দাদা বর্ষায় আমার গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল জমেছিল গাছের বয়স ৩০ দিন হয়ে গেছে গাছ কোনরকমই বাড়ছে না এবং ডগ সলতে হয়ে গেছে ফুল ও চলে এসেছে মনে হচ্ছে বানে উঠবে না হয়তো ।গাছের গ্রোথ বাড়াতে হলে কি করব পরামর্শ দেন।
@mannakumarroy3146 কোম্পানি অনেক কিছুই বলে দাদা, কিন্তু মাঠে নেমে দেখলে তেমন টা তো হয় না। আপনি এক বার ই দিয়েন। একবার দিয়েই যদি গোটা সিজেন ভালো ফল পান তা হলে বার বার দেবেন কেন! আপনি যে পদ্ধতি অবলম্বন করে সফলতা পাবেন সেটাই হবে আপনার কাছে আসল পদ্ধতি। আপনার মতামত এর জন্য অনেক ধন্যবাদ।। 🙏🙏🙏🙏
বুম ফ্লাওয়ার আর বুস্টার ৩ কিম্বা বুস্টার ২ স্প্রে করুন আলাদা আলাদা ভাবে। বুম ফ্লাওয়ার দেবার ৩ দিন পর বুস্টার দিয়েন। আর ৪ দিন অন্তর 00:00:50 স্প্রে করবেন । ১০ দিন অন্তর ইশাবিওন ভিটামিন স্প্রে করবেন।
৫ কুন্টাল কেন বড়ো মাপের চাষীরা আমাদের এখানে আরও বেশি পরিমানে শসা বড়ো হবার আগেই ভেঙে ফেলে। গোড়ার ওই একটা ফল ডগের দিকের ৪ টে ফলের খাবার খেয়ে নেয়। তা ছাড়াও গোড়ায় ফল থাকলে গাছ মাচা তেও দেরিতে ওঠে। এখন কি দাম আছে সেটা বড়ো ব্যাপার নয়, বড়ো ব্যাপার হলো গাছ যতো তাড়াতাড়ি মাচায় উঠবে ততো তাড়াতাড়ি গাছ পূর্ণ ফলন দিতে সক্ষম হবে। আর পূর্ণ ফলন শুরু হলে তখন ৫ কুইন্টাল তো রোজ হবে। আপনি অবশ্যই নিচের ফল টাও বাজারে নিয়ে যেতে পারেন, তবে খেয়াল রাখবেন ওই গোড়ার ফল যেন বেশি বড়ো না করেন। যতো বড়ো করবেন গোড়ার ফল ততই আপনার গাছের ওপরের দিকে ফলের সাইজের ওপর প্রভাব পড়বে। 🙏🙏
Darun video dada
ধন্যবাদ 🙏🙏
আপনার কাছে অন্নপূর্ণা বর্ষা মঙ্গল শশা বীজ , গতকাল ৫ইজুলাই রোপন করলাম।পর বরতী পদক্ষেপের ভিডিও দিবেন
আমিও চার দিন আগে বীজ বসিয়েছি। ভিডিও পেয়ে যাবেন
দাদা বর্ষায় আমার গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল জমেছিল গাছের বয়স ৩০ দিন হয়ে গেছে গাছ কোনরকমই বাড়ছে না এবং ডগ সলতে হয়ে গেছে ফুল ও চলে এসেছে মনে হচ্ছে বানে উঠবে না হয়তো ।গাছের গ্রোথ বাড়াতে হলে কি করব পরামর্শ দেন।
আমিস্টার টপ দিন সঙ্গে এন্টিবায়োটিক। তার তিন চার দিন পর ইশাবিওন আর এগ্রোমিন গোল্ড দিন। শোষক পোকা আছে কিনা জানিয়েন
চোষক পোকা সেরকম কিছুই দেখতে পাচ্ছি না দুদিন আগে ফ্লিক্স সুপার স্প্রে করেছি।
বেশ তা হলে ৫ দিন পর আমিস্টার টপ আর এন্টিবায়োটিক দিয়েন। আর তার কয়েক দিন পর ইশাবিওন আর এগ্রোমিন গোল্ড দিন
Dada amar sosa gacher boyos 45 din hoye gache ful jali o chole asache kintu gach holud hoye kukre jacche ki korbo bujhte parchi na. please help me 🙏🙏
ওটা মজাইক ভাইরাস এর লক্ষণ, আপনি একবার BASF এর EFFICON ব্যবহার করে দেখতে পারেন
দাদা শীতকালীন শসা মাচায় কিংবা মাটিতে কোনটাতে ভালো হয় , আর জমি প্রস্তুতির সময় কি কি সার ব্যাবহার করব , যদি একটু বলতে
মাটিতেই সুবিধাজনক শীতকালের দিনে। দাদা জমি প্রস্তুতি নিয়ে বেশ কয়েকটা ভিডিও তে বিস্তারিত আলোচনা করেছি, ভিডিও দেখে নিন ভালো করে বুঝতে পারবেন
@@krishokkotha77 দাদা যদি লিংক তা দিতেন ভালো হতো
@djrdremixofficial5907 কিসের লিংক বলুন
@@krishokkotha77 Tomar Video Link , জমি প্রস্তুতি
@djrdremixofficial5907 লিংক এখানে শেয়ার করা যায় না। ভিডিও গুলো দেখুন খুঁজে পাবেন ।
Booster kotobar use korte hoy
যতো দিন আপনার গাছে ফল হচ্ছে ততো দিন প্রতি সপ্তাহে দিতে হয়
Bottle a 1 bar. Ar tumi bolcho 7din por por kunti manbo bolen to
@mannakumarroy3146 কোম্পানি অনেক কিছুই বলে দাদা, কিন্তু মাঠে নেমে দেখলে তেমন টা তো হয় না। আপনি এক বার ই দিয়েন। একবার দিয়েই যদি গোটা সিজেন ভালো ফল পান তা হলে বার বার দেবেন কেন! আপনি যে পদ্ধতি অবলম্বন করে সফলতা পাবেন সেটাই হবে আপনার কাছে আসল পদ্ধতি। আপনার মতামত এর জন্য অনেক ধন্যবাদ।। 🙏🙏🙏🙏
Bangladesh fertilizer name please
নাইট্রোবেঞ্জিন ৩৫%
শসার কি ৩ জি কাটিং করতে হয়
করতে পারেন। তবে না করাটাই ভালো
Dada ata kon bij?
