Tara Alada Hoy | Aseer Arman | তারা আলাদা হয় | আসির আরমান | Bangla New Song 2020
Вставка
- Опубліковано 9 лют 2025
- জোড়াধরা বারুদের দেশলাই আগুন জ্বললেই
তারা আলাদা হয়
নেশাতুর মন্দিরা দু হাতে ঝনন; তাল ঝুললেই
তারা আলাদা হয়
বৈঠার তসবি জপে মাঝির সিনায় জোর
দে ছেড়ে দে
দে ছেড়ে দে
দে ছেড়ে দে পাল
মোহনায় সাগর নদী সঙ্গমে ঘুর্ণিপাকে
বেখেয়ালে নৌকাডুবি, ভাঙে নৌকা, ছেড়ে পাল...
তারা আলাদা হয়
গণিতমাষ্টারের ঘর ভাঙে শেখাতে গিয়ে
'এক যোগে একে দুই'
তারা আলাদা হয়
একে একে মিলে এক না হতে শিখলে বোকা
ঘর বাঁধতেই জানোনি
আরো একা হতে ছাড়োনি
তাই, বিষাদের নামতা পড়ো পাগলাপাখির দল..
'এক হতে গিয়ে মোরা একা হয়ে যাই-
একা তো মরণনেশা; তাই এক হয়ে যাই'
এক হতে গিয়ে মোরা একা হয়ে যাই-
একা তো মরণনেশা; তাই এক হয়ে যাই'
এভাবেই......
তারা আলাদা হয়
ওরা আলাদা হয়
সে আলাদা হয়..
Lyric, Tune, Composition: Aseer Arman
Studio Arrangement: Aseer Arman
Studio Supervisor: Rupok
Mastering: G R Sohan
Cinematography And Edit:
Mostakin Hossain Chowdhury
Mansoa Alliacea
Project Director: Aseer Arman
শীতের ছুটি চলছে।ঝড়া পাতার মতো ঝড়ে যাওয়া মানুষগুলোকে ভীষণ ভাবে মনে করছি।শীতের বাতাস কেন যেন সাথে বিষাদ বয়ে আনে বলে মনে করি।প্রতিটা দিন শুরু আর শেষ করছি তােমার গানগুলো বারবার শুনে শুনে।
তোমার গানে আমার বিষন্নতাগুলো ভাষায় প্রকাশ পাক।ভালো থেকো।
বেঁচে থাকুক বাংলা ভাষা, বেঁচে থাকুক বাংলা গান ♥️
arreh bhai shei shei
কি দুর্দান্ত লিরিক! বরাবরের মতোই দারুণ!
আমার মন চায় যতো বার শুনি ততোভার বোলি আসির ভাই অনেক ভালোবাসি আপনাকে আপনার গান গুলোকে,🖤
জিনিয়াস 😍😍
আপনি গুরুদেব ❤️ কোনো তুলনা হবে না। এক একটা গান যেন ভাববস্তূ ।। সবটা কাল্পনিক জগতে বসবাস করে 🍁
ভাই ভালোবাসা রইলো
রাত ৪টা ২৯ মিনিটে আলাদা হয়।😊💔
Most underrated singer
You deserved a million subscriber 🇬🇧
সবাই লিরিক্স, সুর, গাওয়ার ভঙ্গি এর অনেক প্রশংসা করছেন। কিন্তু মোস্তাকিন চৌধুরী ভাইয়ের এরকম মাস্টারপিস সিনেমাটোগ্রাফিটা একবার খেয়াল করবেন।
মোস্তাকিন ভাইয়ের জন্য ভালোবাসা অবিরাম।❤
I used to listen it back in 2016. I was in class 7.
Damn it feels nostalgic
একা বেঁচে থাকতে শেখ এই গান যে কত হাজার বার শুনেছি হিসেব নেই। এই শিল্পীর কন্ঠ সুর কথা সবকিছু তে অন্যরকম একটা ভাবগাম্ভীর্য আছে।
দু'বছর পর আবার এসেছিলাম
গানটা শুনতে। ভালোবাসি আসির আরমান 🙏
আহা!.. সত্যিই আপনি আলাদা! প্রণাম নেবেন।
এমন শিল্পীর কী আলাদা হয়ে থাকা উচিৎ আসির আরমান?
