নচিকেতা পা চাটতে খুব ভালোবাসে। ও একজন লোভী স্বার্থপর কাপুরুষ মানুষ। ও যে ধান্দাবাজ মানুষ এখন বুঝতে পারছে। নচিকেতা গান গাওয়া ছেড়ে ভালো করে চটি চাট। ছি ছি ছি তোর প্রতি অনেক সম্মান ছিল।
13:12sec এ ঋতব্রতবাবু যে প্রশ্ন করেছেন - good question 👍!....... সত্যি - ই তো ওনার গানের কথা - ওনার গানের সুর - ওনার গায়কী এই সকল গুনের জন্য দলমত নির্বিশেষে সকলের প্রিয় ছিলো!......১১ সালের পর থেকে যখন শাসক দলের চাটুকারিতা শুরু করলো - তখন থেকেই ওনারই ভক্ত বা শ্রোতা যারা শাসকের বিরুদ্ধে....... তারাই ওনার সমালোচনা ও কটুকথা বলতে শুরু করলো!........ উনি ওনার বিভিন্ন গানের মধ্যে দিয়ে একসময় দুর্নীতিগ্রস্থ নেতা / মন্ত্রীদের তুলে ধরেছিলেন,...... সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে গান লিখতেন!এই কারণেই সকলের কাছে প্রিয় ছিলেন!...……. আজ কিন্তু উনি সম্পূর্ণ বিপরীত কাজ করছেন!.... দুর্নীতিগ্রস্থ নেতা / মন্ত্রীদের হয়ে ভোট প্রচারে বেরোচ্ছেন!! .....রাজনীতি করা সকলের অধিকার আছে..... ঠিক কথা 👍,...... কিন্তু এতো পপুলারও প্রতিষ্ঠিত গায়ক ছিলেন উনি - ওনার মনে হয় রাজনীতিতে আসাটা ঠিক হয়নি....... এটা আমার ব্যক্তিগত মতামত।
আপনি নিজেই দেখুন নিজে কী বলছেন, বাংলার মানুষ গুজরাট যায় কাজ করতে নিজেদের অন্নসংস্থান করতে, সেখানে গিয়ে নিজেদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে যায়না বা সেখানকার সংস্কৃতি তে নিজেদের গা ভাসাতে যায় না, আর আর ওই দুজন গুজরাতি বাংলায় এসে বাংলার সংস্কৃতিকেই ধ্বংস করে দেবার এক মরিয়া চেষ্টা চালিয়ে ছিল. কাজেই নিজে কি বলছেন নিজের ভেবে দেখুন বোকার মত নচিকেতার বিরুদ্ধে বকবক করতে যাবেন না
আসলে নচিকেতা ২৫ বছর আগে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে যেসব গান তৈরী করেছেন এখন সেসব কথাগুলো ঠিকঠাক মিলে যাচ্ছে। দূরদর্শীতা না থাকলে এটা পারা যায়না
এককালে মোটামুটি ভালই গান করতো । এখন আর ওর গান আর কেউ শোনে না। তাই পেটের দায়ে প্রচন্ড ভাবে চটি চাটছে। ওকে কেউ আজকাল সিরিয়াসলি নেয় না। আমার তো ওকে দেখলেই ঘেন্না হয়।
@@mjron1269 সাম্প্রদায়িকতা বিজেপি ছড়ায় না যারা ছড়ায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে চারিদিকে একটু খোঁজ নিয়ে দেখবেন কত লোকের ঘর বাড়ি ভাঙ্গছে।আর আপনাকে তো আমি জিজ্ঞেস করিনি।পোষ্ট এ কমেন্ট করছেন কেনো গা জ্বলে উঠলো নাকি সত্যি কথা বলার পর
@@prasantakarmakar835 আমাকে জিগ্যেস না করলেও বলতে তো হবেই। কারন আমার বাড়িও সেখানে। মিথ্যাচারের একটা সীমা আছে। এখানে এসে সে বলেছিল এই দেশ কে আমি ভালবাসি তাই এদেশের মাটি কে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। মাটি এবং পানি দুটোই নিয়ে গেছে। আপনি তো মিথ্যা বলছেন কারন তার বাড়ি কোথায় সেটাই জানেন না। আবার ফোঁপড় বাজী করছেন।
আপনি শিল্পী, সত্যবাদী বলেই জানি। আপনি বলেছেন সরকারি অনুষ্ঠান করেন না কিন্তু দিদি রেলমন্ত্রী থাকাকালীন আপনি প্রতিটি প্রকল্প উদ্ধোধন ও অনুষ্ঠানে, তৎকালীন ৫০,০০০/ টাকা সাম্মানিক অর্থে একটি/দুটি গানের পরিবেশন করতেন। এটা কি বলবেন ?
