Day tour Iskcon Temple Newtown l দুপুর ও সন্ধ্যার ভোগ কি ভাবে পাবেন। সব জানতে পারবেন এই ভিডিওতে l
Вставка
- Опубліковано 10 лют 2025
- এই ভিডিওতে আমার চ্যানেল Journey With Choton এর মাধ্যমে আমি আপনাদের ডিজিটালি কলকাতার নিউটাউন এর ইসকন মন্দির এ নিয়ে যাবো। এই মন্দির এ এসে আপনাদের মন শান্তিতে ভোরে যাবে। আমি আপনাদের সকাল থেকে রাত্রি অব্দি কি ভাবে কাটাবেন ও কিভাবে দুপুরের ও সন্ধ্যার ভোগ পাবেন সব বিস্তারিত ভাবে সমস্ত খুঁটিনাটি বিবরণ তুলে ধরলাম। আশাকরি ভালো লাগবে।
#Journey With Choton চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই ধরনের বেড়াতে যাওয়ার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন,যাতে করে আমার পরবর্তী ভিডিও-র নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় । ধন্যবাদ।
কলিং টাইম প্রসাদের জন্য সকাল 6.30am থেকে 8pm মোবাইল নাম্বার 7318674404
------------------------------------------------------------------------------------------------------------------
My social link
facebook: Journey With Choton
Instagram : aloke_kd
----------------------------------------------------------------------------------------------------------------
Credit :-
Music from - relaxing music copyright free
-----------------------------------------------------------------------------------------------------------
Credit-
Music: No Right Copyright
--------------------------------------------------------------------------------------------------------------
If you like my video please like, share and subscribe to my channel.
My Previous few popular Video Link:
1) WeekendTour at Digha l Digha Tourist Vlog l দীঘা ভ্রমণ 2022 l Digha Sea Beach l
• Weekend Tour at Digha ...
2) Day Digha Budget Tour ll Digha tour plan ll দীঘা ভ্রমণ 2022 ll
• 1 Day Digha Budget Tou...
3) Patratu Velley tour l Patratu Valley Lake Resort l পত্রতু ভ্যালি দ্বিতীয় মানালি l Ranchi Tour l
• Patratu Velley tour l ...
4) Beuty of Ranchi Dassam Falls, Jagannath Mandir l EP 4
• Ranchi Deori Temple l ...
5) Hundru waterfalls in Ranchi ll ll Getalsud Dam ll রাঁচির সব থেকে উঁচু ঝর্ণা ll
• Hundru waterfalls in R...
6) Ranchi Tourist Spots l Jonha Falls l Sita Falls l Kolkata to Ranchi l
• RANCHI TOURIST SPOT II...
7) KOLKATA BIGEST HANUMAN MURTI II RAM MANDIR NEWTOWN
• KOLKATA BIGEST HANUMAN...
8) KHARAGPUR JAGANNATH MANDIR Il মহাপ্রসাদ কি ভাবে পাবেন ll
• Kharagpur Jagannath Ma...
9) Full Day At Tirumala For Balaji Darshan - • Tirupati Balaji Darsha...
Aloke da, Salute to you for taking so much pain for information, bhog prasad n exact location, showing gods. God bless you. 🎉🎉
সুব্রত দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
প্রণাম ভগবান কে
🙏🙏🙏
CHOTON DADA
KHUB SUNDAR LAGLO 😊
অনেক পুরনো ভিডিও তখন সব শিখছি। অসংখ্য ধন্যবাদ। উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত 🙏
❤❤❤❤❤
তৃপ্তি দিদিভাই 🙏🙏🙏
Khub bhalo 🎉🎉
সিধনাথ দাদাভাই ধন্যবাদ
Very good.
অনেক অনেক ধন্যবাদ আমার প্রথম দিকের ভিডিওটি দেখার জন্যে 🙏💐🙏
খুব ভালো লাগলো। যাবো।
অসংখ্য ধন্যবাদ 🙏💐🙏
Khub valo laglo,jabo
🙏
Khub vlo laglo
🙏 ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য।
হরে কৃষ্ণ!
