SANDAKPHU TREK WITHOUT GUIDE / সান্দাকফু ট্রেক

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2024
  • Each & Every information available on the screen.
    Uncut VDO of our Experience regarding Sandakphu Trek without Guide :- • SANDAKPHU TREK - Our E...
    SANDAKPHU TREK WITHOUT GUIDE ON JANUARY 2024.
    সান্দাকফু ট্রেক গাইড ছাড়া জানুয়ারি ২০২৪ এ।।
    সৌজন্য / courtesy
    My Mentor of 1st. Sandakphu Trek ‪@shilpisarker‬
    My 1st Sandakphu TREKMATE ‪@TravellerJoydeep‬
    Music - Taito ailam pahare ‪@Kureghor‬
    Music - Sada sada kala kala ‪@jaazmultimediafilm‬
    Poonhill Trek with ABC :- • Annapurna Basecamp via...
    Annapurna Base Camp Trek :- • Annapurna Basecamp vi...
    Valley of Flowers Trek :- • Valley of Flowers & He...
    Bajredara Trek :- • Bajredara Trek - A jou...
    Mulkharka Lake Trek :-
    • MULKHARKA LAKE ROUND T...
    Digha Tour :- • Digha Tour with Childh...
    Details of expenses:-
    Kol to Kol Train - 672/-
    NJP to NJP Jeep - 1270/-
    Carrying food - 290/-
    On journey food - 219/-
    Tumling stay- 300/-
    Full day food - 285/-
    Kalapokhri stay - 300/-
    Full day food - 305/-
    Thukum stay - 500/-
    Full day food - 360/-
    Samanden stay - 250/-
    Full day food - 392/-
    Return journey food - 310/-
    Total Expenses:- Rs. 5453/-
    #travel
    #hiking
    #trekking
    #sandakphu
    #singalilanationalpark
    #sandakphutrek
    #thokum
    #Chandu
    #trekinnepal
    #trekinbengal
    #lowcosttravel
    #lowcostsandakphutrek
    #january2024sandakphutrek
    #darjeeling

КОМЕНТАРІ • 73

  • @chandanroyus
    @chandanroyus 4 місяці тому +3

    অসাধারন ধারাভাষ্য
    এত কম টাকায় কাশ্মীর তুল্য দৃশ্য তোমরা উপভোগ করেছো
    আগেও এরকম ট্রেক এর ধারাভাষ্য এর অপেক্ষায় রইলাম

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому

      ধন্যবাদ। চ্যানেলের অন্য ভিডিও গুলোও সময় পেলে দেখবেন। বিশেষ করে বজ্রেডারা র ভিডিও টাও এমনটাই ভালো লাগবে।

  • @tapasmitra8261
    @tapasmitra8261 Місяць тому +1

    fantastic trek dipankar roy da. miss kore gelam. thank you and thousand times thank you. heavily inspiring. namaskar neben.

    • @TREKMATE.
      @TREKMATE.  Місяць тому

      ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @ridewithavishek6319
    @ridewithavishek6319 Місяць тому +1

    Dada apnar video ta dekhe khub valo laglo❤

    • @TREKMATE.
      @TREKMATE.  Місяць тому

      ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @alamin5913
    @alamin5913 3 місяці тому +1

    ভালো লাগার বিষয় হচ্ছে ভারত নেপাল আর বাংলাদেশের গান এই তিনে পুরো বিডিওটা সাধারণের মাঝেই অসাধারণ হয়েছে 🤎

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому +1

      ধন্যবাদ বন্ধু। আমিও এইভাবে ভেবে দেখিনি আপনি মন্তব্যে যেটা জানালেন। নেপাল অবশ্যই ট্রেকার দের স্বর্গ। আর বাংলাদেশের সাম্প্রতিক কালের বেশ কিছু গান হৃদয় ছুঁয়ে যায়। আমার বেশ কিছু ভিডিওতে ব্যবহার করেছি। ভালো থাকবেন।

