রেঙ্গুন - রোহিঙ্গা নারীরা 'তানাকা' দেয় না, ওরা আসলে বার্মিজ নয়: Taneka, natural sunscreen of Myanmar

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • চাকুরী বিজ্ঞপ্তিঃ মায়ানমারে 'বাংলাদেশী মুসলিম' শ্রমিক প্রয়োজন
    ---------------------------------------------------------------------------------------
    "জগতে শুধু মুসলিমরা-ই 'মানুষ', বাকি ধর্মের সকলেই 'অমানুষ' - সুবাহানাল্লাহ, সেই ঈমান ও আকিদার বলে বলীয়ান হয়ে আগামীতে মরু - মালয়তে আর নয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশী মুসলিম শ্রমিকরা তার গা ছোঁয়া পাশের দেশ মায়ানমারে গিয়ে ইট ভাঙ্গা, মাটিকাটা, পাবলিক টয়লেট ছাফ সহ বনে জঙ্গলে শ্রমিক হিসেবে কাজ করবে, মোবাইলে হুজুরের ওয়াজ শুনবে, আর তাদের মুসলিম যুবতী বোনেরা সউদী বর্বর মুসলিমদের 'লিঙ্গনন্দের' আতঙ্কে সেখানে আর না গিয়ে প্রতিবেশী বৌদ্ধ দেশ মায়ানমারে গিয়ে তাদের গৃহস্থালী ও ঘর ছাফাইয়ের কাজ করবে।
    প্রিয় বন্ধুরা, আমার কথাটি যদি বিশ্বাস না হয় তবে কথাটি আজ (০১/০১/২০২০) নীরবে এবং যত্নের সাথে টুকে রাখ, আমি হয়তো জীবিত থাকবো না, তবে আমার এই বাণীটি মনে রেখো। উল্লেখ্য গত তিন/চার দশক আগেও বাংলাদেশী 'মুসলিম যুবক'রা ভাবেনি তাদেরকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মালদ্বীপে'র মত দরিদ্র(!) দেশে এসে এমন কি টয়লেট ছাফ বা ভারতে গিয়ে মাটি কাটা কাজও করতে হবে। আজ লিখে রেখো "বাংলাদেশী সেই ওয়াজ শ্রবণকরি' মুসলিম যুবক ও যুবতীরা বিদেশী শ্রমিক হিসেবে অদূর ভবিষ্যতে গিয়ে প্রতিবেশী দেশ মায়ানমারের পাবলিক টয়লেট ছাফ এবং রাস্তা ঝাড়ুর কাজ করবে। - ইনশাল্লাহ
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    মিয়ানমার - দেশটির নাম রোহিঙ্গা ইস্যুতে ব্যপক আলোচিত ও সমালোচিত বর্তমানে। বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও মিয়ানমার সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। ২০১৭ সালে যখন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে জীবন বাজি রেখে আশ্রয়ের জন্য বাংলাদেশের কক্সবাজার উপকূলে পাড়ি জমায় তখন বাংলাদেশের সবার মনোযোগে আসে এই মিয়ানমার। মিয়ানমার বাংলাদেশের এত নিকটবর্তী দেশ হওয়া স্বত্বেও এ দেশের ভৌগলিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অবস্থা নিয়ে বিস্তর জানাশোনা নেই বাংলাদেশের। আর এজন্যই রোহিঙ্গা ইস্যু নিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনে কূটনৈতিক আলোচনায় বেগ পেতে হচ্ছে বাংলাদেশের।
    মিয়ানমারের অর্থনীতি আলোচনা করতে গেলে প্রথমেই দৃষ্টি দিতে হবে আপার বার্মা ও লোয়ার বার্মার দিকে। ‘আপার বার্মা’ ও ‘লোয়ার বার্মা’ এই শব্দগুলো মূলত বৃটিশদের থেকে প্রচলিত। মায়ানমারের দক্ষিণাঞ্চল মূলত লোয়ার বার্মা হিসেবে চিহ্নিত। বৃটিশরা দুই দফা যুদ্ধ করে এই অঞ্চলগুলোই প্রথম দখল করতে সক্ষম হয়েছিল। ইরাবতী নদী সন্নিহিত নিচুভূমির এলাকা হওয়ায় এর নামকরণ লোয়ার বার্মা। এয়াওয়াদি, বাগো, রেঙ্গুন, রাখাইন, মন স্টেট ও তানিনতারি এলাকা এই লোয়ার বার্মার অন্তর্ভূক্ত। জাতিগত ভাবে লোয়ার বার্মার অধিবাসীরা হল মন, কারেন, রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মানুষ। সমুদ্র উপকূলীয় এসব অঞ্চল