ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে যতটা দেখতেছি ততই অবাক হচ্ছি আমি,মাশাল্লাহ কতটা সাহসী মানুষ হলে এমন হয়, আপনাকে দেখলে সেটা বুঝা যায়। একটা মানুষ দেশকে নিয়ে কতটা চিন্তা করে এবং কতটা ভাবে, আর দেশের জন্য কতটা ভালোবাসা থাকলে এমন হয়। দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে, এবং আল্লাহ যেন আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করে, আর দেখে যেতে পারেন। প্রিয় ভাই আমার ❤️❤️❤️
নিশ্চই বেরিস্টার ফুয়াদএকজন সর্ব বিষয়ে গেয়ান রাখে।তিনি অনেক গুনে গুনানীত।তার সাবলীল ভাষায় কথা বলেন ওনার প্রতিটি কথা খুবি মূল্লবান। এরা সোনার মানুষ এবং যদি দেশের সর্বচ্চ আসনে বসে তাহলে দেশটা আরও সুন্দর হয়ে চলবে।আমীন।
অসাধারণ বাস্তবমুখী সাধারণ মানুষের মনের গভীর কথাগুলো তুলে ধরেছে। ( আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহর গুলো থেকে ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিক্সা বন্ধ করা একান্ত জরুরী। মাস খানেক আগে অটোরিকশা ড্রাইভার এর পাশে বসে ছিলাম যেটা কিনা সিরিয়ালের প্রথমে ছিল। পিছনে সাইরেন বাঁজাচ্ছিল রোগীর নিয়ে যাবার জন্য এম্বুলেন্স। আমি তাঁকে অনুরোধ করলাম তোমার গাড়ির কাগজ নাই তোমার লাইসেন্স নাই কেন এম্বুলেন্সটাকে আটকে রেখেছো সে প্রতিউত্তরে দিল আমাকে এদেশে অবৈধ জিনিসের ক্ষমতা বেশি। পুলিশও এসে আমাদেরকে সরাবে না নিশ্চিন্তে থাকেন।) 😭🇧🇩😭
অসাধারণ কথা বার্তা শুনে গায়ের লোম খাড়া হয়ে গেছে,অনেকেই বলে বাংলাদেশের রাজনীতিবিদরা পচে গেছে, কিন্তু দেখছি না দেশ প্রেমিক সৎ মানুষ এখনো আছে, ইনশাল্লাহ এ ধরনের মানুষের হাত ধরে বাংলাদেশে একসময় উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাবে
জী যদি সব নেতারা উনার মতাদর্শের হন তাহলে। বিগত decades গুলোতে অনেক অনেক পঁচা রাজনীতিবিদরা ছিলেন এবং দেশটাকে একদম চোষে খেয়ে ফেলে গেছে। দেশটা অনেক ভাগ্যবান হতো যদি আর ও অনেক ব্যারিস্টার ফুয়াদের মতো রাজনীতিবিদ থাকত।
অসাধারণ বাস্তবমুখী সাধারণ মানুষের মনের গভীর কথাগুলো তুলে ধরেছে। ( আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহর গুলো থেকে ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিক্সা বন্ধ করা একান্ত জরুরী। মাস খানেক আগে অটোরিকশা ড্রাইভার এর পাশে বসে ছিলাম যেটা কিনা সিরিয়ালের প্রথমে ছিল। পিছনে সাইরেন বাঁজাচ্ছিল রোগীর নিয়ে যাবার জন্য এম্বুলেন্স। আমি তাঁকে অনুরোধ করলাম তোমার গাড়ির কাগজ নাই তোমার লাইসেন্স নাই কেন এম্বুলেন্সটাকে আটকে রেখেছো সে প্রতিউত্তরে দিল আমাকে এদেশে অবৈধ জিনিসের ক্ষমতা বেশি। পুলিশও এসে আমাদেরকে সরাবে না নিশ্চিন্তে থাকেন।) 😭🇧🇩😭
আমি সব কমেন্ট গুলো পড়লাম। সবাই ফুয়াদ ভাইয়ের কথায় মুগ্ধ। শুধু মুগ্ধ হয়ে কথা শুনলে হবে না। ফুয়াদ ভাইয়েরা যেন এগিয়ে যেতে পারে, তার জন্যে উনার হাতকে শক্তিশালী করুন। দুই দলের বা দুই পরিবারের দাসত্ব না করে, ফুয়াদ ভাইদের সাপোর্ট করুন। দেশটা আমাদের সবার। আমাদের গড়তে হবে।
মন্ত্রমুগ্ধ হয়ে ব্যারিস্টার ফুয়াদের কথাগুলা শুনলাম। এরকম কিছু মানুষ দায়িত্ব পেলে দেশের পরিবর্ত সম্ভব। ওনার কথাশুনে মনে হলো আমিও দেশ গড়ার কাজে নেমে যাই, দেশের ঋন শোধ করার জন্য।
সুবহানাল্লাহ, কত সুন্দর চিন্তা এবং আশা বাংলাদেশ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামীন এরকম মেধাবী মুসলিম যুবকদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার সুযোগ করে দিক, আমিন। ভালো একটা এপিসোড।
আসাদুজ্জামান ফুয়াদ ভাই সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না, কিন্তু তার এই টক শোটা দেখে আমি তার একজন বিশাল ভক্ত হয়ে গেছি। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, ভাই। আশাকরি একদিন আপনি রাজনীতিতে আমাদের গর্বের প্রতীক হবেন। আপনার মত সৎ ও সাহসী মানুষকে আমরা রাজনীতির মঞ্চে দেখতে চাই। আপনি এমন একজন ব্যক্তি, যার সততা ও ন্যায্যতা আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা বিশ্বাস করি, আপনি আমাদের সমাজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
❤❤❤ ফুয়াদ ভাইয়ের কথা বের হয় অনর্গল, মাথায় আছে অনেক শব্দ। মোবারকবাদ জানাই। এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের সংসদে যাওয়া উচিত। তাহলে জনগণ মুক্তির স্বাদ পাবে। দেশ ৫ বছরে মালয়েশিয়া ও ১০ বছরে ইউরোপ হতে পারে যদি আগামী নির্বাচনে ঠিক লোকটাকে আমরা বাছাই করতে পারি অনেক লোকের ভিড়ে।❤❤❤
আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশী হিসেবে গর্ববোধ করব যখন আমাদের দেশের এমন বিঙ রাজনীতিবীদ থাকবে যারা দেশকে নিয়ে ভাবে চিন্তা করে একি সাথে সৎ সাহসী যুক্তিবাদী স্পষ্টবাদী এমন রাজনীতি বীদ আমরা চাই আগের যুগের প্রতিহিংসামুলক রাজনীতি আর চাই না। জাযাকাল্লাহ খাইরান প্রিয় আসাদুজ্জামান ভাইকে।। ❤❤❤
মনোমুগ্ধের মত ফুয়াদ ভাইয়ের কথা গুলো শুনলাম।শেষ কয়েকটি কথা শুনার পর আর শুয়ে থাকতে পারি নাই।ওঠে বসে গেছি।এই শো টা ফুয়াদ ভাইয়ের এবি পার্টির বিশাল কাজ করে গেল। আমি নিজে আজ থেকে এবি পার্টি ওয়েলউইশার। দেশের জন্য এভাবে কথা বলা আমার এই ৩৪ বছরের জীবনে আর কাউকে দেখি নাই। ফুয়াদ ভাইদের মত মেধাবী মানুষ গুলো হাজার বছর বেঁচে থাকুক। ধন্যবাদ নেক্সাস টিভি, এমন একজন রত্নকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ কিবরিয়া ভাই।একজন প্রকৃত দেশপ্রেমিককে উপস্হাপন করার জন্য॥ফুয়াদের চিন্তাধারায় সামনের উজ্জ্বল বাংলাদেশ দেখতে পেলাম।ইন্ শাআল্লাহ্ সুন্দর সুশৃংখল বাংলাদেশ একদিন গঠন হবেই❤
যারা যারা এই ফুয়াদ ভাইয়ের অনুষ্ঠান টা দেখলেন এবং যারা শুনবেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে ওনার উদ্দেশ্য খুবই মহৎ এবং সবাইকে এগিয়ে আসার অনুরোধ করতেছি
বরিশালে সদরে ১৯৬৫-৬৭ সনে দক্ষিন আলেকান্দা কালু খাঁর ধানি জমিতে তৈরী করা সরকারী কোয়ার্টার বাবা খাদ্য বিভাগে মহকুমা খাদ্য নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করতেন। আমি তখন ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগ নিয়ে পডা.শুনা করতাম। বরিশাল তখন যশোহর বোর্ডের অধীনে ছিল। ইতি পূর্বে পিরোজপুর সরকারী স্কুল থেকে এস এস সি (১৯৬৪) পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করি এবং ঢাকা কলেজে ভর্তি হই। ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব যে সকল কথা বলেছেন, সব গুলো শতভাগ সত্য। আমি নিজে পরবর্তিতে বুয়েট থেকে যন্ত্রকৌশল নিয়ে পাশ করেছি। চাকরি জীবনে ঘাত প্রতিঘাত নিয়ে দেশে বিদেশে ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সর্বমোট ৩৩টা চাকরি করে এখন ভাগ্যের জোরে ছোট ছেলের ডিভি পাওয়ার জন্য নিউ ইয়র্ক শহরে বসবাস করি। বিপ্লোবী সরকার ২০২৪ আগষ্ট থেকে পুরোটা সমর্থন করি। এ বি পার্টি চালু হোক। আমি সব সময় সফলতা কামনা করবো। দৃষ্টিভংগী প্রখর এবং বাস্তবতা নিয়ে সমৃদ্ধ। সত্যকে সত্য বলা এবং সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা প্রশ্নই উঠে না? সেজন্য আমি পছন্দ করি বার বার। সত্যের জয় হবেই হবে একদিন। আল্লাহ কবুল করুন। আমীন॥
ভালো লাগলো। কেন যেন মনে হলো এই কথাগুলো যে ন আমার কথা ধন্যবাদ ভাই।ধন্যবাদ কিবরিয়া ভাইকে যিনি এমন একজন চিন্তাশীল বাক্তিত বাম ব্যক্তি কে আপনার অনুসঠানে ইনভাইট করার জন্য।
অসাধারন বক্তব্য, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং উদ্বুদ্ধ হচ্ছিলাম এই ভেবে যে,দেশের জন্য কিছু করা উচিত। আমি অবাক হচ্ছি এখন পর্যন্ত এই রাজনৈতিক দলটি কেন প্রসার লাভ করে নাই, যে দলটি এত চমৎকার মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। ব্যারিষ্টার ফুয়াদের প্রতি রইল আন্তরিক দোয়া,আল্লাহ পাক উনার সৎ ও তীব্র আকাংখা গুলোকে কবুল করুন। বাংলাদেশের জন্য এমনই একটি রাজনৈতিক দলের অতন্ত্য প্রয়োজন।
সত্যিই অসাধারণ বক্তব্য। ওনার সম্পর্কে স্বল্পই জানতাম। এ ধরনের রাজনৈতিক নেতৃত্ব এখন আমাদের বড় প্রয়োজন। শুভকামনা ওনার জন্য। আরজে কিবরিয়াকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান করার জন্য।
ব্যারিস্টার ফুয়াদ অসাধারণ দেশপ্রেমিক রাজনৈতিক। বাংলাদেশের বিনির্মানে উনাদের মতো ব্যক্তির ভূমিকা জরূরী। অত্যন্ত গঠনমূলক বক্তব্য এবং তার কর্মকাণ্ড দেশের তরুণ প্রজন্মের আইকন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অসাধারণ একজন গুনী মানুষের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। খুব সুন্দর করে উনি বলেন। আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমার রব যেন আমাদেরকে একজন সৎ শাষক দান করেন। যেন আমরা উপকৃত হই। আমি উনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।
ফুয়াদ ভাই সালাম ও দোয়া নিবেন। আমি অধ্যাপক সৈয়দা সুলতানা সালমা বাঙলাদেশে কল্যাণ রাষ্ট্র নামে এবং সংগঠন করে রাজনীতি করছি। আপনার এ আলোচনা খুব ভালো লেগেছে এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক মনে করিছি।ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্য বদ্ধ ভাবে কাজ করে বাঙলাদেশেকে প্রতিটি মানুষের জন্য ভালো কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে সক্ষম করে তুলতে চেষ্টা করতে পারবো। সুম্মা আমিন।
