উদ্দেশ্য ও উদ্দ্যোগ দুটোই ভালো কিন্তু সরকারি অফিসগুলোর অনলাইন ওয়েবসাইটগুলো কিছু কর্মচারী নিজেদের আয়ত্তে রাখার জন্য এর ব্যবহার নিয়ন্ত্রণ করে, ফলে অনলাইনে কাজ যথাযথভাবে সম্পন্ন করা যায় না, সরাসরি অফিসে যেতে বাধ্য হতে হয়। এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতেই হবে। এমন একটি উদ্যোগের জন্য সাধুবাদ।
ভালো উদ্যোগ। সরকারী, বেসরকারী এবং সব ধরনের লোকদের জন্য অন লাইনে বিভিন্ন উদাহরনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআর এর পক্ষ থেকে প্রয়োজনীয় ভিডিও সম্প্রচার করার জন্য অনুরোধ করছি।
দুই বছর আগেও অনলাইনে ফরম ফিলাপ করে অফিসে গিয়ে জমা দিতে হত। ভোগান্তির কারণে গত বছর ফিজিক্যালি জমাই দেইনি, শুধু অনলাইনে দিয়েছি। এবার আর যেতেই হবে না, দারুণ!
Great initiative sir...! Also, liked the way you have explained the process and working of the system. Automatic capture of all "at source taxes from all income/interest earning on investment and BRTA car tax etc." are amazing and will surely make tax filing easier. Once common taxpayers discover how easily and with less effort one can do tax filing and get acknowledgement/receipt online, this will surely encourage many people to file tax online. I sincerely pray for the success of this initiative...!
স্যার অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল এর জন্য একটা সুযোগ দিন। অনেকেই আমরা না জেনে টি সার্টিফিকেট করেছি। কিন্তু বাতিল করতে পারতেছি না। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের অনেকেই না জেনে টি সার্টিফিকেট করেছি।এখন বাতিল করার জন্য অনলাইনে একটা সুযোগ চাই
eReturn এর সাথে কি আনুষাঙ্গিক documents upload করা যায় কিনা? এটা করা না হলে Tax office এর কর্মকর্তা গণ ফাইল পাওয়া যাচ্ছে না বলে টাকার ধান্ধায় থাকে। Document upload করা গেলে এই উদ্দোগ সফল হবে।
If a person's file is ok, please ensure the certificate from online bcz main corruption happen when we ask for the certificate. Even if someone is ok, the tax officials make issues and make people suffer and ask for money.
Payment now option is not working. Completed e return but couldn't submit because payment now option is not working. Without full payment, how can I submit my return. Called service centre. No one responds. I am disappointed. Thank you and regards
মোবাইল নম্বরটা নিজের বা স্পাউজ বা ছেলে-মেয়ের নামের যেকোন একটা হলেই চলবে - এই নিয়মটা চালু করা যায় কিনা। কারণ অনেকক্ষেত্রে পরিবারের কর্তা নিজ নামে একাধিক সিম নিয়ে পরিবারের সদস্যদেরকে ব্যবহার করতে দেন।
২৪ ঘন্টা হটলাইন চালু রাখার ব্যবস্থা করেন। ১ কোটি মানুষও যদি ট্যাক্স দেওয়ার প্ল্যান করেন, পাগল হয়ে যাবে অনলাইনে। কয়েকটা নাম্বার রাখেন ২৪ ঘন্টা। যাতে মানুষজন বিরক্ত না হয়। ট্যাক্স নেওয়া দরকার আপনাদের, জনগণের না। তাই আপনারাই এই হটলাইন ভালোভাবে চালু না করলে লাভ কম হবে।
Source Tax, AIT input deya jai nah!! Apni neje age Online Tax return den, dento nah, janben kottheke! Neje konodin tax return disen? Sara jibon shudu certificate tai nisen
all of business man hopes that good behebahour from NBR , customs exercise vat department .what can you stop their personal demand. than increase revenue
অনলাইনে দিতে পারলে মানুষের ভোগান্তি কমবে।।৷
ভালো উদ্যোগ।
amon sadhinotai ki cheyesilam? 😢 😆
খুবই ভালো উদ্যোগ
উদ্দেশ্য ও উদ্দ্যোগ দুটোই ভালো কিন্তু সরকারি অফিসগুলোর অনলাইন ওয়েবসাইটগুলো কিছু কর্মচারী নিজেদের আয়ত্তে রাখার জন্য এর ব্যবহার নিয়ন্ত্রণ করে, ফলে অনলাইনে কাজ যথাযথভাবে সম্পন্ন করা যায় না, সরাসরি অফিসে যেতে বাধ্য হতে হয়। এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতেই হবে। এমন একটি উদ্যোগের জন্য সাধুবাদ।
স্পট অন। ইচ্ছে করে অনলাইন সিস্টেম ডিজাইন করা হয় যেন ঘুরেফিরে অফিসেই যেতে হয়। আর অফিসে গেলেই তো ঘুষ আর হয়রানি।
@@arifrahman297 100% thik
Server all time bondho kore rakhe, apni jeno online e income tax return na korte paren, sob gush khorer dol
অন লাইনে আয়করের রিটার্ন দাখিলের জন্য এনবিআর এর পক্ষ থেকে প্রয়োজনীয় ভিডিও প্রচার করার জন্য অনুরোধ করছি।
I submitted an e-return in the previous year. It was very easy and convenient. Thanks for this initiative.