প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে রেঙ্গুন কেন্দ্রিক। বর্তমান মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তরাঞ্চলই ‘আপার বার্মা’ হিসেবে চিহ্নিত হয়। আপার বার্মা হল মান্দালে, সাগাইন রিজন, কাচিন ও শ্যান স্টেট কেন্দ্রিক। আপার বার্মার কাচিন ও শান স্টেইট এর কিছু অঞ্চল ‘ফ্রন্টিয়ার এলাকা’ নামে অভিহিত হয়। এই আপার বার্মা অঞ্চলের মূল অধিবাসী হল দেশটির প্রধান জাতিসত্তা বামার সম্প্রদায়ের মানুষ। আপার ও লোয়ার বার্মায় বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। বার্মিজ ভাষার উচ্চারণেও আপার ও লোয়ার বার্মায় পার্থক্য দেখা যায়।
    রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ দিন থেকে মিয়ানমারের আপার বার্মার বামার জাতিসত্তার আধিপত্য রয়েছে। যদিও অর্থনীতিতে বড় অবদান রেখে আসছে লোয়ার বার্মা। মিয়ানমারের মূল অর্থকরী ফসল ধানের ব্যপক ফলন হয় এই লোয়ার বার্মায়। আর এর উপরই অনেকাংশে নির্ভর করে মিয়ানমারের অর্থনীতি। ব্যপক ধানের ফলন হওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তায় লোয়ার বার্মার অবদান অসীম। ব্রিটিশ শাসনামলেই লোয়ার বার্মা এশিয়ার প্রধান ধান ভান্ডার হয়ে উঠে। এর পিছনে রয়েছে অবশ্য অন্য এক ইতিহাস। বৃটিশ রা প্রথম ও দ্বিতীয় দফা যুদ্ধে এই লোয়ার বার্মার দখল নেয় প্রথমে। এই লোয়ার বার্মাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বৃটিশ শাসকরা তদানীন্তন বাংলা থেকে বিশেষ কৃষিপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ লোকবল নিয়ে যায় লোয়ার বার্মায়। বর্তমানে মিয়ানমারের বাৎসরিক চাল উৎপাদনের মাত্রা প্রায় ১৩ মিলিয়ন মেট্রিক টন। বাংলাদেশ, চীন ও শ্রীলংকা বিপুল পরিমাণে চাল সংগ্রহ করে মিয়ানমার থেকে।
    মিয়ানমারের স্বাধীনতার পর মিয়ানমারের অর্থনীতির স্বাভাবিক বিকাশ ব্যহত হয় তথাকথিত সমাজতান্ত্রিক নীতি গ্রহণের কারণে। এর ফলে নে উইনের শাসনামলে মিয়ানমারের শিল্প ও ব্যাংক জাতীয়করণের শিকার হয়। ১৯৮৮ সালের পর থেকে দেশটির অর্থনীতি আবার স্বাভাবিক গতিধারায় ফিরতে শুরু করে। কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ায় সামরিক শাসন। ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ধারায় চলে সামরিক শাসন। দশকের পর দশক ধরে চলা সামরিক শাসনের কারনে দেশটির প্রশাসন ও অর্থনীতিতে দুর্নীতি এক বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। ২০১১ সালে সামরিক শাসনের বিলুপ্তির পর থেকে মিয়ানমার আবার আন্তর্জাতিক বাণিজ্য পরিমন্ডলে যুক্ত হয়ে পড়ে পুরোদমে। মিয়ানমারের অর্থনিতির অন্যতম খাত হল খনিজ খাত। মিয়ানমারের অর্থনীতিতে জ্বালানী তেল খাতের বিশাল অবদান রয়েছে। মিয়ানমারের জ্বালানী তেল সম্পদের উপর নির্ভর করেই প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার পুরনো তেল কোম্পানি ‘বার্মা অয়েল’। ১৮৫৩ সাল থেকে মিয়ানমার বহির্বিশ্বে অপরিশোধিত তেল রপ্তানি করে আসছে। এর মাঝে নে উইনের শাসনামলে সমাজতান্ত্রিক নীতি গ্রহণের ফলে অন্যান্য খাতের ন্যায় জ্বালানী খাতও জাতীয়করণ হয়। ১৯৯১ সাল থেকে আবার বিদেশি বিভিন্ন কোম্পানি তেল ও গ্যাস উত্তোলনের জন্য মিয়ানমারে আসতে শুরু করে। ইতিমধ্যে সমুদ্র এলাকায় প্রায় অর্ধশত স্থানে তেল ও গ্যাসের অনুসন্ধান চলছে। - বনি আমিন, রেঙ্গুন, মায়ানমার

