অনেকে বলেন গল্প শোনার থেকে নিজে গল্পপাঠে আনন্দ বেশি। কিন্তু আমি তেমন মনে করিনা। আমি একজন বইএর পোকা ছিলাম। আজ জীবন অপরাহ্নের শেষবেলায় এসে মনে হয়েছে একজন পাঠক গল্পপাঠের ভঙ্গিমার উৎকর্ষতায় ও সুনিপুণতায় গল্পের রস আস্বাদনে শ্রোতাদের অধিক সহায়তা করেন। আমি ইদানিং বিশেষ পড়তে পারিনা বা বেশিক্ষন পড়তে পারিনা একথা সত্য। তবুও আমার মনে হয়েছে নিবিষ্ট মনে পাঠ শুনলে যেন সহজেই গল্পটির গভীরে প্রবেশ করা যায়, গল্পটি্র রসমাধুর্য আস্বাদন করা যায়। চোখের সামনে গল্পটির স্থান কাল পাত্র সব কিছূ যেন ভেসে ওঠে। আমার সঙ্গে কেউ সহমত নাও হতে পারেন। তবে এটি আমার নিজস্ব উপলব্ধি। আজকের গল্পটি হয়ত ঐতিহাসিক নয়, হয়ত ইতিহাসকে সঙ্গী করে লেখা। কিন্তু তোমার কণ্ঠে গল্পটি শুনতে শুনতে আমার মনে হয়েছে কাহিনীটির যেন সবটাই সত্য এবং আমি যেন সব কিছু চাক্ষুষ করছি। গল্পটি যেমন সূন্দর তেমনই গল্পপাঠও হয়েছে অসাধারন সুন্দর। আমি অনেক পরে এই চ্যানেলে এসেছি এবং মুগ্ধ হয়েছি। তাই অনেক আগের পোষ্ট করা গল্পগুলি শুনছি। ভালো লাগছে। ধন্যবাদ।
আপনার মন্তব্য পড়ে আমরা ভীষণ আপ্লুত। গল্পের প্রতিটি পর্যায় গভীরভাবে উপলব্ধি করার যে অভিজ্ঞতা আপনি ভাগ করে নিয়েছেন, তা সত্যিই শিক্ষণীয়। গল্পটি যে আপনার চোখের সামনে জীবন্ত রূপে প্রকাশ পেয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। অনেক অনেক ধন্যবাদ 🙏🙏 শুভ শারদীয়া 🌼 ভালো থাকবেন ।
@@dalichakraborty2248 😊 একদম, অনেক দিন পর আপনার মতামত পেলাম, খুব ভালো লাগলো। ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন গল্প এসে গেছে, কেমন লাগলো জানাবেন। আপনাকে ও আপনার সকল প্রিয়জনদের জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা🌼 ভালো থাকবেন।
@@munmunrakshit3605 আমার তো সেভাবে কোনো আইডি নেই, তবে খুব তাড়াতাড়ি Golpo Ekante আসতে চলেছে ফেসবুক এ, আশা করছি শীঘ্রই আইডি আপনাদের সাথে শেয়ার করতে পারবো 😊 ততদিন যদি কোনো query থাকে, যে কোনো সময় অবশ্যই আমাকে মেইল করতে পারেন। মেইল আইডি টা দিয়ে রাখলাম- golpo.ekante@gmail.com খুব ভালো থাকবেন ❤️
এক বিরাট ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী হলাম আপনার গল্পপাঠের মধ্য দিয়ে। কুর্ণিশ জানাই Golpo Ekante Team কে। এসব গল্প নিয়ে কোনদিন সিনেমা বা OTT series হলে ভালো হয়। প্রাচীন বাংলার কত অজানা কাহিনী যে চাপা পড়ে আছে সময়ের গভীরে তা একমাত্র মা গঙ্গাই জানেন । " জয় রানী মহামায়ার জয় " 🙏
@@rakeshmallik2696 অনেক অনেক ধন্যবাদ 🙏🙏 সত্যই কালের গভীরে অনেক গল্পই চাপা পড়ে যায়। লেখক ও তাঁর এমন নিপুণ রচনার অংশ হতে পেরে এবং সেগুলি Golpo Ekante এর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা অভিভূত। এভাবেই সঙ্গে থাকবেন, আরও নতুন গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন 🌼
অনেকে বলেন গল্প শোনার থেকে নিজে গল্পপাঠে আনন্দ বেশি। কিন্তু আমি তেমন মনে করিনা। আমি একজন বইএর পোকা ছিলাম। আজ জীবন অপরাহ্নের শেষবেলায় এসে মনে হয়েছে একজন পাঠক গল্পপাঠের ভঙ্গিমার উৎকর্ষতায় ও সুনিপুণতায় গল্পের রস আস্বাদনে শ্রোতাদের অধিক সহায়তা করেন। আমি ইদানিং বিশেষ পড়তে পারিনা বা বেশিক্ষন পড়তে পারিনা একথা সত্য। তবুও আমার মনে হয়েছে নিবিষ্ট মনে পাঠ শুনলে যেন সহজেই গল্পটির গভীরে প্রবেশ করা যায়, গল্পটি্র রসমাধুর্য আস্বাদন করা যায়। চোখের সামনে গল্পটির স্থান কাল পাত্র সব কিছূ যেন ভেসে ওঠে। আমার সঙ্গে কেউ সহমত নাও হতে পারেন। তবে এটি আমার নিজস্ব উপলব্ধি। আজকের গল্পটি হয়ত ঐতিহাসিক নয়, হয়ত ইতিহাসকে সঙ্গী করে লেখা। কিন্তু তোমার কণ্ঠে গল্পটি শুনতে শুনতে আমার মনে হয়েছে কাহিনীটির যেন সবটাই সত্য এবং আমি যেন সব কিছু চাক্ষুষ করছি। গল্পটি যেমন সূন্দর তেমনই গল্পপাঠও হয়েছে অসাধারন সুন্দর। আমি অনেক পরে এই চ্যানেলে এসেছি এবং মুগ্ধ হয়েছি। তাই অনেক আগের পোষ্ট করা গল্পগুলি শুনছি। ভালো লাগছে। ধন্যবাদ।
আপনার মন্তব্য পড়ে আমরা ভীষণ আপ্লুত। গল্পের প্রতিটি পর্যায় গভীরভাবে উপলব্ধি করার যে অভিজ্ঞতা আপনি ভাগ করে নিয়েছেন, তা সত্যিই শিক্ষণীয়।
গল্পটি যে আপনার চোখের সামনে জীবন্ত রূপে প্রকাশ পেয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏
শুভ শারদীয়া 🌼
ভালো থাকবেন ।
Anek din pore didi.
