স্যার minoxidil এবং Darma rollar ব্যবহারেরে সাথে কি অন্য কোনো চুল পরার ট্যাবলেট খাওয়া যাবে। যেমন E cap floriz এগুলা খাওয়া যাবে একটু কষ্ট করে জানাবেন প্লিজ।
আচ্ছা Minoxidil বাদে অন্য কিছু ব্যবহার করা যাবে? আর যদি যায় তাহলে কি কি যাবে ব্যবহার করা? কোন কিছু যদি ব্যবহার করি তাহলে কতক্ষন পর সেইটা ব্যবহার করতে হবে derma roller এর পর? আর কোন essential oil ভালো hair regrowth এর জন্যে?
এখন পর্যন্ত ত্বকের উপরে ব্যবহার করা যায় এমন একমাত্র প্রমাণিত এবং এপ্রোভ ওষুধ হচ্ছে মিনক্সিডিল। ডার্মারোলার যেকোন সময়ই ব্যবহার করা যায়। কোন কিছু লাগানোর আগে বা পরে। তেলের মধ্যে ক্যাস্টর ওয়েল কিছুটা কাজ করে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।
@@AnamthePharmacist001আচ্ছা Minoxidil লাগালে তো খুশকি হয়ে থাকে এবং অনেক side effects ও আছে এইটার কোনো বিকল্প নেই? আচ্ছা castor oil, coconut oil,olive oil এই তেল গুলো খুশকির জন্য শুনলাম অনেক বাজে Almond oil,jojoba oil,sesame oil, pumpkin seed oil এগুলো এর মধ্যে কোনটি ভালো হবে?আর আপনারা derma roller কথা থেকে কিনেছেন original তা পাওয়া একটু কঠিন হয়ে পড়ে।
Pumkin seed oil যদি অরিজিনাল পান তাহলে এর থেকে বেস্ট কিছু নেই। Minoxidil অনেক সুসহনীয় ওষুধ। একটু খুশকি হতে পারে। তখন সপ্তাহে দুই দিন Ketoconazole shampoo use করবেন সেরে যাবে। আমি kamal hair and skin center থেকে কিনেছি ভাইয়া।
স্যার আমার চুলের খুশকি দুর হচ্ছে না ড্যানসেল সেম্পু ইউস করার পর ওহ, আমার চুল পড়া ড্যানসেল ব্যাবহারের পর কমেছে তবে চুল পাতলা হয়ে গেছে কপালের সাইড থেকে পরে গেছে, মাথার চুল পাতলা এখন করনিয় কি...??আর আপনার চেম্বার কোথায়
আমি চুলে derma roller ব্যবহারের পর পেয়াজের তেল use করছি। অন্য কিছু medicin বা serum use করছি না। মানে শুধুই পেয়াজের তেল। এতে কি কোনো সমস্যা হবে? বা কাজ হবে?
যদিন ৪ মাসে অনেক চুল পড়ে যায় তাহলে বিষয়টি সিয়িয়াস। আমাকে কষ্ট করে জানান যে, আপনার রিসেন্ট বড় কোন অসুখ হয়েছিল কিনা, কি ধরনের ওষুধ সেবন করছেন এখন বা ওজন কমানোর জন্য ডায়েট করছেন কিনা
PRP মাসে দুইবার দেয়া যায় ১৫দিন পর পর। তবে বাংলাদেশে পপুলার হচ্ছে মাসে একবার দেয়া। ডার্মারোলারের দাম ফিক্সড নেই। দারাজে দেখতে পারেন তবে এইগুলা কোয়ালিটি নিয়ে আমি সন্দিহান
@@AnamthePharmacist001 derma roller এর সাথে কি কোন Oil ব্যাবহার করতে হয়, আর চুলে খাসকি থাকলে কি ব্যাবহার করবো।Derma roller টা চট্টগ্রাম কোথায় পাওয়া যাবে ভাই?
স্যার আমার বয়স ১৭ আমার প্রায় ১ বছর হয়ে গেছে চুল পরতাছে এখন অনেক পাতলা হয়ে গেছে আমার মাথায় খুব খুশকি খুব চুলকায় এই খুশকির জন্য চুল পরতাছে এখন আমি কি Minoxidil ইউজ করতে পারবো আমার হেয়ার রিগ্রত করতে কি করা দরকার প্লিজ বলেন
আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন। যদি না যান তাহলে আপনি Ciclopirox 1% Shampoo ব্যবহার করুন। সাথে Minoxidil Topical Spray ব্যবহার করুন নিয়ম মেনে
@mdAkash-kg8yu The recommended frequency is: 0.5mm needles: Once a week. 1.0mm needles: Once every 10-14 days. 1.5mm needles: Once every 3-4 weeks. Continuous use of the derma roller for hair regrowth can last for several months, typically 6-12 months. However, it's important to allow your scalp to recover between sessions and to follow up with a dermatologist to monitor progress and prevent any adverse effects.If you experience any significant irritation, redness, or discomfort, it’s advisable to reduce the frequency or stop using the derma roller and consult a healthcare professional.
সবচেয়ে ভালো হয় একজন চুল বিশেষজ্ঞ (tricologist) কে দেখিয়ে আপনার মাথার বর্তমান অবস্থা দেখিয়ে ডার্মারোলার নির্বাচন করুন। আর না হলে ভিডিওতে বলা সবচেয়ে বেশী ব্যবহৃত হয় সেটি কিনুন
আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী minoximax solution নামে একটা প্রোডাক্ট ব্যবহার করছি।এটার সাথে কি আমি ডারমা রোলার ব্যবহার করতে পারবো? আর minoximax solution কি আসলেই কার্যকরী? অতিরিক্ত চুল পড়ার কারনে,আমি একেবারেই কেটে ফেলেছি,এই অবস্থায় কি ডারমা রোলার ব্যবহার করা যাবে?
