কলকাতা থেকে কাজাখস্তান এর আলমাটি | Winter Kazakhstan | Air Astana Flight | Explorer Shibaji | Part 1
Вставка
- Опубліковано 9 лют 2025
- #kazakhstan #almaty #kazakhstantravel #almaty #almatylife #airastana #explorershibaji
Kazakhstan in winter is ice white, temperature remains always well below 0 degree. We took Air Astana flight from New Delhi to Almaty, entire experience in this video.
Indians do not need Visa for Kazakhstan, Indians can stay for 14 days as tourist in Kazakhstan.
For Uzbekistan E-Visa: e-visa.gov.uz/
For train ticket from Almaty to Taskent: tickets.kz/
Uzbekistan train tickets including bullet train (the Afrosiyob): eticket.railwa...
Almaty AirBnB where we stayed: www.airbnb.co....
Other popular hotel and hostel booking website/application: www.booking.com/
------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @explorershibaji
-------------------------------------------------------------------------------------------------------------------
For any query: shibaji.explorer@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------
Instagram: bit.ly/explore... (Preferable)
Facebook: bit.ly/explorer...
Facebook group: bit.ly/bhromon...
-------------------------------------------------------------------------------------------------------------------
Music from Epidemic Sound, get one month free using the following referral link:
www.epidemicso...
-------------------------------------------------------------------------------------------------------------------
Hello! Thank you for sharing your experience with your subscribers! We truly appreciate it.
Wishing you a wonderful trip! ✈
I will fly with airastana in 2025 Dec. I'm planning the trip.. Looking forward to have a great experience!
@@airastana acha sponsored? 🤔🤔
Sudar hok apnader ae journy
আমি 8:00 টা বাজার অপেক্ষায় ছিলাম । ভাবছি আজকে দিতে পারে ভিডিও । আর Notification আসলো। Thank You Dada ♥️
শিবাজী দা এবং পৃথ্বিজিৎ দা দুজনে আমার প্রণাম নেবেন। আজ একটা কথা না বলে পারছিনা, আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাদের দুজনের ব্লগ ভিডিও আমি নিয়মিত দেখি তার পরেও আমার যখন মন খুবই খারাপ হয়ে থাকে চঞ্চল হয়ে থাকে তখন আমি আপনাদের পুরোনো ব্লগ ভিডিও সিরিজ গুলো নতুন ভাবে দেখি, বিশ্বাস করুন কিছু সময়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় সব কিছু ভালো লাগতে শুরু করে নতুন করে যেনো বেঁচে থাকার রসদ পেয়ে যাই। আপনারা নিজেরাও হয়তো জানেন না আপনারা যেগুলো করে আমাদের আনন্দ দেন এগুলোকেও এক প্রকার মানব সেবা জাতির সেবা বলে এবং তার জন্য আপনাদের দুজনকে আমি মন থেকে কুর্নিশ জানাই মন থেকে শুভেচ্ছা জানাই, খুব ভালো থাকবেন দুজনে ঈশ্বর আপনাদের দীর্ঘায়ু প্রদান করুক। ❤🙏💐🥰
অসাধারণ ভিডিও! কলকাতা থেকে আলমাটি ভ্রমণের অভিজ্ঞতা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। শীতকালের কাজাখস্তান এত সুন্দর হতে পারে কল্পনাও করতে পারিনি। ভিডিওর আরো পর্বের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ শিবাজি দা!
Almaty r ja bishleshan dilo apnar bandhu I am speechless. You are lucky to have a friend like him. 👍👍👍
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
2023 এর স্মৃতি মনে পরে গেলো! দারুন দারুন! ❤একটা আলাদাই vibe আছে Soviet দেশগুলোর মধ্যে! পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম!
First tomar video dekhe e raw and uncut kazakisthan er sathe porichito hoyechii… tar jonno abar thank you❤❤
@whatdc8542 thank you so much ❤️ means a lot to me. Khub priyo desh amar kache.