  • @biswajitchakraborty1378
    @biswajitchakraborty1378 3 місяці тому +1

    আপনাদের ট্রেক দেখে আর কথা শুনে আমার এক অতি ঘনিষ্ট মানুষের কথা মনে পড়ে গেল। ঘুরতে গিয়ে কিকরে কম খরচ করা যায়, কোথায় কোথায় কিভাবে বিনা এন্ট্রি ফি তে প্রবেশ করতে হয় এবং তাতে যেন ঘোরার আনন্দ মাটি না হয় সে ব্যাপারে ওনার অভিজ্ঞান আপনাদের সঙ্গে অনেক টা মিলে গেল।
    খুব উপভোগ করলাম। আপনার ধারাভাষ্য অসাধারণ লেগেছে। গান গুলো মোক্ষম প্রয়োগ করেছে। সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন। আরো ভিডিওর অপেক্ষায় থাকছি। আর এই ভিডিওটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। 🙏

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      আপনার সুচিন্তিত মতামত আমাদের পাথেয়। বিনা এন্ট্রি তে প্রবেশ করা একটু ছেলেমানুষী ছাড়া কিছুই নয়। ছোটবেলায় তাঁবুর সিনেমায় বা কলেজ লাইফে চিড়িয়াখানায় এমন বিনা টিকিটে প্রবেশ করেছি। এবার এন্ট্রি টিকিট না কাটার কোনো প্রয়াস ছিলনা , ২০/- বা ২০০/- তে মিটে যেত কিন্তু সেটার জন্য সাথে গাইড থাকা জরুরি , যার ৫ দিনের ভাড়া ৫/৬ হাজার টাকা। বাজেট বেড়ে যেতো। আসলে এটা আমাদের ফরেস্ট এর মান্ধাতা আমলের নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ বলতে পারেন। যে রাস্তায় মুহুর্মুহু গাড়ি ছুটছে সেই রাস্তায় হাঁট তে গেলে গাইড বাধ্যমূলক , এটা আমাদের হজম হয়নি। যাদের প্রয়োজন নেবে, যাদের প্রয়োজন নেই নেবেনা । এই সুযোগ থাকা দরকার। তবে আমরা যেহেতু নেপালের রাস্তা দিয়েই ৮০% হেঁটেছি , তাই খুব একটা নিয়ম ভাঙ্গিনি। দেখতে থাকুন, ভালো থাকুন।

    • @himadriraha2979
      @himadriraha2979 2 місяці тому +1

      Apnar sathe ami o ekmot..sandakphu akhun ektu besi takar khel hoea gache..jeta 5 k te complete hoy seta akhun with guide 10 er upore chole jay..amar 2times experience theke ja bujhlam

    • @TREKMATE.
      @TREKMATE.  2 місяці тому

      @@himadriraha2979 অথচ এই গাইডের নিয়ম টা একটু শিথিল করে দিলে আরও বেশি ট্রেকার বারবার যেতে আগ্রহ দেখাবে। অন্য ট্রেকে যাবার আগে এটা ভালো প্র্যাকটিস রুট হিসাবেও ব্যবহার হতে পারে।

  • @meghamalamaiti4761
    @meghamalamaiti4761 4 місяці тому +1

    Thakum valley khub sundor, akbar thakar ichhe roilo...

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому

      ঈশ্বর বা আমি নিশ্চই তোমার ইচ্ছে পূর্ণ করবো ।

  • @abashok3992
    @abashok3992 2 місяці тому

    Nice explore keep going .. 🇮🇳❤️🇮🇳

  • @TravellerJoydeep
    @TravellerJoydeep 4 місяці тому +1

    Very beautiful scenary. Detailed vlog. Wonderful to watch 👌

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому +1

      স্মৃতি রোমন্থন করে আসলাম।

    • @TravellerJoydeep
      @TravellerJoydeep 4 місяці тому +1

      @@TREKMATE. আমারো সব দেখা হয়ে গেল এত বছর বাদে ❤️

  • @puplyanita
    @puplyanita 4 місяці тому +1

    ভালোই ঘুরেছ।

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому

      ভালোই লাগে এই ভাবে ঘুরতে।

  • @madhubaniroy6001
    @madhubaniroy6001 25 днів тому

    I love snow but don't love trek.