লম্বা সময় ধরে চুল ঝরছে আপনার। এই অবস্থায় শুধু ডার্মা রোলার দিয়ে কাজ হবে না। একজন ট্রাইকোলজিস্ট (চুল বিশেষজ্ঞ) এর পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করলে ভালো হবে। তিনিই আপনার কন্ডিশন চোখে দেখে বা যন্ত্র দিয়ে পরীক্ষা করে সাজেস্ট করবেন কোন সাইজের ডার্মারোলার লাগবে আপ্নার।
স্যার আমার বয়স ২১ বছর।আমার অনেক চুল পড়ে আর কপালের দুদিক থেকে চুল উঠে যাচ্ছে।হেয়ার লাইন পেছায় যাচ্ছে।তো আমি মিনক্সিডিল, ডার্মারোলার , ফিনাস্টারেইড একসাথে ব্যবহার করলে কি আমার চুল ঘন হবে??
স্যার আমার আজ 2 3 বছর ধরে টুক টাক হচ্ছে মাথার বিভিন্ন স্থানে, ভালো হয় আবার টুক টাক হয়।। এখন আমি কি কিরতে পারি? এক্তিয়ার কালাম স্যার থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম ইঞ্জেকশন নিয়েছি আর মিনোক্সিডিন ইউস করছি, বাট কাজ হয়নি কিছুদিন পর ভালো হয়ে আবার টাক হয়।,, প্লিজ প্লিজ একটু দয়া করে বলুন কি করলে এই সমস্যা থেকে পারমানেন্টলি মুক্তি পাবো?????????😢
এইটা আসলে দু:খজনক আপনার জন্য। আপনার বড়ির ইমিউন সিস্টেমের উলটাপালটা আচরণের কারণে এইটা হয়। ১০০ ভাগ পার্মানেন্টলি ঠিক করার উপায় নেই। তবে কিছু মাসের পর ঠিক হয়ে যাবার কথা।
আমার ৪-৫ বছর ধরে অনেক চুল পরছে চুল অনেক গোছা গোছা ধরে ওঠে চুল কেটে ছোট করে ফেলার পরও ওঠা বন্ধ হয় নি, থাইরয়েড, ডায়বেটিস জাতীয় কোন সমস্যা ও নেই। এখন আমি কি মাথার চুল ফেলে দিয়ে ডার্মারোলিং করবো?? আর অনেকে বলছে চুল ফেলে দিলে নাকি চুল আরো পাতলা হয়ে যাবে কারন আমার যেহেতু প্রচুর চুল পরতাছে। কি করবো??
@@AnamthePharmacist001না কিছুই নেই। ভিটামিন এর অভাবে পরছে ভিটামিন খাচ্ছি। কিন্তু যে চুল উঠছে তা পাতলা উঠতাছে। এবং এস্থায়ী হচ্ছে না।আমার সাধারন চুল মোটা ও ঘন। এখন যে চুল গুলো মোটা এগুলোর গোড়া মজবুত ও কম পড়ে। বেবি হেয়ার গুলো পড়ে যাচ্ছে।
চুল পড়া চিকিৎসায় ত্বকের উপরে ব্যবহার করা হয় এমন একমাত্র USFDA দ্বারা অনুমোদিত ওষুধ হচ্ছে minoxidil. সবচেয়ে কার্যকরী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওষুধ হচ্ছে এটি। তাই চুল পড়ার চিকিৎসায় এইটা মেইন অপশন তারপর পাশাপাশি অন্যগুলো
@@AnamthePharmacist001 আর একটি বিষয় আমার চুল অনেকটা বড় শুধু মাত্র মাথার মাঝখানে কিছুটা ফাকা। এক্ষেত্রে ডারামা রোলার শুধু মাত্র ফাকা স্থানে প্রোয়োগ করতে হবে? এবং ০.৫ mm কতদিন পর পর ব্যবহার করা স্বাস্থ্যসম্মত? দয়া করে একটু জানাবেন। ধন্যবাদ❤️
এইটা মূলত একজন ট্রাইকোলজিস্ট (চুল বিশেষজ্ঞ সাজেস্ট করে থাকেন। অনেক ক্ষেত্রে একজন চর্মরোগ বিশেষজ্ঞও সাজেস্ট করেন। তাদের ক্লিনিক থেকেই সরবরাহ করে থাকেন বা ফার্মেসীতে পাওয়া যায়। বড় কোন ফার্মেসীতে এইটা পাওয়া যায়।
আমার বয়স 26 আমার বংশগত চুল পড়ার কোন সমস্যা নেই আমার চুলও অনেক ভালো, গত 5 7 দিন ধরে অনেক চুল পড়তেছে দিনে 2 - 300 হবে, প্রতিবার শীত আসলেই পরে তবে এবার একটু বেশি। গত দুই মাস আগে আমার ডেঙ্গু হয়েছিল, গত 3-4 মাস একটু স্ট্রেস ছিল মেন্টালি, আমার মাড়ির দাঁত তোলার কারণে ওষুধ খেয়েছিলাম দুই মাস আগে, ডায়েটের একটু পরিবর্তন হয়েছে। বাসায় থাকলে যেমন খাওয়া-দাওয়া হয় তেমনটা না বাইরে থাকলে যেমন হয় আরকি। সব কিছু মিলিয়ে আমার কি ডার্মারোলার ব্যবহার করা উচিত?
Derma roller ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই। তবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে মানে হচ্ছে, পুষ্টিকর খাবারটস মেইন্টেইন করতে হবে ভাইয়া। তবে ডেংগুর পর একটু চুল পড়া বাড়তে পারে। শীতকালে একটু চুল পড়া বাড়ে। খুশকি আছে মাথায়?