আশা করছি এক হয়ে যাবেন সুরের সমুদ্রে।
এমন সৃষ্টির আশ্রয়ে স্রষ্টা এসে আত্মসমর্পণ করবেন একদিন।
আপনাদের পাশে চাই! গান গুলো ছড়িয়ে দেবেন আশপাশে
ভাইরে ভাই, আপনার মতো শিল্পীর মূল্য এদেশের মানুষ বুঝলো না। এগিয়ে যান।
ভাই, এইযে আপনাদের গান শোনাচ্ছি, আপনারা ভালোবাসছেন, এটাও কি কম পাওয়া?
পাশে থাকুন!
ভালোবাসা জানবেন!
সত্যি বললে আমার মনে হয় বাংলাদেশে মাইলস ক্যানেডির মত একজন ভার্সেটাইল গায়ক নাই, খুব দরকার। আজ হুট করে মনে হলো আপনি এমনি একজন গায়ক। মাইলস ক্যানেডির সাথে তুলনা করছি না কারন কারো সাথে কারো তুলনা হয়না। সবাই একক। তাও বললাম বাংলাদেশে মাইলস কেনেডিকে খুঁজে পায়ে ভালো লাগছে।
আশা রাখি বন্ধু হয়ে পাশে পাবো গান শোনাবার বেলায়। ভালোবাসা রইলো
আসীর আরমান ভায়ের লিরিক্স,টিউন মানে আলাদা এক অনুভূতি ❤❤❤।প্রতিটা কথায় অসাধারণ❤❤❤।
ভাই আপনার জন্য অনেক ভালোবাসা রইলো❤।
আপনিও ভালবাসা নিয়েন। পাশে থাকবেন। কিছুদিনের মাঝে নতুন কিছু আসছে
সিনেমাটোগ্রাফি দুর্দান্ত!
তুমি সেরা❣️
অনেকদিন পর বাংলা অরিজিনাল কিছু খুব দারুণ লাগছে, সব কটা গানই অসাধারণ । সামনের কিছুদিন এই গানগুলোতেই বুদ হয়ে থাকবো।
আমি এতদিন কোথায় ছিলাম 😣
ধন্যবাদ!
সাথেই থাকুন
অপূর্ব।।
ভালবাসা রইল 🌺
আসির ভাই আর অদ্ভুত সুন্দর লিরিক্স । অসাধারণ।ভালোবাসা রইলো ভাইয়া🖤
এই মাস্টারপিস গুলা পাবলিক দেখে না!আসলে অনেকে জানেইনা হয়তো আসির আরমানের ইউটিউব চ্যানেল আছে।
তাইতো মনে হচ্ছে😪
অনেকেই জানে না আসির আরমান এর মতো শিল্পী আছে।।।
Thik Bhai 😿
আমাদের দেশে অধিকাংশ জানেই না ইউটিউব কেনো দেখতেছি। কিছু আছে জাস্ট শো - অফ, যাদের জন্য প্রত্যয় হিরণ টাইপের ইউটিউবার।
আসির আরমান বাংলাদেশে এক পিস। উনি ফেইমের জন্য গান করেন না। যাদের প্রয়োজন তারা খুঁজে নিবেই। কাকের পানি পান করার গল্পটা মনে আছে নিশ্চয়! তেমনি একটা একটা করে ভক্ত তৈরি হলেই সে ভালোবাসা সাফল্য নিয়ে আসবে। আসির আরমানের কাউকে প্রয়োজন হবে না, কিন্তু একটা সময় আসির আরমানকে সবার প্রয়োজন হবে।
note it down.....🙄
একা বাঁচতে শিখো প্রিয়,এই গানটা শুনার পর থেকে আপনার প্রতিটা গান ভালো লাগা কাজ করে
সত্যিই ভাই আপনি আলাদা ❤️❤️
অাপনার গান শুনলে কেন জানি বিভোর হয়ে যাই।।অারো বিভোর হই যখন একা থাকি।অাপনার গানগুলো অামাকে অসম্ভব রকম অানন্দ দেয় যা অাসলে ভাষায় প্রকাশযোগ্য নয়।নতুন অাবিস্কারের অাশায় রইলাম।।।ধন্যবাদ ভাইয়া,,,,
ইচ্ছে করে নিজের যাবতীয় ঐশ্বর্য্য বন্ধক রেখে আপনাদের মতোন শিল্পীদের জন্যে কিছু করি৷ জানি না সেই ইচ্ছে পরম করুণাময় পূরণ করবেন কিনা৷ এই ভাইয়ের প্রণাম নেবেন দাদা৷
এই গান গুলা কয়েক দশক পরেও একইরকম জনপ্রিয়তা ধরে রাখবে ❤️
আসির ভাই মানেই আলাদা কিছু।।। ❤️❤️
৮ ই মার্চ, রাত এখন ১০ঃ২১। উঠোনে বসে বসে শুনছি গানটা। সেরা ভাই💟
এক হতে গিয়ে মোরা একা হয়ে যায়❤️
এমন অদ্ভুত সুন্দর বাংলা গান আগে শুনি নাই
বাংলা গান তো বরাবরই সুন্দর!
