আমার দায়িত্ব রাষ্ট্র নিলোনা কেন ? LIFE :20 I RJ Kebria I Studio of Creative Arts Ltd I

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Sobuj. Middle aged youth. A street hawker by profession. He has to hear various criticisms about his father's identity. But he is not responsible for this. His father and mother were not married. That's why the society treat him differently. But he is not responsible for this situation. Sobuj wants normal life like other people of society and equal status .According to him no one can be guilty for his birth. Sobuj's life story can play viatl roles for social awareness.

КОМЕНТАРІ • 655

  • @montazulhaque1446
    @montazulhaque1446 2 роки тому +87

    কেউ কি আছেন, সবুজের ঘটনা জন্য আইনি লড়াই করে ওর মা বাবাকে এক করে শরিয়তের দৃস্টিতে আনতে সাহায্যে এগিয়ে আসবে?

    • @halimabegum7627
      @halimabegum7627 2 роки тому

      কি দরকার এমন মানুষরুপী জানোয়ারের? যে ছেলে তার বাবার হাত ধরে হাঁটতে শেখেনি সে কেমন বাবা কিসের বাবা?এরকম নরপিশাচ, সমাজের কীট কখনও সঠিক বাবা হতে পারে না। আললাহর আরশ কাঁপবে এ ছেলের আহাজারিতে।যখন সময় ছিল তখন সমাজ কি করলো? একটা জীবন দশ হাজার টাকার বিনিময়ে শেষ করে দিল।এ ছেলের কথাই ঠিক, সমাজ কি করেছে, রাষ্ট্র কি করেছে আমার জন্য। এ ছেলে যত কথা বলেছে সব সঠিক। কলিজায় লাগার মতো।আললাহ একজন আছেন। দোয়াকরি বাবা তোমাকে আল্লাহ সুস্থ ভাবে বেঁচে রাখুক। হায়াত দরাজ করুক। বাকী জীবন ভালো কাটুক। কারো যদি মন,সামথ্য থেকে থাকে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে সাহায্য করতে পারলে বাকীটা জীবন ভালো ভাবে কাটাতে পারবেন। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।

    • @anarkoly9231
      @anarkoly9231 2 роки тому +1

      আইনজীবী সমিতির সাহায্য নিন।ডি এন এ টেষ্ট করান। আপনার ন্যয্য অধিকার আদায় করেন। নষ্ট সমাজকে চমকে দিন।

  • @jesminaktar6550
    @jesminaktar6550 2 роки тому +152

    এই ছেলে তো বাবার পরিচয় জানে,অবশ্যই আইন এর মাধ্যমে স্বীকৃতি আদায় করা উচিৎ।
    দেশে এতো মানবাধিকার কর্মী আছে,তারা এখন কোথায়?

    • @naharmamtaz5079
      @naharmamtaz5079 2 роки тому

      বিপদে পড়লে রক্তের সম্পর্কের মানুষগুলোই লাত্থি মারে( আমাদের দেশে) । সেখানে মানবাধিকারকর্মী।

    • @mohammadsohel8487
      @mohammadsohel8487 2 роки тому

      Right

    • @aminurrashid7252
      @aminurrashid7252 2 роки тому

      তারা এখন ইঁদুরের গর্তে। তারা হিজাব এর বিরুদ্ধে।

    • @sudiphalder5921
      @sudiphalder5921 2 роки тому

      Tu ki taka dibe bara dek chudde basto manbadikar 🤣🤣😂😂😂🤣😂😂😂 panu dekche ar korche😂😂😂😂

    • @mdasraful..6527
      @mdasraful..6527 2 роки тому

      Right

  • @johiruddin1888
    @johiruddin1888 2 роки тому +103

    হায়রে হাসি, তার পিছনে কি যে যন্ত্রণা। আল্লাহ, সুবহানাল্লাহ

    • @skjannatislam93205
      @skjannatislam93205 Рік тому +3

      আমি ওর হাসি গুলো সহ্য করতে পারিনি, এই হাসি গুলো দেখে বেশি কেঁদেছি! কত কষ্টের এই হাসি গুলো, আল্লাহ ভাইটাকে ভাল রাখুন! 😢😢

  • @HabiburRahman-tb1em
    @HabiburRahman-tb1em 2 роки тому +54

    স্যালুট ভাই আপনি সাহস করে আমাদের সামনে গল্প টা বলার জন্য
    আমরা জাতি হিসেবে লজ্জিত
    ভাই আমাদের কে ক্ষমা কর🙏

  • @sjmanik6328
    @sjmanik6328 2 роки тому +215

    আমি একজন সামরিক বাহিনী সদস্য হিসেবে স্যালুট জানাই ভাই ,,,, মানবাধিকার সংগঠন অধিকারের কাছে বিচার চাই,,,,,,!?

    • @joshimjoshim7875
      @joshimjoshim7875 2 роки тому +4

      সহমত

    • @mdshorifkhan7097
      @mdshorifkhan7097 2 роки тому

      জনাব Sj Manik মানবাধিকার সংগঠনের তো এসব ছোট খাটো বিষয় নিয়ে মাথা ব্যাথা নেই,ওনারা তো পরীমনি,বুবলি,অপুর মত সুন্দরীদের সাথে নটকে ভিজি থাকেন। 😡😡