  • @ayanghosh190
    @ayanghosh190 2 місяці тому +1

    রিম্বিক থেকে সন্দাকাফু ট্রেকিং করা যায়?
    জঙ্গল আর মধ্যে দিয়ে ট্রেকিং করতে হলে কোথা থেকে শুরু করবো?

    • @TREKMATE.
      @TREKMATE.  2 місяці тому

      রিম্বিক - শ্রী খোলা - গুরদুম - সন্দাকফু কমন রুট, তবে নামে বেশি ওঠে কম। এ ছাড়াও রিমবিক থেকে কালি পোখারি, সন্দাকফু , মোলে যাবার আরও অপ্রচলিত রুট আছে। সবটাই জঙ্গলের মধ্যে দিয়ে পথ।

  • @user-it1fh1kj9l
    @user-it1fh1kj9l Місяць тому +1

    Sir can we stay in our personal tents instead of hotels during the trek ...plz reply 🙏

    • @TREKMATE.
      @TREKMATE.  Місяць тому

      Yes, you can. But you have to take permission from forest check post and deposit fees for tent at per day basis. Other than this , you have to fight or compromise with locals ot hoteliers for pitching your tent or uses water sources.

  • @kaushiksen5136
    @kaushiksen5136 4 місяці тому +1

    When Are you planning for Sandakphu again? Would like to join in.

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому

      এটা আসলে আমাদের প্র্যাকটিস ট্রেক ছিল। মাঝে মধ্যেই এমন কোথাও বিনা প্ল্যানিং করে বেরিয়ে পড়ি। সবসময় সন্দাকফুই যাই এমন নয় । প্ল্যান করে ট্রেক মে আর অক্টোবর মাসে যাওয়া হয়। আপনার যদি কিঞ্চিৎ অভিজ্ঞতা থাকে তাহলে প্ল্যান ট্রেক গুলোতে জয়েন করতে পারেন। নাহলে, এইভাবেই শুরু করতে হবে।

  • @nilabhakabasi1893
    @nilabhakabasi1893 3 місяці тому +1

    খুব ভালো লাগলো,আসল ট্রেকিং এর মজা এ ভাবেই,গাইড ছাড়া , systematic নিয়মের বাইরে গিয়ে ট্রেকিং এর মজা অনেক গুন বেশি হয়ে যায়।
    পরের ট্রেকিং এ আপনাদের সঙ্গে join করতে চাই , কি ভাবে contact করবো?

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      অজস্র ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। আসলে এই রুটে এখনও গাইড বাধ্যতামূলক করে রেখেছে , যেটার কোনো মানে নেই। এটা ঐচ্ছিক করা উচিত , যার লাগবে সে নেবে গাইডের সাহায্য। যারা এক দুবার গেছে তাদের সত্যিই গাইডের দরকার পড়েনা। আমরা উত্তর বঙ্গের বিভিন্ন রুটে এই ভাবেই নিজেদের মতন করে ঘুরে বেড়াই। আপনার পূর্ব অভিজ্ঞতা কিছু না থাকলে এই গুলো দিয়েই শুরু করা উচিত। এছাড়া, আমাদের মে ও অক্টোবর মাসে সিরিয়াস ট্রেক হয় প্রতি বছরই। আপনি আমাকে হোয়াটস অ্যাপে যোগাযোগ করতে পারেন , ৮৬৯৭৮৮৪০৬৫.

  • @RocktimDewan
    @RocktimDewan Місяць тому +1

    দাদা আপনারা কোন মাসে গিয়েছেন?

    • @TREKMATE.
      @TREKMATE.  Місяць тому

      জানুয়ারি মাসে। ভিডিও টা দেখুন।

  • @soumyadeepbhattacharya9018
    @soumyadeepbhattacharya9018 2 місяці тому

    শুনেছি সান্দাকফু ট্রেক করতে গেলে নাকি guide এখন বাধ্যতামূলক করে দিয়েছে যে নিতেই হবে এটা কী সত্যি?
    মানেভঞ্জন থেকে.....

