ডিজিটাল ডিসপ্লে jongfa inveter এর শক্তি পরিক্ষা। হাতির মতো শক্তি না ছাগলের মতো শক্তি?

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2024
  • ডিজিটাল ডিসপ্লে jongfa inveter এর শক্তি পরিক্ষা। হাতির মতো শক্তি না ছাগলের মতো শক্তি?
    বন্ধুরা ভিডিও টি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বুলবেন না যেন ধন্যবাদ সবাইকে।
    #Jongfa_inveter_test
    #jonfa_inveter_1000_watt

КОМЕНТАРІ • 45

  • @RiadSarkar-up3lv
    @RiadSarkar-up3lv Місяць тому +2

    ভাই আপনার কি ব্যাটারি আর কত এমপিয়ারের ব্যাটারি আপনি কত সময় ব্যাকাপ পান কত ওয়াট লোড দেন

  • @iddrisehowlader-oc9jm
    @iddrisehowlader-oc9jm Місяць тому +1

    ***চারটি সোলার ডিসি ফ্যান ১৫ ওয়াটের রোজ চলবে রাতে ১২ ঘন্টা
    ***৮ওয়াটে ছয়টি বালপ জ্বলবে রাতে ৬ ঘন্টা
    ***এইটা প্যাকেজটা নিয়ে বিস্তারিত কিছু বলেন
    ***কত এম্পিয়ার সোলার প্যানেল লাগবে
    ***কত এম্পিয়ারের সোলার ব্যাটারি লাগবে কত এম্পিয়ারের চাষ কন্ট্রোলার লাগবেনিয়ে **বিস্তারিত কমেন্টের উত্তর দিবেন আশা করি

  • @limontdtmedia1046
    @limontdtmedia1046 Місяць тому

    ভাই আমার বাসা টাঙ্গাইল দেলদুয়ার থানা ইনভার্টার টাঙ্গাইল কোন এরিয়া থেকে কিনেছেন

  • @JamilAhmed-tj9nx
    @JamilAhmed-tj9nx Місяць тому

    Vai apni aita back up test video kori dakan

  • @user-yt4so9ih4o
    @user-yt4so9ih4o Місяць тому

    ২০০ ইম্পিয়ার ব্যাটারী দিয়ে এক হাজার ওয়ার্ড ইনভাটার চালানো যাবে

  • @KHULNA_BAGERHAT_POLA_NAYEM
    @KHULNA_BAGERHAT_POLA_NAYEM Місяць тому +1

    সুন্দর ভিডিও
    কিন্তু আমার টা ভোল্টেজ বাড়ানোর রেগুলেটর টা নাই
    ভাই আমারটা থ্রি পিন সকেট লাগানো হয়েছে
    কিন্তু আমি এটা আইপিএস এর মতো একটি তার দিয়ে চালাই
    যেমন এসি মেন লাইনের নিউটন ও ইনভার্টারের নিউটন শর্ট করে দিয়েছে
    শুধু ইনভার্টারের L লেখা থেকে একটি লাইন নিয়ে লাইট ও ফ্যান এ লাগিয়ে দিয়েছে
    কিন্তু আমি একটা হলুদ তার দিয়ে চালাচ্ছি কোন সমস্যা হবে কি ভাই।

    • @ElectricBtv24
      @ElectricBtv24  Місяць тому +1

      যদি নিউট্রাল আমারটার মতো আলাদা থাকে তাহলে আলাদা চানালোই ভালো।।।

    • @KHULNA_BAGERHAT_POLA_NAYEM
      @KHULNA_BAGERHAT_POLA_NAYEM Місяць тому

      ​​​@@ElectricBtv24 সরকারি এসি লাইন থেকে নিউটন নেয়া হয়েছে আর ইনভার্টার থেকে ফেস লাইন নেয়া হয়েছে
      সেম আইপিএস এর মত লাইন করা হয়েছে

  • @monirelectronicsplumbing720
    @monirelectronicsplumbing720 Місяць тому

    নিচে

  • @s.s.mhdmultimidea5130
    @s.s.mhdmultimidea5130 Місяць тому

    Computer calano jabe naki

  • @Madina-nf7mh
    @Madina-nf7mh Місяць тому

    কোথায় থেকে কিনেছেন?
    আর দাম কত?