নচিকেতা চক্রবর্তীর গান উঠতি বয়সে অনেকের মতো আমারও দারুন ভালো লেগেছে । একটা পুরোনো কাসুন্দির বোতল একটু ওপেন করে দেখি কি হয়! সম্ভবত : আনন্দলোক পত্রিকায় ওর একটা সাক্ষাৎকার বেরিয়েছিল যাতে 'ৱ্যাপ ' টাইপের গান প্রসঙ্গে বাবা সায়গলের নাম করতেই বলে ওঠে "বাবা সায়গল? ওর তো জীবন সম্পর্কে কোনও বোধই নেই! " বাবা সায়গলের অ্যালবামগুলো ডিডি মেট্রোয় দেখে আমরা একটু কৌতুক বোধ করতাম । সব পাঞ্জাবী শব্দের মানে না বুঝলেও মিউসিক ভিডিওতে ব্যাপারটা কি হচ্ছে বোঝা যায় । হঠাৎ তার প্রচন্ড গভীর জীবনবোধের কি প্রয়োজন আছে কে জানে? এই জন্য অবশ্য আমি নচিকেতার গান শোনা বন্ধ করে দিই নি । কিছুদিন আগে আমি ট্রান্সপোর্ট লাইনের একজন কিংবদন্তী প্রতীম প্রয়াত কমরেড সম্পর্কে একটা কান কটকট করা মন্তব্য করেছিলাম। উনি একটু শুদ্ধ ও অশুদ্ধ, সংস্কৃতি ও অপসংস্কৃতির অঙ্গনে অবদান রেখে গিয়েছিলেন । মজা হল মুটে মজুরের নৈতিক চরিত্র নিয়ে কমিউনিস্ট, অকমুনিস্ট ইত্যাদি পিতাদের ( হেড স্যার টাইপের ) অনেক মাথাব্যথা থাকলেও তাদের চোলাই বা বাংলা মদ খাওয়া নিয়ে কেউ ভাবে না । তাদের লিভার ও মধ্যবিত্তের লিভারের মধ্যে যোজন যোজন ক্লাস ডিফারেন্স রয়ে যায় ।
@@aalinezarofee1060 thik dhorecho ei mal gulo TMC r sasthasathir line e line debe ar UA-cam e likhbe Nachiketa bikri hoeche , ei bal gulo bojhe na eder al bal chal sune Nachiketa r kicchu ase jay na
অসাধারণ কথা : "আমি নচিকেতা না হলে মুখ্যমন্ত্রী কি আমার কাছে আসতেন??"স্যালুট তোমায়এত উচ্চ মার্গের কথা বলার জন্য 🙏🙏🙏 নব্বই দশকের প্রথম দিকের বর্ধমান এর মেমারি থানার মন্ডলগ্রামে একটা অনুষ্ঠানে প্রথম দেখি.... অনামী নচিকেতা চক্রবর্তী কে....তারপর.... ইতিহাস.... খুব সম্ভবত: তখন নচিদার কোন গানের রেকর্ড বের হয় নি..... তরুণ তুর্কি.... আমি নিজে তখন কলেজে 👍
নচিকেতা দা, দয়া করে শরীরের যত্ন নিন। আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে আমার কোন কৌতূহল নেই। আমি "নীলাঞ্জনা" এবং "বৃদ্ধাশ্রম" গান দুটো যে কতবার শুনেছি এবং এখনও শুনি বলতে পারব না। আপনি আমার one of my favorite singers, composers & Lyricists.....
