খুব ভালো লাগল আবার ও নতুন নতুন মঠ মন্দির রের video দেখার আশায় রইলাম ।আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা করি আমরা ও যারা আপনার viewers আছি তারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা করি ।জয় ঠাকুর জয় মা ।
আলোক বাবু দেবস্থানের অপূর্ব বর্ণনা আপনার মুখে আমাকে মুগ্ধ করে। নিজেকে ভাগ্যবান মনে হয়। ভালো থাকুন আর আমাদের এইরকম ধর্মীয় ভাবাবেগ আরো সম্বৃদ্ধ করুন❤❤❤❤❤❤❤
আলোকবাবু কে অসংখ্য ধ্যন্যবাদ এমন সুন্দর ও মনোরম প্রাচীন দেবস্থান কে তুলেধরার জন্য। আমরা যারা বিভিন্ন কারণে যেতে অসমর্থ তারা ঘরে বসে এমন মঠ ও মন্দির দর্শনের সুযোগ পাচ্ছি। আপনার channel subscribe করলাম।।।
জয়দ্বীপ দাদাভাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল বানানোর মূল উদ্দেশ্য বয়স্ক মানুষদের মধ্যে একটু আনন্দ দেওয়া যা মনে হয় একটু একটু করে সাফল্যর দিকে এগোচ্ছে আপনাদের মতো মানুষদের সহযোগিতায় 🙏🙏🙏
কুন্তল দাদাভাই প্রথমেই আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন। আজ আমার ভিডিও করা সার্থক হয়েছে যেই জানতে পারলাম আপনার বাবা ৯৩ বছরে আমার ভিডিও দেখেন। আপনারও ভালো থাকবেন 🙏🙏🙏
দাদা আপনার প্রশংসা করার ভাষা নেই, আপনার মাধ্যমে যে কত মন্দির, মঠ,আশ্রম দেখতে পাই, মন ভালো হয়ে যায়। আপনি খুব ভালো থাকবেন। আমি সোনারপুরে থাকি, পরিবারের সবাই কে নিয়ে আমার বাড়ি আসার আমন্ত্রণ রইলো।
Really Bangla is blessed with so many historical temples and our Choton bhai bring those known unknown temples of Bangla near to Kolkata.. Well done Choton giving us such informations on such temple places.. I am regular bhakto of Choton.. Tomar music ta Ekhono loud lage during narration.. Just asadharan description..
Ami 2020 te ei Mandir visit kori. Kolkata theke khub sohojei jaoya jae, khub bhalo poribesh. Choton Da ke ei detailed video toiri korar jonne onek dhonyobaad janalam.
আপনি নিশ্চয়ই খুব ভালো থাকবেন ।এই এতো সুধী জনের শুভেচ্ছা ভালোবাসা পাচ্ছেন। আর আপনার চোখ দিয়েই এতো দূরে বসেও আমরা এই সব মন্দির ও দেবস্থান গুলো দেখবার সুযোগ পাচ্ছি। এজন্য অনেক অনেক ধন্যবাদ জানালাম দাদা..
না দাদাভাই গত পরশু গিরিবালা ঠাকুরবাড়ি থেকে আসার পর কোমরে একটা ব্যাথা উঠেছে প্রায় আজ শুয়েই ছিলাম। এখন physiotherapy সেন্টার এ এসেছি untrasound থেরাপি করতে। আমার 10 বছর আগে কোমরের MRI হয়েছিল, তাতে একটু প্রবলেম ছিলো। তাই বছরে এক দুবার এই রকম ব্যাথা হয় সেটা physiotherapy করে আবার ঠিক হয়ে যায়। দেখা যাক এবার কি হয় 🙏
আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই,আপনি খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন এবং আবার আগের মতনই 'journey with choton' কে চালিয়ে নিয়ে জান। অনেক শুভেচ্ছা রইল ..