🙏🙏🙏 হরে কৃষ্ণ
Bah khub sundor 👌👌
🙏ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি আমি চ্যানেল শুরুর সময় তুলেছিলাম অনেক ত্রুটি আছে । পরের ভিডিওগুলো আরো improve হয়েছে। আপনারা এই ভাবে আমার পাশে থাকলে আগামী দিনে আরো ভালো কিছু দেখাতে পারবো। আজ পুরী থেকে ফিরেছি। আমার চ্যানেল কে subscribe করে বেল আইকন কা টিপে দেবেন তাহলে আগামী পুরীর ভিডিওগুলো আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
🙏 Mam আপনার বোলপুর ভারত সেবাশ্রম এর ভিডিওটা দেখলাম। খুব ভালো হয়েছে। চ্যানেল কে subscribe করে দিয়েছি।
@@journeywithchoton করে দিলাম দাদা সঙ্গে থাকবেন 😊
Nice
🙏 ধন্যবাদ
Iskcon newtowne ache jantami na. Apnar sathe mondir darson kore khub anondo pelam..ami notun dekhchi tai deri hochhe dekhte ...anek dhonnobad apnake bhalo thakben
🙏🙏🙏
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏🙏🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 🙏🙏🙏
Kaku apnar video gulo khubi sundor..hare Krishna 🙏🙏
বৃতি দিদিভাই ধন্যবাদ। ভালো থেকো
আপনার ভিডিও দেখে আমরা ঘুরে এসেছি।
কঙ্কণা দিদিভাই আমার এই Newtown এর ভিডিওটা একদম প্রথম দিকের ভিডিও তাই অতটা ভালো করতে পারি নি। অনেক ধন্যবাদ
Khub e informative..Mon bhore galo.Hare Krishna.
পাপিয়া দিদিভাই অনেক ধন্যবাদ 🙏
Darun laglo ami gabo ar bhogh prise kathoganaben thank you
আমি যতদূর মনে পড়ছে ভোগ প্রসাদের মূল্য ৬০ টাকা 🙏🙏🙏
Bah khub sundor 👌👌bes valo laglo
🙏
Enjoying your vedio. Pls keep it up.
Thanks partha da। এই ভিডিওটা অনেক আগেকার। তখন সবে ক্যামেরা ধরা শিখছি।🙏
জয় মা কালী। কালী নাম শ্রেষ্ঠ নাম!
জয় মা কালী 🙏
Hare krishno
🙏🙏🙏 হরে কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল কে subscribe করবেন। আপনাদের সাপোর্ট এ আশাকরি আগামী দিনে ভালো প্রতিবেদন দেখাতে পারবো।
Hare Krishna
🙏🙏🙏 হরে কৃষ্ণ। নতুন চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে subscribe করবেন। আগামীদিনে আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। আজকে deoghar এর বৈদ্যনাথ ধাম এর ভিডিও ছেড়েছি
যদি সময় পান দেখবেন।
Ekdom thik kotha. Amra prosad pai.
🙏🙏🙏 হরে কৃষ্ণ। ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।
Hare Krishna Hare Krishna 🙏🙏🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 🙏🙏🙏
ধন্যবাদ আমার প্রতিবেদনটি দেখার জন্য।
মনভরে গেল
হরে কৃষ্ণ 🙏। ভালো লাগলো ভিডিওটা দেখার জন্য। অন্য ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।
Pronam
হরে কৃষ্ণ 🙏🙏🙏 যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল কে subscribe করবেন। আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো ভিডিও করতে পারবো।
Please bolun na j Posad ar jono ki poysar dorkar hoi
আমি আপনাকে already উত্তর দিয়ে দিয়েছি। 🙏
Very nice video
🙏🙏🙏 ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। নতুন চ্যানেল তাই আমার অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেল কে subscribe করবেন।
Hare Krishna🙏🙏
ধন্যবাদ 🙏🙏🙏 যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে দয়া করে আমার চ্যানেল টিকে subscribe করবেন। আশাকরি আগামী দিনে আরো ভালো ভিডিও পরিবেশন করতে পারবো। আজকে কলকাতার জগন্নাথ মন্দির এর ভিডিও ছেড়েছি। সময় পেলে দেখে নেবেন।
Nice sharing 🙏🙏💕💕♥️♥️👍👍👍
🙏🙏🙏 Thanks for watching my video.
Prosad ar jono ki poysar dorkar hoi?
ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। প্রসাদের জন্য 60 টাকা দিতে হবে। আপনি যাওয়ার আগে ফোন করে প্রসাদের জন্য বুক করে নেবেন। ফোন নম্বর description box এ দেওয়া আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। 🙏
Prasad coupon er mulyo koto
🙏🙏🙏 ধন্যবাদ। প্রসাদের মূল্য ৬০ টাকা।
Ami Uttadanga theke jete chai, ki bhabe jabo. Pherar somay Bus pabo toh....
আমি যতদুর জানি ultadanga hudco more থেকে সপূর্জি যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন। সপূর্জী লাস্ট স্টপেজ এ নেমে একটু হাঁটতে হবে বা toto করে ইসকন মন্দির চলে যাবেন। 🙏
Khub valo laglo.
🙏🙏🙏 ধন্যবাদ। কর্মজীবন থেকে অবসর করে আবার নতুন জীবন শুরু করেছি। অনেক ত্রুটি আছে ভিডিওতে। আশাকরি আরো ভালো জায়গায় ভিডিও আপনাদের দেখাতে পারবো আগামী দিনে যদি আপনাদের সাপোর্ট থাকে। আগামীকাল deoghar এর বাবার মন্দির দর্শনের ভিডিও ছাড়বো সময় পেলে দেখবেন ভালো লাগবে। যদি মনে হয় আমার চ্যানেল কে subscribe করবেন।
Hare krishna hari bol 🙏
🙏
Harekrishna,maharaj
🙏🙏🙏
হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।
🙏🙏🙏 হরে কৃষ্ণ। আমার ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।
Khub sundar
Detailed video ...khub valo laaglo...🙏
🙏🙏🙏 ধন্যবাদ। আমার নতুন চ্যানেল তাই অনেক ত্রুটি আছে ভিডিওতে। আশাকরি আগামী দিনে ভালো করার চেষ্টা করবো। আজ আমি deoghar বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করে এলাম। সকাল থেকে সন্ধ্যাপর্যন্ত বাবার ধাম এর সব ভিডিও করেছি। সন্ধ্যা আরতি দেখার মতো মন ভোরে যাবে। আগামী চার পাঁচদিনের মধ্য এডিট করে চারটে এপিসোড এ ছাড়বো। আশাকরি ভালো লাগবে। আমার চ্যানেল কে subscribe করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করবো।
@@journeywithchoton nishchoi...aamar anek anek subhhecha roilo, aapnar channel r jonno
দারুন উপস্থাপনা। বাহুল্য বর্জিত সুন্দর বর্ণনা। খুবই ভালো লাগল দাদা। আমি ভীষণ ভাবে আপনার বিভিন্ন ভিডিওগুলির অপেক্ষায় থাকি। ঈশ্বরের কাছে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।
অভিজিৎ বাবু এটা আমার অনেক দিনের আগের ভিডিও তখন সবে ভিডিও করা শুরু করেছি 🙏
Amar gopal a6e....gopal k ki niye jete parbo?
এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না ক্ষমা করবেন।🙏
Prasad koto plate
🙏 60 টাকা
Hare krishna khub sundar laglo Jai Shree Krishna Radhe Radhe 🙏🙏🙏
হরে কৃষ্ণ 🙏🙏🙏 ধন্যবাদ আমার এই নতুন চ্যানেল এর ভিডিওটা দেখার জন্য। এই মাত্র আমি মিন্টু পার্ক এর iskcon মন্দির দর্শন করে এলাম। ভিডিওটা এডিট করে আপনাদের জন্য পরিবেশন করবো। আশাকরি আমাকে এই ভাবে সাপোর্ট করবেন। অনেক ত্রুটি আছে ভিডিওতে তার জন্য ক্ষমা করে দেবেন।
খুব ভালো লাগলো দেখে
🙏🙏🙏 আমার এই ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।
Hare Krishna radhe Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
হরে কৃষ্ণ 🙏🙏🙏
Hm vogobaner prosadero 80. 100 taka dam nae era mondire dhokar jonneo alada ticket
🙏
Ekno mondir kholr time Sam acha??