ভাই হস্তমৈথুনের কারনে কি চুল পরে যায় নাকি আমি একটা সময় অনেক হস্তমৈথুন করতাম এখনো মাঝে মধ্যে করে ফেলি আমার চুল আমার মনে হয় এই কারনেই হইছে ভাই কিছু বলেন এই ব্যাপারে
এটা আপনার ভুল ধারণা, হস্তমৈথুনের সাথে অবশ্যই চুল পড়ার সম্পর্ক রয়েছে। সেটা আমি বুঝেছি এবং আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি এখন কিছু মেডিসিন ব্যবহার করি এবং খাই। এই বদ অভ্যাস ত্যাগ করলে ইনশাআল্লাহ। চুল পড়া আস্তে আস্তে কমে যাবে। @@AnamthePharmacist001
স্যার আমার বয়ষ ২০। ৩ বছর আগে থেকে চুল পড়ে। সব সময়ই চুল পরে অল্প অল্প অতটা বেশি না । আবার কীছু সময় অতিরিক্ত বেশি চুল পড়ে। আমি অনলাইন থেকে কিছু তেল ইউজ করছি। আবার গ্রামের ডাক্তার থেকে কিছু ওষুধ খেয়েছি কিন্তু কোন কিছুতে কোন কাজ হচ্ছে না। এখন মাথা অনেকটা ফাঁকা হয়ে গেছে। কি করবো কিছু বুঝতে পারতেছি না। স্যার আপনার সাথে কি একটু দেখা করা যাবে। দয়া করে মেসেজটার রিপ্লাই দিবেন 🙏
স্যার, আমার বয়স ১৮, কিন্তু, প্রায় ১ বছর ধরে, আমার মাথার চুুল হালকা হালকা পরে যাচ্ছে, এই-ভাবে পরে গিয়ে, মাথার টাক বুঝা যায়!🙂 স্যার,এখন আমার প্রশ্ন! ১.ডার্মা রুলার + মিনক্সিডিল + Ketokonajel স্যাম্পু ব্যাবহার করলে, আমার এই সমস্যা'র সমাধান হবে কি??🙂 আর,মিনক্সিডিল কত মাস/বছর পর্যন্ত ব্যাবহার চালিয়ে যাবো? Kindly, একটু উওর দিয়েন স্যার!🙂
আসসালামুআলাইকুম। minoxidil টানা ১ বছর নিয়ম করে ব্যবহার করে যান সাথে ডার্মারোলার। খুশকি থাকলে সপ্তাহে তিন দিন পর পর কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করবেন। ইনশাআল্লাহ কাজ হবে।
প্রশ্ন 1: স্যার darma রোলার করার 5 মিনিট পড়ে কি minoxidil ব্যাবহার করা যাবে ?।প্রশ্ন 2: এক জায়গায় শুনলাম যে minixidil দেওয়ার 24 ঘণ্টা পরে নাকি darma রোলার ues করতে হয়? স্যার দোয়া করে কিছু মনে করবেন না । Same প্রশ্ন আবার করলাম 💔 ধন্যবাদ
@@AnamthePharmacist001 sir minoxidil দেওয়ার পরে কি জিম করা যাবে 2থেকে 3 ঘণ্টা ? সকালে 6 টা সময় minoxidil দিয়ে কি সকাল আটটায় গোসল করা যাবে ? সব চেয়ে ভালো darma রোলারের micronidil কত টি হলে ভালো 192 টি নাকি স্যার ধন্যবাদ💚
splendora 5% kmn hole
review plzz🙏
বাজারের সবগুলা ব্র্যান্ডই খুব ভালো।
এটা ইউজ করতে পারেন।
আমার মাথার কপালের দু পাশ থেকে চুল পড়ে গেছে এখন মাথার তালুতে ও চুল কমে গেছে।আমি কি ব্যবহার করতে পারব
Minoxidil টানা ১২ মাস ব্যবহার করবেন।
সাথে ডার্মারোলার ইউজ করলে এডেড বেনিফিট পাবেন।
@AnamthePharmacist001 সাথে কি কোন ঔষধ খাইতে হবে.?
আমার বংসে কেউ টাক নাই।কিন্তু আমার চুল পড়ে যাচ্ছে
minoxidil ব্যবহার করার পরে শুধু পানি দিয়ে মাথা ধুয়ে আবার মিনক্সিদিল ব্যবহার করা জাবে না কি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিতে হবে একটু জানাবেন
বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন প্রতিবার ব্যবহারের সময়
স্যার minoxidil এবং Darma rollar ব্যবহারেরে সাথে কি অন্য কোনো চুল পরার ট্যাবলেট খাওয়া যাবে। যেমন E cap floriz এগুলা খাওয়া যাবে একটু কষ্ট করে জানাবেন প্লিজ।
Floriz খেতে পারবেন অবশ্যই।
যদি বড়িতে ভিটামিন ই এর ঘাটতি থাকে তখন খেতে পারবেন অবশ্যই
Sir desh e hair transplent kora jai? Ar kmon khoroch hote pare?
দেশে এখন খুব ভালো ট্রান্সপ্লান্ট হয়।
আচ্ছা Minoxidil বাদে অন্য কিছু ব্যবহার করা যাবে? আর যদি যায় তাহলে কি কি যাবে ব্যবহার করা? কোন কিছু যদি ব্যবহার করি তাহলে কতক্ষন পর সেইটা ব্যবহার করতে হবে derma roller এর পর? আর কোন essential oil ভালো hair regrowth এর জন্যে?
এখন পর্যন্ত ত্বকের উপরে ব্যবহার করা যায় এমন একমাত্র প্রমাণিত এবং এপ্রোভ ওষুধ হচ্ছে মিনক্সিডিল।
ডার্মারোলার যেকোন সময়ই ব্যবহার করা যায়। কোন কিছু লাগানোর আগে বা পরে।
তেলের মধ্যে ক্যাস্টর ওয়েল কিছুটা কাজ করে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।
@@AnamthePharmacist001আচ্ছা Minoxidil লাগালে তো খুশকি হয়ে থাকে এবং অনেক side effects ও আছে এইটার কোনো বিকল্প নেই? আচ্ছা castor oil, coconut oil,olive oil এই তেল গুলো খুশকির জন্য শুনলাম অনেক বাজে Almond oil,jojoba oil,sesame oil, pumpkin seed oil এগুলো এর মধ্যে কোনটি ভালো হবে?আর আপনারা derma roller কথা থেকে কিনেছেন original তা পাওয়া একটু কঠিন হয়ে পড়ে।
Pumkin seed oil যদি অরিজিনাল পান তাহলে এর থেকে বেস্ট কিছু নেই।
Minoxidil অনেক সুসহনীয় ওষুধ। একটু খুশকি হতে পারে। তখন সপ্তাহে দুই দিন Ketoconazole shampoo use করবেন সেরে যাবে।
আমি kamal hair and skin center থেকে কিনেছি ভাইয়া।
আচ্ছা স্যার যদি Minoxidil এর আগে ডারমা রোলার ব্যবহার করি
তাহলে কোনো সমস্যা হবে
আর যদি ও করি কত মিনিট ব্যবহার করব ডারমা রোলার সপ্তাহে
@mdsakibsarowar.7865
আগে ব্যবহার করতে পারবেন।
পূরো মাথা কাভার দিতে যতক্ষণ লাগে।
ভিডিওতে সিস্টেম বলে দেয়া আছে কিভাবে কতবার করবেন। সেটা ফলো।করলেই হবে
0.75mm ব্যবহার করা জাবে চুলে স্যার জানাবেন
যাবে
minoxidill দেওয়া বন্ধু করলে কি minoxidill এ grow হাওয়া চুল সহ আমার সব চুল পড়ে যাবে please উত্তর দিবেন
টানা ১২ মাস ইউজ করলে লম্বা সময় ধরে থাকবে
@AnamthePharmacist001 জ্বি কিন্তু প্রশ্ন হলো আমার যে চুলে সমস্যা ছিলনা সেগুলোও কি পরে যাবে?