Nachiketa Chakraborty is a good singer, composer etc. But his political ideas are dated. I am astounded that this man talks about party from Gujarat will destroy culture of Bengal. Is he serious? He is nothing but supporter of cut money, syndicate raj and extortion culture of Bengal. TMC won the election by simply bulldozing the electorate. The interviewer never asks him about post poll violence, rape etc. This shows that the interviewer does not have the freedom to ask tough question in tough talk episode. Tough talk my foot.
আপনার প্রসংসা মানুষ করে, আবার গালাগালি করে । আমি সেই নীলান্জনা থেকে আপনার ভক্ত ,তাই কখনো আপনাকে অন্য রকম কথা বলতে পারবোনা। ভালো থাকবেন সুস্থ থাকুন সবসময়।👍
Joto din jachhe toto apni saf jon a jawar chesta korchen, sugar o hoiche mone hoi? Ap ni ki voi peya gechen sasok doler. Oi na chika bache thak, ar ai nachiketar vabna nipat jak, Love you dada
দেশটা এখনো গুজরাত হয়ে যায়নি লিখতে পারেন বাংলাদেশ থেকে বিতাড়িত নচিকেতা অথচ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিষয়ে কোনো গান লিখবেন সুবিধাবাদী নচিবাবু??
নাচি দা, চটি চাটা কাজটা এবার চাপা থাকলো না।
নচিকেতা পা চাটতে খুব ভালোবাসে। ও একজন লোভী স্বার্থপর কাপুরুষ মানুষ। ও যে ধান্দাবাজ মানুষ এখন বুঝতে পারছে। নচিকেতা গান গাওয়া ছেড়ে ভালো করে চটি চাট। ছি ছি ছি তোর প্রতি অনেক সম্মান ছিল।
সবই তো হলো কিন্তু দিদির পা চাটা না হলে কি হাড়ি চাপছিল না?
ওনার মুখ আর মুখোশ দুটো আলাদা,ভালো অভিনেতা এটা স্বীকার করতেই হবে!👏👏
দাদা তৃনমুল দল টা দল ভাংগ্ঙীয়ে আজ দাড়িয়ে আছে
নচিকেতা রামকে নিয়ে যে কথা বলেছেন তখন তিনি শোমরস পান করা অবস্থায় ছিলেন
13:12sec এ ঋতব্রতবাবু যে প্রশ্ন করেছেন - good question 👍!....... সত্যি - ই তো ওনার গানের কথা - ওনার গানের সুর - ওনার গায়কী এই সকল গুনের জন্য দলমত নির্বিশেষে সকলের প্রিয় ছিলো!......১১ সালের পর থেকে যখন শাসক দলের চাটুকারিতা শুরু করলো - তখন থেকেই ওনারই ভক্ত বা শ্রোতা যারা শাসকের বিরুদ্ধে....... তারাই ওনার সমালোচনা ও কটুকথা বলতে শুরু করলো!........ উনি ওনার বিভিন্ন গানের মধ্যে দিয়ে একসময় দুর্নীতিগ্রস্থ নেতা / মন্ত্রীদের তুলে ধরেছিলেন,...... সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে গান লিখতেন!এই কারণেই সকলের কাছে প্রিয় ছিলেন!...……. আজ কিন্তু উনি সম্পূর্ণ বিপরীত কাজ করছেন!.... দুর্নীতিগ্রস্থ নেতা / মন্ত্রীদের হয়ে ভোট প্রচারে বেরোচ্ছেন!!