    • @mosharofhossin1254
      @mosharofhossin1254 2 роки тому +3

      সহমত পোসন করলাম

    • @lailaruna4372
      @lailaruna4372 2 роки тому +1

      @@joshimjoshim7875 00

    • @mad-polapan
      @mad-polapan Рік тому +1

      @Bake laver

  • @johiruddin1888
    @johiruddin1888 2 роки тому +77

    অবহেলায় বড়ো হওয়া, কাজের ছেলে হিসেবে সমাজে বড়ো হওয়া, জীবনে যে স্কুলের বারান্দায় যায়নি, বেওয়ারিশ সন্তান হিসেবে বড়ো একটা ছেলের সমাজ নিয়ে কতো বড়ো চিন্তা। বাহ বাহ সবুজ, স্যালুট ভাই আপনাকে

  • @viralTukTuki
    @viralTukTuki Рік тому +12

    ১০মিনিটের আবেগ মাগো,
    ৫ মিনিটের সুখ.
    কে তুমি মা দেখতে দিলেনা,
    এই পৃথিবীর মুখ.
    .
    জোর করে তো আসিনি গো
    তোমার শরিলে আমি.
    পৃথিবীতে নাকি সন্তান হয়,
    মায়ের কাছে দামী.
    .
    তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা,
    সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা
    একদিন তুমি আমার কাছে আসবে ঠিকিই মা গো,
    কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো
    .
    আমি তো মা বেঁচে গেছি,বেঁচে গেলো মান,
    নয়তো সবাই বলতো মোরে অবৈধ সন্তান
    একটু আবেগ সুখ পেতে আমায় পেটে নিলে,
    কলঙ্কের ভয়ে আবার আমায় ছুঁড়ে ফেলে দিলে,
    .
    তোমার মাও করতো যদি তোমার সাথে এমন,
    বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন

  • @mitukhan136
    @mitukhan136 2 роки тому +28

    আমাদের গ্রামে এমন একটি গল্প আছে সেই ছেলেটি এখন আমাদের হাইস্কুলের শিক্ষক।

  • @mohammadsohel8487
    @mohammadsohel8487 2 роки тому +32

    কী বলবো ভাষা হারিয়ে ফেলেছি, স্তব্ধ হয়ে গেছি
    তবে এটা বলতে পারি আজকের এই গল্পটি যারা শুনবে, তারা কোনদিন কাউকে পিতৃ পরিচয়হীন সন্তান বলে কাউকে গালি দেবেনা।
    স্যালুট জানাই সবুজ ভাই আপনার এই সৎ সাহসকে আল্লাহ আপনার মঙ্গল করুক (আমিন)

  • @rahimabegumzinu9762
    @rahimabegumzinu9762 2 роки тому +31

    যার জন্য মা এখনো আর বিয়ে করেনি, কত মহৎ মা। বাবা ওকে বুকে জড়িয়ে ধরে বলা দরকার, তুই আমার ছেলে। 10 হাজার টাকা সব সমাধান না। মা ও ছেলের বুকের চাপানো কষ্ট নিয়ে বেঁচে আছে। আল্লাহ প্রত্যেক মানুষকে সৎ ও ভালো পথে চলার তৌফিক দান করুক। ধন্যবাদ।

  • @mojiburrahmanmojumder5722
    @mojiburrahmanmojumder5722 2 роки тому +16

    সবুজ এর পিতৃপরিচয়ের বিষয়ে ফেনীর মানবাধিকার সংস্থা/কর্মীদের ব্যবস্থা নিতে বা তাকে সহায়তার জন্য বিশেষ অনুরোধ করছি।

  • @gopabagchi573
    @gopabagchi573 2 роки тому +21

    আপনার মা যে সাহসিকতার নজির রেখেছেন তার কোনো তুলনা হয়না ,সে কিন্তু সমাজের নানা আঘাত সহ্য করে আপনাকে পৃথিবীতে নিয়ে আসেছেনটই অনুরোধ করবো মায়ের প্রতি কোনো অভিমান না করে তার পাশে থাকুন ।

  • @mrsahathathossain6446
    @mrsahathathossain6446 2 роки тому +127

    ওর হাসির মাজে কি যে কষ্ট লুকিয়ে আছে তা বাসায় বুঝানো যাবে না আল্লাহ ওনাকে ধর্য দান করুক

  • @mohammadnurulislam7564
    @mohammadnurulislam7564 2 роки тому +33

    কিবরিয়া এই ছেলে যদি ওর বাবাকে চিনে থাকে ওর বাবা যদি ওকে স্বিকৃতী না দেয় সবুজ মামলা করবে কিনা যদি মামলা করতে ইচ্ছুক তাহলে আমি ওর মামলার খরছ বহন করতে আগ্রহ প্রকাশ করছি। ( আমি একজন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান ) ধন্যবাদ।

    • @mdafsarfeni9776
      @mdafsarfeni9776 2 роки тому

      ধন্যবাদ

    • @mdafsarfeni9776
      @mdafsarfeni9776 Рік тому +1

      আমি মোঃ আনোয়ার হোসেন সবুজ

    • @dewanmd.mojiborrahmansumon7615
      @dewanmd.mojiborrahmansumon7615 4 місяці тому

      ছেলেটার সর্বশেষ আপডেট দয়া করে জানাবেন কি।

    • @sayedovi28
      @sayedovi28 4 місяці тому

      @@dewanmd.mojiborrahmansumon7615 তিনি এখন মায়ের কাছে আছেন।

  • @imran8948
    @imran8948 2 роки тому +144

    এই মায়ের সাহসকে সেলুট জানাই। এই ভাইয়ের শেষের কথাগুলো কলিজা কেঁপে উঠলো এতটা কষ্ট বয়ে বেড়ানো কঠিন। এরপরও বলব তুমি সাহসী তুমি জয়ী হবে

  • @HafezaSharminAkter
    @HafezaSharminAkter 2 роки тому +15

    এই বাংলাদেশ 🇧🇩 নামক রাষ্ট্র কারো দায়িত্ব নেয়না রে... পাগলা। এই রাষ্ট্র তো নিজেই এখন দেউলিয়া। তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