@@GhoshBabuAdventures আপনার কাছে আমার আর্জি, আপনি এনাদের সাথে একবার যৌথভাবে ভিডিও বানান।
আপনাদের দেখতে পেয়ে খুশীতে উদ্বেলিত হয়ে গেছি। যবে থেকে আলমাটির ক্লিপ দিয়েছেন তবে থেকে দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি। দারুণ একটা ভিডিও হবে।❤❤❤
Arehhhh!!! What a coincidence… amr husband o kaje okhanei geche… 3rd feb geche from Mumbai to Delhi sekhan theke geche… 12feb obdhi thakbe…very excited to watch your this series….🎉😊😊😊❤
জানি না নিজে কোনোদিন বিদেশে যেতে পারবো কিনা, কিন্তু তোমাদের ভিডিও দেখে একটা আলাদাই শান্তি লাগে।।।।❤😌
Khub khub bhalo laglo eai video dekhe.
Bhalo thakben apanara 🙏🙏
দারুণ দারুণ!! অপেক্ষার অবসান। next episode গুলোর জন্য excited feel করছি.. 👍👌
Apnader jonnye amra ato jayega dekte pachi .Thank you very much both of you
😊❤
দারুন জমজমাটি সুন্দর একটা সিরিজ হতে চলেছে সেটা প্রথম পর্বেই উপলব্ধি করতে পারছি , 💖 মানস ভ্রমণ শুরু হলো আমাদের জন্য , ধন্যবাদ শিবাজী দা এবং পৃথ্বিজীৎ দা 💐
7:37 জেরোম পরিস্তিথি সেই অনুযায়ী চলতে হবে, চিন্তা করে লাভ নেই .., আর একটা দামি হাসি পৃথিজিৎ দার. খুব সুন্দর হয়েছে ভিডিও টা. ভালো থাকবেন ❤
Apnar channel sir , ami kichu din age khuje peyechi . Apnar kotha bola r dhoron and the quality of information jeta apni dichhen video te , sottti otulonio and also odbhut bhabe onek soothing . Khub bhalo laglo sir ❤ . Thank you for inspiration to explore the world .
Darun jayga,khub bhalo laglo.😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤
Great 👍👍👍 Darun jaigaye gacho,,,,,darun informative video.... congratulations 🎉🎉🎉🎉
আবার একটা অসাধারণ সিরিজ শুরু হল, কিছু দিন থেকেই অপেক্ষাই ছিলাম ,খুব ভাল লাগল 👍
আপনাদের জন্য শুভ কামনা রইল ❤❤❤❤
যাক বাবা! আমি তো ঘাবড়ে গিয়ে ছিলাম যে আলমাটি যেতে গিয়ে ট্যুর টা মাটি না হয়। আমাদের দূর্ভাগ্য কারাকোরাম রেঞ্জ দেখতে পেলাম না। সত্যি ফ্লাইট থেকে পাহাড় , জঙ্গল, মেঘের দেশে সূর্যাস্ত বা সূর্যোদয় যাই দেখা হোক অসাধারণ লাগে। অপেক্ষায় রইলাম পরের ভিডিওর জন্য।
Shibaji da hoechey sorbovuk😊😊😊😊
দারুন লাগলো হরি হর তোমাদের ভিডিও। খুব সুস্থ আর প্রাণচঞ্চল থাকো দুজনে।আর এভাবেই আমাদের একের পর এক চমৎকার ভিডিও উপহার দাও।❤
Khub sundor ❤ Porer porber apekhhai thaklam ❤❤❤
2024 May te gechilam.... memories gulo refresh hoyegelo ❤
আলমাটির মাটি এবং বরফ একটুখানি দেখে আমরা কাঞ্চনজঙ্ঘার ছবি দেখেছি। এবার পুরো ভিডিও এসে গেছে, ভালো ই লাগছে, নতুন বছরের নতুন দেশের সাথে পরিচয় হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ রাত্রি।
❤❤🎉🎉opekhai.roilam.next.porbo.dhekthe
ইকোনমি ক্লাসে এত এমেনিটি এই প্রথম দেখলাম দা!! ❤❤ ব্যাপক!