.....রাজনীতি করা সকলের অধিকার আছে..... ঠিক কথা 👍,...... কিন্তু এতো পপুলারও প্রতিষ্ঠিত গায়ক ছিলেন উনি - ওনার মনে হয় রাজনীতিতে আসাটা ঠিক হয়নি....... এটা আমার ব্যক্তিগত মতামত।
আপনি সম্মানীয়।গুজরাতের সংস্কৃতি নিয়ে বললেন ।বাংলার হাজার হাজার মানুষ গুজরাতে কাজ করতে যায়,তখন বাংলার সংস্কৃতি নষ্ট হয়না ??
একদম ঠিক✔️✔️✔️
আপনি নিজেই দেখুন নিজে কী বলছেন, বাংলার মানুষ গুজরাট যায় কাজ করতে নিজেদের অন্নসংস্থান করতে, সেখানে গিয়ে নিজেদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে যায়না বা সেখানকার সংস্কৃতি তে নিজেদের গা ভাসাতে যায় না,
আর আর ওই দুজন গুজরাতি বাংলায় এসে বাংলার সংস্কৃতিকেই ধ্বংস করে দেবার এক মরিয়া চেষ্টা চালিয়ে ছিল.
কাজেই নিজে কি বলছেন নিজের ভেবে দেখুন বোকার মত নচিকেতার বিরুদ্ধে বকবক করতে যাবেন না
কাজ করতে বাঙালি dubai ও যায়, তাই বলে dubai এর সংস্কৃতি, সেখানকার politics নিয়ে মতামত থাকবে না? না পছন্দ হতেই পারে ।
@@dhimandasbokachoda যার khabi take লাথি marbi?😂
@@dhimandaskoto r choti chatbi
নচিকেতা বললেন, বাঙ্গালী দুই দিন আগে ভাবতে পারে,যদি তাই হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প কোথায়,বাংলার ছেলেদের চাকরীর জন্য বাংলার বাইরে যেতে হয় কেন,ধন্যবাদ।
বাংলাতে কেউ আসে না
বাংলার ছেলেরা যেমন কাজের জন্য অন্য রাজ্যে যায়,তেমনি অন্য রাজ্যের ছেলেরাও পশ্চিমবঙ্গে আসে,সব রাজ্যের ছেলেরা আসে কলকাতায় কাজের জন্য
আসলে নচিকেতা ২৫ বছর আগে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে যেসব গান তৈরী করেছেন এখন সেসব কথাগুলো ঠিকঠাক মিলে যাচ্ছে। দূরদর্শীতা না থাকলে এটা পারা যায়না
ঠিক বলেছেন দাদা।
Akdom
এতদিন ধরে নচিকেতাকে যেটা ভেবে এসেছিলাম এই অনুষ্ঠান শোনার পর পুরো ধারণাটাই পাল্টে গেল নচিকেতা ও যে কারোর পা চাটতে পারে সেটা আজকে বুঝলাম
আপনি সুবিধাবাদী।
ঘোমটা র নিচে ন্যাংটা অনেক দেখলাম।
উনি ভয় পাচ্ছেন।
Exelent
নচিকেতা বাবুর মনে হয় কাটমানি শুধু শুভেন্দু খায় আসুন ঘুরে আসুন গ্রামে গঞ্জে শুধু শো করে বেরালে সারাজীবন প্রাইভেট কমিউনিস্ট হয়েই থাকবেন 🙂
একদম চটিচাটা।
এককালে মোটামুটি ভালই গান করতো । এখন আর ওর গান আর কেউ শোনে না। তাই পেটের দায়ে প্রচন্ড ভাবে চটি চাটছে।
ওকে কেউ আজকাল সিরিয়াসলি নেয় না। আমার তো ওকে দেখলেই ঘেন্না হয়।
ওনার #জীবনমুখি #বর্তমান #সরকার কি অপূর্ব সুন্দর ❤️ এবং মিল 😮 মন্তব্য করলে নিজেকেই ছোট করা হয়।
🌹🌹🌹🌹🌹🌹
এই দেখলে ঘেন্না লাগে।
উনি রেড ভলেন্টিয়ার্স , মীনাক্ষী , সায়নদীপ দের চিনবেননা স্বাভাবিক ...