ভীষণ ভালো জায়গায় এসেছেন- আমিও এই জায়গার কথা আপনার ইস্কনের ভিডিও তে বলেছিলাম- যদিও ভোরে আমার হাঁটা পথ- আমি স্টেশনের কাছে থাকি,ওখান থেকে হলদে কালীবাড়ি হয়ে ইস্কনের মন্দির হয়ে মহৎসব তলা থেকে পানিহাটি শ্মশান হয়ে সোজা গিরিবালা ঠাকুর বাড়ি গিয়ে থাকি,এবং ওখানে আমার প্রাণটা ভীষণ শান্তি পেয়ে থাকে,ধন্যবাদ এখানকার ভিডিও করার জন্য
ভালো ভীষণ ভালো দুখঃ একটাই আমার YouTUbe এখন আর সরাসরি চলছে না,আমাকে অনেক কাঠখড় পুড়িয়ে ইউ টিউবে ঢুকতে হয়-তাই সরাসরি না ঢোকার ভীষণ জ্বালা থেকেই বলছি আমার নুতন ফোন না কেনা অবধি শান্তি নেই দাদা -
সুন্দর ভিডিও, সুন্দর বিবরণ। খুব ভালো লাগলো। ঠাকুরের কৃপা হলে, একদিন দর্শন করতে যাবো। চলার পথে হয়তো কোনদিন আপনার সঙ্গেও দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন। নমস্কার। 🙏🙏 শুভেচ্ছা এবং শুভকামনা সহ, সূর্য্য কুমার পাল
আমার প্রিয় গোপ্রো যে আমার প্রথম দিন থেকে আছে আর ম্যাকবুক যে আমার এডিটিং এ মারাত্মক সাথ দেয় আর boya ব্লুটুথ মাইক যে আমার স্বরকে সুন্দর ভাবে ধরে রাখে । এরাই আমার বুড়ো বয়সের সাথী।
সোদপুর স্টেশন থেকে শ্মশানের অটো ধরবেন ভাড়া দশ টাকা- ওখান থেকে হাঁটা পথ পাঁচ থেকে সাত মিনিট- হাঁটা পথে আপনি বেশ কয়েকটি নামকরা ঘাট দেখতে পারবেন সাথে পুরোনো শীতলা মন্দির পেয়ে যাবেন- দেখতে দেখতে গিরিবালা ঠাকুর বাড়ি পৌছে যাবেন
শ্রদ্ধেয় দাদাভাই। আপনার প্রত্যেকটি ভিডিও এক মনে দেখি। খুব সুন্দর আপনার ভ্রমনের বিবরণ। শুধু একটা নিবেদন আমরা কর্ড লাইনের যাত্রী। তাই শিয়ালদহের সাথে হাওড়া থেকে যাত্রার যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করেন তবে বিশেষ ভাবে উপকৃত হই। প্রণাম ও ভালোবাসা নেবেন।
I visited this temple ten years ago, when I use to visit anandamoyee mayer ashram very often. I was extremely glad to see the Radha govinda murti and i thought the idol of Radha govinda is probably the best i have seen. It is run by Bhola giri ashram and you may like to go to Bhola giri ashram which is located in Baraccpore by the river ganga. Years ago I went there few times !! Do you come to Hatibagan ?? Just wondering?? Ratan.