  • @smnasir6239
    @smnasir6239 2 роки тому +28

    এই ভাইটি কতো কষ্ট বুকে নিয়ে বেড়াচ্ছে 😥আজ একটু হলেও বুকটা হালকা হয়েছে, ভাইটির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। মহান আল্লাহ্ তায়ালা সব সময় আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ 🤲😥❤️

    • @lailirozario4952
      @lailirozario4952 2 роки тому +1

      সবুজের যে বাবা তার উচিত, এখনও সময় আছে। সবুজ ও তার মাকে সমন্মান দিয়ে মেনে নিক। সমাজের কাছে আবেদন ওর বাবাকে ধড়ে ওদের পরিচয় ফিরিয়ে দিন

  • @احداكجعلن
    @احداكجعلن 2 роки тому +23

    লেখার মতন বাসা হারিয়ে ফেলেছি শুধু কেঁদেছি আল্লাহকে ধৈর্যশীল করুক

  • @armanahmed8302
    @armanahmed8302 2 роки тому +29

    সবাৰ আগে সবুজেৰ জীৱণ গল্প ছোছিয়াল মেডিয়াৰ সামনে বলাৰ সাহসটাকে সেলুট সেলুট সেলুট সেলুট এবং সেলুট জানাই । তাৰপৰ ওৰ যদিও বিদ্যালয়েৰ তেমন কোনো শিক্ষা নাই কিন্তু তাৰ গল্প বলাৰ ভঙ্গিমাতে আধ্যাত্মিক গুণবিশিষ্ট পাণ্ডিত্বেৰ প্ৰকাশ বিৰাজমান ৰয়েছে । তাৰ জন্য আবাৰ একবাৰ অন্তৰেৰ অন্তস্থল থেকে ধন্যবাদ ও সেলুট । আল্লাহু হাফিজুন ।

    • @amjadhossain9818
      @amjadhossain9818 2 роки тому

      আপনি আসাম থেকে দেখছেন

  • @asmaKhan-pb5uj
    @asmaKhan-pb5uj 2 роки тому +28

    সত্যি খুব কষ্টের কাহিনি। আল্লাহ্ তাআলা ওনার হক আদায় করার তৌফিক দান করুন

  • @motalebsumon7886
    @motalebsumon7886 2 роки тому +7

    সবার কাছে একটি অনুরোদ সবাই তার সাথে ভালো ব্যবহার করবেন। আর তার থেকে মালামাল কিনবেন। সে আজ থেকে পুরো বাংলাদেশের সবুজ

  • @shotershondan6904
    @shotershondan6904 2 роки тому +15

    মানুষ মাত্রই ভুল কেউ ভুলের উর্ধে নয়,সেলুট আপনার মা নানু কে,আপনার রক্ষনা বেক্ষন সঠিক ভাবে পালন করার জন্য।

  • @rejurome5673
    @rejurome5673 2 роки тому +14

    কিবরিয়া ভাই, এত ভাষা হারা কষ্টের কথা আপনি কিভাবে সামনা-সামনি বসে শুনছেন!! আমাদের তো দূর থেকে শুনেই কষ্ট লাগছে, আমাদের সমাজ ব্যবস্থা আসলেই কতটা নিষ্ঠুর...!!

  • @MdKamal-dj9ed
    @MdKamal-dj9ed 2 роки тому +20

    এরাই দেশের আসল হিরু। সত সাহস নিয়ে এই পালাটফরম দাডানোর জন্য ধন্যবাদ। সমাজের পৃভাবশালীরা ছাট পাবেন না। next World wait for you.

  • @nazmanahar3284
    @nazmanahar3284 2 роки тому +90

    বাবা তোমাকে সান্তনা দেয়ার ভাষা নাই।তোমার কস্টের সময় যে দাঁতের শব্দ করলে তা আমার বুকের বাম পার্শে প্রচন্ড ভাবে আঘাত করেছে।।।

    • @akhterrokeya8572
      @akhterrokeya8572 2 роки тому

      ঠিক এমনই কষ্ট আৱ বেদনা আমাৰ অন্তৱেও হলো।

    • @almonayem1768
      @almonayem1768 2 роки тому +1

      thik bolechen apu

  • @rainforest1484
    @rainforest1484 2 роки тому +22

    ছেলেটার বুকে সীমাহীন কষ্ট। এ এক অন্য রকম কষ্ট। সব থাকার পর ও কিছু না থাকার কষ্ট যে নিদারুন ছেলেটার মুখের দিকে তাকালে বোঝা যায়। ওর তো কোন দোষ ছিল না। আল্লাহ যেন ওর এই একটি মাত্র চাওয়া পুরন হয়ে যায়।

  • @zalalahmed6521
    @zalalahmed6521 2 роки тому +37

    কেদে ফেললাম চাপা কষ্টটা শুনে,,,ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার।

  • @riktamaitra6882
    @riktamaitra6882 2 роки тому +7

    ছেলেটা লেখা পড়া জানে না কিন্তু সুন্দর ভাবে গুছিয়ে কথা গুলো বলেছে। ছেলেটার কথা গুলো শুনে খুব খারাপ লেগেছে। খুবই দুঃখজনক।

  • @mdrabbisadiazaman830
    @mdrabbisadiazaman830 2 роки тому +13

    ভাই আমার কিছু বলার নাই শুধু বলবো আপনি আপনার মাকে আকরে ধরে এই প্রীথিবীতে বেচে থাকুন আর যে বাবা আপনার পরিচয় দিতে পারেনা তার বিচার একদিন মহান আল্লাহ তায়ালা করবেই করবে আবারো বলছি ভাই আপনি বেচে থাকুন যতদিন আল্লাহ আপনার হায়াত রেখেছেন