КОМЕНТАРІ • 151

  • @mdanowarulhaque382
    @mdanowarulhaque382 4 роки тому +4

    দেশ- বিদেশ আপনার চোখে দেখি প্রিয় ভাই বনি।আমার কোন সামর্থ্য নেই বিদেশ ঘুরার।যদি আল্লাহ রহমত করেন তবেই সম্ভব।রাতের পর রাত জেগে আপনার প্রতিটা ভিডিও দেখি।খুব ভাল লাগে।আপনার বক্তব্যের সাথে আমি ৯৮% একমত।

  • @gourangodas1028
    @gourangodas1028 4 роки тому +45

    রোহিঙ্গারা বার্মিজ নয় , ওরা রোহিঙ্গা তবে ওরা মায়ানমারের নাগরিক যেহেতু ওদের জন্ম হেথায় , যেমন আমাদের উপজাতী সম্প্রদায় বাঙ্গালী না হলেও বাংলাদেশের নাগরিক ।

    • @rschoudhury3131
      @rschoudhury3131 4 роки тому +2

      বাংলাদেশের উপজাতিরা আরাকান থেকে এসেছে ঐ সময়, যখন বার্মা রাজা আরাকান রাজ্য দখল করে নেয়। সতেরো শতকের শেষের দিকেই এরা আগমন করেছিল সাময়িক আশ্রয়ের জন্য। তাই এদের ভুমির উপর অধিকার ছিল না। তাদের সর্দারের ( চীফের) অধীনেই তারা কার্পাস তুলা চাষ করতো এবং চাষকৃত তুলার একটি অংশ স্থানীয় ফৌজদারকে দিতে হত। এরা প্রান্তিক জুম চাষি ছিল। ভুমি খাজনা তাদের ছিল না। তবে তাদেরকে মাথা পিছু খাজনা দিতে হতো। অর্থাৎ নাগরিক হিসাবে সকলেই যখন ভুমি খাজনা দিত, তখন অনাগরিক হবার কারনেই আশ্রিত হিসাবেই তাদের মাথা পিছু খাজনা দিত। আপনারা দেখতে পাবেন, এখনো তারা মাথা পিছু খাজনা তাদের চীফ বা সর্দারের কাছে দেয়। যা তাদের চীফ বাংলাদেশের কোষাগারে জমা দেয়। যদিও তারা এখন বাংলাদেশের নাগরিক, তারপরও তাদের ক্ষেত্রে তাদের আগের ঐতিহ্য বজায় রেখেই চলছে।

    • @dotamaze
      @dotamaze 4 роки тому

      NO they can't be just citizens because they are born there. These people do not want to live peacefully with Buddist Burmese people. They were given the option to be citizen under Rohingya identity but they don't want that, they wanted a separate state at that time.

    • @jakirshah4742
      @jakirshah4742 2 роки тому +1

      তবে আমাদের উপজাতিরা বার্মা এবং ত্রিপুরা রাজ্যের অধিবাসী।

    • @jakirshah4742
      @jakirshah4742 2 роки тому

      @@dotamaze আমাদের পার্বত্য এলাকায় ও একই ঘটনা ঘটছে। তো তাদেরকে সরকার কি দেশ থেকে তাড়িয়েছে? তাছাড়া কেন তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে। রোহিঙ্গাদের সাথে বার্মার সরকারের সমস্যার সৃষ্টি এখন থেকে।

  • @silentspeech4952
    @silentspeech4952 4 роки тому +3

    ভিডিও দেখছি নাকি নিজেই স্বশরীরে ভ্রমণ করছি তাই বুঝতে পারছি না। অসাধারণ ভিডিও ও দৃশ্য।