তন্ময় দাদাভাই আপনার ভয়ে আমি এবার মনে হচ্ছে চা খাওয়া ছেড়ে দিতে হবে। Agarpara স্টেশনে নেমে চা খেতে গিয়েই আপনার কথা মনে পড়লো তাই আর খাইনি। তবে আপনার সাথে দেখা হলে আপনার থেকে জোর করে এক কাপ চা অবশ্যই খাবো।
@@journeywithchoton গঙ্গার ধারে কোনো মন্দির বা আশ্রম যেখানে সুপারিবেশে দু একদিন মোটামুটি ভাবে থাকা যায়। এরকম থাকলে জানাবেন। আমার বয়স ৭১, স্ত্রী গত হয়েছেন, আমি মাঝে মাঝে একা এরকম কোথাও থাকতে চাই।
আমি যতদূর জানি মন্দিরের প্রসাদের কোনো পদকে ঝোল বলতে নেই। ঝোলের বদলে রসা বলতে হয়। রসা মানে যে সবজি মিশ্রিত নিরামিষ পদে জলের ভাগ বেশি থাকে। আর তরকারি মানে যে সবজি মিশ্রিত নিরামিষ পদ জলের ভাগ থাকে না, শুকনো হয় তাকে তরকারি বলে। আমি সম্পূর্ণ আমার মোটা মাথার বুদ্ধিতে এই কথা বললাম। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন🙏
@@journeywithchoton অনেক ধন্যবাদ। আমি জানতাম না, এবারে পরিষ্কার হলো। যদি পারেন একবার বারুইপুরে আসুন। এখানে অনেক পুরোনো মন্দির আছে, শিবানী পীঠ, বিশালক্ষীতলা, বুড়োশিবতলা,সদাব্রতঘাট ইত্যাদি।🙏🙏
Apnar video prothom dekhlam. Ato sundar vabe hese kotha bolen. Jano khub chena manuser video dekchi. Khub sundar
অসংখ্য ধন্যবাদ 🙏 উত্তর দিতে দেরি হলো কারণ চোখের অপারেশনের সময় আমি কমেন্ট বক্স দেখিনি তাই পুরোনো কমেন্টের এখন উত্তর দিচ্ছি 🙏🙏🙏
❤❤❤khub bhalo laglo.mandir ta daka asbo
অসংখ্য ধন্যবাদ 🙏 উত্তর দিতে দেরি হলো কারণ চোখের অপারেশনের সময় আমি কমেন্ট বক্স দেখিনি তাই পুরোনো কমেন্টের এখন উত্তর দিচ্ছি 🙏🙏🙏
খুব ভালো লাগল আবার ও নতুন নতুন মঠ মন্দির রের video দেখার আশায় রইলাম ।আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা করি
আমরা ও যারা আপনার viewers আছি তারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা করি ।জয় ঠাকুর জয় মা ।
মানসী দিদিভাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
খুব ভালো লাগলো জয় রাধা গোবিন্দ
অনেক অনেক ধন্যবাদ 🙏💐🙏
Apnar video dekhe gotokal ghure elam. Khub bhalo laglo Mandir. Apni ei bhabei agrodut hoe nitya natun Dharmasthan darshan karan.
অসংখ্য ধন্যবাদ। আমার অগ্রদূত গোপীনাথ মন্দিরের উৎসবের দিনের ভিডিও আছে। নিচে লিংক দিলাম দেখে বলবেন কেমন লাগলো
ua-cam.com/video/eFepK2yYwdY/v-deo.html
বাহঃ, প্রসাদ এখানে খুবই ভালো l
মণীশ দাদাভাই ধন্যবাদ। আপনাকে অনুরোধ করবো আমার অন্য ভিডিওগুলো দেখে বলবেন কেমন লাগলো
প্রাচীন মন্দির খুবই সুন্দর লাগল দেখানোর জন্য। 👍👌🙂
পিয়া দিদিভাই অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর, কলকাতার কাছে ই এবং গঙ্গার ধারে বেশ ভালো লাগলো। এই রকম মঠ ও মন্দির দেখতে ভালো ই লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন 🙏🙏🙏।
তৃপ্তি দিদিভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
asadharon radha krishner mandir, apurbo shib mandirguli, ki sundar nat mandirti, hooghly nodir aparup shobha, sundar prosad, ami koyekbar gechi bikele , sotti darun legeche
ঘোষাল ভাইপো খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে
আরও একটা খুব সুন্দর মন্দির দর্শন করালেন। সশরীরে না গিয়েও রাধামাধব দর্শন করলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
জয় রাধামাধব।
তারক দাদাভাই অনেক অনেক ধন্যবাদ
খুব সুন্দর লাগলো ভিডিওটা । শুভ কামনা রইলো 🙏❤️
তোমাদের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করেছে ভিডিও বানানোর। এই ভাবে এই বুড়োটার পাশে থেকো 💐
অপূর্ব ।যা বলে বোঝানো যাবে না ।দেখে চোখ জুড়িয়ে গেল। সুস্থ্য থাকুন। নমস্কার
মুক্তা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
আলোক বাবু দেবস্থানের অপূর্ব বর্ণনা আপনার মুখে আমাকে মুগ্ধ করে। নিজেকে ভাগ্যবান মনে হয়। ভালো থাকুন আর আমাদের এইরকম ধর্মীয় ভাবাবেগ আরো সম্বৃদ্ধ করুন❤❤❤❤❤❤❤
মুক্তিনাথ দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
দাদা আজ গিরি বালা মন্দির দর্শন করালেন খুব ভালো লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
রবিন দাদাভাই অসংখ্য ধন্যবাদ
খুব ভালো লাগলো ভিডিও টা
পিয়ালী দিদিভাই অনেক অনেক ধন্যবাদ
🙏🙏নমস্কার দাদা
খুব ভালো লাগছে এই সব দর্শনীয় স্থান দেখতে।
আপনার মাধ্যমে ঘরে বসে ঠাকুর দর্শন করছি।
রিনা দিদিভাই অনেক ধন্যবাদ
ভিডিও দেখে প্রাণটা আনন্দে ভরে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ 🙏
আলোকবাবু কে অসংখ্য ধ্যন্যবাদ এমন সুন্দর ও মনোরম প্রাচীন দেবস্থান কে তুলেধরার জন্য। আমরা যারা বিভিন্ন কারণে যেতে অসমর্থ তারা ঘরে বসে এমন মঠ ও মন্দির দর্শনের সুযোগ পাচ্ছি। আপনার channel subscribe করলাম।।।
জয়দ্বীপ দাদাভাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল বানানোর মূল উদ্দেশ্য বয়স্ক মানুষদের মধ্যে একটু আনন্দ দেওয়া যা মনে হয় একটু একটু করে সাফল্যর দিকে এগোচ্ছে আপনাদের মতো মানুষদের সহযোগিতায় 🙏🙏🙏
@@journeywithchoton আপনার channel এর আরও সাফল্য কামনা করি।।।
খুবই সুন্দর লাগলো। মন্দিরের পরিবেশ খুব ভালো। একদিন যাবার ইচ্ছা রইল।
অজন্তা দিদিভাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
Aamar barir pase esechilen mandir ti video korlen khub valo laglo.
🙏🙏👌👌💙💙
বেবী দিদিভাই আগে জানলে দেখা করতাম 🙏
আপনার ভিডিও গুলো,খুব ভালো লাগে।আমরা এই ভাবে অজানা মন্দিরের সন্ধান পাই।এগিযে যান জেঠু।পাশে আছি।❤❤
অভিজিৎ ভাই অসংখ্য ধন্যবাদ 💐
Khub.sundor.laglo
ধন্যবাদ সুলেখা দিদিভাই
অনেকদিন পর সময় করে আপনার ভিডিও দেখার সুযোগ হলো। আমার ৯৩ বছরের পিতৃদেব সারাক্ষণ আপনার ভিডিও দেখেন।
সপরিবারে খুব ভালো থাকবেন দাদা।
👍♥️🙏
কুন্তল দাদাভাই প্রথমেই আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন। আজ আমার ভিডিও করা সার্থক হয়েছে যেই জানতে পারলাম আপনার বাবা ৯৩ বছরে আমার ভিডিও দেখেন। আপনারও ভালো থাকবেন 🙏🙏🙏
দাদা আপনার প্রশংসা করার ভাষা নেই, আপনার মাধ্যমে যে কত মন্দির, মঠ,আশ্রম দেখতে পাই, মন ভালো হয়ে যায়। আপনি খুব ভালো থাকবেন। আমি সোনারপুরে থাকি, পরিবারের সবাই কে নিয়ে আমার বাড়ি আসার আমন্ত্রণ রইলো।
সংগীতা দিদিভাই আপনার আমন্ত্রণ সাদরে গ্রহণ করলাম। যদি ঈশ্বর চায় নিশ্চই সপরিবারে যাবো 🙏🙏🙏
Osadharon dekhte lagche mandir ti video te 🌸
আমার প্রতিবেদন কেমন হয়েছে জানালে আগামীদিনে আরো ভালো পড়াশুনো করে যাবো।🎉
Video ta khub sundor laglo ....