  • @mohammadnurulislam7564
    @mohammadnurulislam7564 2 роки тому +20

    সবুজের কোন দোষ নেই,আমরা অনেকেই সবুজের সাহায্যে এগিয়ে আসব এবং আমরা সবুজের পাশে থাকব। নিশ্চয়ই আল্লাহ্ সবুজকে দুনিয়া ও আখেরাতে অতি উত্তম পুরষ্কার দান করবেন। আমীন।

    • @daughterdiary
      @daughterdiary 2 роки тому

      সবুজের ঠিকানা একটু কেউ দিতে পারবেন

    • @anarkoly9231
      @anarkoly9231 2 роки тому

      আপনার নম্বর দিলে, ওরা আপনাকে পাবে।

  • @abdullahsaki1046
    @abdullahsaki1046 2 роки тому +54

    এরকম বাচ্চা দের জন্য আমাদের কাজ করা উচিত।এদের সাথে কখনো বাজে কথা বলা উচিত নয়

  • @kusumbegam7285
    @kusumbegam7285 2 роки тому +18

    সবুজ ভাইয়ার জিবন কাহিনি শুনে চোখ দিয়ে পানি চলে আসলো,,,, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া টার জন্য

  • @mohammedyeaqub1961
    @mohammedyeaqub1961 2 роки тому +4

    🔯🔯আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড় ভাই, এটা শুধু আমাদের দেশের মধ্যে নয়, নবী করিম সাঃ এর জামানায় এক মহিলা এসে বলল হে আল্লাহর নবী আমি জ্বিনা করছি, আমার পেটে সন্তান আসছে,আমাকে শাস্তি দিন, তখন রাসূলে কারিম সাঃ বলেছেন, তুমি এই বাচ্চাটাকে প্রসাব করে আসো,কারণ এই বাচ্চারতো কোন দোষ নেই,তখন ঐ মহিলা কিছু দিন পরে সন্তান প্রসব করে আসেন, তখন রাসূলে কারিম সাঃ বললেন, তুমি দুই আড়াই বছর এই বাচ্চাটাকে দুধপান করাও তার পর আসো, তখন এই মহিলা দুই আড়াই বছর এই বাচ্চাটাকে দুধপান করিয়ে আসেন, এবং বললেন হে আল্লাহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে শাস্তি দিন, তখন রাসূলে কারিম সাঃ বললেন, তুমি যদি এখন মারা যাও তাহলে এই নিষ্পাপ নিরঅপরাধ বাচ্চাটিকে দেখা শোনা লালন পালন করবে কে? তখন রাসূলে কারিম সাঃ বললেন তুমি এই বাচ্চাটিকে দশ মাস তোমার পেটে ধারন করে অনেক কষ্ট সজ্জ করছো, এর পর সন্তানটিকে প্রসব বেদনা সজ্জ করে তাকে দুনিয়ার মুখ দেখিয়েছো, এর পর দুই আড়াই বছর এই সন্তানটিকে তোমার বুকের দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখছো, আমি আশা করছি মহান আল্লাহ সোবহান তায়ালা এই নিষ্পাপ নিরঅপরাধ সন্তানটির উসিলায় তোমাকে মাপ করে দিতে পারেন, 🔯🔯

  • @aoualytvlog
    @aoualytvlog 2 роки тому +12

    আমি ভাবি আমার জিবন গল্পটা রিদয়বিদাইক কিন্তু কিছু মানুষের জিবন গল্প শুনলে মনে আমি অনেক ভালো আছি

  • @goldenfibercrafts5501
    @goldenfibercrafts5501 2 роки тому +7

    স্তব্ধ হয়ে গেলাম! ওরও একটা সুন্দর জীবন হতো। ওর যে মেধা, যে উঁচুমানের চিন্তা চেতনা তাতে ওর জায়গা হওয়ার কথা ছিল সমাজের উচ্চস্থানে।

  • @জীবনযুদ্ধ-র৪চ

    ওর বাসা আমার বাসা পাশাপাশি। কাহিনী গুলো অনেক সত্য। আমরা ঢাকয় এক বাড়িতে থাকি

    • @daughterdiary
      @daughterdiary 2 роки тому

      ভাইয়া দয়া করে নাম্বার টা দেন

  • @ahmednadir318
    @ahmednadir318 2 роки тому +16

    খুবই হৃদয়বিদারক এবং অসাধারণ এপিসোড

  • @norjahan794
    @norjahan794 2 роки тому +5

    বাবা তোমার জয় হোক তুমি সাহসী তোমাকে সেলুয়ে ট তুমি জয়ী তুমি সাহসী ধন্যবাদ তোমাকে জীবনে অনেক বড় হও আল্লাহ তোমার মঙ্গল করুক ধিক্কার জানাই এই সমাজের দিককার জানাই যে তোমাকে জন্ম দিয়েছে তাকে।

  • @mdanis7607
    @mdanis7607 2 роки тому +43

    চেয়েছিলাম কান্না করবো না কিন্তু
    অটমিটিক চোখের পানি দিয়ে মালিশ ভিজে গেছে 😭😭
    দোয়া ও ভালোবাসা রইলো ভাই তোমার জন্য ❤️❤️

  • @raischarahman6690
    @raischarahman6690 2 роки тому +5

    আপনি তো আপনার বাবাকে চেনেন। আপনার এলাকার দশজন জানে কে আপনার বাবা। শুধু স্বীকৃতি পান নাই। অনেকে আছে বাবা মাকে এ তো জানেনা। হতাশ হবেন না সামনের দিকে এগিয়ে যান

