রাজাকার রা বাংলাদেশ ছাড়ার আগে শরীরের স্পাম ছড়িয়ে গেছিলো ভারতের চাল আতা খেয়ে ডাক্তার হলে কি হবে DNA বাংলাদেশ সরকার পারি নি সরাতে,তার ফল বঙ্গবন্ধুর মেয়েকে দিতে হচ্ছে।😅😅😅😅😅
তুই একটা পাগল রে ভাই যে বাবা তোরে জন্ম দিয়েছে বাবা মারা যাওয়ার দুই বছর পরে তুই তোর বাবাকে ভুলে যবি। বাবার নামে দোয়া ও করবো না। তখন ভারত সাহায্য করেছিল তার স্বার্থের জন্য। ওকে ভারত আমাদেরকে সাহায্য করছে আমরা প্রতি কৃতজ্ঞ।
@@yuvraj35929Oh bdk , kangla tu hoga...jyada heropanthi mat dikha..tere jaise logo ka BC idhar bhaukne ka koi jarurat nahi hai..jo chiz samajh na aaye waha muh kholge to gaand fat jayegi .
Freedom is precious thing my friend. সমস্ত বাংলাদেশি ভাই বোনদের বলতে চাই ভারতবর্ষ থেকে, we see Bangladesh as friend not a enemy we have nothing but love for you people. Our culture our history something you should not forget because that's what makes us together. People to people we have to improve our relationship 🇧🇩❤🇮🇳
" স্বামী" র জন্য "স্ত্রী" র অথবা "স্ত্রী"র জন্য "স্বামী"র "মধুর সম্পর্কের" প্রতিদান, আত্ম দান, অথবা আত্ম ত্যাগ ??? ( disclaimer : উদ্ধৃত শব্দ সমূহ আমার নয়, জনৈক সদ্য সাবেক মন্ত্রীর মুখ নিসৃত নসিহত )
পাকিস্তান চলে গেছে কিন্তু ওরা যে হাজার হাজার বাংলাদেশী মা- বোনকে ধর্ষণ করেছিলো তার কিছু স্মৃতি রেখে গিয়েছিল ড.জহিদুল এর মতো জামায়াতিকে যাতে তারা ভবিষ্যতে বড়ো হয়ে তাদের বাপ পাকিস্তানের হয়ে কথা বলতে পারে।
@@PrincePrisom ভারতে হুদায় তোদের পশ্চিমবঙ্গ মানুষদের ৩ শ্রেণির মানুষ মনে করে না পশ্চিমবঙ্গ মানুষ দের না আছে রাজনৈতিক জ্ঞান না আছে ইতিহাসের জ্ঞান না আছে বিশ্বের জ্ঞান।
অতি জ্ঞানী আর শিক্ষিত মানুষ হওয়ার খারাপ গুণ হল, ভুল টাকে ঠিক প্রমান করা যায় আর ঠিক টাকে ভুল, কয়েক টা উদাহরণ দিয়ে, অনেক কিছুই বলা যায়। আপনি কোন উদাহরণ গুলো তুলে ধরছেন এটাই ম্যাটার। 😊
যে ভিডিওতে বইয়া মুখ দিয়া হাগতাসে, হিডা রে কই ;: আফনে মিঞা হারামী!! কালকে কইবেন , শিক্ষক টেকার লুভে ছাত্র পড়ায়। মাদ্রাসা চলে টেকার লুভে। মা পুলাপাইনের বড় করে , কেবলমাত্র বুড়া বয়সের কথা ভাইব্যা। বউ, দিনে রান্না , সংসারের দেখভাল করে , রাতের চাহিদা মিটানের দরকারে। ডাক্তার চিকিৎসা করে, কেবলমাত্র ফি নেওয়ার জন্যে। আল্লাহ্ রে ডাকি, খালি নিজেরার মতলবে , আল্লাহ্ আমরা রে দিয়া নামাজ পড়ায়, উনার গুরুত্ব বাড়নের লাইগ্যা!!!! আফনে মিয়া খান সেনার রক্তের পয়দাইস! মা বইনেরা রেপ হইতাসে, টিক্কা খান কইসে .... বাঙালি মা বইনের স্তন, যৌনাঙ্গ ধর্ষনের পর কাইট্যা নিয়ে আইতে , ট্রফির মত!! তখন ইন্দিরা গান্ধী একজন মহিলা হিসাবে আমেরিকার রাষ্ট্রপতি , ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে কইছিলেন , " আপনারা কি আশা করেন, একজন মহিলা হিসাবে আমি চোখ বন্ধ কইরা থাকুম ? ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকবো!" ইন্দিরা গান্ধী আরো তিন মাস আগেই সেনা ঢুকাইতে চাইছিল। কিন্তু, ভারতের দূরদর্শী জেনারেল , জে: ম্যানেক শ , - ভৌগলিক ও বৃষ্টির মাস গুলি যাওয়ার জন্যে ,ইন্দিরা গান্ধীকে কন। যার ফলে, শ্রীমতি গান্ধী বিরক্ত হইয়া কইসিলেন," তত দিন কি আমি , পাকিস্তানের পৈশাচিক কাজ চালাইয়া যাইতে দিমু?" মিঞা, তথ্য বিকৃত কইরেন না। পোশাক দেইখ্যা মনে হয়, লেহাপড়া করসেন। কিন্তু, শিখার শেষ নাই। না জানলে , শিখেন। তারপর সাইজ্যা আইয়া বইয়েন । মিছা কথা কইয়া , দ্যাশের মানেশেরে ভুল বুঝায়েন না , পাকিস্তান থেইক্যা আফনের আব্বু, চাচা রে ফিরৎ আননের ও লাইগ্যা। তুই, আসলেই একটা হারামীর বাইচ্ছা!!😡😡😡😡😡
*ভারত স্বার্থ ছাড়া বা স্বার্থের জন্য কী জন্য ১৯৭১ এ বাংলাদেশ কে সাহায্য করেছে জানি না❌ তবে ভারত সাহায্য করেছে এটাই ভালো ও বড়ো কথা 🇧🇩❤🇮🇳........... ভারতের সাহায্যে জন্য আমরা আজ স্বাধীনতা পেয়েছি....... 🇧🇩🇧🇩......... বাংলাদেশ থেকে ভারতের পাশে আছি ✊🇮🇳❤🇧🇩🇮🇳❤✊🤜🤜🤜🤜🤜🐖💩🇵🇰💩*
ভারত 1971 এ পাকিস্তান এর গোলামী থেকে বাংলাদেশকে স্বাধীনতা দিতে পারছে তখন ভারত চাইলে বাংলাদেশকে দখলও করতে পারতো এটা বাংলাদেশের কিছু কিছু পাবলিক ভুলে যাচ্ছে তারা বোকার মত ভারতের বিরোধিতা করে যাচ্ছে
Dada Bangladesh asole radical islamic country te porinoto hochhe. Je Pakistan eto atyachar koreche apnader opor aaj tader support er bohor ta dekhun. Asole sei problem amra muslim bharot hindu. Apnar kharap lagleo bolchi Bangladesh holo kaal saap jake bharot dudh kola diye puseche ba ekhono pusche. Bangladesh ba Pakistan er moto desh gulor bharoter sathe sorasori lorar khomota nei kintu apnader ae radical mindset apnader Pakistan er moto durdin dekhabe. Jodi bangladeshira bojhe to bhalo noile amader hindu dhorme bolai ache protek ke tar kormer fall bhog korte hoy. R amader bharote je somosto desh birodhi neta montri ache tader against eo strict action neoa uchit. Immediately caa r nrc chai.