৪১মিনিট ১৭ সেকেন্ড এর শো তে একটা সেকেন্ড ও বোরিং লাগেনি ✅ আসাদুজ্জামান ফুয়াদ স্যার এর মতো রাজনীতিবিদরাই, পারে বাংলাদেশটাকে পরিবর্তন করতে ✅ স্যারের জন্য শুভকামনা এবং স্যারের নতুন দল কেউ শুভকামনা জানাই ✅ আর তার সাথে শুভকামনা জানাচ্ছি আর জে কিবরিয়া স্যারকে ✅ ধন্যবাদ ❤✅
ফুয়াদ ভাইয়ের সাক্ষাৎকার আমরা অসংখ্যবার নিয়েছি যখন যে বিষয়ে জানতে চেয়েছি, উনি এতো সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন, দেশপ্রেম উনার সবচাইতে আগে মায়া ভালোবাসা আর কোন নেতার প্রতি দেখিনি
সত্যি ই আমি উনার কথা যত শুনছি ততোই মুগ্ধ হচ্ছি।পাশা পাশি অবাক হচ্ছি উনি সব বিষয় কি সুন্দর ঠান্ডা মাথায় প্রেজেন্ট করছে কতটা কনফিডেন্টস নিয়ে। কখনও কোন রাজনৈতিক দলের কোন নেতাকে বলতে শুনিনি আমার ৫০ বছর বয়সে।উনাকে আমি প্রথম জুলাইয়ের আন্দোলনে দেখি।তার আগে উনাকে চিনতামওনা।এদেশে উনার মত লোকের ভীষণ দরকার।আমি মন থেকে দোয়া করি উনার জন্য।ওনার কথায় আমি ত মানুষ দেখিনা।আসলেই আসলেই।
অসম্ভব ভালো লাগলো এই প্রথম কোন রাজনীতিবিদ মশা তথা ডেঙ্গু নিয়ে কথা বললেন। স্বাধীনতার ৫৩ বছর নিয়ে আমরা গর্ব করি অথচ আমরা মশামুক্ত, ময়লা আবর্জনা মুক্ত এবং সুস্থ পরিবেশের একজন নাগরিক বা বাসিন্দাও হতে পারিনি।
ব্যারিষ্টার ফুয়াদ আমার প্রিয় ব্যাক্তিত্ব।তার যুক্তিপূর্ন ও সাহসী বক্তব্য আমি মনোযুগ দিয়ে শুনি। উনি সকল বিষয়ে ভাল ধারনা রাখেন।তা ছাড়া তিনি একজন আদ্যোপান্ত ভদ্রলোক।
আমি এতদিন পরে আমার মনের মত একজন রাজনৈতিক নেতা পেলাম,,আগে ফুয়াদ সাহেব এর বক্তব্য শুনেছি কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ বা ধরণা যে ঠিক আমি যেই ভাবে বাংলাদেশ কে দেখতে চাই এই একই রকম ফুয়াদ সাহেব ও দেখতে চাই।
ব্যারিস্টার ফুয়াদ সাহেবে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, ভাই। আশাকরি একদিন আপনি রাজনীতিতে আমাদের গর্বের প্রতীক হবেন। আপনার মত সৎ ও সাহসী মানুষকে আমরা রাজনীতির মঞ্চে দেখতে চাই।
বাংলাদেশের সাহসী মানুষ মধ্যে ফুয়াদ ভাই একজন। ভাই আপনার মতো লোক আছে তাই আমরা এই বাংলাদেশের নিয়ে সপ্ন দেখতাছি।ফুয়াদ ভাই এর মতো লোক আমরা দেশের রাজনৈতিক অংঙ্গনে দেখতে চাই।ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে দেশের সমস্যা গুলো চোখের আঙ্গুল দিয়ে দেখানোর জন্য ❤❤
আমার দেখা দেশ প্রেমিক ও সময়ের সাহসী সৈনিক জনাব, ব্যারিস্টার ফুয়াদ, আন্দালির রহমান পার্থ, মুশফিকুল ফজল আনসারী, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজারী, রফিকুল ইসলাম মাদানি, জাহেদুর রহমান সহ নাম না জানা অনেকে আছে যাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া উচিৎ। যেমন আন্দালির রহমান পার্থকে অর্থ মন্ত্রণালয়, ব্যারিস্টার ফুয়াদকে আইন মন্ত্রনালয়, মিজানুর রহমান আজারীকে ধর্ম মন্ত্রনালয়, ইলিয়াস হোসাইন ও পিনাকী সাহেবকে ক্রাইম/ দুর্নীতি দমন কমিশনে এভাবে সাজালে দেশটা অনেক অনেক ভালো হবে বলে আমি আশাবাদী।
এই মানুষটাকে দেখেছিলাম নির্ভয়ের সাথে ফরেইন মিডিয়াকে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে, যখন কেউ ছিল না বলার মতো,,, ঘরে বসে নিজেকে অনেক অসহায় মনে হতো মনে হতো কেন পারিনা আমরা বলতে সবাইকে,,,, ওই সময় অসহায়ের মতো চোখের পানি ফেলতাম আর খুঁজতাম যে কে বলতেছে আমাদের কথা কেউ কি নাই বলার মত হঠাৎ উনাকে দেখলাম তিনি সবকিছু বর্ণনা দিচ্ছেন,, এগজ্যাক্টলি কি হচ্ছে বাংলাদেশে,,,, আবেগে কান্না করে দিলাম সেই দিন,,, আপনার জন্য অনেক বেশি শুভকামনা,, আল্লাহ আপনাকে সফল করুক ভালো রাখুক সব সময়
আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। এত সুন্দর কথা কি ভাবে বলেন ? আমি অবাক হয়ে শুনি। সত্যিকার অর্থে একজন শিক্ষিত মানুষ। concepts ভীষন clear. যার কারনে এত সুন্দর বলতে পারেন। দীর্ঘজীবি হোন, সুস্থ থাকেন। আপনার কথা শুনলে আপনার সাথে দেশের জন্য কাজ করতে ইচ্ছে করে। জানিনা কোনোদিন এই সুযোগ আসবে কিনা।
কিবরিয়া সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, ব্যারিস্টার ফুয়াদ সাহেব কে আমন্ত্রণ করেছেন। অসাধারন চেতনা,আগামীতে উনার কথা বিশ্বাসে পরিণত হলে সপ্নের বাংলাদেশ গড়ে উঠবে,ইনশাআল্লাহ। শুভকামনা থাকবে সব সময়....
