Short tour from Kolkata, Guptipara Terracotta Temples
Вставка
- Опубліковано 10 лют 2025
- Guptipara is a town famous for its temples and a great destination for day tour from #Kolkata. The Ramchandra temple is famous for its #terracotta art and so is the #rathyatra of Guptipara. It is also the place where the first community Durga Puja was held. Though Durga was worshipped in the form of Vidhyabashini.
গুপ্তিপাড়া আমার পিসি বাড়ি❤❤❤❤❤ খুব সুন্দর জায়গাটা❤❤❤
আপনার চোখ দিয়ে গুপ্তিপাড়া দর্শন হল। কর্ম সুত্রে সারা ভারত ঘুরেছি, নিজের রাজ্যের অনেক কিছুই দেখা হয়ে ওঠেনি।
Background music and voice-over রুচিশীল এবং সুশ্রাব্য।
ধন্যবাদ এবং নমস্কার।
আপনার ভাল লেগেছে জানতে পেরে আমারও খুব ভালো লাগলো। আশাকরি পরের প্রতিবেদগুলিও আপনাদের ভালবাসা ধরে রাখতে পারবে।
Ek kothai apurbo laglo ei guptipara er video ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ
Darun laglo toh ❤❤❤❤
Bes laglo. jete habe.
Nice video. Very knowledgeable.
Glad you think so!
Khub valo laglo ei sundor r amar praner gram amar jonmobhumi ke sokoler kachhe sundor uposthaponar maddhyome tule dhorar jonno
অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটি তৈরি করতে যথেষ্ট পরিশ্রম করেছেন। অসংখ্য কৃতজ্ঞতা জানাই।।
ধন্যবাদ
Khub sundar
Darun laglo 👌👌👌
Dhyonnobad
খুব ভালো লাগলো এতো সুন্দর মন্দির জানা ছিল না
অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ভালো লাগলে আমিও উৎসাহ পাই। Subscribe করে রাখুন, আশাকরি আরও এই রকম video দেখাতে পারব।
khub valo hoache❤❤❤ videography r sathe voiceover er samonjasso asadharan.
Very nice video .I wish to visit Guptipara this winter.
Thanks for the compliment. Yes, it'll be a good place for a day tour.
Daroon laglo ,,,khub bhalo video ,,, many many thanks,,,🙏
Thank you for your appreciation
Darun Laglo
Khub e valo laglo video ti jai sree krisno
অসংখ্য ধন্যবাদ।
আমার আত্মার সাথে মিশে আছে গুপ্তিপাড়া। আমার মামার বাড়ি ছিল। ৩ বছর বয়েস থেকে যেতাম। বছরে ২ বার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর অনেক বার করে গিয়েছি। স্টেশন রোডের ওপর অনেকখানি জায়গা নিয়ে আমার মামার বাড়ি ছিল। ভান্ডার লুট, রথের মেলা এগুলো এখনো ভুলতে পারিনি। আমার মামা ওখানকার একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। এখনো ভুলতে পারেননি হয়ত অনেকেই। চিত্তরঞ্জন দাশ গুপ্ত। আপনাকে অনেক ধন্যবাদ। এই নামটাই একটা নস্টালজিয়া আমার কাছে।❤❤❤
ছোটবেলার সুন্দর স্মৃতির সুবাস দিতে পেরেছি কী না জানি না, তবে এই প্রয়াস যে আপনার ভালো লেগেছে, সেটাই বড় পাওনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগলো ভিডিওটি। খুব সুন্দর উপস্থাপনাও বটে!! 👍
ধন্যবাদ।
Opurba sundor presentation khub bhalo laaglo ❤
অসংখ্য ধন্যবাদ
দারুন!
গুপ্তিপাড়ার গোপন তথ্য জেনে মুগ্ধ হলাম🎉❤
Khub sundor hoyeche video ta
Dhyonnobad
Khub sundor dekhlam
Very nice narating. I was quite in dark about Guptipara. This winter I may make a trip there. It has similarly to Bishnupur.
Hope you enjoy your trip there!