আমি একজন ভারতীয় বাঙালি । জায়েদ ভাইয়া, আপনি যেই কথাগুলো বলছেন আপনার জায়গা থেকে আপনি ঠিকই বলছেন । কিন্তু আপনাকে একটা কথা বুঝতে হবে যে ভারতকে ব্রিটিশ বিভাজন করেছিল যাতে এই উপমহাদেশ টা কে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া যায় । প্রাচীনকাল থেকেই ভারত বর্ষ এক মহাশক্তি ছিল সে অর্থনৈতিকভাবেই হোক আর সাংস্কৃতিক দিক দিয়েই হোক । যার জন্য ভারত এত বার আক্রান্ত হয়েছে । আমাদের সবারই বোঝা উচিত যে আমরা একই সভ্যতার অংশ । আমি জানি আপনি এই সব বিষয়টাই জানেন । শুধু স্বীকার করার অপেক্ষায় রইলাম ।
না দাদা। ব্রিটিশ রা ভাল করেছিল ভাগ করে। কারন মুসলিমরা কারও সাথে সহাবস্থান করতে পারে না। ভারত উপমহাদেশের সংস্কৃতিকে ধরে রাখতে পারবে। আপনারা এগিয়ে যাবেন কোন সন্দেহ নাই।
@@anupammajumdar7720 Emonvabe bolcish jeno Bangladesh er Manush ekhon Hindi ,Urdu , English Jane na...Banglay Kotha bollei ki,uchit Kotha bolar shadhinota ajo nei
এরা বেইমান বলেই চোখ উল্টে দেয়। আবার এই লোকটির দেখবেন স্বার্থে লাগলে ভিরত চলে আসবে। এরা পাকিস্তানের কিলচর খেয়ে পায়ে ধরে প্রাণভিক্ষা চেয়ে বাংলা নয়, উর্দু বলতো
ভারত যখন বাংলাদেশকে মুক্ত করল তখন দখল কেনো করল না যদি কেউ বলে দেন ভালো হয়। আর ভারত যদি ইউরোপের মতন একটা পরিবেশ করতে চায় তাতে ক্ষতিটা কোথায় বাংলাদেশের? ব্যবসা বাড়লে ভালো হবে না খারাপ হবে? প্রশ্নগুলো ওই ভদ্রলোক কে করা দরকার।
পাকিস্থানের মায়া ছাড়তে পারছে না লোকটা, বাংলাদেশকে আবার পাকিস্থান বানাতে চায় কিছু মানুষ । যাই হোক এই সব পাগল লোকের কথা থেকে বাঁচবেন ট্রেন্ডে থাকার জন্য আবোলতাবোল বলে।
বাংলাদেশ মায়ানমার,নেপাল,ভূটান এসব দেশে বায় রোড পণ্য আমদানি, রপ্তানি করার জন্য ভারতের কাছে ট্রানজিট চায় ১৯৮৪ সালে। স্টিল এখনো পারমিশন পায় নাই। অথচ আন্তর্জাতিক আইন হচ্ছে প্রথম দেশ দ্বিতীয় দেশের রুট ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য বাণিজ্য করলে দ্বিতীয় দেশ রুট পারমিট দিতে "বাধ্য"। অন্যদিকে আন্তর্জাতিক আরেকটা আইন আছে প্রথম দেশ দ্বিতীয় দেশের রুট ব্যবহার করে প্রথম দেশেই পণ্য বাণিজ্য করলে দ্বিতীয় দেশ দিতে "বাধ্য নয়"। পদ্মা সেতু কেনো এতো তড়িঘড়ি করে বানানো হইলো, মংলা বন্দর,পায়রা বন্দর বানানোর পরপরই ভারতরে এইসব বন্দর ব্যবহারের পারমিশন দিয়ে দিছে। দেশ যে বিক্রি হয়ে গেছে কানার ভাই অন্ধ ও বলতে পারবো। তোদের মতো রাম ছাগলগুলা পাছা দিয়া চিন্তা করোছ দেইখাই বুঝোছ না।
@@supertechz6883 ভারতে হুদায় তোদের পশ্চিমবঙ্গ মানুষদের ৩ শ্রেণির মানুষ মনে করে না পশ্চিমবঙ্গ মানুষ দের না আছে রাজনৈতিক জ্ঞান না আছে ইতিহাসের জ্ঞান না আছে বিশ্বের জ্ঞান।
তোদের পুটকি মেরে দিতাম আমরা,, সেই ভয়ে সাহায্য করছিস আগে যে পাকিস্তান পুটকি মারছিলো তোদের,সেটার ঘা শুকচ্ছিল না যে তোদের🤣 তাই সুযোগ নিয়েছিস। আর এখন তো বাংলাদেশ থেকে ভিক্ষা,চেটেপুটে খাস। শুয়োরের বাচ্চা রা
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
বাংলাদেশকে আমরা ভালোবাসি, কারন ওখানকার ভাষা বাংলা, আমাদের অঙ্গ থেকে আলাদা হয়ে গেলেও সেখানকার মানুষগুলো আমাদেরই একই পূর্ব পুরুষের বংশধর, আপনারা ভালোবাসা দিয়ে দেখতে শিখুন, ঘৃণার জেএনএম না দিয়ে।
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
Mahidul toke bol6i India theke India help Kore6ilo tay na hazar baper achoda sontan hisabe jonmo niti . ar vobisoote nijer choker samne tor bou biti k pakhistani chudto ota dariye dariye dekti. Nemok haram suor
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
Toder pakistan er chakor hoye thaka uchit chhilo.... Pakistan e ekta laltupi aachhe se o ei rokom koto jukti dai.... R tor moto sunemolla ra khoob llafay....
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
ড:জাহেদুর রহমান আপনার দেশবাসি যেন ভারতে চিকিৎসা না করাতে আসে।।আপনার দেশবাসিকে Pakisthan এ সুচিকিৎসার জন্য পাঠিয়ে দিন ??? সভ্যসামাজে এক দেশের সঙগে একদেশের যোগাযোগ রাখে?আপনি হচছে তালিবানি ডকটর ।।
@@mdarafatmahmud7138তাহলে আসো কেন?? কেউ তো মাথার দিব্যি দেয়নি আসার জন্যে।। আসলে তোমরা যে পাতে খাও সেটাই লাথি মারো।। এটাই তোমাদের স্বভাব। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এখন বদনাম গাইবে তবেই তো বাংলাদেশী।। নইলে তোমাদের reputation কি?? নিজের কথার প্রতি অনুগত হয়ে যেমন ভাবে বয়কট ইন্ডিয়ার advertisement চালাচ্ছ, তেমনি দেশবাসীকে বুঝিও বয়কট ভারতের চিকিৎসা।। বুঝলে?? এতে তোমরাও বাঁচো আমরাও বাচি।।
ডাঃ জাহিদ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা করার জন্য ভারতে আসছে। ভারত কোনো দিন আপত্তি জানায়নি। প্রতিদিন হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে স্থায়ীভাবে বসবাস করার জন্য। ভারতে ঢুকে তারা ভারতে চাকরি করছে এবার আইন সভার মেম্বার পর্যন্ত হচ্ছে।
Son se khangir beta toke bol6i India theke India help Kore6ilo tay na hazar baper achoda sontan hisabe jonmo niti . ar vobisoote nijer choker samne tor bou biti k pakhistani chudto ota dariye dariye dekti. Nemok haram suor
বড় বড় কথা না বলে দৈনিক ভারতে এত অনুপ্রবেশ ঘটছে কেন এবং ভারতে গিয়ে জামাই আদরে বসবাস করছে কেন - এ ব্যাপারটা বন্ধ করতে বলুন। transfer of population টা হোক -আমরা এটাই চাই।
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
ভারতীয় উপমহাদেশে যে ছোট ছোট দেশ গুলি যেমন শ্রীলঙ্কা,নেপাল, ভূটান এবং বাংলাদেশ এগুলি সামরিক , অসামরিক পরিকাঠামো , এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ এর জন্য স্থল,জল,অন্তরীক্ষ পথ ব্যবহার করতে হলে ভারত বা চীন এই দুটি শক্তির কোন একটি র উপর নির্ভরশীল হতে হবেই। এবং স্বভাবিক ভাবেই সাহায্য কারী দেশ তার প্রভাব বিস্তার করবে।বিশ্ব ব্যাংক,ইন্টানেশন্যাল মানিটারী ফান্ড যে ভাবে ঊন্নতশীল দেশ গুলি র ঊপর যেমন করে। বঙ্গ বন্ধু মজিবুর রহমান শুধু বাঙলা দেশ স্বাধীন করেননি,ধর্ম নিরপেক্ষতা, সাপেক্ষে গনতান্ত্রিক পরিবেশ রক্ষা করা এত দিন প্রতিবেশী দেশ হিসেবে ভালোই ছিল,এখন যা পরিস্থিতি তাতে মৌলবাদী শক্তির প্রভাবে গনতান্ত্রিক পরিবেশ নষ্ট হবে। ওখানে সরকার সমর্থিত মৌলবাদী কাজকর্ম ভারতে সামান্য কমে যাওয়া সরকার মদত পুষ্ট সঙখ্যা গরিষ্ঠের ধর্মীয মৌলবাদ শক্তির ও প্রভাব নতুন করে বাড়বে ।ফলত গনতান্ত্রিক পরিবেশ ক্ষতি গ্রশ্ত ,যুদ্ধের জিগীর আবার ভারতীয় উপমহাদেশে উত্তেজনা ছড়াবে। এর পিছনে অবশ্যই আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। ভারতের কোন রাজনৈতিক দল কী এই পরিস্থিতি তে লাভবান হবে?
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
এটাই সত্য ন্যারেটিভ, ডাঃ জাহিদ যেটা বলেছেন। কিন্তু মানুষকে ভয় ভীতি দেখিয়ে AL এই সত্য গুলো বলতে দেয়না। ধীরে ধীরে এই সত্যগুলো এখন প্রকাশ হচ্ছে এবং ভয় ভীতির তোয়াক্কা না করে আরো মানুষ এই ন্যারেটিভগুলো বলতে থাকবে।
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
আপনাকে অশেষ ধন্যবাদ ড. জাহিদুর রহমান। খুব যৌক্তিকভাবে সত্যটা উন্মোচন করেছেন। যা জ্ঞান পাপীরা বলে না। উল্টো ধাত্রীমাতা বলে বলে হেচকি তোলে এবং নতুন প্রজন্মকে ভুল শিখায় ও ঘুম পাড়িয়ে রাখার চেষ্টায় লিপ্ত। ধন্যবাদ
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
100% সত্য। ভারত যদি সাহায্য না করতো তাহলে আমরা পূর্ব পাকিস্তানেই থাকতাম,পরবর্তীতে খুব যৌক্তিকভাবে পশ্চিম পাকিস্তানে আমরা পরবর্তী প্রজন্মরা তাদের বাড়িতে কাজ করতে যেতে পারতাম।
আমাদের দেশের সেই সময়ের দুই প্রধানমন্ত্রী সত্যিই দুটি খুব ভুল করেছে এক কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানকে ছেড়ে দিয়ে, যেটা আজ পাকিস্তান কোর্টে অকপট স্বীকার করেছে যে সেই অংশটা বিদেশের। যাইহোক স্বীকার করেছে। আর দুই হলো একাত্তরের সেইদিন পূর্ব পাকিস্তানটাকে বাংলাদেশ নামে বাংলাদেশের হাতে তুলে না দিয়ে ভারতের সাথে যুক্ত করে নিতো ভালো হতো।
Amra nij desh nijera lore swadhin korechi! Oydhoroner chinta vul kore korlew mere shoshan baniye dibo! Ar prothom mara tora WB walarai khabi! Bangladesh er brihottomo division banano hobe WB ke..Emnitew tora Indiar dasotto koris!
Pagol acho tokhon BD seta besidin tikiye rakhte parto na, bharat er bhumi jothesto boro ar se bistar korte aggrohi na. China ar Pakistan oi jaiga tomader mer dokhol kore nito.