Kon link a dhukte hobe via
ভালো উদ্যোগ। সরকারী, বেসরকারী এবং সব ধরনের লোকদের জন্য অন লাইনে বিভিন্ন উদাহরনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআর এর পক্ষ থেকে প্রয়োজনীয় ভিডিও সম্প্রচার করার জন্য অনুরোধ করছি।
চেয়ারম্যান সাহেব মিষ্টি মধুর বক্তব্য দিলেন, কিন্তু তার অধিনস্তদের দুর্নিতি বন্ধের কোন কথা বললেন না !
অফিসে গেলে চেয়ার টেবিল থেকে সবাই টাকা নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন
পুলিশ ও ভূমি অফিসের দূর্নীতির থেকে আয়কর বিভাগ সবথেকে এগিয়ে
সুন্দর উদ্দোগের জন্য ধন্যবাদ।
টিন নাম্বার নয় এনআইডির মাধ্যমে রিটার্ন দাখিল করার সুবিধা থাকা উচিত।
দুই বছর আগেও অনলাইনে ফরম ফিলাপ করে অফিসে গিয়ে জমা দিতে হত। ভোগান্তির কারণে গত বছর ফিজিক্যালি জমাই দেইনি, শুধু অনলাইনে দিয়েছি। এবার আর যেতেই হবে না, দারুণ!
উনার গ্রামের বাড়ি আমার বাড়ির পাশে,আমি গর্বিত উনি অনেক ভালো মনের মানুষ।
Very very good! Waiting for a wonderful Bangladesh.
চমৎকার!
Great initiative sir...! Also, liked the way you have explained the process and working of the system. Automatic capture of all "at source taxes from all income/interest earning on investment and BRTA car tax etc." are amazing and will surely make tax filing easier. Once common taxpayers discover how easily and with less effort one can do tax filing and get acknowledgement/receipt online, this will surely encourage many people to file tax online. I sincerely pray for the success of this initiative...!
Very good idea
Thank you very much for your kind of information for this issue to pay our returns to government
অনলাইনে টিন সার্টিফেকেট বাতিল করার নিয়ম চালু করুন 🙏
স্যার অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল এর জন্য একটা সুযোগ দিন। অনেকেই আমরা না জেনে টি সার্টিফিকেট করেছি। কিন্তু বাতিল করতে পারতেছি না। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের অনেকেই না জেনে টি সার্টিফিকেট করেছি।এখন বাতিল করার জন্য অনলাইনে একটা সুযোগ চাই
একমত
একমত
eReturn এর সাথে কি আনুষাঙ্গিক documents upload করা যায় কিনা? এটা করা না হলে Tax office এর কর্মকর্তা গণ ফাইল পাওয়া যাচ্ছে না বলে টাকার ধান্ধায় থাকে। Document upload করা গেলে এই উদ্দোগ সফল হবে।
please give TIN certificate electronically.
ভালো কথা। তবে আপনার রেকর্ডটাও চেক করা দরকার।
Great job
ই- রিটার্ন রেজিস্ট্রেশন এর জন্য মোবাইল নাম্বারে ওটিপি নাম্বার আসছে না।
অনলাইনে কর দেয়া কঠিন,, সহজ করুন,, থানায় থানায় মেলা ও সহজে একজন লোক সবাই কে লিখে দিবে, নিয়োগ দেওয়া হউক,,,
Very Good initiative. intragrate with more gov't service. make it in a way so people must have to pay tax to get gov't service.
Very good initiative
আলহামদুলিল্লাহ
যাদের করযোগ্য আয় নেই, তাদের হয়রানি করবেন না। যারা গত ষোল বছর সুবিধাভোগী ছিল, তাদের আগে ধরেন। এতে দেশ দ্রুত উন্নতি করবে।
Good Job
সরকারী কর্মচারীদের জন্য IVAS সিস্টেমটা একটু ডিটেইল বললে ভালো হতো। চালানের কপিটা কিভাবে দেয়া যাবে?
If a person's file is ok, please ensure the certificate from online bcz main corruption happen when we ask for the certificate. Even if someone is ok, the tax officials make issues and make people suffer and ask for money.