Puja দিদিভাই তোমার ঘাটশিলার ভিডিওটা ভালো হয়েছে 🙏💐🙏
@@journeywithchoton ধন্যবাদ দাদাভাই 🙏 ☺️
Really Bangla is blessed with so many historical temples and our Choton bhai bring those known unknown temples of Bangla near to Kolkata.. Well done Choton giving us such informations on such temple places.. I am regular bhakto of Choton.. Tomar music ta Ekhono loud lage during narration..
Just asadharan description..
ধন্যবাদ 🙏
Apnake sadhubad janai. Ei sob sandhan die o ajana mandir darson korie apni atyanto punyer kaj korchen. Anek dhanyabad apnake.🙏🏾
চন্দ্রালেখা দিদিভাই অসংখ্য ধন্যবাদ
খুব ভালো লাগলো, ভালো থাকবেন।
নারায়ণ দাদাভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
Khub valo laglo.
শুভদীপ দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
Ami 2020 te ei Mandir visit kori. Kolkata theke khub sohojei jaoya jae, khub bhalo poribesh. Choton Da ke ei detailed video toiri korar jonne onek dhonyobaad janalam.
অসংখ্য ধন্যবাদ ধৈর্য্য ধরে আমার ভিডিও দেখার জন্য। উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত 🙏
দাদা,খুব ভালো লাগল।ভালো থাকবেন🙏🙏🙏
মানব দাদাভাই অসংখ্য ধন্যবাদ। উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত 🙏
Asadharan Ekta video upohar dilen. Khub Valo laglo . Valo thakben .🙏🙏
অপর্ণা দিদিভাই অসংখ্য ধন্যবাদ 🙏
আপনি নিশ্চয়ই খুব ভালো থাকবেন ।এই এতো সুধী জনের শুভেচ্ছা ভালোবাসা পাচ্ছেন। আর আপনার চোখ দিয়েই এতো দূরে বসেও আমরা এই সব মন্দির ও দেবস্থান গুলো দেখবার সুযোগ পাচ্ছি। এজন্য অনেক অনেক ধন্যবাদ জানালাম দাদা..
না দাদাভাই গত পরশু গিরিবালা ঠাকুরবাড়ি থেকে আসার পর কোমরে একটা ব্যাথা উঠেছে প্রায় আজ শুয়েই ছিলাম। এখন physiotherapy সেন্টার এ এসেছি untrasound থেরাপি করতে। আমার 10 বছর আগে কোমরের MRI হয়েছিল, তাতে একটু প্রবলেম ছিলো। তাই বছরে এক দুবার এই রকম ব্যাথা হয় সেটা physiotherapy করে আবার ঠিক হয়ে যায়। দেখা যাক এবার কি হয় 🙏
আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই,আপনি খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন এবং আবার আগের মতনই 'journey with choton' কে চালিয়ে নিয়ে জান। অনেক শুভেচ্ছা রইল ..
ভীষণ ভালো জায়গায় এসেছেন- আমিও এই জায়গার কথা আপনার ইস্কনের ভিডিও তে বলেছিলাম- যদিও ভোরে আমার হাঁটা পথ- আমি স্টেশনের কাছে থাকি,ওখান থেকে হলদে কালীবাড়ি হয়ে ইস্কনের মন্দির হয়ে মহৎসব তলা থেকে পানিহাটি শ্মশান হয়ে সোজা গিরিবালা ঠাকুর বাড়ি গিয়ে থাকি,এবং ওখানে আমার প্রাণটা ভীষণ শান্তি পেয়ে থাকে,ধন্যবাদ এখানকার ভিডিও করার জন্য
গৌতম দাদাভাই ভিডিওটা কেমন হয়েছে বললেন না তো?
ভালো ভীষণ ভালো
দুখঃ একটাই আমার YouTUbe এখন আর সরাসরি চলছে না,আমাকে অনেক কাঠখড় পুড়িয়ে ইউ টিউবে ঢুকতে হয়-তাই সরাসরি না ঢোকার ভীষণ জ্বালা থেকেই বলছি আমার নুতন ফোন না কেনা অবধি শান্তি নেই দাদা -
Dakha khub valo laglo.