উনি তো প্রাইভেট কমিউনিস্ট 😂
বহু নিয়েছেন
এ বক্তব্য অনেকের ফাটছে। স্যালুট।
নিজেকে বিক্রি করে কেমন লাগছে?? লজ্জা হয় আপনাকে একসময় এতো শ্রদ্ধা করতাম।
নচিকেতার বাঙালী সেন্টিমেন্টকে স্যালুট জানাই।
Apad mastak ekjon lovi, dhandabaaz manush..Ami ami karei morlo.
Apni ki korlen jibone?...lov thakle ajke nachiketar m.p. hoa somoyer opekkha chilo...jokhon theke mamatar pashe ache, tokhon tmc power eo aseni..
ধান্দাবাজী করতেও যোগ্যতা লাগে। তোর কি যোগ্যতা আছে ?
ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন আপনি কিন্তু বরিশাল ছেড়ে চলে আসতে হয়েছিল কেনো আপনার পূর্ব পুরুষ কে..ওখানে ধর্মীয় সম্প্রীতি কেনো দেখাতে পারেন নি কেনো
বরিশালে কি হয়েছিল ? না জেনে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছ কেন ? মিথ্যাচার করা Bjp দের স্বভাবে পরিনত হয়েছে।
@@mjron1269 সাম্প্রদায়িকতা বিজেপি ছড়ায় না যারা ছড়ায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে চারিদিকে একটু খোঁজ নিয়ে দেখবেন কত লোকের ঘর বাড়ি ভাঙ্গছে।আর আপনাকে তো আমি জিজ্ঞেস করিনি।পোষ্ট এ কমেন্ট করছেন কেনো গা জ্বলে উঠলো নাকি সত্যি কথা বলার পর
@@prasantakarmakar835 আমাকে জিগ্যেস না করলেও বলতে তো হবেই। কারন আমার বাড়িও সেখানে। মিথ্যাচারের একটা সীমা আছে। এখানে এসে সে বলেছিল এই দেশ কে আমি ভালবাসি তাই এদেশের মাটি কে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। মাটি এবং পানি দুটোই নিয়ে গেছে। আপনি তো মিথ্যা বলছেন কারন তার বাড়ি কোথায় সেটাই জানেন না। আবার ফোঁপড় বাজী করছেন।
@@mjron1269 tumi akta boro baal...
Nochi da is great man
😂😂😂😂 আমি সুবিধাবাদী নই এটা প্রমাণিত হয়ে গেছে। 👍😂😂
আপনি শিল্পী, সত্যবাদী বলেই জানি। আপনি বলেছেন সরকারি অনুষ্ঠান করেন না কিন্তু দিদি রেলমন্ত্রী থাকাকালীন আপনি প্রতিটি প্রকল্প উদ্ধোধন ও অনুষ্ঠানে, তৎকালীন ৫০,০০০/ টাকা সাম্মানিক অর্থে একটি/দুটি গানের পরিবেশন করতেন। এটা কি বলবেন ?
সে গায়ক। টাকা নিয়ে গান করে। এখানে সরকারি বেসরকারি কি ?
পরিবর্তন এর পরে 21শে জুলাই মমতার মিটিং গিয়ে গান গেয়েছেন
Speech less sir 🙏
যাই মতভেদ থাক না কেনো তুমি আমার কাছে সেই গায়ক নচিকেতা।
তোমার মত পাগল ছাগলের ধারণা পালটে গেলে কি আসে যায় নচিকেতা চিরকাল নচিকেতাই থাকবে
নচির প্রতিবাদ,বিদ্রোহ সব ভোগে। এখন চটি চাটতে ব্যস্ত। নালে ঝোলে হয়ে গেছে।
এই যে মহা ঢ্যামনা। তুমি নচিকেতা কে চেনোনি তাহলে। তুমি যে গুজরাটি গু চাটা সেটার প্রমান দিলে।
Ambikesh mohapatra ki swadhin vabe bolte perechilo???