  • @mafizuddin9864
    @mafizuddin9864 4 роки тому +2

    আমি আগেও ইউটিউব এর মধ্যে বার্মা দেখতাম, আপনার তো সব দেখলাম আপনার সুস্বাস্থ্য কামনা করি, ধন্যবাদ আল্লাহ হাফেজ

  • @Asor1972
    @Asor1972 4 роки тому +9

    দেখতে হবেনা কাদের বোনকে আপনি জীবন সঙ্গীনী করেছেন। আমাদের বরিশালের মেয়ে। আপনাদের জীবন সুখী হোক এই প্রত্যাশা করি।

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 роки тому +1

    *Taneka, natural sunscreen of Myanmar*
    ভীষন সুন্দর ভিডিও ছিলো স্যার।"তানেকা"অনেকটা চুঁই ঝালের মতো দেখতে।যাইহোক ভীষন সুন্দর অনুভূতি পেলাম।আলামিন ভাইকে আর আপনাকে দারুন দেখাচ্ছিলো
    *অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং চির ভালো* *থাকার শুভেচ্ছা প্রার্থনা করি স্যার* 🙏🌷💞🌷🙏

  • @mihirnath1745
    @mihirnath1745 4 роки тому +4

    দাদা আমি কি বলবো জানি না। আপনি একজন অসাধারণ মানুষ। মানুষের থেকে একটো গুন বেশি

  • @shahadathossainmolla8954
    @shahadathossainmolla8954 4 роки тому +2

    দাদা আমার সালাম নিবেন । মহান আল্লাহর দরবারে দোয়া করি আপনি চির সুখী হোন । আপনার একান্ত ফ্যান ।
    সাহাদাৎ হোসেন

  • @MasudRana-fk1wf
    @MasudRana-fk1wf 4 роки тому +2

    মায়ানমার ভিসা প্রসেসিং সহ ভ্রমন পক্রিয়া ইমিগ্রেশন বিষয়ে একটি ভিডিও দিলে আমরা অনেকে উপকৃত হতাম।

  • @md.ayubali6350
    @md.ayubali6350 4 роки тому +2

    আমি মনের ভূবনে এমন ভাবেই ঘুরে বেরাই যেমন ভাবে আপনি ঘুরে বেরান।আপনার সাথে আমার অনেক মনের মিল আছে।আমাদের সাদা কালো শপনো গুলোকে আপনার মনের মাধুরী দিয়ে রঙিন করে দিন ।

  • @mkaminmulla
    @mkaminmulla 4 роки тому +3

    অসাধারণ একটা ব্লগ হয়েছে... ধন্যবাদ 💐

  • @aqal-amin6089
    @aqal-amin6089 4 роки тому +3

    আমি সৌভাগ্যবানদের একজন, স্যারের সাথে মায়ানমার ভ্রমন করেছি😍😍

  • @বিধানভট্টাচার্য

    Salam.I am a blind fan of you.Day by day I am going to be addicted to your video.

  • @niradhankantidey3642
    @niradhankantidey3642 4 роки тому +1

    খুবই সুন্দর স্যার,বিশেষ করে আপনার মনমানষিকতা দেখে আমি মুগ্ধ।

  • @birajdebnath8238
    @birajdebnath8238 4 роки тому +2

    কাকু,,, নমস্কার নিবেন গো ??? আপনি যেখানে থাকেন,, যেভাবে থাকবেন ভালো থাকবেন,,, ভগবান আপনার মঙল করুক।।।।।

  • @habiburrahman3852
    @habiburrahman3852 4 роки тому +1

    তানাখা বিক্রেতা নারীর স্পর্শ পেয়ে যে হাসি দিলেন তাতে খুব খুউব মজা লাগলো। শেষ পর‍যন্ত আপনি ও বারমিজ হতে চাইলেন!!!!!!!

  • @skmoniruddinahmed5982
    @skmoniruddinahmed5982 4 роки тому +1

    Burmar ভিডিও গুলি দেখে Burma যাবার মনস্থির করছি Toungoo তে relative আছে অনেক অভিঙ্ঘতা হল আমি kolkata র !