I am from india and yes we have helped you in1971 just to avoid pakistan in both side of india and times of india has told right that we want to use Bangladesh as a alternative route And think could you guys survived Pakistani attack if we didn't interfere in your freedom movement remember what happened with tibet it was a free country but when china attacked it india remained silent and tibet was occupied by china you would never get independence if india and ussr wouldn't interfere in your matters ussr is india's friend that's why they helped us not to save you in war
@@islamsaiful226 আমাদের দেশের দালালি আপনারা করছেন না। আমরাও চাই না বাংলাদেশের সরকার আমাদের দেশের হয়ে দালালি করুক। আপনারা অনেকেই আমাদের ঘৃণার চোখে দেখেন। আপনাদের একটা বদ্ধ ধারণা হয়েগেছে যে আমাদের ভারতবর্ষ নাকি আপনাদের বাংলাদেশের ক্ষতি চায়!!! 26th March 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হওয়ার পর থেকে বাকি ইতিহাস তো আপনাদের সকলের জানা আছে। আপনাদের দেশেরই মিলিটারি মৌল্যবাদী পাকিস্তানের পক্ষে ষড়যন্ত্র করে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করেছিলো। আর আপনি এখন মৌলবাদী পাকিস্তান এর হয়ে কথা বলছেন। যেই ভাবে কমিউনিস্ট চীন ও মৌলবাদী পাকিস্তান বাংলাদেশেকে manipulated করার চেষ্টা করছে তাতে আগামী ২০ বছরের মধ্যেই আপনারা ফলাফল পেয়ে যাবেন। বাস্তবে কমিউনিস্ট চীন ও মৌল্যবাদী পাকিস্তান সমগ্র মানব সভ্যতার শত্রু। বর্তমান সময়ে এই দুটো দেশ পৃথিবীর পক্ষেই বিপজ্জনক।
তুই একটা জারজ বোকাচোদা... ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ??? লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়। 47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না। তখন ভারত সুযোগ পেয়ে গেলো। ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়। মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো। আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য। কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
বিনা পয়সায় কেউ কিছু করে না। ট্রেন লাইনটা হলে ভারতের একটা ট্রেন যাবে। আর বাংলাদেশের কত মানুষ উপকৃত হবে এটা বোঝনা তোমরা। এই যে ইন্ডিয়া বয়কট দারুন ব্যাপার, হঠাৎ ইন্ডিয়া বয়কট? কিন্তু কেন? ক্রিকেটে ভারতের বিপক্ষ যেই থাকুক না কেনো তাতে কলাগাছ হলেও তাকেই সাপোর্ট করবে কিন্তু ভারত কে নয়। বাহ বাংলাদেশি ! বাহ।
Charen moshai. Jihadi der sathe Kano kotha bolchen Akta jinis dekhben India er biruddhe je bangaladeshi hate day sob jihadi. Ar 1971 e India jihadi der I mere... Toh bujhtei parchen hate ta koth theke ase🌚🌚. Akher eder kei kutta banano hoyechilo. Toh bhokbei. Apni kano nijer jamakapor nongra korben. Baad den. Maldives sikha peye gelo. Era toh kon char
ধরেই নিলাম যে কিছুদিন বাংলাদেশ উপকৃত হবে। (যদিও আমি উপকারের কিছু পাচ্ছি না) কিন্তু এরপর যে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন?
@@sajirasadhabib2743 ei sarbobhoumotter natok tar jonnoi toh global stage e china chara apnar khub akta bhalo kono bondhu nai. Natok marar jayega pan na. America World er sobche powerfull country. Othocho India k ato patta diche Russia k jate support na day India. Etai kotha. Nijer subidha er jonno onek kichu korte hoy. Ar India er theke subidha Nile apnader ego te Kano lage? 1971 e toh ei India hi bachai chilo apnader pakisthan er hath theke. Nijeder subidhar jonnoi bachai chilo kintu apnader tokhon toh sarbo bhoumotte aghat lageni. Aj Kano lagche? Je pakisthan apnader innocent bacha gula er matha pishe dito maa er kol theke chinay sei pakisthan apnader priyo hoye galo! Naki history tai porenni kokhono. Koyekta gadha minister er kotha sune agulo bhul bhal kotha bokchen? Ar tista project e ato je china er paa chat chen (mane apnar moto gadha jonota. Not govt) sei tista project e khub lav hobe apnar personally bujhi? Ato ego te lagle India te nijeder moto gadha public k India te aste deben na treatment nite. Tokhon bujhbo je sotti apnader self respect ache. Subidha naoar balay thik ache ar daoar balay nai. Ei hypocrisy nijer kachei rakhun. Apnader moto 10th fail public er jonno aj Desh ta sudhu onnoder hate ditei basto. Nijeder kono unnoti nai. Ar GDP compare korte asben na. India er population o apnader theke oneeeeek beshi. Tai khorcha o beshi. Oi pakisthani jukti nijer kachei rakhben
এই কারণেই আমি মনে করি বিশ্বের অন্যান্য দেশের থেকে কৃতজ্ঞতা দেখানোর ক্ষেত্রে বাংলাদেশিরা আলাদা।রাসিয়াও আমাদের সাহায্য করেছে, আসলে অতীতে আমাদের রক্ষা করেছে। তবে আমরা এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কখনই বলি না যে আমেরিকার সম্পৃক্ততার কারণে রাশিয়া আমাদের সাহায্য করেছে।
কখনো দুর্বল, ভীরু ও অজ্ঞ মানুষদের সাহায্য করবেন না। তাঁহারা কৃতজ্ঞতা ভূলে আপনার বিরুদ্ধেই চক্রান্তে লিপ্ত হবে।
Absolutely true
একদমই সঠিক কথা
Right,,
Right
একদম
অল্প বুদ্ধি ভয়ঙ্কর - এছাড়া আর কিছু বলার নেই। বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের এটাই সমস্যা।
Ara dogla mal
আর তোমার বুদ্ধিজীবী যে দিন রাত হিন্দু মুসলিম করে প্রোপাগাণ্ডা ফালায় সেটা ঠিক আছে
Ai Javed malta asalei DHYMNA
কাংলাদেশে খুব শীঘ্রই লুংগি বাঁচাও আন্দোলন শুরু হবে
এরা হচ্ছে অকৃত্জ্ঞ। উপকার নেবে, তারপর অস্বীকার করবে।
যে কারণেই সাহায্য করুক ।যদি না করত তাহলে আজকে ওনার এত কথা বলার জায়গা থাকত না।
অদ্ভূত লোক জন এই দেশের। 😢
রাজাকার রা বাংলাদেশ ছাড়ার আগে শরীরের স্পাম ছড়িয়ে গেছিলো ভারতের চাল আতা খেয়ে ডাক্তার হলে কি হবে DNA বাংলাদেশ সরকার পারি নি সরাতে,তার ফল বঙ্গবন্ধুর মেয়েকে দিতে হচ্ছে।😅😅😅😅😅
jodi bharot help na korto tahole aj onake urdu bolte hoto, er onar bibi ke borkha pore ghurte hoto....etao sikar kora uchit onar...
Ekdom
একদম
তুই একটা পাগল রে ভাই যে বাবা তোরে জন্ম দিয়েছে বাবা মারা যাওয়ার দুই বছর পরে তুই তোর বাবাকে ভুলে যবি। বাবার নামে দোয়া ও করবো না। তখন ভারত সাহায্য করেছিল তার স্বার্থের জন্য। ওকে ভারত আমাদেরকে সাহায্য করছে আমরা প্রতি কৃতজ্ঞ।
তোমার মতো দার্শনিক এর জন্যে আমরা মুসলিম বদনাম
ভারত না থাকলে আজ আপনি কোনো পাকিস্তানিদের বাড়ির কাজের লোক হয়ে থাকতেন । জয় হিন্দ বন্দেমাতরম। ভারত মায়ের জয়।
পাগল
@@mutasimpavel4927Without india Who support kangladesh 1971war@MrHousehusband-z6g
ফালতু
পাগলা
@@yuvraj35929Oh bdk , kangla tu hoga...jyada heropanthi mat dikha..tere jaise logo ka BC idhar bhaukne ka koi jarurat nahi hai..jo chiz samajh na aaye waha muh kholge to gaand fat jayegi .
একজন দেশপ্রেমিকের সাথে কিছু দালালদের টকশো
Absolutely right
right
Completely agree with you.
❤❤❤❤❤❤❤
দেশ প্রমিকটা কে?
আমি প্রায় অদ্ভুত এই বাংলাদেশি ভাইদের দেখি আর এদের দেখে আমার একজনেরই কথা মনে পড়ে সেটা হলো মীরজাফর
Nijer desher desh premik shei Kono kichu bole nai
এরা আর যাই হোক ভাই নয়। এক একটা শয়তান।
Thik bolechen😂
Ekdom
Khasa kotha😂
শেখ হাসিনা চলে গেছেন, ছয় মাস পরে এই বুদ্ধিজীবীদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
Taar onek montobbo ache..UA-cam e search den.
শেখ হাসিনা থাকতেই উনি এসব বলতো। উনার সাহসের সাখে কারো তুলনা হয় না। আর বিপক্ষে কারা বসেছিল দেখছেন?
তোর মা তোকে জন্ম দিয়েছে, এতে তার স্বার্থ আছে ।। always love for 🇧🇩
সঠিক
suwor barot
তুই হিন্দু আমি শিয়র
@@rezwanulabedin7674আর তুই পাকিস্থানি সেনার বীজ থেকে তৈরি হওয়া গাছ 😂😂😂😂😂😂😂
@@rezwanulabedin7674শিয়র নয় ওটা,বানান ঠিক করে লেখ তুই শুয়োর হবি
বরাহনন্দন তাহলে ভারত ১৯৭১ সালে বাংলাদেশ কে নিজের অংশ বলে দাবি করলো না কেন?? বা পরবর্তী কালেও তা করেনি কেন??