@Movie_Madness8 না, পড়বে না।
Derma roller ব্যবহার করার কতক্ষণ পর Minoxidil প্রয়োগ করতে হয়?!
ভিডিওতে বলা আছে বিস্তারিত।
তিনভাবে ব্যবহার করতে পারেন। দেখে নিন কষ্ট করে
onk chull poree
Ajkeee 1 bosor jabott
Ami ki derma rollar usee kortee parboo
Are ei derma rollar pabo kothayy
ইউজ করতে পারবেন। একজন চুলের ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে করবেন।
সবচেয়ে ভালো হয় কোন ক্লিনিক থেকে কেনা। লাজ ফার্মা তে খুঝে দেখতে পারেন।
ড্রাগারোনা কি? এই টা কোথাই পাওয়া যাই স্যার প্রাইজ কেমন
ডার্মারোলার বিভিন্ন স্কিন সেন্টারে পাবেন।
ফ্লিপকার্ট এ পাওয়া যাবে
পাবেন
স্যার আমার চুলের খুশকি দুর হচ্ছে না ড্যানসেল সেম্পু ইউস করার পর ওহ, আমার চুল পড়া ড্যানসেল ব্যাবহারের পর কমেছে তবে চুল পাতলা হয়ে গেছে কপালের সাইড থেকে পরে গেছে, মাথার চুল পাতলা এখন করনিয় কি...??আর আপনার চেম্বার কোথায়
আমাদের চেম্বার পান্থপথে।
Dr Kamal Hair & Skin Center
01711-440558
g.co/kgs/ceNXnLN
স্যার আপনার চেম্বার কোথায়@@AnamthePharmacist001
মাথা কি দিয়ে পরিষ্কার করতে হবে।
খুশকি থাকলে মেডিকেটেড শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন সপ্তাহে দুইবার।
আপনাদের লোকেশন কোথায়
BTI Centara Grand, 144 Green Rd, Dhaka 1215 (পান্থপথ সিগনালের খুব কাছে)
@@AnamthePharmacist001বিদেশ থেকে ডাক্তার দেখানো যাবে অনলাইনে ?
না।
বাংলাদেশ থেকে অনলাইনে ডাক্তার দেখানো যাবে??@@AnamthePharmacist001
স্যার দাড়ির জন কিভাবে ব্যাবহার করবো
দাড়িতে ব্যবহারের ব্যাপারে শক্ত কোন নির্দেশনা নেই
আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে। অনলাইনে কি কোনো পরামর্শ নেওয়ার যাবে?
facebook.com/anam808?mibextid=ZbWKwL
মেসেজ দিতে পারেন ভাইয়া
আমি চুলে derma roller ব্যবহারের পর পেয়াজের তেল use করছি। অন্য কিছু medicin বা serum use করছি না। মানে শুধুই পেয়াজের তেল। এতে কি কোনো সমস্যা হবে? বা কাজ হবে?
পেয়াজের তেল বা রস দিয়ে কাংখিত রেজাল্ট পাবেন না ভাইয়া।
চুলের জন্য মেইন ওষুধ হচ্ছে মিনক্সিডিল যা টানা ব্যবহার করতে হয়
কোনো ডক্টর এর পরামর্শ ছাড়া কি ডারম্যারোলার ও minoxidil ব্যবহার করা যাবে
Minoxidil ইউজ করতে পারবেন।
Sir amar boys 20 bosor amar 4 mass hole mather chul pore ordhek hoise ekhon ki korbo.
যদিন ৪ মাসে অনেক চুল পড়ে যায় তাহলে বিষয়টি সিয়িয়াস।
আমাকে কষ্ট করে জানান যে, আপনার রিসেন্ট বড় কোন অসুখ হয়েছিল কিনা, কি ধরনের ওষুধ সেবন করছেন এখন বা ওজন কমানোর জন্য ডায়েট করছেন কিনা
@@AnamthePharmacist001 জ্বী৷ আমি ডায়েট করতেছি৷ এজন্যই কি চুল বেশি যাচ্ছে?
ডায়েট যদি বিজ্ঞানসম্মত না হয় তাহলে আপনি পর্যাপ্ত পুষ্টি পাবেন না। চুল পুষ্টি বেশ কম পাবে। চুল ঝরতে শুরু করবেই
এই ডার্মা রুলার কত মাস ব্যবহার করতে হবে? তাছাড়া ডার্মা রুলের সাথে রুসমেরি ওয়েল ব্যবহার করলে কি ভালো ফল পাওয়া যাবে?
৩ থেকে ছয় মাস। কন্ডিশনের উপর ভিত্তি করে ১২ মাস পর্যন্ত ইউজ করা যেতে পারে
স্যার ডার্মারোলারের দাম কত আর কত মাস ব্যবহার করা যাবে? আর পিআরপি তে মোট কত খরচ হয় আর কতদিন পর পর নিতে হয়?