    • @TREKMATE.
      @TREKMATE.  2 місяці тому

      ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গের রাস্তায় এটাই নিয়ম। সিকিমের রাস্তা দিয়ে গেলেও গাইড নিতে বলবে। এর বাইরেও নেপালের রাস্তা আছে , নেপালের বড় বড় ট্রেক রুটেও গাইড বাধ্যতামূলক নয়। এই রুটেও নয়। আমরা বেশিরভাগ নেপালের রাস্তা ধরেই ট্রেক করে সন্দাকফু ক্রস করেছি, তাই গাইড লাগেনি। এর আগে একবার নেপালের চিন্তাফু হয়ে সন্দাকফু ঢুকেছিলাম, সেবারেও গাইড লাগেনি। আমাদের বঙ্গের এই পথেও গাইড নেওয়া টা একটা মান্ধাতা আমলের নিয়ম। যারা প্রথম যাচ্ছে বা রাস্তা চেনেনা তাদের অবশ্যই গাইড নেওয়া উচিত নিজেদের স্বার্থেই , নিয়মের জন্য নয়।

  • @arkadebhaldar3606
    @arkadebhaldar3606 4 місяці тому +1

    Dada 18 bachar er kom e ki manebhanjan e permission dey sandakhphu- phalut jabar? Jodi jana thake ektu janaben

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому

      Erakam kono niyom achhe bole amar jana nei. Je keu jete pare ar jayo.

    • @arkadebhaldar3606
      @arkadebhaldar3606 4 місяці тому

      @@TREKMATE. Thank you 👍

  • @rupalimondal5217
    @rupalimondal5217 3 місяці тому +1

    Kon month a giyechhilen?

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      End of January 2024 .

  • @Ashim204
    @Ashim204 3 місяці тому +1

    Apnara tumling & Kaliphokri te je hotel e chilen tar number tar dile vlo hoi

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      হোটেল এর নাম ও নাম্বার স্ক্রিনে দেওয়া আছে । তুমলিং এর আলাদা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন।

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      ua-cam.com/video/HUXuONWQBuc/v-deo.htmlfeature=shared. Tumling vdo link.

    • @Ashim204
      @Ashim204 3 місяці тому +1

      @@TREKMATE. Video ta dekhlam onek upokar holo , ar ekta help chai sandakufu trek tate jdi hotele na theke, camping kori , seta ki korte dei ba setar process jana ache ,??

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      @@Ashim204 camping korte gele forest check post theke entry fee r sathe tent pitching er takao joma korte hobe , guide lagbe , sei sab koriye debe. Kintu tate kharcha barbe. Tai je route e accomodation thake sekhane sadharonoto chhoto group camp korena. Camping e sab theke boro somosya hochhe jol er . Joler jonno apnake sei kono hotel er uporei depend korte hobe. Tarpor main spot gulote tent pitch korte gele hotel wala rai bolbe ekhane na okhane . Ei sab somosya area camp korte chaile apnake age koyekbar giye obhigyota orjon korte hobe. Paharer niom holo, thakar jayga pele , tent na pete tatei thaka. Jekhane upay nei sekhanei tent . Serokom onek route achhe India te .

  • @onlyricktv
    @onlyricktv День тому

    Hlw sir eta kon month?

    • @TREKMATE.
      @TREKMATE.  День тому

      @@onlyricktv January 2024. VDO ta dekhle ei prosno kora lagto na 🥰

  • @arijit193
    @arijit193 4 місяці тому

    Ki phone a vlog koro ??

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому

      Samsung M32. Keno ?

    • @arijit193
      @arijit193 4 місяці тому +1

      @@TREKMATE. bhalo quality video tar tai

    • @TREKMATE.
      @TREKMATE.  4 місяці тому +1

      Ami je software e kaj Kori seta theke 2k resolution e download korte pari, 4k hole arou better hoto. Anyway, thank you very much. Keep watching.

  • @SNEHASISDEBNATH
    @SNEHASISDEBNATH 2 місяці тому +1

    Shoes r jacket er khetre ki decathlon vlo hbe ki

    • @TREKMATE.
      @TREKMATE.  2 місяці тому

      Arou Nana brand achhe. Apni apnar pachhondo moto , budget onujayi kinben. Ami apatoto Wildcraft er light jacket , Alpine360 er heavy jacket ar quechua r shoe use kori.