  • @smrashed79
    @smrashed79 2 роки тому +5

    সমাজ কিভাবে মাত্র 10 হাজার টাকায় এর মীমাংসা বা শালিস করলো? আমাদের সমাজের পূর্ন চিত্র এই episode দেখা গেলো। ধিক আমাদের সমাজ ব্যাবস্থা। স্যালুট সবুজ ভাই। তার ওই জন্মদাতার উপযুক্ত বিচার দাবী করছি।

  • @aburayhanmizan
    @aburayhanmizan 2 роки тому +4

    📌 বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে একটি প্রোগ্রাম করেন....! 🖤❤️

  • @mddewanur1386
    @mddewanur1386 2 роки тому +9

    কথাগুলো শুনে খুব কষ্ট পেলাম।
    আল্লাহ পাক যেন সবুজকে সুস্থ রাখুক। দোয়া ও শুভ কামনা রইলো।

  • @Salma-bb1dr
    @Salma-bb1dr 2 роки тому +38

    আপনার কথা গুলো শুনে স্তব্ধ হয়ে গেছি ভাই কিছু বলার নাই শুধু দোয়া করি আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন । আমি লজ্জিত দুঃখিত এই সমাজের এই রাষ্ট্রের একজন হিসেবে। এই সমাজ এই রাষ্ট্র আপনার জন্য আপনাদের জন্য কিছু করতে পারে না এমন কি সামান্য স্বীকৃতিটুকু ও আদায় করে দিতে পারে না 😭আপনার বাবাকে আল্লাহ হেদায়েত দান করুন তিনি আপনাকে তার সন্তানের স্বীকৃতি দিয়ে কিছু টা হলেও দায় মুক্ত হোক সেই কামনা করি।

  • @dhbadsha4264
    @dhbadsha4264 2 роки тому +24

    সত্যিই জীবন টা অদ্ভুত, এই ভাইয়ের কথা গুলো শুনে খুবই খারাপ লাগছে 😭🙏 আল্লাহ পাক যেন এই ভাই কে নেক হায়াত দান করেন, আর আমরা যেন এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি 🤲❤️

  • @shortvideoclips4920
    @shortvideoclips4920 2 роки тому +8

    ধন্যবাদ ভাই আপনাকে আপনার জীবন কাহিনি শুনে খুব কষ্ট লাগল চোখে পানি এসে গেল আল্লাহ যেন আপনাকে সঠিক বিচার পাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে এই প্রার্থনা করি ভাই আপনার জন্য এবং গ্রামের যে বিচারক ছিলেন তাদের সবাইকে যেন আইনের মাধ্যমে এনে এদের সবার বিচার করা হয় 😭😭😭

  • @ziyamhossain8686
    @ziyamhossain8686 2 роки тому +1

    ভাই সব মেয়ে মা হতে পারে কিন্তু সব পুরুষ বাবা হতে পারেনা।এজন্যই অনেক পুরুষ কে দেখেননা কাপুরষ বলে। আপনি কোন কাপুরুষ হোয়েন না।

  • @saf327
    @saf327 2 роки тому +8

    ভাই, শুধু এইটুকু বিশ্বাস রাখেন এই অনুষ্ঠানের পর বাংলাদেশে আপনার অনেক ভাই জন্ম নিয়েছে। যারা আপনার জন্য দূর থেকে দোয়া করবে। আপনি অনেক বড় হোন। শুধু দেশের না পুরো পৃথিবীর হাজারো শিশুর আলোর মশাল হয়ে এগিয়ে যান। Kabir ঢাকা।

  • @lilyalam8580
    @lilyalam8580 2 роки тому +4

    একজন খুব সাধারন মানুষ এতো বলিষ্ঠ এবং সৎ সাহসের সাথে যে কথাগুলো অকপটে বলতে পারে, সেখানে শিক্ষিত মানুষ হিসাবে আমরা কি কিছুই করতে পারিনা? কিসের মানবাধিকার ?

  • @zakariazuyel4740
    @zakariazuyel4740 2 роки тому +9

    আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফকরে দিক যেন আর কোন ভাইবোন কে এরকম পরিস্থিতিতে পড়তে না হয় দোয়া করি

  • @mohammadnurulislam7564
    @mohammadnurulislam7564 2 роки тому +7

    কাদতেঁ কাদতেঁ চোখের পানি শেষ হয়ে গেছে সে এখন আর কাদতে পারে না। আল্লাহ্ এই অসহায়কে হেফাজত করুন। আমীন।

  • @taekwondo9847
    @taekwondo9847 2 роки тому +9

    আমি ভারত থেকে বলছি, আপনাদের প্রতেক কাজে আপনারা সাফল্য পান ঈশ্বর, আল্লাহ বা Univers এর কাছে সেই প্রার্থনা করি🙏। এই দোয়া বা প্রার্থনার মাধ্যমে আপনাদের সাফল্যের অংশীদার হতে চাই। আপনাদের মধ্যে যে Positive vibrations আছে এই চ্যানেল মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দেবার জন্য্ আপনাদের টিমের প্রতেক সদস্য কে অসংখ্য ধন্যবাদ,🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mdsentu7310
    @mdsentu7310 2 роки тому +1

    অন্তর থেকে দোওয়া রহিলো আপনার জন্য আমার মতে আপনি কেনো দোষী মনে করেন এর দোষ পুরো সমাজের এর দায় পুরো সমাজকে নিতে হবে আমার ইচ্ছে ছেলেটার সাথে যোগাযোগ করতে চাই অথবা তার নাম্বার চাই