অপূর্ব লাগলো।
খুব ভালো উপস্থাপনা ❤ যাওয়ার ইচ্ছে রইল।
ধন্যবাদ।
অবশ্যই যাবেন, একদিনের বেড়ানোর জন্য বেশ ভাল। মনে হয় শীতে আরও উপভোগ্য হবে।
Really. ExceptionaL. V D O. &
Commentry. & Visualizetion. &
Reality Of. Expressive. Realisation. !! Anannya. Surprising. Beautiful. Location. &
Memorable. Atmosphere. & Traditional. Vaiidik. Sanatan.
Hindu. Mandir oo. Ki. Anivarchaniya. Shrinkhalaayen
& Khushiyoo. Ki Successfully
Souugaat. !! Dhannyyabad
Aapnaake. & including. Aapnaar
Vision. & Expertise Unit ke. !!
Dhannyyabad. Jaanaai. Aamaader
Earlier. Praachin. Encestor's der
Ki. Asaadhaaran. Mandiroo. Ki
Shrinkhalaayen & Adbhuut.
Benazir. -- Bemisaal. Healthcare
Temple 's. Nazaaraa./ Drissya
Darshan kore Aami. Mantramugdha. hoye gechhi. !!
Guptipadaa. Khub. Praachin. Bhaaratiya. Sanskrity. & Sabbhyyataa. Ki. Utkarshak Janani. !! Bhaaratiya. Sanaatan
Vaiidik. Sanskaar. & Sanskrity &
Sabbhyyataa kaa. Udgam Spot
Ekhaane. Etoo. Mandir royechhe
Aami. Aage Jaantaam naa. !!
Aapnaar. V D O theke. Marg Darshan & Guidence pelaam. !!
Aami. Next Year 2025 E. Jagannath. Rath Yaatraa. Utsabe
Guptipadaa. Darshan korte Jaabaar Aakaangshaa. & Apekshaayen. raakhi. !!
I am thankful to you. !!
I wish You all the Very best !! Thanks. !!
Namaste G. !
Thank you very much. Hope you enjoy my other videos too.
নিজের গ্রাম কে, এইভাবে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, তবে ভান্ডার লুঠের তথ্যটি ভুল বললেন, প্রতিটি হাঁড়িতে পাঁচ কেজি থাকে না, বিভিন্ন মাপের সড়া ও হাঁড়ি থাকে,আর ভোগ বিলানো হয় না,ওটা লুটপাট হয়, এবং এটা আর কোথাও হয় না তাই ভাণ্ডার লুঠ দেখতে প্রচুরসংখ্যক মানুষের আগমন ঘটে।এ ছাড়াও আরো একটি অনুষ্ঠান বাদ গেছে, সেটা হলো মা লক্ষ্মী ও রাজা বৃন্দাবন চন্দ্র জগন্নাথ দেব কে মাসির বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে আসেন, কিন্তু প্রভু ফিরে যান না,তাই ভান্ডার লুঠের ব্যবস্থা।
অসংখ্য ধন্যবাদ। তথ্য সংগ্রহ করতে অনেক সূত্রের সাহায্য নিতে হয়। তা সব সময় সঠিক হয় না, এটি বোঝাই যাচ্ছে। আপনার মতো স্থানীয় মানুষরা সেই ভুল ভ্রান্তি ধরিয়ে দিলে আমরা সত্যিই উপকৃত হই।
আমি চেষ্টা করব description এ সঠিক তথ্য গুলি দিয়ে দিতে।
আবার একবার ধ্যনবাদ জানাই আমার প্রয়াস ভাল লাগার জন্য ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবার জন্য।
1:33 1:35 1: 1:51 1:53 37 1:43
khub bhalo laglo ato kache thaki kintu jani na..........
