আদাপ ভাই, আশা করি ভাল আছেন আমার একটি প্রশ্নঃ - আমি একটি ১৪৪ ধারায় মামলা করেছি এবং আদেশ হয়েছে। আদেশে লেখা আছে, ধার্য তারিখে নুথি পেশ করা হলে প্রতিবেদন নথিতে আছে ১ম পক্ষ হাজির ২য় পক্ষ হাজির হয়ে জবাব দাখিল করেছেন দেখলাম। উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীকে শুনলাম Ac(L) এর প্রতিবেদন পর্যালোচনায় উভয় পক্ষ নিজ নিজ ভূমিতে শান্তিপূর্ণ দখলে আছে মর্মে পরলক্ষিত হয়। ফলে মামলায় ১৪৪ ধারার উপাদান বিদ্যমান না থাকায় মামলাটি নথি জাত করা হলো। এখন মামলাটি কার পক্ষে গেল? এবং বিবাদি বলে মামলাটি তাদের পক্ষে ও তারা জোর পূর্ব্বক দখলে এসেছেন এখন কী করতে পারি? জানালে অনেক উপকৃত হব...
Thanks
v
আদাপ ভাই, আশা করি ভাল আছেন
আমার একটি প্রশ্নঃ -
আমি একটি ১৪৪ ধারায় মামলা করেছি এবং আদেশ হয়েছে।
আদেশে লেখা আছে,
ধার্য তারিখে নুথি পেশ করা হলে প্রতিবেদন নথিতে আছে ১ম পক্ষ হাজির ২য় পক্ষ হাজির হয়ে জবাব দাখিল করেছেন দেখলাম।
উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীকে শুনলাম Ac(L) এর প্রতিবেদন পর্যালোচনায় উভয় পক্ষ নিজ নিজ ভূমিতে শান্তিপূর্ণ দখলে আছে মর্মে পরলক্ষিত হয়। ফলে মামলায় ১৪৪ ধারার উপাদান বিদ্যমান না থাকায় মামলাটি নথি জাত করা হলো।
এখন মামলাটি কার পক্ষে গেল?
এবং বিবাদি বলে মামলাটি তাদের পক্ষে ও
তারা জোর পূর্ব্বক দখলে এসেছেন
এখন কী করতে পারি?
জানালে অনেক উপকৃত হব...