উনি দুরবিনত, কামুক, ছেলে মেয়ে উভয়ের সাথে যৌন সঙ্গম করতো। ১৪ বছর, হয়ত বা আরও অল্প বয়স থেকেই সঙ্গম করতো। কোন ভদ্র ঘরের বিশেষ করে হিন্দু সুন্দরী মেয়েদের , একবার নজরে পরলে, বাচা অসম্ভব ছিল। নাটোরের রাণী ভবানীর মেয়ে কে বাচাতে, সননাসিদের আখড়ায় লুকিয়ে রাখতে হয়েছিল। যদিও মেয়ে টা পালিয়ে বাচে, সৈন্য রা ২৮/বা আরও বেশি সাধুদের সততা করে। ইতিহাস পড়ুন জানতে পারবেন। এত খমতাশালি লোক ওর বিরুদ্ধে এমনি এমনি যায় নেই। তাও আবার নবাবের বিরুদ্ধে। মির্জা ফর, যে কিনা ওর দাদুর মিলিটারি জেনারেল ছিল এবং বহু যুদ্ধ জিতিয়েছে, ভরা সভায়, থাপড় মেরে ছিল, যখন নবাব ছিল। বেইমানি কি কারন ছাড়া করে ছিল? বাঙলা জানতেন না। রাজত্ব করতেন বাঙলা এবং বাঙালি দের উপর। কিছু লেখক নাট্যকার গরম খেয়ে ওনাকে শহীদ বানিয়েছেন। কিছু মুসলিম এখনও গরম খায়, ওনার নামে। আমাদের কপাল ভালো ইঙরেজ এই কামুক অশিক্ষিত বরবর লোক টাকে মেরেছে, যদিও ছল করে। রাজনীতি, রাজত্ব তে যা হয়ে থাকে। বাঙালি, সে মুসলিম বা হিন্দু যখন দেখি ওনাকে জন্য দুটি পায়। তখন অবাক হ ই এরা কি সত্যিই কিছু জানে। ইরান থেকে এসেছে। রাজ করতেন এখানে। কোন বাঙালি কি ইরান, ইরাক বা আফগানিস্তান এ কখনও রাজ করেছেন? ওখানে র সম্পদ, টাকা বা নারী এদের মতো ভোগ করেছে। যেদিন করবে, আর দুটি করবে না।
@@Anirban_das কৃষ্ণচন্দ্র গাদ্দার ছিলো। ধর্ম বা বিধর্ম নিয়ে আপনার মত তারা মাথা ঘামাতো না। ইংরেজরাও বিধর্মী ছিলেন। আর অত্যাচার ইংরেজরা করেছে সর্বোচ্চ। রাজাদের মানুষিকটা ব্যখ্যা করতে রাজার মতন চিন্তা করতে হবে; নিচু শূদ্রদের মতন চিন্তা করলে রাজার ভাব ব্যখ্যা করা যাবে না।
খুব সুন্দর উপস্থাপনা। একজন কৃষ্ণনাগরিক ও মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিবেশী হিসাবে বেশ ভালো লাগছে যে আপনি খুব সহজ সরল ভাবে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমার একান্ত অনুরোধ যদি আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সনাতন ধর্ম রক্ষা, শাক্ত পূজা প্রচলন ও প্রসার ও তৎসহ নবদ্বীপের টোল চতুষ্পাঠী সহ সংস্কৃত চর্চার প্রসার নিয়ে একটি এপিসোড করেন তাহলে হয়তো অনেকেই মহারাজ কৃষ্ণচন্দ্র সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।
স্যার, আমি ইতিহাস নিয়ে পাঠরত প্রথম বর্ষের ছাত্রী, আমি আপনার ভিডিও গুলো নিয়মিতভাবে দেখি ও অনেক কিছু শিখছি আপনার থেকে।নবাব সিরাজ সম্পর্কে যদি একটা আলাদা ভিডিও করেন তবে গ খুবই ভালো হয় ।
ইতিহাস জানা যেমন ভালো তেমন ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটাই আসল কাজ....তাই ওই রাজতন্ত্র যেন আর না ফেরে যদিও রাজতন্ত্র এখনো চলছে😅খালি সময়ের সাথে একটু মডার্ন রাজতন্ত্র চলছে... যাই হোক ভালো লাগলো ভিডিও টা।খুব ইনফরমেটিভ❤
@Anirban_das আপনি তাম্রলিপ্ত শহরে গিয়ে তাম্রধ্বজ বংশের এখনো যিনি আছেন উনার নাম দীপেন্দ্র নারায়ন রায় উনার সাথে কথা বললে পুরো জীবন কাহিনীটি জানতে পারবেন
krishno chondror udyoge e nobodwip er boishnob rash er utkhat koren, boishnob rash er poriborte shuru hoy shakto aradhona, ai karone nabadwip a ekhon rasher somoy shakto aradhona hoy, ar boishnob der rash sthan tyag kore santipur a sore gechilo.... bortoman nabadwip er rash boishnob der biruddhe sristi kora hoyechilo
নিধন দুই ধর্মেরই নিস্পাপ নিরীহ সাধারণ মানুষ হয়েছিল, যা ছিল ব্রিটিশদের আর পশ্চিমা পাকিস্তানি শাসকদের রাজনৈতিক এজেন্ডার ফসল। বর্তমানে এক পার্টির এজেন্ডা হলো হিন্দুদের কে ভুক্তভোগী Victim হিসেবে অতিত, বর্তমানে সবখানে উপস্থাপন করা। তাই অতীত ইতিহাস জানতে হলে অবশ্যই এই দাদার মতো নিরপেক্ষ দৃষ্টি নিয়ে জানতে হবে, বাক্তিগত মতামত, চিন্তা-চেতনার উপর কোনো স্বার্থন্নেশি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ফেলতে দেবেন না। ধন্যবাদ
" আজ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা , আসলে বুঝবেন আমরা কত আনন্দ করি " প্রসঙ্গে কটি কথা : আনন্দ তো করি , কতজনকে কষ্ট দিই ? রাস্তা ঘাট জ্যাম হয়ে কতজনের অসুবিধা হয় ? অসুস্থ মানুষ দের ডিজে সাউন্ড এর জন্য কত পিড়া সইতে হয় ? পূজা মানে তো ধ্যান , ধ্যান কৈ ? কৃষ্ণনগরের জ্বর আসে , জ্বর , সেই জ্বরে অনেক কৃষ্ণগর বাসি ভোগে । শুধু আবেগ আর বাহ্য আড়ম্বরের ফুট ফুটানি । শান্ত ভাবে ভেবে দেখার আবেদন রইলো বিবেচক দের প্রতি ।
কৃষ্ণচন্দ্রের "সভাকবি" ভারতচন্দ্র রায় গুনাকর তার কোনো লেখাতেই গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ করেননি আর সমসাময়িক কোনো নথিপত্রেই গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ পাওয়া যায়না। গোপাল ভাঁড়ের উল্লেখ প্রথম পাওয়া যায় বোধহয় বটতলার বইগুলোতে। গোপাল ভাঁড় আসলে বটতলার কোনো অনামী লেখকের সৃষ্টি আর সেই সম্ভাবনাটাই প্রবল।
@@prangos6072 কৃষ্ণনগরের ঘূর্ণিতে কিছু ( গোপাল ভাঁড়ের) দ্রষ্টব্য থাকলেও সেগুলি নিয়ে বিতর্কের সীমা নেই । এই বিষয়ে বটতলার বই নয় , কিছু বই লেখা হয়েছে। সেখানে গোপাল ভাঁড়ের উত্তর পুরুষদের অনেক কথা আছে । আপনারা বইটি সংগ্রহ করে আরো এগোতে পারেন।
@@sanhita5351 ওটা যে গোপাল ভাঁড়েরই বাড়ি, তার কোনো প্রমান আছে কি? গোপাল ভাঁড় চরিত্রটারই কোনো ঐতিহাসিক ভিত্তি নেই কারণ সমসাময়িক কোনো নথিপত্রেই ওনার নাম নেই। কোনো মানুষকে ঐতিহাসিক দাবি করলেই হয়না, তার প্রমাণটাও দিতে হয়। আগে এই সহজ কথাটা আগে বুঝতে শিখুন।
Ek kothay - khub bhalo ... informative ... logical ... analytical ... tar saathe sundor narrative. Just ekta "KIND and HUMBLE" suggestion - Jodi Sombhob hoy tahole ei narratives er majhe topic related personalities, places ba buildings er kichhu historic pictures ba images dekhate parle besh bhalo hobe bole mone hoy.