এত সুন্দরভাবে উপস্থাপনার জন্য ধন্যবাদ
অসাধারন লাগল। অনেক তথ্য ও জানলাম। পরের পর্বের অপেক্ষায় রইলাম ❤
You are a real hero for me,you both are so humble and adorable ,you are the people I can admire, thank you very much.
Very nice video sharing 👌 darun laglo 👍❤️
বাহ্... এতদিনে অপেক্ষার অবসান। দারুন এনজয় করছি ❤
চমৎকার লাগলো। ভালো থাকবেন।
খুব ভালো লাগলো । নতুন জায়গা দেখার জন্য অপেক্ষায় রইলাম 👍👍
একটা অসম্ভব সুন্দর সিরিজের শুরু। ভীষণ এক আনন্দের আর অপেক্ষার সময় গোনা ---
Apnar voice er bass er jnno apnr voice ta sunte darun lage sir 🔥 ar paser sir tar company er jnno aro valo lage 🔥🔥
A MUCH AWAITED VIDEO . THANKS
বরফ-সুন্দর সময়ে কাজাখস্তান ও উজবেকিস্তান ভ্রমণ আর তার চিত্র আমাদের উপহার দেবার পরিকল্পনা করার জন্যে অকুণ্ঠ অভিনন্দন আপনাদের। প্রথম ভিডিওতেই আগ্রহ ও আকর্ষণ তুঙ্গে উঠে গেছে। অধীর প্রতীক্ষায় রইলাম পরের ভিডিওর জন্যে। আশাকরি বেশি সময় অপেক্ষা করতে হবে না। ভালো থাকবেন যুগলে। Explorer Shibaji-র আরও শ্রীবৃদ্ধি ঘটুক।
ওফফফ কতদিন ধরে এই সিরিজ টার অপেক্ষায় ছিলাম। তোমাদের মতো আমিও খুব মিস করলাম হিন্দুকুশ আর কারাকোরাম রেঞ্জ কে। অধীর আগ্রহে অপেক্ষা য় রইলাম। ভালো থেকো তোমরা দুজনেই।
সুন্দর লাগছে, আগামী দিন দেখার অপেক্ষায় থাকলাম
Ki energy mairi... ato ta journey koreo mukhe hashi😊.
Hats off... Waiting for unique epic conclusions.
দেখছি না, গিলছি...!!!❤ তোমার কোনো ভিডিও তে ই মনে হয় জেনেছি যে শিবাজী,তুমি বঙ্গবাসী কলেজ এর স্টুডেন্ট,ফিজিক্স। আমিও ওই কলেজ এর ইকোনমিক্স স্টুডেন্ট ছিলাম,তোমার থেকে 1-2 বছরের সিনিয়র। তাই আর ভালো লাগে তোমার এমন সাফল্য! ভালো থেকো!❤❤
অপেক্ষার অবসান। আর তার সাথে সুন্দর উপস্থাপনা। অসাধারণ লাগলো, শিবাজী দা। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর লাগলো, পরের পর্বের অপেক্ষায় রইলাম ❤❤
চমতকার ভিডিও।উজবেকিস্তান গিয়েছি আমি।অনেক উপভোগ করলাম।
শিবাজি আংকেল আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলার
কুমারখালী উপজেলা থেকে দেখছি। আমি আপনার সব গুলো ভিডিও দেখতে চেষ্টা করি খুব ভালো লাগে। আমি চাই আপনারা আবার বাংলাদেশে আসুন। বর্তমানে আপনাদের দেশের সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো নয় । আমি মনে প্রাণে চাই দুই দেশের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে আবার এক সাথে চলুন ধন্যবাদ ♥️♥️♥️♥️
খুব ভালো লাগলো । যাবার ইচ্ছেটা বেড়ে গেল ।
Khub bhalo laglo...👍
খুব ভালো নতুন একটা ভ্রমন অভিজ্ঞতার গল্প শুরু হলো ।
এখন চুপটি করে উপভোগ করছি ।
চলতে থাকো দাদা ।
সাথেই আছি ।
🧡💚
Notun desh dekhnor jonno Onek dhonyobad.Recently amra kualampur ghure elam, bhishon bhalo laglo.