PRP মাসে দুইবার দেয়া যায় ১৫দিন পর পর। তবে বাংলাদেশে পপুলার হচ্ছে মাসে একবার দেয়া।
ডার্মারোলারের দাম ফিক্সড নেই। দারাজে দেখতে পারেন তবে এইগুলা কোয়ালিটি নিয়ে আমি সন্দিহান
চুল ছোট করছিলাম, এখন দুই ইঞ্চি হয়ছে, আমি কি এইটা ব্যাবহার করতে পারবো, চুল কপাল এর দিক দিয়ে খালি হয়ে গেছে
পারবেন। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ চুল বিশেষজ্ঞ (Trichologist) এর পরামর্শ নিয়ে ব্যবহার করা
@@AnamthePharmacist001 derma roller এর সাথে কি কোন Oil ব্যাবহার করতে হয়, আর চুলে খাসকি থাকলে কি ব্যাবহার করবো।Derma roller টা চট্টগ্রাম কোথায় পাওয়া যাবে ভাই?
@bossrony1614
Oil ব্যবহার করা না করার সাথে কোন সম্পর্ক নেই।
যেসকল ডাক্তার চুল পড়া রোগী বেশী দেখেন ঐ সকল চেম্বারের আশেপাশে ফার্মেসীতে পেতে পারেন
স্যার আমার বয়স ১৭ আমার প্রায় ১ বছর হয়ে গেছে চুল পরতাছে এখন অনেক পাতলা হয়ে গেছে আমার মাথায় খুব খুশকি খুব চুলকায় এই খুশকির জন্য চুল পরতাছে এখন আমি কি Minoxidil ইউজ করতে পারবো আমার হেয়ার রিগ্রত করতে কি করা দরকার প্লিজ বলেন
আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন।
যদি না যান তাহলে আপনি Ciclopirox 1% Shampoo ব্যবহার করুন। সাথে Minoxidil Topical Spray ব্যবহার করুন নিয়ম মেনে
ডারমা রুলার চালানোর পর কি মুখে ক্রিম ব্যবহার করতে পারব?
পারবেন।
ভাই, শুধু ডারমা রোলার use করলে কি সমস্যা হবে
না।
@@AnamthePharmacist001 ভাই ডারমা রোলার কতদিন ব্যাবহার করতে হয়, ব্যাবহার করা বাদ দিলে কি চুল উঠে। দয়া করে জানাবেন প্লিজ
@mdAkash-kg8yu
The recommended frequency is:
0.5mm needles: Once a week.
1.0mm needles: Once every 10-14 days.
1.5mm needles: Once every 3-4 weeks.
Continuous use of the derma roller for hair regrowth can last for several months, typically 6-12 months.
However, it's important to allow your scalp to recover between sessions and to follow up with a dermatologist to monitor progress and prevent any adverse effects.If you experience any significant irritation, redness, or discomfort, it’s advisable to reduce the frequency or stop using the derma roller and consult a healthcare professional.
ডার্মারোলার ব্যবহারের কতো সমায় পরে মিনক্সিসিডিল দিবো?
একটু পর থেকেই মানে ১০ মিনিট পর থেকে দিতে পারেন
চুল পড়ার জন্য কোন টা নিলে ভালো হবে জানাবেন
সবচেয়ে ভালো হয় একজন চুল বিশেষজ্ঞ (tricologist) কে দেখিয়ে আপনার মাথার বর্তমান অবস্থা দেখিয়ে ডার্মারোলার নির্বাচন করুন।
আর না হলে ভিডিওতে বলা সবচেয়ে বেশী ব্যবহৃত হয় সেটি কিনুন
যাদের ডায়বেটিস আছে তারা কি ডার্মারোলার ব্যবহার করতে পারবে?
কিছুটা রিস্কি। ব্যবহার করলে প্রোপার হাইজিন মেইনটেইন করতে হবে।
আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী minoximax solution নামে একটা প্রোডাক্ট ব্যবহার করছি।এটার সাথে কি আমি ডারমা রোলার ব্যবহার করতে পারবো?
আর minoximax solution কি আসলেই কার্যকরী?
অতিরিক্ত চুল পড়ার কারনে,আমি একেবারেই কেটে ফেলেছি,এই অবস্থায় কি ডারমা রোলার ব্যবহার করা যাবে?
কার্যকরী তবে নিয়ম মেনে টানা ব্যবহার করতে হবে।
ডার্মারোলার ব্যবহার করতে পারবেন। তবে মাথার ত্বকে কোন ইনফেকশন থাকলে ইউজ না করা ভালো।
স্যার আমার 5 বছর যাবত চুল পড়ছে আমার এখন কোন সাইজের ডারমা রোলার ব্যবহার করা উচিত।
লম্বা সময় ধরে চুল ঝরছে আপনার।
এই অবস্থায় শুধু ডার্মা রোলার দিয়ে কাজ হবে না।
একজন ট্রাইকোলজিস্ট (চুল বিশেষজ্ঞ) এর পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করলে ভালো হবে।
তিনিই আপনার কন্ডিশন চোখে দেখে বা যন্ত্র দিয়ে পরীক্ষা করে সাজেস্ট করবেন কোন সাইজের ডার্মারোলার লাগবে আপ্নার।
Informative enough. thanks for the video .
Most welcome
স্যার আমার বয়স ২১ বছর।আমার অনেক চুল পড়ে আর কপালের দুদিক থেকে চুল উঠে যাচ্ছে।হেয়ার লাইন পেছায় যাচ্ছে।তো আমি মিনক্সিডিল, ডার্মারোলার , ফিনাস্টারেইড একসাথে ব্যবহার করলে কি আমার চুল ঘন হবে??
হবে। নিয়ম মেনে করতে হবে।
একজন চর্মরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে এবং চুল পড়ার প্রকৃত কারণ জেনে ইউজ করেন।
যেমন আমি আমার চুল পড়ার কারন জেনেছি
@AnamthePharmacist001 জেনেটিক্যালি যদি টাক হওয়ার প্রবলেম থাকে এক্ষেত্রে কি পিআরপি, মিনক্সিডিল কাজ করে???
@RaselAhmed-cp2wl কাজ করবে। সেক্ষেত্রে Finasteride লাগবেই
@@AnamthePharmacist001 স্যার ফিনাস্টেরেইডের কি সাইডইফেক্ট আছে?