একে তো আপনার ভিডিও নানা রকম তথ্যে সমৃদ্ধ থাকে, তার উপর আপনার বাচনশৈলী প্রত্যেকটা এপিসোডকে করে তোলে মনোমুগ্ধকর। ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই আমরা শ্রোতারাও সময় যাত্রায় বেরিয়ে পড়ি, আর আমাদের এই ঘটনাবহুল যাত্রাপথের সারথী অবশ্যই আপনি। ভালো থাকবেন আর আমাদের আরো ভালো ভালো ঐতিহাসিক ঘটনা শোনাবেন❤
@@sudiptaroy345take hotta korar por tar somondhe mithhe likhe rotano hoyeche . Oi jonno vul ta janen. Tar bongser birodhi ra bah engrez ra nochoi tar prosongsa korbe na tai na ?
মহারাজ কৃষ্ণচন্দ্র একজন প্রজাদরদী, জ্ঞানী, হিন্দুপ্রেমী ধার্মিক রাজা হলেও, এই রাজপরিবারের উত্থান ও রায়শ্রেষ্ট প্রতাপাদিত্যের পতনে বিশ্বাসঘাতক ভবানন্দের ভূমিকা দুঃখজনক। এই বিশ্বাসঘাতকতা না ঘটলে, বাংলাতেই সর্বপ্রথম স্বরাজ স্থাপন হতো।
@@Anirban_das pratapaditya nije kibhabe "rayshrstho" holen seta janen toh??? aschorjo!!! tar patane onner ''bishashghatakata" niye eto bhabna? tini nije ki sadhupirush??? what happened to pratapaditya is well deserved ,what you sow you reap the same and NOT only bhabananda the ancestor of saborno roy choudhury laxmikanto also fought against pratapadityo
Dada tomar ai vedio tao darun hoeyche, speaking style tao darun. Vedio gulor text ta website ta debar jonno dhonyobad. Kintu tumi ei year a je durga pujor vedio gulo dila (3 te vedio) tar text ta tomar website a dila khub e bhalo hoy. Tomar vedio gulo Amar exam preparation (Interview)as well as knowledge enhance Korea. Aktu urgently dila bhalo hoy. Thank u dada.
নমস্কার জয় গুরু বন্দেপুরুষোত্তমম বাহ্ বাহ্ খুব ভালো লাগলো ভিডিও টা আমি ইতিহাস ও বাংলাপ্রেমী ছাত্র এই সব ভিডিও তে আমার খুব ঝোক।আর নাটোরের রানী ভবানী ও কৃষ্ণনগরের রাজাকে খুব ভালো লাগে সবচেয় প্রিয় এনারা আমার। এনাদের সম্পর্কে যতো জানি তত জানতে ইচ্ছা করে।মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গেতো দেখা হলোনা ইচ্ছা আছে ওনার ৩৯ তম বংশধর সৌমেশচন্দ্ররায় ও রানীমা অমৃতা রায়ের সঙ্গে দেখা করার।মহারাজা কৃষ্ণচন্দ্র রায় না থাকলে দেশের উন্নতি হতো না আর আমাদের সনাতন ধর্মের বাঙলাতে কোনো অস্তিত্ব থাকতো না। জয় শ্রীরাম, ভারতমাতাকি জয়, সনাতন ধর্মের জয়, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের জয় হোক🙏❤️🌹🇮🇳।
যদি বিশ্বাস ঘাতকতা করে থাকেন সেটা মীরজাফর করেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র নন।মহান দেশীয় রাজা, মহারাজা কৃষ্ণচন্দ্র কে দেশীয় রাজাদের এবং এ দেশের হিন্দুদের ও হিন্দুধর্ম কে বিধর্মীদের হাত থেকে রক্ষা করার জন্য সহস্র প্রণাম। 🙏🙏🙏 মহারাজা কৃষ্ণচন্দ্র আপনি বাংলারবুকে চিরদিন আমার হয়ে থাকুন। মহারাজা কৃষ্ণচন্দ্র জয় হোক।
কৃষ্ণ চন্দ্র বিস্বাসঘাতক নয়, উনি রাজধর্ম ও নিজধর্ম রক্ষা করতে যা করার তাই করেছেন বিশ্বাসঘাতক তো নিজের শিবিরের লোক জন ছিলেন ( সেনাপতি মীরজাফর ) এমন কি জগৎ শেঠ কেউ দোষ দাওয়া যায় না, সিরাজ ব্যাবসায়ী জগৎ শেঠ কে মারধর পর্যন্ত করেন অযোগ্য প্রধানের যা হয় তাই হয়েছে
কৃষ্ণচন্দ্র ও সাঙ্গপাঙ্গরা বিধর্মীর হাত থেকে বাংলাকে বিদেশীদের হাতে তুলে দিলেন। ইংরেজের অনুগ্রহে উচ্চবর্ণের বাঙ্গালি ফুলে ফেঁপে লাটুবাবু হল, বাঙ্গালি কৃষক গোবিন্দ সামন্ত হয়ে বিনাশ প্রাপ্ত হল। সুকান্তের গাঁয়ের বধুকে স্মরণ করুন।
দাদা আপনার তথ্য এবং উপস্থাপনা খুবই ভালো লাগে তবে, ভুল Thumbnail দিয়ে বিভ্রান্ত করবেন না। জানি Google এ search করলে কৃষ্ণচন্দ্রের এই ফটো টিই আসে তবে ভেবে দেখুন camera আবিষ্কার হয় 1816 সালে আর কৃষ্ণচন্দ্রের মৃত্যু হয় 1786 সালে। আনন্দবাজার পত্রিকায় এই ছবিটি ভুল দর্শানো হয় যা এক জমিদারের ছবি, এই ছবিই পরে প্রচলিত হয়ে যায়।
Darun Dada! Ajke apnar video first dekhlam,, khub bhalo laglo, apnar voice, hard work, researching capacity and capability, way of speaking amake montromugdho kore diyechhe,, sob miliye boltei hobe apnar arena te apni better than best ❤❤ Subscribed 👍
Oi chobi ta krishachander noi internet anek jaigai use kara hoi kintu bhul chobi. Maharaja Krishnachandra died in the year 1783. Daguerrotypists set up shop in Calcutta from the 1840 s, the Daguerrotype being introduced world wide in 1839 CE.