  • @SOTOTA66
    @SOTOTA66 4 роки тому +1

    শুরুতে যে background লোকসঙ্গীতের সুরটা বাজলো ওটার সম্পর্কে জানতে চাই ?আমার দ্বারা লাগলো !

  • @SubbirHosain
    @SubbirHosain 4 роки тому

    There is no doubt that best blogger from BD.. Informative Content as always.

  • @abdurrahim-sf5pd
    @abdurrahim-sf5pd 4 роки тому +1

    Bangladesh Chittagong Hathazari

  • @AlamgirHossain-wh5fd
    @AlamgirHossain-wh5fd 4 роки тому +9

    অস্ট্রেলিয়া যখন দাবানলে পুড়ছে, বনি আমিন তখন মায়ানমার ঘুরে বেড়াচ্ছেন (“Nero fiddled while Rome burned”)

    • @sabyasachithefighter1463
      @sabyasachithefighter1463 4 роки тому +6

      Tobe ki uni balti kore jol diye agun nevaben ?? Jar ja kaj seta taakei korte din .. panchforon masala r bhumika neben na please .. Dhonnyobad

  • @ochenakarim8472
    @ochenakarim8472 4 роки тому +1

    মায়িক শহর নিয়ে একটা ভিডিও বানান।

  • @allbangla1427
    @allbangla1427 4 роки тому +3

    দাদা,আপনার মত আমরা যখন ঘুরতে আসতে পারি, আমাদের আর্শিবাদ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @msd805
    @msd805 4 роки тому +1

    ভেরোনিকা ভাবি কে খুব মিস করছেন ভায়ে।তানাকা মাখছেন আর বলছেন ভেরোনিকা কিছু মনে করবে না কথা সত্য,কারন পরিবার থেকে যে শিক্ষা পেয়েছে,আর আপনি যে ধরনের লোক তাতে কিছু মনে করার প্রশ্নই ওঠে না।আর একটা কথা মায়ানমারের প্রেমে পড়েছেন মনে হয়।মায়ানমার সমপর্কে অনেক কিছু জানলাম, দেখলাম।আরও দেখার,জানার ইচ্ছে রইল।

  • @anupmondal4075
    @anupmondal4075 4 роки тому +3

    দাদা আজকে আমি আপনাকে স্বপ্নে দেখেছি আপনি আমাদের নবদ্বিপ এসেছেন

  • @mirferozalom1441
    @mirferozalom1441 4 роки тому +2

    Good

  • @sanjitdas1435
    @sanjitdas1435 4 роки тому +4

    ধী রে ধী রে
    ঘু রে ঘু রে

  • @milonchakraborty5150
    @milonchakraborty5150 4 роки тому +1

    ভাই আপনি অসাধারন আপনি খাটি মানুষ

  • @chittabiswas9920
    @chittabiswas9920 4 роки тому

    প্রযুক্তি সহায়ক আল আমিন ভাইকেও ধন্যবাদ । 68 বছরের এই ভাইটিকে কেউ তানাকা নিজের হাতে মাখিয়ে দেবেনা । আপনাকে এতেই আমি ধন্য । নমস্কার দাদা।

  • @adnanahmed6461
    @adnanahmed6461 4 роки тому +1

    বরিশালের মেয়ে সুন্দার সুনে ভাল লাগলো

    • @mdmdsufian2772
      @mdmdsufian2772 4 роки тому

      বরিশালের মেয়ে জীবনে একটাও পেলাম নাগো

  • @mrnikhil8980
    @mrnikhil8980 4 роки тому +1

    I live in oman good

  • @kmanisurrahman8585
    @kmanisurrahman8585 2 роки тому +2

    ভাবির বাড়ি বরিশাল কোথায়?

  • @DipankarDas-vd2kd
    @DipankarDas-vd2kd 4 роки тому +1

    Thanks you s

  • @zawwtin1250
    @zawwtin1250 4 роки тому +1

    খুক সুন্দর লাগছে দাদা,

  • @JosimUddin-kt7fm
    @JosimUddin-kt7fm 4 роки тому +2

    hi! Boni you are very interesting person

  • @saifnoman4
    @saifnoman4 4 роки тому +1

    ore vai apnar cameraman hole sey hoyto free world tour dea jayto😂 best of luck banni vai

  • @sanjoyshil5701
    @sanjoyshil5701 4 роки тому +1

    Excellent information 👍

  • @rashidulmolla1996
    @rashidulmolla1996 3 роки тому

    Sir so good

  • @mohibulhaque8784
    @mohibulhaque8784 6 місяців тому

    I love yu Boni Amin.Thank yu for yr declaration to banned the bigot mollah and their oaas.