আছে। তবে ওষুধ খাওয়া শেষ করার পর আবার ঠিক হয়ে যায়। সবার ক্ষেত্রে হয়না সেই সাইডইফেক্টগুলো।
ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি আমার একটা প্রশ্ন হচ্ছে রোজমেরি ওয়েল ব্যবহার করে কী চুল গজানোর জন্য কোনো মেডিসিন খেতে পারমু নি
পারবেন।
@@AnamthePharmacist001 ভাইয়া মাল্ডিভিটামিন ট্যাবলেট টা কেমন হবে চুলের জন্য নতুন চুল গজাবে নি
@@MDTANIMAHMEDMAMUN multivitamin গুলোর কাজ ভিটামিনের ঘাটতি পূরন করা। ভিটামিনের ঘাটতির জন্য চুল পড়লে সেটা কমাবে। নতুন করে গজাতে সাহায্য করবে না ঐ অর্থে
আসসালামু আলাইকুম স্যার আমি একজন student ডারমা রোলার কেথায় পাওয়া যাবে জানাবেন ধন্যবাদ।
চুলের।চিকিৎসা হয় এমন যেকোন সেন্টারে।
বড় ফার্মেসীতে
স্যার আমার আজ 2 3 বছর ধরে টুক টাক হচ্ছে মাথার বিভিন্ন স্থানে, ভালো হয় আবার টুক টাক হয়।। এখন আমি কি কিরতে পারি? এক্তিয়ার কালাম স্যার থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম ইঞ্জেকশন নিয়েছি আর মিনোক্সিডিন ইউস করছি, বাট কাজ হয়নি কিছুদিন পর ভালো হয়ে আবার টাক হয়।,, প্লিজ প্লিজ একটু দয়া করে বলুন কি করলে এই সমস্যা থেকে পারমানেন্টলি মুক্তি পাবো?????????😢
এইটা আসলে দু:খজনক আপনার জন্য।
আপনার বড়ির ইমিউন সিস্টেমের উলটাপালটা আচরণের কারণে এইটা হয়।
১০০ ভাগ পার্মানেন্টলি ঠিক করার উপায় নেই। তবে কিছু মাসের পর ঠিক হয়ে যাবার কথা।
আমার ৪-৫ বছর ধরে অনেক চুল পরছে চুল অনেক গোছা গোছা ধরে ওঠে চুল কেটে ছোট করে ফেলার পরও ওঠা বন্ধ হয় নি, থাইরয়েড, ডায়বেটিস জাতীয় কোন সমস্যা ও নেই। এখন আমি কি মাথার চুল ফেলে দিয়ে ডার্মারোলিং করবো?? আর অনেকে বলছে চুল ফেলে দিলে নাকি চুল আরো পাতলা হয়ে যাবে কারন আমার যেহেতু প্রচুর চুল পরতাছে। কি করবো??
আপনি কি কোন চুল বিশেষজ্ঞকে দেখিয়েছিলেন?
মেয়েদের ক্ষেত্রে PCOS এর সমস্যা থাকলেও কিন্তু চুল পড়ে।
খুশকি আছে?
@@AnamthePharmacist001 ডক্টর সুধু ভিটামিন, আর একটা শ্যাম্পু, nutrigrow siram দিছে।না মাথায় খুশকি নেই।
@@AnamthePharmacist001না কিছুই নেই। ভিটামিন এর অভাবে পরছে ভিটামিন খাচ্ছি। কিন্তু যে চুল উঠছে তা পাতলা উঠতাছে। এবং এস্থায়ী হচ্ছে না।আমার সাধারন চুল মোটা ও ঘন। এখন যে চুল গুলো মোটা এগুলোর গোড়া মজবুত ও কম পড়ে। বেবি হেয়ার গুলো পড়ে যাচ্ছে।
প্রিয় সার এই জিনিস টা কোথায় পিব
সেসকল সেন্টারে চুলের আধুনিক চিকিৎসা করা হয় সেখানেই পাবেন।
Kamal Hair Center এ পাবেন।
ডার্মা রোলার খুঁজে পেয়েছেন ভাই?
এইটা যেকোন বড় ফার্মেসী বা আধুনিক ডার্মা সেন্টারেই পাবেন।
স্যার আপনাদের অফিসটা কোথায় আমি আসতে চাই দয়া করে রিপ্লাই দিবেন
BTI Centara Grand, 144 Green Rd, Dhaka 1215
Kamal Hair and Skin Center
মিনোক্সিডিল ব্যবহার করাটা কি বাধ্যতামূলক!
চুল পড়া চিকিৎসায় ত্বকের উপরে ব্যবহার করা হয় এমন একমাত্র USFDA দ্বারা অনুমোদিত ওষুধ হচ্ছে minoxidil.
সবচেয়ে কার্যকরী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওষুধ হচ্ছে এটি। তাই চুল পড়ার চিকিৎসায় এইটা মেইন অপশন তারপর পাশাপাশি অন্যগুলো
Darma roller oder dibo kivabe ❤
Derma Roller বড় ফার্মেসীতে পেতে পারেন। অনলাইন বিভিন্ন শপেও পাবেন। সবচেয়ে ভালো হয় একজন চুল বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে ইউজ করা।
আপনাদের কাছে কি ডার্মা রোলার পাওয়া যাবে।।
@moyenislam3615 Patient দের দেয়া হয় যদি চিকিৎসক তা মনে করেন
ডার্মা রোলার কোথায় পাওয়া যায়
যে কোন স্কিন সেন্টারে চিকিৎসা নিলে তারাই দিবে প্রয়োজন হলে।
Bro , ডার্মা রোলার থেকে কোনো উপকার পাওয়া গেছে কি?
বলবেন plz..
@mdraihanhossen4325 জ্বী। উপকারী
স্যার বাংলাদেশের অসুধ কোমপানির মিনোক্সসিডিল এর নাম গুলো জানতে পারবো কি।
Minoxil (Opsonin Pharma), Trugain (Ziska Pharma), Splendora (Square), Xenogrow (incepta)
Ekta darma roller kotodin use kora jabe?