Oi Jonnyo BIG ZERO, Ekta Seat Pete hobe , Tarpor Kotha
@@saibalmitra145 213 ta chor er theke bhalo.....
@@subhamaypaul1866 CHUP KOR HOWRAH
@@saibalmitra145 😂🤣
Chal chor der support kre nochiketa r
Somman barche ki
Ei bes bhalo achi gan ta lockdown er samay sune abak hai.
আশাকরি ফাটাফাটি হবে ll
আমার অনেক প্রিয় শিল্পীর মধ্যে অন্যতম l
Private communist !!!????, 😂😂😂 kathhaler aamshotto !!!????
Nachiketa is one of my favourite singer ❤😍♥.
আপনার গানে কি পিসি ভাইপোর কাট মানির কথা বলতে পারেননা ? অসুবিধাটা কোথায় ?
প্রাইভেট কমিউনিস্ট কথাটা তার, এর কোনো ব্যাখ্যা হয় না। পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার বিষয়।
🔥🤘🙏
একটা লোক রাজনীতি করে কেন
টাকার জন্য , পাওয়ার এর জন্য
উনার লোভ নেই , পাওয়ার ফুল তাই রাজনীতি করেন না শুধু যাদের লোভ আছে তাদের সাহায্য করে যান 🙂
Yeessss
সালাম নচি'দা
বাংলাদেশ থেকে ভালবাসা পাঠাচ্ছি❤️❤️❤️
নচিকেতা চক্রবর্তীর গান উঠতি বয়সে অনেকের মতো আমারও দারুন ভালো লেগেছে ।
একটা পুরোনো কাসুন্দির বোতল একটু ওপেন করে দেখি কি হয়!
সম্ভবত : আনন্দলোক পত্রিকায় ওর একটা সাক্ষাৎকার বেরিয়েছিল যাতে 'ৱ্যাপ ' টাইপের গান প্রসঙ্গে বাবা সায়গলের নাম করতেই বলে ওঠে "বাবা সায়গল? ওর তো জীবন সম্পর্কে কোনও বোধই নেই! "
বাবা সায়গলের অ্যালবামগুলো ডিডি মেট্রোয় দেখে আমরা একটু কৌতুক বোধ করতাম । সব পাঞ্জাবী শব্দের মানে না বুঝলেও মিউসিক ভিডিওতে ব্যাপারটা কি হচ্ছে বোঝা যায় । হঠাৎ তার প্রচন্ড গভীর জীবনবোধের কি প্রয়োজন আছে কে জানে? এই জন্য অবশ্য আমি নচিকেতার গান শোনা বন্ধ করে দিই নি ।
কিছুদিন আগে আমি ট্রান্সপোর্ট লাইনের একজন কিংবদন্তী প্রতীম প্রয়াত কমরেড সম্পর্কে একটা কান কটকট করা মন্তব্য করেছিলাম। উনি একটু শুদ্ধ ও অশুদ্ধ, সংস্কৃতি ও অপসংস্কৃতির অঙ্গনে অবদান রেখে গিয়েছিলেন । মজা হল মুটে মজুরের নৈতিক চরিত্র নিয়ে কমিউনিস্ট, অকমুনিস্ট ইত্যাদি পিতাদের ( হেড স্যার টাইপের ) অনেক মাথাব্যথা থাকলেও তাদের চোলাই বা বাংলা মদ খাওয়া নিয়ে কেউ ভাবে না । তাদের লিভার ও মধ্যবিত্তের লিভারের মধ্যে যোজন যোজন ক্লাস ডিফারেন্স রয়ে যায় ।
Khub valo bole chen
নচিকেতা! নন্দিগ্রামে গুলি বুদ্ধ বাবু চালাতে বলেন নি
ওনার গান শুনে বড়ো হওয়া ।
'যখন সময় থমকে দাড়ায়' গানটা কি যে সুন্দর বলে বোঝানো যাবেনা ।
শিল্পি অনেকেই হয় কিন্তু দূরদর্শীতা!!!