  • @subratabyin
    @subratabyin 3 роки тому +1

    Nice Boni Sir.

  • @Fhjgdhjjgfjvgkkjh89
    @Fhjgdhjjgfjvgkkjh89 4 роки тому +1

    ভাই আপনি মিয়ানমারের কিকরেন

  • @sambhunath8508
    @sambhunath8508 4 роки тому +1

    Excellent

  • @HakimRashidNaogaon
    @HakimRashidNaogaon 4 роки тому

    ভালো লেগেছে

  • @MamachingMarma-n3t
    @MamachingMarma-n3t 4 роки тому +3

    চন্দন মানে থেনেকাং বাঙালীরা বলে চন্দন আর আমরা বলি থেনেকাং

  • @bdprimaryschools
    @bdprimaryschools 4 роки тому

    Onek kichu dekhlam. Thanks

  • @mdjinnat7229
    @mdjinnat7229 4 роки тому +2

    বনি আমিন আপনি শুধু হুজুরদের বলবেন না। ওয়াজি হুজুরদের বলবেন।এক ওয়াজি আরেক ওয়াজির বদনাম করে তাদেরকে বলবেন ।

    • @sevenpack2137
      @sevenpack2137 4 роки тому +2

      ওয়াজীদের এতো টাকা দিয়ে ভাড়া করে আনার দরকাই বা কি ? তারাই তো ইসলামের বারোটা বাজাচ্ছে । এখন তো আবার হেলিকপ্টার হুজুরদেরও দেখা যাচ্ছে ।

  • @rschoudhury3131
    @rschoudhury3131 4 роки тому +2

    কালাদান নদীর পশ্চিম তীর রোহাংগ বা রোসাঙ্গ অঞ্চল। এর একমাত্র মুল নিবাসী রোহিঙ্গা। যা ১ লা এপ্রিল ১৯৩৭ সালে ব্রিটিশ বাষ্টার্ডরা আরাকানের সাথে যুক্ত করেই বার্মা ভুক্ত করে দেয়। সেই থেকেই রোহিঙ্গাদের দুঃখের ইতিহাস শুরু।
    তথ্য সুত্র:
    ১। সুলতান হোসাইন শাহের উইকিপিডিয়া।
    ২। নবাব শাইস্তা খানের উইকিপিডিয়া।

  • @sonjivdas8296
    @sonjivdas8296 4 роки тому +1

    অসাধারণ কাকু

  • @eliasbinakber7604
    @eliasbinakber7604 4 роки тому

    Lovely depiction....

  • @abdurrauf692
    @abdurrauf692 4 роки тому +1

    Sir, When famous heroine of Mumbai Nigar Sultana sang a song from Deradun in India then you say Veronica is calling.You are very romantic literal man.Did you recognize Veronica before your marriage? Wish may Allah sustain your love this world and afterworld.Have a nice day to Boni Amin and Veronica Amin.

  • @sabyasachithefighter1463
    @sabyasachithefighter1463 4 роки тому

    The paste of that wood must absorb the extra oil from the skin .. Sir , I think your skin is oily , so this will be good for your skin also .. please pardon me if I am wrong .. Thanks !!

    • @BoniAmin
      @BoniAmin  4 роки тому +1

      yes, right you are. thank you

  • @Fhjgdhjjgfjvgkkjh89
    @Fhjgdhjjgfjvgkkjh89 4 роки тому +1

    একটু বলবেন

  • @user-um8nt6bw2t
    @user-um8nt6bw2t 4 роки тому

    nice

  • @omarfaruque4961
    @omarfaruque4961 4 роки тому +1

    বনি আমিন ভাই সব বাঙালি কিন্তু ধুতি পরে না।

  • @mosarafhossain5728
    @mosarafhossain5728 4 роки тому

    Uncle, Thanks for hearing me. As I requested you to use the old background music & you've done so. Take care