@@Anirban_das Dada Siraj ud dulah moteo bhalo nawab chilen . Maharaja Krishnachandra Jodi oye time e british der support na korto tahole aj bangla bengal sultanate hoto. Amra Bhartio hisab e thakte partam na
সিরাজদ্দৌলা নিয়ে একটা পর্ব চাই, সিরাজদ্দৌলা কী অত্যাচারী ছিলেন? নাকি আর সব রাজা বাদশার মতই তার ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করেছিলেন, সেটা নিয়ে বিস্তারিত পর্ব হোক।
অখণ্ড ভারতের যোগ্য শাসক মুসলিমরাই ছিল🥺। সনাতনীরা মিলে এবং এক মীর জাফরের বিশ্বাস ঘাতকতার কারণেই প্রায় দুইশো বছরে ইংরেজরা ভারতকে ফতুর করে ছেড়েছে 😤সনাতনীদের মুসলিম বিদ্বেষের ফল অভিশাপ হয়ে নেমে এসেছিল গৌরবময় ভারতবর্ষের উপর 🥺। মোঘল আমলে ইংরেজরা ভারতে আসার স্বপ্ন দেখতো। তখন বিশ্বে ভারত এতটাই উন্নত ছিল 😢। আর এখন ভারতীয়রাই আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে। ইংরেজরা দুইশত বছর ভারতকে শোষণ করে বিতাড়িত হওয়ার সময় ভারতবর্ষকে কয়েক টুকরো করে গেছে🙄। সনাতনীরা মুসলিমদের প্রতি হিংসার ফলেই ইংরেজরা এই সুযোগ কাজে লাগিয়েছে। অখণ্ড ভারত রক্ষায় মুসলিম শাসকরা বীরের মত শহীদ হয়েছে তবুও ইংরেজদের কাছে মাথা নত করেনি 🥺যেমন টিপু সুলতান ও আরো অনেকে। মুসলিম শাসকদের এত আত্মত্যাগের পরেও সনাতনীরা মুসলিমদের সাথে বেঈমানি করেছে😡। অতঃপর ইংরেজরা ভারত শোষণের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, যেমন কর্ম তেমন ফল😤।
Joi raja krishno chandrer Joi 🙏🏽 Ami mone kori raja krishno Chandra chilo bolei vharot a muslim rajar der rajottor somapto hoyechilo r engrej ra esechilo
Khub bhalo laglo dada ❤️ tomar kotha gulo khub sundor lage love you dada God bless you Tumi sob somoy bhalo theko sustho theko ar eii bhabei amader sokolke anondo diye jao onek onek bhalobasha roilo
What did Krishna Chandra reportedly do to ascend the throne and get rid of Siraj, the stupid , cruel, haughty lumpen, were absolutely need based, logical and right in all respect. Thanks for your such novel effort.... Wishing you GODSPEED 🙏
কৃষ্ণ চন্দ্র শেষ জীবন ভালো কাটবে কি করে সে নিজের ভালো জন্য বাংলা তথা পুরো দেশেটাকেই অত্যচারীদের হাতে তুলে দিয়েছিল , শেষে তার ও তাকে শান্তি দেয়নি। যাই হোক আজকের গল্পটা খুব সুন্দর ছিল
অসাধারণ দাদা।যেমন বলার ধরন তেমনি অসাধারণ উপস্থাপনাগুলো।অনেক অজানা ইতিহাসগুলো যা বই এ পড়া হয়নি সেগুলো কি সুন্দর গল্পের মতো বলো । সত্যিই আমার খুব ভালো লাগে।
কৃষ্ণচন্দ্রের ভালো মন্দ তো বললেন, এবার সিরাজের একটা এপিসোড করুন শিগগিরই, আশা করি তাদের ইতিহাস বিকৃত করবেন না, যেগুলো সত্যি সেগুলোই তুলে ধরবেন, অপেক্ষায় রইলাম দাদা, বাংলাদেশ থেকে
@Anirban_das সে ঠিক। তবে ইংরেজদের ১৯০ বছরের মধ্যে তাড়ানো গেছে। কিন্তু মধ্যপ্রাচ্যীয়দের সহসা তাড়ানো যেত কি না সন্দেহ। ওরা গেড়ে বসে ছিল। কাটা দিয়ে কাটা তোলার মত ব্যাপার।
একদমই ৎ মুঘল যুগে র আগে থেকেই মুসলিম শাসকরা ভারতবর্ষে আসেন মন্দির, মানুষের ধনসম্পদ লুন্ঠন করার জন্য। পরবর্তীতে ওরা ঘাটি গেড়ে বসে গেছে এবং যুদ্ধ জয়ের পর হিন্দু দের জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ,গুরুকূল ধ্বংস করেছে।
বাংলায় জন্মগ্রহণ করার কারণে সিরাজ বিশ্বে প্রচলিত নাগরিকত্বের সাধারণ নিয়ম অনুযায়ী বাংলার নাগরিক ছিলেন। কৃষ্ণচন্দ্র আইন অনুযায়ী সিরাজের অধীনস্থ খাজনা আদায়কারি জমিদার ছিলেন। অধীনস্থ কর্মচারীদের বিশ্বস্ততায় ভরসা করেই প্রশাসন চলে, এখনও। শাসকের বিশ্বাসভঙ্গ করলে শাস্তি হয়, এখনও
বহিরাগত শব্দটা এখন খুব চলছে। ভারত তথা বাংলায় বহিরাগত কে ছিল, বিদেশী নবাব সিরাজউদ্দৌলা নাকি ভূমিপুত্র কৃষ্ণচন্দ্র ? বহিরাগতর বিরুদ্ধে লড়াটা কোন লজিকে বিশ্বাসঘাতকতা কি হয়ে গেল ??
প্রথমত ‘ বিশ্বাসঘাতক ‘ এরকম সিদ্ধান্তে আমরা আসিনি। আর দ্বিতীয়ত আপনার যুক্তির উত্তরে প্রতিযুক্তি হতে পারে - উপযাচক হয়ে বিদেশি ইংরেজদের হাতে দেশমাতৃকাকে তুলে দেওয়া বা দিতে চাওয়া, কোন দিক থেকে বীরত্ব ও দেশপ্রেমের পরিচায়ক?
সিরাজউদ্দৌলা বিদেশী ছিল কিভাবে জানলেন? আমার জানামতে তার পূর্বপুরুষ মুর্শিদ কুলি খাঁর জন্ম বাঙালি হিন্দু পরিবারে, অন্য সকল বাঙালি মুসলিমের মতোই। সে হিসেবে উভয়ই ভূমিপুত্র।
আপনাদের মতো extremist রাই দেশ বিভক্ত করছেন সিরাজ উদ্দুলা যেরকমই হোক lord ক্লাইভ এর মত কোটি কোটি টাকা uk তে পাচার করেনি এই বিষয়ে kamdev বলে yt channel সুন্দর video বানিয়েছে আর কৃষ্ণচন্দ্র রায় সত্যি বাংলার কলঙ্ক
বাংলাদেশ থেকে দেখছি,ইতিহাসে আগ্রহ সবসময় প্রবল। পুরাতন ঘরবাড়ি, রাজপ্রাসাদ খুব টানে অদেখা গল্পগুলো জানার কৌতূহল হয়। সময়টাকে ধরার ইচ্ছে হয়। আপনার বলার ভঙ্গি বেশ ভালো। নিরেপক্ষ ইতিহাস চর্চার চেষ্টা অব্যাহত থাকুক।
একটা জিনিশ ভালো লাগলো একটা মানুষের ভালো খারাপ সবটুকু তুলে ধরেছেন নিরপেক্ষ ভাবে।।।।। বাকিরা তো প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়ায়।।।।।।
সঙ্গে থাকবেন 🙏🏻
🎉😅khub. Bhalo. Lagló
সিরাজদ্দৌলা কেমন ছিলেন সেই নিয়ে একটি ভিডিও চাই ❤
❤️
উনি দুরবিনত, কামুক, ছেলে মেয়ে উভয়ের সাথে যৌন সঙ্গম করতো। ১৪ বছর, হয়ত বা আরও অল্প বয়স থেকেই সঙ্গম করতো। কোন ভদ্র ঘরের বিশেষ করে হিন্দু সুন্দরী মেয়েদের , একবার নজরে পরলে, বাচা অসম্ভব ছিল। নাটোরের রাণী ভবানীর মেয়ে কে বাচাতে, সননাসিদের আখড়ায় লুকিয়ে রাখতে হয়েছিল। যদিও মেয়ে টা পালিয়ে বাচে, সৈন্য রা ২৮/বা আরও বেশি সাধুদের সততা করে। ইতিহাস পড়ুন জানতে পারবেন। এত খমতাশালি লোক ওর বিরুদ্ধে এমনি এমনি যায় নেই। তাও আবার নবাবের বিরুদ্ধে। মির্জা ফর, যে কিনা ওর দাদুর মিলিটারি জেনারেল ছিল এবং বহু যুদ্ধ জিতিয়েছে, ভরা সভায়, থাপড় মেরে ছিল, যখন নবাব ছিল। বেইমানি কি কারন ছাড়া করে ছিল? বাঙলা জানতেন না। রাজত্ব করতেন বাঙলা এবং বাঙালি দের উপর। কিছু লেখক নাট্যকার গরম খেয়ে ওনাকে শহীদ বানিয়েছেন।