সবার থাকে না।।
Kintu choti chat te valoi pare😂
Dada aar kato mithya bolbe, tomar moto subidha badi khub kom aachye
দাদা Bjp আসলে এভাবে কথা বলতে পারতাম না। এটা ঠিক বলেননি দাদা
বর্তমান সন্ত্রাসবাদ নিয়ে কেনো গান লিখছেননা?নাকি বিক্রি হয়েছেন?
আপনি নিজে একটা লিখুন। বসে বসে কি বাল ফালাচ্ছেন? সব দায় নচিকেতার আর আপনি অন্যের পাছায় শুকে বেড়াবেন??
@@aalinezarofee1060 thik dhorecho ei mal gulo TMC r sasthasathir line e line debe ar UA-cam e likhbe Nachiketa bikri hoeche , ei bal gulo bojhe na eder al bal chal sune Nachiketa r kicchu ase jay na
কলেজ জীবনে উনার" সে আমার প্রথম প্রেম" সারাদিন গুন গুণ করে গাইতাম আর এখন বৃদ্ধাশ্রাম শুনি, অসাধারণ।
অসাধারণ কথা : "আমি নচিকেতা না হলে মুখ্যমন্ত্রী কি আমার কাছে আসতেন??"স্যালুট তোমায়এত উচ্চ মার্গের কথা বলার জন্য 🙏🙏🙏 নব্বই দশকের প্রথম দিকের বর্ধমান এর মেমারি থানার মন্ডলগ্রামে একটা অনুষ্ঠানে প্রথম দেখি.... অনামী নচিকেতা চক্রবর্তী কে....তারপর.... ইতিহাস.... খুব সম্ভবত: তখন নচিদার কোন গানের রেকর্ড বের হয় নি..... তরুণ তুর্কি.... আমি নিজে তখন কলেজে 👍
এখন কিন্তু চটি চাটা
😅রেলের প্রোগ্রাম করে তো প্রচুর ইনকাম করেছিলেন।
এই যে বললেন সরকারী প্রোগ্রাম করিনা...?
বাংলা তে election হয়???😂🤣
কমিউনিস্ট মানে কি আপনি বুঝেন? অত সহজে কমিউনিস্ট হওয়া যায় না??
Salute to u n ur songs
নচি দা তোমায় সেলাম
আমার প্রিয় নচি দা +নকুল দা। ধন্যবাদ প্রিয়। খুবই ভাল লাগল।
অসাধারণ
Paa chatar sab simana par koreche ei subidhabadi prani
Bangladesher lungi bahinir anuprobesh jakhan hajare hajare hoy takhan amader sanskriti nashto hoyna... Jakhan bangladeshe hinduder nirbichare hotya hoy takhan shilpir mon kande na.... Gujrat er danga niye atto bar atto kichhu bolechhen kintu bangla deshe ato atyachar hinduder proti ekbaro musolmam samprodae niye kichhu bolechhen?? Mamata banerjee hijab pore chhobi den kano protibad korena.... Kathae kathae Allah... Kano protibad koren ni... Kashmire nirbichare hindu pondit der hotya 1990 sale... Takhhan apni jubak... Kano protibad korenni..
নন্দীগ্রামে গুলি চালনার সময় সুভাষ চক্রবর্তী কি বেঁচে ছিলেন? গুলিয়ে যাচ্ছে সব।
14 / 03 / 2007 নন্দীগ্রাম ঘটনা ।
আগষ্ট / 2009 সুভাষ চক্রবর্তী মিত্যু ।
Genuine lok... R eram hobena
নচিকেতা দা, দয়া করে শরীরের যত্ন নিন। আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে আমার কোন কৌতূহল নেই। আমি "নীলাঞ্জনা" এবং "বৃদ্ধাশ্রম" গান দুটো যে কতবার শুনেছি এবং এখনও শুনি বলতে পারব না। আপনি আমার one of my favorite singers, composers & Lyricists.....