  • @hossainmia9748
    @hossainmia9748 4 роки тому +1

    আমিন ভাই জন্ম দেশকে ছোট করে কথা বলবেন না মনে বেতা লাগে ধন্যবাদ আপনাকে

  • @alibokter9755
    @alibokter9755 4 роки тому +1

    আপনি বাংলাদেশ আসেন। চট্টগ্রাম।।

  • @aprumarma4183
    @aprumarma4183 2 роки тому +1

    নায়ক মতো,, লাগে

  • @user-fx4op4pn8i
    @user-fx4op4pn8i 4 роки тому +2

    শুধু বনি আমিন ভাই দেখালো।

  • @princedishary
    @princedishary 4 роки тому

    হা হা হা ভাইয়া সত্যই ভাবির জন্য তানাকা বা চন্দন লাগবেনা,ভাবি এমনিতে চন্দনের মত, বরিশালের মেয়েরা আসলেই সুন্দরী হয় !

  • @malvikasikdar7297
    @malvikasikdar7297 6 місяців тому

    Ami dakshin barat e thaki , ota Chandan na, ekdhoroner dust jeta vogobaner mondire ashirbaad hisabe dey kopale, eta meyerao ney

  • @xmnazmul
    @xmnazmul 4 роки тому +1

    Dear sir,
    With Your Driver history whose grandfather was a Bangladeshi, i have simply adjustments.....
    My grandfather went there and never back home.
    Could u please send me the name of selims grandfather name?

  • @user-wp4qt2ee5c
    @user-wp4qt2ee5c 4 роки тому +2

    ২৭ তম বার্তা পাঠক আমি!
    ৯৫% শারমেয়-দের ঘুরে ঘুরে দেখান
    আংকেল!!
    আকাশ জয় করেছে
    বাতাস জয় করেছে
    পাতাল জয় করেছে
    রাবিশ!! রাবিশ!! রাবিশ!!
    কচু জয় করেছে!!

  • @ayatullahbinyounus6830
    @ayatullahbinyounus6830 2 роки тому

    Boni Amin Dada! Who said you that the Rohingya women don't use thenakhaa? Every Rohingya women apply thenakhaa on their face everyday. How did you write this without knowing the real? "Misunderstanding and judging without knowing the real lead one to failure". It's my saying.

  • @shahabuddinhossain674
    @shahabuddinhossain674 4 роки тому

    beautiful sir

  • @painumong2605
    @painumong2605 4 роки тому

    আমাদের বাংলাদেশ এর বলে "সানাইখা" (মারমা ভাষা)

  • @s.munhirmunhir9814
    @s.munhirmunhir9814 3 роки тому

    ইত্যাদি সব মিলিয়ে।

  • @rajumondol9960
    @rajumondol9960 Рік тому

    Sundori hbe

  • @olosbalok5129
    @olosbalok5129 4 роки тому

    সত্যিই আপনি প্রেমীক পুরুষ

  • @habiburrahman3852
    @habiburrahman3852 4 роки тому

    ডলা এবং ঘষা, ঘষাটাই যথারথ। তানাখা দিয়ে নাগরিকত্ব নিরধারণ করা যায়না। আপনার কথার সাথে দিমত আছে আমার। সব বারমিজ তানাখা লাগায়না। শিরোনাম সংশোধন করতে অনুরোধ করছি। ধন্যবাদ।

  • @ashutoshashutosh1040
    @ashutoshashutosh1040 4 роки тому +1

    আমিন ভাই ভারতের cCa NRC r একটি সঠিক জনকারির ভিডিও বানানো করুন না।

  • @rsarkar6662
    @rsarkar6662 4 роки тому

    😂😂😂 তানেখা দিয়ে মারার জন্য কিনব আমি 😂 কাকাবাবু কাকিমা খুব সুন্দরী আর নামটাও আর মিস্টি

  • @sportstube2591
    @sportstube2591 4 роки тому

    বনী ভাই জিন্দাবাদ...

  • @yasinarafat6956
    @yasinarafat6956 4 роки тому +1

    বনি আমিন, বাংলা দেশ ও ইসলাম বিরোধী, আশা করি সকলে এর ভিডিও দেখা থেকে বিরত থাকবেন।

  • @tuhinlee5157
    @tuhinlee5157 4 роки тому

    আমি লাগাইছি খুব ভালো।

  • @chadmiahs
    @chadmiahs 4 роки тому

    Nice Tanaka

  • @rickysarkar9864
    @rickysarkar9864 4 роки тому

    Shorol sujja veronica bhai amar...