  • @mdsujonmdsujon998
    @mdsujonmdsujon998 2 роки тому +6

    স্থাবদ্ব হয়ে গেলাম রে ভাই আল্লাহ পাক তোকে জেনো সুন্দর জীবন ধারন করার তৌফিক দান করুন আমিন।

  • @user-fh5xt8hh5y
    @user-fh5xt8hh5y 2 роки тому +6

    অবশ্যই ঠিক বলেছো,আমাদের তথাকথিত শিক্ষিত মানুষ রাও এভাবে সোচ্চার দাবি জানাতে পারে নাই ।তুমি পেরেছো।তোমার মত সৎ মানুষের সংখ্যা খুবই কম ভাই ।তুমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখ।
    তোমার নানু অনুভূতিশীল মানুষ ।লজ্জা তোমার না।লজ্জা এই সমাজের ।তোমার মা তোমাকে ভালোবাসেন।তাকে কস্ট দিও না নিজেও কষ্ট পেও না।মাথা উঁচু করে বাঁচো।আল্লাহ তোমার সঙ্গে আছেন।স্থির হও।তিঁনি ই পথ দেখাবেন।

  • @rinaAkther1190
    @rinaAkther1190 2 роки тому +21

    ছেলেটা অনেক বিনয়ী, আল্লাহ তোমাকে হেফাজত করবে ইন শা আল্লাহ

  • @aburayhanmizan
    @aburayhanmizan 2 роки тому +25

    'বিনয়' এমন একটা গুণ যা মানুষকে শুধু উপরেই নিয়ে যায়। হাফেজ তাকরিম তার উৎকৃষ্ট উদাহরণ। ❤️❤️

    • @faizahmed7063
      @faizahmed7063 2 роки тому +2

      এখানে তাকরিমের সাথে কোন বিষয় তুলনা করলেন।

    • @rejurome5673
      @rejurome5673 2 роки тому

      @@faizahmed7063 ভাই, সন্মান জোর করে আদায় করে নিতে চায় বলেই...!

    • @faizahmed7063
      @faizahmed7063 2 роки тому

      @DWIP SHIKHA আরে বেয়াদব আগে লেখা শিখ। গল্প বুজ তারপরে কমেন্ট করিস।

    • @AnwarHossain-hp4pl
      @AnwarHossain-hp4pl 2 роки тому +1

      Kisher modde ki dukailen bai?

  • @AminulIslam-ho1sw
    @AminulIslam-ho1sw 2 роки тому +6

    যার কষ্ট সে-ই বুঝে কষ্ট
    আমরা কেউ কেউ হয়তো কিছুটা অনুভব করতে পারি! ভাইটার মনে কি কষ্ট তা কিছুটা হলেও অনুভব করতে পারছি। আল্লাহ যেন তাকে বাকি জীবনটা সুখের করে দেয়।

  • @mdrahatchowdhury5084
    @mdrahatchowdhury5084 2 роки тому +14

    সবুজকে আমি প্রায় ২০ বছর ধরে চিনি, ও,,তখন যাত্রাবাড়ী মিরাকল পয়েন্টে থাকতো, আমাদের সাথে অনেক দুস্টমি করতো, হঠাৎ একদিন না বলে চলে যায় মালিবাগে তার পরথেকে আর সবুজের সাথে দেখা নেই,আবার সবুজের সাথে পল্টনে দেখা, দোয়া করি সবুজ তোর মনের ইচ্ছা মহান আল্লাহ্ পুরন করুন, সময় করে দেখা হবে তোর সাথে।

    • @MdKhan-bu6bb
      @MdKhan-bu6bb 2 роки тому +1

      Please you know Soboz you are Coll to Arif Brother

    • @faridakhatun8002
      @faridakhatun8002 2 роки тому +1

      Alhamdulillah Alhamdulillah

  • @মদিনামিডিয়া২৫

    ছোট ভাই তোমার গল্পটা শুরু থেকেই অনুভব করতে পেরেছি।
    কলিজার মধ্যে অনেক কষ্ট পেয়েছি।তবে তোমার জীবণটাকে নিয়ে আমার একটাই উপদেশ যে তুমি বেচে থাকার চেষ্টা করা তুমি কখনোই আত্মহত্যা করবা না।তুমি কখনোই আত্মহত্যা করবা না। তুমি কখনোই আত্মহত্যা করবা না।
    আমি একজন মুফতি। একজন আলেম।আমি মাদ্রাসার শিক্ষক। আমি মসজিদের ইমাম।
    আমি তোমার জীবণ সুখি হওয়ার জন্য দোয়া করি।
    আমি গল্পের শুরু থেকেই কেঁদেছি।

  • @ambitiousproduction2486
    @ambitiousproduction2486 2 роки тому +2

    ভাই সামনের বাংলাদেশে আজকে যেমন একজন কে নিয়ে অনুষ্ঠান করছেন ভবিষ্যতে এক স্টেডিয়ামে এরকম অনুষ্ঠান করতে হবে। বর্তমান সামাজিক অবক্ষয় সবোর্চ্চ চূড়ায়। পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক নিরাপত্তা এর জন্য দরকার। সমাধান এর চেয়ে প্রতিরোধ উত্তম।

  • @ShahadatShowrovOfficial
    @ShahadatShowrovOfficial 2 роки тому +5

    - নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সাথে আছি -

  • @ismailhosain2523
    @ismailhosain2523 2 роки тому +7

    আমি পুরো ঘটনা শুনেছি। আজ বাংলাদেশ যদি কুরআনের আলোকে পরিচালিত হতো, তাহলে নিশ্চয়ই রাষ্ট্র এই ধরনের সন্তানদের দায়িত্ব নিতো।