এখনকার কথা বলতে পারলাম না।
Bhog khaba thiknay balte hay Prasad pabo
🙏🙏🙏 হরে কৃষ্ণ। ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীদিনে এই ভুল আর হবে না।
Coupon Kota takar
🙏 কুপনের মূল্য 60টাকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
Dada prasad koto taka kore nilo
🙏 প্রসাদের মূল্য ৬০ টাকা নিয়েছিলো।
Harekrishna,bangladesh
🙏🙏🙏
Daruuun ,Shantir sondhan pelam.
ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেল টিকে subscribe করবেন প্লিজ।
Khuuub valo laglo dada blog ti
🙏 ধন্যবাদ। নতুন চ্যানেল যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার চ্যানেল কে subscribe করবেন আর বেল আইকন টা টিপে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন যাবে
Khub e sundor
Video ti dekhe jawar probol echha korchy
Provu chile thik jawa hobe
Hare Krishna
🙏🙏🙏 হরে কৃষ্ণ। খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। আমার নতুন চ্যানেল তাই অনেক ত্রুটি আছে ভিডিওতে। আপনাদের সাপোর্ট থাকলে নিশ্চই আগামী দিনে ভালো ভিডিও করতে পারবো। যদি পারেন আমার চ্যানেল কে subscribe করবেন।
1 ti container home kine baki jibon thakte chai
🙏
প্রসাদ পাবো বলতে হয় ।
ঠিক। আমার এটা প্রথম মন্দিরে ভিডিও তোলা তাই অনেক ত্রুটি পাবেন। অনেক ধন্যবাদ কেয়া দিদি এই ভাবে একটু গাইড করে দেবেন 🙏🙏🙏
Stetion nmta bojha galona da
মীনাক্ষী দিদি বুঝতে পারলাম না কি বলতে চাইছেন।
Howrah ba dharmotala theke kivabe jabo dada ?
Prosader janna kato nilo
Volunteer service dite chai
🙏
Apnar phone number din anjana chakraborty
হরি হরি হরি বোল হরি বোল, 🙏
🙏
খুব ভালো এডিটিং করেছেন প্রভু
🙏 🙏🙏 হরে কৃষ্ণ
Khub valo laglo Dada
🙏 ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেল কে subscribe করবেন।
Hare krishna.....🙏🙏🙏...very nice
হরে কৃষ্ণ 🙏🙏🙏
ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে আমার এই নতুন চ্যানেল কে subscribe করে আগামী দিনে আরো ভালো প্রতিবেদন করতে উৎসাহিত করবেন প্লীজ।
@@journeywithchoton রবিবার মন্দির খোলা থাকে আর প্রসাদের মূল্য কত টাকা?
@@munmunmukherjee1092 খোলা থাকে আর প্রসাদের মূল্য ৬০ টাকা। আমার ভিডিওর description box এ মোবাইল নাম্বার দেওয়া আছে। সকাল ৭ পর ফোন করে কনফার্ম হয়ে যাবেন। 🙏
Vhog noi dada bolun vhog prosad
🙏 ধন্যবাদ। পরের ভিডিও গুলোতে শুধরে নিয়েছি।
Akadashir din ki ki menu hy plz janaben.oi din dekhe jben r akta vlog banaben
🙏🙏🙏 আমি যতদূর জানি ঘুরিয়ে ফিরিয়ে একই মেনু হয়। লোক সংখ্যা কম আসে বলে মনে হয় বেশি মেনু হয় না। তবে শুনেছি আমার এই ভিডিও দেখার পর অনেক ভক্তরা ওখানে যাচ্ছেন। এই মুহূর্তে আমি deoghar এ আছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল কে subscribe করবেন।
Apnar chnnel onkdin agei subscribe korediaci
Khub valo.mondir er ph no ? Tahole ph kore Jabo