We need more patriot like Fuad. ❤ সমসাময়িক নষ্ট রাজনীতির পরিবর্তন হবেই হবে। ড. জাহিদ, ব্যারিস্টার ফুয়াদের মতো সৎ এবং সাহসী মানুষ আরও আসবে এই বাংলায় ইনশাআল্লাহ।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে যতটা দেখতেছি ততই অবাক হচ্ছি আমি,মাশাল্লাহ কতটা সাহসী মানুষ হলে এমন হয়, আপনাকে দেখলে সেটা বুঝা যায়। একটা মানুষ দেশকে নিয়ে কতটা চিন্তা করে এবং কতটা ভাবে, আর দেশের জন্য কতটা ভালোবাসা থাকলে এমন হয়।
দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে, এবং আল্লাহ যেন আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করে, আর দেখে যেতে পারেন। প্রিয় ভাই আমার ❤️❤️❤️
Amin🤲🤲🤲
মাসহআল্লাহ 🧡🤲🏼🤲🏼
নিশ্চই বেরিস্টার ফুয়াদএকজন সর্ব বিষয়ে গেয়ান রাখে।তিনি অনেক গুনে গুনানীত।তার সাবলীল ভাষায় কথা বলেন ওনার প্রতিটি কথা খুবি মূল্লবান। এরা সোনার মানুষ এবং যদি দেশের সর্বচ্চ আসনে বসে তাহলে দেশটা আরও সুন্দর হয়ে চলবে।আমীন।
একজন সাহসি জন নেতা
সাধারণ মানুষের কথা বলার জন্য সাহসি মানুষ@@rayanuddinb7699
অসাধারণ বাস্তবমুখী সাধারণ মানুষের মনের গভীর কথাগুলো তুলে ধরেছে। ( আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহর গুলো থেকে ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিক্সা বন্ধ করা একান্ত জরুরী। মাস খানেক আগে অটোরিকশা ড্রাইভার এর পাশে বসে ছিলাম যেটা কিনা সিরিয়ালের প্রথমে ছিল। পিছনে সাইরেন বাঁজাচ্ছিল রোগীর নিয়ে যাবার জন্য এম্বুলেন্স। আমি তাঁকে অনুরোধ করলাম তোমার গাড়ির কাগজ নাই তোমার লাইসেন্স নাই কেন এম্বুলেন্সটাকে আটকে রেখেছো সে প্রতিউত্তরে দিল আমাকে এদেশে অবৈধ জিনিসের ক্ষমতা বেশি। পুলিশও এসে আমাদেরকে সরাবে না নিশ্চিন্তে থাকেন।) 😭🇧🇩😭
অসাধারণ কথা বার্তা শুনে গায়ের লোম খাড়া হয়ে গেছে,অনেকেই বলে বাংলাদেশের রাজনীতিবিদরা পচে গেছে, কিন্তু দেখছি না দেশ প্রেমিক সৎ মানুষ এখনো আছে, ইনশাল্লাহ এ ধরনের মানুষের হাত ধরে বাংলাদেশে একসময় উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাবে
এখন এমন নেতাই ভীষণ দরকার আমাদের।
জী যদি সব নেতারা উনার মতাদর্শের হন তাহলে। বিগত decades গুলোতে অনেক অনেক পঁচা রাজনীতিবিদরা ছিলেন এবং দেশটাকে একদম চোষে খেয়ে ফেলে গেছে। দেশটা অনেক ভাগ্যবান হতো যদি আর ও অনেক ব্যারিস্টার ফুয়াদের মতো রাজনীতিবিদ থাকত।
ঠিক
অসাধারণ বাস্তবমুখী সাধারণ মানুষের মনের গভীর কথাগুলো তুলে ধরেছে। ( আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহর গুলো থেকে ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিক্সা বন্ধ করা একান্ত জরুরী। মাস খানেক আগে অটোরিকশা ড্রাইভার এর পাশে বসে ছিলাম যেটা কিনা সিরিয়ালের প্রথমে ছিল। পিছনে সাইরেন বাঁজাচ্ছিল রোগীর নিয়ে যাবার জন্য এম্বুলেন্স। আমি তাঁকে অনুরোধ করলাম তোমার গাড়ির কাগজ নাই তোমার লাইসেন্স নাই কেন এম্বুলেন্সটাকে আটকে রেখেছো সে প্রতিউত্তরে দিল আমাকে এদেশে অবৈধ জিনিসের ক্ষমতা বেশি। পুলিশও এসে আমাদেরকে সরাবে না নিশ্চিন্তে থাকেন।) 😭🇧🇩😭
ঠিক
আমি সব কমেন্ট গুলো পড়লাম। সবাই ফুয়াদ ভাইয়ের কথায় মুগ্ধ। শুধু মুগ্ধ হয়ে কথা শুনলে হবে না। ফুয়াদ ভাইয়েরা যেন এগিয়ে যেতে পারে, তার জন্যে উনার হাতকে শক্তিশালী করুন। দুই দলের বা দুই পরিবারের দাসত্ব না করে, ফুয়াদ ভাইদের সাপোর্ট করুন। দেশটা আমাদের সবার। আমাদের গড়তে হবে।
ধন্যবাদ প্রিয় ভাই
সহমত. .........❤
জাযাকাল্লাহু খাইরান ভাইজান❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মন্ত্রমুগ্ধ হয়ে ব্যারিস্টার ফুয়াদের কথাগুলা শুনলাম। এরকম কিছু মানুষ দায়িত্ব পেলে দেশের পরিবর্ত সম্ভব। ওনার কথাশুনে মনে হলো আমিও দেশ গড়ার কাজে নেমে যাই, দেশের ঋন শোধ করার জন্য।
Yesssss
তোমার কথাও অনেক অনেক ভালো লাগলো ।
Same here
✊🏼
Same here
অসাধারণ! এমন বিজ্ঞ মানুষদেরই রাজনীতিতে আসা উচিৎ।
ওনি রাজনীতি করে Ab পার্টি
❤y❤ hu tx on ok no❤❤❤❤❤❤❤❤❤ lol@@mdharun-zi2bm
ক্ষমতায় আসার আগে কেউ ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না কিন্তু ক্ষমতায় আসার পরে পল্টি মেরে দেয় অর্থ ক্ষমতা আর প্রতিপত্তির জন্য। জ্বলন্ত উদাহরণ আসিফ নজরুল
ua-cam.com/video/WWlFZ8pBePw/v-deo.htmlsi=HDlfOO3zp0NQ6XP0
@@khatizatulkobra1043 সে রাজনীতিতে আছেন তার পার্টির নাম আমার বাংলাদেশ পার্টি
দেশপ্রেম সাহস মেধা বুদ্ধি কথায় ক্ষুরধার যুক্ত সব মিলিয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব।
ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা এত গোছানো আর প্রাসঙ্গিক মনে হয় যে শুনতেই ইচ্ছে করে শুধু।
Yessss
উনি আসলে একজন ভালো বক্তা ও বটে !
আপানারা সবাই হইল ছাগল। চাপাবাজি কোনটা আর সত্য কথা কোনটা সেটাই বুঝতে পারেন না।
সুবহানাল্লাহ, কত সুন্দর চিন্তা এবং আশা বাংলাদেশ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামীন এরকম মেধাবী মুসলিম যুবকদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার সুযোগ করে দিক, আমিন। ভালো একটা এপিসোড।
Amin
Ameen
আল্লাহুম্মা আমিন।
অসাধারণ এক কথায় অনন্য, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা যুক্তিযুক্ত, অনেক কিছু শিখলাম, মাশাআল্লাহ।।।
ফুয়াদ সাহেবের কথা গুলো মনে শক্তি ও সাহস যোগায়।
বর্তমানে রাজনীতির ময়দানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর গোছালো যুক্তির কথা বলে প্রিয় আসাদুজ্জামান ফুয়াদ সাহেব!