শুয়োরের বাচ্চা বলা কম হবে।
যেমনটা হায়দ্রাবাদের সময়ও করেনি,,হায়দ্রাবাদ একটি স্বাধীন রাষ্ট্র ছিলো তাকে যেমনে গিলে খেয়েছে, বাংলাকেও খাওয়ার পরিকল্পনা আছে।
Tik bolechen last 50 bochor dhorei porikolponai cholche. 😹😹
@@mdarafatmahmud7138Hyderabad sadhin rastro chilo ?!😂😂 , Apni na hole jantei partam na 😂😂😂
@@rexzen145950 bochor er dorkar nei , jei tuku desh , 2 din jothesto . Kono porikolponar dorkar nei 😂😂😂
আমাদের মহান দেশ ভারতবর্ষ সবসময় গোটা বিশ্বকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
Ami bharotiyo ebong ami eta o b somoy thik bole mone kori na ...nijeke mohan bolar bhul ta save b desh kore
❤
উনি এমন একজন ব্যক্তি, কারুর কাছ সাহায্য নেওয়ার পর ভাবেন, সাহায্য কারীর কোনো স্বার্থ ছিল।
এই ভাইকে দেখে যা বুঝলাম,সে সময় যদি উনি থাকতেন সবার আগে এই ভাই টি ভারতের সাহায্য চাইতো,কি বন্ধুরা ঠিক বলেছি।🇮🇳🇧🇩
রাশিয়া না থাকলে ভারত-ও গায়েব হয়ে যেত।
Blood coda
Sahajjer binimoye chirodiner golami chukti kora hoy ni.
ডাঃ জাহেদ উর রহমান পাকিস্থানি বংশ ভুতো আর মাকে পাকিস্থানি সেনাদের সাথে সম্পর্ক ছিল তার পর ওর জন্ম হয় 😂 ও ডাক্তার না dogtor 😆😆@@AurnimKhandaker
Ek dum
ডাঃ পাকিস্তান চলে যান ভাল হবে
পাকিস্তান কেন যাবে মাদারচোদ দেশ কি তোর বাবার
জাতে মাতাল, তালে ঠিক।
Tui India bhag bodmais
কেন রে ভাই তোর গা জ্বলে বুঝি ইন্ডিয়ান রাজাকার
ভারত সাহায্য করেছে বলেই আজ একটা স্বাধীন দেশ পেয়েছে,।
মোদীর বাড়া চুষে আয়
তাই বলে সব দিয়ে দাও ভাই
Ami tor Bon ba Bou ki dewar ktha boli ni re Gandu
Ami bolbo Pakistan lok Tao valo but bangladesh er lok eke bare jata phaltu
Bhai Suno tmar bou re dewar ktha toh koi nai , taile eto jala kiser?
Freedom is precious thing my friend. সমস্ত বাংলাদেশি ভাই বোনদের বলতে চাই ভারতবর্ষ থেকে, we see Bangladesh as friend not a enemy we have nothing but love for you people. Our culture our history something you should not forget because that's what makes us together.
People to people we have to improve our relationship 🇧🇩❤🇮🇳
Then support what people of Bangladesh want not the dictator
চরম সত্য তুলে
ধরেছেন।আমাদের ভারত প্রেমি বড় বড় সাহেবেরা তো শুধু ভারতপ্রেমেই হাবুডুবু খাচ্ছে।
" স্বামী" র জন্য "স্ত্রী" র অথবা "স্ত্রী"র জন্য "স্বামী"র "মধুর সম্পর্কের" প্রতিদান, আত্ম দান, অথবা আত্ম ত্যাগ ???
( disclaimer : উদ্ধৃত শব্দ সমূহ আমার নয়, জনৈক সদ্য সাবেক মন্ত্রীর মুখ নিসৃত নসিহত )
@@haroonhifzurrahman-zd3wfHusband wife ki condom use kore na wife pill 💊 khaae😅😅😅
ভারত প্রেম আমাদের সিকিমের দালাল গোষ্ঠী তৈরি করছে, জনগণ এক হতে হবে ভাই।
জয় বাংলা✌
পাপীস্তানী বীজগুলোর কান্নাকাটি সামলা😭😭
@@PrincePrisomতোর ফাকিস্তান তুই যা নাইলে ভারত যা মালাউন
পাকিস্তানের আন্ডারে থাকলে, আজকে এত কথা বলার অবস্থা এ থাকতেন না
ডাক্তার রহমান একজন প্রকৃত অকৃতজ্ঞ বাংলাদেশী !
😂😂😂
পাকিস্তান চলে গেছে কিন্তু ওরা যে হাজার হাজার বাংলাদেশী মা- বোনকে ধর্ষণ করেছিলো তার কিছু স্মৃতি রেখে গিয়েছিল ড.জহিদুল এর মতো জামায়াতিকে যাতে তারা ভবিষ্যতে বড়ো হয়ে তাদের বাপ পাকিস্তানের হয়ে কথা বলতে পারে।
Perfectly told
ভারত সাহায্য করেছে ঠিকআছে কিন্তু এটার জন্য তাদের স্বার্থ ছিল এটা আপনিও হয়তো ভালো জানেন
ডা. জাহিদ স্যার সঠিক বলেছেন।।।
জয় বাংলা✌
পাপীস্তানী বীজগুলোর কান্নাকাটি সামলা😭😭
@@PrincePrisomতোরা মৃঘল দের ও ব্রিটিশ দের বীজ। 😂😂
@@PrincePrisom ভারতে হুদায় তোদের পশ্চিমবঙ্গ মানুষদের ৩ শ্রেণির মানুষ মনে করে না পশ্চিমবঙ্গ মানুষ দের না আছে রাজনৈতিক জ্ঞান না আছে ইতিহাসের জ্ঞান না আছে বিশ্বের জ্ঞান।
Ai sala ke age patha Pakistan a tokhon bujhbe bokachoda
TORA NONGRA BEI MAN..
ছেলে যখন বড় হয়ে যায় তখন ছেলের সুখের জন্য বাবার কষ্ট , ত্যাগ গুলো ছেলে অস্বীকার...
সত্যি আপনার এই মন্তব্যের গভীরতা ভাবতে গিয়ে চোখে জল চলে এল।
ভালো থাকবেন দাদা।
আমি একটা প্রশ্ন করছি ভারতের যদি নিজের স্বার্থে এইসব করতো তাহলে তো ওই সময় বাংলাদেশ কে ভারতের অংশ করে নিতে পারতো কিন্তু এটা ভারতের করেনি কেন?
ঠিকই ।সুযোগ ছিল,ক্ষমতাও ছিল।কিন্তু করে নি। ভারতের ethics ছিল এবং থাকবে।
India wanted it....
A rattlesnake is always a rattlesnakes
@@pranabparamanya9504 bal thakbe
ওটা ছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর একটি ঐতিহাসিক ভুল।😂😂
অতি জ্ঞানী আর শিক্ষিত মানুষ হওয়ার খারাপ গুণ হল, ভুল টাকে ঠিক প্রমান করা যায় আর ঠিক টাকে ভুল, কয়েক টা উদাহরণ দিয়ে, অনেক কিছুই বলা যায়। আপনি কোন উদাহরণ গুলো তুলে ধরছেন এটাই ম্যাটার। 😊
Sothik bolechen...
মানুষ কে ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত করার অধিকার নেই।এক শ্রেণীর লোক বেইমান হয়
র
@@amalendukole1314
এদের মত বুদ্ধিজূবীরা টাকার জন্য মা কেও বেচতে পারে। এরা হলো জামাতের পেইড পোষা তোতাপাখি
তার লেহা পড়া বেশী না।
ভালা পোশাক পইড়া নেংটামি মারে
যে ভিডিওতে বইয়া মুখ দিয়া হাগতাসে, হিডা রে কই ;:
আফনে মিঞা হারামী!!
কালকে কইবেন , শিক্ষক টেকার লুভে ছাত্র পড়ায়।
মাদ্রাসা চলে টেকার লুভে।
মা পুলাপাইনের বড় করে , কেবলমাত্র বুড়া বয়সের কথা ভাইব্যা।
বউ, দিনে রান্না , সংসারের দেখভাল করে , রাতের চাহিদা মিটানের দরকারে।
ডাক্তার চিকিৎসা করে, কেবলমাত্র ফি নেওয়ার জন্যে।
আল্লাহ্ রে ডাকি, খালি নিজেরার মতলবে ,
আল্লাহ্ আমরা রে দিয়া নামাজ পড়ায়, উনার গুরুত্ব বাড়নের লাইগ্যা!!!!
আফনে মিয়া খান সেনার রক্তের পয়দাইস!
মা বইনেরা রেপ হইতাসে, টিক্কা খান কইসে .... বাঙালি মা বইনের স্তন, যৌনাঙ্গ ধর্ষনের পর কাইট্যা নিয়ে আইতে , ট্রফির মত!!
তখন ইন্দিরা গান্ধী একজন মহিলা হিসাবে আমেরিকার রাষ্ট্রপতি , ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে কইছিলেন , " আপনারা কি আশা করেন, একজন মহিলা হিসাবে আমি চোখ বন্ধ কইরা থাকুম ? ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকবো!"
ইন্দিরা গান্ধী আরো তিন মাস আগেই সেনা ঢুকাইতে চাইছিল।
কিন্তু, ভারতের দূরদর্শী জেনারেল , জে: ম্যানেক শ , - ভৌগলিক ও বৃষ্টির মাস গুলি যাওয়ার জন্যে ,ইন্দিরা গান্ধীকে কন।
যার ফলে, শ্রীমতি গান্ধী বিরক্ত হইয়া কইসিলেন," তত দিন কি আমি , পাকিস্তানের পৈশাচিক কাজ চালাইয়া যাইতে দিমু?"