  • @user-lj4yk5uw8k
    @user-lj4yk5uw8k Місяць тому

    আমি নিতে চাই, কিভাবে

  • @ariyaneditstudio
    @ariyaneditstudio Місяць тому

    ভাই jongfa ইনভার্টার জেইতার ডিসপ্লে নাই ঐটার লোড টেস্ট টা করলে ভালো হতো। সব কিছুই এরকম থাকবে শুধু এই ইনভার্টার এর জায়গায় নন ডিসপ্লে ঐটা দিয়ে একটা ভিডিও দেন প্লিজ।

    • @ElectricBtv24
      @ElectricBtv24  Місяць тому +1

      নন ডিসপ্লে ইনভার্টার নেই আমার কাছে ভাই।। ইনশাআল্লাহ ভাই তারপরও দেওয়ার চেষ্টা করবো

  • @hasibulhasan4716
    @hasibulhasan4716 Місяць тому +1

    এটা আমি কিনতে চাইছিলাম। তবে কিছু বিষয় জানার আছে, ুটাতে লিখা আছে ১০ এম্পিয়ার চার্জ করে এবং অটো কাট করে, এগুলো আসলেই কাজ করে কি না যদি একটু চেক করে বলতেন

    • @md.sohelsheikh7772
      @md.sohelsheikh7772 Місяць тому

      Humm kaj kora 98% ami used kori. Change onk valo kora. Fast.

    • @sujonahmed5116
      @sujonahmed5116 Місяць тому

      @@md.sohelsheikh7772Autocut kaj kore?

  • @s.s.mhdmultimidea5130
    @s.s.mhdmultimidea5130 Місяць тому

    rikshr battry diye ki computer colbe naki janaben

  • @ShaheenHasan-rz2pd
    @ShaheenHasan-rz2pd Місяць тому

    কে বলছে এখানে কাঠতে ভীতরে থেকেই বদলাতে হবে

  • @mdabubokkar-om1vf
    @mdabubokkar-om1vf Місяць тому

    আমি একজন ১৪ বছরের ছেলে।
    আপনি
    আমাকে আপনি আপনি করে কথা বলছেন।
    আমি জানি আপনি সবাইকে আপনি আপনি করে কথা বলছেন। তার মধ্যে আমিও আছি।
    😄😄😃

  • @arnobkarmokardev9848
    @arnobkarmokardev9848 Місяць тому

    Ago Valo na circuit Sudu solar IPS best like microtek

  • @RzSquadTeam
    @RzSquadTeam Місяць тому

    কিনার লিংক দিলে ভালো হতো

  • @sujonahmed5116
    @sujonahmed5116 Місяць тому +1

    ভাই এগুলো ভালো না। আমি বাসায় সেটাপ করছিলাম। কয়দিন পরপর ট্রান্সটেক, ক্লিক ব্রান্ডের লাইট গুলো কেটে যেতো আর ফ্যানের ক্যাপাসিটর রেগুলেটর টিকতো না। ২ মাস পরে ইনভার্টার নিজেই শেষ 😂😂
    এখন Smarten nova 700va pure sine wave ips ব্যবহার করি অনেক ভালো চলছে

    • @ElectricBtv24
      @ElectricBtv24  Місяць тому

      ভাই এটা মডিফাই সাইন ওয়েব। ভালোই চলছে আমার কাছে।। তবে কোন জিনিস নষ্ট হলে অবশ্যই আপডেট ভিডিও দিবো ইনশাআল্লাহ

  • @saifullaislam2414
    @saifullaislam2414 Місяць тому

    দাম কতো টাকা

  • @gangofajaira211
    @gangofajaira211 19 днів тому

    সেম ইনভাটার আমি ইউজ করে কিন্তু আমার অটো রিক্সার ব্যাটারি 95 এম্পিয়ার অটোকাট হয় না ব্যাটারি ফুল একদম অবস্থা খারাপ ১৪.৫ ভোল্ট ওভার হয়ে যাওয়ার পরে ব্যাটারি অনেক গরম হয়ে গিয়ে ফুলে গেছে

    • @ElectricBtv24
      @ElectricBtv24  19 днів тому

      ভাই সমস্যা হচ্ছে এই ধরনের ইনভার্টারের সাথে নতুন ব্যাটারী লাগালে চার্জিং অটোকাট সঠিক ভাবে কাজ করে

  • @h.sentertainment8987
    @h.sentertainment8987 Місяць тому

    ২০০এম্পিয়ার ব্যাটারী লাগানো যাবে?