রাইট ❤
But BNP biased. Ami niropekkho rajnitibid chay
@@truthseeker230তুমি আওয়ামিলীগ চাও। গুয়ের টাঙ্কি থেকে উটতে চাইলে প্রথম কমোটে আসতে হয়। বিএনপি হইতেছে কমোড।
@@mrnhaq Apnar kothai abr proman korlen bnp and awami league er mind set same
আরো একজন আছে ডাঃ জাহেদ উর রহমান স্যার ।
ব্যারিস্টার ফুয়াদের মধ্যে আমি এক অসাধারণ ভবিষ্যৎ নেতৃত্বের ঝলক দেখতে পাচ্ছি। আল্লাহ তাকে হায়াতে তায়্যিবাহ দান করুন।
আসাদুজ্জামান ফুয়াদ ভাই সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না, কিন্তু তার এই টক শোটা দেখে আমি তার একজন বিশাল ভক্ত হয়ে গেছি। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, ভাই। আশাকরি একদিন আপনি রাজনীতিতে আমাদের গর্বের প্রতীক হবেন। আপনার মত সৎ ও সাহসী মানুষকে আমরা রাজনীতির মঞ্চে দেখতে চাই। আপনি এমন একজন ব্যক্তি, যার সততা ও ন্যায্যতা আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা বিশ্বাস করি, আপনি আমাদের সমাজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
রাইট ❤
একদিন আসেন এবিপার্টি অফিসে ওনার সাথে সরাসরি কথা বললে বুঝবেন উনি কত সাধারণ একজন ভালোবাসার মানুষ। আমাদের দলের একজন প্রিয় ব্যাক্তি।
@ShilaAkter-w9x আমি বাংলাদেশে থাকলে আসতাম৷
@@Alizakhan22-u4o দাওয়াত রইলো চায়ের
যদিও খুব বেশি জানিনা ওনার সম্পর্কে,
তবে ফুয়াদ ভাই সত্য প্রকাশের একমাত্র সাহসী বক্তা। আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করুন।
ua-cam.com/video/xN9MfuBe-JQ/v-deo.htmlsi=jxAPCjNHn6_1ONFO
AB party আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি এবং থাকব।
আমার একজন প্রিয় মানুষ জনাব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। অনেক অনেক দোয়া ও শুভকামনা।
একদম একজন স্পষ্টবাদী মানুষ। একজন ভালো মানুষ। এগিয়ে যান স্যার।
একটা অসভ্য জাতি কেউ দায়ও নেয় না কেউ দায়িত্ব নেয় না, অসাধারণ বক্তব্য।
একজন স্পষ্টবাদী মানুষ। একজন ভালো মানুষ। এগিয়ে যান স্যার 🖤
❤❤❤ ফুয়াদ ভাইয়ের কথা বের হয় অনর্গল, মাথায় আছে অনেক শব্দ। মোবারকবাদ জানাই।
এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের সংসদে যাওয়া উচিত। তাহলে জনগণ মুক্তির স্বাদ পাবে। দেশ ৫ বছরে মালয়েশিয়া ও ১০ বছরে ইউরোপ হতে পারে যদি আগামী নির্বাচনে ঠিক লোকটাকে আমরা বাছাই করতে পারি অনেক লোকের ভিড়ে।❤❤❤
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যারিস্টার ফুয়াদ স্যার কে অনুষ্ঠানে আনার জন্য। ভবিষ্যতে আবার তাকে এই শো -তে আশা করছি।
ব্যারিস্টার ফুয়াদ এর মতো বক্তব্য, আমি খুব কমই শুনেছি। নেতা হওয়া দরকার ব্যারিস্টার ফুয়াদের মত ❤
এক্সাক্টলি ✊🏼👌
Jeboneo Shunen Ni .
এই লোকটা জীবন দিয়ে এই দেশটাকে ভালোবাসে। অসাধারণ বিবেক বোধ ও বুদ্ধিমত্তা। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন!
ওনার বাংলাদেশ 🇧🇩 নিয়ে এত সুন্দর চিন্তা নিয়ে আমি মুগ্ধ ওনার কথাগুলো অনেক সুন্দর,,, রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাক এ রকম আশা আমার
আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশী হিসেবে গর্ববোধ করব যখন আমাদের দেশের এমন বিঙ রাজনীতিবীদ থাকবে যারা দেশকে নিয়ে ভাবে চিন্তা করে একি সাথে সৎ সাহসী যুক্তিবাদী স্পষ্টবাদী এমন রাজনীতি বীদ আমরা চাই আগের যুগের প্রতিহিংসামুলক রাজনীতি আর চাই না। জাযাকাল্লাহ খাইরান প্রিয় আসাদুজ্জামান ভাইকে।। ❤❤❤
যোগ্য বাবার যোগ্য সন্তান।
ফুয়াদ ভাইয়ের উদ্দেশ্যে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ভাইকে অনেক ভালোবাসি এক কথায় অসাধারণ 👌👍🫡🇧🇩🤲✊✊
মন্ত্রমুগ্ধের মতো শুনলাম । ভালো লাগলো ।।
মনোমুগ্ধের মত ফুয়াদ ভাইয়ের কথা গুলো শুনলাম।শেষ কয়েকটি কথা শুনার পর আর শুয়ে থাকতে পারি নাই।ওঠে বসে গেছি।এই শো টা ফুয়াদ ভাইয়ের এবি পার্টির বিশাল কাজ করে গেল।
আমি নিজে আজ থেকে এবি পার্টি ওয়েলউইশার।
দেশের জন্য এভাবে কথা বলা আমার এই ৩৪ বছরের জীবনে আর কাউকে দেখি নাই।
ফুয়াদ ভাইদের মত মেধাবী মানুষ গুলো হাজার বছর বেঁচে থাকুক।
ধন্যবাদ নেক্সাস টিভি, এমন একজন রত্নকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
Thanks
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টিতে যোগ দিন। প্রতিক ঈগল। নেতা নয় নেত্রী নয় সবার আগে বাংলাদেশ।
❤
অফিসে চলে আসুন Saiham Sky View Tower (4th floor), 45 Bijoy Nagar Road, Dhaka 1000, Bangladesh
এই অভাগা দেশে আপনার মত মেধাবী জনবান্ধন নেতার অসীম প্রয়োজন। খুবই মুগ্ধ হলাম
চাদের দেশে পাঠিয়ে দেওয়া দরকার
আপনার মতো আসোদা জনতার জন্যই এসব ডাষ্টবিনের ময়লা মেধাবী নেতার তকমা পায়।
এমন বিজ্ঞ ও সাহসী লোকরাই রাজনীতিতে আসুক,ফুয়াদ ভাই এর জন্য অনেক অনেক শুভ কামনা!❤
আমাদের প্রিয় নেতা ফুয়াদ ভাই দেশের জন্য লন্ডন সিটিজেন বাতিল করে দেশে এসেছে। একদম সাধামাটা জিবন
ধন্যবাদ কিবরিয়া ভাই।একজন প্রকৃত দেশপ্রেমিককে উপস্হাপন করার জন্য॥ফুয়াদের চিন্তাধারায় সামনের উজ্জ্বল বাংলাদেশ দেখতে পেলাম।ইন্ শাআল্লাহ্ সুন্দর সুশৃংখল বাংলাদেশ একদিন গঠন হবেই❤
ইমশাআল্লাহ
Outstanding...... এমন ব্যক্তিত্ব বিজ্ঞ ও জ্ঞানী লোকের জন্য সবার পাশে দাঁড়ানো উচিত
মুগ্ধ হয়ে প্রোগ্রামটা শুনলাম । লাস্ট ৬-৭মিনিটের কথায় আমাদের দেশের ৫৩বছরের ইতিহাস এক ঝলকে ফুটে উঠেছে ।
যথার্থ বলেছেন। এই ছোট্ট, সুন্দর বক্তব্যটির জন্য আপনাকে ধন্যবাদ।
তবে শুধু ৫৩ বছরের নয়, এর আগের ইতিহাসেরও কিছুটা ঝলক রয়েছে।
মুগ্ধ হয়ে শুনলাম কথাগুলো..