বর্ষামঙ্গল
দাদা শশা গাছে পটাশ 0.0.50 কখন ব্যাবহার করতে হবে
৩০ দিন পর থেকে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন
@@krishokkotha77 দাদা কতো টা করে দিতে হবে
বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাত্রা থাকে। ইফকো নিলে লিটারে ৫ গ্রাম আর আরিস কোম্পানির নিলে ১৫ লিটারে ১০ গ্রাম। দোকানে সুধিয়ে নিয়েন কতো করে দেবেন
জিব্বারেলিক এ্যাসিড নিয়ে একটা প্রতিবেদন দেবেন স্যার এবং শসা গাছে এটা কখন প্রয়োগ করবো।
গাছের যেকোনো বয়সে স্প্রে করতে পারেন।
@@krishokkotha77 ধন্যবাদ স্যার।
@soumenmannaoptometrist 🙏🙏
দাদা জমি চাষ শুরু হইতে ফলন পরযন্ত a to z বলবেন একটা বিডিওতে আমরা লিখে রাখবো
ওখানেই চাষীর ভুল হয়, গোটা টা এক বারে শিখলেই যতো ভুল হবে।
Dada phone ta karun please
হ্যা দাদা
দাদা উচেছর গাছে বুস্টার 3 দেওয়া যাবে
হ্যা দেওয়া যাবে, ৭ দিন অন্তর পরিষ্কার জলে মিশিয়ে স্প্রে করবেন। সঙ্গে কিছুই মেশাবেন না
ডগ কেটে গাছের গোড়াতেই রেখে দিয়েছি অসুবিধা হবে কি?
না দাদা কোনো অসুবিধা নেই। গাছের গোড়ার চারদিকে রেখে দিন। মালচিং এর কাজ করবে। তবে রোগ লাগা পাতা গুলো কে বাইরে ফেলবেন
দাদা গাছের বয়স 38 দিন পুরুষ ফূল সংখ্যা বিসি এবং স্ত্রী ফুলের সংখ্যা কম কি করবো দাদা please একটু বুলুন
বুম ফ্লাওয়ার আর বুস্টার ৩ কিম্বা বুস্টার ২ স্প্রে করুন আলাদা আলাদা ভাবে। বুম ফ্লাওয়ার দেবার ৩ দিন পর বুস্টার দিয়েন। আর ৪ দিন অন্তর 00:00:50 স্প্রে করবেন । ১০ দিন অন্তর ইশাবিওন ভিটামিন স্প্রে করবেন।
35 দিনের বারো পাতা শসা গজি কেটে দিতে হবে
হ্যা
আমার ৮কাঠা জমিতে গাছ মাচা ছুই ছুই কি করব বুঝে উঠতে পারছি একেই তো স্ত্রী ফুলের সংখা ১০% তার পর বলছেন নিচের স্ত্রী ফুল গুলো ভেঙে ফেলতে মায়া লাগছে তো। সাঁইথিয়া বীরভূম।🙏🙏
গাছ মাচায় ভালো করে ওঠার আগে ফল যেগুলো হবে একটু মাঝারি বেলায় তুলে বেছে দিয়েন, নইলে গাছ টার ফলনের ওপর প্রভাব পরে
এখন শসার দাম অনেক বেশি এই সমস্ত কাজ না করায় উচিত কারণ প্রতিটা গাছ থেকে একটা করে ফল কাটলে অন্তত 5 কুন্টাল ফল নষ্ট হবে😢😢।
৫ কুন্টাল কেন বড়ো মাপের চাষীরা আমাদের এখানে আরও বেশি পরিমানে শসা বড়ো হবার আগেই ভেঙে ফেলে। গোড়ার ওই একটা ফল ডগের দিকের ৪ টে ফলের খাবার খেয়ে নেয়। তা ছাড়াও গোড়ায় ফল থাকলে গাছ মাচা তেও দেরিতে ওঠে। এখন কি দাম আছে সেটা বড়ো ব্যাপার নয়, বড়ো ব্যাপার হলো গাছ যতো তাড়াতাড়ি মাচায় উঠবে ততো তাড়াতাড়ি গাছ পূর্ণ ফলন দিতে সক্ষম হবে। আর পূর্ণ ফলন শুরু হলে তখন ৫ কুইন্টাল তো রোজ হবে। আপনি অবশ্যই নিচের ফল টাও বাজারে নিয়ে যেতে পারেন, তবে খেয়াল রাখবেন ওই গোড়ার ফল যেন বেশি বড়ো না করেন। যতো বড়ো করবেন গোড়ার ফল ততই আপনার গাছের ওপরের দিকে ফলের সাইজের ওপর প্রভাব পড়বে। 🙏🙏