  • @md.jakerhossainchowdary783
    @md.jakerhossainchowdary783 2 роки тому +12

    গরীব হয়ে জননী জন্ম দিয়েছে বলে ধনীর কাছেই হেরে গেলেন দুটি জীবন। তুমি মা'কে ভালবাসা দিয়েই শুরু কর জীবন,আললাহর ভালবাসা তোমার জন্য থাকবে দোয়া করি।

  • @kismatara9576
    @kismatara9576 2 роки тому +4

    আহারে কষ্ট! কত সামান্য ব্যাপার নিয়ে আমরা আহাজারি করি।অথচ পাহাড়সম কষ্ট বুকে চেপে সবুজের মত মানুষগুলো বেঁচে আছে।মহান আল্লাহতালা ছেলটার ছোট চাওয়াটাকে পুরন করুন, তার বাকি জীবনটুকু শান্তিতে রাখুন।

  • @drmdfoyzulhaque3269
    @drmdfoyzulhaque3269 2 роки тому +7

    আসসালামু আলাইকুম। আপন ঠিকানার সকল পজেটিভ উদ্যোগ আল্লাহ তায়ালা কবুল করুন।

  • @bakulsmathandenglishtricks7510
    @bakulsmathandenglishtricks7510 2 роки тому +10

    দোয়া ও ভালোবাসা রইল ❤️

  • @mdasraful..6527
    @mdasraful..6527 2 роки тому +4

    হাঁসির পিছনে অনেক বড় পাহাড় সমান কষ্ট নিয়ে কথা গুলো বলছে হায়রে মানুষ হায় সমাজ হায় রে রাষ্ট্র কী দিলো এই সবুজ কে কিছুই দেয় নি। আল্লাহ্ তুমি আমার ভাই সবুজ কে সর্য এবং ধর্য ধরার তাউফিক দেন আমিন।আল্লাহ্ তুমি সবুজ ভাইকে সব সময় ভালো রেখো আমিন 💖💖

  • @RezaulKarim-mx8zz
    @RezaulKarim-mx8zz Рік тому +5

    কথা গুলো সত্যি। আমি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।

  • @fairoozmallick7905
    @fairoozmallick7905 2 роки тому +3

    বুকটা ভেঙে যাচ্ছে।এত কষ্ট! আল্লাহ রহমত দান করুন। আল্লাহ এই মানুষটা সব কষ্ট শেষ করেদেন । এইটুকু দোয়া ছাড়া হয়তো কিছুই করতে পারবো না!!

  • @esrafilvai2349
    @esrafilvai2349 Рік тому +2

    ঘরের আগুন দেখা যায়। মনের আগুন দেখা যায়না।কত যন্ত্রণা কত ব্যথা বুজানোর ভাষা নাই।

  • @ashikshagor3771
    @ashikshagor3771 2 роки тому +5

    অত্যন্ত দুঃখজনক ঘটনা 😢😢😢 সত্যি একটা মানুষের জীবনে এত হাসি কিভাবে হাসতে পারে আমার বুঝে আসেনা। সত্যিই অতি দুঃখে মানুষ হাসে তার নমুনা এই ভাইটি। আপনাকে স্যালুট জানাই। 🙋‍♂️🙋‍♂️❤️

  • @Funnypagla615
    @Funnypagla615 2 роки тому +4

    কি পরিমান মেন্টালি টরচারিং হলে এমন কথা গুলা আসে,আল্লাহ সহায় হোন

  • @ishaquemiya7284
    @ishaquemiya7284 2 роки тому +4

    আল্লাহর রাসুলুল্লাহ তাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা বা আমাদের সমাজ ও রাষ্ট্র কেন স্বীকৃতি দিবে না? তার জন্য আমার সহানুভূতি রহিল।কিবরিয়া ভাই এই অসাধারণ এপিসোডের জন্য আপনাকে সালাম ও ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম।

  • @mohammadmilon4026
    @mohammadmilon4026 2 роки тому +4

    ও তো পাথর চাপা দিয়ে কান্না না করে কথা বলতে পারছে আমি তো কান্না থামাতে পারছিনা আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন আমি তার বাবাকে অনুরোধ করছি আপনি আপনার ছেলেকে মেনে নিন

  • @mostafa9467
    @mostafa9467 2 роки тому +4

    বিচার একদিন হবেই ভাই ওর দায়িত্ব কেউ নিতে পারবে না ওর দায়িত্ব আল্লাহর কাছে আমিন আমিন

  • @roziafrin5221
    @roziafrin5221 2 роки тому +2

    সমাজ শুধু দোষ খুঁজে গেয়ে বেড়ানোর জন্য,, আর রাষ্ট্র সে-তো ---- কিছুই বলার প্রয়োজন নেই,, নিজেকে নিয়ে নিজেরই ভাবতে হবে,, যে বাবা পরিচয় দেয়না আইনি ভাবে ও তার পরিচয় এর কোনো দরকার নেই,, মা সে-তো আপনাকে সমাজের লাঞ্চনা বঞ্চনা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছেন তাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করেন,,আল্লাহ আপনার সহায় হোন,,

  • @sharafattd5363
    @sharafattd5363 2 роки тому +4

    অনেক কাঁদলাম এই ভাইয়ের জন্য, আল্লাহ এই ভাইকে সুখ শান্তি দিন।

  • @mdshahadat7614
    @mdshahadat7614 2 роки тому +5

    আল্লাহ সুবহানু তায়ালা যেনো ভাইটির নেক হায়াত দান করেন, আমিন

  • @mohamedsaifur8157
    @mohamedsaifur8157 2 роки тому +4

    কিবরিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানায়
    এই ধরনের একটা পর্ব রাখার জন্য