আহা ভাই কি লিরিক্স 💝💝
Jinish Vai apni akta hats off ❤️❤️❤️
বড্ড সাবলীল, ভীষণ সুন্দর ❤❤
Vaiya, apnar gan gula gan nah amr jonno apnar gan gula holo oxygen....... Thanks vaiya ato valo valo gan amader deoyar jonno...
ভালোবাসা জানবেন।
সাথেই থাকুন!
Fav one 🥰 একা বাঁচতে শেখ থেকে ভালোবাসার শুরু ❤ যেমন লিরিক্স তেমন কন্ঠ ❤ আল্লাহ প্রদত্ত 🥰🥰❤ অনেক ভালোবাসা ভাই আপনার জন্য 🥰🥰❤❤❤❤❤❤❤
পাশে থাকার জন্য ধন্যবাদ!
আপনার জন্যও ভালোবাসা রইল।
আহা ভাই 😍😍 সেই হইছে 👌
আসির ভাই ভালোবাসা নিও 💜
তুমিও ভালোবাসা নিও ভাই!
Lyrics is just awesome ❤️❤️
ভালোবাসা জানবেন
দাদা মুগ্ধ ❤
Aseer vaai ... kolkatai ashen ... r apnar proti ta gaan e notun neshar anondo
This gentleman is in my top chart.
Amazing. You are such a iconic character in my life. Please consistently make good compositions.❤️❤️🤧😥❤️
'এক হতে গিয়ে মোরা একা হয়ে যাই-
একা তো মরণনেশা; তাই এক হয়ে যাই'
এক হতে গিয়ে মোরা একা হয়ে যাই-
একা তো মরণনেশা; তাই এক হয়ে যাই'
ভাই আপনি একটা মারাত্মক নেশা। আপনাকে না শুনলে ঘুমই আসে না। ভালোবাসা নিবেন ভাই
তাহলে ঘুম না আসলে আমার গানের বাড়িতে ঘুরে যাবেন!
ভালোবাসা রইল, সাথেই থাকুন
Love from india
একা বাঁচতে শিও প্রিয়
গানটা থেকে আপনার গান শুনা শুরু করলাম
কখনো গান শুনিনি, গান শুনা পছন্দ ও করি বাট আপনার গান না শুনলে এখন ভালোই লাগে না
এখন শুধু আপনার গানই শুনি
হুসের আর জোসের একটা গান হয়েছে। 🤗
খুবই সুন্দর😍😍😍
ভালোবাসা ভাই।একদিন অনেক অনেক ভিউ হবে এটাই বিশ্বাস করি।এগিয়ে যান।
Gru best🔥 what a masterpiece 💚
u r boss bro...😍😍
Aha Aseer Arman vai ki shunailen... Tnk you so much.. ❤❤
J 9 jon dislike diyeche tader quarantine e pathano hok.. 🤣
আগায় যাও ভাই ❤️❤️❤️❤️
আপনার গান গাওয়ার স্টাইলটা John Denver এর মত 💖💖
Wow great song 🌿 Hats off!
ভালোবাসা অবিরাম ভাই
তারা আলাদা হয়
ওরা আলাদা হয়
সে আলাদা হয়..... 🖤🖤🖤
Amazing song bro.
what a voice vaia!!!