অঞ্জলি দিদিভাই অনেক ধন্যবাদ 🙏
Thanks for sharing
চন্দ্র দাদাভাই ধন্যবাদ
সুন্দর ভিডিও, সুন্দর বিবরণ।
খুব ভালো লাগলো।
ঠাকুরের কৃপা হলে, একদিন দর্শন করতে যাবো।
চলার পথে হয়তো কোনদিন আপনার সঙ্গেও দেখা হবে, কথা হবে।
সবাই ভালো থাকুন।
নমস্কার। 🙏🙏
শুভেচ্ছা এবং শুভকামনা সহ,
সূর্য্য কুমার পাল
সূর্য দাদাভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি এক দিন ঈশ্বর চাইলে নিশ্চই দেখা হবে। 🙏🙏🙏
খুব সুন্দর জায়গা ভালো লাগলো
রুনু দিদিভাই অনেক ধন্যবাদ
Khub sundar ek mandir darshan karalen. Anek anek dhanyabad. Agarpara te eto sundar ek mandir ache jantam na. Jabar ichhe roilo. Bhalo thakben.. 👍☺.....
মহুয়া দিদিভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
Khub sundor dada.. Valo thakun
শুভেন্দু দাদাভাই ধন্যবাদ
Kon mobile diye video koro ; graphics and information is really darun ❤
আমার প্রিয় গোপ্রো যে আমার প্রথম দিন থেকে আছে আর ম্যাকবুক যে আমার এডিটিং এ মারাত্মক সাথ দেয় আর boya ব্লুটুথ মাইক যে আমার স্বরকে সুন্দর ভাবে ধরে রাখে । এরাই আমার বুড়ো বয়সের সাথী।
Khub sundor hoyeche video ta
গৌতম দাদাভাই অসংখ্য ধন্যবাদ
Khub sunder❤❤❤❤
কুণাল দাদাভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
Khub.sundar
ধন্যবাদ
Anek anek dhonnobad bhai apnar Mukhe amar didibhai nam khub khub anondo pelam ..darun bhalo laglo darson kore..apurbo video bhalo thakun susto thakun..apurbo apnar kathoni
নীলিমা দিদিভাই খুব সুন্দর আধ্যাত্মিক স্থানে আপনি পাঠিয়েছিলেন। মন তৃপ্তিতে ভরে গেছে 🙏🙏🙏
Thanks
NICE...KEEP IT UP...👍
Thanks ✌️
দাদা আপনি একা কোথায় আপনার সাথে অনেক অনেক ভক্ত আছেন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় শেষ করছি
এই ভাবে আমার পাশে থাকবেন। ঈশ্বর সবাইকে ভালো রাখবে।
খুব সুন্দর হয়েছে।
তরুণ দাদাভাই অনেক ধন্যবাদ
Dada khub sundor lagche ❤️🙏
ধন্যবাদ
Khub sundor sudhu ekta rectification ache dada , seta holo Annapurna mandir Barrackpore Talpukur e obosthito,Titagarh e noy !!
শৃতনু দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
Khub valo laglo 🙏 🙏🙏
বাদল দাদাভাই অনেক ধন্যবাদ
Apurbo dada video ta. 🙏🙏🙏🙏 Erokom video debar jnno dhonyobad.
দীপঙ্কর দাদাভাই এই ভাবে আমার পাশে থাকবেন 🙏
@@journeywithchoton obossoy thakbo Dada. Valo thakben r sustho thakben.
Khub sundor....