@@dalichakraborty2248
😊 একদম, অনেক দিন পর আপনার মতামত পেলাম, খুব ভালো লাগলো।
ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন গল্প এসে গেছে, কেমন লাগলো জানাবেন।
আপনাকে ও আপনার সকল প্রিয়জনদের জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা🌼
ভালো থাকবেন।
অসাধারণ পাঠ আপনার ভয়েস ও সুন্দর. ধন্যবাদ জানাই
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏
মন ভরে গেলো।❤❤
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏
শুভ শারদীয়া❤️
Didi, apner fb id ta share korben pls?
@@munmunrakshit3605 আমার তো সেভাবে কোনো আইডি নেই, তবে খুব তাড়াতাড়ি Golpo Ekante আসতে চলেছে ফেসবুক এ, আশা করছি শীঘ্রই আইডি আপনাদের সাথে শেয়ার করতে পারবো 😊
ততদিন যদি কোনো query থাকে, যে কোনো সময় অবশ্যই আমাকে মেইল করতে পারেন।
মেইল আইডি টা দিয়ে রাখলাম-
golpo.ekante@gmail.com
খুব ভালো থাকবেন ❤️
Bhalo laglo
@@manojsanyal7294
অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও নতুন গল্প নিয়ে আসছি, সঙ্গে থাকবেন 🌼
, সুন্দর উপস্থাপনা
অনেক ধন্যবাদ 🙏🙏
আজ আসছে নতুন গল্প, সঙ্গে থাকবেন 🌼
Wonderful storytelling😊
Thank you so much 🙏🙏
Subho Sharodiya 🌼
খুব ভাল লাগল।
@@mitalibhattacharya9277
অনেক ধন্যবাদ 🙏🙏
Relevant story as per nowadays atmosphere
@@sudiptachowdhury8821
Thank you so much 🙏🙏
দুর্ধর্ষ Poster.....!!!!
Eagerly waiting...
আপনার কণ্ঠস্বর অসাধারণ অসাধারণ লাগে আমার কাছে আপনি এইভাবে গল্প পড়ে যান
@@tridwiproy9302 অসংখ্য ধন্যবাদ 🙏🙏
ভালো থাকবেন 🌼🌼
এক বিরাট ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী হলাম আপনার গল্পপাঠের মধ্য দিয়ে। কুর্ণিশ জানাই Golpo Ekante Team কে। এসব গল্প নিয়ে কোনদিন সিনেমা বা OTT series হলে ভালো হয়। প্রাচীন বাংলার কত অজানা কাহিনী যে চাপা পড়ে আছে সময়ের গভীরে তা একমাত্র মা গঙ্গাই জানেন । " জয় রানী মহামায়ার জয় " 🙏
@@rakeshmallik2696
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏
সত্যই কালের গভীরে অনেক গল্পই চাপা পড়ে যায়।
লেখক ও তাঁর এমন নিপুণ রচনার অংশ হতে পেরে এবং সেগুলি Golpo Ekante এর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা অভিভূত।
এভাবেই সঙ্গে থাকবেন, আরও নতুন গল্প নিয়ে আসছি।
ভালো থাকবেন 🌼
চমৎকার, খুব ভালো লেগেছে, ❤❤❤❤❤❤গল্প পাঠের অন্যরকম বৈশিষ্ট্য গল্প শোনার আগ্রহ বাড়িয়ে দেয়। ধন্যবাদ।
@@sibanisarkar5937
আপনার মতামত পেয়ে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ 🙏🙏
আরও নতুন গল্প নিয়ে আসছি, সঙ্গে থাকবেন 🌼
আমাদের নদীখানির নামও ইছামতী। আহা কতকাল দেখিনি।
খুব ভালো লাগলো।🇦🇪 থেকে 🙂
@@lekharnaturalvlog4311
অনেক ধন্যবাদ 🙏
😅