কিছু মুসলিম এখনও গরম খায়, ওনার নামে। আমাদের কপাল ভালো ইঙরেজ এই কামুক অশিক্ষিত বরবর লোক টাকে মেরেছে, যদিও ছল করে। রাজনীতি, রাজত্ব তে যা হয়ে থাকে।
বাঙালি, সে মুসলিম বা হিন্দু যখন দেখি ওনাকে জন্য দুটি পায়। তখন অবাক হ ই এরা কি সত্যিই কিছু জানে।
ইরান থেকে এসেছে। রাজ করতেন এখানে। কোন বাঙালি কি ইরান, ইরাক বা আফগানিস্তান এ কখনও রাজ করেছেন? ওখানে র সম্পদ, টাকা বা নারী এদের মতো ভোগ করেছে।
যেদিন করবে, আর দুটি করবে না।
@@Anirban_das কৃষ্ণচন্দ্র গাদ্দার ছিলো। ধর্ম বা বিধর্ম নিয়ে আপনার মত তারা মাথা ঘামাতো না। ইংরেজরাও বিধর্মী ছিলেন। আর অত্যাচার ইংরেজরা করেছে সর্বোচ্চ। রাজাদের মানুষিকটা ব্যখ্যা করতে রাজার মতন চিন্তা করতে হবে; নিচু শূদ্রদের মতন চিন্তা করলে রাজার ভাব ব্যখ্যা করা যাবে না।
আপনার সাথে একমত। আরও একজন কোনও একটি ভিডিওতে মতামত দিয়েছিলেন যে বাংলার সালতানাতের ওপরেও ভিডিও চাই। এগুলো একটু ভেবে দেখার অনুরোধ জানাই @Anirban_das
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই পড়া সবচেয়ে ভালো হবে। মানুষ রুপী ভয়য়ঙ্কর শয়তানটিকে জলে দুধ মেশানো ইতিহাসে Hero করা হয়েছে।
😊 আমার বাড়ী নদীয়ার কৃষ্ণনগর এর বাসিন্দা আজ কৃষ্ণনগর এ খুব জমজমাট জগদ্ধাত্রী পূজা।❤❤আপনারা আসলে বুজতে পারবেন কতটা আনন্দ করি আমরা❤❤
😊❤️
আগামী বছরের পূজাতে দাওয়াত দিবেন। ❤❤😊
Joy Burimaa🙏 love From Tripura
দাওয়াত না নিমন্ত্রণ@@opurbosdairy9695
খুব সুন্দর উপস্থাপনা। একজন কৃষ্ণনাগরিক ও মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিবেশী হিসাবে বেশ ভালো লাগছে যে আপনি খুব সহজ সরল ভাবে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমার একান্ত অনুরোধ যদি আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সনাতন ধর্ম রক্ষা, শাক্ত পূজা প্রচলন ও প্রসার ও তৎসহ নবদ্বীপের টোল চতুষ্পাঠী সহ সংস্কৃত চর্চার প্রসার নিয়ে একটি এপিসোড করেন তাহলে হয়তো অনেকেই মহারাজ কৃষ্ণচন্দ্র সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।
আগামীদিনে করবো। এক এক করে বাকিদের গল্প বলি 😊 সঙ্গে থাকবেন 🙏🏻
জমিদারি প্রথা শেষ হওয়ার কারনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল হিন্দুরা
একদম ঠিক বলেছেন
বাংলার হিন্দু হৃদয় যশোর সাম্রাজ্যের সম্রাট "প্রতাপাদিত্যের" নিয়ে video বানান
করবো
😂
Kire mollar baccha...ki holo@@nicolascage-r4u
Ki re আগাকাটা ??😂😂😂@@nicolascage-r4u
@@nicolascage-r4u আগা কাটা 😅😅
স্যার, আমি ইতিহাস নিয়ে পাঠরত প্রথম বর্ষের ছাত্রী, আমি আপনার ভিডিও গুলো নিয়মিতভাবে দেখি ও অনেক কিছু শিখছি আপনার থেকে।নবাব সিরাজ সম্পর্কে যদি একটা আলাদা ভিডিও করেন তবে গ
খুবই ভালো হয় ।
ইচ্ছা আছে দেখি জনগণ কী বলেন
@@Anirban_dasআমার তাই ইচ্ছা। নবাবের পিতা ও মাটির নাম সুনতে পাই না। যদি তার সম্বন্ধে একটা ভিডিও করেন ভালো হয়।
@@prabirkumarbanerjee5030 😊❤️
আপনার নিরপেক্ষতার জন্য অশেষ ধন্যবাদ। অনেক কিছু অজানা বিষয়ে জানলাম। বাংলাদেশ হতে ভালোবাসা রইলো।
সঙ্গে থাকবেন ❤️
ভাই রামপ্রসাদ সেন কে নিয়ে কথা গল্প আকারে চাই 😊 তোমার গল্প বলার ধরণ তো কোনো কথা হবে না ,এক কথায় অসাধারণ ❤
😊 আপনাদের ভালোলাগে-এটাই আমার পুরস্কার
@@Anirban_das অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো ❤❤❤ তবে গল্পটা চাই তাড়াতাড়ি 😊
অষ্টাদশশতাব্দীর প্রথমার্ধে শক্তিরউপাসক সাধক কবি 'বিদ্যাসুন্দর' র রচয়িতা কবিরঞ্জনা উপাধিতে ভুষিত রামপ্রসাদেরগান বাংলারজনমানসে ব্যাপকআলোড়ন ফেলেছিলো যা হিন্দুবাঙালীর মননে ভক্তিওশক্তির এই দুইয়ের ই বিস্তারকরেছিল | এক যুগসন্ধিক্ষনে সাধকরামপ্রসাদ আবির্ভূত হয়েছিলেন যখন বাংলারশাস*নক্ষমতায় কখনো নাসে*রীবংশ{মুর্শীদকুলি প্রভৃতি}আবার কখনো আ*ফসারবংশেরমু*সলিমরা{আলিবর্দি,সি*রাজ প্রভৃতি}শা*সন করছে | এমতা ব স্থায় সাধকরামপ্রসাদের ভক্তিগীতিযেন শক্তিরূপে হিন্দুপরিবারকেঅবক্ষয়ের হাত থেকেরক্ষাকরেছিল |
মাকালীকে-শ্ম*শানআর ডাকাতেরঘরথেকে গৃহস্থরঘরে ঢুকিয়ে হিন্দুবাঙালিপরিবারযেন সঞ্জীবনী প্রদানকরে নীরবেএক সামাজিকআন্দোলন ঘটানোর নিদারুনঅবদান সাধকরামপ্রসাদের |
জয়মাকালী 🚩🔱
Sadhak Ramprasad sen er bepare please kichu bolun dada... please..
খুব সুন্দর information, সাথে অসাধারণ উপস্থাপনা ❤
ধন্যবাদ 😊 please share
খুব ভাল। বলার ধরন অতি অপূর্ব। এরকম আর ও episode চাই।
সঙ্গে থাকবেন, এরকম পর্ব চলতে থাকবে। আর শেয়ার করতে ভুলবেন না 😊❤️
ইতিহাস জানা যেমন ভালো তেমন ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটাই আসল কাজ....তাই ওই রাজতন্ত্র যেন আর না ফেরে যদিও রাজতন্ত্র এখনো চলছে😅খালি সময়ের সাথে একটু মডার্ন রাজতন্ত্র চলছে... যাই হোক ভালো লাগলো ভিডিও টা।খুব ইনফরমেটিভ❤
❤️🙏🏻
অজানাকে জামতে কার না ভালো 1
ধন্যবাদ জানাচ্ছি আপনার এই পর্বের জন্য।
শেয়ার করবেন ❤️
নিশ্চয়ই দাদা নবাব ও মহারাজ কৃষ্ণচন্দ্রের বিষয়ে একটি ভিডিও তো দরকার ❤
😊 বেশ, হবে
@@sudiptopal2731 মহারাজা কৃষ্ণচন্দ্র সেই সময়ে যেটা বুঝেছিলেন বাঙালি আজও সেটা বুঝতে পারছে না
ভালো লাগলো
আপনি এতো সুন্দর বাংলা ভাষায় কথা বলেন আমি মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনি, বাকরুদ্ধ হয়ে যাই, ধন্যবাদ দাদা
তাম্রলিপ্ত শহরের তাম্রধ্বজ মহারাজের জীবন কাহিনী নিয়ে একটি পর্ব করুন খুব ভালো লাগবে# যে শহরটি এখন তমলুক নামে পরিচিত
তাম্রলিপ্তের ভিডিয়ো দেখেছেন?