অসাধারণ।
Beshi Xoss! ❤
অসাধারণ গানের গলা আপনার দাদা
ভালোবাসা জানবেন।
সুরে থাকুন, সাথেই থাকুন
আসলেই আলাদা
বোকাদের জন্যে আসির আরমানের নতুন গান...🖤🖤
ভাই অসাধারণ একটা গান ছিলো 😍😍🤘🤘
সাবস্ক্রাইব করে নিলাম প্রিয়।
চ্যানেলটা অনেক অপেক্ষার পড়ে পেলাম।।
3:54🤣🤣🤣🤣🤣🤣
আসির আরমান বাংলাদেশে এক পিস। উনি ফেইমের জন্য গান করেন না। যাদের প্রয়োজন তারা খুঁজে নিবেই। কাকের পানি পান করার গল্পটা মনে আছে নিশ্চয়! তেমনি একটা একটা করে ভক্ত তৈরি হলেই সে ভালোবাসা সাফল্য নিয়ে আসবে। আসির আরমানের কাউকে প্রয়োজন হবে না, কিন্তু একটা সময় আসির আরমানকে সবার প্রয়োজন হবে।
note it down.....🙄
ভাই,,,,প্রথম কমেন্ট! কোনো গানে,হয়তো!!! গান শুনা বন্ধ করে দিছি,, বেশ কিছুদিন আগ থেকেই,,, ফোনে এই জাতীয় কোন গান নেই।
"একা বেঁচে থাকতে শিখ প্রিয়.....দিয়েই আপনার গানের লিরিক এর প্রেমে বুদ হওয়া!
""এটা মানুষই পারে"" আপনার গানটা হঠাৎ শুনে গত কিছুদিন শুধু আপনার গানই শুনতেছি।।।।
আমার খুউব জানার ইচ্ছা,,, গান গুলার লেখক কে?? কষ্ট পাই যখন দেখি,যে কোনো সৃজনশীলতায় লেখকের নাম পাই না। 😥
এই গানগুলো আমারই লেখা ও সুর করা। অনেক ভালোবাসা জানবেন
@@AseerArman আমি বরাবরই যে কোন সৃজনশীল লেখার প্রেমে পড়ি,,,,,সেক্ষেত্রে আপনার পঙক্তি গুলো অসম্ভব ভালো মানের। ভালোবাসা নিবেন। পরবর্তি সময় গুলোতে গান শুনবো কিনা জানি না,,,কিন্তু লিরিক গুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা রাখবো।
why this channel is so underrated..
🔥🔥🔥
ভাল গাইছস। বরাবরের মত জটিল লিরিক। 👌
ধন্যবাদ বন্ধু!!
Just too good!!!
Thanks a lot 😊
রাত ১২টা ২৯ মিনিটে তারা আলাদা হয় 😇
Aaha😇😇😇
Masterpiece vai❤
আহা ভাই❤😘
The lyrics is💣💣💣
Multi talented 😍😍
বেশি সেরা ভাই অনে❤️
দোয়া কইজ্জুন আঁর লাই!! ভালা থাইক্কুন!
ভাই যত দিন বাঁচি, আছি🙏🙏🙏
আরলাইও ইক্কি দোয়া গইজ্জুন🥰🥰🥰
সিনেমাটোগ্রাফিটা ❤️❤️❤️
🥺🔥
গুরু ভালবাসা🌼❤
ভাইজান আপনার গানগুলার ভিউস লাগবে না এতো! যারা আপনার খবর জানে না তারা অন্ধকারে আছে!
আমরা আছি তো এক গান সারাদিনে নয় বারবার বার না শুনলে মন ভরে না!🌸🖤
Love your song bro❤❤
অসাধারন❤
আগুন জ্বললেই তারা আলাদা হয়।
মারাত্মক
আহা! আহা!
তারা আলাদা হয়,,💔
ভালোবাসা নিবেন প্রিয় ভাই 💖
tara alada hole...supernova hoy
তারা আলাদাই হয়!
একটু আলদা 👌
Vai,it's not far....
ইউটিউব এগুলা কেন মানুষের কাছে রিকমেন্ড করে না আজব তো!