Good 👍🏼 job 👏
Josss
এটি open করার ভিডিও দিলে ভালো হতো।
তাহলে আয়কর আইনজীবীদের কাজের ক্ষেত্র কমে যাবে !
তা ঠিক। আয়কর আইনজীবীদের প্রয়োজনীয়তা কমে যাবে হয়তোবা। উনাদের ভিন্ন কর্মে লিপ্ত হওয়ার প্রতি আহ্বান রইল।
nare vai, audit to bondho hobe na
Brilliant 👏
I'm trying, but facing some problems adjustment TDS, AIT.
ব্যাংকের সেভিংস একাউন্ট থেকে যে টিডিএস কাটে তা সন্নিবেশ করা হলে রিটার্ন নিচ্ছে না | একটু যদি এই বিষয় টা দেখতেন
স্যার সপ্তাহে ৬ দিন আমাদের কাজ করতেই হবে। আর এটা আগামী কাল থেকে সব সরকারি বেশরকারি অফিসে।
দোকানে তো রিটার্ন ভাউচার দে না
এই টার কোন ব্যবস্থা নেওয়া যায় না!!
অনলাইন ফর্মেট এবং কাগজের ফর্মেটে আকাশ-পাতাল পার্থক্য
আপনি নিজে অনলািইন রির্টান দিতে পারেন কি না দেখুন । আমি 17/09/2024 তারিখ চেষ্টা করেছি পারছি না সাইট ডাউন
Good
সবাই তো অনলাইনে দিতে পারে। আয়কর অফিস গেলে টাকা ছাড়া কোনো কাজ হয়। করকর্মতা করদাতাদের নানান ভাবে আয় রানি করে। সেটা বন্ধ করা দরকার অনলাইন বেজ করা দরকার
Call center 24/7 might be a good initiative to serve the purpose & proper solution.
Payment now option is not working.
Completed e return but couldn't submit because payment now option is not working. Without full payment, how can I submit my return. Called service centre. No one responds. I am disappointed. Thank you and regards
Great
Wonderful 🎉❤
মোবাইল নম্বরটা নিজের বা স্পাউজ বা ছেলে-মেয়ের নামের যেকোন একটা হলেই চলবে - এই নিয়মটা চালু করা যায় কিনা। কারণ অনেকক্ষেত্রে পরিবারের কর্তা নিজ নামে একাধিক সিম নিয়ে পরিবারের সদস্যদেরকে ব্যবহার করতে দেন।
দয়া করে শুল্ক আইনের বৈষম্য দূর করুন।
Make the document easy enough... Is there a English version... Appreciate it very much😊what's the website URL😅
যদি অনলাইনে দেওয়া যায় তাহলে আর ঘুষ লাগবে না এখন প্রতী কাগজে 1000 টাকা করে দিতে হয় প্রতি মাসে
ট্যাক্স এর ওয়েবসাইট এর কোনো অপশন ই তো কাজ করে না টিকমতো, সার্ভার ডাউন, ইরর হয়ে বসে থাকে😅😂
সাইনিন নিচ্ছে না কি ভাবে সমাধান পাব
ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছি, কী সমাধান, যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না
২৪ ঘন্টা হটলাইন চালু রাখার ব্যবস্থা করেন। ১ কোটি মানুষও যদি ট্যাক্স দেওয়ার প্ল্যান করেন, পাগল হয়ে যাবে অনলাইনে। কয়েকটা নাম্বার রাখেন ২৪ ঘন্টা। যাতে মানুষজন বিরক্ত না হয়। ট্যাক্স নেওয়া দরকার আপনাদের, জনগণের না। তাই আপনারাই এই হটলাইন ভালোভাবে চালু না করলে লাভ কম হবে।
বুঝাই যাচ্ছে যে জনাব আব্দুর রহমান খান সাহেব একজন সুশিক্ষিত মানুষ।
Tax Payer-গণ দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের নিপীড়ন থেকে কিভাবে আত্মরক্ষা করবে এবিষয়ে জ্ঞান দান করুন।
Source Tax, AIT input deya jai nah!!
Apni neje age Online Tax return den, dento nah, janben kottheke! Neje konodin tax return disen? Sara jibon shudu certificate tai nisen
দেশের ৫% ভোগান্তির অবশান হবে ডিজিটাল ই
all of business man hopes that good behebahour from NBR , customs exercise vat department .what can you stop their personal demand. than increase revenue
কাজ করা যাচ্ছে না
What if a tax payer doesn't have NID?
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করার অপশন চালু করা হোক এই চ্যানেলের মানিক কে বলছি এনবিআর কে জানিয়ে দিন
Rauf sir
N B R Totaly Coraft
Noakhali 😂 r Naki
এরা ঘুশ খাবে কিকরে?
Chor er chor , every year you staff take money from me : md Jalis mahmud, AD .take 37000 taka from me.. etc
চমৎকার!