🙏 ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। Iskcon newtown এর ফোন নাম্বার 7318674404. আপনি দয়া করে সকাল 7টা থেকে সন্ধ্যা 7 তার মধ্যে ফোন করবেন ।
যদি আমার চ্যানেল কে subscribe না করে থাকেন করে দেবেন তাড়াতাড়ি।
ভগবানকে নিবেদন করা ভোগ, আর পরবর্তী সময়ে তা হল প্রসাদ, এই দুইয়ের মধ্যে সুক্ষ্ম একটি পার্থক্য আছে।
হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ভগবানকে ভালবেসে ভক্তরা না খেয়েও তাদের কিঞ্চিৎ খাদ্য সবটাই প্রভুকে নিবেদন করেন । প্রভু অন্তর্যামী। তিনি ক্ষুধিত ভক্তের এই সর্বশ্য (এখানে অন্ন প্রতিকী মাত্র) উজাড় করে দেওয়ার মানসিকতায় কাতর হন।তাই তিনি প্রকৃত ভক্তের উজাড় করা ভক্তি ও ভালোবাসার প্রতিদান হিসাবেই খাওয়ার পর তা অপরিবর্তিত অবস্থায় ভক্তকে ফিরিয়ে দেন প্রসাদ হিসাবে।এটা কিন্তু উচ্ছিষ্ট নয়, ভক্তদের বিশ্বাস --ভগবানের এই অন্ন ই শতগুণে সুস্বাদু ও সুগন্ধি হয়ে প্রসাদরুপে ক্ষুধার্ত ভক্তদের কাছে ফিরে আসে ক্ষুধা নিবারণের জন্য। এর মধ্যে কোনো বিজ্ঞানসম্মত যুক্তি আছে কি নেই, সেটা আলোচ্য নয়। পূরাণের কাহিনী থেকেই ভক্ত হিন্দুদের এই বিশ্বাস। হরেকৃষ্ণ।
হরে কৃষ্ণ 🙏🙏🙏। আমাকে ক্ষমা করবেন এই ত্রুটির জন্য। আশাকরি আগামী দিনে আর এই ভুল হবে না। নতুন চ্যানেল তাই আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে এবং এই ভাবে দোষ ত্রুটি ধরিয়ে দিলে আশাকরি আগামী দিনে আরো ভালো কিছু প্রতিবেদন দিতে পারবো। যদি পারেন কলকাতা মিন্টু পার্ক এর ISKCON মন্দির এর প্রতিবেদনটি দেখবেন। আমার description box এ লিংক দেওয়া আছে। 🙏
@@journeywithchoton না না এইরূপ ভাববেন না। আপনি তো ভগবানের নাম মাহাত্ম্য প্রচার করে পূণ্যের কাজ করছেন আমরা তাও তো পারি না।ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুন। হরেকৃষ্ণ।
🙏
Khub sundor
সবাই কে ধন্যবাদ। আমার নতুন চ্যানেল ভিডিও ভালো লাগলে দয়া করে subscribe করবেন।
এখানে প্রসাদ খেতে গেলে কি টাকা লাগে?সেটা বললেন না তো দাদা??কতো টাকা??
দিদিভাই আমি যখন ফোনে নম্বর দেখিয়েছি তখন বলেছি ভোগ প্রসাদের মূল্য 60 টাকা। 🙏🙏🙏
হরে কৃষ্ণ , ভোগ শুধু ভগবান কৃষ্ণ গ্রহণ করেন আর আমরা শুধু ভগবানের প্রসাদ পেতে পারি। হরে কৃষ্ণ।
🙏🙏🙏 হরে কৃষ্ণ। Sir ধন্যবাদ। এই ভাবে ত্রুটি গুলো ধরিয়ে দেবেন তাহলে আগামীদিনে আরো সুন্দর ভাবে প্রতিবেদন দেখাতে পারবো। নতুন চ্যানেল তাই আপনাদের সাপোর্ট দরকার। আশাকরি ভালো লাগলে আমার চ্যানেল টিকে subscribe করবেন।
Ekdom thik .Hare Krishna
Very much enjoyable
Hare krishna
Bhog free
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
দাদা পানিহাটি ইসকন মন্দিরে আসুন ভালো লাগবে। অন্ন সেবার ব্যাবস্থাও আছে। গঙ্গার তীরে অবস্থিত।ভীষণ ভালো লাগবে।
🙏 ধন্যবাদ। সামনের মাসে নিশ্চই যাবো।
ভিডিও টি খুব সুন্দর হয়েছে।আসাধারণ।
হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ 🙏🙏🙏 ধন্যবাদ
খুব ভালো লাগলো ভিডিওটি দেখে!