Dada wait korbo next episode er jano😊
পরের ভিডিওর জন্য অপেক্ষার থাকলাম
Darun opkhay thaklam next episode asa
আমার জন্য সম্পূর্ণ একটা অজানা জায়গা। সব পর্বগুলো দেখতে চেষ্টা করবো আর আশাকরি সব পর্বগুলোই আকর্ষণীয় হবে। আপনাদের এই ভ্রমণ যাত্রা শুভ ও সুন্দর হোক।
😊🙏
Khub bhalo laglo tomra khub bhalo theko.
Daruunn!!🤘😊
Khub bhalo laglo ae series er 1st vlog ta, apnader lens er through diye aro akta natun desh ghora hobe 👍👍👍
দারুন লাগলো খুব উপভোগ কোরবো পরের পর্বের অপেক্ষায়
Darun
laglo video Apnader journey khub vhalo hok .God bless you
Darun journey.....khub bhalo laglooo....kintu megere jonno mountain range dekha gelo na.....ekhon kazakhstan dekhar jonno wait kore achhi...khub bhalo thakben apnara❤❤
Apurbo Apurbo Apurbo Apurbo, May god bless you,😊😊
Darun.. wait korchilam kbea video asbea
ভূমিকা ভাল লাগল। বেশ কিছু প্রয়োজনীয় তথ্য পেলাম। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
নতুন দেশ আবার নতুন শহর। অপেক্ষায় ছিলাম। আলমাটির সবগুলি ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
লাল হলুদ ড্রেসে তোমাদেরকে খুবই সুন্দর লাগছে আর শুরুটা অসাধারণ অপূর্ব লাগলো।
Bah darun experience holo . amarao jabo ebar ... Thnx eto bhalo bhabe virtual tour deoar jonno
অপেক্ষায় রইলাম পরের ভিডিওর জন্য
বাহ্ আবার নতুন দেশ, নতুন গল্প ❤🙏
পৃথ্বীজিৎ দার কথাগুলো শুনতে দারুণ লাগে,ভাল থেকো তোমরা।
আশা করি খুব ভালো একটা দারুন সুন্দর সিরিজ উপহার পাবো , ভালো থাকুন সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ
Aboseshe apekha r sesh❤
অনেক সুন্দর দাদা❤❤❤❤
Khub bhalo laglo Shibajida....konodin to jete parboi na.Vedio dekhbo a bhabe bhabi ni.Aj theke dekhbo notun desh amio ghore bose explore korbo sei desh r khutinati.Bhalk thakben .Waiting for next vedio.
Khub bhalo laglo prothom episode.
Dada r ekata valo vdo dekhar অপেক্ষায় রয় লাম.r vdo niye kichu bola amader shadharon dorsok der manay na.❤❤❤
পরের ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকলাম
Dada, khub sundor series h66e ... khub anondo lagche dekhe .... onk suvo kamona apnader jnno roilo .... aro onk onk dur apnara egiye jaan ❤
অসাধারণ উপস্থাপনা
Srilanka family নিয়ে ঘুরে এলাম. Srilaka seriesটা দেখে plan করছিলাম।Kolkata to Colombo - Galle- Mirissa - Nuwara Eliya- Kandy - Sigiriya - Anuradhapur -dambula - pinnawala - colombo back to Kolkata 8 night 9 days. All self arrangment and self booking. Thanks Shibaji and Pritthi for all information from your vlog.