শেষের কথাগুলোর মাধ্যমে জাতির সঠিক ইতিহাসের এক ঝলক ফুটিয়ে তুলেছে।
সময়ের সাহসী মানুষ, সেলুট ধন্যবাদ ফুয়াদ স্যার কে
ফুয়াদ স্যার হালাল জাদা
ওনার বক্তব্য যত শুনি ততই মুগ্ধ হই
ফুয়াদ সাহেবের কথাগুলো অনেক ভালো লাগে। উনি একজন দেশ প্রেমিক ও বুদ্ধিমান ব্যাক্তি।
Right
ভবিষৎ কি হবে জানি না কিন্তু উনার কথা শুনে মনে হয় এমন মানুষই দরকার বাংলাদেশ পরিবর্তন এর জন্য শুভকামানা আমার বাংলাদেশ ফুয়াদ ভাই ।
যারা যারা এই ফুয়াদ ভাইয়ের অনুষ্ঠান টা দেখলেন এবং যারা শুনবেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে ওনার উদ্দেশ্য খুবই মহৎ এবং সবাইকে এগিয়ে আসার অনুরোধ করতেছি
বরিশালে সদরে ১৯৬৫-৬৭ সনে দক্ষিন আলেকান্দা কালু খাঁর ধানি জমিতে তৈরী করা সরকারী কোয়ার্টার বাবা খাদ্য বিভাগে মহকুমা খাদ্য নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করতেন। আমি তখন ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগ নিয়ে পডা.শুনা করতাম। বরিশাল তখন যশোহর বোর্ডের অধীনে ছিল। ইতি পূর্বে পিরোজপুর সরকারী স্কুল থেকে এস এস সি (১৯৬৪) পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করি এবং ঢাকা কলেজে ভর্তি হই।
ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব যে সকল কথা বলেছেন, সব গুলো শতভাগ সত্য। আমি নিজে পরবর্তিতে বুয়েট থেকে যন্ত্রকৌশল নিয়ে পাশ করেছি। চাকরি জীবনে ঘাত প্রতিঘাত নিয়ে দেশে বিদেশে ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সর্বমোট ৩৩টা চাকরি করে এখন ভাগ্যের জোরে ছোট ছেলের ডিভি পাওয়ার জন্য নিউ ইয়র্ক শহরে বসবাস করি।
বিপ্লোবী সরকার ২০২৪ আগষ্ট থেকে পুরোটা সমর্থন করি। এ বি পার্টি চালু হোক। আমি সব সময় সফলতা কামনা করবো।
দৃষ্টিভংগী প্রখর এবং বাস্তবতা নিয়ে সমৃদ্ধ। সত্যকে সত্য বলা এবং সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা প্রশ্নই উঠে না?
সেজন্য আমি পছন্দ করি বার বার। সত্যের জয় হবেই হবে একদিন।
আল্লাহ কবুল করুন। আমীন॥
সহমত........❤
সহমত, পাশে আছি
অনেকদিন যাবত ফুয়াদ ভাইকে দেখছি
দিন দিন মুগ্ধ হচ্ছি,
দেশটাকে নিয়ে যে স্বপ্ন দেখছি
সে স্বপ্নের রূপরেখায় বুক বাদছি।
বাংলাদেশে যতজন রাজনীতিবিদ আছেন এখন বর্তমানে তার মধ্যে সবথেকে আমার ভালো লাগে ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে ❤❤
ভালো লাগলো। কেন যেন মনে হলো এই কথাগুলো যে ন আমার কথা ধন্যবাদ ভাই।ধন্যবাদ কিবরিয়া ভাইকে যিনি এমন একজন চিন্তাশীল বাক্তিত বাম ব্যক্তি কে আপনার অনুসঠানে ইনভাইট করার জন্য।
বাস্তব জীবনের কথা গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ফুয়াদ ভাই কে এগিয়ে যান ইনশাআল্লাহ আমরা পবাসীরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ
ফুয়াদ ভাইকে ভাল লাগে,স্পষ্টবাদি,আল্লাহ উনাকে দেশের সেবা করার সুযোগ দেক।
❤❤❤❤ জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো সবসময় ঈনশা আল্লাহ।
ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা এত গোছানো আর প্রাসঙ্গিক মনে হয় যে শুনতেই ইচ্ছে করে শুধু। অসাধারণ! এমন বিজ্ঞ মানুষদেরই রাজনীতিতে আসা উচিৎ।
সহমত
অসাধারন বক্তব্য, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং উদ্বুদ্ধ হচ্ছিলাম এই ভেবে যে,দেশের জন্য কিছু করা উচিত। আমি অবাক হচ্ছি এখন পর্যন্ত এই রাজনৈতিক দলটি কেন প্রসার লাভ করে নাই, যে দলটি এত চমৎকার মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। ব্যারিষ্টার ফুয়াদের প্রতি রইল আন্তরিক দোয়া,আল্লাহ পাক উনার সৎ ও তীব্র আকাংখা গুলোকে কবুল করুন। বাংলাদেশের জন্য এমনই একটি রাজনৈতিক দলের অতন্ত্য প্রয়োজন।
আল্লাহুম্মা আমিন
অসাধারণ একজন মানুষ।এত সুন্দর এবং যুক্তিসঙ্গত কথা আমি কোন রাজনীতিবিদ থেকে শুনিনি।। ওনার মতো মানুষকে ফ্রন্টলাইনে রেখে কাজ করতে হবে।।
ফুয়াদ ভাই আপনি অসাধারণ,
শীগ্রই আপনার দলের কর্মী হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ ❤
অফিসে চলে আসুন Saiham Sky View Tower (4th floor), 45 Bijoy Nagar Road, Dhaka 1000, Bangladesh
ফুয়াদ, মাহমুদুর রহমান, পিনাকী দাদা, এরা যে কথা বলে,
তার প্রত্যেক টা কথায় অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং তাৎপর্য পূর্ণ।।
এবং ড. জাহেদুর রাহমান
অসাধারন আলোচনা মুগ্দ হয়ে গেলাম,যদিও রাজনীতি ঘৃনা করি, তবে উনার চিন্তা ধারা অসাধারন
বর্তমান সময়ের জনপ্রিয় একজন ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ অসাধারণ বক্তৃতা দেন এবং অসাধারণ যুক্তি তার ভিতরে আছে।