Nachiketa Chakraborty is a good singer, composer etc. But his political ideas are dated. I am astounded that this man talks about party from Gujarat will destroy culture of Bengal. Is he serious? He is nothing but supporter of cut money, syndicate raj and extortion culture of Bengal. TMC won the election by simply bulldozing the electorate. The interviewer never asks him about post poll violence, rape etc. This shows that the interviewer does not have the freedom to ask tough question in tough talk episode. Tough talk my foot.
Dalal nochiketa
প্রিয় শিল্পী
নচিদা তুমি একজন মানবতাবাদি দার্শনিক শিল্পী সবাই এটা হতে পারে না এটা হতে গেলে জোর লাগে সেটা তোমার আছে
MD kohkon❤
I love him😭❤️
আপনার প্রসংসা মানুষ করে, আবার গালাগালি করে । আমি সেই নীলান্জনা থেকে আপনার ভক্ত ,তাই কখনো আপনাকে অন্য রকম কথা বলতে পারবোনা। ভালো থাকবেন সুস্থ থাকুন সবসময়।👍
এই অহংকার তোমাকেই মানায় ❤
Birth control act is very necessary for future India
Very nice
Gayok bhalo kintu chatukar hoye geche ....
Pagol pagol vab
But khub khub subedabade
বাংলাদেশ থেকে বলছি তাক টক এর এই অনুষ্ঠানটা আমি ত্রিশ চল্লিশ বার দেখেছি দাদা। তারপরও ভালো লাগে মন ভরে না
I like you most
ধুর সেরকম টাফ টক ই হলনা।।
নচীদা আপনি কি তাহলে মমতার মধ্যে কমিউনিস্ট মতাদর্শ খুজে পেয়েছেন?
Mamatao Private Communist
Khati bole6en
বড় এক মাতববৱ , একটু বেসিই বোঝে
তুমি 😉
nachiketa stand correct.ki habe ideology philosophic thought.dhanda is main on that point he is correct.
জীবনমুখী গান থেকে যে দিন রবীন্দ্র সংগীত গাইতে শুরু করেছিলেন... সে দিন থেকে নচিকেতা শেষ।
Dada tumi slipi hisaba mahan, tmc chati chata sarthapar saytan....
পুরো চমচম জিনিস একটা!
Deffinetly...... নচি দা অহংকারী।
Sir nachiketa,❤️❤️❤️❤️❤️🙏
Joto din jachhe toto apni saf jon a jawar chesta korchen, sugar o hoiche mone hoi? Ap ni ki voi peya gechen sasok doler. Oi na chika bache thak, ar ai nachiketar vabna nipat jak, Love you dada
Dear and dearest Academy reward niye Akta darun gan manush chai
Presque fantastique!
Nachiketa politically very wrong I think.
He will understand it in right time.
Chop
Second humayan faridi.....
Nachiketa ke salute.
নচিকেতা বরাবরই প্রতিবাদী এবং স্পষ্টবাদী।
গুরু,আমি বাংলাদেশ থেকে শুনছি
You are DEAD
নচিদার প্রতিটি গান আমাদের কাছে এক একটা ফিলোসোফি। কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে দেখতে চাই না।
দেশটা এখনো গুজরাত হয়ে যায়নি লিখতে পারেন বাংলাদেশ থেকে বিতাড়িত নচিকেতা অথচ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিষয়ে কোনো গান লিখবেন সুবিধাবাদী নচিবাবু??
পারবেনা। কারণ ওর পূর্ব বঙ্গে ঝোপে জন্ম। ঝোপে যারা জন্মায় তাদের অধিকাংশ বেজন্মা হয়।
Ta uni likhben na, tkhon to uni onek choto, tai vule gechenmedia.tenor.com/images/31ef97524a57f16989304be72029dbe6/tenor.gif
নন্দীগ্রাম এর সত্যি কি 'দিদি' র মুখে 'ভাই' শুনেছেন ?