আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুন দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন -ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ শত প্রাণে। (2) আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন... আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে। (2) যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী। আমি মাতি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। (2) আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরে গৌরী শিখায়। (2) মিলনের তীর্থের সন্ধানে আনে মুক্তির, আলো আনে আনে লক্ষ শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুন দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন -ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন...
Silpi k 🙏🙏🙏🙏🙏🙏 kotikoti pronam
অসাধারণ অসাধারণ অসাধারণ। 🙏🙏
রক্ত গরম করা গান। Excellent presentation....... শিল্পীকে আমার প্রণাম..........🙏🙏🙏🙏
আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন
দ্বিগুণ জ্বলে যেন
দ্বিগুন দারুণ প্রতিশোধে
করে চূর্ণ ছিন্ন -ভিন্ন
শত ষড়যন্ত্রের জাল যেন
আনে মুক্তির আলো আনে
আনে লক্ষ শত প্রাণে। (2)
আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন...
আমার প্রতি নিঃশ্বাসের বিষে
বিশ্বের বঞ্চনার ভাষা
দারুণ বিস্ফোরণ যেন
ধ্বংসের গর্জনে হানে। (2)
যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী।
আমি মাতি যুদ্ধে হেথায় সেথায়
মানুষের মুক্তির বিপন্নতায়। (2)
আমারই রক্ত ঝরে
দেশে দেশে বন্দরে
শত মরু কন্দরে
গৌরী শিখায়। (2)
মিলনের তীর্থের সন্ধানে
আনে মুক্তির, আলো আনে
আনে লক্ষ শত প্রাণে।
আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন
দ্বিগুণ জ্বলে যেন
দ্বিগুন দারুণ প্রতিশোধে
করে চূর্ণ ছিন্ন -ভিন্ন
শত ষড়যন্ত্রের জাল যেন
আনে মুক্তির আলো আনে
আনে লক্ষ শত প্রাণে।
আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন...
রক্তে আগুন ধরানো গান। চিরকালের গান।
Ei samay aro dorkar
আজীবন
আ ম র ণ
.
লাল ঝান্ডা লাল ঝান্ডা লাল ঝান্ডা করে পুকার ✊✊
Splendid, worthy and superb by George Da as usual with Salil and IPTA products
গানটা রক্ত গরম করা গান।
ইতিহাসের অমর সৃষ্টি ।
wonderful, thanks so much for posting
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি কমরেড
Unbelievable
✊🏼💪❤❣️
daruun gaan.
✊✊✊✊
oppose. resist. message of a song is most important.
Lalsalam
যারা এই গানে ডিসলাইক দিয়েছেন তাদের অনুরোধ করছি এই গানের ভুল কোথয় দেখিয়ে কোন গায়কি ভাল সেটা এখানে পোস্ট করতে।
নাকি ভয় পেয়ে ডিজলাইক?
Jara dislike koreche, segulo illiterate rascals, eder kotha chere din.
We shall over come
ei poristhitite khb darkar
visaneee darkar gaan ta sonar.......eii muhurte jekhane banar sena dal dal chalae....
bangla gan pare simanto venge dite.
বলিষ্ঠ উচ্চারণ
ইতিহাসের অমর সৃষ্টি।
We shall over come