দীর্ঘদিন। যতদিন এর স্পাইকগুলো ভালো থাকে।
@@AnamthePharmacist001 Dhonnobad❤️
@@AnamthePharmacist001 আর একটি বিষয় আমার চুল অনেকটা বড় শুধু মাত্র মাথার মাঝখানে কিছুটা ফাকা। এক্ষেত্রে ডারামা রোলার শুধু মাত্র ফাকা স্থানে প্রোয়োগ করতে হবে? এবং ০.৫ mm কতদিন পর পর ব্যবহার করা স্বাস্থ্যসম্মত? দয়া করে একটু জানাবেন। ধন্যবাদ❤️
@@trufup6881 ফাকা যায়গায় অবশ্যই করতেই হবে। ফাকা যায়গার কিছুটা পাশের যায়গাতেও করবেন। সাইজ এইটা চয়েজ। যেইটা আপনার ভালো লাগে করতে পারেন।
@@AnamthePharmacist001 dhonnobad❤️
আমার মাথায় অনেক খুসকি হয়।
সেক্ষেত্রে ডার্মা রোলার ব্যবহার করতে পারবো?
পারবেন।
খুশকির চিকিৎসা করাটা জরুরি
মিনোক্সিডিল এর বিকল্প হিসেবে কি পিআরপি দিয়ে চুল গজানো বা ঠেকানো যায়
PRP অনেক প্রমিজিং একটা চিকিৎসা।
PRP বিকল্প হতে পারে অবশ্যই তবে PRP এর সাথে Minoxidil দিলে রেজাল্ট অনেক ভালো আসে এবং দ্রুত
ডারমা রোলার কোথায় পাওয়া যাবে
এইটা মূলত একজন ট্রাইকোলজিস্ট (চুল বিশেষজ্ঞ সাজেস্ট করে থাকেন। অনেক ক্ষেত্রে একজন চর্মরোগ বিশেষজ্ঞও সাজেস্ট করেন।
তাদের ক্লিনিক থেকেই সরবরাহ করে থাকেন বা ফার্মেসীতে পাওয়া যায়।
বড় কোন ফার্মেসীতে এইটা পাওয়া যায়।
@@AnamthePharmacist001 ধন্যবাদ
মেয়েরা কি ব্যবহার করতে পারবে?
পারবে
আমার বয়স 26 আমার বংশগত চুল পড়ার কোন সমস্যা নেই আমার চুলও অনেক ভালো, গত 5 7 দিন ধরে অনেক চুল পড়তেছে দিনে 2 - 300 হবে, প্রতিবার শীত আসলেই পরে তবে এবার একটু বেশি। গত দুই মাস আগে আমার ডেঙ্গু হয়েছিল, গত 3-4 মাস একটু স্ট্রেস ছিল মেন্টালি, আমার মাড়ির দাঁত তোলার কারণে ওষুধ খেয়েছিলাম দুই মাস আগে, ডায়েটের একটু পরিবর্তন হয়েছে। বাসায় থাকলে যেমন খাওয়া-দাওয়া হয় তেমনটা না বাইরে থাকলে যেমন হয় আরকি। সব কিছু মিলিয়ে আমার কি ডার্মারোলার ব্যবহার করা উচিত?
Derma roller ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই।
তবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে মানে হচ্ছে, পুষ্টিকর খাবারটস মেইন্টেইন করতে হবে ভাইয়া। তবে ডেংগুর পর একটু চুল পড়া বাড়তে পারে।
শীতকালে একটু চুল পড়া বাড়ে। খুশকি আছে মাথায়?
Minoxidil ব্যবহার করছি ৫ মাস কিন্তু কোন রিজার্ল্ট আমি পাইনি
তাই ব্যবহার করা ছেড়ে দিছি
কষ্ট করে ১২ মাস চালিয়ে জান
মিনোক্সিডিল ব্যবহার করলে যদি ছাড়া হয় তাহলে নাকি পরে আবার সব চুল ঝরে যায় আসলে এটা কতটা সত্য
আপ্নি যদি টানা ১বছর ইউজ করে অফ করে দেন তাহলে কয়েক বছর চুল থাকবে। আসলে টানা ব্যবহার করতে হবে
Jii chul pore jabr
@@AnamthePharmacist001 কিন্তু যদি ভিটামিন এর অভাবে চুল পরে। ভিটামিন খাওয়ার সাথে ব্যাবহার করা হয়। কোন প্রকার এলোপেশিয়া নেই তাহলে??
ভিটামিনের অভাবে চুল পড়ে যেমন ভিটামিন ডি, বি, ইত্যাদি।তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলোর ঘাটতি ফিলাপ করলেই ঠিক হয়ে যাবে। যদি এন্ড্রোজেনিক এলোপেসিয়া হয় তাহলে ভিটামিন দিয়ে থামানো যাবেনা।
একজন ট্রাইকোলজিস্ট এর পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে
স্যার ডারমা রোলার মুলত কোন দোকানে পাওয়া যায় ফার্মেসিতে ?
আমি অনলাইনে প্রোডাক্ট বিশ্বাস রাখি না তারা প্রতারনা করে😢
সবচেয়ে ভালো হয় কোন ক্লিনিক থেকে কেনা। লাজ ফার্মা তে খুঝে দেখতে পারেন।
আমার ডারমা রোলার ব্যবহার করলে রক্ত বাহির হয় না, ছিদ্র ও হয় না
ভালো মানের কিনেছিলেন তো?