    • @SNEHASISDEBNATH
      @SNEHASISDEBNATH 2 місяці тому

      ​@@TREKMATE. Rucksack ki mandatory ei treke

    • @TREKMATE.
      @TREKMATE.  2 місяці тому

      @@SNEHASISDEBNATH trek korle ebong nije carry korle , rucksack best option. Baki rucksack er moto dekhte sack gulo carry korle kosto besi hobe .

    • @SNEHASISDEBNATH
      @SNEHASISDEBNATH 2 місяці тому

      @@TREKMATE. Apnar sathe Instagram kotha bola jbe ki name achen jdi bolen

    • @TREKMATE.
      @TREKMATE.  2 місяці тому

      @@SNEHASISDEBNATH frienddroy@gmail.com e apnar what's app no diye din. Ami ping kore debo.

  • @srotoswinide3530
    @srotoswinide3530 2 місяці тому +1

    ধত্রে থেকে গাইড পাওয়া যাবে?

    • @TREKMATE.
      @TREKMATE.  2 місяці тому

      নিশ্চই পাওয়া যাবে। ওখানে একটা গাইড অফিস আছে বটে , কিন্তু সব সময় খোলা থাকেনা । যেখানে থাকবেন তারাই ব্যবস্থা করে দেবে। আর যদি ধোত্রে থাকার প্ল্যান না থাকে তাহলে গাইডের সাথে অগ্রিম কথা বলে যাওয়াই ভালো। লাগলে বলবেন , আমি ভালো গাইডের নাম্বার দিয়ে দেবো।

  • @user-tr6gy3oi4h
    @user-tr6gy3oi4h 3 місяці тому

    Guide charge ki??

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      থাকা খাওয়া ধরে ১২০০/- প্রতিদিন নেয়। খুব দরদাম করলে ১০০০/- হতে পারে ।

  • @krishanu3200
    @krishanu3200 28 днів тому +1

    Everest dekhte parenni?

    • @TREKMATE.
      @TREKMATE.  28 днів тому

      হ্যাঁ দেখেছি তো , দেখিয়েও ছি। মোবাইলে যেটুকু দেখানো সম্ভব ।

    • @krishanu3200
      @krishanu3200 27 днів тому +1

      @@TREKMATE. Ondher bok chena moton case :-D. Apnar video to amar khub bhalo legeche, apnar baki video gulo dekhar icche ache.

    • @TREKMATE.
      @TREKMATE.  27 днів тому

      @@krishanu3200 dekhle ebong erokom motamot janale khusi habo. VDO gulo ekta dharona Dey, onekta dudher swad ghole metanor moto. Dudh khete gele to jete hobe 😍

    • @krishanu3200
      @krishanu3200 27 днів тому +1

      @@TREKMATE. Jabo bhebechi, December ba January. Treking korbo. Jibon to 1tai aar ghol na, ebar dudh khaboi, apnar video dekhe inspired!!

    • @TREKMATE.
      @TREKMATE.  27 днів тому

      @@krishanu3200 obosyoi ekbar ghure asun. Du ekjon bondhu pelei hoye jabe. Jiboner onnorokom ekta swader obhigyota hobe. Ke bolte pare ,trek tai nesha hoye jete pare pore. Onekeri hoy emon.

  • @user-tr6gy3oi4h
    @user-tr6gy3oi4h 3 місяці тому

    Guide na nile ki trek permission pabo?

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      ট্রেক পারমিট বলে কিছু নেই । ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি দিতে হয় , ভারতের রাস্তা ধরে গেলে , এই এন্ট্রি ফি কাটতে গেলে সাথে গাইড থাকতে হবে। নেপালের রাস্তায় এই নিয়ম নেই। গাড়িতে গেলে এন্ট্রি ফি গাইড ছাড়াই কাটা যায়।

    • @user-tr6gy3oi4h
      @user-tr6gy3oi4h 3 місяці тому +1

      @@TREKMATE. Thank you

  • @shyamalkalapahar3513
    @shyamalkalapahar3513 3 місяці тому +1

    দাদা একটু কথা বলতে চাইছি আপনার নাম্বারটা দেওয়া যাবে ?

    • @TREKMATE.
      @TREKMATE.  3 місяці тому

      frienddroy@gmail.com ekhane mail korun apnar number.