❤❤❤❤🎉
Great collection
Thanks a lot
দারুণ লাগল । শীঘ্রই যাব ভাবছি
। সনধের দিকে কোলকাতায় ফেরার টরেন আছে নিশচয় ।
সন্ধ্যা 6:52 কাটোয়া - হাওড়া লোকাল। এছাড়াও কাটোয়া থেকে ব্যান্ডেল যাবার ট্রেন আছে অনেক গুলো। আমি "where is my train" app টি ব্যবহার করি। ওতে আরও তথ্য পাবেন।
ঘুরে আসবেন, ভালো লাগবে।
Beautiful sharing
Pranam Sasmal da, Apnk ank Dhanyawad....Mon vore Dklm Ratri akhn 12.30p.m. feel korchi... Amader Reletive achen. Choto time 1 gachilam. Tarpore joa hoyeni . Ei bar jete Mon chi6. Form, Shyamnagar... Thanks...
❤🎉🎉
খুব সুন্দর
ধন্যবাদ আপনাকে।
রাজা কৃষ্ণ চন্দ্র যে ভোলা ময়রার মিষ্টি খেতেন , সেই ভোলা ময়রা ...?আর আপনার উপস্থাপনা খুব ভাল লাগল....হরে কৃষ্ণ...ভাল থাকবেন...
সম্ভবত।
তবে লোকশ্রুতি র ওপর ভরসা করে তিনি যে সেই ভোলা ময়রা, সেটা খুব জোর দিয়ে বলতে পারব না ।
আর আপনার যে video টি ভালো লেগেছে সেটি জেনে খুব ভাল লাগছে।
Ea mandir r bishnupur er mandir allmost same design
ঠিক, এইটা বাংলা চালা স্টাইল। বাংলার বেশিরভাগ মন্দিরই এই স্টাইল এ তৈরি, এমনকি দক্ষিণেশ্বরের মন্দিরও।
খুব ভালো লাগলো। তবে সিরাজ সেনাপতি মোহনলাল সংক্রান্ত বিষয়ে আর একটু বিস্তারিত আলোচনা পেলে ভালো লাগতো।
আপনাদের ভালো লেগেছে এটা বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি। মোহনলাল সম্বন্ধে সহজে কোনও তথ্য জোগাড় করতে পারিনি। তাই আর কিছু বলতে পারিনি। তবে পেলে নিশ্চই তা description box এ যোগ করে দেব। আবারও ধন্যবাদ জানাই। চোখ রাখুন পরের গুলিতে।
Amar janmostan guptiparar fatepurmathe.
অসাধারণ উপস্থাপনা। কিন্তু গুপ্তিপাড়ার সার্বজনীন যে পুজোটা প্রথম হয়েছিল দুর্গাপুজো নয় জগদ্ধাত্রী পুজো। ওখানে যতবার গিয়েছি সেটাই জেনেছি এবং তৎকালীন হুগলি জেলার গেজেটে এই বিষয়টির উল্লেখও আছে।
ঠিক তাই। সুযোগ পেলেই এই ভুল শুধরে নেব।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
খবর জেনে বলুন। এটা কীর্ত্তিচন্দ্রসেনের বাড়ি নয়.. এর পাশ দিয়ে যে রাস্তা..সোজা চলে যান..ঝকঝকে 'সেন বাড়ি' বলে প্রসিদ্ধ যে বাড়ি...যেখানে দুর্গাপুজা দেখার মত। এই বাড়ি সেনেদের হলেও এমন বাড়ি অনেক আছে। এটি প্রথম গার্লস স্কুল।
রাজা বিশ্বেশ্বর সেন রায়ের জমিতে এই মন্দির ও এই চৈতন্য মন্দির তিনিই নির্মাণ করে বৃন্দাবনচন্দ্রকে রাখা হয়। পরে অন্য মন্দির নির্মাণ হলে ওটি চৈতন্যদেবের মন্দির করা হয়। বিশ্বেশ্বর সেন রায়ের এই মন্দির তৈরী হবার আগেই মারা যান।
প্রথম বারোয়ারীর উৎপত্তিস্হল গুপ্তিপাড়া কিন্তু দুর্গাপুজো নয় জগদ্ধাত্রী পুজো..বিন্ধবাসিনীর মন্দির টাই এই পুজাস্হল। দুর্গাপুজো এখানে হয়নি কোনদিনই। কেউ ভুল বললে আমি ঠিক করে দিই কারণ আমার পূর্বপুরুষ রাজা বিশ্বেশ্বর সেন রায়। আমাদের পুরুষানুক্রমে বাস করা এই গুপ্তিপাড়া।