@@AnamthePharmacist001 ভালো টা কিনেছি তবে, ভালো খারাপ বুঝতে পারছি না, আপনার WhatsApp নাম্বার টা দিলে ভালো হতো
@@AnamthePharmacist001 আপনার নাম্বার টা দিলে উপকার হবে
@@AnamthePharmacist001 আপনার ভিডিও শুরু হওয়ার ১ সেকেন্ড এর ফটো যেটা ছিলো ওই রকম গুলা কিনেছি
@jakirhossen.568 একটু প্রেসার দিয়ে ইউজ করে দেখতে পারেন।
আসসালামু আলাইকুম ভাই দাঁড়িতে ব্যাবহার নিয়ম টা বলবেন পিলিজ
একই নিয়ম। তবে একজন চর্মরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে ইউজ করলে ভালো
ভাই হস্তমৈথুনের কারনে কি চুল পরে যায় নাকি আমি একটা সময় অনেক হস্তমৈথুন করতাম এখনো মাঝে মধ্যে করে ফেলি আমার চুল আমার মনে হয় এই কারনেই হইছে ভাই কিছু বলেন এই ব্যাপারে
হস্তমৈথুনের সাথে চুল পড়ার কোন যোগসূত্র নেই বলে জানা যায়।
চুল পড়ে সাধারণত বংশগত কারনে, স্ট্রেস, মাথার ত্বকের ইনফেকশনের কারনে, ইত্যাদি
এটা ভুল কথা
আচ্ছা
অবশ্যই পড়বে আপনার হরমোন যখন ঘাটতি হবে চুল তো পড়বেই,,, কেনো ১ বার হস্তমৈথুনে যে পরিমান হরমোন নষ্ট হই যা ৭ বার সহবাস করার সমান,,,,
এটা আপনার ভুল ধারণা, হস্তমৈথুনের সাথে অবশ্যই চুল পড়ার সম্পর্ক রয়েছে। সেটা আমি বুঝেছি এবং আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি এখন কিছু মেডিসিন ব্যবহার করি এবং খাই। এই বদ অভ্যাস ত্যাগ করলে ইনশাআল্লাহ। চুল পড়া আস্তে আস্তে কমে যাবে। @@AnamthePharmacist001
দাঁড়ির জন্য কোন মাপের ডার্মারোলার ইউজ করবো?🙏
Recommended না তাই বলতে পারছি না স্যার।
আপনার সাথে আলাদা ভাবে কথা বলতে চাই
Sure
কোন ক্ষেত্রে .5 mm ইউজ করতে হবে, আর কোন ক্ষেত্রে 1mm ব্যবহার করতে হবে এই পয়েন্টটা ঠিক বুঝতে পারিনি।
যার যেইটা পছন্দ সে সেটাই ইউজ করবে ভাইয়া। তবে টাক দীর্ঘদিনের হলে এবং ত্বকের ডিপে প্রবেশ করানোর ব্যাপার থাকে তাহলে 1mm.
মিনক্সোডিল ব্যবহার না করে শুধু ডার্মা রোলার ব্যবহার করলে কি উপকার পাওয়া যাবে??
যাবে।
সত্যি কি চুল ওঠবে🤔
একজন চর্মরোগ বিশেষ করে চুল বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে চিকিসা করুন আপনার চুল গজাবেই
স্যার আমার বয়ষ ২০। ৩ বছর আগে থেকে চুল পড়ে। সব সময়ই চুল পরে অল্প অল্প অতটা বেশি না । আবার কীছু সময় অতিরিক্ত বেশি চুল পড়ে। আমি অনলাইন থেকে কিছু তেল ইউজ করছি। আবার গ্রামের ডাক্তার থেকে কিছু ওষুধ খেয়েছি কিন্তু কোন কিছুতে কোন কাজ হচ্ছে না। এখন মাথা অনেকটা ফাঁকা হয়ে গেছে। কি করবো কিছু বুঝতে পারতেছি না। স্যার আপনার সাথে কি একটু দেখা করা যাবে। দয়া করে মেসেজটার রিপ্লাই দিবেন 🙏
আসসালামুআলাইকুম।
আপনি আপনার মাথার একটা ছবি দিতে পারেন। দেখে তারপর মন্তব্য করা উচিত হবে।
@@AnamthePharmacist001 eikhane to dowya jay na. Apnr mail ta jodi diten
facebook.com/anam808?mibextid=ZbWKwL
মেসেঞ্জারে দিতে পারেন ভাইয়া
শুধু জদি ডারমা রোলার ইউজ করি তাহলে কি কাজ করবে
করবে
@@AnamthePharmacist001 ধন্যবাদ
স্যার, আমার বয়স ১৮,
কিন্তু, প্রায় ১ বছর ধরে, আমার মাথার চুুল হালকা হালকা পরে যাচ্ছে, এই-ভাবে পরে গিয়ে, মাথার টাক বুঝা যায়!🙂
স্যার,এখন আমার প্রশ্ন!
১.ডার্মা রুলার + মিনক্সিডিল +
Ketokonajel স্যাম্পু ব্যাবহার করলে, আমার এই সমস্যা'র সমাধান হবে কি??🙂
আর,মিনক্সিডিল কত মাস/বছর পর্যন্ত ব্যাবহার চালিয়ে যাবো?
Kindly, একটু উওর দিয়েন স্যার!🙂
আসসালামুআলাইকুম।
minoxidil টানা ১ বছর নিয়ম করে ব্যবহার করে যান সাথে ডার্মারোলার। খুশকি থাকলে সপ্তাহে তিন দিন পর পর কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করবেন।
ইনশাআল্লাহ কাজ হবে।
@@AnamthePharmacist001 আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্যার 🤍
আপনি এই বৃদ্ধ মানুষটির মাথার উপরে ডারমা রোলার চালাচ্ছেন কেন? উনি কি আবার চুল গজানোর জন্য আপনার কাছে ট্রিটমেন্ট নিতে আসছে?
না স্যার। সহজে বুঝনোর জন্য
প্রশ্ন 1:
স্যার darma রোলার করার 5 মিনিট পড়ে কি minoxidil ব্যাবহার করা যাবে ?।প্রশ্ন 2:
এক জায়গায় শুনলাম যে minixidil দেওয়ার 24 ঘণ্টা পরে নাকি darma রোলার ues করতে হয়?
স্যার দোয়া করে কিছু মনে করবেন না । Same প্রশ্ন আবার করলাম 💔
ধন্যবাদ
সবগুলাই রাইট ভাইয়া।
তিনটা ভাবে ডার্মারোলার ব্যবহার করতে পারেন যা ভিডিওতে বলা আছে।❤️
@@AnamthePharmacist001 sir minoxidil দেওয়ার পরে কি জিম করা যাবে 2থেকে 3 ঘণ্টা ?
সকালে 6 টা সময় minoxidil দিয়ে কি সকাল আটটায় গোসল করা যাবে ?
সব চেয়ে ভালো darma রোলারের micronidil কত টি হলে ভালো 192 টি নাকি স্যার
ধন্যবাদ💚
মিনক্সিডিল ব্যবহার করার ৪ঘন্টা পর যা ইচ্ছা তাই করতে পারবেন