মিঞা, তথ্য বিকৃত কইরেন না। পোশাক দেইখ্যা মনে হয়, লেহাপড়া করসেন। কিন্তু, শিখার শেষ নাই।
না জানলে , শিখেন। তারপর সাইজ্যা আইয়া বইয়েন ।
মিছা কথা কইয়া , দ্যাশের মানেশেরে ভুল বুঝায়েন না , পাকিস্তান থেইক্যা আফনের আব্বু, চাচা রে ফিরৎ আননের ও লাইগ্যা।
তুই, আসলেই একটা হারামীর বাইচ্ছা!!😡😡😡😡😡
পাকিস্তানে ফিরে যাওয়ার রাস্তা তো বন্ধ নেই। গণ ভোট নয় ডাইরেক্ট অ্যাকশান করে পাকিস্তানে ফিরে যান।
পাকিস্তানের সঙ্গে যুক্ত হবার হিম্মৎ আছে কি
@@Anonymous-xz6mk জেলারেল নিয়াজীর লেখা একটি বই আছে তাতে উনি লিখেছেন পশ্চিম পাকিস্তানের সরকারী এবং সাধারণ মানুষজন পূর্ব বাংলার মানুষ কে পছন্দ করে না।
Tui bharot ja
ব্রেণ খুলে নিয়ে গেছে মোদী জী, সেট করে গেছে গোবর 😑
Jahed ur rahaman tumi pakistani hou
ভারত সরকারকে অনুরোধ করছি,বাংলাদেশকে সমস্ত আর্থিক, অন্যান্য সাহায্য অবিলম্বে বন্ধ করা হোক।
*ভারত স্বার্থ ছাড়া বা স্বার্থের জন্য কী জন্য ১৯৭১ এ বাংলাদেশ কে সাহায্য করেছে জানি না❌ তবে ভারত সাহায্য করেছে এটাই ভালো ও বড়ো কথা 🇧🇩❤🇮🇳........... ভারতের সাহায্যে জন্য আমরা আজ স্বাধীনতা পেয়েছি....... 🇧🇩🇧🇩......... বাংলাদেশ থেকে ভারতের পাশে আছি ✊🇮🇳❤🇧🇩🇮🇳❤✊🤜🤜🤜🤜🤜🐖💩🇵🇰💩*
ভারত 1971 এ পাকিস্তান এর গোলামী থেকে বাংলাদেশকে স্বাধীনতা দিতে পারছে তখন ভারত চাইলে বাংলাদেশকে দখলও করতে পারতো এটা বাংলাদেশের কিছু কিছু পাবলিক ভুলে যাচ্ছে তারা বোকার মত ভারতের বিরোধিতা করে যাচ্ছে
আই লাভ ইন্ডিয়া আই লাভ বাংলাদেশ..
গান্ডু সালা.... গু 💩 খাস নাকি.... মাথায় বুদ্ধি নেই?
Dada Bangladesh asole radical islamic country te porinoto hochhe. Je Pakistan eto atyachar koreche apnader opor aaj tader support er bohor ta dekhun. Asole sei problem amra muslim bharot hindu.
Apnar kharap lagleo bolchi Bangladesh holo kaal saap jake bharot dudh kola diye puseche ba ekhono pusche.
Bangladesh ba Pakistan er moto desh gulor bharoter sathe sorasori lorar khomota nei kintu apnader ae radical mindset apnader Pakistan er moto durdin dekhabe.
Jodi bangladeshira bojhe to bhalo noile amader hindu dhorme bolai ache protek ke tar kormer fall bhog korte hoy.
R amader bharote je somosto desh birodhi neta montri ache tader against eo strict action neoa uchit. Immediately caa r nrc chai.
@@pradipdas2421 *আমি বাংলাদেশী হিন্দু ✊🚩 জয় শ্রী রাম ✊📿❤🔱🚩*
আমি একজন ভারতীয় বাঙালি ।
জায়েদ ভাইয়া, আপনি যেই কথাগুলো বলছেন আপনার জায়গা থেকে আপনি ঠিকই বলছেন । কিন্তু আপনাকে একটা কথা বুঝতে হবে যে ভারতকে ব্রিটিশ বিভাজন করেছিল যাতে এই উপমহাদেশ টা কে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া যায় । প্রাচীনকাল থেকেই ভারত বর্ষ এক মহাশক্তি ছিল সে অর্থনৈতিকভাবেই হোক আর সাংস্কৃতিক দিক দিয়েই হোক । যার জন্য ভারত এত বার আক্রান্ত হয়েছে । আমাদের সবারই বোঝা উচিত যে আমরা একই সভ্যতার অংশ ।
আমি জানি আপনি এই সব বিষয়টাই জানেন । শুধু স্বীকার করার অপেক্ষায় রইলাম ।
এরা নন l এরা নিজেদের আরবী মনে করেন l
না দাদা। ব্রিটিশ রা ভাল করেছিল ভাগ করে। কারন মুসলিমরা কারও সাথে সহাবস্থান করতে পারে না।
ভারত উপমহাদেশের সংস্কৃতিকে ধরে রাখতে পারবে। আপনারা এগিয়ে যাবেন কোন সন্দেহ নাই।
যেই উদ্দেশে এই হোক না কেন ভারত সাহায্য না করলে Bangladesh🇧🇩🇧🇩 swadhin hoto না.......love from My motherland INDIA ❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
১ জন বিরকে দেখতে পেলাম জায়েদ ভাইয়ের মাঝে যে দেশ কে বেসি ভালো বাসে❤❤❤❤
এতো বাঙলা বলা ঢুকে যেত। উর্দু তে ভাষণ দিতে হোত আজকে। সেটা হয়নি ভারত বর্ষের জন্য।
Ekdom
Setai thik hoto ,
@@anupammajumdar7720 Emonvabe bolcish jeno Bangladesh er Manush ekhon Hindi ,Urdu , English Jane na...Banglay Kotha bollei ki,uchit Kotha bolar shadhinota ajo nei
@@nikitaafrin6282thakbe ki kore re toder moto rajakare je bhore royeche desh
@@nikitaafrin6282gobet.😢
মুক্তিযুদ্ধের প্রথম থেকে ভারত অস্ত্রসাহায্য করেছে নাহলে আজ আপনাকে ঐ চেয়ারে বসে ভারতের সমালোচনা করতে হতো না।
এরা বেইমান বলেই চোখ উল্টে দেয়। আবার এই লোকটির দেখবেন স্বার্থে লাগলে ভিরত চলে আসবে। এরা পাকিস্তানের কিলচর খেয়ে পায়ে ধরে প্রাণভিক্ষা চেয়ে বাংলা নয়, উর্দু বলতো
তোদের মতো রাম ছাগলরা এ ধারণা নিয়ে বসে থাক
O ttai
🤭🙄🙄🤭🤭😄😄😄😄😁😁😄
আমি শুধু নেবো...দেবেনা...আর কৃতজ্ঞতা শব্দটির সাথে আপনার পরিচয় এখনও হয়নি ....
বেঁচে আছেন এটাই অনেক।তাই কৃতজ্ঞতা স্বীকার করুন😊
ভারত যখন বাংলাদেশকে মুক্ত করল তখন দখল কেনো করল না যদি কেউ বলে দেন ভালো হয়। আর ভারত যদি ইউরোপের মতন একটা পরিবেশ করতে চায় তাতে ক্ষতিটা কোথায় বাংলাদেশের? ব্যবসা বাড়লে ভালো হবে না খারাপ হবে? প্রশ্নগুলো ওই ভদ্রলোক কে করা দরকার।
ওর মতো নেড়ে কুকুর কে ভদ্রলোক বললে ভদ্রলোকদের অসন্মান করা হবে।
ভুল ব্যাখ্যা করে মানুষ কে বিভ্রান্ত করা উচিত নয়।আর এটাই করছে
আপনার এখনো মনে হচ্ছে যে ওটা একটা ভদ্রলোক?
পাকিস্থানের মায়া ছাড়তে পারছে না লোকটা, বাংলাদেশকে আবার পাকিস্থান বানাতে চায় কিছু মানুষ । যাই হোক এই সব পাগল লোকের কথা থেকে বাঁচবেন ট্রেন্ডে থাকার জন্য আবোলতাবোল বলে।
বাংলাদেশ মায়ানমার,নেপাল,ভূটান এসব দেশে বায় রোড পণ্য আমদানি, রপ্তানি করার জন্য ভারতের কাছে ট্রানজিট চায় ১৯৮৪ সালে। স্টিল এখনো পারমিশন পায় নাই। অথচ আন্তর্জাতিক আইন হচ্ছে প্রথম দেশ দ্বিতীয় দেশের রুট ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য বাণিজ্য করলে দ্বিতীয় দেশ রুট পারমিট দিতে "বাধ্য"। অন্যদিকে আন্তর্জাতিক আরেকটা আইন আছে প্রথম দেশ দ্বিতীয় দেশের রুট ব্যবহার করে প্রথম দেশেই পণ্য বাণিজ্য করলে দ্বিতীয় দেশ দিতে "বাধ্য নয়"।
পদ্মা সেতু কেনো এতো তড়িঘড়ি করে বানানো হইলো, মংলা বন্দর,পায়রা বন্দর বানানোর পরপরই ভারতরে এইসব বন্দর ব্যবহারের পারমিশন দিয়ে দিছে।
দেশ যে বিক্রি হয়ে গেছে কানার ভাই অন্ধ ও বলতে পারবো।
তোদের মতো রাম ছাগলগুলা পাছা দিয়া চিন্তা করোছ দেইখাই বুঝোছ না।
ঐ লোকটির বয়স কত? আমি সে সময়ের লোক। শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করতাম। ও কি জানে শুধু পাগলের তর্ক
ও জানে ভারত বিরোধিতা !
TUI tran bitoron korti ...tahole 1974 er durvikker shomoy Tora help korish ni keno? Nijeder Boro vabar shobar gelo na toder?
uni ek Jon noi aro ache
এইসব লোকজন দেশের মধ্যে থেকে বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেবে ।
apnar ceye beshi jane eta to bujha gelo
জাহিদ স্যার সঠিক কথা বলেছেন এবং সময়োপযোগী কথা বলেছেন আপনাকে হাজার সালাম ও অভিনন্দন।
নরসিংদী থেকে।
জয় বাংলা✌
পাপীস্তানী বীজগুলোর কান্নাকাটি সামলা😭😭
@@PrincePrisomমৃঘলদের ও ব্রিটিশ দের বীজ তোরা। 😂😂
PrincePrisom জয় বাংলা জয় হিন্দুসতানি তুই সালা মালাউনের দালাল মালাউন
আজ স্টুডিও তে বসে বাংলায় কথা বলছো ভারতের জন্য । নাহলে পাকিস্তানের নাগরিক হয়ে থাকতে
@@supertechz6883 ভারতে হুদায় তোদের পশ্চিমবঙ্গ মানুষদের ৩ শ্রেণির মানুষ মনে করে না পশ্চিমবঙ্গ মানুষ দের না আছে রাজনৈতিক জ্ঞান না আছে ইতিহাসের জ্ঞান না আছে বিশ্বের জ্ঞান।
ভাইজান আপনারা আর একবার পাকিস্তানি হয়ে তারপর একাই মুক্তিযুদ্ধ করুণ.........তারপর বড় বড় ভাষণ দেন 😊
😂 rajakar ara
মাদ্রাসার কু- শিক্ষায় শিক্ষিত। Detected...