  • @greennature1700
    @greennature1700 2 роки тому +3

    দাদা,এরকম গল্পগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই।

  • @RuposiBangla23bd
    @RuposiBangla23bd 2 роки тому +10

    আল্লাহ সহায় হোন আপনার।

  • @faizahmed7063
    @faizahmed7063 2 роки тому +3

    তার খুবই কষ্ট। কবে এই ঘটনা ঘটেছে, এটার সুরাহ হওয়া প্রয়োজন। যাহারা তার সাথে কাজ করেন, ক্ষমা চাই আপনারা তাকে কুটিক্তি করবেনা। তার কোন দোষ নেই।

  • @azadulbangal7900
    @azadulbangal7900 2 роки тому +5

    কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি
    দোয়া রইলো ভাই

  • @abdulalimd1776
    @abdulalimd1776 2 роки тому +3

    পুরুষ হলে যা হয় ,নারী হলে তো অন্য রকম জীবন হতো।

  • @rekhaakter9856
    @rekhaakter9856 2 роки тому +2

    কি বলবো কিছু বলার নাই,কিন্তু একটা কথা না বললে নয়, গ্রামো সালিশ দের উচিত ছিলো তার বাবাকে তার দাইতো দেওয়া কারন তারা তো জানতো যে ওর বাবা কে তাই না,তো এজন্য একমাত্র দাই ঐ সালিশ দার লোক গুলো,আল্লাহ তাদের বিচার করোক,আজ তাদের ভুল বিচারের কারনে আজ এই ছেলেটার এই অবস্থা, খুবই কস্ট পেলাম কথা গুলো সুনে😂😂😂😂😂

  • @TaniManifun5802
    @TaniManifun5802 2 роки тому +2

    কিছুই মন্তব্য করতে পারলাম না।
    শুধু বলবো আমারা মানষের মতো হয়েও মানুষ হতে পারলাম না।

  • @mdlokman3733
    @mdlokman3733 2 роки тому +1

    সালামুআলাইকুম ভাইজান আপনি এই ছেলেটাকে ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেন আমার মনে হয় ব্যারিস্টার সুমন ভাই পারবে তার বাবার স্বীকৃতি আদায় করতে

  • @md.kamrul7751
    @md.kamrul7751 2 роки тому +4

    কুমিল্লা থেকে ২০১২ সাল থেকে এফএম রেডিও শোনে আসছি।

  • @madanitv4024
    @madanitv4024 2 роки тому +2

    কিছু মানুষ ভুল করলে সেই ভুল টাকে আরো কঠিন করে তোলে সমাজের কিছু মূর্খ বিচারক গুলো।

  • @abulahad489
    @abulahad489 2 роки тому +6

    কি লিখবো আমার সেই ভাষা জানা নেই। আল্লাপাক তোমাকে ভালো রাখুক।

    • @motaherhossain5085
      @motaherhossain5085 2 роки тому

      আল্লাহ আপনিই পারেন সঠিক বুঝদান করতে। দোষ তো এই ছেলের না। সবই আল্লাহ লিলাখেলা।

  • @asmaKhan-pb5uj
    @asmaKhan-pb5uj 2 роки тому +3

    আল্লাহ পাকের কাছ থেকে কিভাবে বাচবে এই লোক (বাবা)

  • @imran9516
    @imran9516 2 роки тому +2

    সবুজ ভাইয়ের প্রত্যেক টা কথা হৃদয়ের আঘাত করছে কি বলে সবুজ ভাইকে সান্তনা দিবো ভাষা জানা নাই আল্লাহ আপনি সবুজ ভাইয়ের কষ্টগুলো ধৈর্য ধারণ করার শক্তি দান করুন আমিন

  • @mk-gt6ni
    @mk-gt6ni 2 роки тому +2

    এই ভাইয়ের তো কোন দোষ নাই। ওখানকার সমাজ ভুল বিচার করে ওনার মাকেও দোষী সাজানো হয়েছে কিন্তু সমাজ তো সঠিক বিচার করে ওনার পরিচয় এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারত। আল্লাহ যেন ওনার ভালো করেন ইনশাআল্লাহ

  • @mohammadzohurulhaque3393
    @mohammadzohurulhaque3393 2 роки тому +4

    একটা সীমা লঙ্ঘন হাজারো অসঙ্গতির জন্ম দেয়।

    • @alkayes5838
      @alkayes5838 2 роки тому

      রাইট আলবাদ অতি উওম কথা

  • @tazlimaakter7337
    @tazlimaakter7337 2 роки тому +2

    ভাইয়া আপনার জন্য লক্ষ লক্ষ শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করি আপনি একজন মানুষের মতো মানুষ হতে পারবেন এসব দুঃখ কষ্ট মনে আনবেন না

  • @susantasaha4747
    @susantasaha4747 2 роки тому +1

    Amader india te central minister n.d.tewari & dikbijoy sing k with son biye korte baddho hoye chhilo. By court order. Onader age chhilo 60-70 years old.

  • @montazulhaque1446
    @montazulhaque1446 2 роки тому +16

    খুব মায়াবী ভাষায় কথা গুলো বলেছিলেন ভাই,আল্লাহ ভাই কে কোন দায়িত্ববান লোকের হাতে তুলে দাও।

  • @AminulIslam-ci3pf
    @AminulIslam-ci3pf 2 роки тому +2

    আল্লাহ তুমি এই ভাইকে ধৈর্য্য ধারণে তৌফিক দাও।

  • @MdRoman-zu9us
    @MdRoman-zu9us 2 роки тому +3

    মা এমনিই হয় জত ঝর আসুক তার পরেও তার সন্তান কে হারাতে চায় না