@Anirban_das হ্যাঁ দাদা দেখেছি আপনার কোন ভিডিও আমি মিস করিনা
@Anirban_das কিন্তু তাম্র দোস মহারাজের জীবন কাহিনী আরো ডিটেইলসে জানালে ভালো হবে
@Anirban_das আপনি তাম্রলিপ্ত শহরে গিয়ে তাম্রধ্বজ বংশের এখনো যিনি আছেন উনার নাম দীপেন্দ্র নারায়ন রায় উনার সাথে কথা বললে পুরো জীবন কাহিনীটি জানতে পারবেন
কৃষ্ণচন্দ্রের অবদানে নবদ্বীপের রাস উৎসবের উল্লেখ না দেখে খুব হতাশ হলাম।
নবদ্বীপের রাস উৎসবের ইতিহাস নিয়ে একটি বড়ো ভিডিও তৈরির অনুরোধ করছি।
সব কি একসঙ্গে হয়?
krishno chondror udyoge e nobodwip er boishnob rash er utkhat koren, boishnob rash er poriborte shuru hoy shakto aradhona, ai karone nabadwip a ekhon rasher somoy shakto aradhona hoy, ar boishnob der rash sthan tyag kore santipur a sore gechilo.... bortoman nabadwip er rash boishnob der biruddhe sristi kora hoyechilo
@@Anirban_das Hoo hoi
Jj
দাদা বলছি দেশভাগের সময় কীভাবে হিন্দু নিধন করা হয়েছিল এপার ওপার দুই বাংলায়। সেটা নিয়ে একটি ভিডিও করবেন। অতীতের ইতিহাস জানতে চাই। 🙏🙏
দেশভাগের সময় দুই বাংলায়ই কি মুসলমান নিধন হয়নি? মানুষের মতো কথা বলতে শিখুন
নিধন দুই ধর্মেরই নিস্পাপ নিরীহ সাধারণ মানুষ হয়েছিল, যা ছিল ব্রিটিশদের আর পশ্চিমা পাকিস্তানি শাসকদের রাজনৈতিক এজেন্ডার ফসল। বর্তমানে এক পার্টির এজেন্ডা হলো হিন্দুদের কে ভুক্তভোগী Victim হিসেবে অতিত, বর্তমানে সবখানে উপস্থাপন করা। তাই অতীত ইতিহাস জানতে হলে অবশ্যই এই দাদার মতো নিরপেক্ষ দৃষ্টি নিয়ে জানতে হবে, বাক্তিগত মতামত, চিন্তা-চেতনার উপর কোনো স্বার্থন্নেশি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ফেলতে দেবেন না। ধন্যবাদ
হিন্দু নিধন 😂😂😂
কোলকাতায় কি পরিমান মুসলিম হত্যা করা হয়েছিলো সেটা জানতে চাও না??
হ্যাঁ হিন্দু নিধন যোগ্য নিয়ে দয়া করে কিছু লিখতে অনুরোধ করছি।
খুবই ভালো লাগলো আপনার উপস্থাপনা ❤ খুব সুন্দর ভাবে আপনি বিষয় গুলো তুলে ধরেছেন।
আর আমার মতে উনি ঠিক ছিলেন
সঙ্গে থাকবেন 🙏🏻
ভাই এককথায় অসাধারণ একটি গল্প য়া শুনে অনেকেই সমৃদ্ধ গোলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
শেয়ার করার অনুরোধ রইল ❤️
অসাধারন লাগলো শুনে😊
শেয়ার করার অনুরোধ রইল ❤️
Krishnachandra was a great patriot and saviour of Hindus.
😊
বাংলাদেশ থেকে ধন্যবাদ ❤❤❤
নিরপেক্খ ইতিহাস তুলে ধরার জন্য ❤❤❤
দুর্দান্ত এক পর্ব । ইতিহাসের খোঁজে বিভিন্ন লেখায় ইতস্তত ঘুরতে ঘুরতে আপনার সমৃদ্ধ পর্বটির দেখা পেলাম। যথারীতি লাইক- কমেন্ট- সাবস্ক্রাইব-এর ইচ্ছেটুকু নিয়ে নিলাম।
নবাব সিরাজকে আরো জানতে চাই। ভীষণভাবে জানতে চাই তথাকথিত ভাবমূর্তির বাইরে গোপাল ভাঁড়ের সত্য জীবন।
অসংখ্য ধন্যবাদ।
সঙ্গে থাকবেন, আপনাদের পাশে চাই
Khub bhalo laglo..amar husband keo share korlam..English mediumer bangalito tai nijer itihas sebhabe janena😂😂😂❤❤❤❤❤
তাঁর কেমন লাগলো জানাতে বলবেন। যেন ‘হাজব্যান্ড‘ লিখে দেন 😁
😂
ইতিহাস যাইহোক আর গল্প যাইহোক ভাই কিন্তু তোমার বলার ধরন আমার খুব পছন্দ হয়েছে 🙏😍😍
সঙ্গে থাকবেন ❤️
Please make videos regarding Pal dynasty, influence of Gupta dynasty in Bengal (Vanga, Anga & Kalinga).
❤️ সবই করবো এক এক করে
বাংলাদেশ থেকে শুভকামনা দাদা।
বাঙালি হিসেবে আমাদের ইতিহাস সম্পর্কে অনেককিছু জানতে পারছি।
Keep it up.
সঙ্গে থাকবেন 🙏🏻
বাংলার ক্রমে সমস্ত রাজা দের নিয়ে পর্ব... বাংলার সমস্ত নবাব ...... বাংলার ইতিহাস নিয়ে পর্ব চাই
ইচ্ছা তো আছে
সত্যি দারুন একটি ভিডিও ❤❤❤
চালিয়ে যাও!!!!
শেয়ার করবেন ❤️
" আজ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা , আসলে বুঝবেন আমরা কত আনন্দ করি " প্রসঙ্গে কটি কথা : আনন্দ তো করি , কতজনকে কষ্ট দিই ? রাস্তা ঘাট জ্যাম হয়ে কতজনের অসুবিধা হয় ? অসুস্থ মানুষ দের ডিজে সাউন্ড এর জন্য কত পিড়া সইতে হয় ? পূজা মানে তো ধ্যান , ধ্যান কৈ ? কৃষ্ণনগরের জ্বর আসে , জ্বর , সেই জ্বরে অনেক কৃষ্ণগর বাসি ভোগে । শুধু আবেগ আর বাহ্য আড়ম্বরের ফুট ফুটানি । শান্ত ভাবে ভেবে দেখার আবেদন রইলো বিবেচক দের প্রতি ।
অসাধারণ একটা ভিডিও দেখে অবাক হয়ে গেছে আসলে আমি কাছে ভালো লাগে এরকম ভিডিও অসংখ্য ধন্যবাদ বাংলাদেশথেকে
গোপাল ভাঁড়ের ঐতিহাসিক প্রামান্য নথিপত্র পাওয়া যায়নি।এ ব্যাপারে যদি কিছু আলোকপাত করেন তবে খুব ভালো লাগবে।
আচ্ছা 😊
কৃষ্ণচন্দ্রের "সভাকবি" ভারতচন্দ্র রায় গুনাকর তার কোনো লেখাতেই গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ করেননি আর সমসাময়িক কোনো নথিপত্রেই গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ পাওয়া যায়না। গোপাল ভাঁড়ের উল্লেখ প্রথম পাওয়া যায় বোধহয় বটতলার বইগুলোতে। গোপাল ভাঁড় আসলে বটতলার কোনো অনামী লেখকের সৃষ্টি আর সেই সম্ভাবনাটাই প্রবল।
@@prangos6072
কৃষ্ণনগরের ঘূর্ণিতে কিছু ( গোপাল ভাঁড়ের) দ্রষ্টব্য থাকলেও সেগুলি নিয়ে বিতর্কের সীমা নেই । এই বিষয়ে বটতলার বই নয় , কিছু বই লেখা হয়েছে।
সেখানে গোপাল ভাঁড়ের উত্তর পুরুষদের অনেক কথা আছে । আপনারা বইটি সংগ্রহ করে আরো এগোতে পারেন।
@@prangos6072tobe je gopal chondre bari ghor aigulo sobai dekhte jay...segulo ki..?bujhi na baba konta thik ke jane
@@sanhita5351 ওটা যে গোপাল ভাঁড়েরই বাড়ি, তার কোনো প্রমান আছে কি? গোপাল ভাঁড় চরিত্রটারই কোনো ঐতিহাসিক ভিত্তি নেই কারণ সমসাময়িক কোনো নথিপত্রেই ওনার নাম নেই। কোনো মানুষকে ঐতিহাসিক দাবি করলেই হয়না, তার প্রমাণটাও দিতে হয়। আগে এই সহজ কথাটা আগে বুঝতে শিখুন।
চন্দননগরে ফরাসি উপনিবেশের ও সেখানের বিপ্লবী কর্মকাণ্ডের বিস্তৃত তথ্যসহ ইতিহাস জানতে চাই, আজকের উপস্থাপনা খুবই সুন্দর
ধন্যবাদ 🙏🏻
Bhah Moner moto video ❤ er jannoi to apnar subscriber ❤
সঙ্গে থাকবেন এভাবেই ❤️
Ek kothay - khub bhalo ... informative ... logical ... analytical ... tar saathe sundor narrative.
