পূর্বেই এই গল্পটি শুনিয়াছি বটে। তবুও আপনার মিষ্টি মধুর ও মায়াবী কণ্ঠের লোভ সামলাইতে না পারিয়া পুনরায় মন ও হৃদয় তৃপ্ত করিতে একান্তে শ্রবণে বসিলাম। শেষান্তে কেমন লাগিবে আশাকরি পুনরায় লিখিবার প্রয়োজন হইবে না, বুঝিয়া লইবেন। পরবর্তী গল্পের অপেক্ষায় রহিলাম।
প্রভাতবাবুর ছোটগল্প রচনায় বিশেষ পারদর্শিতা ছিল। তিনি রবীন্দ্রনাথের অনুজপ্রতিম ছিলেন এবং নিজের স্বকীয়তা প্রতিষ্ঠা করিয়া ছিলেন ৷ আমাদের দেশে ঘি আর আগুন কাছাকাছি রাখিলে যে পরিণামের কথা বলা হয় এই গল্পে তাহাই প্রতিষ্ঠা পাইয়াছে ৷ স্পষ্ট এবং সুমিষ্ট উচ্চারণে আপনার পরিবেশনা বেশ উপাদেয় ৷
চমৎকার, সরস গল্প ,খুব ভালো লেগেছে। ধন্যবাদ ❤❤❤❤❤❤বড় দিনের অনেক শুভেচ্ছা রইলো।
খুব ভালো লাগলো রিয়া....বেশ নতুনত্ব আছে গল্পে....গল্পপাঠ মনে একটা মোহজল সৃষ্টি করেছিল....ভালো থেকো আর এমন সুন্দর সুন্দর গল্প শুনিও ❤❤❤
খুউব সুন্দর শুনলাম ❤❤
খুব ভালো লাগলো
আপনার কণ্ঠে গল্প শোনার মজাই আলাদা। ভালো লাগল।
Excellent
পূর্বেই এই গল্পটি শুনিয়াছি বটে। তবুও আপনার মিষ্টি মধুর ও মায়াবী কণ্ঠের লোভ সামলাইতে না পারিয়া পুনরায় মন ও হৃদয় তৃপ্ত করিতে একান্তে শ্রবণে বসিলাম।
শেষান্তে কেমন লাগিবে আশাকরি পুনরায় লিখিবার প্রয়োজন হইবে না, বুঝিয়া লইবেন।
পরবর্তী গল্পের অপেক্ষায় রহিলাম।
...... রিয়া , তোমার পছন্দের গল্প...... মনকে মুগ্ধ করে বারংবার !
তোমার আন্তরিক প্রয়াস অপূর্ব সার্থকতায় মনোমুগ্ধকর উপহার দেবার জন্য কৃতজ্ঞ থাকবো আজীবন.........!🙏
....... সত্যিই ! ' মোহ জাল ' ই বটে.......! সন্ধ্যার একান্তে সময়টা কখন যে শেষ হয়ে গেলো..... বুঝতে পারিনি........ ধন্য তোমার পছন্দ, ধন্য তোমার অত্যন্ত আন্তরিক ভালোবাসার সার্থক ' সৃষ্টি জাল '........! মন হারিয়ে গেলো...... তোমার অপার্থিব ' প্রতিভায় '...... যার কোনো বিকল্প নেই.......!
' গল্প 'র স্বাদ পুরনো হলেও, তোমার কন্ঠের দক্ষতায়..... সাধারণ কে আসাধারণ রুপে ' সৃষ্টি র ' সুখ পেলাম !
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবটুকু শুধু তোমার মত প্রকৃত বাচিক শিল্পীর জন্য....👍⭐♥️💚🙏
Galpo sunlam nanijer chokhe dekhlam bujhte parchina ❤
প্রভাতবাবুর ছোটগল্প রচনায় বিশেষ পারদর্শিতা ছিল। তিনি রবীন্দ্রনাথের অনুজপ্রতিম ছিলেন এবং নিজের স্বকীয়তা প্রতিষ্ঠা করিয়া ছিলেন ৷ আমাদের দেশে ঘি আর আগুন কাছাকাছি রাখিলে যে পরিণামের কথা বলা হয় এই গল্পে তাহাই প্রতিষ্ঠা পাইয়াছে ৷ স্পষ্ট এবং সুমিষ্ট উচ্চারণে আপনার পরিবেশনা বেশ উপাদেয় ৷
Didi agear background music ta besi valo chilo.
Ta chara golop goli khub sudor 😌