This is not right to say because the use of such word is to help the Pakistani camp.
🐶
তোদের পুটকি মেরে দিতাম আমরা,, সেই ভয়ে সাহায্য করছিস
আগে যে পাকিস্তান পুটকি মারছিলো তোদের,সেটার ঘা শুকচ্ছিল না যে তোদের🤣 তাই সুযোগ নিয়েছিস।
আর এখন তো বাংলাদেশ থেকে ভিক্ষা,চেটেপুটে খাস। শুয়োরের বাচ্চা রা
Rubbish 😡😡😡
Bainchod tui madrasaha anli kn?
জনাব জাহেদ ভাই কে সালাম সত্য তুলে ধরার জন্য
সত্য না ঘণ্টা বলেছে
গ্রেট
ভাই পাকিস্তানের সেনা যখন তোদের 10 লক্ষ মেয়েদের চুদেছিল সেসব কথা ভুলে গেলি ভাই
en.wikipedia.org/wiki/Bangladesh_genocide
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
কমেনটস পরে দেখলাম একজনও দালালদের পক্ষেনেই❤জাহিদ সাহেব এর কথায় সবাই সঠিক বলেছেন❤তার মানে আমরা সত্য পথে আছি❤❤❤
Rajakar
তোমার আব্বার পাকিস্তানের হানাদার বাহিনীর পরাজিত সন্তান বিএনপির শিবির
@@Pafhjjbxttt3j সত্য বললেই রাজকার.ভারতের গোলামি করা সাধুদের কাজ তাই না
।@@Pafhjjbxttt3jমালু রাজাকার
Are jara okrittogyo des bhengeche tara alada ki bolbe, r ekhon to onekei 71 a rajajar r napakistanider nongra toder gorbhe bhore deoyar fol.
বাংলাদেশকে আমরা ভালোবাসি, কারন ওখানকার ভাষা বাংলা, আমাদের অঙ্গ থেকে আলাদা হয়ে গেলেও সেখানকার মানুষগুলো আমাদেরই একই পূর্ব পুরুষের বংশধর, আপনারা ভালোবাসা দিয়ে দেখতে শিখুন, ঘৃণার জেএনএম না দিয়ে।
100% Historically correct kotha. I appreciate it.
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
আপনি সঠিক বলেছেন, সবার আগে আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের রাষ্ট্রের নিরাপত্তা প্রয়োজন
হে বাল তোদের দেশে তো আমেরিকা থেকে পরমাণু বোমা ফাটিয়ে যায়, যে তোরা সার্বভৌমত্ব রক্ষা করবি,😅😅😅😅😅😅
Mahidul toke bol6i India theke
India help Kore6ilo tay na hazar baper achoda sontan hisabe jonmo niti . ar vobisoote nijer choker samne tor bou biti k pakhistani chudto ota dariye dariye dekti.
Nemok haram suor
অনেক সুন্দর আলোচনা
একটা কথা মনে রাইখো আর কোনোদিন কোনো রকম সাহায্য আশা করবেন না ভারত থেকে মনে থাকে যেন
ডঃ জাহেদের বক্তব্যের যুক্তি অসাধারণ।
ভারত বাংলাদেশ কে এই কারনে সাহায্য করে ছিল যাতে এই মাল টা জন্ম নিয়ে টিভির সামনে বকবক করতে পারে
❤❤
ধন্যবাদ ডঃ সাহেব
সকল দেশপ্রেমি ভাইদের মনের
সত্যি কথা গলা উঁচিয়ে বলার জন্য 🖤🔥
Dur ghafa
@@ashimkumardas5006 খোলা মাঠে পটি করতে করতে কমেন্ট করছেন নিশ্চয়ই 😪🤧🤧🤣
মূর্খ
ভাই কোনটা সত্যি ,পাকিস্তানের DNA সত্যি ।নাকি ভারতের চাল ডাল আটা খেয়ে বড় হোলি, কোন টা সত্যি ????😅😅😅
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
Toder pakistan er chakor hoye thaka uchit chhilo.... Pakistan e ekta laltupi aachhe se o ei rokom koto jukti dai....
R tor moto sunemolla ra khoob llafay....
স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে নিঃশ্বাস নিচ্ছেন, স্বাধীন ভাবে মতামত প্রকাশ করছেন, এটাই ভারতের অবদান।
ড. জাহেদ চরম সত্য বলেছেন.
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
ড. জায়েদ রহমান ভাই আপনি চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন।
Apni thik bolechen ….pakistan er juto Kheye apnader benche thaka uchit ….independent Bangladesh e thaka uchit hoini
That Filthy Dog is the product of a Pakistani army who produced him by the help of his mother in 1971 war 😅😅😅😅
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
ড:জাহেদুর রহমান আপনার দেশবাসি যেন ভারতে চিকিৎসা না করাতে আসে।।আপনার দেশবাসিকে Pakisthan এ সুচিকিৎসার জন্য পাঠিয়ে দিন ??? সভ্যসামাজে এক দেশের সঙগে একদেশের যোগাযোগ রাখে?আপনি হচছে তালিবানি ডকটর ।।
মাননীয়া তো দুহাত খুলে আপ্যায়ন করবেন বলে জানিয়েছেন।
ব্রেণ খুলে নিয়ে গেছে মোদী জী, সেট করে গেছে গোবর 😑
চিকিৎসা নিতে গিয়ে কি লাভ.???এদেশের যারা চিকিৎসার জন্য যায় তোমরা মানুষের কিডনি রেখে দাও,,,ও দেশে না যাওয়াই ভালো
@@mdarafatmahmud7138তাহলে আসো কেন?? কেউ তো মাথার দিব্যি দেয়নি আসার জন্যে।। আসলে তোমরা যে পাতে খাও সেটাই লাথি মারো।। এটাই তোমাদের স্বভাব। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এখন বদনাম গাইবে তবেই তো বাংলাদেশী।। নইলে তোমাদের reputation কি?? নিজের কথার প্রতি অনুগত হয়ে যেমন ভাবে বয়কট ইন্ডিয়ার advertisement চালাচ্ছ, তেমনি দেশবাসীকে বুঝিও বয়কট ভারতের চিকিৎসা।। বুঝলে?? এতে তোমরাও বাঁচো আমরাও বাচি।।
Ak deshe docter dekhate jay bole sei desh ke amader deser vitor ral jogajoger bebostha keno dite hobe. Amader deshe onno arek desher onuprobesh keno hobe? Apnara, Bangladeh ke ai subidha diben?
ডাঃ জাহিদ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা করার জন্য ভারতে আসছে। ভারত কোনো দিন আপত্তি জানায়নি। প্রতিদিন হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে স্থায়ীভাবে বসবাস করার জন্য। ভারতে ঢুকে তারা ভারতে চাকরি করছে এবার আইন সভার মেম্বার পর্যন্ত হচ্ছে।
এরকম অনুষ্ঠানে নিরপেক্ষ উপস্থাপক প্রয়োজন, জাহিদ সাহেবকে আমি একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক মনে করি।।।
১৯৭১ সময় বড় থাকলে দেশ হইতে দিতনা কারন পাকিস্তান কমজুরী হয়ে জাবে
ও পাকিস্তান ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে
@@RatanChandraDas-y4qamra barot bang ae ja oata kosto pabo samna arki
100% bro❤️
Son se khangir beta toke bol6i India theke
India help Kore6ilo tay na hazar baper achoda sontan hisabe jonmo niti . ar vobisoote nijer choker samne tor bou biti k pakhistani chudto ota dariye dariye dekti.
Nemok haram suor
অদ্ভুত অজ্ঞতা..দুটো দেশ পাশাপাশি থাকবে অথচ কেউ কারো উপর কোনো বিষয়ে নির্ভর করবে না.. কোনো ব্যবসা করবে না.. একজন আরেকজন কে দেখলেই কেলাবে..
1tai logic oder mone India mane Hindustan.hindu word sunle oder gaa Jole.
suwor barot
বড় বড় কথা না বলে দৈনিক ভারতে এত অনুপ্রবেশ ঘটছে কেন এবং ভারতে গিয়ে জামাই আদরে বসবাস করছে কেন - এ ব্যাপারটা বন্ধ করতে বলুন। transfer of population টা হোক -আমরা এটাই চাই।
জয় ভারতমাতার। 🌺😊
উনি একদম বাস্তব ও পরীক্ষালব্ধ কথা বলেছেন
বাল বোলেছে আর আপনার মতো বোকাচোদাদের সেটা ভালো লেগেছে
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
বর্তমান সময় ডাক্তার জায়েদুর রহমান ভাই একজন দেশ প্রেমিক নাগরিক
@@HasemAli-mp5hg তিনি একজন ইতর বজ্জাত লোক। যে শুধু ভারত বিদ্বেষী কথা বলে।। তারা জানে ভারত ছাড়া বাংলাদেশের চলবে না
দেশপ্রেমিক না রাজাকারের দালাল
এ গাধা বলে কি সে বলছে রাজাকারের বংশধর সে দেশপ্রেমী কিভাবে হবে😂😂 মূর্খের মত একটা কথা বলতে পারলে বলে দাও
baal
ekmot ...Boro baal..