Just ekta "KIND and HUMBLE" suggestion -
Jodi Sombhob hoy tahole ei narratives er majhe topic related personalities, places ba buildings er kichhu historic pictures ba images dekhate parle besh bhalo hobe bole mone hoy.
আপনার বাচনভঙ্গি অনবদ্য❤
বাংলাদেশ থেকে ভালোবাসা নেবেন❤❤
সঙ্গে থাকবেন ❤️
@@Anirban_dasহুম💝
খুব সুন্দর উপস্থাপনা...❤
সঙ্গে থাকবেন
মূল কথা হলো, কাঁটা দিয়ে কাঁটা তুলতে গিয়ে উনি সর্বনাশ করেছিলেন বাংলার।
😊
Na. Hindu der dharma raksha hoechhilo.
@@TulikaRay23তো ২০০ বছরের গোলামি কী ধর্ম রক্ষা😂😂😂😂
ভালো একটা কমেন্ট পেলাম যার রাজনৈতিক জ্ঞান আছে। ❤
তাতে কি আমরা তো মুসলমানদেরকে পরাজিত করতে পেরেছি। তাদের শাসক থেকে আমরা মুক্ত হয়েছি। মুসলমানদেরকে কখনোই রাজা হিসাবে মেনে নিতে পারব না।
daruun
ধন্যবাদ 🙏🏻
Amezing Video ❤
ধন্যবাদ please share
@Anirban_das Definitely I will share
একে তো আপনার ভিডিও নানা রকম তথ্যে সমৃদ্ধ থাকে, তার উপর আপনার বাচনশৈলী প্রত্যেকটা এপিসোডকে করে তোলে মনোমুগ্ধকর। ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই আমরা শ্রোতারাও সময় যাত্রায় বেরিয়ে পড়ি, আর আমাদের এই ঘটনাবহুল যাত্রাপথের সারথী অবশ্যই আপনি। ভালো থাকবেন আর আমাদের আরো ভালো ভালো ঐতিহাসিক ঘটনা শোনাবেন❤
ধন্যবাদ 🙏🏻 শেয়ার করবেন ❤️
@@Anirban_das অবশ্যই ☺️
অবশ্যই সিরাজকে নিয়ে আরেকটা এপিসোড করুন দেখার অপেক্ষায় রইলাম❤❤❤
😊
Siraj chilo ottachari.
@@sudiptaroy345 ingorag ra toh chilo doyalu!
@@sudiptaroy345take hotta korar por tar somondhe mithhe likhe rotano hoyeche . Oi jonno vul ta janen.
Tar bongser birodhi ra bah engrez ra nochoi tar prosongsa korbe na tai na ?
মল্লর রাজবংশ নিয়ে ভিডিও বানাবেন
❤️
আপনাকে ধন্যবাদ,সত্যটা তুলে ধরার জন্য 😊❤
কৃষ্ণ চন্দ্র না থাকলে এই বাংলা মুসলিম আধোষিত রাজ্যে পরিণত হত ।
মুসলিমরাই তোদের অসভ্য জাতি থেকে সভ্য করেছে আর তাদের দেয়া ভিক্ষা খেয়েই এখনো বেচে আছস
তুমরা হিন্দুরা তো খুব ভালো?
তখন পুরো বাংলাতে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ ছিল।
আসলেই, কৃষ্ণচন্দ্র না থাকলে বাকি অসভ্য মালুরাও সভ্য হয়ে যেতো আর ভারত আজ সভ্য জাতির তালিকায় স্থান পেতো
Sara Banglar Hindu ek hao
মহারাজ কৃষ্ণচন্দ্র একজন প্রজাদরদী, জ্ঞানী, হিন্দুপ্রেমী ধার্মিক রাজা হলেও, এই রাজপরিবারের উত্থান ও রায়শ্রেষ্ট প্রতাপাদিত্যের পতনে বিশ্বাসঘাতক ভবানন্দের ভূমিকা দুঃখজনক। এই বিশ্বাসঘাতকতা না ঘটলে, বাংলাতেই সর্বপ্রথম স্বরাজ স্থাপন হতো।
তা হয়তো ঠিক
@@Anirban_das pratapaditya nije kibhabe "rayshrstho" holen seta janen toh??? aschorjo!!! tar patane onner ''bishashghatakata" niye eto bhabna? tini nije ki sadhupirush??? what happened to pratapaditya is well deserved ,what you sow you reap the same and NOT only bhabananda the ancestor of saborno roy choudhury laxmikanto also fought against pratapadityo
Bal
@@DDUTTAKi kore hoyechhilo? Ektu bujhiye bolbe?
এই বিশ্বাসঘাতকতা দরকার ছিল।
সিরাজ মোটেই ভালো ছেলে ছিল না।
Sirajuddoula nawab hisab e khubi ojjogo chilo, eti ami akadhik historyer professorder kach theke sunechi. Tachara tar choritro khub bitorkito.
It's not wrong
বিতর্কিত তো বটেই
@@Anirban_das যে হলুএল মনুমেন্ট ভেংেগ ফেলতে চেয়েছিলেন,, তার কাছে সিরাজ নায়ক ছিলেন,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর বাঙলার ইতিহাস বইয়ে ও উল্লেখ করেছেন সিরাজের হাত থেকে কোনো মহিলার সতীত্ব ও কোনো ব্যক্তির ধনসম্পদ রক্ষা পায়নি।
আপনার এই মূল্যবান তথ্য দেওয়া র জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
🙏🏻
Khub sundar bishlesan
ধন্যবাদ❤️
Dada tomar ai vedio tao darun hoeyche, speaking style tao darun. Vedio gulor text ta website ta debar jonno dhonyobad. Kintu tumi ei year a je durga pujor vedio gulo dila (3 te vedio) tar text ta tomar website a dila khub e bhalo hoy. Tomar vedio gulo Amar exam preparation (Interview)as well as knowledge enhance Korea. Aktu urgently dila bhalo hoy. Thank u dada.
দেবো সময় করে। সঙ্গে থেকো আর শেয়ার করো ❤️
Sarhe Gopal var include korar request thaklo.
Upload হয়ে গেছে তো
নমস্কার জয় গুরু বন্দেপুরুষোত্তমম বাহ্ বাহ্ খুব ভালো লাগলো ভিডিও টা আমি ইতিহাস ও বাংলাপ্রেমী ছাত্র এই সব ভিডিও তে আমার খুব ঝোক।আর নাটোরের রানী ভবানী ও কৃষ্ণনগরের রাজাকে খুব ভালো লাগে সবচেয় প্রিয় এনারা আমার। এনাদের সম্পর্কে যতো জানি তত জানতে ইচ্ছা করে।মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গেতো দেখা হলোনা ইচ্ছা আছে ওনার ৩৯ তম বংশধর সৌমেশচন্দ্ররায় ও রানীমা অমৃতা রায়ের সঙ্গে দেখা করার।মহারাজা কৃষ্ণচন্দ্র রায় না থাকলে দেশের উন্নতি হতো না আর আমাদের সনাতন ধর্মের বাঙলাতে কোনো অস্তিত্ব থাকতো না। জয় শ্রীরাম, ভারতমাতাকি জয়, সনাতন ধর্মের জয়, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের জয় হোক🙏❤️🌹🇮🇳।
😊
Rong nei bole apnar onek nam,
Voy hoi lal ronge rangiye sobai komiye na dai apnar charm 😊
😁 রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে..
অনির্বাণ ,
খুব ভালো লাগলো
খুব সুন্দর উপস্থাপনা
সঙ্গে থাকবেন 🙏🏻
Siraj niye ekta video chai.