ধন্যবাদ
Khub bhalo laglo
অর্ণব দাদাভাই অনেক অনেক ধন্যবাদ
সোদপুর দিয়ে গেলে কেমন করে যেতে হবে । আপনার ভিডিও দেখে আমরা মা আনন্দময়ী আশ্রম ঘুরে এসেছি । অপূর্ব সুন্দর লেগেছে । এখানেও যাওয়ার ইচ্ছা থাকলো ।
অনুশ্রী দিদিভাই অসংখ্য ধন্যবাদ। সোদপুর স্টেশন থেকে যতদূর মনে হয় অটো পেয়ে যাবেন🙏
সোদপুর স্টেশন থেকে শ্মশানের অটো ধরবেন ভাড়া দশ টাকা- ওখান থেকে হাঁটা পথ পাঁচ থেকে সাত মিনিট- হাঁটা পথে আপনি বেশ কয়েকটি নামকরা ঘাট দেখতে পারবেন সাথে পুরোনো শীতলা মন্দির পেয়ে যাবেন- দেখতে দেখতে গিরিবালা ঠাকুর বাড়ি পৌছে যাবেন
Durdanto hoyeche ajker ei videota.
ধন্যবাদ
শ্রদ্ধেয় দাদাভাই। আপনার প্রত্যেকটি ভিডিও এক মনে দেখি। খুব সুন্দর আপনার ভ্রমনের বিবরণ। শুধু একটা নিবেদন আমরা কর্ড লাইনের যাত্রী। তাই শিয়ালদহের সাথে হাওড়া থেকে যাত্রার যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করেন তবে বিশেষ ভাবে উপকৃত হই। প্রণাম ও ভালোবাসা নেবেন।
অরূপ দাদাভাই অনেক অনেক ধন্যবাদ। এবার Howrah থেকে যাওয়ার একটা লিংকও বলার চেষ্টা করবো।
খুব ভাল লাগল, নদীয়া জেলার মদনপুর স্টেশন এ নেমে বিরহী তে একটি মদন গোপাল মন্দির আছে, ওখানে একদিন যেতে পারেন।
নিশ্চই যাবো দাদাভাই
Valo thakun ❤❤❤❤❤❤
Sustho thakben ❤❤❤❤❤
শুভ্রা দিদিভাই অনেক ধন্যবাদ
সুন্দর বর্ননা।
সুব্রত দাদাভাই ধন্যবাদ 🙏
Khub valo laglo dada 16.3.24 amra jabo 🙏🙏🙏
ঘুরে এসে বলবেন কেমন লাগলো 🙏
Dada apni je agolo dekan khub valo lage
সৌমেন দাদাভাই অসংখ্য ধন্যবাদ
Dol durgha Puja khub sundor
কল্যানী দিদিভাই আমার ইনস্টাগ্রামে দয়া করে আপনার ফোন নম্বরটা মেসেজ করলে একটু কথা বলে যেতাম
ভালোলাগল
হীরালাল দাদাভাই অনেক ধন্যবাদ
Choton da,ekdin bhukailash rajbarite giye 500 bochorer purono shiv Mandir ta dekhan darun kidderpur tramdepor ulto dike jagganath madir,tar pash diye 3 minit.
নিশ্চই দেখাবো 🙏
I visited this temple ten years ago, when I use to visit anandamoyee mayer ashram very often. I was extremely glad to see the Radha govinda murti and i
thought the idol of Radha govinda is probably the best i have seen.
It is run by Bhola giri ashram and you may like to go to Bhola giri ashram which is located in Baraccpore by the river ganga. Years ago I went there few times !! Do you come to Hatibagan ?? Just wondering?? Ratan.
ধন্যবাদ রতন দাদাভাই। আমারও ব্যারাকপুরে একবার যাওয়ার খুব ইচ্ছে আছে।🙏
দাদা একবার কোচবিহার মদনমোহন বাড়ি, বানেশ্বর শিব মন্দির ও আরো অনেক কিছু আছে। একটা এপিসোড করুন।
আমি আপনাকে সহযোগিতা । করবো।
আমার মেসেঞ্জার বক্সে আপনার ফোনে নম্বর নাম লিখে দিন আমি আপনার সাথে কথা বলবো।🙏
🙏🙏🙏
ধন্যবাদ 🙏🙏🙏
Vdo.te.dekhchi
দিলীপ দাদাভাই এই প্রথম আপনার কমেন্ট পড়লাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত 🙏
🙏❤❤❤❤❤❤❤
অনিমেষ দাদাভাই অসংখ্য ধন্যবাদ
Joy maa ❤️
সংগীতা দিদিভাই অসংখ্য ধন্যবাদ। কাজের ব্যস্ততায় উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত 🙏
আপনার জন্য অনেক সুন্দর স্থানের সাথে পচিত হই।তবে এবার স্টেশনে নেমে চা খাননি।
পরিচিত
তন্ময় দাদাভাই আপনার ভয়ে আমি এবার মনে হচ্ছে চা খাওয়া ছেড়ে দিতে হবে। Agarpara স্টেশনে নেমে চা খেতে গিয়েই আপনার কথা মনে পড়লো তাই আর খাইনি। তবে আপনার সাথে দেখা হলে আপনার থেকে জোর করে এক কাপ চা অবশ্যই খাবো।
Janai asun
🙏
Gari niye jawa jabe?..rasta soru?