M DASGUPTA (Rtd Gov.Officer)
-
আপনার বাচনভঙ্গি খুব সুন্দর। প্রতিটি জায়গার খুঁটিনাটি আপনি খুব সুন্দর ভাবে এক্সপ্লেইন করেন। আপনার জন্য আমার বিদেশ দেখা হয়ে গেল যেখানে আমি কোনদিনই যেতে পারবো না। আমি একজন রিটায়ার্ড স্কুল শিক্ষিকা। যতগুলো ট্রাভেল ব্লগ আছে তার মধ্যে আমি আপনাদেরটা বেশি প্রেফার করি। আপনাদের দুই বন্ধুর যুগলবন্দি অসাধারণ। প্রতিটা ব্লগ আমার খুব ভালো লাগে । আপনাদের সাথে সাক্ষাতের অপেক্ষায় রইলাম।
আলমাটিতে শুনছি বরফে ঢাকা, ভালো ভালো ভিডিও চাই কাকু। 💕
I had taken same Air Astana in 2019 July. Though I had chosen left side seat in a Airbus 321 and getting the Sun on eyes but that time Pakistan's airspace was blocked hence the flight flew further westwards over Ahmedabad, Arbian sea bypassing Pakistan, enter Iran, Afganistan then turn slight north eastwards flying over Bishkek of Kyrgyzstan towards Almaty. We avoided direct Sun as flight nose was rowards north east and on a very clear day had excellent view of the Hindukush etc. Those snaps revive my memory now. Moreover Air Astana offers thier transit passengers to enter visa free and stay one night in a star hotel for just 1 dollar with drop back to airport next day. I enroute Moscow stayed at Holiday inn and during the day visited the city and also enjoyed cable car ride to a hilltop. 👍
Wonderful!! Thank you so much for sharing your experience. Delighted!! ❤️❤️❤️
Darun dada jay jotoi boluk apnader tulona nei. Asolay kichu manush hingshay koray apnader.
Shibaji Da khub sundor laglo vlog ta, specially tomader appeartmt ta durdanto ekta vlog hote jacchey
দাদা,ঘুরে এলাম মালদ্বীপ শ্রীলঙ্কা।খুব ভাল লেগেছে।এখন আপনার নতুন ভিডিও দেখছি।আবার অন্য কোথাও যাবার স্বপ্ন দেখা শুরু হল। আপনাদের ব্লগ আমার পছন্দে এক নম্বরে ।শুভ কামনা রইল।
Khub valo laglo❤❤❤
Bangladesh theke 🇧🇩❤️
Sibaji da r Prithijit da tomar sotti awesome. Tomader video sotti mon valo korar jonno jothesto. khub ichhe dada tomader sathe ghorar. Ami Airport 2 no gate er pasei thaki. Dada tomra aro valo valo video koro. Tomader ei trip er jonno best wishes roilo.
আলমাটি যাবার ইচ্ছে আছে । শিবাজিদা আপনার ভিডিও টা খুব কাজে আসবে । খুঁটিনাটি সব দেখব ।
Nice presentation!! ❤🎉 from Sylhet.
পৃথিজিৎদার চশমা টা দারুণ !
Thank you 🙏 both of you.
Khub valo laglo sir
শুরু টা খুব সুন্দর শিবাজী স্যার আপনাকে দেখে, "ট্রাবল ভিডিও তো খুব ভালো লাগে,এবার আপনার হাতে নতুন দেশে দেখা হবে 👍 শিবাজী স্যার ধ্যনবাদ আপনাকে,❤
অনেক সুন্দর । ভিডিও দেখে অনেক কিছু জানলাম। ঘোড়ার মাংসের বিরিয়ানির অপেক্ষায় রইলাম।
WOW....Khub inspiring Shibaji Da....someday will love to take tips on videography,editing....R sottie khub valo laglo ei porbo ta
Finally finally the video is coming যার জন্য আমি চাতক পাখির মত বসে ছিলাম, thankyou sir 😊
khub bhalo laglo
দারুন ভালো লাগলো