এদিক সেদিক খুঁজে চেষ্টা করি তথ্য জোগাড় করার। সঠিক তথ্য কি না যাচাই করার সুযোগ থাকে না। আপনাদের মত মানুষেরা আমাকে সমৃদ্ধ করেন। এই বাড়িটির বা আরও এরকম অন্যান্য স্থান সম্বন্ধে তথ্য যদি share করেন বিশেষ উপকৃত হব। এবং ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব।
সব থেকে ভাল লাগলো আপনি পুরো প্রতিবেদনটি দেখেছেন, তবেই ভুলটি লক্ষ্য করেছেন।
আপনাকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ।
@@pranabsasmal4142 নমস্কার। আপনাদের চেষ্টাও থাকে মানুষের কাছে এই পুরনো মন্দিরের ছবি পৌঁছে দেওয়ার। ভাণ্ডার লুঠের দিন সব আয়োজক ও পুরোহিতরা,যাঁরা আমার সমবয়সী,তাঁদের সঙ্গে। বেশ কিছু ইউটিউবার দের এরকম তথ্য দেওয়া হয় যে গুলোর মধ্যে ভুল থাকে। আমারদের এমনকি বাবা জেঠাদের সময় শুনিনি গুপো বা ভোলা ময়রার অস্তিত্ব সম্পর্কে। গুপ্তিপাড়ার পক্কান্ন, নিঁখুতি ও মাখা সন্দেশ বিখ্যাত। গুপো বলতে কিছুই ছিলনা..ওটা আমরা পুজো দিতে কিনতাম , মাখা সন্দেশ বেশী চিনি দিয়ে পাক করে শক্ত করে..চ্যাপ্টা করে জোড়া...সেটাই হঠাৎই গুপো নামে ইউটিউবে আত্মপ্রকাশ করেছে..কার হাত ধরে জানিনা.. এবার দেখি ব্যানার টাঙান..আমরা একটা আলোচনা করছিলাম যে মানুষের বিশ্বাস নিয়ে। এমন কে করছে এত কেন দাম বাড়ানো হচ্ছে? তেমনই ঐ বাড়িটাকে বিখ্যাত সেনবাড়ী দুর্গামণ্ডপ ছিল এই সব বলা হচ্ছে। ঠিক তথ্য আপনাদের দেয়া হচ্ছেনা। আমি আপনাকে অনেকবার ভিন্ন ভিন্ন মন্তব্যে লিখেছি।
একটু শুধরে নিচ্ছি..ওনাদের সাথে আমরা আলোচনা করছিলাম এই ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে...লাইনটা শেষ করিনি।
গুপো সন্দেশ খেতে হলে আসতে পারেন পানিহাটি গুপ্তিপাড়ার পর পানিহাটির গুফো সন্দেশ বিখ্যাত স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ খেয়েছেন ও পানীহাটি এসছেন ❤
পানীহাটিও খুব পুরোনো ও সমৃদ্ধশালী স্থান। পারলে নিশ্চই যাব, গুপো সন্দেশ খেতে আর পুরোনো দিনের গল্প শুনতে।
Amer sosur bari
Mahesh eo roth ekhaneo rath...
হ্যাঁ, এখানেও
Dadur বাড়ি chhilo masir বাড়ি parate. Brindabon chandra soho বাকি mandir 1 doshok আগে khanik restoration, renovation, repairing hoy
তথ্য পেয়ে ভালো লাগলো। আশাকরি আরও অনেক দিন মন্দিরগুলি এভাবেই স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে।
গুপ্তিপাড়া এসে দেশ কালী মন্দির কে অবজ্ঞা করে এগিয়ে যাওয়া উচিত হয়নি । এই মন্দির খুবই জাগ্রত । 😂
কিছু বাকি থেকে যায়, তবেই আবার সেদিকে যাবার আগ্রহ জন্মায়। তাই এই সব বাকি থাকা জায়গায় আবার যাবার ইচ্ছা রইলো
মন্দির কি সারাদিন খোলা?