পৃথিবীর সবচেয়ে সেরা উদার মহানুভব আন্তরিক অতিথিপরায়ণ দেশ ভারতবর্ষ
ভারতীয় উপমহাদেশে যে ছোট ছোট দেশ গুলি যেমন শ্রীলঙ্কা,নেপাল, ভূটান এবং বাংলাদেশ এগুলি সামরিক , অসামরিক পরিকাঠামো , এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ এর জন্য স্থল,জল,অন্তরীক্ষ পথ ব্যবহার করতে হলে ভারত বা চীন এই দুটি শক্তির কোন একটি র উপর নির্ভরশীল হতে হবেই। এবং স্বভাবিক ভাবেই সাহায্য কারী দেশ তার প্রভাব বিস্তার করবে।বিশ্ব ব্যাংক,ইন্টানেশন্যাল মানিটারী ফান্ড যে ভাবে ঊন্নতশীল দেশ গুলি র ঊপর যেমন করে। বঙ্গ বন্ধু মজিবুর রহমান শুধু বাঙলা দেশ স্বাধীন করেননি,ধর্ম নিরপেক্ষতা, সাপেক্ষে গনতান্ত্রিক পরিবেশ রক্ষা করা এত দিন প্রতিবেশী দেশ হিসেবে ভালোই ছিল,এখন যা পরিস্থিতি তাতে মৌলবাদী শক্তির প্রভাবে গনতান্ত্রিক পরিবেশ নষ্ট হবে। ওখানে সরকার সমর্থিত মৌলবাদী কাজকর্ম ভারতে সামান্য কমে যাওয়া সরকার মদত পুষ্ট সঙখ্যা গরিষ্ঠের ধর্মীয মৌলবাদ শক্তির ও প্রভাব নতুন করে বাড়বে ।ফলত গনতান্ত্রিক পরিবেশ ক্ষতি গ্রশ্ত ,যুদ্ধের জিগীর আবার ভারতীয় উপমহাদেশে উত্তেজনা ছড়াবে। এর পিছনে অবশ্যই আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। ভারতের কোন রাজনৈতিক দল কী এই পরিস্থিতি তে লাভবান হবে?
আপনাকে অনেক ধন্যবাদ সত্য ঘটনা গুলো তুলে ধরার জন্। ❤❤❤❤
জানেন কোলা
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
জনাব জাহেদ উর রহমান ভাই আপনার কথাগুলো যথেষ্ট যুক্তিক? কিন্তু বুঝবে কে?
জয় বাংলা✌
পাপীস্তানী বীজগুলোর কান্নাকাটি সামলা😭
Sokol Rajakar ar bujhbe.... R Bangladesh ar maximum lok Jon e holo Rajakar der cross breed
@@PrincePrisom পাওয়া গেছে রেন্ডিয়ান বীজকে যে হৈ-হুল্লোড়ের করতে এসেছে
বালের জাহিদ বেটা ঐসময় থাকলে দেশ হইতে বাদা দিত
@@User1204-ih3bj তোরা যেমন খানকিস্তানের বংশধর
বুদ্ধিজীবীদের ডাকুন, বুদ্ধুবিচিদের নয়!
এটাই সত্য ন্যারেটিভ, ডাঃ জাহিদ যেটা বলেছেন। কিন্তু মানুষকে ভয় ভীতি দেখিয়ে AL এই সত্য গুলো বলতে দেয়না।
ধীরে ধীরে এই সত্যগুলো এখন প্রকাশ হচ্ছে এবং ভয় ভীতির তোয়াক্কা না করে আরো মানুষ এই ন্যারেটিভগুলো বলতে থাকবে।
খালেদাজিয়া ২০০৬-৭ সালের বিবিসির সাক্ষাৎ কারে এই কোরিডোর এর কথা বলেছে দেখে আসাতে পারেন ইউটিউব এই আছে।
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
আপনাকে অশেষ ধন্যবাদ ড. জাহিদুর রহমান। খুব যৌক্তিকভাবে সত্যটা উন্মোচন করেছেন। যা জ্ঞান পাপীরা বলে না। উল্টো ধাত্রীমাতা বলে বলে হেচকি তোলে এবং নতুন প্রজন্মকে ভুল শিখায় ও ঘুম পাড়িয়ে রাখার চেষ্টায় লিপ্ত। ধন্যবাদ
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ে কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
পৃথিবীর শ্রেষ্ট জ্ঞানী ব্যক্তি।।।
কথাগুলো সত্য।ভারত মুক্ত বাংলাদেশ চাই।
বাটি নিয়ে সারা পৃথিবী ঘুরতে হবে এটাই সত্যি
Bharat r jaigai China thakle atodin Bangladesh Tibet hoye jeto 😉😎🇮🇳
@@loneranger5700 তাও রেন্ডিয়ান হওয়ার চেয়ে হাজার গুণ ভালো
Pakistan ke bolo oder sathe abar jude jao. Tarpor abar India er kache bhikke chao
ডাক্তার জাহেদ ভাই সঠিক কথা বলেছেন
জয় বাংলা✌
পাপীস্তানী বীজগুলোর কান্নাকাটি সামলা😭
He is wrong. When Pakistan kild bangladeshi nagoric wher he present that time?
দেশ প্রেম না থাকলে সত্যি কথা বলা যায়না জাহিদ স্যার তার উদাহরণ। যদিও এই টকশোতে কিছু ভারত প্রেমি দালালও আছে।
চমৎকার বলেছেন
সত্যটা আমরা সবাই জানি তবে বাস্তবটা হয়তো কেউই প্রকাশ করতে চাই না তার একটি উদ্দেশ্য রয়েছে কারণ নাম বলতে তে আর চাকরি থাকবে না
স্যার, সঠিক বলেছেন। মূলত, ভারত তার স্বার্থে বাংলাদেশ কে সহযোগিতা করেছেন।
100% সত্য। ভারত যদি সাহায্য না করতো তাহলে আমরা পূর্ব পাকিস্তানেই থাকতাম,পরবর্তীতে খুব যৌক্তিকভাবে পশ্চিম পাকিস্তানে আমরা পরবর্তী প্রজন্মরা তাদের বাড়িতে কাজ করতে যেতে পারতাম।
@@ingreenwaveakhon ki korchen ? Akhon Indian gulami korchen .😏
@@ingreenwaveakhon ki korchen? Akhon Indiar gulami korchen😏😏.
আপনি হলে কি করতেন ভাই ভারতে ট্রেনিং নিতে জাইতেন না ঐসময় জখন অপারেশন সার্চলাইটের একরাতে ঢাকাতে দেরলাখ মানুষ গুলি করে মারছে
সোয়াকোটি মানুষ পাকিস্তানের ভয়ে ভারত গেলো নয়মাস খাওয়ইলো এখন তুমাদের কাছে জারা রাতের আধারে এসে নির্বিচারে গুলি করে মারছে তারা আপন
ডঃ জাহিদ একজন সুযোগ্য ব্যক্তি ও দেশপ্রেমিক গুনী বক্তা। শুভকামনা আপনার জন্য
ভারত স্রেফ বন্ধু দেশের জন্য মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ডা: জাহেদ সঠিক কথা বলেছেন
পাশের লোকজনের মাথার উপর দিয়া গেছে সব।
পাশে লোকজন কোথায় এরা তো সব গর্ধব
আমাদের দেশের সেই সময়ের দুই প্রধানমন্ত্রী সত্যিই দুটি খুব ভুল করেছে এক কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানকে ছেড়ে দিয়ে, যেটা আজ পাকিস্তান কোর্টে অকপট স্বীকার করেছে যে সেই অংশটা বিদেশের। যাইহোক স্বীকার করেছে। আর দুই হলো একাত্তরের সেইদিন পূর্ব পাকিস্তানটাকে বাংলাদেশ নামে বাংলাদেশের হাতে তুলে না দিয়ে ভারতের সাথে যুক্ত করে নিতো ভালো হতো।
Amra nij desh nijera lore swadhin korechi! Oydhoroner chinta vul kore korlew mere shoshan baniye dibo! Ar prothom mara tora WB walarai khabi! Bangladesh er brihottomo division banano hobe WB ke..Emnitew tora Indiar dasotto koris!
❤❤❤❤
malaun er baccha jiukto korle tora bangla chere palati mair kheeye
Pagol acho tokhon BD seta besidin tikiye rakhte parto na, bharat er bhumi jothesto boro ar se bistar korte aggrohi na. China ar Pakistan oi jaiga tomader mer dokhol kore nito.
China ar Pakistan er sathe bondhutto koto bhoyonkor tokhon bujhte.
ওনার ব্যাখ্যা ঠিক ক্লিয়ার না। এতে বাংলাদেশ এর বিপদ কোথায় বোঝা গেল না।
খুব সুন্দর আলোচনা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তো ভাই
ডা জায়েদউর ভাই সত্য কথা বলেছেন
খুব গুরুত্বপূর্ণ বিষয়
ধন্যবাদ জাহিদ স্যার কে ❤❤❤
ধন্যবাদ যাহেদ ভাই
অনেক দিন পরে মনের মত কথা বললেন
ডাঃ জাহিদুর রহমান স্যার ঠিক বলেছেন
very important speech. thanks Dr Zahed
চমৎকার হয়েছে জায়েদ ভাই
জনাব ডা. জায়েদুর রহমান ভাইকে
জাতির পক্ষ থেকে সালাম ও দোয়া
সত্য প্রকাশে পিছু হটেননি।
জায়েদ স্যার সঠিক বলেছেন
অসাধারণ।।ধন্যবাদ
একজন দেশপ্রেমিক বনাম কিছু ভারতীয় এজেন্ট
I am from india and yes we have helped you in1971 just to avoid pakistan in both side of india and times of india has told right that we want to use Bangladesh as a alternative route
And think could you guys survived Pakistani attack if we didn't interfere in your freedom movement remember what happened with tibet it was a free country but when china attacked it india remained silent and tibet was occupied by china you would never get independence if india and ussr wouldn't interfere in your matters ussr is india's friend that's why they helped us not to save you in war
তাহলে , এখন - পাকিস্তান এর সঙ্গে যুক্ত হয়ে যাক বাংলাদেশ ।।
দারুণ কাজ হবে ।।।
যদি এমন হতো খুব ভালো হইতো অন্তত ইন্ডিয়া দালালি থেকে বাঁচা যাইতো।
@@islamsaiful226 আগে বাঁচবি তো সেটা ভাব
কবে তোর মাথা কেটে নেবে বুঝতেও পারবি না
শান্তি তে থাকতিস?????
