যবাদ
এই রকম জাদ্রেল নেতা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছ থেকে আমরা আরও ইতিহাস জানতে চাই
TTTyrûehzgYThhhyypghhhHGpffcccpppfftyukhmhm