    • @rickysarkar9864
      @rickysarkar9864 4 роки тому

      Sir, im your follower since long time, i really liked your blogs as an outspoken men, your way of talking emphasizing/ perceptions very comprehensive and insightful to me. My Dad ( already expired) and Veronica bhabi^s Dad home were from the same place ^ Gournodi. Say my hi to her also mr Neo g mendez was my first boss 1989 , i was in his ^ Dragon air office ^ at kakrail Dhaka. Keep it up sir may God give u more energy and constructive thinking ahead. Thx for your all hard work.
      ,

  • @shipondhar5965
    @shipondhar5965 4 роки тому

    Valo

  • @wuthanwan7801
    @wuthanwan7801 4 роки тому

    👍👍👍👍

  • @jhonroyas7086
    @jhonroyas7086 10 місяців тому

    era asian bukto se jonneyi culturer erokom.thai.china sob

  • @jashim1262
    @jashim1262 4 роки тому

    তানাখা অনেক ভাল সার

  • @habiburrahman3852
    @habiburrahman3852 4 роки тому

    আপনি কি ভেরো ভাবীকে বারমিজ বানাতে চাইছেন?

  • @shipondhar5965
    @shipondhar5965 4 роки тому

    Kemon asen

  • @mintumintu2385
    @mintumintu2385 4 роки тому

    অনেক হাসলাম আপনার তানাকা লাগানো দেখে

  • @shahabuddinhossain674
    @shahabuddinhossain674 4 роки тому +1

    আসসালামু আলাইকুম স্যার বাংলাদেশের যশোর জেলার আসার জন্য আমন্ত্রণ রইল আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই প্লিজ আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমি আপনার অনেক বড় একজন friends

  • @banglalover5476
    @banglalover5476 4 роки тому

    একি দৃশ্য প্রতিটা ভিডিওতে দেখতে অসহ্য লাগে।

  • @minasign8955
    @minasign8955 4 роки тому

    tanaka video ; mina sign chattogram bangladesh 088+01818275910

  • @kawsarbilash4988
    @kawsarbilash4988 4 роки тому

    হুজুর এবং ইসলামকে আপনি সব সময় কটাক্ষ করে কথা বলেন। আপনি অনুগ্রহ পূর্বক বলে যাবেন মৃত্যুর পর আপনার শেষকৃত্য কোন ধর্মের রীতি অনুযায়ী হবে??? যদি জানাযা হয় তাহলে কি কোন হুজুর পড়াবেন কিনা..???

    • @sevenpack2137
      @sevenpack2137 4 роки тому +2

      ভালো হুজুর খুবই কম । ওয়াজী হুজুরগুলি ৯৯% ভন্ড । ওদেরকে হুজুর না বলে গুন্ডা বললেও কম বলা হয় । ঐগুলির স্থান হওয়া উচিত ছিল জেলখানায় ।

    • @kawsarbilash4988
      @kawsarbilash4988 4 роки тому

      আপনি আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলেছেন।তারপরেও যদি আপনার কোন কাজে যদি কোন আলেমের প্রয়জন হয় মৃত্যুর আগে বা পরে তাহলে আপনার নৈতিক পরাজয় হবে এবং আপনার আদর্শের মৃত্যু ঘটবে.....

  • @kajalmiah1274
    @kajalmiah1274 4 роки тому

    You are not good enough

  • @shaheenparvez5721
    @shaheenparvez5721 4 роки тому

    tui mor

  • @tunpru1422
    @tunpru1422 4 роки тому

    Fake rohingya no need to use Taneka, this is not their tradition or cultures. They follow their own tradition of make up like the chittagonian bengali's.

    • @s.mofhappiness8504
      @s.mofhappiness8504 4 роки тому

      Dada napale dar 1ta vedeo banaban plz dada

    • @saroarmohd7528
      @saroarmohd7528 4 роки тому

      i also tanakha. Nanakha already use
      Skin some skinny ready

  • @ayatullahbinyounus6830
    @ayatullahbinyounus6830 2 роки тому

    Boni Amin Dada! Who said you that the Rohingya women don't use thenakhaa? Every Rohingya women apply thenakhaa on their face everyday. How did you write this without knowing the real? "Misunderstanding and judging without knowing the real lead one to failure". It's my saying.