সত্যিই অসাধারণ বক্তব্য। ওনার সম্পর্কে স্বল্পই জানতাম। এ ধরনের রাজনৈতিক নেতৃত্ব এখন আমাদের বড় প্রয়োজন। শুভকামনা ওনার জন্য। আরজে কিবরিয়াকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান করার জন্য।
ব্যারিস্টার ফুয়াদ অসাধারণ দেশপ্রেমিক রাজনৈতিক। বাংলাদেশের বিনির্মানে উনাদের মতো ব্যক্তির ভূমিকা জরূরী। অত্যন্ত গঠনমূলক বক্তব্য এবং তার কর্মকাণ্ড দেশের তরুণ প্রজন্মের আইকন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আমার দেখা ব্যারিসটার এর মধ্যে তিনি একজন সাহসী নেতা যিনি সবসময় উচিত কথা বলে।
Right
অসাধারণ।
আমি খুবই অনুপ্রেরণা পেয়েছি আপনার দেশপ্রেম দেখে।
❤❤❤❤❤❤❤
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনার কাজের উত্তম প্রতিদান দান করুক।
আমিন ইয়া রাব্বুল আলামীন।
স্যারের কথা শুনে কখনো ক্লান্তি আসে না। এতো সুন্দর আর এতো সাহসী বক্তব্য স্যারই শুধু দিতে পারেন।
প্রিয় ব্যারিস্টার ফুয়াদ ভাই! উনার কথা খুব ভালো লাগে। খুব সুন্দর কথা বলে স্পর্শ কথা বলে! ধন্যবাদ ফুয়াদ ভাইয়া ❤️🇧🇩✌️
অসাধারণ একজন গুনী মানুষের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। খুব সুন্দর করে উনি বলেন। আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমার রব যেন আমাদেরকে একজন সৎ শাষক দান করেন। যেন আমরা উপকৃত হই। আমি উনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।
আল্লাহুম্মা আমিন ❤
ফুয়াদ ভাই সালাম ও দোয়া নিবেন। আমি অধ্যাপক সৈয়দা সুলতানা সালমা বাঙলাদেশে কল্যাণ রাষ্ট্র নামে এবং সংগঠন করে রাজনীতি করছি। আপনার এ আলোচনা খুব ভালো লেগেছে এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক মনে করিছি।ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্য বদ্ধ ভাবে কাজ করে বাঙলাদেশেকে প্রতিটি মানুষের জন্য ভালো কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে সক্ষম করে তুলতে চেষ্টা করতে পারবো। সুম্মা আমিন।
৪১মিনিট ১৭ সেকেন্ড এর শো তে একটা সেকেন্ড ও বোরিং লাগেনি ✅
আসাদুজ্জামান ফুয়াদ স্যার এর মতো রাজনীতিবিদরাই, পারে বাংলাদেশটাকে পরিবর্তন করতে ✅
স্যারের জন্য শুভকামনা এবং স্যারের নতুন দল কেউ শুভকামনা জানাই ✅
আর তার সাথে শুভকামনা জানাচ্ছি আর জে কিবরিয়া স্যারকে ✅
ধন্যবাদ ❤✅
ফুয়াদ ভাইয়ের সাক্ষাৎকার আমরা অসংখ্যবার নিয়েছি যখন যে বিষয়ে জানতে চেয়েছি, উনি এতো সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন, দেশপ্রেম উনার সবচাইতে আগে মায়া ভালোবাসা আর কোন নেতার প্রতি দেখিনি
সত্যি ই আমি উনার কথা যত শুনছি ততোই মুগ্ধ হচ্ছি।পাশা পাশি অবাক হচ্ছি উনি সব বিষয় কি সুন্দর ঠান্ডা মাথায় প্রেজেন্ট করছে কতটা কনফিডেন্টস নিয়ে। কখনও কোন রাজনৈতিক দলের কোন নেতাকে বলতে শুনিনি আমার ৫০ বছর বয়সে।উনাকে আমি প্রথম জুলাইয়ের আন্দোলনে দেখি।তার আগে উনাকে চিনতামওনা।এদেশে উনার মত লোকের ভীষণ দরকার।আমি মন থেকে দোয়া করি উনার জন্য।ওনার কথায় আমি ত মানুষ দেখিনা।আসলেই আসলেই।
এমন দৈর্য ধরে কখনো কারো টকশো দেখিনাই,
ফুয়াদ ভাই এর কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম।
সত্যিই এমন দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের জন্য দরকার 💖
অনেক বুদ্ধিদীপ্ত আলোচনা। ব্যারিস্টার ফুয়াদ সত্যিই অনেক মেধাবী ও সত্যিকারের দেশ প্রেমিক
অসম্ভব ভালো লাগলো এই প্রথম কোন রাজনীতিবিদ মশা তথা ডেঙ্গু নিয়ে কথা বললেন। স্বাধীনতার ৫৩ বছর নিয়ে আমরা গর্ব করি অথচ
আমরা মশামুক্ত, ময়লা আবর্জনা
মুক্ত এবং সুস্থ পরিবেশের একজন নাগরিক বা বাসিন্দাও হতে পারিনি।
ব্যারিষ্টার ফুয়াদ আমার প্রিয় ব্যাক্তিত্ব।তার যুক্তিপূর্ন ও সাহসী বক্তব্য আমি মনোযুগ দিয়ে শুনি। উনি সকল বিষয়ে ভাল ধারনা রাখেন।তা ছাড়া তিনি একজন আদ্যোপান্ত ভদ্রলোক।
আমার জীবনে অনেক talkshow দেখেছি এভাবে দেশ জনগণ নিয়ে কথা বলছেন আমি কাউকে দেখিনি
খুব ভাল বক্তা। ভাল লাগে এবং এখনও আশা করতে ইচ্ছা করে দেশ টা র ভাল হবে।
অসাধারণ এক কথায় অনন্য, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের প্রতিটা কথা যুক্তিযুক্ত, অনেক কিছু শিখলাম, মাশাআল্লাহ
আমি এতদিন পরে আমার মনের মত একজন রাজনৈতিক নেতা পেলাম,,আগে ফুয়াদ সাহেব এর বক্তব্য শুনেছি কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ বা ধরণা যে ঠিক আমি যেই ভাবে বাংলাদেশ কে দেখতে চাই এই একই রকম ফুয়াদ সাহেব ও দেখতে চাই।
সেইম ব্রো
আসাদুজ্জামান ফুয়াদ ভাই সুন্দর আলোচনা করেছে । দেশবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা
নিঃসন্দেহে চমৎকার! মিঃ আসাদুজ্জামান ফুয়াদের ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা রইল। শুভাশীষ থাকলো অনেক। ধন্যবাদ ❤ ....!