🙏 ধন্যবাদ। নতুন চ্যানেল খুলেছি ভিডিওতে অনেক ত্রুটি আছে আশাকরি আপনাদের সাপোর্ট এ আগামীদিনে আরো ভালো ভিডিও করতে পারবো। যদি ভালো লাগে আমার চ্যানেল কে subscribe করবেন।
Dada vai. Whoura theke ki vabe jabo
সুব্রত ভাই হাওড়া থেকে সপূর্জি যাওয়ার AC bus ছাড়ে কলকাতার দিকের বাস স্ট্যান্ড থেকে। সোজা লাস্ট স্টপেজ সাপূর্জি তে নেমে আমি যে ভাবে দেখিয়েছি সেই ভাবে চলে যাবেন।
Khb vlolglo apnar video
ধন্যবাদ
মন্দিরে ঢুকতে কোনো এন্ট্রি ফি দিতে হয়
🙏 না কোনো প্রবেশ মূল্য লাগে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
@@journeywithchoton ধন্যবাদ 🙏🙏
এই প্রতিবেদনটি ভীষণ ভাল লাগল। ধন্যবাদ।
স্যার ধন্যবাদ। আমি কর্মজীবন থেকে অবসর এর পর সময় কাটাতে ও আমার নতুন জীবন কাটাতে এই কাজ টি বেছে নিয়েছি। নতুন কাজে অনেক ত্রুটি আছে আশাকরি আগামী দিনে আরো উন্নতি করতে পারবো আর আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে পারব। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন। দু একদিনের মধ্যে কলকাতা খিদিরপুর এর জগন্নাথ মন্দির এর একটা ভিডিও ছাড়বো। সময় পেলে দেখে নেবেন। আপনার কমেন্ট পড়ে আরো উজ্জীবিত হলাম। 🙏🙏🙏
@@journeywithchoton সাপুরজী বাসে উঠে কি বলবো? কোথায় নামবো? আগের স্টপেজের নাম কি? চিনতে পারবো নাতো।
@@munmunmukherjee1092 সাপূর্জি হচ্ছে লাস্ট স্টপেজ। সকালে যাবেন দুপুরে প্রসাদ গ্রহণ করবেন, সন্ধ্যে আরতি দেখে খিচুরী প্রসাদ খেয়ে বাড়ী ফিরবেন। খুব ভালো লাগবে। গতকাল আমি বরানগর পাঠবাড়ী গিয়েছিলাম। খুব সুন্দর পরিবেশ। দুপুরের ভোগ আরতি দেখে প্রসাদ গ্রহণ করলাম। অপূর্ব লাগলো। ওই ভিডিওটা চারদিন পরে আপলোড করবো। দেখবেন খুব ভালো লাগবে। 🙏
@@journeywithchoton নিশ্চয় দেখবো।সাবস্ক্রাইব করে রেখেছি।
হরে কৃষ্ণ
🙏🙏🙏 হরে কৃষ্ণ। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে দয়া করে আমার চ্যানেল কে subscribe করবেন।
Very,good
🙏🙏🙏
হরে কৃষ্ণ।এই মন্দিরে দূর থেকে আসা ভক্তদের রাত্রি যাপনের কোন ব্যাবস্থা আছে কি না জানতে ইচ্ছুক।
না। আমি যতদূর জানি এখনও অব্দি সেই ব্যাবস্থা হয়ে উঠেনি। হরে কৃষ্ণ 🙏🙏🙏
প্রসাদের মূল্য জানা গেল না।
প্রসাদের মূল্য ৬০ টাকা।
খুব ভালো লাগলো। অনেক কিছু জানা গেলো।
আশাকরি আগামী দিনে আরো ইমপ্রুভ হবে।
Hello noi probhu hare krishna bolun.
🙏🙏🙏 হরে কৃষ্ণ
khub sundor, kintu kono information nei.exact location of temple n other details should be given.