ASI monument হিসেবে sunrise to sunset khola থাকার কথা। আমি দুপুর তিনটের সময় ফেরার পথে খোলা দেখেছি।
রীঁ বিন্ধ্যবাসিনী মায়ের পূজোটা শারদীয়া দুর্গাপূজো নয় , শ্রীশ্রীজগদ্ধাত্রীপূজো।
বাংলার প্রাচীনতম দুর্গাপূজো গুপ্তিপাড়ার দুর্গাবাড়ীর, আনুমানিক 576বছর, তবে সেটা বারোয়ারী নয়।
Amar mama Bari guptipara
Darun. Asha kori video ti bhalo legechje.
এখানে কি পুজোর সময় থাকা খাওয়ার ব্যবস্থা আছে
থাকার মতো ভালো ব্যবস্থা কিছু দেখলাম না। সুলেমান সাধু র আশ্রমে থাকার ব্যবস্থা আছে। খুবই সাধারণ ব্যবস্থা, আর জায়গাটা বড় নির্জন। তাছাড়া ওই জায়গাটা দূরও হবে।
পুজোর সময় দিনের দিন কলকাতা থেকে ঘুরে নেওয়াই ভালো হবে।
এছাড়া WBTDC র জেলার পুজো tour এ গুপ্তিপাড়া নিয়ে যায়।
Tumi video ki kore korle ektu janiyo ......
@@Adivkgamer ekta camera, ami dji action 4 use kori. Mic dji mic 2 use kori for a mic. And ekta video editing software.
Tarpor golpo ta ready kore video clips sajiye niye narration add korte hobay.
That's all. Video ready.
@@Adivkgamer And most important, ektu research about the topic.
@pranabsasmal4142 na ami bolchi videographyr kotha ..... Ei sob place e toh video e korte dei na ..ami onek jaiga theke nirash hoye fire esechi ..... Plzzz tips dao ei bapar e .....
@@Adivkgamer
সবার আগে লোকাল লোকজনের সঙ্গে গল্প করতে বসবে। যেখানে চা খাবে, toto ওলা, মিষ্টির দোকান, মন্দিরের কর্মচারী, এরা ভালো কন্টাক্ট।
Normally photography তে খুব problem হয় না। কিন্তু safe side এ থাকতে গেলে, আলাপ পরিচয় করে এগোলে ভালো।
Pulse বুঝে কথা পাড়তে হবে। অনেক সময়ে অনেক extra information ও পাওয়া যায়।
কোনও লোক না পেলে ছবি তোলা শুরু করি। কেউ কিছু বললে তখন তার সঙ্গেই গল্প পাতাই। ছবি না পেলেও info মেলে। কখনো একটা আধটা ছবি তুলতেও দেয়।
ধন্যবাদ দাদা
আপনি কে যানিনা😮😮আপনি তো আমার বাড়ির ব্যাপারে কিছুই বলেন নি 😮😮দূর্গা বাড়ি 😮পিতলের দূর্গা প্রতিমা আছে😮😮আমার দাদু গুরু দেব😮😮নাম বলবোনা
@@jhumabhattacharya9869 যদি দয়া করে একটু সবিস্তারে জানালে , তাহলে আমিও জানবো ও অন্যরাও জানবে। সম্ভব হলে গুপ্তিপাড়া র অন্যান্য দ্রষ্টব্য নিয়ে আরও একটি video করার চেষ্টা করব।
টোটো ভাড়া কত লেগেছিল ?
ঘণ্টা প্রতি ১০০ টাকা মতো
0:25 দাদা গুপ্তিপাড়াটা দেশ নয়
দাদা টোটো ভাড়া কতো নিয়ে ছিলো
দুশো টাকা ঘণ্টা প্রতি। তারপর দর দাম করতে হয়। তবে থোক এ ঠিক করাও যায়। সে ক্ষেত্রে মোটামুটি কত ঘণ্টা লাগবে জেনে নেওয়া ভালো। আমার ঘণ্টা তিনেকের একটু বেশিই লেগেছিল, ছবি তোলার জন্য।
@@pranabsasmal4142 ধন্যবাদ🙏💕