    • @ElectricBtv24
      @ElectricBtv24  Місяць тому

      ২০০ এম্পিয়ার ব্যাটারী চার্জ হতে ২০ ঘন্টা লাগবে।।। ১০০ এম্পিয়ার ব্যাটারী লাগানো ভালো

  • @BTAFY-vsvq
    @BTAFY-vsvq Місяць тому

    ভাই এই ইনভার্টার গুলো কোথায় পাওয়া যাবে

    • @ElectricBtv24
      @ElectricBtv24  Місяць тому

      ইলেকট্রনিকস এর পাইকারি দোকানে পাবেন

    • @h.sentertainment8987
      @h.sentertainment8987 Місяць тому

      ​@@ElectricBtv24নওয়াবপুর

  • @rashidulpathan5779
    @rashidulpathan5779 Місяць тому

    অনলাইনে কেনার লিংক থাকলে দেন

  • @MdShahid-es5en
    @MdShahid-es5en Місяць тому

    ব্যাটারি চার্জ হতে কতদিন লাগে বললেন না এই পর্যন্ত চালাইলাম ব্যাটারি ফুল চার্জ হয় না এর সমাধান কি বলবেন

    • @ElectricBtv24
      @ElectricBtv24  Місяць тому

      এই ইনভার্টার দিয়ে ১০০ এম্পিয়ার ব্যাটারী চার্জ হতে ১০ ঘন্টা লাগবে।।

    • @h.sentertainment8987
      @h.sentertainment8987 Місяць тому

      তাহলে তো কারেন্ট বেশি খাবে।​@@ElectricBtv24

    • @hasibulhasan4716
      @hasibulhasan4716 Місяць тому

      আপনি মনে হয় ২০০ এম্পিয়ার ব্যাটারি ইউজ করছেন তাই সময় লাগে, এটাতে ১০ এম্পিয়ার চার্জার আছে অর্থাৎ প্রতি ১ ঘন্টায়( ১০) এম্পিয়ার চার্জ করবে। ২০০ এম্পিয়ার ব্যাটারি ২০ ঘন্টা সময় লাগবে

  • @soniaimroje3718
    @soniaimroje3718 Місяць тому

    ভাই এইটা একদম ফালতু ইনর্ভাটার
    আমি ৩৫০০ টাকা দিয়ে নিয়েছিলাম ১০ সেকেন্ড চলার পরেই নষ্ট হয়ে গেছে আর ঠিক করা ও যায় না একদম ফালতু কেউ নিবেন না

    • @ElectricBtv24
      @ElectricBtv24  Місяць тому

      ভাই আমি তো ব্যাবহার করছি। আলহামদুলিল্লাহ

    • @hasibulhasan4716
      @hasibulhasan4716 Місяць тому

      নাচতে না জানলে ঐ যে বাকা, এটা কিনে আনলেন আর কারেন্টে ভরে দিলেন ফটাস করে নষ্ট হয়ে গেলো। 😁😁 এগুলো কিনার পরে এসি কট চেইঞ্জ করতে হয়, নিউট্রল ফেইস উল্টা থাকে এগুলো ঠিক করতে হয়।

  • @user-yt4so9ih4o
    @user-yt4so9ih4o Місяць тому

    ২০০ ইম্পিয়ার ব্যাটারী দিয়ে এক হাজার ওয়ার্ড ইনভাটার চালানো যাবে

  • @user-yt4so9ih4o
    @user-yt4so9ih4o Місяць тому

    ২০০ ইম্পিয়ার ব্যাটারী দিয়ে এক হাজার ওয়ার্ড ইনভাটার চালানো যাবে

  • @user-yt4so9ih4o
    @user-yt4so9ih4o Місяць тому

    ২০০ ইম্পিয়ার ব্যাটারী দিয়ে এক হাজার ওয়ার্ড ইনভাটার চালানো যাবে