❤️
আপনারা কথা বলার ধরন আমার খুব ভালো লাগে। মনে হয় শুনেই যাই।❤
😊🙏🏻
যদি বিশ্বাস ঘাতকতা করে থাকেন সেটা মীরজাফর করেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র নন।মহান দেশীয় রাজা, মহারাজা কৃষ্ণচন্দ্র কে দেশীয় রাজাদের এবং এ দেশের হিন্দুদের ও হিন্দুধর্ম কে বিধর্মীদের হাত থেকে রক্ষা করার জন্য সহস্র প্রণাম। 🙏🙏🙏
মহারাজা কৃষ্ণচন্দ্র আপনি বাংলারবুকে চিরদিন আমার হয়ে থাকুন।
মহারাজা কৃষ্ণচন্দ্র জয় হোক।
😊
কৃষ্ণ চন্দ্র বিস্বাসঘাতক নয়, উনি রাজধর্ম ও নিজধর্ম রক্ষা করতে যা করার তাই করেছেন
বিশ্বাসঘাতক তো নিজের শিবিরের লোক জন ছিলেন ( সেনাপতি মীরজাফর )
এমন কি জগৎ শেঠ কেউ দোষ দাওয়া যায় না, সিরাজ ব্যাবসায়ী জগৎ শেঠ কে মারধর পর্যন্ত করেন
অযোগ্য প্রধানের যা হয় তাই হয়েছে
কৃষ্ণচন্দ্র ও সাঙ্গপাঙ্গরা বিধর্মীর হাত থেকে বাংলাকে বিদেশীদের হাতে তুলে দিলেন। ইংরেজের অনুগ্রহে উচ্চবর্ণের বাঙ্গালি ফুলে ফেঁপে লাটুবাবু হল, বাঙ্গালি কৃষক গোবিন্দ সামন্ত হয়ে বিনাশ প্রাপ্ত হল। সুকান্তের গাঁয়ের বধুকে স্মরণ করুন।
কিন্তু তথ্যাবলি বিপরীত কথা বলছে।
কৃষ্ণচন্দ্র দেশদ্রোহী, বেইমান ।
দাদা, রাজা পিথুকে নিয়ে একটা video বানান দয়া করে 🙏🙏 love your work ❤❤
❤️🙏🏻
দাদা আপনার তথ্য এবং উপস্থাপনা খুবই ভালো লাগে তবে, ভুল Thumbnail দিয়ে বিভ্রান্ত করবেন না। জানি Google এ search করলে কৃষ্ণচন্দ্রের এই ফটো টিই আসে তবে ভেবে দেখুন camera আবিষ্কার হয় 1816 সালে আর কৃষ্ণচন্দ্রের মৃত্যু হয় 1786 সালে। আনন্দবাজার পত্রিকায় এই ছবিটি ভুল দর্শানো হয় যা এক জমিদারের ছবি, এই ছবিই পরে প্রচলিত হয়ে যায়।
Right. Google is not very reliable.
মহারাজ কৃষ্ণচন্দ্রকে আমার শতকোটী প্রণাম। তোমার এই ভিডিওটি রাজা কৃষ্ণচন্দ্রকে (আমার একাদশ শ্রেণির ছাত্র)শেয়ার করলাম ।
অনেক ধন্যবাদ ভাই
সিরাজ কে নিয়ে পর্ব চাই
শেয়ার করা চাই 😁
গোপাল ভার এর সব চরিত্র ও তাদের অবদান, অস্তিত্ব নিয়ে ভিডিও চাই
❤️
ইতিহাস বিকৃত করেছে
ইতিহাস লুকানো হয়েছে। হিন্দু রাজত্বে নবাব কোথেকে আসল।
Sutal , Mughal Ra Hindu chilo naki?😂😂
Bolod... uneducated
নবাবের আন্ডারে এসব রাজারা ছিলেন।
Darun Dada! Ajke apnar video first dekhlam,, khub bhalo laglo, apnar voice, hard work, researching capacity and capability, way of speaking amake montromugdho kore diyechhe,, sob miliye boltei hobe apnar arena te apni better than best ❤❤ Subscribed 👍
ভালোলাগলো.. আপনাদের কাছে পৌঁছতে পারাই আমার একটু এগিয়ে যাওয়া। আশাকরি নিয়মিত কমেন্ট দেখতে পাবো। সঙ্গে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন 🙏🏻
অবশ্যই, ধন্যবাদ দাদা, আমাদের ঋদ্ধ করার জন্য।
@@FilmiZoneofRishiSuniel ❤️
Nabadwip er History niye ekta video koro dada
❤️
আপনার ভিডিও অনেক ভালো লাগে। বাংলাদেশ থেকে ❤
Oi chobi ta krishachander noi internet anek jaigai use kara hoi kintu bhul chobi. Maharaja Krishnachandra died in the year 1783.
Daguerrotypists set up shop in Calcutta from the 1840 s, the Daguerrotype being introduced world wide in 1839 CE.
আনন্দবাজারেও দেখলাম এই ছবিই ব্যবহৃত হয়েছে। তাই ভিডিয়োতে প্রোট্রেট হিসেবে ছবি ব্যবহৃত হয়নি
এই ছবি নবাব সলিমুল্লাহর
@@Anirban_das Dada Siraj ud dulah moteo bhalo nawab chilen . Maharaja Krishnachandra Jodi oye time e british der support na korto tahole aj bangla bengal sultanate hoto. Amra Bhartio hisab e thakte partam na
@@crazyvlogs4111পণ্ডিত আমার, হোয়াটস্যাপ ইউনিভার্সিটি র জ্ঞান দিতে এসে গেছে।
Yes bro
Darun laglo ❤ Nadia Barajaguli Theke bolchi ❤
Waiting for a video on Shiraz
আপনারা চাইলে করতেই হবে
রাজা কৃষ্ণন্দ্রের বাঙ্গালী হিসেবে সঠিক ছিলেন 🎉🎉🎉
ঠিক ভুলের হিসেবটা আপেক্ষিক । যে যেভাবে দেখেন
মালা উন
@@TanvirAhmed-Daddynerey kata arabic outsider converted mollah .
@@saswatabiswas3342 mala un ch,oda m,u,tro,khor,er sh,ontan,সোনা তন er goa mari ami
@@saswatabiswas3342haa re tora eto tai bodjaat j nijer bhul ta o dekhte pashna, Ti to modir gu kheye achish r bolchis halwa, shala chaddi chap Pindu
অনেক কিছু জানতে পারলাম...❤
🙏🏻
সিরাজদ্দৌলা নিয়ে একটা পর্ব চাই, সিরাজদ্দৌলা কী অত্যাচারী ছিলেন? নাকি আর সব রাজা বাদশার মতই তার ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করেছিলেন, সেটা নিয়ে বিস্তারিত পর্ব হোক।
❤️
অখণ্ড ভারতের যোগ্য শাসক মুসলিমরাই ছিল🥺। সনাতনীরা মিলে এবং এক মীর জাফরের বিশ্বাস ঘাতকতার কারণেই প্রায় দুইশো বছরে ইংরেজরা ভারতকে ফতুর করে ছেড়েছে 😤সনাতনীদের মুসলিম বিদ্বেষের ফল অভিশাপ হয়ে নেমে এসেছিল গৌরবময় ভারতবর্ষের উপর 🥺। মোঘল আমলে ইংরেজরা ভারতে আসার স্বপ্ন দেখতো। তখন বিশ্বে ভারত এতটাই উন্নত ছিল 😢। আর এখন ভারতীয়রাই আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে। ইংরেজরা দুইশত বছর ভারতকে শোষণ করে বিতাড়িত হওয়ার সময় ভারতবর্ষকে কয়েক টুকরো করে গেছে🙄। সনাতনীরা মুসলিমদের প্রতি হিংসার ফলেই ইংরেজরা এই সুযোগ কাজে লাগিয়েছে। অখণ্ড ভারত রক্ষায় মুসলিম শাসকরা বীরের মত শহীদ হয়েছে তবুও ইংরেজদের কাছে মাথা নত করেনি 🥺যেমন টিপু সুলতান ও আরো অনেকে। মুসলিম শাসকদের এত আত্মত্যাগের পরেও সনাতনীরা মুসলিমদের সাথে বেঈমানি করেছে😡। অতঃপর ইংরেজরা ভারত শোষণের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, যেমন কর্ম তেমন ফল😤।
Na. Jante chai na.
Right 👍👍
খুব ভালো লাগলো। এই ধরনের কাহিনী আরো জানতে চাই
আসবে, সঙ্গে থাকবেন ❤️
মহারাজ কৃষ্ণচন্দ্র জিন্দাবাদ ❤
❤️
Fucking ypur mom
এই ধরনের ঐতিহাসিক খবর পাওয়া জন্য ধন্যবাদ
সঙ্গে থাকবেন ❤️
Joi raja krishno chandrer Joi 🙏🏽
Ami mone kori raja krishno Chandra chilo bolei vharot a muslim rajar der rajottor somapto hoyechilo r engrej ra esechilo
😊
মুসলমান নবাব গেল ইংরেজ দেওয়ান এল। সাদা চামড়া বলে কথা!