প্রশ্ন করে দেখিস নিজেকে?
তোমার মুজিব কাক্কু কোথায় ছিল ?
@@islamsaiful226 হ্যাঁ যেমন রেপ করছিল তেমনি আবার করবে
@@islamsaiful226
আমাদের দেশের দালালি আপনারা করছেন না। আমরাও চাই না বাংলাদেশের সরকার আমাদের দেশের হয়ে দালালি করুক।
আপনারা অনেকেই আমাদের ঘৃণার চোখে দেখেন। আপনাদের একটা বদ্ধ ধারণা হয়েগেছে যে আমাদের ভারতবর্ষ নাকি আপনাদের বাংলাদেশের ক্ষতি চায়!!!
26th March 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হওয়ার পর থেকে বাকি ইতিহাস তো আপনাদের সকলের জানা আছে।
আপনাদের দেশেরই মিলিটারি মৌল্যবাদী পাকিস্তানের পক্ষে ষড়যন্ত্র করে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করেছিলো।
আর আপনি এখন মৌলবাদী পাকিস্তান এর হয়ে কথা বলছেন।
যেই ভাবে কমিউনিস্ট চীন ও মৌলবাদী পাকিস্তান বাংলাদেশেকে manipulated করার চেষ্টা করছে তাতে আগামী ২০ বছরের মধ্যেই আপনারা ফলাফল পেয়ে যাবেন।
বাস্তবে কমিউনিস্ট চীন ও মৌল্যবাদী পাকিস্তান সমগ্র মানব সভ্যতার শত্রু।
বর্তমান সময়ে এই দুটো দেশ পৃথিবীর পক্ষেই বিপজ্জনক।
জায়েদ স্যার এক জন প্রকৃত দেশ প্রমিক।
তুই একটা জারজ বোকাচোদা...
ভুদায় কোন দেশ আরেকটি দেশকে কখনই তাদের ইন্টারেস্ট ছাড়া সাহায্য করে ???
লাভ তো থাকবেই , কিন্তু সেই লাভটা কি এক পাক্ষিক না দ্বিপাক্ষিক এটা দেখার বিষয়।
47 সালের পর ভারতের পূর্ব ও পশ্চিমাংসে যথাক্রমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়।
স্বাভাবিক ভাবেই ভারত চাপের মধ্যে ছিলো কারণ দুই পাশে পাকিস্তান যে পাকিস্তানের জন্মই ভারত বিরোধীতা করে। তো এটা ছিলো ভারতের অস্বস্তির জায়গা। এবার ঘটনা ক্রমে দেখা গেলো যে পশ্চিম পাকিস্তান দিনকে দিন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর অত্যাচার করছে , তাদের শোষণ করছে , বাংলা ভাষা তথা বাঙালি সংস্কৃতিকে শেষ করতে চাইছে , একই দেশ হলেও পূর্ব পাকিস্তানের মানুষকে সমান অধিকার দিচ্ছে না , জাস্ট একটা উপনিবেশ করে রাখতে চাইছে। তখন শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব দিকের মানুষ স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সেনা নির্বিচারে স্বাধীনতাকামীদের মারতে শুরু করে , শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। অসহায় বাঙালি লাখে লাখে মরতে থাকে , কারণ তাদের হাতে কিছুই ছিলো না।
তখন ভারত সুযোগ পেয়ে গেলো।
ভারতের স্বার্থ ছিলো , কিন্তু তার চেয়েও বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি স্বার্থ ছিলো। ভারত এগিয়ে না গেলে কখনোই বাংলাদেশ সৃষ্টি হতো না। কারণ সেই সময় আমেরিকা , চিন সহ আরবদেশ পাকিস্তানের সমর্থন করেছিলো। ভারত সরাসরি পূর্ব পাকিস্থানে ডুকতে পারবে না আন্তর্জাতিক আইন অনুসারে , তাই বাংলাদেশের সাধারণ কৃষক - শ্রমিক শিক্ষকদের এনে নামমাত্র সেনা ট্রেনিং দিয়ে ভারতীয় বাহিনীর নেতৃত্বে যুদ্ধে নামানো হয়।
মুক্তিযোদ্ধা মূলত ভারত তৈরি করে আন্তর্জাতিক আইন থেকে বাঁচতে , না হলে মুক্তিযোদ্ধার কোন দরকার ছিলো না। ভারতের তিন বাহিনীর সাত লাখের বেশি সৈনিক নেমেছিলো সেদিন বাংলাদেশ সৃষ্টি করতে। আর মুক্তিযোদ্ধারাও তো ভারতীয় সেনিকই দেখতে গেলে। ট্রেনিং ভারতে , ভারতে অস্ত্র , ভারতের চিকিৎসা , ভারতের খাবার , নেতৃত্ব ভারতের। তারপর ভারতীয় বাহিনীর বীর সৈন্যদের সামনে পাকিস্তানের ৯২ প্রফেশনাল সেনা আত্মসমর্পণ করলো।
আন্তর্জাতিক ভাবে ১৯৭১ সালের যুদ্ধ ভারত - পাকিস্তানের যুদ্ধ বলেই পরিচিত , এবং তা সর্বৈব সত্য।
কিন্তু এই খানকির ছেলে মুখ ভেঙচিয়ূ কি বলছে দেখো...ডাক্তার রুগি দেখলো , তোর প্রাণ বাঁচালো । হ্যাঁ , তার লাভ আছে বৈকি , তা বলে তুই সেটা অস্বীকার করবে মাদারচোদ ????
বিনা পয়সায় কেউ কিছু করে না। ট্রেন লাইনটা হলে ভারতের একটা ট্রেন যাবে। আর বাংলাদেশের কত মানুষ উপকৃত হবে এটা বোঝনা তোমরা।
এই যে ইন্ডিয়া বয়কট দারুন ব্যাপার, হঠাৎ ইন্ডিয়া বয়কট? কিন্তু কেন?
ক্রিকেটে ভারতের বিপক্ষ যেই থাকুক না কেনো তাতে কলাগাছ হলেও তাকেই সাপোর্ট করবে কিন্তু ভারত কে নয়। বাহ বাংলাদেশি ! বাহ।
স্বার্থের বাহিরে ইন্ডিয়া কি কিছু করে আদৌ যে তাকে অন্ধের মত সমর্থন করতে হবে
Charen moshai. Jihadi der sathe Kano kotha bolchen
Akta jinis dekhben India er biruddhe je bangaladeshi hate day sob jihadi. Ar 1971 e India jihadi der I mere... Toh bujhtei parchen hate ta koth theke ase🌚🌚. Akher eder kei kutta banano hoyechilo. Toh bhokbei. Apni kano nijer jamakapor nongra korben. Baad den. Maldives sikha peye gelo. Era toh kon char
ধরেই নিলাম যে কিছুদিন বাংলাদেশ উপকৃত হবে। (যদিও আমি উপকারের কিছু পাচ্ছি না) কিন্তু এরপর যে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন?
তোর মাকে দিছে
@@sajirasadhabib2743 ei sarbobhoumotter natok tar jonnoi toh global stage e china chara apnar khub akta bhalo kono bondhu nai. Natok marar jayega pan na. America World er sobche powerfull country. Othocho India k ato patta diche Russia k jate support na day India. Etai kotha. Nijer subidha er jonno onek kichu korte hoy. Ar India er theke subidha Nile apnader ego te Kano lage? 1971 e toh ei India hi bachai chilo apnader pakisthan er hath theke. Nijeder subidhar jonnoi bachai chilo kintu apnader tokhon toh sarbo bhoumotte aghat lageni. Aj Kano lagche? Je pakisthan apnader innocent bacha gula er matha pishe dito maa er kol theke chinay sei pakisthan apnader priyo hoye galo! Naki history tai porenni kokhono. Koyekta gadha minister er kotha sune agulo bhul bhal kotha bokchen? Ar tista project e ato je china er paa chat chen (mane apnar moto gadha jonota. Not govt) sei tista project e khub lav hobe apnar personally bujhi? Ato ego te lagle India te nijeder moto gadha public k India te aste deben na treatment nite. Tokhon bujhbo je sotti apnader self respect ache. Subidha naoar balay thik ache ar daoar balay nai. Ei hypocrisy nijer kachei rakhun. Apnader moto 10th fail public er jonno aj Desh ta sudhu onnoder hate ditei basto. Nijeder kono unnoti nai. Ar GDP compare korte asben na. India er population o apnader theke oneeeeek beshi. Tai khorcha o beshi. Oi pakisthani jukti nijer kachei rakhben
শত শত সালাম আপনাকে 😢❤
দারুণ সব কথা বলেছেন।তবে জানিনা ঠিক কতোদিন উনি ভালো থাকবেন।
অসংখ্য সম্মান জানাই স্যার
জায়েদ স্যার ঠিক কথা বলেছেন ❤❤❤❤❤❤❤❤
এই কারণেই আমি মনে করি বিশ্বের অন্যান্য দেশের থেকে কৃতজ্ঞতা দেখানোর ক্ষেত্রে বাংলাদেশিরা আলাদা।রাসিয়াও আমাদের সাহায্য করেছে, আসলে অতীতে আমাদের রক্ষা করেছে। তবে আমরা এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কখনই বলি না যে আমেরিকার সম্পৃক্ততার কারণে রাশিয়া আমাদের সাহায্য করেছে।
সুন্দর ভাবে উপস্থাপন করছেন।
ভারতের উদ্দেশ্য যায় হোক, আমার বাংলাদেশ স্বাধীন, আর আপনার মত বুদ্ধিজীবী বাংলায় কথা বলছেন।
বাংলাদেশের অত্যন্ত বিজ্ঞ মানুষ ডক্টর জাহিদুর রহমান