গাড়ি নিয়ে যাওয়া যাবে 🙏
Sir .ganga. Te. Ki. Chan. .kora ..jabe ..pls . janaben
মানুষজন ঘাটে স্নান করতে যাচ্ছেন দেখেছি। তবে স্নান করার ব্যাপারটা আপনাকে দেখতে হবে কতটা সুরক্ষিত। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন স্নান করতে পারবেন কি না🙏💐🙏
@@journeywithchoton thank you
এই মন্দিরে বা আশেপাশে কোনো থাকার জায়গা আছে? একদিন বা দুদিন থাকার জন্য।
জহর দাদাভাই আমি যতদূর জানি নেই 🙏
@@journeywithchoton গঙ্গার ধারে কোনো মন্দির বা আশ্রম যেখানে সুপারিবেশে দু একদিন মোটামুটি ভাবে থাকা যায়। এরকম থাকলে জানাবেন। আমার বয়স ৭১, স্ত্রী গত হয়েছেন, আমি মাঝে মাঝে একা এরকম কোথাও থাকতে চাই।
❤❤❤
জগন্নাথ দাদাভাই অনেক ধন্যবাদ
দাদু, যদি সময় হয়, তাহলে ৫১ কালী বাড়ি গিয়ে ঘুরে আসবেন। আর, যেখানে যাবেন সাবধানে যাবেন। সাবধানে চলাফেরা করবেন। নমস্কার। 🕉️🌺👃🌸💮🏵️
নিশ্চই তোমার অনুরোধ লাইনে দিয়ে দিয়েছি।
Choudhuri bari
🙏
রসা আর তরকারির মধ্যে তফাৎ কি?
আমি যতদূর জানি মন্দিরের প্রসাদের কোনো পদকে ঝোল বলতে নেই। ঝোলের বদলে রসা বলতে হয়। রসা মানে যে সবজি মিশ্রিত নিরামিষ পদে জলের ভাগ বেশি থাকে। আর তরকারি মানে যে সবজি মিশ্রিত নিরামিষ পদ জলের ভাগ থাকে না, শুকনো হয় তাকে তরকারি বলে। আমি সম্পূর্ণ আমার মোটা মাথার বুদ্ধিতে এই কথা বললাম। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন🙏
@@journeywithchoton অনেক ধন্যবাদ। আমি জানতাম না, এবারে পরিষ্কার হলো।
যদি পারেন একবার বারুইপুরে আসুন।
এখানে অনেক পুরোনো মন্দির আছে,
শিবানী পীঠ, বিশালক্ষীতলা, বুড়োশিবতলা,সদাব্রতঘাট ইত্যাদি।🙏🙏
Bachanik vangi akarsania
পুতুল দিদিভাই অনেক ধন্যবাদ
*_এটিই পানিহাটি মৌজার শেষ মন্দির, এর পর থেকে আগরপাড়া মৌজার শুরু_*
🙏🙏🙏
Prasad nebar jonno ki korte hobe?
আমি ফোন নম্বর ভিডিওতে দিয়েছি। আগের দিন ফোন করে কথা বলে চলে যাবেন তাহলে কুপন কেটে ভোগ প্রসাদ পাবেন। আমি সব ভিডিওতে দেখিয়েছি।