বাংলাদেশ থেকে দেখছি ভালোই লাগে আপনার ভিডিও ❤
সঙ্গে থাকবেন ❤️
সিরাজ পর্ব হোক
বেশ
Khub bhalo laglo dada ❤️ tomar kotha gulo khub sundor lage love you dada God bless you
Tumi sob somoy bhalo theko sustho theko ar eii bhabei amader sokolke anondo diye jao onek onek bhalobasha roilo
এভাবেই পাশে থেকো ❤️
Siraj ud daula ka nie video ta nia khub excited
বেশ ❤️
Shiraj ud dawlar jibon niye video chai
love from Bangladesh
I am from Bangladesh 🇧🇩
Excellent vedio
Amio gopal vhar dekhi
apnader kachhe raja krishnochandra villain amader kachhe savior
@@Deb_deCoder Hmm tar jonno 200 bosor british ra sason korlo
Aita apnar kache valo chilo?
British ra je 200 bosor sason korse oi ta apner kache valo lagse?
Ekdin gopal bharkeu adday niye asun.
আসবো, অনেকদিন ধরেই ভাবছি
Again an incredible presentation Anirban.
Please prepare a presentation on Nawab Siraj..
সঙ্গে থাকবেন, আসবে ❤️
আমি কৃষ্ণনগরের বাসিন্দা ... ভিডিওটি দেখে খুব ভালো লাগলো ❤
শেয়ার করবেন। ❤️
What did Krishna Chandra reportedly do to ascend the throne and get rid of Siraj, the stupid , cruel, haughty lumpen, were absolutely need based, logical and right in all respect.
Thanks for your such novel effort.... Wishing you GODSPEED 🙏
কৃষ্ণ চন্দ্র শেষ জীবন ভালো কাটবে কি করে সে নিজের ভালো জন্য বাংলা তথা পুরো দেশেটাকেই অত্যচারীদের হাতে তুলে দিয়েছিল , শেষে তার ও তাকে শান্তি দেয়নি। যাই হোক আজকের গল্পটা খুব সুন্দর ছিল
অসাধারণ দাদা।যেমন বলার ধরন তেমনি অসাধারণ উপস্থাপনাগুলো।অনেক অজানা ইতিহাসগুলো যা বই এ পড়া হয়নি সেগুলো কি সুন্দর গল্পের মতো বলো । সত্যিই আমার খুব ভালো লাগে।
সঙ্গে থেকো, শেয়ার করো 😊❤️
একদম সিরাজের ওপর video চাই
বেশ 😊
ভীষন ভীষন ভাল লেগেছে।
কৃষ্ণচন্দ্রের ভালো মন্দ তো বললেন, এবার সিরাজের একটা এপিসোড করুন শিগগিরই, আশা করি তাদের ইতিহাস বিকৃত করবেন না, যেগুলো সত্যি সেগুলোই তুলে ধরবেন, অপেক্ষায় রইলাম দাদা, বাংলাদেশ থেকে
সিরাজ বাঙালি নয়, ওর চোদ্দগুষ্ঠী বাঙালি নয়
আলীবর্দী ছিল তেলেগু ব্রাহ্মণ সন্তান
ওদের রাজ্য telengana
🙏🏻
দাদা বর্ধমান রাজবংশ আর ত্রিপুরার বর্মন বংশের ইতিহাস চাই প্লিজ ❤❤
❤️
বিশ্বাসঘাতক আবার কি? প্রথমত, ইনি কি সিরাজের বিশ্বাসভাজন ছিলেন? তাছাড়া সিরাজ বা আলিবর্দী কি বাঙালি ছিলেন? ওরা ভারতীয় ও ছালেন না।
ব্রিটিশদের ক্ষেত্রেও একই কোথা প্রযোজ্য
@Anirban_das সে ঠিক। তবে ইংরেজদের ১৯০ বছরের মধ্যে তাড়ানো গেছে। কিন্তু মধ্যপ্রাচ্যীয়দের সহসা তাড়ানো যেত কি না সন্দেহ। ওরা গেড়ে বসে ছিল। কাটা দিয়ে কাটা তোলার মত ব্যাপার।
একদমই ৎ মুঘল যুগে র আগে থেকেই মুসলিম শাসকরা ভারতবর্ষে আসেন মন্দির, মানুষের ধনসম্পদ লুন্ঠন করার জন্য। পরবর্তীতে ওরা ঘাটি গেড়ে বসে গেছে এবং যুদ্ধ জয়ের পর হিন্দু দের জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ,গুরুকূল ধ্বংস করেছে।
বাংলায় জন্মগ্রহণ করার কারণে সিরাজ বিশ্বে প্রচলিত নাগরিকত্বের সাধারণ নিয়ম অনুযায়ী বাংলার নাগরিক ছিলেন।
কৃষ্ণচন্দ্র আইন অনুযায়ী সিরাজের অধীনস্থ খাজনা আদায়কারি জমিদার ছিলেন। অধীনস্থ কর্মচারীদের বিশ্বস্ততায় ভরসা করেই প্রশাসন চলে, এখনও। শাসকের বিশ্বাসভঙ্গ করলে শাস্তি হয়, এখনও
@@fullaranagAj o achhe.
খুব ভালো লাগলো। ভারতের ইতিহাস নিয়ে আরও ভিডিও করার অনুরোধ রইলো।
❤️
বহিরাগত শব্দটা এখন খুব চলছে। ভারত তথা বাংলায় বহিরাগত কে ছিল, বিদেশী নবাব সিরাজউদ্দৌলা নাকি ভূমিপুত্র কৃষ্ণচন্দ্র ? বহিরাগতর বিরুদ্ধে লড়াটা কোন লজিকে বিশ্বাসঘাতকতা কি হয়ে গেল ??
প্রথমত ‘ বিশ্বাসঘাতক ‘ এরকম সিদ্ধান্তে আমরা আসিনি। আর দ্বিতীয়ত আপনার যুক্তির উত্তরে প্রতিযুক্তি হতে পারে - উপযাচক হয়ে বিদেশি ইংরেজদের হাতে দেশমাতৃকাকে তুলে দেওয়া বা দিতে চাওয়া, কোন দিক থেকে বীরত্ব ও দেশপ্রেমের পরিচায়ক?
@Anirban_das ,
উত্তর খুব সহজ। শত্রুর শত্রু স্বার্থের খাতিরে স্বাভাবিকভাবেই বন্ধু। পুঁজিবাদী আমেরিকা এবং সাম্যবাদী রাশিয়া দুজনেই এই নীতিতে বিশ্বাসী।
সিরাজউদ্দৌলা বিদেশী ছিল কিভাবে জানলেন? আমার জানামতে তার পূর্বপুরুষ মুর্শিদ কুলি খাঁর জন্ম বাঙালি হিন্দু পরিবারে, অন্য সকল বাঙালি মুসলিমের মতোই। সে হিসেবে উভয়ই ভূমিপুত্র।
আপনাদের মতো extremist রাই দেশ বিভক্ত করছেন
সিরাজ উদ্দুলা যেরকমই হোক lord ক্লাইভ এর মত কোটি কোটি টাকা uk তে পাচার করেনি
এই বিষয়ে kamdev বলে yt channel সুন্দর video বানিয়েছে
আর কৃষ্ণচন্দ্র রায় সত্যি বাংলার কলঙ্ক
এরা নবাবকে খিস্তি মারবে এটাই স্বাভাবিক।ইতিহাস না পড়া মানুষ এরা।
অসাধারণ লাগলো দাদা। গোপাল ভাঁড়কে নিয়ে একটা পর্ব করলে ভালো হয়।
করবো, সঙ্গে থাকবেন। ❤️
Bangla toh paradhin hoyeche sei sen bangsher patoner por e tar pore abar shadhin kobe holo?🙂
পালদের সরিয়ে দখল করলো দক্ষিণ থেকে আসা সেনরা। সেই যুক্তিতে সেনদের আমলে বাঙালি স্বাধীন কী প্রকারে?
@Anirban_das tao tara bharotio ar ak Sanskrit er mil chilo,atotayi bahira gatoh dakat toh na
@@Anirban_das তাহলে প্রকৃত বাঙালি কারা ছিল?এতসব মিশ্রণের আগে।যখন নাকি বাংলা স্বাধীন ছিল।
Khub bhalo laglo.Nati Bhai carry on.God bless you ❤❤❤
🙏🏻❤️
জয় হোক মহারাজা কৃষ্ণ চন্দ্র রায় এর
🙏🏻