আপনাদের মতো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় আসে দেশ অনেক সুন্দর হতো
ব্যারিসটার ফুয়াদ সাহেব একজন সৎ আর দেশপ্রেমিক রাজনৈতিক মানুষ এবং নিজ দেশপ্রেমিক মানুষ। 🥰🥰🥰🥰
কিবরিয়া ভাইকে ধন্যবাদ জানাই, উনাকে আমন্ত্রণের জন্য। নতুন প্রজন্মের পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ❤ ভাই। 💪🇧🇩
উনি খুব সাহসী এবং সৎ একজন ভালবাসার মানুষ। আমাদের ভালবাসা নিবেন ইউরোপ থেকে।💞💞💞
ফুয়াদ ভাইয়া খুব জ্ঞানী ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা উনাকে রহম করুন নেক হায়াত দিন।
অসাধারণ কথাবার্তা মিঃ ফুয়াদ। আপনাকে আমার অন্তর থেকে স্যালুট, আপনারাই পারবেন ইনশাআল্লাহ দেশকে পরিবর্তন করতে।
আপনাকে স্যালুট,
স্যালুট ব্যারিস্টার ফুয়াদ ভাই
আমরা এবি পার্টি করব,
আমরা আছি আপনার সাথে।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টিতে যোগ দিন। প্রতিক ঈগল। নেতা নয় নেত্রী নয় সবার আগে বাংলাদেশ।
অফিসে চলে আসুন Saiham Sky View Tower (4th floor), 45 Bijoy Nagar Road, Dhaka 1000, Bangladesh
অসাধারণ,,, ফুয়াদ স্যার,,এমন মানুষ গুলোই আমরা চাই,,আগামী দিনের পথে,,,, অসংখ্য ধন্যবাদ আপনাকে,❤
❤❤❤❤
ব্যারিস্টার ফুয়াদ সাহেবে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, ভাই। আশাকরি একদিন আপনি রাজনীতিতে আমাদের গর্বের প্রতীক হবেন। আপনার মত সৎ ও সাহসী মানুষকে আমরা রাজনীতির মঞ্চে দেখতে চাই।
বাংলাদেশের সাহসী মানুষ মধ্যে ফুয়াদ ভাই একজন। ভাই আপনার মতো লোক আছে তাই আমরা এই বাংলাদেশের নিয়ে সপ্ন দেখতাছি।ফুয়াদ ভাই এর মতো লোক আমরা দেশের রাজনৈতিক অংঙ্গনে দেখতে চাই।ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে দেশের সমস্যা গুলো চোখের আঙ্গুল দিয়ে দেখানোর জন্য ❤❤
আমার দেখা দেশ প্রেমিক ও সময়ের সাহসী সৈনিক জনাব, ব্যারিস্টার ফুয়াদ, আন্দালির রহমান পার্থ, মুশফিকুল ফজল আনসারী, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজারী, রফিকুল ইসলাম মাদানি, জাহেদুর রহমান সহ নাম না জানা অনেকে আছে যাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া উচিৎ। যেমন আন্দালির রহমান পার্থকে অর্থ মন্ত্রণালয়, ব্যারিস্টার ফুয়াদকে আইন মন্ত্রনালয়, মিজানুর রহমান আজারীকে ধর্ম মন্ত্রনালয়, ইলিয়াস হোসাইন ও পিনাকী সাহেবকে ক্রাইম/ দুর্নীতি দমন কমিশনে এভাবে সাজালে দেশটা অনেক অনেক ভালো হবে বলে আমি আশাবাদী।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী আলোচনা।১কথায় অসাধারণ।
এই মানুষটাকে দেখেছিলাম নির্ভয়ের সাথে ফরেইন মিডিয়াকে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে, যখন কেউ ছিল না বলার মতো,,, ঘরে বসে নিজেকে অনেক অসহায় মনে হতো মনে হতো কেন পারিনা আমরা বলতে সবাইকে,,,, ওই সময় অসহায়ের মতো চোখের পানি ফেলতাম আর খুঁজতাম যে কে বলতেছে আমাদের কথা কেউ কি নাই বলার মত হঠাৎ উনাকে দেখলাম তিনি সবকিছু বর্ণনা দিচ্ছেন,, এগজ্যাক্টলি কি হচ্ছে বাংলাদেশে,,,, আবেগে কান্না করে দিলাম সেই দিন,,, আপনার জন্য অনেক বেশি শুভকামনা,, আল্লাহ আপনাকে সফল করুক ভালো রাখুক সব সময়
আমিন ইয়া রাব্বুল আল'আমীন।
আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। এত সুন্দর কথা কি ভাবে বলেন ? আমি অবাক হয়ে শুনি। সত্যিকার অর্থে একজন শিক্ষিত মানুষ। concepts ভীষন clear. যার কারনে এত সুন্দর বলতে পারেন। দীর্ঘজীবি হোন, সুস্থ থাকেন। আপনার কথা শুনলে আপনার সাথে দেশের জন্য কাজ করতে ইচ্ছে করে। জানিনা কোনোদিন এই সুযোগ আসবে কিনা।
আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের কথা শুনতেই মন চায় এতো সুন্দর ভাবে কথা বলেন আর এতোো সুন্দর একটি মন মানসিকতার মানুষ, খুব ভালো লাগছে ❤️❤️❤️❤️
কথা-কাজের মধ্যে মিল থাকা আবশ্যক। শুভ কামনা, ফুয়াদ ভাই......
দোয়া শুভকামনা রইল।
ভবিষ্যতের জন্য তারাই একদিন রাষ্ট্রনায়ক হবে ইনশাআল্লাহ।
আমাদের দেশের সৎ মানুষ রাজনীতি দরকার। না হয় দেশ ধ্বংসের পথে চলে যাবে।❤❤❤
সৎ ও সাহসী রাজনৈতিক নেতা ব্যারিস্টার ফুয়াদ স্যার
ফুয়াদ ভাইয়ের কথা শুনতে অনেক ভালো লাগে ❤ ফুয়াদ ভাই একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা। তিনি জনগণের মনের কথা বলেছেন ❤❤❤
অসাধারন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। বাংলাদেশ চির তরুণ হয়ে বেঁচে থাকুক। ❤
আমাদের বরিশালের গর্ব ধন্যবাদ ফুয়াদ ভাই❤❤
একজন সাহসী শ্রদ্ধাভাজন মানুষ। তার বক্তব্য গুলো অনেক ভালো লাগে। দোয়া ও শুভকামনা রইল তার জন্য।
ব্যারিস্টার ফুয়াদের প্রতি রইলো আমার সালাম, দোয়া, ভালোবাসা, সমর্থন, সর্বোপরি শুভেচ্ছা। কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ।
কিবরিয়া ভাই, আজকের প্রোগ্রামটা অসাধারণ হয়েছে। ফুয়াদ ভাই আমাদের অনুপ্রেরণা.....
কিবরিয়া সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, ব্যারিস্টার ফুয়াদ সাহেব কে আমন্ত্রণ করেছেন। অসাধারন চেতনা,আগামীতে উনার কথা বিশ্বাসে পরিণত হলে সপ্নের বাংলাদেশ গড়ে উঠবে,ইনশাআল্লাহ। শুভকামনা থাকবে সব সময়....
ভালোবাসা অবিরাম ভাই💕💕
এগিয়ে যান এই দোয়া করি 🤲🤲
আমরা এমনি কল্যানমুখি রাষ্ট্র চাই
আল্লাহ কবুল করুন
আমিন 🤲🤲
ফুয়াদ ভাই, একদম আমার মনে কথা বলেন। কথাগুলি যেনো একেকটা ডিনামাইট। অসম ভাই।
ফুয়াদ ভাইয়ের কথাগুলির মাঝে একদম ডুবে গিয়েছিলাম আমি..। so true n very well said ফুয়াদ ভাই..!!♥️♥️
We need more patriot like Fuad. ❤
সমসাময়িক নষ্ট রাজনীতির পরিবর্তন হবেই হবে। ড. জাহিদ, ব্যারিস্টার ফুয়াদের মতো সৎ এবং সাহসী মানুষ আরও আসবে এই বাংলায় ইনশাআল্লাহ।