🙏 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওর শুরুতে আমি লোকেশন এর বিবরণ দিয়েছি হয়তো আরো ডিটেলস এ দেওয়া দরকার। নতুন চ্যানেল তাই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
Ami jantam na New town a Iskan temple achhe khub bholo laglo Habbibpur a giyechhi ami jabo New town
🙏🙏🙏 ধন্যবাদ । যদি আমার প্রতিবেদনটি ভালো লাগে তাহলে দয়াকরে আমার চ্যানেলটি কে subscribe করবেন। আমার নতুন চ্যানেল তাই প্রতিবেদনে অনেক ত্রুটি আছে। আশাকরি আগামী দিনে ভালো ভিডিও দেখাতে পারবো। এই মাত্র ব্রহ্ম দত্ত ধাম দর্শন করে এলাম। খুব সুন্দর মন্দির। আমার চ্যানেল এর বেল আইকন টা টিপে দেবেন তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবেন।
Excellent presentation. Thanks Regards
🙏 ধন্যবাদ। নতুন চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে subscribe করবেন। আগামী দিনে আরো ভালো প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো।
Subscribed☺
🙏
Darun
ধন্যবাদ। ভিডিও টা ভালো লাগলে দয়া করে আমার চ্যানেল কে subscribe করবেন।
🙏🙏🙏
বেলুড় মঠ এর ভিডিও আজকে আপলোড করেছি। দেখবেন প্লীজ। ভালো লাগলে আমার চ্যানেল কে subscribe করবেন ।
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন প্লীজ।
ভোগ ঠাকুরকে নিবেদন করা হয় । ভক্তরা প্রসাদ পান।
🙏
ভোগ না বলে প্রসাদ বলবেন।ভোগ পায় ভগবান আর আমরা পায় প্রসাদ। হরে কৃষ্ণ
🙏
এই ভাবে ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেবেন তাহলে আগামী দিনে আরো ভালো ভিডিও করতে পারবো।
ISKCON বানান টি এই রকম হবে।
ধন্যবাদ দাদা। টাইটেলের বানানটা ঠিক করে দিয়েছি।
জয় নিতাই গৌড় হরি বোল গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ যেই গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ
🙏 follow my instagram aloke_kd
Dada apnar vedio ta khub valo laglo. Bolchhi dada Ami serampore e thaki .serampore thake ki kore jabo?pls kindly ektu bolben?
🙏 ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনি শ্রীরামপুর থেকে ট্রেন এ হাওড়া চলে আসুন। তারপর কলকাতা যাওয়ার বাসস্ট্যান্ড এ চলে আসুন। ওখানে এসে Sapurji যাওয়ার AC অথবা public বাস পেয়ে যাবেন। লাস্ট স্টপেজ সপূর্জী। ওখানে নেমে অটো অথবা হেঁটে পাঁচ মিনিটে পৌঁছে যাবেন। আর একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল কে subscribe করবেন। নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো করার চেষ্টা করবো।
Very nice editing with beautiful presentation. Hare Krishna 🙏🏻
Thanks
Dhannobad dada amr bari Newtown ..tobu o ami ei mondirer kitha jantam na.. Tme theke janlam .. Ami o jabo amr o akta channel ache..@moumitapravas
🙏 খুব ভালো লাগলো তোমার লেখা পড়ে। যদি ভালো লাগে আমার চ্যানেল কে subscribe করো। আমি সার্ভিস থেকে retirement এর পর নতুন করে নিজেকে ব্যাস্ত রাখতে আমার এই নতুন চ্যানেল খুলেছি। তোমাদের মতো যারা আগে থেকে এই কাজে যুক্ত তাদের সাথে পরিচয় হলে মনে হয় আরো অনেক কিছু জানতে পারবো। যদি মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তুমি করেই বললাম। আমার কন্টাক্ট নম্বর 7980213697.
তোমার গঙ্গাসাগর এর ভিডিওটা খুব সুন্দর হয়েছে।
প্রসাদের মূল্য কত
🙏 প্রসাদের মূল্য 60 টাকা
@@journeywithchoton ধন্যবাদ
Container thakle kine bas kora jabe?
🙏 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার মনে হয় container এ এখন ও পার্সেল করে প্রসাদ বাড়ি আনা শুরু করেনি।
Hare Krishna 🙏 ❤
হরে কৃষ্ণ 🙏 আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে subscribe করবেন আর বেল আইকন টা টিপে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
বাগুইআটি থেকে কি ভাবে যাবো নিউ টাউন ইসকনে যদি বলে দিন তাহলে খুব উপকৃত হবো হরে কৃষ্ণ🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏 হরে কৃষ্ণ। বাগুইহাটি থেকে সপূর্জি যাওয়ার বাস এ উঠে লাস্ট স্টপেজ সাপূর্জি তে নামবেন। ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট অথবা toto বা অটো তে পাঁচ মিনিট iskcon mandir.